Banner Advertiser

Monday, September 18, 2017

[mukto-mona] রোহিঙ্গাদের নিয়ে পোস্ট, সাসপেন্ড বিজেপি নেত্রী



রোহিঙ্গাদের নিয়ে পোস্ট, সাসপেন্ড বিজেপি নেত্রী
নিজস্ব সংবাদদাতা
১৭ সেপ্টেম্বর ২০১৭




                                                                                                                                                                                                                                                                                                                                                                                         
দলের সঙ্গে কোনও আলোচনা না করে, দলের নীতি-আদর্শের তোয়াক্কা না করে, মায়ানমারের ঘটনা নিয়ে অন্য সংগঠনের হয়ে কর্মসূচির কথা 
এ ভাবে পোস্ট করে নিময় ভেঙেছেন বেনজির।

রোহিঙ্গাদের সমর্থন: আসামে বিজেপির সংখ্যালঘু নেত্রী বরখাস্ত

মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের সমর্খন জানানোয় বিজেপির আসাম ইউনিট তাদের নির্বাহী কমিটি থেকে মুসলিম সংখ্যালঘু এক নেত্রীকে বরখাস্ত করেছে।

ওই নেত্রীর নাম বেনেজির আরফান; তিনি আসামে তিন-তালাক বিরোধী আন্দোলনে বিজেপির মুখপাত্র ছিলেন বলে জানিয়েছে এনডিটিভি।

বেনেজির নিজেও তিন তালাকের শিকার। ২০১২ সালে তিনি বিজেপিতে যোগ দেন। সর্বশেষ বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকেটে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন।

কয়েকদিন আগে এক ফেইসবুক পোস্টে বেনেজির রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের আচরণের প্রতিবাদে আয়োজিত ভুখা সমাবেশে যোগ দিতে অনুরোধ জানানোর পর দলের পক্ষ থেকে এ 

ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার বিজেপির আসাম ইউনিটের সাধারণ সম্পাদক দিলিপ সাইকিয়া এক চিঠিতে বেনেজিরকে দল থেকে বরখাস্ত করার পাশাপাশি কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ দর্শাতে 

তিন দিনের সময় দেন।

এর উত্তরে বেনেজির ক্ষমা চাইলেও লাভ হয়নি বলে এনডিটিভি জানিয়েছে।

"ব্যক্তি হিসেবে আমি (মিয়ানমারে) এই ধরনের আক্রমণ সমর্থন করি না, এবং এজন্যই সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার করেছি। এটা এখানে আমাদের পার্টিপ্রধান রনজিৎ দাস পছন্দ করেননি। 

কী জন্য আমার এই অবস্থান পার্টি তা জিজ্ঞেসও করেনি এবং কারণ দর্শানো নোটিস ছাড়াই আমাকে বরখাস্ত করেছে," এনডিটিভিকে এমনটাই বলেন বেনেজির।

বেনেজির ফেইসবুক পোস্টে যে প্রতিবাদ কর্মসূচি শেয়ার করেছিলেন তার আয়োজক ছিল গুয়াহাটিভিত্তিক এনজিও ইউনাইটেড মাইনরিটি পিপলস ফোরাম। শনিবার তাদের সমাবেশটি অনুষ্ঠিত হয়।

মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে ২৫ অগাস্ট থেকে পালিয়ে বাংলাদেশ আসা শুরু করে রোহিঙ্গারা। জাতিসংঘ ও সরকারি হিসাবে এরই মধ্যে নতুন করে প্রায় চার লাখ শরণার্থী 

বাংলাদেশে প্রবেশ করেছে। এই সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে বলেও শঙ্কা তাদের।

এরই মধ্যে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছে বলেও এনডিটিভির খবর। ভারত সরকার এসব শরণার্থীকে 'অবৈধ' ঘোষণা করে তাদের ফেরত পাঠাতে নির্দেশ জারি করেছে।

http://bangla.bdnews24.com/world/article1396116.bdnews

সম্পর্কিত বিষয়:


সুরমা ও বরাক উপত্যকায় ভাষার লড়াই « Shomoy24

তারা বৃটিশ আমলের ন্যায় কুখ্যাত 'বঙ্গাল খেদা' আন্দোলন শুরু করে। বৃটিশ আমল থেকেই অসমীয়রা বাঙলাভাষীদের ঘৃনাভরে ডাকতো 'বঙ্গাল'। বাঙ্গালীদের প্রতি তারা ছিলো বেশ মারমুখি। সরকারী প্রশাসনযন্ত্রও অনেকটা তাদের পক্ষে ছিলো । অনুকুল পরিবেশ পেয়ে তারা বাংলা ভাষীদের উপর ঝাঁপিয়ে পরে। শুরু হয় লুটতরাজ, অগ্নি সংযোগ ও খুন খারাপি।

"আমার সোনার বাংলা": 'আম্‌গো ভাহা অহইম্মা' বনাম 'আম্‌গো বাসা কইলকাত্তা'?

সেই 'অনসমীয়া মধ্যবিত্ত'দের নব্বই শতাংশই যেহেতু ছিল হিন্দু বাঙ্গালী সুতরাং অসমীয়া প্রভু'রা যাকে বলেন 'আসাম আন্দোলন' তা মূলতঃ ছিল 'বঙ্গাল খেদা' আন্দোলন। ( হ্যাঁ, কিছু অসমীয়া মানুষ এর প্রতবাদ করেছিলেন, নিগৃহিত হয়েছেন এঁরাও তবে এ'তে 'আন্দোলন'এর চরিত্রের সংজ্ঞা বদলায় না)। সেই বঙ্গালখেদা'র আঁচে পুড়ে গিয়েছিল ...

মুসলিম উৎখাতের ডাক হিন্দুত্ববাদী নেত্রীর (ভিডিও)


Sadhvi Pranchi Aur Nafrato ka Khel






__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___