Banner Advertiser

Friday, January 31, 2014

[mukto-mona] Fw: Pakistani Al-Qaeda in support of Bangladeshi Islamists [In Urdu with Bengali subtitle]





On Friday, January 31, 2014 1:15 PM,  

A Message From Al-Qaeda Pakistan To Bangladeshi People:






__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] মন্দ বন্ধ করলে ভালো প্রশংসিত হয়



মন্দ বন্ধ করলে ভালো প্রশংসিত হয়

ওয়াহিদ নবি


সৈয়দ মুজতবা আলী লিখেছিলেন, মানুষের জীবন সব সময় যুক্তি-তর্ক মেনে চলে না। যদি চলত, তবে সক্রেটিসকে বিষপান করতে হতো না, আর যিশুকেও ক্রুশবিদ্ধ হতে হতো না। আসলে ভালো আর মন্দ দুটি আশ্চর্য জিনিস। একই জিনিস কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ। আবার একই জিনিস একই মানুষের কাছে কখনো ভালো আবার কখনো মন্দ। আসলে মানুষের মনের কিছু বিশেষত্ব আছে, যাকে দুর্বলতা বলে বর্ণনা করা যায়। কোনো একটি দেশের মানুষের কথা আলোচনা করার সময় আমরা এই বিশেষত্বকে সেই দেশের মানুষের দুর্বলতা বলে আখ্যায়িত করি; কিন্তু হতে পারে এই দুর্বলতা সব দেশের মানুষের দুর্বলতা। একটা উদাহরণ দেওয়া যাক। একজন ভালো কাজ করলে অনেক সময় তা উপেক্ষিত হয় বা ভালোভাবে প্রশংসিত হয় না। কিন্তু কেউ ভুল করলে অনেকেই (বলব না সবাই) সোচ্চার হয়ে ওঠেন। আমরা বলি, এটি আমাদের দোষ কিন্তু আসলে অন্য দেশের মানুষের মধ্যেও এই বিশেষত্ব রয়েছে।

একটা নির্বাচন হয়ে গেল বাংলাদেশে। একটা সরকার শপথ গ্রহণ করে ক্ষমতায় আসীন হয়েছে। ১৮ দল এই নির্বাচন মেনে নেয়নি। অনেক বিজ্ঞজনও এই নির্বাচন মেনে নেননি। অনেকে বলেছেন, নির্বাচন বৈধ হয়নি। দেশের আইন অনুযায়ী নির্বাচন হয়েছে, কাজেই নির্বাচনটি অবৈধ হয়েছে তাও বলা যায় না। বিরোধী দল বলছে, খুব কম লোক ভোট দিয়েছে। এসব তর্ক চলতেই থাকবে। প্রশ্ন হচ্ছে, এর পর কী হতে যাচ্ছে? বিরোধী দল আবার নির্বাচন চায়। সরকারি দলের কেউ কেউ বলেছেন, পাঁচ বছর অপেক্ষা করতে হবে। দুই দলের মধ্যে আলোচনার কথা বলেছেন অনেকেই। আমরা ধরে নিচ্ছি, তাঁরা নির্বাচন নিয়ে আলোচনার কথা বলছেন। সরকার আর বিরোধী দলের মধ্যে আদর্শগত ও পদ্ধতিগত বিরাট মতপার্থক্য রয়েছে। এগুলো নিয়ে কাজ চলার মতো কোনো মতৈক্য না হলে দুই পক্ষের মধ্যে সমঝোতা হবে কি না- এসব নিয়ে কেউ কিছু বলছেন না।

দুই পক্ষের তাৎক্ষণিক মতানৈক্যের কারণ হচ্ছে নির্বাচন পদ্ধতি। সরকার পক্ষ বলছে, দলীয় সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনটি হবে। বিরোধী পক্ষ বলছে, নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এ নিয়ে তাদের মধ্যে কোনো আপস হয়নি। সত্যি বলতে কী, বিরোধী দলের মনোভাব দেখে মনে হয়েছে, সরকার যদি তাদের কথা মতো, তাদের পছন্দ মতো পদ্ধতিতে নির্বাচন না দেয়, তবে বিরোধী দল তা যেভাবে হোক আদায় করে নেবে। তাদের কাজেও তাদের মনোভাব প্রকাশ পেয়েছে। জ্বালাও-পোড়াও চালিয়েছে তারা অনেক দিন ধরে। কিন্তু নির্বাচন হয়ে গেছে, যদিও তা নিয়ে আলোচনা-সমালোচনার বিরাম নেই। তা না হয় থাক, তবে জনগণের আচার-আচরণ দেখে মনে হচ্ছে যে তাঁরা হাঁফ ছেড়ে বেঁচেছেন। একটা সরকার ক্ষমতায় রয়েছে। যেদিন নির্বাচন হয় হোক।

নির্বাচন যখন হয় হবে। যে পদ্ধতিতে হয় হবে। কিন্তু যে সরকার দেশ চালাচ্ছে, তারা কী করে, সেটা আমরা দেখতে চাই। গত পাঁচ বছর এই দলটিই দেশ চালিয়েছে। অনেক ভালো কাজ করেছে তারা, আবার ভুলও করেছে। এই ভুলগুলোর কিছু কিছু দলীয় লোকদের সুযোগসন্ধানী কাজের জন্য আবার কিছু কিছু অনুপযুক্ততার জন্য।

