Banner Advertiser

Sunday, December 9, 2012

[mukto-mona] যুদ্ধাপরাধের বিচার বানচালে বিএনপি-জামাত জোটের হ্যাকিং! ট্রাইব্যুনাল প্রধানের কথোপকথন প্র



যুদ্ধাপরাধের বিচার বানচালে বিএনপি-জামাত জোটের হ্যাকিং! ট্রাইব্যুনাল প্রধানের কথোপকথন প্রকাশ!
বিকাশ দত্ত,ঢাকা, ৯ ডিসেম্বর ২০১২ (বিডিএনএন২৪) :- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন বিষয় থাকাকালীন অবস্থায় সেই বিষয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোঃ নিজামুল হক নাসিম ও ড. আহমেদ জিয়াউদ্দিনের কথোপকথন খবর প্রকাশ করাটা গুরুতর অপরাধের শামিল। দ্য ইকোনমিস্ট ট্রাইব্যুনালের চেয়াম্যানের কম্পিউটার হ্যাকিং করে নথিপত্র নেয়াটা নিম্নতম রীতিনীতি নৈতিকতার পারিপন্থী একইভাবে বিচারাধীন বিষয়ে আমার দেশ সংবাদ প্রকাশ করাটাও নৈতিকতার পরিপন্থী। হ্যাকিংয়ের মাধ্যমে যেমন যুদ্ধাপরাধীরেদ বাঁচানোর চেষ্টা করা হচ্ছে ঠিক একইভাবে সেই সংবাদ প্রকাশ করে যুদ্ধাপরাধীদের বিচারকাজকে বাধাগস্ত করা হচ্ছে। এখন কলোনি রাষ্ট্র নয়। গণতান্ত্রিক সমাজে একজন বিচারপতি শুধুমাত্র রাজনৈতিক নয়, সমাজের সব শ্রেণীর মানুষের সাথে যোগাযোগ থাকা উচিত। অবশ্যই বিচার কাজে অন্যের পরামর্শ নিতে পারেন। তাতে কি আসে যায়। বিচার্য বিষয় এই যে, শুনানির পরিপ্রেক্ষিতে দিচ্ছেন কিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, সুপ্রীমকোর্টের আইনজীবী থেকে আইন কমিশনের অভিমতে এমনটিই বেরিয়ে এসেছে।
৫ ডিসেম্বর রাত ১০টায় দ্য ইকোনমিস্ট থেকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হককে জানানো হয়, ড. আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে তিনি যেসব কথাবার্তা বলেছেন এবং ই-মেইলের মাধ্যমে যেসব পরামর্শ নিয়েছেন তার সব কিছুই তাদের কাছে রয়েছে। এ বিষয়ে তারা চেয়ারম্যানকে আরও কিছু প্রশ্ন করেন। এ ঘটনার পরদিন ট্রাইব্যুনাল-১ আদালতের কাজে হস্তক্ষেপ ও বিচারকের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করায় লন্ডনভিত্তিক দ্য ইকোনোমিস্টের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া ইকনোমিস্টের সম্পাদক ও দক্ষিণ এশিয়া ব্যুরোপ্রধানকে তিন সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিষয়টি ট্রাইব্যুনালের নিয়মের বাইরে ও তা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলে মত দিয়ে ট্রাইব্যুনাল ইকোনমিস্ট কর্তৃপক্ষকে ওই কথোপকথন প্রকাশ না করার জন্য বলে।
বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় রবিবার দৈনিক আমার দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম ও ড. আহমেদ জিয়াউদ্দিনের কথোপকথন প্রকাশ করেছে। এ বিষয়ে আইন কমিশনের চেয়ারম্যান আইন বিশেষজ্ঞ অধ্যাপক ড. শাহ আলম বলেছেন, একটি বিষয় বিচারাধীন থাকা অবস্থায় কোন প্রতিষ্ঠান তা প্রকাশ করতে পারে না। আমার দেশ ঐ কথোপকথন প্রকাশ করে বে-আইনী কাজ করেছে। দ্য ইকোনমিস্ট যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের সঙ্গে ব্লাক মেইল করেছে, তেমনি আমার দেশ পত্রিকাও সেই কাজটি করেছে। এটা সাংবাদিকতার মন মানসিকতার পরিচয় বহন করে ন।
