Banner Advertiser

Saturday, November 19, 2016

Re: [mukto-mona] Re: {PFC-Friends} Please read



Ranu: " কিছুদিন পূর্বেও শ্রী লংকায় তামিলদের নিয়ে কী লঙ্কাকাণ্ডই না হয়ে গেলো। পাকিস্তানেতো নিজেদের মধ্যে  বা ভিন্ন মোতালম্বীদের মধ্যে খুনাখুনি লেগেই আছে।  নেপালের অবস্থায় তথৈবচ। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে পার্শবর্তী মিয়ানমারে। আরাকানের রাখাইন অঞ্চলে মুসলমানদের নিশ্চিহ্ন করা হচ্ছে অনেক দিন থেকে ।  তা প্রতিদিন খবরে পাওয়া যাচ্ছে। "
 
 
 
 
 
 
 
 
First, you released some crocodile tears for Hindu victims in Bangladesh, and, then, blamed Shitangshu Guha for not writing about victims all over the world to discredit his reporting. This shows - you really give a damn about what happened to religious minorities in your own country.
Let me remind you, Mr. Guha is a member of a victim community in Bangladesh, and not a representative of an international human rights organization.
I hope you understand, by asking victims of religious persecution in your own country to cry for other victims in the world as well, you display your insensitiveness towards persecution of religious minorities in your own country.
This, once again, proves the unfortunate truth – religious minorities are not safe in any Muslim majority country in the world. How could we expect anything different in Bangladesh?
Jiten Roy
 
 
 
 
 



From: "RANU CHOWDHURY ranu51@hotmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Friday, November 18, 2016 8:47 PM
Subject: [mukto-mona] Re: {PFC-Friends} Please read

 

শীতাংশু বাবুর লেখাটির জন্য ধন্যবাদ। সম্প্রতি নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ও উত্তরবংগে সাঁওতালদের উপর হামলা খুবই নেক্কারজনক। দেশে বিদেশে সর্বস্তরের লোক এই ঘটনার নিন্দা জানাচ্ছে এবং অনতিবিলম্বে দোষীদের সাজা দেবার দাবি জানাচ্ছে। দেখা গেছে ক্ষমতাসীন দলের লোকেরাই এসব ঘটনার সাথে জড়িত। সরকারের পোষ্য ইমরান সরকারের কথায় এই ঘটনায় বি এন পি / জামাত এর কথা উঠলে তাদের "খবর ছিল"। অর্থাৎ শিগ্রই কিছু হবে না, হলেও দায়সারা ভাবে ছেপ দিয়ে লেপে সুজাকে বোঝানো হবে। তারই প্রক্রিয়া চলছে। 

শুধু হিন্দু বা সাঁওতাল কেন, যে কোনো গোষ্ঠীর উপর আক্রমণ বা ধ্বংসাত্মক ক্রিয়া কান্ড অতীব নিন্দনীয়। বাংলাদেশে যথাযথ সম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে, দু একটি ছিটে ফোটা বেতিক্রম ছাড়া। আমরা সর্প প্রকার অপকর্মের ঘৃণা করি এবং তার যথাযথ প্রতিকার চাই। আমাদের আসে পাশের দেশগুলোতে এর চাইতেও ভীষণ অত্যাচার, খুন খারাবি যথা রীতি হচ্ছে। ভারতে গরু নিয়ে, আজান নিয়ে, বাবরি নিয়ে কী সব কান্ড কারখানা হয়েছে বা চলছে তা সবারই জানা। কিছুদিন পূর্বেও শ্রী লংকায় তামিলদের নিয়ে কী লঙ্কাকাণ্ডই না হয়ে গেলো। পাকিস্তানেতো নিজেদের মধ্যে  বা ভিন্ন মোতালম্বীদের মধ্যে খুনাখুনি লেগেই আছে।  নেপালের অবস্থায় তথৈবচ। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে পার্শবর্তী মিয়ানমারে। আরাকানের রাখাইন অঞ্চলে মুসলমানদের নিশ্চিহ্ন করা হচ্ছে অনেক দিন থেকে ।  তা প্রতিদিন খবরে পাওয়া যাচ্ছে। 

কথা হলো, আমাদের সাংবাদিক লেখক "চিন্তাবিদ" (বা দুশ্চিন্তাবিদ), মানবতবাদী (বা হিন্দুবাদী )  শীতাংশু বাবু কি কখনও উদ্বিগ্ন প্রকাশ করেছিলেন সেসব অমানুষিক কান্ড কারখানার জন্য? কখনো কি  একটি কলমের আঁচড় দিয়েছিলেন ওসব বিষয় নিয়ে?



