Banner Advertiser

Monday, January 2, 2012

[ALOCHONA] Full term or not?



Full term or not?

Economic concerns, political unrest and other factors have prompted people to wonder if this government will manage to take it to the end, or end before the term

A PROBE report

When Awami League came to power on a landslide victory, running the country seemed to be a cakewalk. After all, they had an absolute majority in parliament, their main opponent BNP was in shambles and all was hunky-dory. But after the honeymoon was over, things suddenly didn't seem quite so rosy anymore. And now, as the government crosses half its term at the helm, things seem to be falling apart. The economy is in shambles, law and order is deteriorating, the political arena has become precariously confrontational and a general sense of apprehension prevails. Will the government be able to continue on till the end of its term? Or will it have to beat an early exit? These questions have been making the rounds in political and public circuits.

The AL crisis

Whether the government lasts till the end or not, all depends on how well Awami League deals with the crises that loom large in its face. And the crises are many.

There is the economic crisis, with the government borrowing from the banking system like there is no tomorrow. And with the labour market in the Middle East impacted hard by the unrest in the region, remittances from abroad have taken a downward slump. Inflation is at an all-time high. Reserves are depleting to an all-time low, much of it being channeled to the rental power stations. The share market is more bear than bull. These are all ingredients for disaster.

The government, of course, is mustering all its wiles and wits for effective damage control. It is moving in various directions to stabilise the economy. Sources say international credit is in the pipeline, likely to be released shortly. Remittances normally take an upward turn at the year beginning, so it is looking for some improvement in that sector. Fresh avenues of employment are opening up, such as the labour markets in Libya and other countries recovering from the "Arab Spring". Even if the government's initiatives in this regard are lacking, the people to people contact is strong and already labour from Bangladesh has started streaming to South Africa and newer horizons. All these and other measures may help the government reach a comfort zone by March or April. At least, those who see the glass half full hope so.

However, economy is not only one of the woes inflicted on the country. There is the general managerial weakness that clutches the government. This affects good governance, security, project implementation, law and order and all other sector vital to a nation's steady development and general well-being. The people are shedding their general complacence at the state of affairs. With muggings, murder and abductions becoming every day affairs, a sense of insecurity grows by the day. State-sponsored hooliganism has become a harsh reality. Also, development partners are unhappy with the progress of projects, disjointed coordination and the ennui in the administration.

If Awami League used charges of corruption against the former government to elbow its way in to power, it is now itself being accused of corruption, even on a higher scale. The Padma Bridge fiasco indicates this has now been caught on the international radar as well.

The treatment of personalities like Dr. Yunus, dissension within civil society which had previously aligned itself with Awami League, dissatisfaction in the NGO sector over government, all of this is taking toll on the government. International personalities like US Secretary of State Hillary Clinton are, apparently, not amused.

Then there is also the growing distance between the government and its own political party. Voices of dissent became quite audible within Awami League.

The government is aware of all these rather large chinks in its armour which has not only been its own undoing, but also been a boost to the opposition camp, adding fuel to their fire, fodder to their anti-government movement. Here too the government has set out to control the damage. It has appointed district administrators to all 64 districts, persons of the party ilk, in a move to regain the centres hold on the grassroots. It has made additions to the cabinet, including the rabble rousers like Suranjit Senguta, silencing their voices of dissent with cushy cabinet chairs.

The opposition

It is quite commonly heard in the drawing rooms discussions and the tea stall addas that the government has handed over a medley of issues to the opposition. It hasn't been too hard for the opposition to find issues that can mobilise public opinion against the government. In addition to the above issues, there is the anti-Indian trump card. The Teesta and Tipaimukh issues, along with transit, trade and border killings, have been effective tools for BNP to portray the government in a negative light, as subservient B-Team of India. This is one area where the government has not been able to whitewash over.

However, for BNP and Jamaat-e-Islam, the only tangible opposition, time is of essence. They are hard pressed for time and a delay in their action will send them into political oblivion for a long time to come, analysts feel.

The government is a wily political player and has played its game against the opposition well. With the war crimes trial, it has managed to corner Jamaat-e-Islami. All of Jamaat's top and influential leaders are behind bars and the leaders in the open have no clout whatsoever. Then there are the cases against BNP Chairperson and former Prime Minister Begum Khaleda Zia as well as against her son Tarique Rahman, who has been key to BNP's organisational strength and garnering support for the party among the emerging generation of voters. All this has weakened the formidable BNP-Jamaat alliance.

