Banner Advertiser

Sunday, April 16, 2017

[mukto-mona] Re: {PFC-Friends} HASINA'S MADE IN INDIA CHATONA TABLET



'আমাদের মুক্তিযুদ্ধ'

। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়?
-চট্টগ্রামের কালুরঘাটে।

। চট্টগ্রামের কালুরঘাটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয় কবে? -২৬ মার্চ ১৯৭১।

। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার বন্ধ হয়ে যায় কবে? -৩০ মার্চ ১৯৭১।

। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কখন, কোথায় সংঘটিত হয়? -১৯ মার্চ ১৯৭১, গাজীপুরে।

। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কারা গড়ে তোলেন?
-ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

। যুদ্ধকালীন সময়ে শেখ মুজিবুর রহমানকে কোথায় বন্দি করে রাখা হয়েছিল?
-পাকিস্তানের করাচি শহরের মিয়ানওয়ালি কারাগারে।

। স্বদেশ প্রত্যাবর্তনকালীন শেখ মুজিব কোন্ কোন্ দেশ সফর করেছিলেন? -ব্রিটেন ও ভারত।

। শেখ মুজিবুর রহমানের কোন ঐতিহাসিক ভাষণের মধ্যে স্বাধীনতার পরোক্ষ ঘোষণা উপ্ত ছিল?
-রেসকোর্স ময়দানে, ৭ মার্চ ১৯৭১ ভাষণে।

। মুজিবনগরের পুরনো নাম কী ছিল?
-বৈদ্যনাথতলার ভবেরপাড়া।

। বৈদ্যনাথতলার নাম মুজিবনগর রাখেন কে?
-তাজউদ্দিন আহমেদ।

। মুজিবনগর আগে কোন্ জেলার অধীনে ছিল? -কুষ্টিয়া।

। মুজিবনগর স্থানটি বর্তমানে কোন্ জেলার অন্তর্গত?
-মেহেরপুর জেলা।

। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়?
-১০ এপ্রিল ১৯৭১ সালে।

। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কবে? -১৭ এপ্রিল ১৯৭১ সালে।

। অস্থায়ী সরকারের শপথবাক্য পাঠ করান কে?
-অধ্যাপক ইউসুফ আলী।

। অস্থায়ী সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে?
-অধ্যাপক ইউসুফ আলী।

। অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল? -৬ জন।

। অস্থায়ী সরকারের প্রধান কে ছিলেন?
-শেখ মুজিবুর রহমান (রাষ্ট্রপতি)।

। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
-সৈয়দ নজরুল ইসলাম।

। অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
-তাজউদ্দিন আহমেদ।

। পাকিস্তানের সরকার মার্চ মাসের কবে বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেফতার করে? -২৫ মার্চ ১৯৭১।

। ১৯৭১ সালে জর্জ হ্যারিসন কার আহ্বানে বাংলাদেশ কনসার্টে যোগ দেন? -রবি শংকর।

। কোন বিদেশী সাংবাদিক ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন?
-সাইমন ড্রিং।

। নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে গার্ডেন কনসার্টের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন কে? -জর্জ হ্যারিসন।

 

https://www.facebook.com/photo.php?fbid=1385871054811465&set=gm.1233148720117435&type=3


From: pfc-friends@googlegroups.com <pfc-friends@googlegroups.com> on behalf of Post Card <abahar.canada@gmail.com>
Sent: Sunday, April 16, 2017 1:47 PM
To: pfc-friends@googlegroups.com; la-discussion@googlegroups.com
Subject: {PFC-Friends} HASINA'S MADE IN INDIA CHATONA TABLET
 

"Geography has thrust India and Bangladesh together, but domestic politics still pushes them apart." The Economist


MUJIBBADIS ARE SWALLOWING MADE IN INDIA CHATONA TABLET

Abid Bahar

Hasina's Chatona Tablet and the opportunist politics




Hasina's India love and the Chatona Tablet
রুহুল কবির রিজভী। আশির দশকে স্বৈরাচার এরশাদ সরকারবিরোধী আন্দোলনে রাজপথে ছিলেন সরব।  রাজনীতিতে তার সক্রিয়তার ফল হিসাবেই ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন। বিএনপির পঞ্চম কাউন্সিলে যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান। ষষ্ঠ কাউন্সিলে…

প্রতিবেশী দেশ হিসেবে কী ভারতকে হুমকি মনে করছেন

?