From: pfc-friends@googlegroups.com <pfc-friends@googlegroups.com> on behalf of Sitangshu Guha <guhasb@gmail.com>
Sent: Friday, November 18, 2016 11:01 PM
To: Khobor; mokto mona; pfc
Subject: {PFC-Friends} Please read
 
নাসিরনগরের আগুন আমেরিকায় লাগলে কি ট্রাম্পকে খুব বেশি দায়ী করা যাবে?
বুধবার নাসিরনগরে আবার হিন্দুর বাড়িতে আগুন লেগেছে। এতে এক বৃদ্ধা মারা গেছেন। আসলে আগুন এখন শুধু ঘরে লাগেনালাগে হিন্দুর বুকে। বারবার নির্যাতনের ঘটনা ঘটছেভিকটিম বিচার পাচ্ছেনাঅপরাধী বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে। হিন্দুর বুকের আগুন ধিকিধিকি জ্বলছে। এবার তাই নাসিরনগর অভিমুখে লংমার্চের ডাক এসেছে। সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেনসংখ্যালঘুর ওপর হামলার ঘটনায় প্রধানমন্ত্রীকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। দাদা যথার্থ বলেছেনপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত দরকার। তিনি ব্যর্থ হলেউন্নয়ন,সম্প্রীতি ব্যর্থ হয়ে যেতে পারে। সাম্প্রদায়িকতা রুখতে না পারলে জঙ্গীবাদ প্রতিহত করা যাবেনাকারণ একটির সাথে অন্যটি সম্পৃক্ত। নাসিরনগরে চতুর্থ দফা হামলার পর আর কি কোন হিন্দুর বাড়ি বাকি আছেহিন্দুরা ভাঙ্গা মন নিয়ে ভাঙ্গা প্রতিমা তিতাস নদীতে বিসর্জন দিয়েছে। লক্ষণ ভালো নয়!

ভার্জিনিয়ার একটি শহরের মেয়র মঙ্গলবার (১৫নভেম্বরপদত্যাগ করেছেন। তার অপরাধতিনি ফেইসবুকে ফার্স্টলেডী মিশেল ওবামার বিরুদ্ধে 'রেসিয়ালমন্তব্য করেছেন। ইমরান এইচ সরকার বলেছেন, "মন্ত্রী মালাউন গালি দিয়ে কিভাবে মন্ত্রী থাকেন বুঝিনাতবে বিএনপি-জামাত বললে খবর আছিলো" মৎস্য  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী জনাব সায়েদুল হক মুখ ফসকে বলে ফেলেছেন, 'মালাউনের বাচ্চারা বেশি বাড়াবাড়ি করছে' নাসিরনগরের ঘটনাকে তিনি 'তুচ্ছ ঘটনাবলে মন্তব্য করেছেন, প্রেসকেও ছাড়েননি। আমাদের আর এক প্রিয় মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর কোন দোষ খুঁজে পাননিনারায়ণগঞ্জে সেলিম ওসমানেরও কোন দোষ তদন্ত কমিটি খুঁজে পায়নি। আসলে সব দোষ নন্দ ঘোষ নাসিরনগরের জলপুত্র রসরাজ দাস এবং নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল ভক্তের বা এককথায় হিন্দুর।

ঢাকার মেয়র মেজর জেনারেল মাহমুদুল হাসানের নাম সবারই জানার কথা। তার পরিচিতি ছিলো 'থিপ অব বাগদাদহিসাবে। আশির দশকে ঢাকার রাস্তায় 'মাহমুদুল হাসানের চরিত্র ফুলের মত পবিত্রদেয়াল লিখনটি সবার চোখে পড়েছে। ওই জেনারেলের মত মন্ত্রী সায়েদুল হক বা সাংসদ নাসিম ওসমান আসলে 'ফেরেস্তারমত ভালো মানুষ; 'মালাউনরাশুধু শুধু এদের চরিত্রে কলংক লেপন করছে। 'মালাউনশব্দটির অর্থ 'অভিশপ্ত' দিনাজপুরের চিরির বন্দরচট্টগ্রামের নন্দীরহাটবাঁশখালীযশোরের অভয়নগরমনিরামপুরফেনীর জেলেপাড়াপাবনার সাঁথিয়াবগুড়াঠাকুরগাঁওসাতক্ষীরা হয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং প্রায় একই সময়ে সাঁওতাল পল্লীতে আগুন কি প্রমান করেনা যে হিন্দুরা আসলেই অভিশপ্তবাংলাদেশে জন্মই তাদের আজন্ম পাপ?