জানা যায়, কম্পিউটার হ্যাকিং এরপর +৯১৯৮১০০১৬৬২ নম্বর থেকে চেয়ারম্যানের কাছে একটি ফোনকল আসে। ফোন নম্বরটি লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের। ফোন করে চেয়ারম্যানকে বলা হয়, ড. আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে চেয়ারম্যান যেসব কথাবার্তা বলেছেন, তা তাদের কাছে আছে। এ বিষয়ে চেয়ারম্যানকে কিছু প্রশ্ন করা হয়। চেয়ারম্যান ড. আহমেদ জিয়াউদ্দিনের কাছ থেকে ই-মেইলের মাধ্যমে যেসব ম্যাটেরিয়াল নিয়েছেন তার সব কিছুই তাদের কাছে রয়েছে। এভাবে চেয়ারম্যান এ উদ্বেগজনক বিষয়টি জানতে পারেন। এরপর দ্য ইকোনমিস্টের সাউথ এশিয়া ব্যুরো চীফ এডাম রবার্টস (টেলিফোন নম্বর +৯১১১৪১০২৭৭৫৯) এবং দি ইকোনমিস্টের চীফ এডিটর রব গিফর্ড, ২৫ সেন্ট জেমস স্ট্রিট, লন্ডন, টেলিফোন নম্বর ০০৪৪২০৭৮৩০৭০৮৭ এবং মোবাইল ০০৪৪৭৯০৩০৫৭১৪৩-এর প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন সপ্তাহের নোটিস জারি করে।
বিষয়টি ফয়সালা না হতেই দৈনিক আমার দেশ রবিবার (৯ ডিসেম্বর) তাদের সেই কথোপকথন প্রকাশ করে। এ প্রসেঙ্গ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করার জন্যই এটা করা হয়েছে। বিচার যাতে না হয় তা নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র শুরু হয়েছে। বিচারাধীন বিষয়ে আমার দেশ যা করেছে তা অবশ্যই অপরাধযোগ্য। প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেছেন, এ ঘটনাটি আমাদেরকে বিস্মিত করেছে। একটি বিষয় বিচারাধীন থাকা অবস্থায় দেশের আরেকটি পত্রিকায় তা প্রকাশ করাটা শাস্তিযোগ্য অপরাধের আওতায় পড়ে। জেনেশুনে প্রকাশ করাটা সবাইকে হতবাক করেছে। অবশ্যই একজন আরেকজনের সাথে আলাপ করতে পারে। তাই বলে সেই গোপনীয়তা লঙ্ঘন করে প্রকাশ করা করতে হবে? অবশ্যই আমাদেরকে দেখতে হবে এমন কিছু করা যাবে না, যাতে ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণœ হয়।
সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক বলেছেন, বিচারাধীন বিষয়ে অবশ্যই সাধারণভাবে সেই সমস্ত ঘটনা প্রকাশ করা যায় না। যা দৈনিক আমার দেশ করেছে। কিন্ত কোন কোন ঘটনার ব্যতিক্রমও থাকতে পারে। তিনি বলেন, যে সব কথা ছাপা হয়েছে তাতে করে অনেক অপ্রত্যাশিত ব্যাপারে চলে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষক বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুনতাসীর মামুন এ বিষয়ে বলেন, দৈনিক আমার দেশ যা করেছে এটাকে আমি তুচ্ছ মনে করছি। আমি কোনভাবেই আইনী বিতর্কে যাব না। এখন বাংলাদেশ কলোনি রাষ্ট্র নয়। কলোনি রাষ্ট্র ছিল যখন বিচারপতিরা গৃহবন্দী থাকতে হবে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় তা কাম্য নয়। একজন বিচারপতি রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হয় সমাজের সব শ্রেণীর মানুষের সঙ্গে যোগাযোগ থাকা উচিত। তারা অনেকের সঙ্গেই কথাবার্তা বলতে পারেন। তাতে কি আসে যায়। অবশ্যই পরামর্শ নিতে পারে। বিচার বিষয় এই যে, সব শুনানির পরিপ্রেক্ষিতে রায় দিচ্ছেন কিনা। যে সব আইনানুগ ও ন্যায়সঙ্গত হয়েছে কিনা। বিচারপতিদের নিয়োগ রাজনৈতিকভাবেই হয়ে থাকে।