সরকারের সাফল্যের সম্পূর্ণ তালিকা পেশ করা সম্ভব নয়, তবে কিছু কিছু উল্লেখ করা উচিত। খাদ্য সমস্যার সমাধান, পাঠ্যপুস্তক সরবরাহ, যুদ্ধাপরাধীদের বিচার শুরু ইত্যাদি উল্লেখযোগ্য সাফল্য। বনানী ফ্লাইওভারকে আমি একটা বড় সাফল্য বলে মনে করি। কারণ ঢাকা শহরের ও দেশের উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ উন্নত হয়েছে এই ফ্লাইওভারের জন্য। সবচেয়ে বড় কথা, বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ উন্নত হয়েছে। এই ফ্লাইওভারের কথা আমার কিছু আত্মীয়-বন্ধুর কাছে উল্লেখ করায় তারা বলেছে, 'এ আর এমন কী? এই মনোভাবই আমাদের সমস্যা। টক শোর অনেক বিজ্ঞ ব্যক্তি এমন মনোভাব প্রকাশ করেন। বিরোধী দল বলে না তাদের সরকার কী করেছে- বিজ্ঞজনরাও কিছুই বলেন না এ সম্পর্কে। বিরোধী দল ক্ষমতায় গেলে কী করবে, সে কথাও তারা বলে না। তাহলে সরকারের সাফল্য ও ব্যর্থতা তুলনা করব কার সঙ্গে। এটি আমাদের আরেকটি সমস্যা। তুলনা করার দরকার কী। শুধু সমালোচনা করে যাও। ভাবটা এই যে অতীত নিয়ে ভাবনার দরকার কী? ভবিষ্যতের কথা ভাবা যাবে যখন সেটা আসবে। আমাদের এই মনোভাব নিয়ে অভিমান করার কিছু নেই। আমরা এমনটাই, এমনি কথা আমরা শুরুতেই বলেছি।

সরকার সমালোচিত হয়েছে কী সব কারণে, তার কিছু উল্লেখ করা যাক। ছাত্রলীগের কার্যকলাপ। ঐতিহ্যবাহী এই সংগঠনের অধঃপতন দেখে সবাই হতাশ হয়েছে। চাঁদাবাজি আর টেন্ডারবাজি বন্ধ করার জন্য সরকারকে সব কিছু করতে হবে। শেয়ারবাজারে ধস। শোনা গেছে, বড় বড় দলের বড় ব্যক্তিরা এতে জড়িত ছিল। এটা কোনো সান্ত্বনার কথা নয়। শুধু এ ব্যাপারেই নয়, সব ব্যাপারেই সরকারকে এই মনোভাব নিতে হবে, অপরাধী অপরাধীই, তা যে দলেরই হোক। সরকার সঠিক ব্যবস্থা তো নেবেই; কিন্তু জনগণ যেন জানতে পারে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। 'শেয়ারবাজার ধসের জন্য দায়ী ব্যক্তিরা খুব ক্ষমতাশীল'- অর্থমন্ত্রীর এই উক্তি মানুষকে হতাশ করেছে। আর আমাদের অভিভাবকদের আর বিজ্ঞজনদের উচিত হবে জনসাধারণকে বলা যে শেয়ারের ব্যবসা স্বদেশেই ঝুঁকিপূর্ণ ব্যবসা। হলমার্ক কেলেঙ্কারির জন্য দায়ী ব্যক্তি কারা, এ কথা স্পষ্ট করে বলা হয়নি। তবে এসবের দায়িত্ব সরকারকে নিতে হবে। রানা প্লাজার মালিকরা কোন দলের সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে, রানা প্লাজা নিরাপদ কি না, সেটা দেখার দায়িত্ব যাদের ছিল তারা কি নিজ দায়িত্ব পালন করেছিল? সব কারখানার নিরাপত্তা পরীক্ষা করার দায়িত্ব এখন সরকারের, তা মালিক যে পক্ষেরই হোক। তবে সরকার সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে পদ্মা সেতুর জন্য। আমাদের কাছে মনে হয়েছে, সব বিষয় যেন কুয়াশাচ্ছন্ন। আর এমনটা হলে সরকারকে লোকে দোষ দেবেই। এখন দেখা যাচ্ছে, দুর্নীতি ও অন্যান্য কারণে কয়েকজন মন্ত্রী বাদ পড়েছেন। ভবিষ্যতে কিছুদিন পর পর মন্ত্রিসভার পরিবর্তন ঘটলে ভালো হবে সবার জন্য।

সরকারের ভালো কাজগুলো তেমন প্রশংসিত হয়নি, এ নিয়ে অভিমান করে লাভ নেই। মানুষ মন্দ কাজ দেখতে চায় না, এটাই অভিজ্ঞতা। কাজেই মন্দ কাজ কমানোর দিকে সরকারকে নজর দিতে হবে। আসলে ভালো কাজের সুফলগুলো মন্দ কাজগুলো নষ্ট করে দেয়, এটা ঠিক। বিভিন্ন ধরনের মানুষ থাকে সরকারে। দলীয় ব্যক্তি থাকে, আমলারা থাকেন বিভিন্ন ধরনের। জনগণের কাজে নিযুক্ত থাকেন, যাঁদের আমলা বলে বর্ণনা করা হয় না। যেমন শিক্ষকরা। কিন্তু সবার কাজের জন্য ব্যক্তি হচ্ছেন রাজনৈতিক ব্যক্তি। দলকে তাই সুসংগঠিত করা আশু প্রয়োজন। সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় বসানো তাই গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণকে আরো গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে। এমনি আরো অনেক বিষয় রয়েছে। আসলে মন্দের তালিকা কমাতেই হবে, তাতে যদি সাফল্যের তালিকা ছোট করতে হয় করতে হবে। শুনতে হয়তো অদ্ভুত লাগছে কথাটা, তবে আমাদের অবশ্যই বাস্তবের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে।

লেখক : রয়াল কলেজ অব সাইকিয়াট্রিস্টের ফেলো

http://www.kalerkantho.com/print-edition/sub-editorial/2014/02/01/47421


Also by Dr. Waheed Nabi:

The Daily Star




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] Freeing temples from state control - Subramanian Swamy



Freeing temples from state control - Subramanian Swamy
 
Why only Hindu religious affairs need to be managed by the government. The obvious question, why should a 'secular, socialist' government control only Hindu places of worship, but not Muslim and Christian religious institutions.
 