The government is planning to bring all these cases to head within the next three or four months and so that is exactly the amount of time the opposition has to strengthen its hand and rally an effective movement against the government. Time is a key factor here and BNP is hard pressed for time. If it fails to face up effectively to the government's onslaught, Khaleda Zia will be interned, Tarique convicted and the party put out of joint.

With the Zia family out of the scene, it will be difficult for BNP to do literally anything.

BNP had many opportunities to rev up its anti-government movement. The stock market crash has ignited people's ire as was evident from the violent outburst on the streets. BNP failed to use that politically. The economy, law and order, power crisis, and more, all had been handed to them on a platter, but BNP had been biding its time. They were waiting to come nearer to the election before showing their hand.

The fact that Begum Zia can effectively rally public support is obvious. Millions of supporters thronged the road marches she had led to demonstrate against India's plans for the Tipaimukh dam. The government was taken aback at the massive support. Even the government agencies had reportedly predicted a lukewarm response to Khaleda Zia's call, but were completely shocked at the turnout. But whether BNP has been able to hold on to that tempo and keep it alive, is another matter. They had been hoping to get the ball firmly in their caurt nearer to the national election, but will they be able to last that long on the political playing ground?

Political analysts say that BNP was popular enough, but not focused enough. Awami League played its cards well. Every time an issue was raised, it would bring another to the forefront to divert public attention away from the problem, in the Manmohan-Messi style, where some muse that the Argentine football star was brought it at that time to diffuse attention from the visit of Indian Prime Minister Manmohan Sigh and his failure to sign the Teesta deal.

BNP's strategy has been to react to Awami League's actions, where it would have been more effective the other way round. The opposition should have been showing action, to which the government would react.

If BNP wants to take its movement to the next level, it will have to show something, and show something fast. In its haste, if it slips up, this could spell disaster for BNP.

BNP, of course, is not a naive party and has been working both overtly and behind the scenes to bolster local and outside support. Begum Zia has had busy schedules in her trips to the US and UK, reestablishing rapport. She has been working on her party's good relations with China to the East and the Arab world to the West.

The appearance of an FBI official as a witness in the case against Tarique Rahman may be seen as a hiccup in BNP's US relations. But the US has made it obvious that they do not approve of Tarique, or at least with the image that his been projected of him. BNP has also been tarred with a black brush regarding alleged links with militants, involvement in the ten-trucks-of-arms case and the Western world is not comfortable with these issues.

BNP's international diplomacy is fraught with problems. Traditional friends on the international circuit, such as Saudi Arabia, have their plates full with their own problems. The "Arab Spring" is taking its toll and the governments of the Middle East are busy consolidating their own respective rules. Problems of their allies in countries like Bangladesh can hardly be on their priority list.

As for the China card, BNP's pro-China leaders were Mannan Bhuiyan and Khandakar Delwar Hossain, both whom have passed away. It is taking time for that vacuum to be filled. General Mahbub (retd) has strong Chinese connections, but as a reformist, his bonds with begum Zia are not strong. He himself does not appear to be overly enthusiastic about playing an effective role in bolstering the party's strength.

The public

In this state of affairs, the public at the moment is not pleased with the way things are going. No matter how well the government may thwart its political opposition, the people cannot be quelled when they are burning holes in their pockets just for mere survival. Prices of essentials have put the cost of living out of reach for the common man. Insecurity on the streets, anti-Indian sentiments, the share market, repressive government policies — all these factors have been more effective in turning the people away from the government than any political movement.

However, analysts point out that the middle class which is directly effected by the share market crash, inflation and other such issues, are not the ones who initiative mass movements. The farmers in the field with no fixed wages are still complacent. In the volatile industrial belt, the workers have been pacified with increased wages and promises of further increases in the near future.