ড. মুনতাসীর মামুন আরও বলেন, সব সরকারের সময়ই রাজনৈতিকভাবেই বিচারপতি নিয়োগ করা হয়েছে। তিনি কি বিচার দিচ্ছেন সেটাই বিবেচ্য বিষয়। সুতরাং কার সঙ্গে কি আলাপ করেছেন এতে কিছুই আসে না। বিএনপি জামায়াত প্রচুর টাকা ব্যয় করেছে। এখন পত্রিকারগুলোকে ব্যবহার করা হচ্ছে। দ্য ইকোনমিস্ট ৪ বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে নিউজ করে যাচ্ছে। তিনি আরও বলেন স্কাইপের মাধমে কথোপথন টেপ করা যায় না। এই কথোপকথন অবশ্যই কেউ টেপ করে বিক্রি করেছে। সে বিষয়টিও ক্ষতিয়ে দেখতে হবে। রায় কারও পক্ষে যাবে কি যাবে না সেটা বিষয় নয়। ইতিহাসের রায় আমাদের পক্ষে। গোলাম আযমদের বিপক্ষে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের মধ্যে অনেক আওয়ামীপন্থী আইনজীবী রয়েছেন। তারা নিজেরা অন্তঃকোন্দলে না জড়িয়ে একটি রিট করতে তো পারে। তিনি বলেন, আমি মনে করি এ বিষয়ে আইনজীবীদেরই এগিয়ে আসতে হবে। এখন কথা বলার সময় নয়। কাজ করার সময়।
সুপ্রীমকোর্ট বার সমিতির সাবেক সম্পাদক শ. ম রেজাউল করিম বলেছেন, যে কোন বিচারপতির এখতিয়ার রয়েছে বিচার সংক্রান্ত বিষয়ে যথাযথ সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য আদালতের বন্ধুদের (এমিকাস কিউরি) পরামর্শ গ্রহণ করা। এ ছাড়া বিশেষজ্ঞদের মতামত বা সংশ্লিষ্ট বিষয়ে তথ্য-উপাত্ত সরবরাহের উপযুক্ত ব্যক্তিদের কাছে থেকে সহায়তা নেয়। ফলে ট্রাইব্যুনালের বিচারপতি কোন বিষয়ে উপযুক্ত কারও সঙ্গে কথা বলা অভিজ্ঞতা গ্রহণ, তথ্য-উপাত্ত সংগ্রহ ও আইনের ব্যাখ্যা গ্রহণ করলে তাকে কোনভাবেই বিতর্কিত দৃষ্টিতে দেখার অবকাশ নেই। কোন বিচারপতি এর আলাপচারিতা, কথোপকথন রেকর্ড করা এবং তা অসৎ উদ্দেশ্যে প্রচার করার মধ্য দিয়ে বিচারক বা বিচার ব্যবস্থার ভাবমূর্তিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিতর্কিত করা যে কোন চেষ্টা, বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করা তথা আদালতের কার্যক্রমে কৌশলগত হস্তক্ষেপ হিসেবে গণ্য হতে পারে।
বিষয়টি আদালত অবমাননার পর্যায়ভুক্ত হতে পারে।
শ. ম রেজাউল করিম আরও বলেন, তা ছাড়া একই বিষয়ে ইকোনমিস্ট রিপোর্টের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল রুল ইস্যু করতে পারে। আলোচ্য বিষয়টি সাব-জুডিস (বিচারাধীন) হিসেবে গণ্য হতে পারে। এরূপ ক্ষেত্রে পুনরায় একই বিষয় নিয়ে সংবাদ প্রকাশ কার্যত : সাবজুডিস বিষয়ে সংবাদ প্রকাশে শামিল না কোনভাবেই আইনানুগ নয়। বিচারক হিসেবে, বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম দায়িত্ব পালনের বাইরেও তিনি একজন নাগরিক হিসেবে তা সাংবিধান স্বীকৃত মৌলিক অধিকার রয়েছে। তার কথোপকথন গোপনে রেকর্ড করার নৈতিকতা ও আইনবহির্ভূত, যা বিশ্বের অনেক বড় ঘটনাকেও নিন্দিত হয়েছে। যেমন যুক্তরাষ্ট্রের ওয়াটার গেট কেলেঙ্কারি।


