Banner Advertiser

Friday, August 14, 2020

Re: [mukto-mona] বঙ্গবন্ধুর হত্যার বিরুদ্ধে আমার সংগ্রাম



Dhonobad Mohsin Bhai lekha ta porlam.
My question will be a repetition, why none did not protest brutal killing of Bangabandhu Sheikh Mujibur Rahman?
Today those Awami League leaders and Mukti Bahini war veterans who are making loud voice why where they silent? It's indeed a shame for the nation.
I do not wish to beat my drums what some of us did on the following day.
According to researchers, instead of beating the bushes, the government of Sheikh Hasina should also bring the other conspirators within the party who betrayed and aided and abetted the military putsch and must be brought to justice.
Best wishes,


#StaySafeStayHome
><((((o>><((((o><o))))><><((((o>
SALEEM Samad
Recipient of Ashoka Fellow (1991) & Hellman-Hammett Award (2005)
Freelance Journalist & Columnist
Correspondent, Reporters Without Border (RSF)
+8801711-530207 phone

+1-718-713-4364 ePhone
+1-863-774-1849 eFax

Email: saleemsamad@hotmail.com

Twitter: @saleemsamad

Skype: saleemsamad

Facebook: https://www.facebook.com/saleem.samad

Blog: http://bangladeshwatchdog.blogspot.com/

P Save a tree, think before you print this e-mail


From: mukto-mona@yahoogroups.com <mukto-mona@yahoogroups.com> on behalf of 'Dr. M. Mohsin Ali' drmohsinali@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com>
Sent: Saturday, August 15, 2020 11:19 AM
To: Saleem Samad saleemsamad@hotmail.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com>
Subject: [mukto-mona] বঙ্গবন্ধুর হত্যার বিরুদ্ধে আমার সংগ্রাম
 


বঙ্গবন্ধুর হত্যার বিরুদ্ধে আমার সংগ্রাম


মুক্তিযোদ্ধা ড. মহসিন আলী

নিউইয়র্ক, আমেরিকা

ই অগাস্ট ২০২০


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন। 


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের আগস্টের শুরুতে ৬৪টি জেলার জন্য ৬৪ জন গভর্নর নিযুক্ত করেন।  বাবু শঙ্কর গোবিন্দ চৌধুরীকে নাটোর জেলার গভর্নর করা হয়।  নাটোরের বাবু শংকর গোবিন্দ চৌধুরী আমার সরাসরি নেতা ছিলেন কারণ আমি আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী এবং নাটোর জেলার গুরুদাসপুর থানা এলাকার মুক্তিযোদ্ধাদের কমান্ডার ছিলাম।  তাঁর সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তাকে আমি  "কাকাবাবু" বা "শঙ্কর কাকা" বলে সম্বোধন করতাম।  ১৯৭৫ সালের ১৪ই আগস্ট সকাল ১০টা নাগাদ ,  আমি শের-ই-বাংলা নগরের সংসদ ভবনের এমপি হস্টেলে কাকাবাবুর সাথে দেখা করতে যাই।  তাঁর নির্দেশে আমি প্রতিদিন তাঁর সঙ্গে দেখা করতে যেতাম এবং সে সময় তাঁর সঙ্গে প্রায় সারাদিন কাটাতাম।  


সেদিন হঠাৎ শঙ্কর কাকা আমাকে নাটোরে গিয়ে একটি বিশাল অভ্যর্থনার আয়োজন করতে বলেন।  বঙ্গবন্ধু কর্তৃক নিযুক্ত নাটোর জেলার নতুন ও প্রথম গভর্নর হিসেবে এক সপ্তাহের মধ্যে তিনি নাটোরে যাবেন তাই।  কাকাবাবু নাটোর ও গুরুদাসপুর টেলিফোন এক্সচেঞ্জে ফোন করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য আওয়ামী সংগঠনগুলোকে সেই অভ্যর্থনা আয়োজনে সহযোগিতা করার আহ্বান জানান।  রাতের বাসে রওয়ানা হবো বলে গুরুদাসপুর টেলিফোন এক্সচেঞ্জ থেকে আমার কর্মীদের সাথে কথা বলে তাদেরকে বলি আহমেদপুর বাস স্ট্যান্ড থেকে মোটরসাইকেলে আমাকে তুলে নিতে। 


সেই অনুযায়ী, আমি সন্ধ্যায় নাটোরের জন্য বাসে উঠি।  আরিচা থেকে নাগরবাড়ি পর্যন্ত যমুনা নদী পার হতে সে সময় প্রায় ৬ ঘণ্টার মতো সময় লেগেছিলো।  অবশেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোর ৩টায় আহমেদপুর বাস স্ট্যান্ডে পৌঁছাই।  জাফর চেয়ারম্যান এবং আরও ২ জন কর্মী আমার জন্য ২টি মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন।  তারা আমাকে গুরুদাসপুর থানা সদরের কাছে চাঁচকৈর বাজারে নিয়ে যান প্রথমে।  তারপর জাফর ভাই আমাকে তার শ্বশুর জনাব আসমত তালুকদারের বাড়ীতে নিয়ে যান।  তখন প্রায় ভোর ৪টা বেজে গেছে।  ঐ বাড়ীতে কিছু খাবার খাওয়ার পর আমরা ভোর ৫টায় ঘুমাতে গেলাম।  বাস যাত্রার ক্লান্তির কারণে সেদিন ঘুমোতে আর দেরি হলো না।


হঠাৎ ঘুমের মধ্যেই "বঙ্গবন্ধু"- শব্দটা শুনতে পাই অন্য কারো কন্ঠে।  কেউ একজন আমার দরজায় কড়া নাড়ছিলো। ততক্ষণে আমার ঘুম ভেঙ্গে গেছে।  আমি দরজা খুলে দেখি জাফর ভাই, তার শ্বশুর এবং শাশুড়ি।  তারা রীতিমতো কাঁপছিলেন।  তাদের মুখ দিয়ে কথা বের হচ্ছিলো না।  জনাব আসমত তালুকদার আমাকে ভাঙ্গা কন্ঠে বললেন যে, বঙ্গবন্ধু নিহত হয়েছেন এবং সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে।  সেই মুহূর্তে তার কথা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না।  আমি তাকে বলেছিলাম এটা হতে পারে না, এটা অসম্ভব! তারপর তিনি রেডিওটা এনে আমার হাতে দিয়ে রেডিওর ঘোষণা শুনতে বললেন।  এরপর রেডিওতে শুনলাম যে, মেজর ডালিম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নিহত হওয়ার ঘটনা এবং সামরিক আইন জারির ঘোষণা দিচ্ছেন।  রেডিওতে খবরটা শোনার পর আমার কোন সন্দেহ ছিল না যে, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এবং সামরিক আইন জারি করা হয়েছে।


