Banner Advertiser

Sunday, April 9, 2017

[mukto-mona] Re: ২২ চুক্তি-সমঝোতার সবক’টিই ভারতের স্বার্থে



তিনিই যখন আবার ক্ষমতায় আসীন হলেন তখন আর চুক্তি বাতিল করেন না। এমনকি ভারতের প্রতি নমনীয় ও আনুগত্য বজায় রাখার জন্য সে দেশ সফরকালে গঙ্গার পানি বণ্টন নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি। দেশে ফিরে এসে বলেন, গঙ্গার পানি নিয়ে কথা বলতে ভুলেই গেছি। ভুলে যাওয়ারই কথা। কারণ ভারত অখুশি হতে পারে এমন কাজ তো তিনি করতে পারেন না। ছিটমহল সমস্যা নিয়ে একটি কথাও বলেননি। - See more at: http://www.dailyjanakantha.com/details/article/260505/%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7#sthash.odQful7Z.2rQ9dsPp.dpuf
তিনিই যখন আবার ক্ষমতায় আসীন হলেন তখন আর চুক্তি বাতিল করেন না। এমনকি ভারতের প্রতি নমনীয় ও আনুগত্য বজায় রাখার জন্য সে দেশ সফরকালে গঙ্গার পানি বণ্টন নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি। দেশে ফিরে এসে বলেন, গঙ্গার পানি নিয়ে কথা বলতে ভুলেই গেছি। ভুলে যাওয়ারই কথা। কারণ ভারত অখুশি হতে পারে এমন কাজ তো তিনি করতে পারেন না। ছিটমহল সমস্যা নিয়ে একটি কথাও বলেননি। বেগম জিয়া তো ভারতবিরোধিতার জজবা তুলে জনগণকে বিভ্রান্ত করার কাজটি সুচারুরূপে করতে পেরেছিলেন গত বিশ শতকের শেষ দশকে। - See more at: http://www.dailyjanakantha.com/details/article/260505/%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7#sthash.odQful7Z.2rQ9dsPp.dpuf

http://www.dailyjanakantha.com/details/article/260505/%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7





From: pfc-friends@googlegroups.com <pfc-friends@googlegroups.com> on behalf of Outlook Team <zoglul@hotmail.co.uk>
Sent: Sunday, April 9, 2017 4:05 AM
To: pfc; LA Discussion
Subject: {PFC-Friends} ২২ চুক্তি-সমঝোতার সবক'টিই ভারতের স্বার্থে
 

From: Zoglul Husain (zoglul@hotmail.co.uk) 


[আজ ৮ এপ্রিল ২০১৭ হাসিনা ভারতের সঙ্গে ৬ টি গোলামী চুক্তি ও ১৬ টি গোলামী সমঝোতা স্মারকে সই করলেন। বাংলাদেশকে কার্যতঃ ভারতের পদানত করা হল। দেশপ্রেমিকগণ অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবেন।] নীচে সংবাদটি দেখুনঃ    


২২ চুক্তি-সমঝোতার সবক'টিই ভারতের স্বার্থে 


 

08 Apr, 2017
বিশেষ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়ে আজ ৬টি চুক্তি ও ১৬টি সমঝোতা স্মারক সই করেছেন। বিশ্লেষণ করে দেখা গেছে, এর মধ্যে একটি চুক্তিও বিশেষভাবে বাংলাদেশের কোনো স্বার্থ নেই। সবগুলোতেই ভারতের সামরিক, অর্থনৈতিক বা আঞ্চলিক আধিপত্যবাদী রাজনৈতিক স্বার্থ রয়েছে।

সরাসরি প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের স্বার্থ রক্ষা করে ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সেগুলো হচ্ছে--

১. 'বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা রূপরেখা' সংক্রান্ত সমঝোতা স্মারক।

২. 'কৌশলগত ও ব্যবহারিক শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে' ঢাকার মিরপুরের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ ও ভারতের তামিলনাডু রাজ্যের ওয়েলিংটনে (নিলগিরি) ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের মধ্যে সমঝোতা স্মারক।

৩. 'জাতীয় নিরাপত্তা, উন্নয়ন ও কৌশলগত শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে' ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ ও নয়া দিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের মধ্যে সমঝোতা স্মারক।

৪. 'মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতার বিষয়ে' বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা স্মারক।