পত্রিকায় দেখলাম নাসিরনগর ঘটনায় মন্ত্রীসভার আইনশৃঙ্খলা কমিটি ক্ষুব্দ হয়েছেন। হিন্দুর বাপের ভাগ্য যেস্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার নয়দিন পর নাসিরনগর পরিদর্শন করেছেন। আমরা দেখলামদুপুরে ওসি বদলরাতে পুনর্বহাল। নাসিরনগর  গোলাপগঞ্জের ঘটনায় বাংলাদেশসহ বিশ্বব্যাপী আন্দোলন হলোকিন্তু সংসদে যে ১৪জন হিন্দু এমপি আছেনতাদের কোন কথা শুনলাম নাএকমাত্র ব্যতিক্রম সুরঞ্জিত সেনগুপ্ততিনি বলেছেনহিন্দু খেদাতে সব সরকারই ঐক্যবদ্ধ। এই মুখপোড়া স্বভাবের জন্যে দাদার আর উন্নতি হলোনা। আমরা জানিনাকোথায় গয়েশ্বরগৌতম চক্রবর্তী বা নিতাইবাবুনাসিরনগরে যখন
শ্লোগান উঠলো, 'ফাঁসি ফাঁসি ফাঁসি চাইমালাউনের ফাঁসি চাই'-এরমধ্যে ওনারা পড়েন কিনা কেজানে?

ওই শ্লোগান সম্বলিত ভিডিও ফুটেজ আমি দেখেছি। কাউকে চিনতে পারিনি। আমার আর দোষ কি বলুনস্থানীয় পুলিশ যখন ওদের চিনতে পারেনাসিকি শতাব্দী দেশের বাইরে থেকে আমি চিনবো কিকরেআগুন লাগলোনিভলোলুটপাট হলোমন্দির ভাঙলোপুলিশ কিছু দেখলো নাকাউকে ধরতে পারলোনা।  'একটা একটা মালু ধরধইরা বস্তায় ভর'-শ্লোগান ৫৭ ধারায় পড়েনা। রসরাজ দাস জলপুত্রপেশায় জেলে। ফটোশপআপলোডইন্ধনহামলা সবই করলো কট্টর কিছু মুসলমানক্ষতিগ্রস্থ হলো হিন্দুরা। পাবনার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জহুরুল ইসলামকে হিন্দুধর্ম নিয়ে কটূক্তি করায় আটক করা হয়েছিলো। একইদিন তাকে ছেড়েও দেয়া হয়। কারণ তিনি বলেছেনতার ফেইসবুক আইডি হ্যাক হয়েছিলো। ভালো কথা। একই নিয়ম রসরাজের জন্যে প্রযোজ্য হচ্ছেনা কেন?

শাহরিয়ার কবির বলেছেনরসরাজ নির্দোষরসরাজের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। প্রশ্ন ওঠেনাসিরনগরের রসরাজ এখনো জেলে কেনরামুর নিরপরাধ উত্তমকেও কিন্তু একইভাবে আটকে রাখা হয়েছিলোএখন উত্তম কোথায়কেউ কি তার সন্ধান জানেন?  রসরাজ যে নির্দোষতা প্রমান করা কি সরকারের জন্যে খুবই কঠিনএদিকে পঙ্কজ ভট্টাচার্য্য বলেছেনপ্রতিটি দল নিজেদের স্বার্থে হিন্দুদের বলি দিয়েছে। ডাক্তার জোবাইদা রহমান নাসিরনগর ঘটনার ঘটার পরপরই তার ফেইসবুকে  লিখেছেন, "জেগে উঠেছেন বাংলাদেশের মুসলমান।  বাংলার মাটিতে কোন মুশফিককাফেরমালাউনআমাদের এবং আমাদের কাবা শরীফ নিয়ে---" ইত্যাদি। মনে প্রশ্ন জাগে 'সব রসুনের গোঁড়া কি একই?