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [mukto-mona] Sharia Laws are out of date and Anti-Islamic for peace and Justice in the present day World and Family- "Divine Stone" movie depicts it



Some synonyms of 'great' are 
grand, big, large, high. 
If you do not like the adjectives 'grand' or 'high' to qualify a religion, you should not have any problem in using the words 'big' or 'large'. 
Aurangzeb was a great Mogal although I don't have much respect for the way he ruled his great empire. It would be a great mistake to assume that 'great' means only noble or some thing highly respectable. 
If you do not like 'great' to qualify a religion, you can call it a world religion. Instead of 'great' many writers use 'world'. You may not like the phrase 'Alexander the Great' as he was an invader. But in many history books the phrase is used. 

Sent from my iPhone

On Dec 9, 2012, at 6:33 PM, Kamal Das <kamalctgu@gmail.com> wrote:

 

Let's analyze how great religions really are.  Most of humanity being fools to a very great extent, they tend to believe in anybody claiming to have hotline with anything they considered divine,  For now, Abraham, the father of three great monotheistic religions may be discussed.  As Ur became non fertile due to increased salinity, God, his personal friend, advised him to shift to Canaan with his family and gang of brigands.  On the way, he committed many crimes while annihilating few small communities of idolators.  To his utter surprise, he found Canaan under the spell of utter famine.  So he left for Egypt, this time not giving a damn to the divine approval.  After he arrived there, he let the King and Army chief have a test of the charm of his wife Sara, whom he introduced as his sister.  Thus he essentially behaved like a pimp.  Then again he was deported to Canaan by the rulers of Egypt.  Such Biblical literature proves that God of Abraham was not omniscient, he did not know of the famine in Canaan while advising his dearest friend to go there and he was not omnipotent as he could not deliver Egypt to Abraham.

Such stories abound throughout religious literature and their inconsistent is obvious to people who has learned to read between the lines.  Comparing 'great religions' with great lakes is a sign of poor judgement.  The former do not exist, while the latter do.  

On Sun, Dec 9, 2012 at 9:21 AM, Jiten Roy <jnrsr53@yahoo.com> wrote:
 


"Chakraborty" claims to be an atheist, yet opines on Islam as a great religion on earth. I am not arguing with his opinion; I am trying to find the motive for this opinion. I know - people follow a religion when they think it is a great religion. But, when a self-proclaimed atheist thinks so, I question his motive. The motive I can come up with is that - he is a fake appeaser, trying to please some people only. You can't argue with a fake personality, who is not truthful to himself, let alone to others.

 

 

Jiten Roy

 

 --- On Sat, 12/8/12, Kamal Das <kamalctgu@gmail.com> wrote:


From: Kamal Das <kamalctgu@gmail.com>

Subject: Re: [mukto-mona] Sharia Laws are out of date and Anti-Islamic for peace and Justice in the present day World and Family- "Divine Stone" movie depicts it
To: mukto-mona@yahoogroups.com
Date: Saturday, December 8, 2012, 8:31 PM


 
Saif Davdas would be castrated on the day of the final judgement. He is wit fully spreading canard on Islam. Mr. Chakrabarty, on the other hand, would be doomed to 'Raurabam Narakam brajet' right after the devil of death gets him.  God almighty has emptied his analytical abilities long ago.  It is a wastage of time and energy to discuss anything with him.   All religions, great and small, should be trashed into dustbin of history.

