Banner Advertiser

Saturday, June 17, 2017

[mukto-mona] Re: {PFC-Friends} Enjoy :- মুসলমান মেয়েদের বাজি ধরে সবাই এখন পাশা খেলতে চাইছে !!!!



মুসলমান মেয়েদের বাজি ধরে সবাই এখন পাশা খেলতে চাইছে

মইনুল হাসান

 

'তিন তালাক' এখন সবচাইতে পরিচিত শব্দ। যতখানি না মুসলমান'দের তার চাইতে বেশি রাজনীতিবিদদের। ক'দিন আগে বেনারসে প্রধানমন্ত্রী ভাষণ দেবার সময় তাঁর 'মুসলমান বোন'দের জন্য কেঁদে ভাসিয়ে দিলেন। তিন তালাক-এর জন্য তারা কত খারাপ আছে। তাই তিনি কোমর বেঁধে নেমেছেন এটা বাতিল করতে। তখনই আমার মনে পড়ে গেল ইশরাত জাহানের কথা। গুজরাটে যাঁকে ভুয়ো সঙ্ঘর্ষে খুন করা হয়। তখন সে রাজ্যের মুখ্যমন্ত্রী'র নাম নরেন্দ্র মোদী। মনে পড়ে গেল জাকিয়া জাফরী'র কথা। যিনি এখন তাঁর স্বামী এহেসান জাফরী-সহ কয়েক হাজার শহিদের বিচার চেয়ে যাচ্ছেন। মনে পড়ছে সেই হতভাগ্য মেয়েটির কথা, যাঁর পেট চিরে বাচ্চা বের করে ত্রিশুলের মাথায় করে আগুনে পোড়ানো হয়েছিল। তখনও মুখ্যমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। তাঁরাও মুসলমান। সেদিন এই 'বোন'দের কথা একবারও মনে হয়নি মোদীজি'র। আজ হচ্ছে। কারণ, আগামী দু'বছরে ১১টি রাজ্যে বিধানসভা নির্বাচন আছে। ভোট-রাজনীতি-মুসলমান একই সূত্রে বাঁধা। তাই এই তৎপরতা!
এমনই একটা সভা পশ্চিমবাংলায়। রাজ্যের মন্ত্রীরা উপস্থিত। তাঁরা তিন তালাকের পক্ষে। মঞ্চে টুপি মাথায় দিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরি এবং ফিরহাদ হাকিম। তাঁদের মাঝে সবুজ জামা গায়ে 'হেভি ওয়েট' মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঘটনাটি দারুণ কৌতুককর। পার্থবাবুকে দু'জন মন্ত্রী দু'দিক থেকে দু'হাত দিয়ে টেনে তুলছেন। মাইকে তিনি তারপর অমৃতবাণী বিতরণ করলেন- আমার বৌ সম্পর্কে আমি কি করব তা আমার ব্যাপার! তাতে যেন কেউ নাক না গলায়।
মহিলাদের সম্পর্কে এমন কুৎসিত মন্তব্য আমি আগে কখনও শুনিনি। আমার দৃঢ বিশ্বাস তাঁরা নিজেরাও এসব বিশ্বাস করেন না। কিন্তু বলছেন। কারণ, রাজনীতি, সাময়িক লাভ। সবাই মুসলমান মেয়েদের বাজি ধরে পাশাটা খেলতে চাইছেন।
আমার জ্ঞাত কয়েকটি সাধারণ তথ্য জানাচ্ছি। আমাদের পাঠকরা ভেবে দেখতে পারেন-
১। একই সঙ্গে তিনবার তালাক উচ্চারণ করে বিচ্ছেদ ঘটানো কোরান ও হাদিসের কোথাও নেই।
২। তালাক ইসলামী আইন সম্মত, কিন্তু সবচাইতে ঘৃণ্য কাজ।
৩। তালাক দেওয়া সহজ কাজ নয়। দীর্ঘ সময় দরকার। এই সময়ের মধ্যে বোঝাপড়া সঠিক করার সুযোগ থাকে।
৪। একতরফা এবং তাৎক্ষনিক তালাক গ্রহণযোগ্য নয়। অন্তত ২২টি মুসলমান দেশ (যে রাষ্ট্রের ধর্ম ইসলাম) এই পদ্ধতি গ্রহণ যোগ্য নয়।
৫। বহু মুসলমান দেশে আদালত ছাড়া তালাক দেওয়া নিষিদ্ধ।
৬। সুতরাং তিন তালাকের পক্ষে বা বিপক্ষে থাকা বা না থাকা একেবারে অর্থহীন। কারণ, বিষয়টি শরীয়ত সম্মত নয়।
এবার কয়েকটি অন্য কথা-