সাম্প্রদায়িকতা এখন বাংলাদেশে একটি উন্নত শিল্প। এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সায়েদুল হক তিনদিন পরে ঘটনাস্থলে গিয়ে তিনি নাহয় 'রাগের মাথায় 'মালাউনবলেছেনতাতে কিঅন্যরা গোপনে বলেনউনি প্রকাশ্যেই বলেছেনএইযা। হজ্ব নিয়ে কথা বলায় লতিফ সিদ্দিকীর চাকুরী গেছেউনি জেল খেটেছেনতাই বলে হিন্দুরে গালি দিলে প্রতিমন্ত্রীর চাকুরী যাবে কেনহিন্দু তো মালাউনএকটি পত্রিকায় দেখলামদাবি উঠেছে,'সার্বজনীন মুর্ক্তিভাঙ্গা দিবস চাই' এমনিতে দেশে প্রতিদিনই মুর্ক্তি ভাঙ্গছেদিবসটি সার্বজনীন হলে সবাই মিলে একসঙ্গে 'ছোয়াবকামানো যেতো। হেফাজত বলেছেনাসিরনগরের হামলাকারীরা প্রকৃত মুসলমান না। কে যে প্রকৃত আর কে অতিপ্রাকৃত তা বুঝতে বুঝতে দেশ হিন্দুশূন্য হয়ে যাচ্ছে। এই গান আর কতকাল শোনাবেন?

জুনাইদ বাবুনগরী বলেছেনইসলাম কোন সন্রাসী হামলাবাড়িঘরে আগুন দেয়াউগ্রবাদ সমর্থন করেনা। সেটা নাহয় বুঝলামকিন্তু শাহবাগ চত্বরপল্টনে ধ্বংসযজ্ঞকোরানে আগুন এগুলো কি ইহুদিরা এসে করেছিলোমসজিদে লক্ষ্মীমুর্ক্তি পাওয়ার সংবাদে একজন বলেছেন, 'কোন মুসলমান মসজিদে মুর্ক্তি নিতে পারেনা। তাইতোমুসলমান কেন মসজিদে মুর্ক্তি নেবেতাহলে তিনি গেলেন কিকরেহিন্দুরা বলেলক্ষ্মী জাগ্রতউনি হয়তো হেঁটে হেঁটে নিরাপদস্থান মসজিদে ঢুকে গেছেন। একটি টিভিতে বলা হয়েছেতিতাস নদীতে সারারাত গলা চুবিয়ে সম্ভ্রম রক্ষা করেছে নাসিরনগরের নারীরা। ৭১-এর একটি চুটকি মনে এলোপাকিস্তানী সৈন্যরা একগ্রামে এলে সবাই পালতে শুরু করলো। এক বৃদ্ধাও দৌড়ে পালাচ্ছিল। তা দেখে একজন বলে বুড়িতুমি পালাচ্ছ কেনবুড়ি উত্তর দেয়মিলিটারীতে বুড়া সৈন্যও আছে।

মাঝে মাঝে ভাবতে ইচ্ছে করেপাকিস্তানের সাথে আমাদের তফাৎ কোথায়আগে হানাদার ছিলো পাকিস্তানীরাএখন হানাদার আপনার আশেপাশেই বিরাজমান। শুনলাম পাকিস্তান ৯২১কোটি টাকা ফেরত চেয়েছে বা চাচ্ছে। ফেইসবুকে একজন লিখেছেন,সমস্যা কিকিছু হিন্দুর বাড়িঘর লুটপাট করে পাকিস্তানী ভাইদের টাকাটা দিয়ে দেয়া হোক। শত হলেও হিন্দুরা মালাউনআর পাকিস্তানীরা ভাই বলে কথা। আর একজন পরামর্শ দিয়েছেনপাকিস্তান শুধু শুধু সরকারের কাছে টাকা না চেয়ে কয়েকটা 'বিকাশএকাউন্ট খুলে দিলে বাংলাদেশে তাদের পেয়ারের বান্দারা চাঁদা তুলে হয়তো এরচেয়ে বেশিই তুলে দেবে। বড়ভাই অভাবে আছেছোটভাই তো সাহায্যের হাত বাড়িয়ে দিতেই পারে! ভাতৃপ্রতিম পাকিস্তান তো আর বন্ধুপ্রতিম ভারত নয়