How things stand

Prime Minister Sheikh Hasina still is very much in the Indian good books. She has been a plus point for their northeast security concerns. She has successfully routed out northeast Indian insurgent camps in Bangladesh. She is handing over transit with ease and has no conflict with India. At the same time, she is trying to keep things balanced with overtures towards China. There are promises of the deep sea port contract for China and recently Bangladesh has also purchased large consignments of arms from China. However, it is also true that Hasina will not go to that fat an extent with China that will give India cause for discomfort. India is keeping a watchful eye on Hasina in this regard. It will not approve of any major tilt towards China and Hasina is aware of the fact that there are no permanent friends in the business of regional politics.

Hasina, analysts stay, is determined to remain in power till she managed to eliminate the Zia family from the political scene. If the trial of her father's killers and the war criminals were her overt agenda, the removal of the Zia family from politics has been her covert commitment, they contend.

Full term, or not?

Will the government manage to stay in power for its full term? It looks for the time being at least, it will continue on this rocky road, but as the election nears, the scenario is bound to change. It is not likely that the government's damage control efforts will be as effective as it hopes, particularly where the economy is concerned. So before the election, one may see some drastic changes.

Third force

The rebellious Anna Hazare of India has been an inspiration for the civil society here. Many citizens' forums have been sprouting up with purportedly political agenda. There has been Mahi Chowdhury's Blue Band, Manna's Citizen's Forum, Shahida Obaid's platform and more. The names of leading NGO personalities, like BRAC's FH Abed, have also been heard on the grapevine, as possible choices for an interim government.

The factors which keep popping up from time to time is that, will BNP be able to keep up its steam and stamina, and re-merge like the proverbial phoenix, will Awami League stay another term or, most significantly, will their be an emergence of a third force?

http://www.probenewsmagazine.com/index.php?index=2&contentId=7682



__._,_.___


[Disclaimer: ALOCHONA Management is not liable for information contained in this message. The author takes full responsibility.]
To unsubscribe/subscribe, send request to alochona-owner@egroups.com




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] TOFAEL ON KHALEDA ZIA !!!!!!!!



আপনার স্বামী কোথায় যুদ্ধ করেছিলেন, তা জানতেন?

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০২-০১-২০১২
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, 'আমরা কোথায় যুদ্ধ করেছি, সে কৈফিয়ত আপনাকে দিতে হলে এর চেয়ে দুঃখের কিছু নেই। সে সময় আপনি যে অবস্থায় ছিলেন, তাতে আমাদের অবস্থান আপনার পক্ষে জানা সম্ভব নয়। আপনার স্বামী কোথায় যুদ্ধ করেছিলেন, তাও তো আপনি জানতেন না।'
আওয়ামী লীগের সদ্যপ্রয়াত নেতা আবদুর রাজ্জাকের স্মরণে এক আলোচনা সভায় আজ সোমবার তিনি এসব কথা বলেন। কৃষক লীগ জাতীয় প্রেসক্লাবে ওই আলোচনা সভার আয়োজন করে।
এর আগে গতকাল রোববার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে খালেদা জিয়া আওয়ামী লীগের নেতারা কোথায় যুদ্ধ করেছিলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন।
অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, দরকার হলে আরও বেশি ট্রাইব্যুনাল গঠন করে এবং দক্ষ লোক নিয়োগ দিয়ে এ বছরের মধ্যে যুদ্ধাপরাধের বিচার শেষ করতে হবে। বাংলাদেশের রাজনীতির কোনো ক্ষতি কেউ করে থাকলে সেটি জিয়াউর রহমানই করেছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রবীণ এই নেতা।
আবদুর রাজ্জাকের দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, আবদুর রাজ্জাক পদ দিয়ে পরিচিত হতেন না। তিনি ছিলেন আওয়ামী লীগের রাজ্জাক। তাই জাতি তাঁকে জাতীয় মর্যাদা দিয়েছে।
গতকাল ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ছাত্রলীগ ও বর্তমান সরকারের বিরুদ্ধে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, হানিফের ভাষায় তা 'অত্যন্ত আপত্তিকর, অসত্য ও অশালীন'।
মাহবুব উল আলম হানিফ বলেন, 'আপনার দলের ছাত্র সংগঠন ও ছাত্রলীগের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। স্বাধিকার আন্দোলনে মুখ্য ভূমিকা রেখেছিল ছাত্রলীগ। ছাত্রলীগের একটি উজ্জ্বল অতীত আছে। আপনি এবং আপনার স্বামী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন।'
গুপ্তহত্যা, বিনা বিচারে মানুষ হত্যা এবং জঙ্গিবাদের উত্থানও বিএনপির আমলে উল্লেখ করে হানিফ জিয়াউর রহমানের সময় কত গুপ্ত হত্যা হয়েছে, খালেদা জিয়ার কাছে তার হিসাব চান।
কৃষক লীগের সভাপতি মির্জা জলিলের সভাপতিত্বে অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা প্রমুখ আলোচনায় অংশ নেন।

পাঠকের মন্তব্য



সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] Bangladesh , '71 .