On Sun, Dec 9, 2012 at 2:24 AM, Jiten Roy <jnrsr53@yahoo.com> wrote:
 
"With your opinion that only Mullahs follow correct Islam, it becomes lot easier for you to trash Islam as a great religion in the modern world."
 

I know - you have limitations, and I cannot expect you to understand my point.

 

You are accusing me of trashing Islam as a great religion in the modern world. Do you understand the topic of this thread? Let me remind you - it was - if Sharia Laws are out of date for peace and justice of the modern world. Try to think hard, next time, before you answer my post.

 

Now, what did I say? I said - Moulavis and Mullahs are better practicing Muslim than so called moderate Muslims. You ask any moderate Muslims, they will tell you the same. I am saying again - Priests are better practicing Christians than ordinary Christian; Purohits are better practicing Hindus than ordinary Hindu. How did I trash any great religion with these statements? I can't smell the trash in these statements. I guess - it will take a better sniffer, like you, to find it.  You just wasted my time.

 

Jiten Roy

 


--- On Sat, 12/8/12, subimal chakrabarty <subimal@yahoo.com> wrote:

From: subimal chakrabarty <subimal@yahoo.com>

Subject: Re: [mukto-mona] Sharia Laws are out of date and Anti-Islamic for peace and Justice in the present day World and Family- "Divine Stone" movie depicts it
To: "mukto-mona@yahoogroups.com" <mukto-mona@yahoogroups.com>
Date: Saturday, December 8, 2012, 1:19 PM

 
With your opinion that only Mullahs follow correct Islam, it becomes lot easier for you to trash Islam as a great religion in the modern world. But the truth is that opinion is opinion and it is totally subjective and is based on one's best knowledge about the subject. Any way, I will never go to a typical Hindu priest or even a "pandit moshai' to learn which version of Hinduism is the correct version. I will rather go to Rabindranath or Vivekananda-- just to mention a couple of them.

From: Jiten Roy <jnrsr53@yahoo.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Saturday, December 8, 2012 9:24 AM
Subject: Re: [mukto-mona] Sharia Laws are out of date and Anti-Islamic for peace and Justice in the present day World and Family- "Divine Stone" movie depicts it
 
I have the same opinion - only Mullahs are following correct Islam; without Sharia, there will be nothing much left in Islam. There is no doubt that - moderate Muslims do not follow Islam correctly, just like most Hindus, Christians, and Buddhists do not follow their respective religions correctly also. Most people are not religious, and they are just affiliated with some sort of religions; that's a blessing for the mankind.  
Jiten Roy

--- On Sat, 12/8/12, SAIF Davdas <islam1234@msn.com> wrote:

From: SAIF Davdas <islam1234@msn.com>
Subject: [mukto-mona] Sharia Laws are out of date and Anti-Islamic for peace and Justice in the present day World and Family- "Divine Stone" movie depicts it
To: "mukto-mona@yahoogroups.com" <mukto-mona@yahoogroups.com>, "Farid" <akhtergolam@gmail.com>, "asghar" <msa7011@yahoo.com>, "turkman@sbcglobal.net" <turkman@sbcglobal.net>, "lal" <lalhgehi@yahoo.com>, "shahmahmood" <shah.mahmood@navy.mil>, "Alamgir" <malamgir1@aol.com>, "SULTAN" <rascx@yahoo.com>, "saifpacific@yahoo.com" <saifpacific@yahoo.com>, "mahbub28se@yahoo.com" <mahbub28se@yahoo.com>, "ukabir@hotmail.com" <ukabir@hotmail.com>, "MOZUMDER" <mozumder@aol.com>, "Munir" <captmunir@gmail.com>
Date: Saturday, December 8, 2012, 7:26 AM

 
Mr.Akhter> You write, "we should not listen to dumb Mullahs & Maulanas". Wrong again! As a matter of fact, it is the socalled educated fools who are fooling the fools. A Mullah or a Maulana spends upto 40 years of his life studying theology, fiqh and other matters in jurisprudence. Here is the proof that Mullahs follow Islam correctly: 
  • Wadu  with dirt and stones is supported by Allah
  • Death for apostasy is the Law of Allah
  • Wife beating is permitted by Allah
  • Four Wives and 100's of Concubines is Sanctioned by AllahSubhaanaatalah
  • Chopping off the Hand and the Foot for robbery