In fact, what is scandalous is the corruption after takeover of temples by the Tamil Nadu officials, MLAs and Ministers by looting the temple wealth, lands, and jewels, and the reckless diversion of donations of devotees to non-religious purposes.
 
temple properties: Tamil Nadu temples, under Hindu Religious & Charitable Endowments Department, has control over more than 4.7 lakh acres of agricultural land, 2.6 crore square feet of buildings and 29 crore square feet of urban sites of temples. By any reasonable measure, the income from these properties should be in thousand of crores of rupees. The government, however, collects a mere Rs.36 crore in rent against a 'demand' of mere Rs.304 crore — around 12 per cent realisation.
 
The HR & CE takes away annually around Rs.89 crore from the temples as administrative fee. The expenditure of the department including salaries is only Rs.49 crore. Why does the government overcharge the temples– literally scourging the deities – for a sub standard service?
 
Recently the government started covering the floor of Tiruvotriyur temple with marble, a stone never used in south Indian temples. The original floor was of ancient granite slabs with historical inscriptions. There are several initiatives for 'renovation' of temples — the bureaucrats rarely consult archaeologists or heritage experts. Without knowledge, experience, competence or appreciation and with great insensitivity they use inappropriate chemicals on ancient murals, insert concrete/cement structures, use ceramic tiles to 'embellish' sanctum sanctorum and construct 'offices' within temple premises. Ancient monuments 300 to 1000 plus years old are never 'renovated', only 'restored', a distinction that escapes the babus.
 
There are several large temples in Tamil Nadu under government control for several decades. If the Supreme Court judgment is applied, then the government is in illegal, unethical and unfair control of these temples. apart from being answerable for innumerable acts of dereliction of duty, defiling of temples that has resulted in loss of several thousands of crores of rupees to the temples and to their antiquity. That is my next move — to liberate all Hindu temples presently in government control on expired GOs. In the future we need to bring some mosques and churches to rectify the mismanagement going on in these places. Then the secularism of India's intellectuals will be truly tested.
 
 

--
Thanks & Regards,


Sudhir Srinivasan
B.Arch, MSc.CPM, Dip.ID, Dip.CAD, Dip.PM, Dip.LD
| Architect |



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [mukto-mona] A letter of appeal to Mukto-mona friends



"These Jamaatis can only be held in check by moderate, peace loving secularists like us and other well intention people."....pipe dream!!!


On Sun, Jan 26, 2014 at 3:12 AM, ANISUR RAHMAN <anisur.rahman1@btinternet.com> wrote:
 

Dr Avijit Roy
cc. Prof. Ajoy Roy

I must praise and commend Prof Ajoy Roy's dedication and commitment to the cause to help the minorities in Bangladesh. It is indeed an extremely praiseworthy endeavour that Prof Roy had been doing for good many years now. I would feel privileged to support this endeavour financially and, if possible, help propagate this ideal such that it can achieve even greater successes.
Incidentally, I am coming to Dhaka at the middle of February for just one week. If possible, please contact me personally (in my email address) with your phone number so that I can make a donation while I am in Dhaka.

Now I must also say that I read Dr Bain's and Dr Jiten Roy's egregious outburst which disappointed me tremendously. Both of them advocated religious minorities to have guns (in keeping with the gangster mentality they may have developed in America) and start a riot unseen anywhere in the subcontinent recently. These are the people masquerading as mukto-monas preaching blatant parochial behaviour!! Their attitude is particularly hideous when the general atmosphere in Bangladesh is turning towards reconciliation, proper protection of minorities and the punishment of the perpetrators of crimes during the last few months. 

Instead of encouraging this cordial atmosphere and establish a lasting and peaceful coexistence between the communities, these guys think that with few guns they can take revenge on the overwhelming majority. This sort of attitude is utterly condemnable. Hardly do they realise that the 8 per cent of the Hindu minority will have no cats in hell's chance against the violent Jamaatis. These Jamaatis can only be held in check by moderate, peace loving secularists like us and other well intention people. Any flare up of violence, as they advocate from the safety of America, will change the landscape completely!

- Dr A Rahman       


Sent: Friday, 24 January 2014, 18:50

Subject: [mukto-mona] A letter of appeal to Mukto-mona friends [1 Attachment]

 
Attention:
Dr. Avijit Roy
Moderator & members of Mukto-mona Groups 

Dear Avijit,
 
For a long time I have not been not in touch with you. As you know these days I am pretty busy with so called minority persecution almost throughout the year 2013. 2012 year witnessed the devastating communal violence at Ramu, Cox’sbazar on the Buddha Communities and on their monasteries. I myself visited the cite, saw the extent of man-made devastation could be by the fanatics which included not only the Jamatis and BNPs but a section of Awami League followers being influenced by the false propaganda that through a Facebook a Buddhist young man insulted the Prophet of Islam (sm).
 
Recently our team visited the affected areas of Karnai in Dinajpur where thousands of men and women were persecuted, manhandles, women were insulted, houses and business establishments broken, set fire and looted the properties. I have a sent a detail report to Mukto-mona. Now we have to do something positive materially to rehabilitate most affected families say about 100-150. We made an assessment. The programme needs ~ 40-50 lac BD taka.
 
You once hinted that Mokto-mona wants to do some thing positive. 50 lac (5,000,000) BT taka will be around ~ 62,500 US$. Can Mukto-mona Friends come forward to raise the fund for the victims of Karnai village, Dinajpur.
 