সকাল সাড়ে সাতটা নাগাদ জাফর ভাইকে নিয়ে গুরুদাসপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব ইসমাইল শাহের বাড়ীতে যাই।  আমরা তাঁর শ্বশুর জনাব হাকিম সরকার (গুরুদাসপুর থানা আওয়ামী লীগের সভাপতি), জনাব এনতাজ আলী মোল্লা (গুরুদাসপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক),  জবোতুল্লাহ প্রামাণিকের (বা্টুল ভাই) (গুরুদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান) সাথে যোগাযোগ করি।  সবার সাথে যোগাযোগ করে দেশের রাষ্ট্রপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল বের করার সিদ্ধান্ত নেই এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচারের দাবী জানাতে চাই।  আমরা তখন আওয়ামী লীগ ও আওয়ামী সংগঠনের কর্মী ও নেতা এবং মুক্তিযোদ্ধাদের সাথেও যোগাযোগ করি।  গুরুদাসপুর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে আমি সকল মুক্তিযোদ্ধাদের চাঁচকৈর বাজারে একসাথে মিলিত হওয়ার আহ্বান জানাই একটা প্রতিবাদ সভা ও শোকযাত্রা বের করার জন্য।  দুপুর ১২টায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের কর্মী এবং অনেক মুক্তিযোদ্ধা একত্রিত হয়।  তারপর একটা সংক্ষিপ্ত বৈঠক করি যেখানে আমরা সকলে মিলে প্রতিবাদ মিছিল এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার সুষ্ঠু বিচার চাওয়ার শপথ নেই। 


বৈঠক শেষে আমরা গুরুদাসপুর চাঁচকৈর বাজারে একটি প্রতিবাদ মিছিল করি যেখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বঙ্গবন্ধু হত্যার সুষ্ঠু বিচারের দাবী করি।  আমরা গুরুদাসপুর থানার দিকে যাচ্ছিলাম।  আমাদের দেখে লোকেরা খুব ভয় পেয়ে গেলো।  আমাদের মিছিলে খুব অল্প সংখ্যক লোক ছিলো।  থানায় পৌঁছানোর আগেই, একদল পুলিশ আমাদের মিছিল থামিয়ে দেয় এবং আমাদের বাড়ী ফিরে যেতে বলে।  তারা আমাদের উপর হামলা করার এবং গ্রেফতার করার হুমকি দেয়।   জনাব হাকিম সরকার, এনতাজ মোল্লা, ইসমাইল শাহ, জবোতুল্লাহ প্রামাণিক এবং আমি থানার ওসির সাথে দেখা করতে যাই।  যদিও গতকাল পর্যন্ত তিনি আমাদের ভালো বন্ধু ছিলেন।  কিন্তু হঠাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে তার আচরণেও পরিবর্তন চলে আসে। আমাদের সতর্ক করে দেন যাতে মিছিল ভেঙ্গে বাড়ী ফিরে গিয়ে লুকিয়ে থাকি।  অন্যথায় উনি আমাদের গ্রেফতার করতে বাধ্য হবেন।  আমরা তার কথা শুনে ফিরে এসে মিছিলে যোগ দেই।  আমাদের সাথে যারা ছিলো তারা একরকম ভীতিতে পড়ে যায়।  হঠাৎ পুলিশ আমাদের মিছিলে হামলা চালায় এবং গ্রেফতার করার হুঁশিয়ারি দেয়।  মিছিল ভেঙ্গে যায় এবং পুলিশ আমাদের তাড়া করে।  আমরা পালিয়ে যেতে বাধ্য হই। 


সেদিন সন্ধ্যায় আমরা একটা গোপন জায়গায় একত্রিত হলাম।  আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী ও কয়েকজন মুক্তিযোদ্ধা আমাদের সাথে যোগ দেন।  আমরা আমাদের সেই গোপন বৈঠকে মুস্তাক-জিয়া সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই।  মুক্তিযুদ্ধের সময় যেভাবে একত্রে মিলে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলাম ঠিক তেমনি কয়েক সপ্তাহের ভেতরে আমরা একত্রে বঙ্গবন্ধু হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে শুরু করি।  আমি প্রথম কয়েক সপ্তাহ ধরে চাঁচকৈর ও গুরুদাসপুরের আশেপাশের বিভিন্ন বাড়ীতে লুকিয়ে ছিলাম।  তারপর আমি চলনবিল এলাকায় গিয়ে কিছু মুক্তিযোদ্ধাকে আমাদের দলের জন্য নিয়ে আসি।  ইসমাইল শাহ, হাকিম সরকার, জবোতুল্লাহ প্রামাণিক, ইয়াসিন ডাক্তার এবং অন্যান্যদের বাড়ীতে আমাকে আশ্রয় দেওয়া হয়।  তারপরে আমি তারাশ থানার ধামাইচ এলাকায় চলে আসি গুরুদাসপুর থানার পুলিশের নাগালের বাইরে। 


আমি আরেকটা বড় সমস্যার সম্মুখীন হই।  "গণমিলন"- প্রকল্প নামে একটা এনজিও চালাতাম আমি।  ১৯৭২ সালের ৩০শে জানুয়ারি ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত অস্ত্র জমা দান সভায় বঙ্গবন্ধু বলেন, তোমরা যারা ২ বছরের শিক্ষা বিরতি দিয়ে যুদ্ধবিধ্বস্ত জাতির পুনর্বাসনে যোগ দিতে চাও, তারা অবশ্যই যোগ দিতে পারো। দেশের কল্যাণের স্বার্থে তোমাদের এগিয়ে আসা উচিত।  আমি তখন বঙ্গবন্ধুর আদেশ পালন করলাম।  আমি বিশ্ববিদ্যালয়ে ফিরে না গিয়ে নিজেকে এবং আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্বাসনের জন্য নিয়োজিত হলাম। আমি গুরুদাসপুর থানায় একটি এনজিও চালু করি যার মাধ্যমে আমরা তেভাগা (তিন অংশীদারি) খামার, গণশিক্ষা, ক্ষুদ্রঋণ, নারী কর্মসংস্থান, কুটির শিল্প, প্রতিরোধমূলক স্বাস্থ্য শিক্ষা ও সেবা এবং অন্যান্য গ্রামীণ উন্নয়ন প্রকল্পের মত প্রকল্প বাস্তবায়ন করি।  পুলিশ গণশিক্ষা কার্যক্রমের রাত ও বিকেলের স্কুল বন্ধ করে দেয়, তেভাগা খামারের সকল পাওয়ার পাম্প বন্ধ করে দেয়। আমার এনজিও-এর অনেক কর্মীকে গ্রেফতার করা হয় এবং এনজিও অফিস বন্ধ করে দেওয়া হয়। সেখানের সমস্ত বই এবং জরুরী কাগজপত্র কেড়ে নেয় তারা।  বিশেষ করে, তেভাগা খামারের কৃষকরা তাদের চাষ চালিয়ে যেতে না পারায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হোন। ধান ক্ষেত পুড়িয়ে দেওয়া হয়।  কুটির শিল্পের কর্মীরা তাদের বিপণন সুবিধা থেকে বঞ্ছিত হোন। আমি তাদের কোনভাবেই সাহায্য করতে পারিনি সেসময়।



চলবে...