101

ধর্ষিত বাংলাদেশ: মানবেতিহাসের কৃষ্ণতম অধ্যায়
আহমেদ মাখদুম

| ২২ december ২০০৯ ৬:২৩ অপরাহ্ন

অনুবাদ: মফিদুল হক

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর নয় মাসব্যাপী গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে পরিসমাপ্ত হয় কাপুরুষতা ও অমানবিকতার চরম নৃশংস ও রোমহর্ষক, কলঙ্কময় ও ন্যাক্কারজনক, অসম্মান ও অপমানকর, মসীলিপ্ত ও কুখ্যাত অধ্যায়। এই দিন বর্বর, পাশবিক ও নৃশংস পাকিস্তান সেনাবাহিনী—উর্দি-পরিহিত ৯৬,০০০ পশু—আত্মসমর্পণ করে ভারতীয় বাহিনীর কাছে। এর পূর্ববর্তী নয় মাসের সন্ত্রাস, পীড়ন ও স্বৈরাচার মানবতার ইতিহাসে নিঃসন্দেহে চিহ্নিত হবে সবচেয়ে কৃষ্ণ অধ্যায় হিসেবে।
এবং আমি আমার এই পাপী চোখে দেখেছি বঙ্গকন্যার ধর্ষণ, আমার আঙিনায় ঘটেছে অপাপবিদ্ধ বঙ্গসন্তানদের হত্যাযজ্ঞ, আর আমি বেঁচে আছি দুনিয়াবাসীকে বলতে যা আমি দেখেছি!
—————————————————————–
আমি যখন গোপন অবস্থান থেকে বের হয়ে আসি ততদিনে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমার বাঙালি বন্ধুরা আমাকে সাহায্য করে, আশ্রয় ও আহার যোগায়, যত্ন-আত্তি নেয় এবং ভালোবাসা, প্রীতি ও করুণায় সিক্ত করে। তাঁরা আমার সিঙ্গাপুর যাওয়ার বিমান-ভাড়ার ব্যবস্থা করে দেয়, যেখানে আমি নতুন জীবন শুরু করি, উন্মোচিত হয় জীবনের আরেক অধ্যায়, আমার মাতৃভূমি আমার পিতৃভূমি সিন্ধু থেকে বহু বহু যোজন দূরে। এরপর চল্লিশ বছর ধরে সিঙ্গাপুর হয়ে আছে আমার আবাস এবং বাঙালি বন্ধুরা আমার হৃদয়, মন ও আত্মায় গড়ে তুলেছে আরেক আবাস, যতদিন বেঁচে থাকি তা আমি লালন করে চলবো।
—————————————————————-
২০০৯ সালের ৭ নভেম্বর শনিবার আমি ছিলাম লন্ডনে, যোগ দিয়েছিলাম সেখানকার আইরিশ কালচারাল সেন্টার আয়োজিত অনুষ্ঠানে, যেখানে সমবেত হয়েছিল বিশ্বের নানা দেশের স্বৈরশাসন-পীড়িত, নির্যাতিত, অত্যাচারিত ও সন্ত্রস্ত মানবতার প্রতিনিধি। সিন্ধুর এক অধম সন্তান হিসেবে আমিও ছিলাম সেই সমাবেশে, সঙ্গে ছিল আমার বোন চিরসবুজ সংগ্রামী সুরাইয়া এবং সিন্ধি টুপি পরিহিত গর্বিত নিবেদিত ব্যক্তি শাহ আচার বুঝদার।
সেখানে হাজির ছিল প্যালেস্টাইনি, ইরাকি, তুরস্ক ও ইরাক থেকে আগত কুর্দি, মরক্কোর পোলিসারিও এবং বাংলাদেশের বাঙালি। তুরস্কের কুর্দিদের একটি দল তাঁদের ঐতিহ্যবাহী গীত ও বাদন দ্বারা সবাইকে মুগ্ধ করেছিল। মানবাধিকার ও স্বাধীনতার জন্য সংগ্রামরত, সচেষ্ট, আত্মোৎসর্গকৃত বিভিন্ন জাতির প্রতিনিধিরা তাঁদের বক্তব্য উপস্থাপন করেছিল। আমারও সুযোগ হয়েছিল বর্বরতার শিকার আমার মাতৃভূমি ও পিতৃভূমি সিন্ধুর কথা বলবার, খোদাহীন, সাহসহীন, বোধহীন দেশ পাকিস্তানের শকুন, হায়েনা ও যুদ্ধবাজদের দ্বারা যে-ভূমি আজ লাঞ্ছিত।