I very honestly appeal to Mukto-mona members to come forward to raise the fund for the sake of human sufferings. We did the similar rehabilitation programme at Annada Prasad village and at Khedaimari School, a char Island in River Brahmaputra a few years back.
 
I am enclosing here with the rehabilitation programme of Karnai people.
 
With love to you and very good wishes to your Mukto mona groups    
 
Yours affectionately
Baba
(Professor Ajoy Roy)
DU, Dhaka.
24 January 2014-01-25

Ps: can you send the link in which you wrote about me 'Tini Bridha Holen etc. I lost the article of yours that I and your mom liked very much, and want to preserve it. Do something for it. I am physically passing very hard days. Cost of my own and your mom's treatment plus the domestic expenditure almost became unbearable. Please don't take it otherwise. Some how I am managing.      





__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] আস্তিক-নাস্তিক বিতর্ক :: কমন মিসআন্ডাস্ট্যান্ডিং



Dear Muktomona Admin,

I want to publish this document in  your blog. I would be happy if you publish this. I have attached my document here. 

Thanks 

বিভ্রান্ত মানব 


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] My Article in BD 24 News !!!!!





__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] শিশু ধর্ষণের অভিযোগে ‘কথিত’ পীর গ্রেপ্তার



বাংলাদেশ > শিশু ধর্ষণের অভিযোগে 'কথিত' পীর গ্রেপ্তার

শিশু ধর্ষণের অভিযোগে 'কথিত' পীর গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2014-01-31 16:26:54.0 BdST Updated: 2014-01-31 18:24:16.0 BdST

শিশু ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে এক 'কথিত' পীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. আব্দুল হাকিম ওরফে হাকিম ভাণ্ডারি (৪৮) নগরীর মোগলটুলি কাটা বটগাছ এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজার থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সদরঘাট থানার ওসি প্রণব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত মঙ্গলবার সকালে হাকিম ভাণ্ডারি তার প্রতিবেশী আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

"গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই থানা পুলিশের সহায়তায় হাকিমকে গ্রেপ্তার করা হয়।"

ওসি জানান,  মিঠাছড়া বাজরে একটি চায়ের দোকানে বসে চা পান করার সময় পুলিশ হাকিমকে আটক করে। এ সময় হাকিম নিজের পরিচয় গোপন রাখার চেষ্টা করে। তবে সদরঘাট থানা পুলিশের একটি দল সেখানে গিয়ে তার পরিচয় নিশ্চিত করে এবং গ্রেপ্তার করে শহরে নিয়ে আসে। 

গ্রেপ্তার হাকিম সকালে সদরঘাট থানায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই ছেলে ও দুই মেয়ের জনক তিনি। তার এক মেয়ে বিবাহিত, আরেক মেয়ে খান সাহেব সিটি কর্পোরেশন হাই স্কুল থেকে এবছর এসএসসি পরীক্ষা দেবে।

ওসি প্রণব বলেন, "হাকিম নিজেকে পীর বলে পরিচয় দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।"

তিনি জানান, এর আগেও হাকিম তার নিকটাত্মীয়সহ বেশ কয়েকজন নারীর শ্লীলতাহানির চেষ্টা করে। সেসব ঘটনায় এলাকায় বেশ কয়েকবার শালিশ বৈঠকও হয়।

হাকিম পুলিশকে বলেছেন, গত মঙ্গলবার ওই ঘটনার পর বুধবার তিনি নগরীর মনসুরাবাদ এলাকায় হাসনাত মাওলার ওরশে অংশ নেন। এরপর বুধবার সকালে চলে যান মিরসরাইয়ে।

এদিকে হাকিম ভাণ্ডারিকে গ্রেপ্তারের পর তার বিচারের দাবিতে স্থানীয় বাসিন্দারা মোগলটুলি এলাকা থেকে মিছিল নিয়ে সদরঘাট থানায় জড়ো হন।

গত মঙ্গলবার ধর্ষণের শিকার মেয়েটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 'ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে' (ওসিসি) চিকিৎসাধীন।

http://bangla.bdnews24.com/bangladesh/article737431.bdnews

  1. মানিকগঞ্জে পীরের কাণ্ড - Bangladesh News Agency (Pvt.) Ltd. | 24 ...

    Jun 15, 2013 - নিউজ বিএনএ ডটকম, মানিকগঞ্জ, ১৫ জুন : মানিকগঞ্জের শিবালয় উপজেলার নয়াবাড়ি রাণীনগর গ্রামে শনিবার ভোরে পুলিশ ধর্ষনের অভিযোগে এক ভণ্ড পীরকে গ্রেপ্তার করেছে। তার নাম শামসুল হক কাদরী (৩২)। কথিত পীরের বিরুদ্ধে তার শিষ্যের শিশু কন্যা (১২) কে ধর্ষণেরঅভিযোগ এনেছে পুলিশ। তার বাড়ি থেকে পুলিশ ধর্ষিতা শিশুটিকে ...






__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [mukto-mona] একজন উস্কানি বেগমের হতাশা, ক্ষোভ, যন্ত্রণা ও ক্রোধ - ১



We do not have institutions for democracy in our country BUT we have our people who wish to be democratic. It is because of this value in us, we still speak up for minority rights, we speak up against our own Cricket control board against slavish deals with foreign nation (Which ultimately changed the proposal), we can protest if we do not like something.

We have to make our country which honor it's laws and respect dignity of people. I do not know of any "Perfect democracy" but autocratic government like Saddam (Of Iraq), Mubarak (Of Egypt) or Assad (Of Syria) are not the model we need to follow.

We have to have a space so if you disagree with me, you can share your ideas without any fear.

What we need to stand against is violence (In the name of politics, religion or whatever) and criminals.


Again, if BNP wins, Awami-League will blame vote rigging, and stay away from Parliament.