On Friday, August 14, 2020, 10:14:33 PM PDT, Saleem Samad saleemsamad@hotmail.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:


 

The legacy of Sheikh Kamal
Saleem Samad
At PAF Shaheen School (now BAF Shaheen College), Dhaka, in 1967, everybody took a glimpse of a tall, well-built student with a light moustache, unkempt hair, wearing thick, black-framed spectacles in khaki trousers and a blue school uniform shirt.
Every time I saw the senior student, he was practicing cricket, a game not played by many Bangalis in the 1960s.
He was none but Sheikh Kamal, the eldest son of Bangabandhu Sheikh Mujibur Rahman, who was in prison accused of treason by the military dictator General Ayub Khan for conspiring to bifurcate the eastern province of Pakistan into an independent state, Bangladesh. In fact, the dream came into reality in less than five years.
Kamal was an avid promoter of Bangla-speaking students to join regular sports, especially cricket. Shaheen School fared very well in inter-school competitions in basketball, football, cricket, and other sporting events for his active involvement.
The sports in Shaheen School were dominated by Urdu-speaking students, whose parents and guardians had migrated from India after the 1947 partition, or their parents were serving in the Pakistan Air Force, PIA, and civil bureaucracy.
Kamal used to visit junior classes to recruit students who had a flair for music, dance, and drama.
Many others -- liberation war historian Afsan Chowdhury, acclaimed photographer Dr Shahidul Alam (Drik), Mohammad Ismail (of Rahimafrooz), heritage archive specialist Waqar Khan, Captain Sheikh Naseer Ahmed who was briefly managing director of Bangladesh Biman, Flight Engineer Faizul Islam, Tarique Islam (bagged the gold medal in the All Pakistan School Science Fair) -- did not join any games and sport.
Instead, they were more engaged in school addas during tiffin break, reading books, and watching English movies in Naz, Modhumita, and Balaka cinema halls.
He appeared for the SSC exam in 1967 and left the school. He continued his studies in Dhaka College and then joined Dhaka University, also organizing the East Pakistan Chhatra League.
The de facto student leader of the Bangla-speaking school students organized cultural programs in state-run Pakistan Television (now BTV) through his rightful connections.
PTV Dhaka Centre used to broadcast dance, music, and drama which was participated in by Shaheen School. Titumir's "Basherkella" drama, directed by Sheikh Kamal, was also broadcast on BTV in 1967.
The school under his encouragement got the best singer and dance choreographers. Singer Munni Begum and Alamgir Haq, who shot into fame in Pakistan, were born in Bangladesh and studied in Shaheen School. Similarly, Afroze Jilany made her debut in the dance program in PTV and is now a choreographer in the United States.
Fortunately, Sheikh Kamal's pro-active initiative had yielded a positive result. Nearly a dozen footballers and cricketers who studied in Shaheen School joined the national team. Amongst them was Kazi Salauddin, who is presently president of the Bangladesh Football Federation.
Most exciting were Tanveer Mazhar Islam Tanna (SSC 1967) and Jahangir Shah Badshah (SSC 1969) who played cricket in the national team after the independence of Bangladesh.
Days after the birth of Bangladesh, Sheikh Kamal with other friends and footballer Salauddin founded Abahani Krira Chakra in 1972.
Well, the sports enthusiast Kamal played football, cricket, basketball, and hockey. He also excelled in athletics. He was a brilliant organizer indeed. He was good "addabaz" and sang songs.
Before he was recruited in War Course to become a Mukti Bahini officer, he was a member of the Shadhin Bangla Football Team, which held football matches across India to raise funds for the 10 million refugees during the Liberation War in 1971.
At least 16 students joined the Mukti Bahini from the 1967 to 1972 batches. Sarkar Kamal Sayed, a Liberation War veteran, led Shaheen School in 1969 to grab the basketball championship in the Inter-School Sports Competition. He earned the Sword of Honour in the 2nd BMA (December 1975) in Bhatiari, Chittagong.
Ishtiaq Aziz Ulfat also joined the "Crack Platoon," the guerrillas which made a shiver run through the spines of marauding Pakistan troops in Dhaka during the war. Similarly, Salim Akbar (1971 batch) received the gallantry award Bir Protik for his contribution.
Unfortunately, after 10 days of his 26th birthday and a month after his marriage with Sultana Kamal Khuki, they were brutally murdered by rogue military officers of the armoured corps when they assaulted the private residence of Bangabandhu Sheikh Mujibur Rahman on August 15.
Bangabandhu's family members were murdered in cold blood on a fateful morning.
May they rest in peace.
First published in The Dhaka Tribune., 15 August 2020
Saleem Samad is an independent journalist, media rights defender, recipient of Ashoka Fellowship and Hellman-Hammett Award. He can be reached at saleemsamad@hotmail.com and on Twitter @saleemsamad
https://www.dhakatribune.com/opinion/op-ed/2020/08/15/op-ed-the-legacy-of-sheikh-kamal
alt
At PAF Shaheen School (now BAF Shaheen College), Dhaka, in 1967, everybody took a glimpse of a tall, well-built student with a light moustache, unkempt hair, wearing thick, black-framed spectacles in khaki trousers and a blue school uniform shirt. Every time I saw the senior student, he was ...
www.dhakatribune.com


#StaySafeStayHome
><((((o>><((((o><o))))><><((((o>
SALEEM Samad
Recipient of Ashoka Fellow (1991) & Hellman-Hammett Award (2005)
Freelance Journalist & Columnist
Correspondent, Reporters Without Border (RSF)
+8801711-530207 phone

+1-718-713-4364 ePhone
+1-863-774-1849 eFax

Email: saleemsamad@hotmail.com

Twitter: @saleemsamad

Skype: saleemsamad

Facebook: https://www.facebook.com/saleem.samad

Blog: http://bangladeshwatchdog.blogspot.com/

P Save a tree, think before you print this e-mail




__._,_.___

Posted by: Saleem Samad <saleemsamad@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] বঙ্গবন্ধুর হত্যার বিরুদ্ধে আমার সংগ্রাম



বঙ্গবন্ধুর হত্যার বিরুদ্ধে আমার সংগ্রাম


মুক্তিযোদ্ধা ড. মহসিন আলী

নিউইয়র্ক, আমেরিকা

ই অগাস্ট ২০২০


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন। 


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের আগস্টের শুরুতে ৬৪টি জেলার জন্য ৬৪ জন গভর্নর নিযুক্ত করেন।  বাবু শঙ্কর গোবিন্দ চৌধুরীকে নাটোর জেলার গভর্নর করা হয়।  নাটোরের বাবু শংকর গোবিন্দ চৌধুরী আমার সরাসরি নেতা ছিলেন কারণ আমি আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী এবং নাটোর জেলার গুরুদাসপুর থানা এলাকার মুক্তিযোদ্ধাদের কমান্ডার ছিলাম।  তাঁর সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তাকে আমি  "কাকাবাবু" বা "শঙ্কর কাকা" বলে সম্বোধন করতাম।  ১৯৭৫ সালের ১৪ই আগস্ট সকাল ১০টা নাগাদ ,  আমি শের-ই-বাংলা নগরের সংসদ ভবনের এমপি হস্টেলে কাকাবাবুর সাথে দেখা করতে যাই।  তাঁর নির্দেশে আমি প্রতিদিন তাঁর সঙ্গে দেখা করতে যেতাম এবং সে সময় তাঁর সঙ্গে প্রায় সারাদিন কাটাতাম।  