এর বাইরেও প্রতিরক্ষা বিষয়ক বেশ কয়েকটি সমঝোতা আছে, যেগুলোকে অন্য নামে অভিহিত করা হয়েছে। সেগুলো হচ্ছে-

৫. 'আনবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতার' বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে চুক্তি।

৬. পরমাণু নিরাপত্তা ও বিকিরণ নিয়ন্ত্রণে কারিগরি তথ্য বিনিময় ও সহযোগিতার জন্য বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথরিটি (বিএইআরএ) ও ভারতের অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের (এইআরবি) মধ্যে বন্দোবস্ত নামা।

৭. বাংলাদেশে পরমাণু বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে সহযোগিতার বিষয়ে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি কমিশন (বিএইআরসি) ও ভারতের গ্লোবাল সেন্টার ফর নিউক্লিয়ার এনার্জি পার্টনারশিপের (জিসিএনইপি) মধ্যে চুক্তি।

৮. নৌবিদ্যায় সহায়তার বিষয়ে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক।
এছাড়া হয়েছে রাজনৈতিক গুরুত্বহ কয়েকটি চুক্তি ও সমঝোতা, যেগুলার বাণিজ্যিক গুরুত্বও রয়েছে। এরকম চুক্তি ও সমঝোতাগুলো হল--

৯. সাইবার নিরাপত্তা ক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-জিওভি সিআইআরটি) ও ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের (সিইআরটি-ইন) মধ্যে চুক্তি।

১০. বাংলাদেশ ও ভারতের সীমান্তজুড়ে বর্ডার হাট স্থাপনের বিষয়ে সমঝোতা স্মারক।

১১. তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিকসের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ভারতের ইলেক্ট্রনিকস ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক।

১২. ভূবিদ্যা নিয়ে গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক বৈজ্ঞানিক সহযোগিতার বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক।

১৩. কোস্টাল ও প্রটোকল রুটে যাত্রী ও পর্যটন সেবায় দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা স্মারক।

১৪ ভারত-বাংলাদেশ প্রটোকল রুটে সিরাজগঞ্জ থেকে লালমনিরহাটের দইখাওয়া এবং আশুগঞ্জ থেকে জকিগঞ্জ পর্যন্ত নাব্য চ্যানেলের উন্নয়নে সমঝোতা স্মারক।

১৫. বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫০ কোটি ডলারের প্রতিরক্ষা ঋণ সহায়তা সমঝোতা স্মারক।

১৬. মোটরযান যাত্রী চলাচল (খুলনা-কলকাতা রুট) নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি।

১৭. তৃতীয় ঋণ সহায়তার আওতায় বাংলাদেশকে সাড়ে ৪০০ কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়ে সমঝোতা স্মারক।

১৮. বাংলাদেশে ৩৬টি কমিউনিটি ক্লিনিক নির্মাণে অর্থায়নের চুক্তি।
এর বাইরেও বিশেষভাবে রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ববহ তিনটি সমঝোতা করে নিয়েছে ভারত। দুটি হল বিচার বিষয়ক সমঝোতা। এই সমঝোতার মাধ্যমে মূলত বাংলাদেশে চলমান বিভিন্ন বিচারের ওপর প্রকাশ্যে প্রভাব বিস্তার করবে ভারত। এর আগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে গোপনে পরিচালনা করতো ভারতীয়রা। এখন সেটা প্রকাশ্যে করতে পারবো এই ধরনের সমঝোতার কারণে। এছাড়া ভারত এখানে যাকে বা যে দলকে রাজনৈতিক হুমকি বলে মনে করবে তাদের বিরুদ্ধে বিচার বিভাগকে প্রভাবিত করতে প্রকাশ্য ভূমিকা নিলেও বাংলাদেশের আইন ভারতীয় কর্তৃপক্ষে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। এ ধরনের দুটি সমঝোতার নাম হচ্ছে-

১৯. বিচারিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতায় দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা স্মারক।

১২. ভারতে বাংলাদেশের বিচার বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সক্ষমতা তৈরির কর্মসূচির বিষয়ে সমঝোতা স্মারক।

আর সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাব বিস্তারের জন্য করা হয়েছে নিচের দুটি সমঝোতা--

১৭. গণমাধ্যমের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক।

১৮. অডিও-ভিজ্যুয়াল সহ-প্রযোজনা চুক্তি।

http://www.newsbangla.net/newsdetail/detail/200/298773





--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___