>>>>>>> Probably but eventually we'll outgrow this destructive culture. There are a lot of people who feels BNP is not getting fair treatment, I remind them that, BNP took long time (More than it should ) before it gave BAL a fair chance to a fair election.

If you ask me, I would say BOTH parties are missing "Opportunities" to improve our democracy. History tells us NO one can stay in power forever without support from common people. So democracy is the best way to connect to people and be accountable to people.

Our police, army proven that, when they are given freedom to operate fairly they can do excellent job (UN is very pleased with our performance), so have to request our leaders to allow our people to work for our country for a change.

You made a good point about our party culture. This is probably a reason why I am not an active supporter of any political party. To me they do not have radical differences when it comes to put interest of people in front and center of their policies.


Is this how American leaders want to solve political problems in Bangladesh by holding another election now?

>>>>>>>> You have to ask American leaders about it. However I feel we should solve our problems, no foreigners is needed IF we are honest. We have to think about our country first and forgive each other for the sake of our country and people who live in it.

Shalom!

-----Original Message-----
From: Jiten Roy <jnrsr53@yahoo.com>
To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>
Sent: Thu, Jan 30, 2014 6:07 pm
Subject: Re: [mukto-mona] একজন উস্কানি বেগমের হতাশা, ক্ষোভ, যন্ত্রণা ও ক্রোধ - ১

 

Let me try to explain again. Just because some countries hold election does not mean they have democracy. Iran holds election; Pakistan holds election, but there is no human rights for religious minorities there.
 
My argument was against American notion that - by forcing elections they can bring democracy around the world. They can't seem to understand - without building secular political environment for democratic system, the election is meaningless.
 
Today, I saw great news from Thailand; people have been demonstrating peacefully for weeks (unlike Bangladesh), and they have paralyzed a popular government, just elected recently by overwhelming majority.

Please see the link below:

 
Thai people took to the street because of allegations of corruption against some of the government officials. Popular Government resigned; parliament dissolved. Country is now run by an interim government, headed by the recently elected Prime Minister. She declared for a new election. This is real democracy in practice. Do you think – we have such environment in Bangladesh?
 
Instead, this is the story for Bangladesh. If BNP cannot win again in the next election, they will attack religious minorities for the defeat; blame vote rigging, and march on the street and burn everything around them. They will surely stay away from the Parliament again, as they did in the past.  
 
Again, if BNP wins, Awami-League will blame vote rigging, and stay away from Parliament. Is this how American leaders want to solve political problems in Bangladesh by holding another election now?
 
 
Jiten Roy


On Thursday, January 30, 2014 5:43 PM, QR <qrahman@netscape.net> wrote:
 
democracy cannot survive among vastly ignorant religious people;


>>>>>>>> Bangabandhu Sheikh Mujibur Rahman thought we were ready for democracy. He fought for it and I happen to agree with his analogy. Right now we do not have democratic culture in our country and that does NOT mean people of Bangladesh cannot protect democracy.

India has been more religious riots (Not just attacks but killings) than most countries of the world but it is still holding up to it's democratic heritage. Even traditional non-democratic state like Pakistan recently peacefully transferred power (Borrowing our care taker model) and walking steadily towards democracy. So why can't we do the same?

We are passing difficult times and almost all nations go through tough times but that does not mean we have to sacrifice our democratic values.  



Democracy needs a vast secular mass; that environment needs to be created first.

>>>>>>> It is already there.


Anyway, Khaleda Zia is shedding her crocodile tears; religious minorities cannot trust her at all. She has revealed her own image in 2001.

>>>>>>>>> Let our minority population decide for themselves. They do not need a "Leader of freedom fighter" (Who actually chose not to fight the Pak army) and a Hindu who left Bangladesh long time ago speak for them. If Khaleda Zia fails (Which she has in the past), it will be her loss.

I do not feel religion or secularism should be forced unto people. Let the secular parties win the hearts of people with dedication and honesty. Let the religious parties try their best to win hearts of people. This is the democratic system and despite some flaws, it is the best system out there.

Shalom!


-----Original Message-----
From: Jiten Roy <jnrsr53@yahoo.com>
To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>
Sent: Wed, Jan 29, 2014 6:45 pm
Subject: Re: [mukto-mona] একজন উস্কানি বেগমের হতাশা, ক্ষোভ, যন্ত্রণা ও ক্রোধ - ১

 
Politicians are not intellectually smart people, because smart people do not go to politics anywhere in the world. Therefore, do not think so highly of European and American politicians; for proof look at their policies in Middle East, Afghanistan, Africa, etc.

American politicians always talk about promoting democracy around the world. They think - solution to every problem in the world is democracy. They do not understand that - democracy cannot survive among vastly ignorant religious people; democracy there will only establish religious autocracy that easily; the proof is Egypt.

Democracy needs a vast secular mass; that environment needs to be created first. I do not think these foreigners understand that at all; if they did, they could not support BNP/Jamat in Bangladesh.

Anyway, Khaleda Zia is shedding her crocodile tears; religious minorities cannot trust her at all. She has revealed her own image in 2001.
 
