Banner Advertiser

Monday, August 1, 2016

[mukto-mona] সারাদেশে লাখো শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন - রুখে দাঁড়ালো বাংলাদেশ



সারাদেশে লাখো শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

রুখে দাঁড়ালো বাংলাদেশ


আমাদের অর্থনীতি :
02.08.2016

দীপক চৌধুরী : জঙ্গিবাদবিরোধী মানববন্ধন থেকে সামাজিক আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। রাজধানীসহ সারাদেশের লাখো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে গতকাল সোমবার পালিত হয়েছে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন। পূর্বসিদ্ধান্ত অনুযায়ী দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধনে অংশ নেন।

জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, নতুন প্রজন্মকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কেন্দ্রীয়ভাবে রাজধানীর শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন তিনি। মন্ত্রী বলেন, শুধু আইন দিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস বন্ধ করা যাবে না। এ জন্য সামাজিক সচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সে লক্ষ্যে তারা এখানে মানববন্ধন করেছেন। পর্যায়ক্রমে স্কুলভিত্তিক কমিটি গঠন করেও জঙ্গিবাদবিরোধী কার্যক্রম চালানো হবে বলে মন্ত্রী জানান। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের অ্যাকশন সময়োপযোগী।

শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, 'আপনারা শিক্ষার্থীদের প্রতি নজর রাখুন। অভিভাবকদের প্রতি অনুরোধ, সন্তানদের প্রতি নজর রাখুন। নতুন প্রজন্মকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।'

একই জায়গায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, এই মানববন্ধন মূলত সচেতনতামূলক কার্যক্রমের অংশ। পর্যায়ক্রমে এটি আরও জোরদার করা হবে। রাজধানীর ভাটারায় নতুনবাজার এলাকায় একেএম রহমত উলাহ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা দীর্ঘ মানববন্ধনে মিলিত হন।

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে ইডেন কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা নার্সিং কলেজ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, ঢাকা মেডিকেল কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

উত্তর বাড্ডা এলাকায় জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের কয়েকজন বলেন, আমরা জঙ্গিবাদ চাই না, সন্ত্রাস চাই না।

খিলগাঁওয়ে ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সুদীর্ঘ মানববন্ধন ছিল। মানববন্ধনে অংশগ্রহণকারী একজন শিক্ষার্থী বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সারাদেশ জেগে উঠেছে। এখন জঙ্গিবাদের প্রতি ঘৃণা সবার, সব বাঙালির।

মানববন্ধনে অংশ নিয়ে বেগম বদরুন্নেসা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জাকিয়া ইসলাম বলে, তারা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছে। এখানে এ ধরনের সন্ত্রাসী, জঙ্গি তারা দেখতে চায় না। বাংলাদেশ সুন্দর ও নিরাপদ হবে। তাদের জীবনও নিরাপদ হবে। এমন প্রত্যাশায় সে এখানে অংশ নিয়েছে। একই সুর ছিল অংশগ্রহণকারী সবারই। বিভিন্ন ব্যানারেও লেখা ছিল জঙ্গিবাদবিরোধী বিভিন্ন সেøাগান।

কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর অন্তত ৩০টি পয়েন্টে বড় জমায়েত হয়।

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধনে অংশগ্রহণকারী একজন শিক্ষক বলেন, জঙ্গিদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন গ্রহণ অত্যন্ত জরুরি হয়ে পড়ছে।

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, হাটখোলার সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি প্রভৃতি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম বলেন, ছোট থেকেই তারা ছেলেমেয়েদের সচেতন করতে চান। সরকারের জঙ্গিবাদবিরোধী কার্যক্রমে সমর্থন জানাতেই মানববন্ধনে অংশ নিয়েছেন।

এদিকে, সাম্প্রতিক বিভিন্ন জঙ্গি হামলার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সাবেক ও বর্তমান একাধিক শিক্ষক-শিক্ষার্থীর সম্পৃক্ততার তথ্য বেরিয়ে আসার পর থেকে বিশ্ববিদ্যালয়টির অনেক শিক্ষার্থীকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। সামাজিক জীবনে বিভিন্ন ধরনের প্রশ্নের মুখে পড়ছেন তারা।

মানববন্ধনের সময় বিশ্ববিদ্যালয়টির একাধিক শিক্ষার্থী দাবি করেন, ক্যাম্পাসে জঙ্গিবাদী তৎপরতা কখনো তাদের চোখে পড়েনি বা আঁচও করতে পাননি। এখন কর্তৃপক্ষ নজরদারি জোরদার করেছে। তাতে সুফল পাওয়া যাবে বলে তারা আশাবাদী।

http://amaderorthoneeti.net/new/2016/08/02/13655/#.V6ACKNQrJrE


অভিশাপমুক্ত হচ্ছে বাংলাদেশ : শেখ হাসিনা



__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___