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] RE: জঙ্গী ও সাম্প্রদায়িক শক্তি রুখতে ১৫ বিশিষ্ট নাগরিকের ডাক : ১৩ ডিসেম্বর ঢাকায় দিনব্যাপী সম্মেলন--To them Jangi and Shamprodaik mean Islam, Jamaat and Shibir. Chatra League, Jubo league are not Jangis



To them Jangi and Shamprodaik mean Islam, Jamaat and Shibir. Chatra League, Juba league are not Jangis.

 

These intellectuals are representatives of worn out communists and seculars. Their duty is to make efforts to block Islamic ideology by hook or crook.

 

Shah Abdul Hannan

 


From: SyedAslam [mailto:syed.aslam3@gmail.com]
Sent: Monday, December 10, 2012 4:54 AM
To: Khobor; notun Bangladesh; chottala@yahoogroups.com
Subject:
জঙ্গী সাম্প্রদায়িক শক্তি রুখতে ১৫ বিশিষ্ট নাগরিকের ডাক : ১৩ ডিসেম্বর ঢাকায় দিনব্যাপী সম্মেলন

 

 

সোমবার, ১০ ডিসেম্বর ২০১২, ২৬ অগ্রহায়ন ১৪১৯

জঙ্গী ও সাম্প্রদায়িক শক্তি রুখতে ১৫ বিশিষ্ট নাগরিকের ডাক

১৩ ডিসেম্বর ঢাকায় দিনব্যাপী সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ মৌলবাদ, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে রাজধানীতে আয়োজন করা হয়েছে সাম্প্রদায়িকতাবিরোধী জাতীয় সম্মেলনের। দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিক এ সম্মেলনের ডাক দিয়েছেন। আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
'সাম্প্রদায়িক ও জাতিগত আক্রমণ, রুখে দাঁড়াও জনগণ' এই স্লোগানকে সামনে রেখে সম্মেলনের মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, 'সাম্প্রদায়িকতা রোখো।' 
সাম্প্রদায়িকতাবিরোধী এ জাতীয় সম্মেলনের প্রস্তুতির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অধ্যাপক এম এম আকাশ। এ প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ব্যাহত করতে সাম্প্রদায়িক মৌলবাদ, জঙ্গীবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে। রামুর ঘটনাসহ এর আগে ও পরে বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটেছে তা সুপরিকল্পিত। মৌলবাদী, জঙ্গীবাদী, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে ১৫ জন বিশিষ্ট নাগরিক এ সম্মেলনের ডাক দিয়েছেন বলে জানান তিনি। 
সম্মেলন আহ্বানকারী ১৫ জন বিশিষ্ট নাগরিক হলেন সরদার ফজলুল করিম, সালাউদ্দিন আহমদ, মুস্তাফা নূরউল ইসলাম, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, ড. আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কামাল লোহানী, সৈয়দ শামসুল হক, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, কাইয়ুম চৌধুরী, সেলিনা হোসেন, হামিদা হোসেন, রামেন্দু মজুমদার, এ্যাডভোকেট সুলতানা কামাল ও ড. মুহম্মদ জাফর ইকবাল।
আয়োজকরা বলছেন, বাংলার হিন্দু-বাংলার-মুসলিম-বাংলার বৌদ্ধ-বাংলার খ্রীস্টান, বাংলার আদিবাসী আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এখানে কোন ভেদাভেদ নেই। কিন্তু সাম্প্রতিক রামুসহ বিভিন্ন স্থানে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলা, বৌদ্ধ প্যাগোডা ভাংচুর, এর আগে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, জামায়াত-শিবিরসহ সাম্প্রদায়িক মৌলবাদীরা বিভিন্ন সময় যে তান্ডব চালাচ্ছে এর সবই সুপরিকল্পিত। যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করতে এই সহিংসতা ও মহড়া শুরু করা হয়েছে বলেও তাঁরা মনে করছেন। তাছাড়া কক্সবাজারের রামু, এর আগে সাতক্ষীরা ও দিনাজপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার নেপথ্যে উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীর যোগসাজশের প্রমাণ মিলেছে। 
ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করতে চায়, তাদের প্রশ্রয়ে মৌলবাদ-জঙ্গীবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে বলেও আশঙ্কা করছেন বিশিষ্ট নাগরিকরা। এই প্রেক্ষাপটে সাম্প্রদায়িকতাবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করে রুখে দাঁড়াতে জাতীয় সম্মেলনের ডাক দেয়া হয়েছে। এ সম্মেল=