আমি কোনো গায়ক নই, তবুও এক আইরিশ যুবা ও অপর এক কুর্দি তরুণীর গান এবং তুর্কি বাদনদলের সুরলহরী শুনে এতোটা অনুপ্রাণিত হয়েছিলাম যে মঞ্চে এসে বেসুরো গলায় সিন্ধুর একটি গান গাইলাম। গান করলাম আমার মাতৃভূমির মিষ্টি ভাষা সিন্ধিতে:
'হে প্রিয় হে বন্ধু আমার, তোমার আশীর্বাদে সম্পদে ভরে উঠুক আমার সিন্ধুদেশ/ হে আমার ভালোবাসার ধন, তোমার করুণায় সিঞ্চিত হোক নিখিল ভুবন।'
গানের পর মধ্যবয়সী সুদর্শন এক বাঙালি ভদ্রলোক এগিয়ে এসে আমাকে আলিঙ্গন করলেন, জানতে চাইলেন উনিশ শ একাত্তর সালে আমি কোথায় ছিলাম। আমি তাঁকে যা বলেছিলাম সেটাই এখানে পুনর্ব্যক্ত করছি।
১৯৬৪ সালে আমি চট্টগ্রামের জলদিয়া মেরিন একাডেমীতে ভর্তি হই দু-বছরের নৌবিদ্যা কোর্স সম্পন্ন করার জন্য। একাডেমীর দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের ছাত্রদের মধ্যে আমরা তিনজন ছিলাম সিন্ধি। আলতাফ শেখ পরে চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন এবং সিন্ধি ভ্রমণসাহিত্যিক হিসেবে খ্যাতি অর্জন করেন, বশির ভিসত্রো মাস্টার মেরিনার হয়েছিলেন এবং করাচির একটি জাহাজ কোম্পানিতে উচ্চ পদে অধিষ্ঠিত হন, আর তৃতীয় জন ছিলাম আমি।
আমাদের কয়েকজন বাঙালি বন্ধু ছিল, ঢাকা ও চট্টগ্রামে তাঁদের বাসায় আমাদের যাওয়া হতো এবং পরিচিত ছিলাম বাড়ির লোকজনের সঙ্গে। এইসব মার্জিত, সংস্কৃতিমনা, সাহিত্যবোধ-সম্পন্ন, ভদ্র, সজ্জন ও প্রিয়ভাষী বাঙালিদের সঙ্গে আমাদের আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছিল। আমরা সিন্ধিরা ছিলাম তাঁদের পরিবারের সদস্যের মতো, পেয়েছিলাম অশেষ ভালোবাসা, প্রীতি ও সম্মান। আমার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল ঢাকার নূরুল আমিন। তাঁরা ছিল সাত ভাই ও এক বোন, ছোট্ট এই বোন, মিষ্টি চেহারার সুকণ্ঠধারিণী দ্বাদশ-বর্ষিয়া চন্দ্রমুখী মেয়েটিকে সবাই ডাকতো 'চম্পা', তার ঝুটি-বাঁধা লম্বা চুলে গোঁজা থাকতো ফুল। কী অসাধারণ প্রতিভাবান ছোট্ট দেবশিশুই না ছিল সে! গান গাইতো হারমোনিয়াম বাজিয়ে—প্রায় প্রতিটি বাঙালি পরিবারেই যা দেখা যায়—মিষ্টি ও সুরেলা কণ্ঠে যখন সে গান ধরতো, আমরা বিহ্বল হয়ে মন্ত্রমুগ্ধের মতো শুনতাম তার গান ও বাদন।
একটি বিশেষ গান আমরা বারবার শুনতে চাইতাম। আমাদের ফরমায়েশ সে কখনো অমান্য করে নি। গানটি ছিল, 'ও সাত ভাই চম্পা জাগো রে, ঘুম ঘুম থেকো না ঘুমিয়ে রে।' আজ অবধি আমি ভুলিনি সেই গান, ঝুটিবাঁধা চুল নিয়ে চাঁদপনা বালিকা মধুরকণ্ঠে গাইছে, 'ও সাত ভাই চম্পা।'