সেদিন হঠাৎ শঙ্কর কাকা আমাকে নাটোরে গিয়ে একটি বিশাল অভ্যর্থনার আয়োজন করতে বলেন।  বঙ্গবন্ধু কর্তৃক নিযুক্ত নাটোর জেলার নতুন ও প্রথম গভর্নর হিসেবে এক সপ্তাহের মধ্যে তিনি নাটোরে যাবেন তাই।  কাকাবাবু নাটোর ও গুরুদাসপুর টেলিফোন এক্সচেঞ্জে ফোন করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য আওয়ামী সংগঠনগুলোকে সেই অভ্যর্থনা আয়োজনে সহযোগিতা করার আহ্বান জানান।  রাতের বাসে রওয়ানা হবো বলে গুরুদাসপুর টেলিফোন এক্সচেঞ্জ থেকে আমার কর্মীদের সাথে কথা বলে তাদেরকে বলি আহমেদপুর বাস স্ট্যান্ড থেকে মোটরসাইকেলে আমাকে তুলে নিতে। 


সেই অনুযায়ী, আমি সন্ধ্যায় নাটোরের জন্য বাসে উঠি।  আরিচা থেকে নাগরবাড়ি পর্যন্ত যমুনা নদী পার হতে সে সময় প্রায় ৬ ঘণ্টার মতো সময় লেগেছিলো।  অবশেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোর ৩টায় আহমেদপুর বাস স্ট্যান্ডে পৌঁছাই।  জাফর চেয়ারম্যান এবং আরও ২ জন কর্মী আমার জন্য ২টি মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন।  তারা আমাকে গুরুদাসপুর থানা সদরের কাছে চাঁচকৈর বাজারে নিয়ে যান প্রথমে।  তারপর জাফর ভাই আমাকে তার শ্বশুর জনাব আসমত তালুকদারের বাড়ীতে নিয়ে যান।  তখন প্রায় ভোর ৪টা বেজে গেছে।  ঐ বাড়ীতে কিছু খাবার খাওয়ার পর আমরা ভোর ৫টায় ঘুমাতে গেলাম।  বাস যাত্রার ক্লান্তির কারণে সেদিন ঘুমোতে আর দেরি হলো না।


হঠাৎ ঘুমের মধ্যেই "বঙ্গবন্ধু"- শব্দটা শুনতে পাই অন্য কারো কন্ঠে।  কেউ একজন আমার দরজায় কড়া নাড়ছিলো। ততক্ষণে আমার ঘুম ভেঙ্গে গেছে।  আমি দরজা খুলে দেখি জাফর ভাই, তার শ্বশুর এবং শাশুড়ি।  তারা রীতিমতো কাঁপছিলেন।  তাদের মুখ দিয়ে কথা বের হচ্ছিলো না।  জনাব আসমত তালুকদার আমাকে ভাঙ্গা কন্ঠে বললেন যে, বঙ্গবন্ধু নিহত হয়েছেন এবং সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে।  সেই মুহূর্তে তার কথা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না।  আমি তাকে বলেছিলাম এটা হতে পারে না, এটা অসম্ভব! তারপর তিনি রেডিওটা এনে আমার হাতে দিয়ে রেডিওর ঘোষণা শুনতে বললেন।  এরপর রেডিওতে শুনলাম যে, মেজর ডালিম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নিহত হওয়ার ঘটনা এবং সামরিক আইন জারির ঘোষণা দিচ্ছেন।  রেডিওতে খবরটা শোনার পর আমার কোন সন্দেহ ছিল না যে, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এবং সামরিক আইন জারি করা হয়েছে।


সকাল সাড়ে সাতটা নাগাদ জাফর ভাইকে নিয়ে গুরুদাসপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব ইসমাইল শাহের বাড়ীতে যাই।  আমরা তাঁর শ্বশুর জনাব হাকিম সরকার (গুরুদাসপুর থানা আওয়ামী লীগের সভাপতি), জনাব এনতাজ আলী মোল্লা (গুরুদাসপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক),  জবোতুল্লাহ প্রামাণিকের (বা্টুল ভাই) (গুরুদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান) সাথে যোগাযোগ করি।  সবার সাথে যোগাযোগ করে দেশের রাষ্ট্রপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল বের করার সিদ্ধান্ত নেই এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচারের দাবী জানাতে চাই।  আমরা তখন আওয়ামী লীগ ও আওয়ামী সংগঠনের কর্মী ও নেতা এবং মুক্তিযোদ্ধাদের সাথেও যোগাযোগ করি।  গুরুদাসপুর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে আমি সকল মুক্তিযোদ্ধাদের চাঁচকৈর বাজারে একসাথে মিলিত হওয়ার আহ্বান জানাই একটা প্রতিবাদ সভা ও শোকযাত্রা বের করার জন্য।  দুপুর ১২টায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের কর্মী এবং অনেক মুক্তিযোদ্ধা একত্রিত হয়।  তারপর একটা সংক্ষিপ্ত বৈঠক করি যেখানে আমরা সকলে মিলে প্রতিবাদ মিছিল এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার সুষ্ঠু বিচার চাওয়ার শপথ নেই। 


বৈঠক শেষে আমরা গুরুদাসপুর চাঁচকৈর বাজারে একটি প্রতিবাদ মিছিল করি যেখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বঙ্গবন্ধু হত্যার সুষ্ঠু বিচারের দাবী করি।  আমরা গুরুদাসপুর থানার দিকে যাচ্ছিলাম।  আমাদের দেখে লোকেরা খুব ভয় পেয়ে গেলো।  আমাদের মিছিলে খুব অল্প সংখ্যক লোক ছিলো।  থানায় পৌঁছানোর আগেই, একদল পুলিশ আমাদের মিছিল থামিয়ে দেয় এবং আমাদের বাড়ী ফিরে যেতে বলে।  তারা আমাদের উপর হামলা করার এবং গ্রেফতার করার হুমকি দেয়।   জনাব হাকিম সরকার, এনতাজ মোল্লা, ইসমাইল শাহ, জবোতুল্লাহ প্রামাণিক এবং আমি থানার ওসির সাথে দেখা করতে যাই।  যদিও গতকাল পর্যন্ত তিনি আমাদের ভালো বন্ধু ছিলেন।  কিন্তু হঠাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে তার আচরণেও পরিবর্তন চলে আসে। আমাদের সতর্ক করে দেন যাতে মিছিল ভেঙ্গে বাড়ী ফিরে গিয়ে লুকিয়ে থাকি।  অন্যথায় উনি আমাদের গ্রেফতার করতে বাধ্য হবেন।  আমরা তার কথা শুনে ফিরে এসে মিছিলে যোগ দেই।  আমাদের সাথে যারা ছিলো তারা একরকম ভীতিতে পড়ে যায়।  হঠাৎ পুলিশ আমাদের মিছিলে হামলা চালায় এবং গ্রেফতার করার হুঁশিয়ারি দেয়।  মিছিল ভেঙ্গে যায় এবং পুলিশ আমাদের তাড়া করে।  আমরা পালিয়ে যেতে বাধ্য হই। 