এতসব নেতিবাচক সংবাদের মধ্যে ইতিবাচক দিক হলো একজন জামালুদ্দিন নাসিরনগরের দত্তবাড়ীর গেটে দাঁড়িয়ে দুর্বৃত্তদের বাঁধা দিয়েছেন। শুধু তিনি এক ননতারসাথে ছিলেন আব্দুল মজিদ  আরো /১০জন এরাও তো মুসলমানঅথচ কত তফাৎ। ১৯৬৪- দাঙ্গায় হিন্দুদের বাঁচাতে রাঙ্কিং স্ট্রীটে প্রাণ দিয়েছিলেন আমির হোসেন। একাত্তরেও একদল মুসলমান হিন্দুর বাড়িঘর লুটেছেআর একদল হিন্দুদের বাঁচিয়েছে। কিন্তু এখনকার চিত্র ভিন্ন। আওয়ামী লীগ দুষছে বিএনপি-কেস্থানীয়রা দুষছেন আওয়ামী লীগকে। তাই হয়তো প্রতিমন্ত্রীর কাছে তিনশহিন্দুর বাড়ীঘর ধ্বংসলুটপাট১৫টি মন্দির ভাংচুরবেশকিছু
বাড়িঘরে আগুন দেয়া অতি 'তুচ্ছ ঘটনাবটেএইনা হলে তিনি মন্ত্রীআর এই মন্ত্রীকে বাঁচাতে সরকার বদ্ধপরিকর?

নাসিরনগর বা গোবিন্দগঞ্জের দুৰ্ভাগ্যজনক ঘটনা 'মানবতার বিপর্যয়' ব্রিটিশ এমপি চিঠি পাঠিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু আমাদের এমপি'রা 'নিরুদ্বিগ্ন' সাঁওতাল পল্লীতে হামলা নিয়ে লেখার ইচ্ছে থাকলো। তবে তারা প্রধানমন্ত্রী প্রেরিত ত্রাণ গ্রহণ করেছেন। এটা ভাল। এরআগে ওরা প্রশাসনের ত্রাণ নেননিবরং একজন ইলিখা মার্ডি বলেছেন, "প্রসাশনের সাহায্য নেবোনা। ওরা আমাদের গুলি করেছেহত্যা করেছেআগুন দিয়েছে। আগে জমি ফেরৎ চাই" সারিবাঁধা ২৫০০ ঘরের একটাও অবশিষ্ট নেই। মারা গেছেন ৪জন। সাঁওতালরা কি মানুষআবুল বারাকাত বলেছেনজমি যে সাঁওতালদের তাতে কোন
সন্দেহ নেই। সাঁওতাল দ্বিজেন টুডুচরণ সায়েন এবং বিমল কিসকু পুলিশের গুলিতে আহত হয়েছেন। তারা হাতকড়া বাঁধা অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। আমাদের দায়িত্বশীল পুলিশ কিছুতেই হাতকড়া খুলেনি। শেষে আদালতের নির্দেশে তা খোলা হয়। অথচ একই দায়িত্বশীল পুলিশ ধর্ষণের আসামীকে হাতকড়া ছাড়াই আদালতে নিয়ে যায় এবং আসামী পালিয়ে যেতে সক্ষম হয়এর কারণ কি?

তবে ৬৫ বছরের সাঁওতাল বেওয়া সোরেন-এর উক্তিটি মনে রাখা দরকারতিনি বলেছেন, "কথা দিচ্ছিভারত চলে যাবো" নাসিরনগরের ৬টি হিন্দু পরিবারও নাকি ইতিমধ্যে দেশত্যাগ করেছেন। বাংলাদেশিরা সবাই আমেরিকায় অবৈধ অভিবাসীদের খেদানোর বিরুদ্ধে। ট্রাম্প বলেছেন যে তিনি অবৈধদের খেদাবেনএতে আমরা নাখোশ। কিন্তু বাংলাদেশ থেকে যে প্রতিদিন বৈধ নাগরিক উপজাতি-আদিবাসী-সাঁওতাল-হিন্দু-বৌদ্ধ-ক্রিষ্টানদের তাড়িয়ে দেয়া হচ্ছে বিষয়ে সবার মুখে কুলুপ আটা। 'বিগট্রিরজন্যে বাংলাদেশের মানুষ ট্রাম্পকে -পছন্দ করছেনকিন্তু দেশে ওনারা যে প্রত্যেকেই এক একজন ট্রাম্প তা তারা মানতে চাননা!   বেওয়া সোরেন-এর দেশত্যাগের জন্যে যে বাংলাদেশী ট্রাম্পরা দায়ী তা তারা বুঝবেন কবেনাসিরনগরের আগুন আমেরিকায় লাগলে কি ট্রাম্পকে খুব বেশি দায়ী করা যাবে?

শিতাংশু গুহকলাম লেখক।
১৬ নভেম্বরনিউইয়র্ক।
--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.




__._,_.___

Posted by: Jiten Roy <jnrsr53@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___