Banner Advertiser

Thursday, October 17, 2013

[mukto-mona] No temple entry for dalits in Gujarat



No temple entry for dalits in Gujarat

Vijaysinh Parmar, TNN Dec 7, 2009, 04.21am IST

AHMEDABAD: Sunday was Dr B R Ambedkar's death anniversary, 'Nirwan Diwas' as Dalits call it. And we hate to be doing this. But the bubble of a Vibrant Gujarat needs a prick in the bottom. At the lowest level of the society, Gujarat is not happy. Untouchability still exists in various forms in Gujarat.

In a first-of-its-kind study on a large scale, representing 98,000 Dalits across 1,655 villages in Gujarat. it comes out that 97 % respondents feel they have 'no entry' at certain places in their own villages, including a temple or where a religious ceremony is taking place.

Mahatma Gandhi himself wrote about the problem of untouchability in Gujarat when he set about establishing a base in Ahmedabad. He said in his writings that when he insisted on keeping a Dalit ('Harijan' as he insisted on calling them) in his ashram here, people started shying away. Even sponsors developed cold feet and funds started drying up. Bapu put his foot down and had his way.

Almost 95 years later, Gujarat is still not listening to the Mahatma even as the world tuned in. The bar for Dalits is felt at not only temples but also 'satsangs' and 'kathas'. At these religious events, not being able to sit on a cot/chair with other upper castes, has been clearly established as a sign of untouchability.

The study has been carried out by Ahmedabad-based Navsarjan Trust with three US-based organisations — the Kroc Institute for International Peace Studies at the University of Notre DameIndianaDartmouth College at the University of Michigan and Robert F. Kennedy Centre for Social Justice and Human Rights, Washington, DC.

"This is the first study on such a large sample size and we covered 99 forms of untouchability that are still practised in villages. There are 12,500 villages in Gujarat where Dalits live. We have covered 1,655 of these villages and around 11 per cent of the total Dalit population,'' says Manjula Pradeep, director of Navsarjan Trust.

During the study, the researchers did not find a single village where no form of untouchability is practised, giving an unnerving idea about the extent of the problem in a state which is home to Mahatma Gandhi. Ahmedabad-based social scientist Prof Ghanshyam Shah, a retired professor from Jawaharlal Nehru University, New Delhi, who has studied the problem of untouchability in detail, also assisted in the research.

Prof Shah says, "Dalits face untouchability at religious places the most because the concept of untouchability has been centered around religion and 'purity'. It may seem for urban middle classes that many things have changed, but the ground reality is harsh till today.''

Is Indian society straying from the tolerant nature that it's known for?

http://articles.timesofindia.indiatimes.com/2009-12-07/india/28073890_1_untouchability-navsarjan-trust-dalits

Readers' opinions (116)

Sort by:Newest|Oldest
Raju Charles (USA) 
22 Jul, 2013 09:41 AM
True Hinduism is practiced in Kerala! Gujarat got caste ism not Hinduism! In God's own Kerala all are welcome to the Temples! no caste or any kind of discrimination! I haven't seen poor Hindus are ill treated in the temples. caste is hateful to Krishna! caste Hindus got Christna not Krishna! Hinduism is safe in Kerala not in Gujarat! I pray that the new found wealth in Sri:Padmanabhaswamy temple in Trivandrum will be used for the welfare of poor Hindus and the Priest!
jaime (spain) 
08 Dec, 2009 07:32 PM
inadmissible in the XXIst century that a man decides against a man.Restrictions are our own downfall. Religion is too old and outdated to dictate. The sikhs do not cut their hair because it is God given, (What about the nails?) the Jains cover their mouth or have restricted eating habits ignoring the are destroying billions of life /day which the religion does not explain. I rather not list the muslim belief, the list will be loo long. The same with the prejudices of the Hindoos. The only religion is one with total freedom of the person to learn and decide. Have a good day.
Manish_Vadodara (Vadodara) 
08 Dec, 2009 09:43 AM
Stop It !!!!! Media just want to highlight this to dafame Narendra Modi. Otherwise do you all really think that Media is really interested & seriously hurt by this ? If this issue doesn't exist in other part of countries ?? The funda of Dalit is existing since years because of so called high cast Brahmins and not because of Modi. But people's thinking is getting changed slowly and it will take some time to remove it totally. Some commenters catch this news as chance to comment on Modi. But look at NITIN PATIL from Pune. He is advertising BUDDHISAM here !! Great na. If at all there are problems with dalits like these, dalit parties are also responsible for that. Mayawati, Athawale, etc. leaders are always busy in their dirty politics and using emotions of dalits for their gain. They should help this people to get educated by providing resources like Hospitals, Schools, etc rather than building gardens of BUDDHA & Mayawati-Kashiram. Pl. don't point fingers to others but look inside yourself and try to improve. If everyone from us does the same, we will definitely work together alongwith dalits to develope India and there will be no word like DALIT in our dictionary. Jai Hind !!! Jay Bharat !!!!
raghav (delhi) 
08 Dec, 2009 08:30 AM
Hello Editor, what is wrong with you? I see that all comments which are against modi are posted but the one which i posted yesterday didn't appear because it has truth. I said castism is not only in gujrat, it is through out india. yes this news is a very big issue becuase BJP is ruling the state and modi is a CM. Why the survery didn't take place through out india and only gujrat. Is there any specific reason to conduct survey only in gujrat? Where is the report from other states. You can see castism (racism) in metro cities too. Do not go far, in Delhi itself you can see it. I am sure in TOI office their is somewhere this caste racism is there.
Tushar (Ahmedabad) 
08 Dec, 2009 08:28 AM
Hey......What about the reservation system in Education field? Engineering, Medical etc. When a student with higher % looses admission because he belongs to open caste and student with lower % gets the admission in college. Is this sound fair to you Mr. Jay? So stops commenting on this political article by TOI which only talks about Gujarat only.
 

