Banner Advertiser

Sunday, July 9, 2017

[mukto-mona] ভারতের পশ্চিমবঙ্গ : সম্প্রীতির রাখী পরল বসিরহাট



সম্প্রীতির রাখী পরল বসিরহাট






      স্বদেশ ভট্টাচার্য, বসিরহাট উত্তর: শ–‌খানেক মোটরবাইক ছুটছে গ্রামের রাস্তা দিয়ে। সম্প্রীতি, ঐক্যের স্লোগান তুলে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের রাজেন্দ্রপুর 
থেকে কাউকেপাড়া মোড় পর্যন্ত '‌অভিনব'‌ বাইক মিছিল দেখল সাধারণ মানুষ। কেন '‌অভিনব'‌, তার ব্যাখ্যা দিলেন কাজি মামুদ হাসান। তিনি বলেন, বসিরহাট উত্তরের প্রাক্তন 
বিধায়ক এ টি এম আবদুল্লা রনির নেতৃত্বে রাজনীতির রঙ ভুলে ৯৫টা বাইক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল। কোনও বাইকের চালক হিন্দু, সওয়ারি মুসলিম। আবার যে বাইকের 
চালক মুসলিম, তার সওয়ারি হিন্দু। এভাবেই বসিরহাট দক্ষিণ ও বাদুড়িয়ার বগলে বসিরহাট উত্তর তথা বসিরহাট ২ নম্বর ব্লকের গায়ে হিংসার কোনও আঁচ লাগতে দিলেন না 
এ টি এম আবদুল্লা, প্রেমেন্দ্র মল্লিক, মিহির ঘোষ, কাজি মামুদ হাসান, প্রমথ সরকার, খোবিয়ার রহমান, রণদেব মল্লিকরা।

বাদুড়িয়া, বসিরহাট দক্ষিণ যখন হিংসার আগুনে পুড়ছে, সে সময় বসিরহাট ২ ব্লক শান্ত, নির্বিকার। জনজীবন স্বাভাবিক। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষ গ্রাম পাহারা দিচ্ছিল। 

৩ জুলাই যখনই সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে মহকুমা উত্তাপ বাড়ছে, তখনই সতর্ক হয়ে এ টি এম আবদুল্লার নেতৃত্বে একদল যুবক দলীয় সঙ্কীর্ণতা ছেড়ে ফেলে নেমে পড়লেন 

এলাকায়। ১০ জন করে শুরু করলেন পাহারা। খোলাপোতা, মাটিয়া, স্বরূপনগরে তিনটি ক্যাম্প করে বসলেন। মানুষকে বোঝালেন, গুজব ছড়াবেন না। গুজব নিয়ে মাথা ঘামাবেন না। 

রবীন্দ্রনাথ, নজরুলের ছবি দিয়ে ফ্লেক্স বার্তা '‌মোরা একই বৃন্তে দুটি কুসুম'‌ ছেয়ে গেল গোটা এলাকায়। গ্রামে গ্রামে রাতে ওরা আশ্বাস দিল— '‌আপনারা নিশ্চিন্তে ঘুমোন, আমরা 

জেগে আছি।'‌ ৯টা পঞ্চায়েতে এ‌ভাবে চলল প্রচার। মাটিয়া–‌শ্রীনগরে পঞ্চায়েতের উপপ্রধান প্রেমেন্দ্র মল্লিক (‌ঝন্টু)‌ বলেন, পাড়ায় পাড়ায় সকাল–‌বিকেল শান্তি মিছিল হয়েছে। 

হিন্দু–‌মুসলমান সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে। ঘটনার দিন থেকে দিনরাত এক করে আমরা এলাকা '‌ঠিক'‌ রেখেছি। যেখানেই সামান্য উত্তেজনা তৈরি হয়েছে, আধ ঘণ্টার মধ্যে 

তা নিরসন করে ফেলা হয়েছে। ব্লকের ৭টা কলোনি এলাকায় আলাদাভাবে নজরদারি চালাতে পড়ে ছিল এলাকার ছেলেরা। এলাকায় শান্তি অটুট রাখতে আলাদা বাহিনী লাগেনি। 

ফাঁড়ির পুলিসকে দরকার হয়নি।
আজও এলাকার মানুষ পথে রয়েছেন। মাটিয়া বাজারে একে অন্যের হাতে রাখি পরিয়ে শান্তির বার্তা দিলেন। যেখানে হাজির থেকে প্রাক্তন বিধায়ক এ টি এম আবদুল্লা পিরজাদা মাহবুব বিল্লা, 

প্রদীপ সরকার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক আবু সালেক আহমেদ একে অন্যের হাতে রাখি পরালেন। এ টি এম আবদুল্লা রনি বলেন, রাজনীতি করার সময় আছে। এখন রাজনীতির সময় নয়।

মানুষের পাশে থেকে ঐক্য, সম্প্রীতি অক্ষুণ্ণ রাখাটাই এখন জরুরি। বাস্তবিকই এত হিংসা–বিদ্বেষের মাঝে কোনও প্রশ্ন না তুলে বসিরহাট উত্তর দেখিয়ে দিল।

 