Jiten Roy


On Wednesday, January 29, 2014 6:51 PM, SyedAslam <Syed.Aslam3@gmail.com> wrote:
 
বুধবার, ২৯ জানুয়ারী ২০১৪, ১৬ মাঘ ১৪২

একজন উস্কানি বেগমের হতাশা, ক্ষোভ, যন্ত্রণা ও ক্রোধ
মুনতাসীর মামুন
পরিস্থিতির এত নাটকীয় পরিবর্তন হবে তা নির্বাচনের দিনও ভাবা যায়নি। আমরা যাঁরা আশঙ্কা করছিলাম, নির্বাচনের পরদিন থেকে আবার জ্বালাও পোড়াও শুরু হবে, তা হয়নি। মুখ রক্ষার জন্য ১৮ দল অবরোধ হরতাল ডেকেছিল তারপর তারা ভুলে গিয়েছিল। এখন দেশের পরিস্থিতি ঠিক আগের মতো। অর্থাৎ, অবরোধ হরতালের আগে যে অবস্থা ছিল। এত দ্রুত পরিস্থিতির উন্নতি হবে এটি আওয়ামী লীগ নেতৃত্বের কল্পনায়ও ছিল কিনা সন্দেহ। 
বিএনপি-জামায়াত এবং ১৬ দল বা একত্রে ১৮ দল কখনও ভাবেনি নির্বাচন হবে। প্রতিদিন মানুষ পুড়িয়ে কুপিয়ে একটি ত্রাসের রাজত্ব তারা তৈরি করতে পেরেছিল। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা বার বার হুমকি দিচ্ছিলেন। আমেরিকা ইউরোপ যেখানে জামায়াতের পক্ষে ছিল সেখানে নির্বাচন হওয়াই ছিল কষ্টকর। যাক, নির্বাচন হলো। বিএনপি-জামায়াতের ও সুশীল বাটপাড়দের মুখপাত্র প্রধান প্রধান [দুইবার প্রধান ব্যবহার নিশ্চয় ব্যাকরণ শুদ্ধ নয় তবুও গুরুত্ব বোঝাবার জন্য দুবার শব্দটি ব্যবহার করা হলো] পত্রিকা ও চ্যানেলগুলো এই কথাই বোঝাতে চাইল ৫ ভাগের বেশি ভোট পড়বে না। ভোট পড়েছে ৪০ ভাগ। বিষয়টি তাদের হতাশ করেছে। ভাবা হয়েছিল। ঠিক আছে নির্বাচন হয়েছে, যাক সংবিধান রক্ষা হয়েছে, আবার নির্বাচন ঘোষণা করা হবে। তা' না হয়ে মন্ত্রিসভা হলো। ফেসবুক বা সাধারণ মানুষ মনে করেন, মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজেনা বিএনপির স্থায়ী কমিটির বহিস্থ সদস্য। এতদিন এসব রাষ্ট্রদূত ছোট ছোট দেশে বড় বড় ভূমিকা রেখেছেন। এখানেও বিএনপি-জামায়াত সে কারণে তার ওপর ভরসা রেখেছিল। যে কারণে, নির্বাচনের পর পর দুদিন বোধহয় তিনি বললেন, যা হওয়ার হয়ে গেছে এখন নতুন নির্বাচন নিয়ে কথা হোক। কিন্তু সরকারী দলের নীতিনির্ধারকরা বলছেন, কিসের নির্বাচন? সরকারের মেয়াদ পাঁচ বছর। সেটি শেষ হোক। মজেনা এসব দেখেশুনে স্তব্ধ হয়ে গেছেন। তাঁর ভাষায় বলতে গেলে বলতে হয়, আমেরিকার মটো এক টি ডেশ-কে এভাবে ট্রিট করা বেঠিক। এ গ্রেডের রাষ্ট্রদূত হলে মজেনা জানতেন, পৃথিবীর বহুদেশ এখন আর আমেরিকাকে ওইভাবে ট্রিট করতে চায় না। 
মজেনা স্তব্ধ হওয়ার পর আমেরিকার দুটি উপনিবেশ, একটিও বলা যায়, ইংল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়ন এখনও বার বার নির্বাচনের কথা বলছে। বিশেষ করে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত গিবসন খানিকটা বাড়াবাড়িই করছেন। আসলে, তাঁর বোধহয় ধারণা তিনি রাষ্ট্রের ভাইসরয় হিসেবে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশ এখনও একটি উপনিবেশ। আবার আমেরিকা তাঁদের উপনিবেশ ছিল এক সময়। কিন্তু তাঁদের সম্পর্কটা এখন মনিব-ভৃত্যের। সেই জ্বালা থেকে বোধহয় গিবসন ভাবতে চাচ্ছেন, এখনও এই দেশটা তাঁদের উপনিবেশ। অবশ্য স্বদেশ রায় এর একটা ভাল