__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] Prothom Alo---ছাত্রলীগের রোষে প্রাণ গেল পথচারী বিশ্বজিতের



http://www.prothom-alo.com/detail/date/2012-12-10/news/312066

 

ছাত্রলীগের রোষে প্রাণ গেল পথচারী বিশ্বজিতের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক কেরানীগঞ্জ প্রতিনিধি | তারিখ: ১০-১২-২০১২

  •  

« আগের সংবাদ পরের সংবাদ»

·                                

বিশ্বজিেক চাপাতি দিয়ে কুপিয়ে বের হয়ে আসছে ছাত্রলীগ কর্মী

·                                

রাস্তায় নামার পর রড চাপাতি দিয়ে তাঁকে আঘাত

·                                

জীবন বাঁচাতে মরণপণ দৌড়েও রক্ষা পাননি তিনি

·                                

পুরান ঢাকার জজকোর্ট এলাকায় গতকাল অবরোধকারী সন্দেহে বিশ্বজিত্ দাসকে চাপাতি দিয়ে কোপান ছাত্রলীগের কর্মীরা

ছবি: হাসান রাজা

1 2 3 4

বিশ্বজি দাস সম্ভবত ভুল সময়ে ভুল জায়গায় দাঁড়িয়ে ছিলেন। এইটুকু ভুলের কারণেই জীবন গেল তাঁর। ওই খানে তখন অবরোধের পক্ষের মিছিলে ধাওয়া দিয়েছিলেন ছাত্রলীগের কর্মীরা। সে সময় অবরোধের পক্ষের কেউ এমন সন্দেহে তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে মারা হলো। যাদের হাতে চাপাতি ছিল না, তারা রড দিয়ে পিটিয়েছে, লাঠির বাড়িতে রক্তাক্ত করেছে, লাথি-ঘুষি মেরেছে।
জীবন বাঁচাতে মরণপণ দৌড়েও রক্ষা পাননি বিশ্বজি দাস। তাঁকে পাশের হাসপাতালেও ঢুকতে দেওয়া হয়নি। একজন রিকশাওয়ালা হাসপাতালে পৌঁছে দিলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শেষ পর্যন্ত তিনি বাঁচেননি। বিশ্বজি দাসের বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। অসংখ্য মানুষের সামনে গতকাল রোববার এই হত্যাকাণ্ডটি ঘটল।
ঘটনার সূত্রপাত পুরান ঢাকার জজকোর্ট এলাকায় সকাল নয়টার ঠিক আগে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে গতকাল সকাল নয়টার আগে ঢাকা জজকোর্ট এলাকা থেকে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা একটি মিছিল নিয়ে ভিক্টোরিয়া পার্কের কাছে যান। সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা আইনজীবীদের ধাওয়া করেন। এর কয়েক মিনিট পর ভিক্টোরিয়া পার্কসংলগ্ন একটি তেলের পাম্পের কাছে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তখন ছাত্রলীগের নেতা-কর্মীরা পাম্পের দিকে ধাওয়া দিয়ে আসতে থাকলে আতঙ্কিত পথচারী বিশ্বজি দৌড়ে সেখানকার একটি ডেন্টাল ক্লিনিকের দুই তলায় আশ্রয় নেন। ঘটনা শুরু এখান থেকেই। তখন সময় সকাল নয়টা এক মিনিট।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড়ের মধ্য থেকে হঠা শোনা গেল 'ওপরে' 'ওপরে' এরপরই ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে গিয়ে বিশ্বজিৎকে জাপটে ধরে এলোপাতাড়ি রড দিয়ে আঘাত করতে থাকেন। একপর্যায়ে তাঁকে ধারালো চাপাতি দিয়ে ডান হাতের গোড়ায় গুরুতর জখম করা হয়। আহত পাকড়াও অবস্থা থেকে ছুটে দৌড় দেন বিশ্বজিৎ। তাতেও রক্ষা পাননি তিনি। নিচে নামতেই আবার চারদিক থেকে রড-লাঠির বাড়ি পড়তে থাকে।