১৯৭১ সালে জাহাজে কাজ করবার সূত্রে আমি এসেছিলাম চট্টগ্রামে, রোটারডাম ও অ্যান্টওয়ার্প বন্দরের জন্য পাট বোঝাই করছিলাম জাহাজে। হঠাৎ চারপাশে শুনি ঘোলাগুলির শব্দ। আমার বিশেষ বন্ধু বাঙালি সেকেন্ড অফিসার ও অপর এক বাঙালি নাবিককে পাকিস্তানি পাঞ্জাবি সেনাবাহিনীর উর্দি পরিহিত জংলি, বর্বর, কাপুরুষ সদস্যরা গুলি করে হত্যা করেছিল। জাহাজের সম্মুখভাগের গুদামঘরে চারদিন কোনো দানা-পানি ছাড়া লুকিয়ে থেকে আমি প্রাণে রক্ষা পাই।
আমি যখন গোপন অবস্থান থেকে বের হয়ে আসি ততদিনে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমার বাঙালি বন্ধুরা আমাকে সাহায্য করে, আশ্রয় ও আহার যোগায়, যত্ন-আত্তি নেয় এবং ভালোবাসা, প্রীতি ও করুণায় সিক্ত করে। তাঁরা আমার সিঙ্গাপুর যাওয়ার বিমান-ভাড়ার ব্যবস্থা করে দেয়, যেখানে আমি নতুন জীবন শুরু করি, উন্মোচিত হয় জীবনের আরেক অধ্যায়, আমার মাতৃভূমি আমার পিতৃভূমি সিন্ধু থেকে বহু বহু যোজন দূরে। এরপর চল্লিশ বছর ধরে সিঙ্গাপুর হয়ে আছে আমার আবাস এবং বাঙালি বন্ধুরা আমার হৃদয়, মন ও আত্মায় গড়ে তুলেছে আরেক আবাস, যতদিন বেঁচে থাকি তা আমি লালন করে চলবো।
ফিরে যাই ১৯৭১ সালে। চট্টগ্রামে যা আমি দেখেছি আমার অন্তরাত্মায় তার স্থায়ী ছাপ রয়ে গেছে। ধর্ষক, বর্বর, হন্তারক পাকিস্তানি সৈন্যদের সৃষ্ট ক্ষত আমি দেখেছি, দেখেছি বাঙালির রক্তে রঞ্জিত পথ, ধর্ষণের পর ক্ষত-বিক্ষত বাঙালি নারী, নৃশংসভাবে হত্যা করা শিশু।
আমি ঢাকা যাই প্রিয় বন্ধু নূরুল আমিন ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে, বিশেষভাবে আবার শুনতে সেই মিষ্টি গান সাত ভাই চম্পা। সেখানে সব দেখে-শুনে স্রষ্টার উদ্দেশে আমি চিৎকার করে উঠেছিলাম, 'হায় খোদা, কেন, কেন এমন হবে?' কাপুরুষ পাকিস্তান আর্মি হত্যা করেছে আমার প্রিয় বন্ধুকে, আর আমার বারো বছরের সেই মিষ্টি বোনটিকে দল-বেঁধে ধর্ষণ করেছে বর্বর পাকবাহিনী, ধর্ষণের পর হত্যা করেছে নিষ্ঠুরভাবে।
বাঙালিরা আজ স্বাধীন। অনেক মূল্য ও বিপুল আত্মদানের বিনিময়ে এসেছে এই স্বাধীনতা। তারা আজ নিজ ভাগ্যের নিয়ন্তা।
বাংলাদেশের সন্তান-সন্ততিরা, সাহসী ভ্রাতা ও ভগিনীরা, আমরা সিন্ধিরা একদা তোমাদের ভালোবেসেছিলাম, আমরা সবসময়ে তোমাদের ভালোবেসে যাবো। বাংলাদেশের জয় হোক, জয় হোক সিন্ধুর!
মুরশিদ শাহ আবদুল লতিফ ভিটাই বলেছিলেন :
'মনে করো প্রিয়, তুমি এসেছ কাছে/ তোমার গরিমা দূরে, দূরে ঠেলে/ সব শান-শওকত সত্তার গহিনে ডুবিয়ে/ আবরণ ঘুচিয়ে মৃদুকণ্ঠে উচ্চারণ করছো বাণী/ মনে করো প্রিয়, তুমি-আমি নতজানু এক কাতারে/ অন্তরে একই সুরধ্বনি, গাইছি যুগলে তোমারি মহিমা।'
ইমেইল:
আহমেদ মাখদুম: ahmakhdoom@yahoo.com
মফিদুল হক: mofidul_hoque@yahoo.com
free counters
—-
ফেসবুক লিংক । আর্টস :: Arts
বন্ধুদের কাছে লেখাটি ইমেইল করতে নিচের tell a friend বাটন ক্লিক করুন:

প্রতিক্রিয়া (৬) »

    • প্রতিক্রিয়া জানিয়েছেন কামরুজ্জামান জাহাঙ্গীর — december ২৩, ২০০৯ @ ৯:২৯ অপরাহ্ন
      মফিদুল হক আর আহমেদ মখদুমকে অনেক অনেক ভালোবাসা। আসলে একটা বিষয়ে কিন্তু আমরা অর্থাৎ বাংলাদেশের অধিবাসীদের অনেকেই সমগ্র পাকিস্তানকে এক করে দেখি। কিন্তু বেলুচ, সিন্ধি ইত্যাদি জাতিগোষ্ঠীর অনেকেই কিন্তু আমাদের মুক্তিসংগ্রামকে সাপোর্ট করেছিলেন। এমনকি তারা জাতিগতভাবেও পাঞ্জাবিদের থেকে ভিন্নই।
      একটা বিষয় বোঝা গেল না, আহমেদ মখদুম একাত্তরের কোন্ সময় থেকে পালিয়েছিলেন। তার পালানোর ইতিবৃত্ত সম্পর্কেও কিছু জানালেন না। এই ব্যাপারে কোনো তথ্য কি জানা যাবে? এই লেখাটি মানবিক স্পর্শে ভরপুর।
      - কামরুজ্জামান জাহাঙ্গীর
    • প্রতিক্রিয়া জানিয়েছেন Druba — december ২৩, ২০০৯ @ ১১:২০ অপরাহ্ন
      সহজ প্রাঞ্জল মর্মষ্পর্শী ঘটনার সাক্ষী। মমতা বোধ জাগে, শ্রদ্ধায় মন ভরে যায়। না জানাকে জানতে পারায় নতুন প্রতিজ্ঞার জেদ জন্ম নেয়। ধিক্কার জাগে বিশেষ গোষ্ঠীর প্রতি। যদি এমন হতো–যারা এরূপ ঘটনার সাক্ষী সারা মুল্লুকে ছড়িয়ে আছেন সবাই যদি লিখতেন - তাহলে সবাই বুঝতো ঐ লাল গোলকটুকুর জন্য কি ভীষন মুল্য দিতে হয়েছে। তাহলে ঘৃণার নতুন সংজ্ঞা সৃষ্টি হতো। ভুলপথে পরিচালিত হতো না নতুন প্রজন্ম। এছাড়াও যারা জীবনের সব হারিয়েছেন, আজো বেঁচে আছেন কষ্ট নিয়ে - তাদের কথা শোনারও কেউ নেই - এটা তো একটা অপরাধ। তাদের কষ্টকে শ্রদ্ধা করতে চাই, অনুভবের আদরে সিক্ত করতে চাই। তারাও যেন শেষ নিশ্বাসটুকু নিতে পারেন এই আশায় - তাদেরও বাঙ্গালিরা স্মরণ করে, শ্রদ্ধা করে, ভালোবাসে।
    • প্রতিক্রিয়া জানিয়েছেন Adnan Syed — december ২৪, ২০০৯ @ ৪:০৪ পূর্বাহ্ন
      যখন লেখিটি পড়ছিলাম তখন বেয়ারা চোখের জলধারাকে বশে আনা সত্যি কঠিন এক কাজ হচ্ছিল । আমরা ৭১ দেখিনি, কিন্তু ৭১ এর চেতনা আমাদের রক্তে..