ব্যাখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন ব্রিটিশদের একটা গুণ আছে তাঁরা কোন বিষয় নিয়ে খুব বিশদ কাজ করে। আবার তাঁদের আরও একটি গুণ আছে তাঁদের কেউ কেউ কোন বিষয়ের গভীরে যান না। তাঁদের জীবনটা কেটে যায় ফুটবল আর ক্রিকেট নিয়ে। যে কারণে ইউরোপের অনেক দেশে একটি রসাত্মক কথা চালু আছে, ব্রিটিশ কেউ পিএইচডি করলে তাঁকে প্রশ্ন করা হয়, আপনার সাবজেক্ট ফুটবল বা ক্রিকেট নয় তো? ব্রিটিশ রাষ্ট্রদূতের সাম্প্রতিক কিছু কথাবার্তা কিন্তু ওই ফুটবল ক্রিকেট নিয়ে কাটানো ব্যক্তির মতোই মনে হচ্ছে। তিনি বলছেন, এখনই আলোচনা শুরু করুন? তাঁকে প্রশ্ন করতে হয়, কার সঙ্গে আলোচনা করবে? এবং আলোচনার বিষয় কি? [জনকণ্ঠ ২৩.১.২০১৪]
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হানাও একই ধাঁচের কথাবার্তা বলছিলেন। এখন অবশ্য, দাপট খানিকটা কমেছে। এরা মন্ত্রীদের সঙ্গে প্রতিদিন দেখা করছেন। জানি না কোন মন্ত্রীর সাহস হবে কিনা বলতে যে, দেশটা এখন আর ইউরোপের উপনিবেশ নয়। আমাদের সাংবাদিকরা হয়ত জানেন না, ইউরোপ আমেরিকা বাংলাদেশে কখনও বি গ্রেডের রাষ্ট্রদূতও পাঠায় না। সি গ্রেড নিয়ে সাংবাদিকরা যা মাতামাতি করেন এ গ্রেডের রাষ্ট্রদূতের সামনে দাঁড়ালে বোধহয় তাঁদের হাত-পা কাঁপবে। পৃথিবীতে বাংলাদেশের সাংবাদিকরাই একমাত্র সি গ্রেডের রাষ্ট্রদূতদের নিয়ে এতো মাতামাতি করেন। এবং তা দেখে এসব রাষ্ট্রদূত নিজেদের নিজ দেশের নীতিনির্ধারক মনে করেন। অবাক হব না, এসব রাষ্ট্রদূতদের অনেককে যদি টার্ম ফুরোবার আগেই ডেকে নেয়া হয়। কারণ, তাঁরা সব বিভ্রান্তিকর সংবাদ পাঠিয়েছেন নিজ নিজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সন্ত্রাসী, তালেবানী দল। গ্রুপগুলোকে তাঁরা গণতন্ত্রে জোর জবরদস্তিমূলক অন্তর্ভুক্ত করে তাঁদের পরিচ্ছন্ন ইমেজ তৈরি করতে চেয়েছেন। এতে নিশ্চয় লেনদেন থেকে শুরু করে বিভিন্ন স্বার্থরক্ষার ব্যাপার আছে। অনুমান করে নিতে পারি, নিজেদের জিঘাংসা চরিতার্থ করতে এরা ১৮ দলকে আবার জ্বালাও পোড়াওর রাজনীতি আনার প্ররোচনা যোগাবেন। 
এসব দেখেশুনেই খালেদা জিয়ার পাগল পাগল লাগছে। আরও পাঁচ বছর ক্ষমতার বাইরে! তাহলে একযুগ ক্ষমতার বাইরে থাকতে হয়। তাঁর জ্যেষ্ঠ রাজনীতিকদের বয়স তখন আশির কাছাকাছি হবে। তিনি নিজেও হাঁটবেন আশির পথে। ছেলেকেও ক্ষমতায় বসাতে পারবেন না অথচ নিশ্চিত ছিলেন তাঁকে ক্ষমতায় বসাতে পারবেন। আরও পাঁচ বছর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হবে, তাঁর বক্তৃতা শুনতে হবে। আসলে এই চিন্তাটাই তাঁকে শারীরিকভাবে অবসন্ন এবং মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলছে। না'হলে ২০ জানুয়ারি সোহ্রাওয়ার্দী উদ্যানে এ ধরনের বক্তৃতা দিলেন কিভাবে?
তার বক্তৃতার সম্পূর্ণ বিবরণ যথাযথভাবে অধিকাংশ পত্রিকায়ই নেই। তবে, বিভিন্ন পত্রিকা পড়ে নির্যাসটুকু পাওয়া যায়। এ নির্যাস বলে দেয় তার পুরনো বক্তব্যের সঙ্গে নতুন এই বক্তব্যের তেমন অমিল নেই। মনে হয় কেউ ভাঙ্গা একটা রেকর্ড বার বার বাজাবার চেষ্টা করছে। বক্তৃতায় কয়েকটি বিষয়ের ওপর তিনি গুরুত্বারোপ করেছেন। 