সেদিন সন্ধ্যায় আমরা একটা গোপন জায়গায় একত্রিত হলাম।  আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী ও কয়েকজন মুক্তিযোদ্ধা আমাদের সাথে যোগ দেন।  আমরা আমাদের সেই গোপন বৈঠকে মুস্তাক-জিয়া সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই।  মুক্তিযুদ্ধের সময় যেভাবে একত্রে মিলে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলাম ঠিক তেমনি কয়েক সপ্তাহের ভেতরে আমরা একত্রে বঙ্গবন্ধু হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে শুরু করি।  আমি প্রথম কয়েক সপ্তাহ ধরে চাঁচকৈর ও গুরুদাসপুরের আশেপাশের বিভিন্ন বাড়ীতে লুকিয়ে ছিলাম।  তারপর আমি চলনবিল এলাকায় গিয়ে কিছু মুক্তিযোদ্ধাকে আমাদের দলের জন্য নিয়ে আসি।  ইসমাইল শাহ, হাকিম সরকার, জবোতুল্লাহ প্রামাণিক, ইয়াসিন ডাক্তার এবং অন্যান্যদের বাড়ীতে আমাকে আশ্রয় দেওয়া হয়।  তারপরে আমি তারাশ থানার ধামাইচ এলাকায় চলে আসি গুরুদাসপুর থানার পুলিশের নাগালের বাইরে। 


আমি আরেকটা বড় সমস্যার সম্মুখীন হই।  "গণমিলন"- প্রকল্প নামে একটা এনজিও চালাতাম আমি।  ১৯৭২ সালের ৩০শে জানুয়ারি ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত অস্ত্র জমা দান সভায় বঙ্গবন্ধু বলেন, তোমরা যারা ২ বছরের শিক্ষা বিরতি দিয়ে যুদ্ধবিধ্বস্ত জাতির পুনর্বাসনে যোগ দিতে চাও, তারা অবশ্যই যোগ দিতে পারো। দেশের কল্যাণের স্বার্থে তোমাদের এগিয়ে আসা উচিত।  আমি তখন বঙ্গবন্ধুর আদেশ পালন করলাম।  আমি বিশ্ববিদ্যালয়ে ফিরে না গিয়ে নিজেকে এবং আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্বাসনের জন্য নিয়োজিত হলাম। আমি গুরুদাসপুর থানায় একটি এনজিও চালু করি যার মাধ্যমে আমরা তেভাগা (তিন অংশীদারি) খামার, গণশিক্ষা, ক্ষুদ্রঋণ, নারী কর্মসংস্থান, কুটির শিল্প, প্রতিরোধমূলক স্বাস্থ্য শিক্ষা ও সেবা এবং অন্যান্য গ্রামীণ উন্নয়ন প্রকল্পের মত প্রকল্প বাস্তবায়ন করি।  পুলিশ গণশিক্ষা কার্যক্রমের রাত ও বিকেলের স্কুল বন্ধ করে দেয়, তেভাগা খামারের সকল পাওয়ার পাম্প বন্ধ করে দেয়। আমার এনজিও-এর অনেক কর্মীকে গ্রেফতার করা হয় এবং এনজিও অফিস বন্ধ করে দেওয়া হয়। সেখানের সমস্ত বই এবং জরুরী কাগজপত্র কেড়ে নেয় তারা।  বিশেষ করে, তেভাগা খামারের কৃষকরা তাদের চাষ চালিয়ে যেতে না পারায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হোন। ধান ক্ষেত পুড়িয়ে দেওয়া হয়।  কুটির শিল্পের কর্মীরা তাদের বিপণন সুবিধা থেকে বঞ্ছিত হোন। আমি তাদের কোনভাবেই সাহায্য করতে পারিনি সেসময়।



চলবে...



On Friday, August 14, 2020, 10:14:33 PM PDT, Saleem Samad saleemsamad@hotmail.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:


 