শিরায়-উপশিরায়। খুব আবাক হই এতো জঘন্য হত্যাকারির সহোদর সেই রাজকাররা এখনো বুক ফুলিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা গাড়িতে উড়িয়ে দাপিয়ে বেড়াচ্ছে। জানিনা এই ঘটনা জেনে আমাদের শ্রদ্ধেয় লেখক আহমেদ মাখদুম কতটা দুৎখ পাবেন কিন্তু আমরা সে লজ্জা রাখি কোথায়? এর কি কোন বিহিত নেই? অসাধারণ একটা অনুবাদের জন্য শ্রদ্ধেয় মফিদুল হক কে ধন্যবাদ জানিয়ে দায় সারতে চাই না। শুধু এটুকুই বলবো আপনাদের কাজ আমাদের জন্য মুক্তির পাথেয় হোক। নতুন সোনালী আলোকোজ্জল এক সকালের প্রতীক্ষায় ……
    • প্রতিক্রিয়া জানিয়েছেন জুয়েল — december ২৪, ২০০৯ @ ৬:৫৬ অপরাহ্ন
      ভাল লাগলো তাঁর অনুভূতির জন্যে। কষ্ট পেলাম আবার বর্বর পাকিস্তানী আর্মির নৃশংস কার্যকলাপে।
    • প্রতিক্রিয়া জানিয়েছেন Rabbani — december ২৭, ২০০৯ @ ৬:০০ পূর্বাহ্ন
      অভিজ্ঞতা শেয়ার করার জন্য আহমেদ মাখদুমকে ধন্যবাদ। কিন্তু ১৬ই ডিসেম্বর ৯৬০০০ পশু ভারতীয় বাহিনীর কাছে পরাজয় স্বীকার করেছিল? নাকি যৌথ বাহিনীর কছে আত্মসমর্পন করেছিল? আর সিন্ধ'র সাথে বাংলাদেশের রাজনৈতিক বা ঐতিহাসিক সম্পর্ক পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক থেকে আলাদা কিছু? এরকম বেশ কয়েকটি প্রশ্ন উঁকি দিচ্ছে লেখাটা পড়ে। অর্থাৎ লেখাটি সার্থক।
      - Rabbani
    • প্রতিক্রিয়া জানিয়েছেন Rupam Chowdhruy — december ২১, ২০১০ @ ৫:৫৮ অপরাহ্ন
      পাকিস্তানী বাহিনীর সে দিনের সেই ববর্রতাকে হাজার বছর ধের বিশ্বের সমগ্র জাতি আপনারি মত ঘৃনার আগুনে পুড়িয়ে মারুক, সাথে তাদের দাসদেরকেও যারা এখেনা দেশের মানুষেক কলুষিত করছে।

আপনার প্রতিক্রিয়া জানান

 
প্রতিক্রিয়া লেখার সময় লক্ষ্য রাখুন:
১. ছদ্মনামে করা প্রতিক্রিয়া এবং ব্যক্তিগত পরিচয়ের সূত্রে করা প্রতিক্রিয়া গৃহীত হবে না। বিষয়সংশ্লিষ্ট প্রতিক্রিয়া জানান।
২. বাংলা লেখায় ইংরেজিতে প্রতিক্রিয়া বা রোমান হরফে লেখা বাংলা প্রতিক্রিয়া গৃহীত হবে না।
৩. পেস্ট করা বিজয়-এ লিখিত বাংলা প্রতিক্রিয়া ব্রাউজারের কারণে রোমান হরফে দেখা যেতে পারে। তাতে সমস্যা নেই।
 
মাউস ক্লিকে বাংলা লেখার জন্য ত্রিভুজ প্যাড-এর 'ভার্চুয়াল কীবোর্ড' ব্যবহার করুন
 



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___