১. হিন্দুদের ওপর আক্রমণ 

খালেদা বলেছেন, 'সংখ্যালঘুদের ওপর সরকার পরিকল্পিতভাবে হামলা করছে। এ হামলার সঙ্গে সরকারী দলের লোকজন জড়িত... যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে' (সংগ্রাম, ২১.১.১৪) 'নির্বাচনে মানুষের সমর্থন না পেয়ে ব্যর্থতা ঢাকতেই সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হচ্ছে, হিন্দু ভাইদের বাড়িঘরে হামলা করছে, তাদের ওপর নির্যাতন করছে, বাড়িঘর, ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা করছে, দখল করছে। সংখ্যালঘুদের ওপর হামলার দায়-দায়িত্ব সরকারের।' [যায় যায় দিন ২১.১.১৪]
হিন্দুদের তিনি ভাই বলাতে হাসি পাচ্ছে। গয়েশ্বর-নিতাইকে তিনি ভাই-বেরাদর যা বলুন আপত্তি নেই, কিন্তু হিন্দুরা তার ভাই এ কথা, তার ভাষায় কোন শিশু ও গাপলও বিশ্বাস করবে না। বিএনপির রাজনীতির মূলই হলো পুরনো দ্বিজাতি তত্ত্ব যা জিয়াউর রহমান প্রবর্তন করেছিলেন। এ তত্ত্বে হিন্দুরা থাকবে, তবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকবে। হিন্দুদের জন্য তার সমবেদনা, মাছের মায়ের কান্নার মতো, হিন্দুদের জন্য অপমানজনকও। 
এখানে আরেকটি বিষয় উল্লেখ্য। ডেইলি স্টার ২১ তারিখে খালেদার বক্তৃতার ওপর একটি প্রতিবেদন ছেপেছিল। বিএনপির পক্ষ থেকে এর একটি প্রতিবাদও ছাপা হয় ২৪ তারিখে। স্টার হিন্দুদের সম্পর্কে তার বক্তব্য নিয়ে মন্তব্য করেছিল। বিএনপির প্রতিবাদলিপিতে স্টার উল্লিখিত সব মন্তব্যের প্রতিবাদ জানালেও হিন্দুদের সম্পর্কে স্টারের সমালোচনার কোন প্রতিবাদ জানানো হয়নি। 
খালেদা জিয়ার সময় থেকে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে তার প্রত্যেকটিতে নির্বাচনের আগে পরে সহিংসতা ঘটেছে। এই সহিংসতাকে স্রেফ নির্বাচনী সহিংসতা বলা ঠিক হবে না। এর একটি প্যাটার্ন আছে যার ভিত্তি জাতিগত বিদ্বেষ। গয়েশ্বর-নিতাই বা এরকম আরও যারা বিএনপি করে খালেদারা তাদের ঠিক হিন্দু মনে করেন কিনা সন্দেহ। তবে, ইংরেজীতে কী বলে যেন 'প্লুরাটি'র খাতিরে দু'একজন হিন্দু প্রয়োজনে টাকা দিয়ে রাখতে হয়। রাখাও হয়েছে। 
বিএনপি-জামায়াতের ইতিহাস হচ্ছে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু দলনের ইতিহাসে। এর উদ্দেশ্য দুটি- এথনিক ক্লিনজিং এবং সম্পত্তি দখল। এথনিক ক্লিনজিংয়ের অর্থ এ দেশ হিন্দুশূন্য করা। কারণ, তারা মনে করে হিন্দুরা থাকবে হিন্দুস্থান বা ভারতে, মুসলমানরা পাকিস্তান ও আগের পূর্ব পাকিস্তানে। সম্পত্তি দখলে অবশ্য শুধু জামায়াত বিএনপি নয়, আওয়ামী লীগ ও অন্য দলও জড়িত। রাজনৈতিক দলের সদস্য হওয়া মানেই আজকাল কিছুর দখল নেয়া। তবে এথনিক ক্লিনজিংয়ের ওপরও জোর দেয়া হয় বেশি। শাহরিয়ার কবির ২০০৫ সালে লিখেছিলেন হিন্দুশূন্য করার কারণ '১. আওয়ামী লীগের ভোট কমবে এবং ২. বাংলাদেশকে পাকিস্তান ও আফগানিস্তানের মনোলিথিক মুসলিম রাষ্ট্র বানানো সহজ হবে।' 
১৯৯২ সালে, বিএনপির তৎকালীন নেতা সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ভোয়াতে প্রেরিত এক খবরের পরিপ্রেক্ষিতে ঢাকায় হিন্দুদের ওপর আক্রমণ শুরু হয়। বিএনপি প্রভাবান্বিত লতিফুর রহমান প্রধান উপদেষ্টা থাকার সময়ই তার সরকার বিএনপির জেতার পথ সুগম করার জন্য হিন্দু দলন শুরু করে। খালেদা নিজামী সেটিকে কী মাত্রায় নিয়ে যায় তার একটি উদাহরণ দিচ্ছি। ২০০১ সালের অক্টোবর থেকে ২০০২ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত ২৮৪ জন নারী ধর্ষিত ও ৪৬ জনকে অপহরণ করা হয়। ৩৮,৫২১টি পরিবারকে বাস্তুচ্যুত করা হয়। হত্যা করা হয় ৩৮ জন, হুমকি দেয়া হয় ৮০৬ জনকে। নির্যাতন করা হয় ২২৬১ জন পুরুষ ও ১৪৯৬ জন নারীকে। বাড়িঘর ও ব্যবসা-প্রতিষ্ঠানে ২৮০০ হামলা হয়। আগুন দেয়া হয় ১৮৬৩টি স্থান/বাড়ি/ দোকান/স্থাপনার। ১০১টি মন্দিরে হামলা হয়। চাঁদা ও টাকা দেয়া হয় ১,৯২,৪৭,৫০০ টাকা। লুট করা হয় ৩,৪৯,৮৫,০০০ টাকা। বিবস্ত্র করা হয় ১৮ জন নারীকে। 
[জাতীয় পত্রিকা থেকে সংকলন] খালেদা জিয়া যদি মাছের মা না হতেন তাহলে প্রথম বছরে সেই হিন্দু বিধবার আর্তি শুনে নিজে এসব পশুগুলোকে শেকলে বেঁধে রাখতেন। ঘটনাটি ছিল এরকম। একটি গ্রাম। নিশুতি রাত। খালেদার সোনার ছেলেরা এক গরিব হিন্দু বিধবার বাড়ি ঘিরে ফেলেছে। বিধবা টের পেয়ে লণ্ঠন হাতে কপাট খুলে মিনতি করে বললেন, বাবারা আমার মেয়েটা ছোট, তোমরা একজন করে আসো। বিধবার মেয়েটার বয়স ছিল ১৩ কী ১৪।
গত দুই বছর ক্রমাগত হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, এখনও। তিনি বক্তৃতায় বললেন, 'সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগের লোকেরাই হামলা করছে।' এখানেই হিন্দুদের নিয়ে বিএনপির তামাশার শেষ নয়। এ বিষয়ে তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে। তারা দিনাজপুরে আড়াই ঘণ্টা কাটিয়ে একটি তদন্ত প্রতিবেদন তৈরি করে ঘোষণা করেছে, ঘটনাগুলো সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক। প্রশ্ন নির্বাচন তো শেষ তা'হলে এখনও কেন জামায়াত-বিএনপি হিন্দুদের আক্রমণ করছে? আমাদের অনুমান খালেদা ক্ষমতায় এলে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ০ থেকে ১ ভাগের বেশি রাখা হবে না। গয়েশ্বর-নিতাইদেরও বাপ বাপ করে চলে যেতে হবে। (চলবে)
বুধবার, ২৯ জানুয়ারী ২০১৪, ১৬ মাঘ ১৪২
Also Read:
বাংলাদেশের মাটি থেকে বিদায় -  
খালেদা জিয়া বিএনপি জামায়াত সবাইকে বিদায় বাংলাদেশের মাটি থেকে।
বুধবার, ২৯ জানুয়ারী ২০১৪, ১৬ মাঘ ১৪২







__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___