রুহুল কবির রিজভী: নিকটতম প্রতিবেশী হলেই যে হুমকি মনে হবে- এমনটা নয়। অনেক বিষয়েই ভারতের মনোভাব হচ্ছে- বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা, বাংলাদেশের উপর একটা আগ্রাসন চালানো- এই কারণে আমরা ভারতের বিরোধিতা করি। সেই ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হলে আমাদের সার্বভৌমত্ব দূর্বল হবে। আমরা বন্ধুত্ব চাইবো। আর তাদের ভাবটা এমন- আমরা প্রভুত্ব করবো।  

পরিবর্তন ডটকমকে

Shamsul Alam

শেখ হাসিনা বলছেন, "কাবা শরীফ তাওয়াফ করার পরে মুসলমানরা নাকি উলু ধ্বনি দেয়"!
জানি না উনি এই তথ্য বা তত্ত্ব কোথায় পেলেন।

আল্লাহর মেহেরবানীতে অনেকবার হজ্জ এবং ওমরাহ করার সুযোগ হয়েছে। আমি কখনও দেখি নাই, শুনি নাই এরকম কথা। অনেকের কাছে জিজ্ঞেস করেছি- কেহই জানে না।
অবৈধ প্রধানমন্ত্রী দেশ ধংস করার পরে এখন ইসলাম ধর্ম এবং কাবা শরীফের নামেও মিথ্যা ছড়াচ্ছেন। এটা নিঃসন্দেহে ইসলামের ক্ষতি করা এবং মেনাফেকি কাজ।
যার যার অবস্থান থেকে এর প্রতিবাদ করা উচিত। আল্লাহ এইসব যালিমদের ধংস করে দিন।



'মঙ্গল শোভাযাত্রায়' ব্যবহৃত প্রতিকৃতির তাৎপর্য কি! 

অলিউল্লাহ নোমান

April 15, 2017 


[লেখক "দৈনিক আমার দেশ-এর বিশেষ প্রতিনিধি, বর্তমানে যুক্তরাজ্যে নির্বাসিত" দেশপ্রেমিক ও কৃতী সাংবাদিক অলিউল্লাহ নোমান গতকাল অনুষ্ঠিত 'মঙ্গল শোভাযাত্রায়' ব্যবহৃত প্রতিকৃতির প্রতীক অর্থ সংগ্রহ করেছেন। 

এ শোভাযাত্রা ছিল সাংস্কৃতিক আগ্রাসন। সরকারী নির্দেশে জেলা প্রশাসকদের ব্যবস্থাপনায় ৩০ হাজার স্কুল কলেজে বাধ্যতামূলকভাবে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। এ ধরনের জবরদস্তি ফ্যাসিবাদী সন্ত্রাসও বটে। সরকারী ভাবে বলা হয়েছে, এ শোভাযাত্রার সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নেই। কিন্তু প্রকৃতপক্ষে সরকারের এ বক্তব্যের সঙ্গে সত্যের কোন সম্পর্ক নেই। শোভাযাত্রার বিষয়-সঙ্গীত (theme song) করা হয়েছে রবীন্দ্রনাথের "আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর" গানটিকে, যা হিন্দু ও ব্রাহ্মদের আরাধনা সঙ্গীত হিসাবে ভগবান বা দেবতার বন্দনায় গাওয়া হয়।


অন্যদিকে, এ শোভাযাত্রায় যে সব প্রতিকৃতি ব্যবহার করা হয় সে সম্বন্ধে অলিউল্লাহ নোমান লিখেছেনঃ '১৯৮৯ সাল থেকে শুরু হওয়া শোভাযাত্রায় যেসব প্রতীক বহন করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পেচা, বাঘ-সিংহ, ময়ূর, ইদুর, হাঁস, ষাড়, প্রজাপতি, সূর্য ইত্যাদি।' এই প্রতীকগুলি সম্বন্ধে তিনি লেখেনঃ 