সম্প্রতির রাখী বসিরহাটে। রবিবার।                          



সম্প্রীতির মহামিছিলে ১৭ বাম দল

সোমবার ১০ জুলাই, ২০১৭

আজকালের প্রতিবেদন: সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে বুধবার মহামিছিলের ডাক দিল রাজ্যের ১৭টি বাম দল। মহাজাতি সদন থেকে মিছিল শুরু হবে। 
যাবে ধর্মতলার ভাষা উদ্যান পর্যন্ত। রবিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এই কর্মসূচির কথা জানিয়েছেন। রাজ্যবাসীর কাছে তাঁর আবেদন, গুজবে কান দেবেন না। 
সজাগ, সতর্ক থাকুন। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে তৎপর হন। গণতন্ত্রপ্রিয়, শুভবুদ্ধিসম্পন্ন এবং ধর্মনিরপেক্ষ মানুষকে মিছিলে অংশ নেওয়ার জন্য 
অনুরোধ করেছেন তিনি। এদিন সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, ১৭টি বাম দল সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য, সংহতি 
বজায় রাখতে মহামিছিলের ডাক দিয়েছে। মহাজাতি সদনের সামনে জমায়েত হবে। সেখান থেকে শুরু হবে মিছিল। সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে মিছিল যাবে ধর্মতলার 
ভাষা উদ্যান পর্যন্ত। বসিরহাট, বাদুড়িয়ায় উত্তেজনার জন্য তৃণমূল এবং বিজেপি–কে দুষেছেন তিনি। তাঁর অভিযোগ, প্রশাসন তৎপর হলে এমন ঘটনা আটকানো যেত। 
তৃণমূল এবং বিজেপি বোঝাপড়া করে সাম্প্রদায়িক মেরুকরণের কাজ করছে। বোঝাপড়ার বিষময় ফল তৃণমূল এখন বুঝতে পারছে। তবে বুঝলেও বেরিয়ে আসতে 
পারছে না। এমন ঘটনা যাতে না ছড়ায় সেজন্য প্রশাসনকে তৎপর হতে হবে। সঙ্গে সঙ্গে নিষ্পত্তি করতে হবে। দার্জিলিঙে পুলিসের গুলিতে মৃত্যুর ঘটনার অভিযোগের 
বিচারবিভাগীয় তদন্ত কেন হবে না সেই প্রশ্ন তুলেছেন ফ্রন্ট চেয়ারম্যান। বসিরহাট, বাদুড়িয়ার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনের 
নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্ত স্বাগত জানিয়ে বিমানবাবু বলেন, ভাল উদ্যোগ বলে মনে করি। তবে পাহাড়ে মানুষ খুন হয়েছেন। এর জন্য দায়ী কারা?‌ তদন্ত করে দেখা 
দরকার। দার্জিলিঙের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হবে না কেন?‌ ‌‌‌

    
আরও পড়ুন:

শান্তি রক্ষায় নজির গড়ল বসিরহাট উত্তর - Anandabazar

www.anandabazar.com › রাজ্য
 এক সপ্তাহ ধরে বসিরহাটের দু'প্রান্তে দেখা গিয়েছে এমনই বিপরীত ছবি। একটি ফেসবুক পোস্ট ঘিরে দু'পক্ষের হিংসা-হানাহানি দেখেছে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র। বসিরহাট উত্তর কেন্দ্রে তার কোনও আঁচই পড়েনি।   :http://www.anandabazar.com/state/basirhat-north-sets-example-that-how-to-keep-communal-harmony-1.640356?ref=hm-yourchoice-now


ছেলের প্রত্যাখ্যান, হিন্দু বৃদ্ধের শেষকৃত্য করলেন মুসলিম কন্যা

সংবাদ সংস্থা

তেলেঙ্গানা ৭ জুলাই, ২০১৬, ১৯:১০:৪৩
|
শেষ আপডেট: ৭ জুলাই, ২০১৬, ২০:১৮:৪১
Yakub bi

ওয়ারঙ্গল: ধর্মের নাম করে দেশে দেশে, সমাজে সমাজে বিষ ঢেলে চলে এক দল মানুষ। আর এক দল মানুষ জীবন দিয়ে দেখান, ধর্ম আসলে মানুষের প্রতি মানুষের প্রেম আর কর্তব্য। দ্বিতীয় দলে পড়েন তেলেঙ্গানার ওয়ারঙ্গল জেলার ইয়াকুব বাই। মঙ্গলবার রাতে কে শ্রীনিবাসন নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মারা যান ইয়াকুবের আশ্রয়ে থাকা অবস্থাতেই। কিন্তু তাঁর ছেলে বাবার অন্ত্যেষ্টিক্রিয়া করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। এরপর ইয়াকুব বাই নিজেই হিন্দু রীতি মেনে বৃদ্ধের দেহ সৎকার করেন।

ইয়াকুব এবং তাঁর স্বামী একটি বৃদ্ধাশ্রম চালান। বিনা অর্থে আশ্রয় দেন, সেবা করেন নিরাশ্রয় বৃদ্ধ-বৃদ্ধাদের। সেখানে প্রায় ৭০ জন বৃদ্ধ-বৃদ্ধা থাকেন। দু'বছর আগে একটি বাস স্টপের কাছ থেকে শ্রীনিবাসনকে প্যারালাইজড অবস্থায় উদ্ধার করেন ওই মুসলিম মহিলা। বৃদ্ধের কাছ থেকে ঠিকানা নিয়ে যোগাযোগ করা হলেও শ্রীনিবাসনকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাননি তাঁর ছেলে।  তার পর থেকে এত দিন পর্যন্ত ওই বৃদ্ধ ইয়াকুব বাইয়ের আশ্রয়েই থাকতেন। মঙ্গলবার তাঁর মৃত্যুর পর ফের তাঁর ছেলের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু বৃদ্ধের ছেলে জানান, সম্প্রতি তিনি হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। তাই তিনি তাঁর বাবার সৎকার করতে রাজি নন। এমতাবস্থায় বৃদ্ধের সৎকারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ইয়াকুব বাই।


TAGS :   Telengana   Religion   Hindu man   Muslim Woman   Son Refused   Cremated

২৫ আষাঢ় ১৪২৪ সোমবার ১০ জুলাই ২০১৭






__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___