সময় পথচারীদের কেউ কেউ বিশ্বজিৎকে পাশের ন্যাশনাল হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তাতেও বাধা দেন ছাত্রলীগের কর্মীরা। এরপর প্রাণ বাঁচাতে আবার দৌড় দেন তিনি। দৌড়ে শাঁখারীবাজারের একটি গলিতে গিয়েই ঢলে পড়ে যান। সেখান থেকে স্থানীয় লোকজনের সহায়তায় এক রিকশাচালক রিকশায় করে বিশ্বজিৎকে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ পর মারা যান বিশ্বজিৎ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়। চিকিৎসকদের কাগজপত্র অনুযায়ী, বিশ্বজিতের মৃত্যুর সময় সকাল নয়টা ৫৫ মিনিট।
প্রত্যক্ষদর্শী বিশ্বজিতের পরিবারের অভিযোগ, হাসপাতালের চিকিৎসকেরা সময়মতো রক্তক্ষরণ কমিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেননি। পুলিশ নিয়ে না আসায় চিকিৎসা শুরু করতে বিলম্ব হয়েছে।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সহকারী রেজিস্ট্রার আবু তানভীর সিদ্দিক বলেন, আঘাত প্রচুর রক্তক্ষরণের কারণে বিশ্বজিতের মৃত্যু হয়েছে।
হামলাকারী ছাত্রলীগের কর্মীদের ছবি তোলা আছে। টেলিভিশন চ্যানেলগুলো তা দেখিয়েছেও। প্রত্যক্ষদর্শীরাও অনেককে চিনতে পেরেছেন। তাঁরা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মী। তাঁদের মধ্যে রয়েছেন ছাত্রলীগের কর্মী মো. শাকিল, তাহসীন কাদের, শাওন, নূরে আলম লিমন, মাসুদ আলম নাহিদ ইমদাদুল।
জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ছাত্রলীগের কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নন।
রাজধানীর সূত্রাপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
পারিবারিক সূত্র জানায়, দুই ভাই এক বোনের মধ্যে বিশ্বজি ছোট। বড় ভাই উত্তম কুমার দাসের পরিবারের সঙ্গেই পুরান ঢাকার ঋষিকেশ দাস লেনের এক বাসায় থাকতেন বিশ্বজিৎ। পুরান ঢাকার ১২৩ নম্বর শাঁখারীবাজারে নিউ আমন্ত্রণ টেইলার্স নামে তাঁর একটি কাপড় সেলাইয়ের দোকান আছে। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মাসুরাবাজার গ্রামে। তাঁর বাবার নাম অনন্ত দাস।
হাসপাতালের মর্গে বড় ভাই উত্তম প্রথম আলোকে বলেন, প্রতিদিন পায়ে হেঁটেই দোকানে যান বিশ্বজিৎ। গতকাল সকাল নয়টার দিকে দোকানের উদ্দেশে বাসা থেকে বের হন। ১০ মিনিট পর দুর্ঘটনার সংবাদ পান তিনি। তিনি বলেন, খোঁজ নিয়ে জানতে পেরেছেন ছাত্রদলের কর্মী ভেবে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর ভাইকে কুপিয়ে হত্যা করেছেন। অথচ শুধু বিশ্বজি নন, তাঁর পরিবারের কেউউ কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। যদিও বিশ্বজিতের মরদেহ নিয়ে রাজনীতিও খানিকটা হয়েছে। গতকাল অবরোধ শেষে বিকেলে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, বিশ্বজি একজন বিএনপির কর্মী

 



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___