১। এটা বাস্তব যে তাৎক্ষনিক তালাক দেবার প্রবণতা বাড়ছে। মত্ত অবস্থায় তালাক দিচ্ছে, হঠাৎ ঝগড়া করে তালাক দিচ্ছে, যে কোনও ঘটনায় মেয়েরা দোষী সাব্যস্ত হচ্ছে এবং তালাক হয়ে যাচ্ছে। ইদানীং মোবাইলেও মেসেজ পাঠিয়ে তালাক হচ্ছে, চিঠি পাঠিয়ে তালাক হচ্ছে। এটা ধর্মের নামে চূড়ান্ত অনাচার। অবিলম্বে বন্ধ করা দরকার। ইসলাম এটা মানতে পারে না।
হজরত মহম্মদ (স.) বেঁচে থাকতেই ২/১টা তাৎক্ষণিক তালাকের ঘটনা ঘটেছিল। নবীজি অসম্ভব বিরক্ত হয়ে বলেছিলেন- ''আমি বেঁচে থাকতেই তোমরা এসব করছ?''
২। তালাক এবং অভিন্ন দে‍ওয়ানী বিধিকে মিলিয়ে দেবার চেষ্টা হচ্ছে। এটা বিজেপি সরকারের চালাকি। সব ধর্মের জন্য অভিন্ন দেওয়ানী বিধি দরকার। দেশে ৩০০টি ব্যক্তিগত আইন আছে। সহজে সব কিছু সমান করা যাবে না। বৈচিত্র্যপূর্ণ এই দেশ। বহু বৈচিত্র্য নিয়েই বেঁচে থাকবে। এটার মধ্যেই তার শক্তি নিহত।
সবার মনে প্রশ্ন জাগছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একই রাস্তা ধরল কেন?
দীর্ঘদিন পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক শক্তি মাথা তুলতে পারেনি। বিজেপি'র কিছুটা শক্তি ইদানীং বেড়েছে। দুর্গাপুজো, ইদুজ্জোহা, মহরম এ'বছর কিন্তু শান্তিতে পালিত হয়নি। রাজ্যের কম করে ১৬টি জায়গায় সাম্প্রদায়িক অশান্তি হয়েছে। রাজ্য প্রশাসনের দেখা মেলেনি। তারা তখন রে‌ড রোডে প্রমোদ ভ্রমণে ব্যস্ত ছিলেন। এমন অবস্থা আগে দেখা যায়নি।
সেই কারণে রাজ্যের শাসক দলও বিজেপি'র রাস্তা নিয়েছে। তাই তারাও তালাক নিয়ে শোরগোল শুরু করেছে।
সর্বশেষে বলতে চাই, সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছায় সংখ্যালঘুর বিরাট ইতিবাচক পরিবর্তন হবে না। সংখ্যালঘুদের মধ্যে থেকেই পরিবর্তনের উন্মেষ ঘটাতে হবে। সংখ্যাগরিষ্ঠের পরামর্শ অবশ্যই প্রয়োজনীয়। তবে সংখ্যালঘুর মধ্যে পরিবর্তনের উন্মেষ হচ্ছেই। তালাকের প্রশ্নে হাজার হাজার মা বোনেদের ইতিবাচক মনোভাব সেটাই প্রমাণ করছে।
আমার মনে হচ্ছে, পার্থবাবু যা বলেছেন, তাঁর স্ত্রী যদি তাঁকে উল্টে সেটাই বলেন, তা হলে ব্যাপরটা কেমন দাঁড়াবে?
তিনি যে বেকায়দায় পড়বেন তাতে কোনও সন্দেহ নেই।

On Sat, Jun 17, 2017 at 6:43 PM, 'javed helali' via PFC-Friends <pfc-friends@googlegroups.com> wrote:
There was nothing to enjoy the first one. I did not bother to open the others.
You seem to have a distorted, convoluted and depraved mind. sad.
What do you stand to gain by forwarding these evil stuff, unless to satisfy your depraved evil mind.
While u have the right to express your views or forward the views of others, DO NOT FORGET that others have rights too.
Beware.
I am NOT going to open any thing sent by you anymore.
 



From: Sitangshu Guha <guhasb@gmail.com>
To: pfc <pfc-friends@googlegroups.com>; mokto mona <mukto-mona@yahoogroups.com>; Khobor <khabor@yahoogroups.com>
Sent: Saturday, June 17, 2017 1:45 PM
Subject: {PFC-Friends} Enjoy



__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___