পেচা: হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ধন সম্পদ ও ঐশ্বর্য্যরে দেবী লক্ষ্মীর বাহন হচ্ছে পেচা। 

সিংহ ও বাঘ: দেবী দূর্গার বাহন হচ্ছে সিংহ ও বাঘ।

ময়ূর: হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী দেব সেনাপতি কার্তিকের বাহন হচ্ছে ময়ূর। 

হাঁস: হিন্দু ধর্মীয় প্রথা ও বিশ্বাস অনুযায়ী হাঁস হচ্ছে বিদ্যা দেবীর বাহন। 

ইঁদুর: হিন্দু ধর্মীয় দেবতা দূর্গার ছেলে গণেশের বাহন হচ্ছে ইঁদুর বা মুষিক।

ষাড়: এ প্রাণীটি হিন্দু ধর্মীয় দেবতা শিবের বাহন।  

প্রজাপতি: হিন্দু ধর্মী রীতি ও সংস্কৃতি অনুযায়ী প্রজাপতি হচ্ছে বিয়ের দেবতা।

সূর্য: হিন্দু ধর্ম শাস্ত্র অনুযায়ী সূর্য হচ্ছে সৌর দেবতা।] নিবন্ধটি নীচে দেখুনঃ 


'মঙ্গল শোভাযাত্রায়' ব্যবহৃত প্রতিকৃতির তাৎপর্য 
কি!
অলিউল্লাহ নোমান 
April 15, 2017 
https://www.rbn24.co.uk/?p=9020
· 7 hrs ·

শুনুন, দিল্লিতে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী "শেখ হাসিনার হিন্দি ও ইংরেজিতে দেয়া বক্তব্য"

আহা! মধুর ভারত প্রেম! এযেন মাতৃভাষায় কথা বলার আনন্দ পেয়েছেন তিনি __ মারহাবা। ক্যা বাথ হ্যায় ? উনুনে বহুত খুশ হ্যায় না ?? (বিঃদ্রঃ হিন্দি শেখার চর্চা করছি কখন কাজে লাগে বলা তো যায় না ???)


পানি মাঙ্গা লেকিন ইলেক্ট্রিসিটি মিলা.. অাচ্ছাইহে কুচ তো মিলগায়া! কলা মাঙ্গেগি লেকিন মুলা ‍মিলেগি আচ্ছাইহে.... কুচ তো মিলেগি!

হাসিনা ভাতর থেকে খালি হাতে ফেরেনি হিন্দি ভাষার ওপর ফুল ডোজ নিয়ে ফিরেছেন! ডোজে অবশ্য কাজও হচ্ছে কথায় কথায় হিন্দি বলছেন।
https://youtu.be/nplPnjW6g54

.....click the link above to watch the video .
Attachments area
Preview YouTube video পানি মাঙ্গা লেকিন ইলেক্ট্রিসিটি মিলা! কলা মাঙ্গেগি লেকিন মুলা ‍মিলেগি আচ্ছাইহে কুচ তো মিলেগি
পানি মাঙ্গা লেকিন ইলেক্ট্রিসিটি মিলা! কলা মাঙ্গেগি লেকিন মুলা ‍মিলেগি আচ্ছাইহে কুচ তো মিলেগি




Mr Shahriar, how educated are you to turn yourself into a Stalinist fascist?

Mind you, in a democratic society people are allowed to possess different views. It is called unity in diversity, it is also known as participatory democracy. Forcing everybody to accept one view is called totalitarianism.

Mujib's BKSALISm and Hasina's digital destruction of Bangladesh can not be Muktijudder chatona (Consciousness). Look, Chatona doesn't mean to be killing people, robbing banks, allowing India to kill our innocent people as if like killing birds, in return Hasina the puppet opening our borders to India and making Bangladesh's policies to comply with Indian wishes. Even like you appreciating Indian fundamentalist killer Modi as a great leader. That is a misguided chatona. Curious, where were you during the war of liberation?

By the way, what is your present source of income Mr. Shahriar?


16 hrs ·
 
গরুর মাংস নিষিদ্ধ – ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা কি বাংলাদেশের মধ্যে একটুকরো ভারতীয় অঙ্গরাজ্য ?