The legacy of Sheikh Kamal
Saleem Samad
At PAF Shaheen School (now BAF Shaheen College), Dhaka, in 1967, everybody took a glimpse of a tall, well-built student with a light moustache, unkempt hair, wearing thick, black-framed spectacles in khaki trousers and a blue school uniform shirt.
Every time I saw the senior student, he was practicing cricket, a game not played by many Bangalis in the 1960s.
He was none but Sheikh Kamal, the eldest son of Bangabandhu Sheikh Mujibur Rahman, who was in prison accused of treason by the military dictator General Ayub Khan for conspiring to bifurcate the eastern province of Pakistan into an independent state, Bangladesh. In fact, the dream came into reality in less than five years.
Kamal was an avid promoter of Bangla-speaking students to join regular sports, especially cricket. Shaheen School fared very well in inter-school competitions in basketball, football, cricket, and other sporting events for his active involvement.
The sports in Shaheen School were dominated by Urdu-speaking students, whose parents and guardians had migrated from India after the 1947 partition, or their parents were serving in the Pakistan Air Force, PIA, and civil bureaucracy.
Kamal used to visit junior classes to recruit students who had a flair for music, dance, and drama.
Many others -- liberation war historian Afsan Chowdhury, acclaimed photographer Dr Shahidul Alam (Drik), Mohammad Ismail (of Rahimafrooz), heritage archive specialist Waqar Khan, Captain Sheikh Naseer Ahmed who was briefly managing director of Bangladesh Biman, Flight Engineer Faizul Islam, Tarique Islam (bagged the gold medal in the All Pakistan School Science Fair) -- did not join any games and sport.
Instead, they were more engaged in school addas during tiffin break, reading books, and watching English movies in Naz, Modhumita, and Balaka cinema halls.
He appeared for the SSC exam in 1967 and left the school. He continued his studies in Dhaka College and then joined Dhaka University, also organizing the East Pakistan Chhatra League.
The de facto student leader of the Bangla-speaking school students organized cultural programs in state-run Pakistan Television (now BTV) through his rightful connections.
PTV Dhaka Centre used to broadcast dance, music, and drama which was participated in by Shaheen School. Titumir's "Basherkella" drama, directed by Sheikh Kamal, was also broadcast on BTV in 1967.
The school under his encouragement got the best singer and dance choreographers. Singer Munni Begum and Alamgir Haq, who shot into fame in Pakistan, were born in Bangladesh and studied in Shaheen School. Similarly, Afroze Jilany made her debut in the dance program in PTV and is now a choreographer in the United States.
Fortunately, Sheikh Kamal's pro-active initiative had yielded a positive result. Nearly a dozen footballers and cricketers who studied in Shaheen School joined the national team. Amongst them was Kazi Salauddin, who is presently president of the Bangladesh Football Federation.
Most exciting were Tanveer Mazhar Islam Tanna (SSC 1967) and Jahangir Shah Badshah (SSC 1969) who played cricket in the national team after the independence of Bangladesh.
Days after the birth of Bangladesh, Sheikh Kamal with other friends and footballer Salauddin founded Abahani Krira Chakra in 1972.
Well, the sports enthusiast Kamal played football, cricket, basketball, and hockey. He also excelled in athletics. He was a brilliant organizer indeed. He was good "addabaz" and sang songs.
Before he was recruited in War Course to become a Mukti Bahini officer, he was a member of the Shadhin Bangla Football Team, which held football matches across India to raise funds for the 10 million refugees during the Liberation War in 1971.
At least 16 students joined the Mukti Bahini from the 1967 to 1972 batches. Sarkar Kamal Sayed, a Liberation War veteran, led Shaheen School in 1969 to grab the basketball championship in the Inter-School Sports Competition. He earned the Sword of Honour in the 2nd BMA (December 1975) in Bhatiari, Chittagong.
Ishtiaq Aziz Ulfat also joined the "Crack Platoon," the guerrillas which made a shiver run through the spines of marauding Pakistan troops in Dhaka during the war. Similarly, Salim Akbar (1971 batch) received the gallantry award Bir Protik for his contribution.
Unfortunately, after 10 days of his 26th birthday and a month after his marriage with Sultana Kamal Khuki, they were brutally murdered by rogue military officers of the armoured corps when they assaulted the private residence of Bangabandhu Sheikh Mujibur Rahman on August 15.
Bangabandhu's family members were murdered in cold blood on a fateful morning.
May they rest in peace.
First published in The Dhaka Tribune., 15 August 2020
Saleem Samad is an independent journalist, media rights defender, recipient of Ashoka Fellowship and Hellman-Hammett Award. He can be reached at saleemsamad@hotmail.com and on Twitter @saleemsamad
https://www.dhakatribune.com/opinion/op-ed/2020/08/15/op-ed-the-legacy-of-sheikh-kamal
alt
At PAF Shaheen School (now BAF Shaheen College), Dhaka, in 1967, everybody took a glimpse of a tall, well-built student with a light moustache, unkempt hair, wearing thick, black-framed spectacles in khaki trousers and a blue school uniform shirt. Every time I saw the senior student, he was ...
www.dhakatribune.com


#StaySafeStayHome
><((((o>><((((o><o))))><><((((o>
SALEEM Samad
Recipient of Ashoka Fellow (1991) & Hellman-Hammett Award (2005)
Freelance Journalist & Columnist
Correspondent, Reporters Without Border (RSF)
+8801711-530207 phone

+1-718-713-4364 ePhone
+1-863-774-1849 eFax

Email: saleemsamad@hotmail.com

Twitter: @saleemsamad

Skype: saleemsamad

Facebook: https://www.facebook.com/saleem.samad

Blog: http://bangladeshwatchdog.blogspot.com/

P Save a tree, think before you print this e-mail


__._,_.___

Posted by: "Dr. M. Mohsin Ali" <drmohsinali@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] বঙ্গবন্ধুর হত্যার বিরুদ্ধে আমার সংগ্রাম



বঙ্গবন্ধুর হত্যার বিরুদ্ধে আমার সংগ্রাম


মুক্তিযোদ্ধা ড. মহসিন আলী

নিউইয়র্ক, আমেরিকা

ই অগাস্ট ২০২০


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন। 


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের আগস্টের শুরুতে ৬৪টি জেলার জন্য ৬৪ জন গভর্নর নিযুক্ত করেন।  বাবু শঙ্কর গোবিন্দ চৌধুরীকে নাটোর জেলার গভর্নর করা হয়।  নাটোরের বাবু শংকর গোবিন্দ চৌধুরী আমার সরাসরি নেতা ছিলেন কারণ আমি আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী এবং নাটোর জেলার গুরুদাসপুর থানা এলাকার মুক্তিযোদ্ধাদের কমান্ডার ছিলাম।  তাঁর সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তাকে আমি  "কাকাবাবু" বা "শঙ্কর কাকা" বলে সম্বোধন করতাম।  ১৯৭৫ সালের ১৪ই আগস্ট সকাল ১০টা নাগাদ ,  আমি শের-ই-বাংলা নগরের সংসদ ভবনের এমপি হস্টেলে কাকাবাবুর সাথে দেখা করতে যাই।  তাঁর নির্দেশে আমি প্রতিদিন তাঁর সঙ্গে দেখা করতে যেতাম এবং সে সময় তাঁর সঙ্গে প্রায় সারাদিন কাটাতাম।  


সেদিন হঠাৎ শঙ্কর কাকা আমাকে নাটোরে গিয়ে একটি বিশাল অভ্যর্থনার আয়োজন করতে বলেন।  বঙ্গবন্ধু কর্তৃক নিযুক্ত নাটোর জেলার নতুন ও প্রথম গভর্নর হিসেবে এক সপ্তাহের মধ্যে তিনি নাটোরে যাবেন তাই।  কাকাবাবু নাটোর ও গুরুদাসপুর টেলিফোন এক্সচেঞ্জে ফোন করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য আওয়ামী সংগঠনগুলোকে সেই অভ্যর্থনা আয়োজনে সহযোগিতা করার আহ্বান জানান।  রাতের বাসে রওয়ানা হবো বলে গুরুদাসপুর টেলিফোন এক্সচেঞ্জ থেকে আমার কর্মীদের সাথে কথা বলে তাদেরকে বলি আহমেদপুর বাস স্ট্যান্ড থেকে মোটরসাইকেলে আমাকে তুলে নিতে। 


সেই অনুযায়ী, আমি সন্ধ্যায় নাটোরের জন্য বাসে উঠি।  আরিচা থেকে নাগরবাড়ি পর্যন্ত যমুনা নদী পার হতে সে সময় প্রায় ৬ ঘণ্টার মতো সময় লেগেছিলো।  অবশেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোর ৩টায় আহমেদপুর বাস স্ট্যান্ডে পৌঁছাই।  জাফর চেয়ারম্যান এবং আরও ২ জন কর্মী আমার জন্য ২টি মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন।  তারা আমাকে গুরুদাসপুর থানা সদরের কাছে চাঁচকৈর বাজারে নিয়ে যান প্রথমে।  তারপর জাফর ভাই আমাকে তার শ্বশুর জনাব আসমত তালুকদারের বাড়ীতে নিয়ে যান।  তখন প্রায় ভোর ৪টা বেজে গেছে।  ঐ বাড়ীতে কিছু খাবার খাওয়ার পর আমরা ভোর ৫টায় ঘুমাতে গেলাম।  বাস যাত্রার ক্লান্তির কারণে সেদিন ঘুমোতে আর দেরি হলো না।


হঠাৎ ঘুমের মধ্যেই "বঙ্গবন্ধু"- শব্দটা শুনতে পাই অন্য কারো কন্ঠে।  কেউ একজন আমার দরজায় কড়া নাড়ছিলো। ততক্ষণে আমার ঘুম ভেঙ্গে গেছে।  আমি দরজা খুলে দেখি জাফর ভাই, তার শ্বশুর এবং শাশুড়ি।  তারা রীতিমতো কাঁপছিলেন।  তাদের মুখ দিয়ে কথা বের হচ্ছিলো না।  জনাব আসমত তালুকদার আমাকে ভাঙ্গা কন্ঠে বললেন যে, বঙ্গবন্ধু নিহত হয়েছেন এবং সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে।  সেই মুহূর্তে তার কথা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না।  আমি তাকে বলেছিলাম এটা হতে পারে না, এটা অসম্ভব! তারপর তিনি রেডিওটা এনে আমার হাতে দিয়ে রেডিওর ঘোষণা শুনতে বললেন।  এরপর রেডিওতে শুনলাম যে, মেজর ডালিম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নিহত হওয়ার ঘটনা এবং সামরিক আইন জারির ঘোষণা দিচ্ছেন।  রেডিওতে খবরটা শোনার পর আমার কোন সন্দেহ ছিল না যে, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এবং সামরিক আইন জারি করা হয়েছে।


সকাল সাড়ে সাতটা নাগাদ জাফর ভাইকে নিয়ে গুরুদাসপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব ইসমাইল শাহের বাড়ীতে যাই।  আমরা তাঁর শ্বশুর জনাব হাকিম সরকার (গুরুদাসপুর থানা আওয়ামী লীগের সভাপতি), জনাব এনতাজ আলী মোল্লা (গুরুদাসপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক),  জবোতুল্লাহ প্রামাণিকের (বা্টুল ভাই) (গুরুদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান) সাথে যোগাযোগ করি।  সবার সাথে যোগাযোগ করে দেশের রাষ্ট্রপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল বের করার সিদ্ধান্ত নেই এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচারের দাবী জানাতে চাই।  আমরা তখন আওয়ামী লীগ ও আওয়ামী সংগঠনের কর্মী ও নেতা এবং মুক্তিযোদ্ধাদের সাথেও যোগাযোগ করি।  গুরুদাসপুর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে আমি সকল মুক্তিযোদ্ধাদের চাঁচকৈর বাজারে একসাথে মিলিত হওয়ার আহ্বান জানাই একটা প্রতিবাদ সভা ও শোকযাত্রা বের করার জন্য।  দুপুর ১২টায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের কর্মী এবং অনেক মুক্তিযোদ্ধা একত্রিত হয়।  তারপর একটা সংক্ষিপ্ত বৈঠক করি যেখানে আমরা সকলে মিলে প্রতিবাদ মিছিল এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার সুষ্ঠু বিচার চাওয়ার শপথ নেই। 


বৈঠক শেষে আমরা গুরুদাসপুর চাঁচকৈর বাজারে একটি প্রতিবাদ মিছিল করি যেখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বঙ্গবন্ধু হত্যার সুষ্ঠু বিচারের দাবী করি।  আমরা গুরুদাসপুর থানার দিকে যাচ্ছিলাম।  আমাদের দেখে লোকেরা খুব ভয় পেয়ে গেলো।  আমাদের মিছিলে খুব অল্প সংখ্যক লোক ছিলো।  থানায় পৌঁছানোর আগেই, একদল পুলিশ আমাদের মিছিল থামিয়ে দেয় এবং আমাদের বাড়ী ফিরে যেতে বলে।  তারা আমাদের উপর হামলা করার এবং গ্রেফতার করার হুমকি দেয়।   জনাব হাকিম সরকার, এনতাজ মোল্লা, ইসমাইল শাহ, জবোতুল্লাহ প্রামাণিক এবং আমি থানার ওসির সাথে দেখা করতে যাই।  যদিও গতকাল পর্যন্ত তিনি আমাদের ভালো বন্ধু ছিলেন।  কিন্তু হঠাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে তার আচরণেও পরিবর্তন চলে আসে। আমাদের সতর্ক করে দেন যাতে মিছিল ভেঙ্গে বাড়ী ফিরে গিয়ে লুকিয়ে থাকি।  অন্যথায় উনি আমাদের গ্রেফতার করতে বাধ্য হবেন।  আমরা তার কথা শুনে ফিরে এসে মিছিলে যোগ দেই।  আমাদের সাথে যারা ছিলো তারা একরকম ভীতিতে পড়ে যায়।  হঠাৎ পুলিশ আমাদের মিছিলে হামলা চালায় এবং গ্রেফতার করার হুঁশিয়ারি দেয়।  মিছিল ভেঙ্গে যায় এবং পুলিশ আমাদের তাড়া করে।  আমরা পালিয়ে যেতে বাধ্য হই। 


সেদিন সন্ধ্যায় আমরা একটা গোপন জায়গায় একত্রিত হলাম।  আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী ও কয়েকজন মুক্তিযোদ্ধা আমাদের সাথে যোগ দেন।  আমরা আমাদের সেই গোপন বৈঠকে মুস্তাক-জিয়া সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই।  মুক্তিযুদ্ধের সময় যেভাবে একত্রে মিলে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলাম ঠিক তেমনি কয়েক সপ্তাহের ভেতরে আমরা একত্রে বঙ্গবন্ধু হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে শুরু করি।  আমি প্রথম কয়েক সপ্তাহ ধরে চাঁচকৈর ও গুরুদাসপুরের আশেপাশের বিভিন্ন বাড়ীতে লুকিয়ে ছিলাম।  তারপর আমি চলনবিল এলাকায় গিয়ে কিছু মুক্তিযোদ্ধাকে আমাদের দলের জন্য নিয়ে আসি।  ইসমাইল শাহ, হাকিম সরকার, জবোতুল্লাহ প্রামাণিক, ইয়াসিন ডাক্তার এবং অন্যান্যদের বাড়ীতে আমাকে আশ্রয় দেওয়া হয়।  তারপরে আমি তারাশ থানার ধামাইচ এলাকায় চলে আসি গুরুদাসপুর থানার পুলিশের নাগালের বাইরে। 