চারুকলার মত পবিত্রস্থানে গোমাতার অপমান নিষিদ্ধ ছিল। এই যায়গাটা এতটাই পবিত্র যে আপনি ঢুকলে ফুরফুর করে শুদ্ধ গাঁজার ঘ্রান পাবেন। এখানে গোমাংস প্রবেশ অনেক আগে থেকেই ঠেকিয়ে রেখেছিল গোমাতার সন্তানেরা। অথচ আজকে একটি পূজোর দিনে মঙ্গল শোভাযাত্রা শেষে সেই চারুকলার ক্যান্টিনে গরুর তেহারি পরিবেশন হলে সেই ক্যান্ট...
িন ম্যানেজার প্যাঁদানি খাবে এটাই স্বাভাবিক! লিঙ্ক- https://goo.gl/rI7Z4D

কেন্দ্রের আইন সবার মেনে চলা উচিৎ। এই অঞ্চলের অনেকে অসভ্যতা করে কেন্দ্রের আইন মানতে চায়না। তাই বলে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাবির চারুকলা কেন্দ্রের আইন ভঙ্গ করতে পারেনা। তাই কেন্দ্রের সাথে তারাও চারুকলায় গোমাংস প্রবেশ নিষিদ্ধ করেছিল। অথচ আজ চারুকলাকে অপবিত্র করা হলো! যেখানে কৃষ্ণের লীলা চলে সেখানে গোমাংস ঢুকতে দেওয়া হবেনা। কথা ক্লিয়ার! পারলে ইণ্ডিয়ান চুল ছিইড়া নিও…

এই ঘটনায় জামায়াত শিবিরের হাত থাকতে পারে। চুক্তির পরে কেন্দ্র থেকে তদন্তকারী দল আসতে বাধা নাই। আমরা কেন্দ্রের তদন্তকারী দল ডেকে আনার জোড় দাবি জানাই। তারা দুই গ্লাস করে গোমাতার চুনা খেয়ে এই অধর্মাচরণ নির্মুলে ভুমিকা রাখবেন আশা রাখি।
See more

 যে মৌলবাদীদের দেখতেছেন তারাই হল ঢাকা ইউনোভার্সিটির প্রতিষ্টাতা।

স্যালুট এইসব মুসলমান হিরোদের-
যারা হিন্দুদের বাধা অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন !

...

কার্টেসি- @নিঃস্ব পরিব্রাজক

See more
LikeShow More Reactions
Comment
14 April ·
 
ফেইসবুকে অবৈধ প্রধান মন্ত্রীকে নিয়ে মন্তব্য করায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সাতগাঁও রাবার বাগানের ফিল্ড অফিসার মনিরুল ইসলাম কে গ্রেপ্তার করা হয়।

সেখ হাসিনাকে নিয়ে কবির হোসেন তার ফেইসবুক আইডি থেকে 'শেখ হাসিনা নিজের সার্থের জন্য যা খুশি তাই করতে পারে শুধু ক্ষমতা ধরে রাখতে এবং আগামি নির্বাচন কে সামনে রেখেই মোদির সাথে দেশ বিরুধী চুক্তি করে,এবং মোদি সেখ হাসিনার কিছু ফটো পোস্ট করেন।

মনিরুল ইসলাম... সেই পোস্ট সেয়ার করার অপরাধে এক আওয়ামী কুলাঙ্গা তার বিরুদ্ধে তথ্যে প্রযুক্তি আইনে মামলা করে।

আজ বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নেই,জনগনের পক্ষে কথা বলার অধীকার টুকু খুনি হাসিনা বন্ধ করার জন্য চক্রান্ত করে যাচ্ছে।বাকশালের দিকে দেশ,আজ সংবাদ পত্র স্বাধীনতা
নেই।

পৃথিবীর এমন কোনো দেশ নাই সরকারের বিরুদ্ধে জনগন কথা বলতে পারবে না,এমন নজির কোনো গনতন্ত্র দেশে দেখাতে পারবেন না,শুধু বাংলাদেশ ছারা
See more


Go tiger go! Liberate Bangladesh from Bharotio chatona!!



--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___