আমি আরেকটা বড় সমস্যার সম্মুখীন হই।  "গণমিলন"- প্রকল্প নামে একটা এনজিও চালাতাম আমি।  ১৯৭২ সালের ৩০শে জানুয়ারি ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত অস্ত্র জমা দান সভায় বঙ্গবন্ধু বলেন, তোমরা যারা ২ বছরের শিক্ষা বিরতি দিয়ে যুদ্ধবিধ্বস্ত জাতির পুনর্বাসনে যোগ দিতে চাও, তারা অবশ্যই যোগ দিতে পারো। দেশের কল্যাণের স্বার্থে তোমাদের এগিয়ে আসা উচিত।  আমি তখন বঙ্গবন্ধুর আদেশ পালন করলাম।  আমি বিশ্ববিদ্যালয়ে ফিরে না গিয়ে নিজেকে এবং আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্বাসনের জন্য নিয়োজিত হলাম। আমি গুরুদাসপুর থানায় একটি এনজিও চালু করি যার মাধ্যমে আমরা তেভাগা (তিন অংশীদারি) খামার, গণশিক্ষা, ক্ষুদ্রঋণ, নারী কর্মসংস্থান, কুটির শিল্প, প্রতিরোধমূলক স্বাস্থ্য শিক্ষা ও সেবা এবং অন্যান্য গ্রামীণ উন্নয়ন প্রকল্পের মত প্রকল্প বাস্তবায়ন করি।  পুলিশ গণশিক্ষা কার্যক্রমের রাত ও বিকেলের স্কুল বন্ধ করে দেয়, তেভাগা খামারের সকল পাওয়ার পাম্প বন্ধ করে দেয়। আমার এনজিও-এর অনেক কর্মীকে গ্রেফতার করা হয় এবং এনজিও অফিস বন্ধ করে দেওয়া হয়। সেখানের সমস্ত বই এবং জরুরী কাগজপত্র কেড়ে নেয় তারা।  বিশেষ করে, তেভাগা খামারের কৃষকরা তাদের চাষ চালিয়ে যেতে না পারায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হোন। ধান ক্ষেত পুড়িয়ে দেওয়া হয়।  কুটির শিল্পের কর্মীরা তাদের বিপণন সুবিধা থেকে বঞ্ছিত হোন। আমি তাদের কোনভাবেই সাহায্য করতে পারিনি সেসময়।



চলবে...





On Monday, July 27, 2020, 10:54:41 PM PDT, Saleem Samad saleemsamad@hotmail.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:


 

What is the 'golden ring' axis?

Saleem Samad

China continues to consolidate power and strengthen ties with Asian countries
In a geopolitical response to the decline of the Western influence in South Asia and West Asia, China, Russia, Iran, Pakistan, and Turkey envisage a "golden ring" axis to expand their hegemony on South and West Asia.
The vision of the golden ring of China, Russia, Iran, Pakistan, and Turkey was first disclosed recently by Iran's ambassador to Pakistan.
The effort to forge an alliance surfaced after Afghanistan refused to be drawn into the golden ring axis. Kabul does not trust their immediate neighbour Pakistan and the nation has not forgotten the ruthless Russian occupation installing a puppet regime.
Afghanistan squarely blames Pakistan's elite security agency in Rawalpindi GHQ for aiding and abetting ruthless Taliban militia.
Kabul is equally not comfortable with the Islamic Republic of Iran. The assassinated General Qasem Soleimani of the elite Al Quds military had recruited Afghan Shia militia to fight the Kabul government, which Iran believes is a stooge of the Americans, and thus an enemy of Islam.
Contrary to US perceptions, the Kremlin realizes the importance of Pakistan for a peaceful settlement of the Afghan conflict. Unfortunately, Afghanistan seemed to have disappeared from the White House radar in the run-up to the US Presidential Elections.
The US author Robert D Kaplan wrote in his book, The Revenge of Geography: "Pressure on land can help the United States thwart China at Sea." But post exit from Afghanistan, America will lose that advantage since its "pivot Asia" will be largely reduced to the high seas.
Well, the US has been an undisputed global power since the collapse of the Soviet Union. China has risen from Mao's anti-capitalist policy into a strong rival to the US. The Trump administration's aggressive foreign policy is pushing away China and pulling closer allies who were never their loyal partners in economic development.
China has strengthened its ties with countries that were ignored or bullied by America. Therefore, the emergence of a new golden ring of China, Russia, Iran, Pakistan, and Turkey is becoming a reality.
China has fathomless pockets to fund economic development, and forging ties with Iran, Pakistan, Russia, and Turkey to join the ambitious Belt and Road Initiative (BRI).
In 2019, Iran formally joined China's "One Belt One Road" initiative. Tehran announced that it has partnered with Beijing for the strategist Chabahar port in Iran. It will make Iran an integral part of the BRI, linking China with Europe via Turkey.
Turkey, despite being an ally of the NATO military alliance, has drifted from Washington in recent times.
Ankara's occupation of Northern Cyprus for more than four decades, military assistance to rogue rebel General Haftar opposed to UN-backed Libyan government, intermittent military strikes against Kurds -- the bravehearts who fought the dreaded Islamic State marauder -- has angered not only the US, but also European nations.
America could have said "checkmate" when US aircraft carriers and hosts of battleships were joined by naval forces of Taiwan, the Philippines, Vietnam, and Indonesia to take strategic control of the South China Sea, where China wanted its hegemony of the disputed sea.
Meanwhile, after the Galwan Valley face-off between India and China, India has readied its naval fleet in the Indian Ocean, rallying with US frigates from the Seventh Fleet, a tacit threat to China maritime for oil shipment from Iran. The manipulative geopolitical strategy in Asia may yield dividends which could be measured with a yardstick. Eventually, it needs to be understood about who will reap the maximum gain from the golden ring axis.

Published in the Dhaka Tribune, 27 July 2020

Saleem Samad is an independent journalist, media rights defender, recipient of Ashoka Fellowship, and Hellman-Hammett Award. He can be reached at saleemsamad@hotmail.com. Twitter @saleemsamad

https://www.dhakatribune.com/opinion/op-ed/2020/07/27/op-ed-what-is-the-golden-ring-axis 
alt
In a geopolitical response to the decline of the Western influence in South Asia and West Asia, China, Russia, Iran, Pakistan, and Turkey envisage a "golden ring" axis to expand their hegemony on South and West Asia. The vision of the golden ring of China, Russia, Iran, Pakistan, and Turkey was ...
www.dhakatribune.com


#StaySafeStayHome
><((((o>><((((o><o))))><><((((o>
SALEEM Samad
Recipient of Ashoka Fellow (1991) & Hellman-Hammett Award (2005)
Freelance Journalist & Columnist
Correspondent, Reporters Without Border (RSF)
+8801711-530207 phone

+1-718-713-4364 ePhone
+1-863-774-1849 eFax

Email: saleemsamad@hotmail.com

Twitter: @saleemsamad

Skype: saleemsamad

Facebook: https://www.facebook.com/saleem.samad

Blog: http://bangladeshwatchdog.blogspot.com/

P Save a tree, think before you print this e-mail


__._,_.___

Posted by: "Dr. M. Mohsin Ali" <drmohsinali@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___