  1. Pakistan's Untouchables: This is Sabir's story, The War Within Islam ...

    www.newageislam.com/the-war-within-islam/...untouchables.../12409
    Jul 3, 2013 - Pakistan's Untouchables: This is Sabir's story - Despite suffering blatant discrimination throughout his academic and work life, he has forged a ...

    Documetary on Harijan (Untouchables) in Bangladesh.flv



    Dispatches from Bangladesh. 
    1. Who'd Be an Untouchable? - Slate

      www.slate.com/...and...bangladesh/whod_be_an_untouchable.html
      Apr 19, 2007 - The people of Gosaipur, a village in northwesternBangladesh just ... away from hiring someone labeled anuntouchable by their co-religionists.

    1. Who Were the Dalit or Untouchables? - Asian History - About.com

      Dalits: Also called untouchables, members of the lowest social status group in the ... sway) in India, Nepal, Sri Lanka, and what is now Pakistan and Bangladesh.



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] Fw: [Pro-Muslim] My Article in Banglanews24 !!





On , Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:


On , Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:


On , Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:


On Thursday, October 17, 2013 7:05 PM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:
 
http://www.banglanews24.com/detailsnews.php?nssl=27d569bc4edb88b8edaf12b4e6efef76&nttl=20131017050533231925

ওদের অপপ্রচার, আমাদের জবাব!


ডা : মুহাম্মদ আলী মানিক, সহ-সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
ওদের অপপ্রচার, আমাদের জবাব!
বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের নিকট রাজনীতি আর জনপ্রিয়তায় ধরাশায়ী হয়ে স্বাধীনতার পর থেকেই একটি স্বার্থান্বেষী মহল বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে ৷ মুক্তিযুদ্ধে পরাজিতদের সাথে এই মিথ্যাচারে হাত মেলায় চীন সমর্থক বাম পন্থীরা। পরে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধ্বজাদারি জাসদও এতে সামিল হয়! টাঙ্গাইল থেকে প্রকাশিত মাওলানা ভাসানীর "হক কথা" এই অপপ্রচারে মুখ্য ভুমিকা পালন করেছিল সেই সময়, তার পরেই ছিল জাসদের "গণকণ্ঠ" আর ইংরেজি "হলিডে" পত্রিকা ৷ এখানে উল্লেখযোগ্য যে হক কথা পত্রিকার সম্পাদক ছিলেন ইরফানুল বারি নামে টাঙ্গাইলের কুখ্যাত এক রাজাকার! স্বাধীনতার পর পরই যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশে সেই লাগামহীন অপপ্রচার সাধারণ মানুষদের কিছুটা হলেও বিভ্রান্ত করেছিল! স্বাধীনতার এত বছর পরও সেই মহলটি একই স্টাইলে আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বর্তমানে দল বদল হয়ে সেই মহলটির নেতৃত্ব দিচ্ছে বিএনপি-জামাত চক্র! মিথ্যাচারে যদি কোনো "নোবেল পুরস্কার" থাকতো , তাহলে বিএনপি-জামাত চক্র নিঃসন্দেহে তা পেয়ে যেত ! নিচে সেই কুখ্যাত লাগামহীন অপপ্রচারের কিছু নমুনা তুলে ধরা হলো:

এক . রক্ষিবাহিনী নাকি ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের দ্বারা গঠিত ছিল, যা 'হক কথা'ই বেশি প্রচার করেছিল৷ `৭৫ এর পট পরিবর্তনের পর একজন ভারতীয়কেও খুঁজে পাওয়া যায়নি রক্ষিবাহিনিতে! উল্টো সেই দিন পুরো বাহিনিকেই বাংলাদেশ আর্মিতে অন্তর্ভুক্ত করা হয়েছিলো৷ যদি রক্ষীবাহিনীর সদস্যরা নৈতিকতার দিক থেকে এতই খারাপ হত, তা হলেতো বাংলাদেশ সামরিক বাহিনীর মত প্রতিষ্ঠানে তাদের অন্তর্ভূক্ত করা হতোনা!

দুই. রক্ষীবাহিনীর হাতে নাকি ত্রিশ হাজার জাসদ কর্মী নিহত হয়েছিলো! কিন্তু `৭৫ এর পট পরিবর্তনের পর একটি পরিবারও নিহতদের তালিকা চেয়ে এগিয়ে আসেনি বা বিচার চায়নি! (অনেকটা শাপলা চত্তরের মত মিথ্যাপ্রচার) !

তিন. বিএনপি আর তার মিত্ররা দাবি করে জিয়া নাকি `৭৫ এর পট পরিবর্তনের পর বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে! ১৯৭৫ এ বঙ্গবন্ধু ১৮টি রাজনৈতিক দলের সম্মতিতে গঠন করেছিলেন যুগোপযোগী "বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ", তাই `৭৫ পট পরিবর্তনের পর সেই ১৮টি দলের কর্মকাণ্ডের মাথ্যমে দেশে বহুদলীয় গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকার কথা ৷ অথচ সামরিক শাসক জিয়া `৭৫ এর নভেম্বরে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পর দীর্ঘ চার বছর পর দেশে তথাকথিত বহু দলীয় গণতন্ত্রের চর্চা শুরু করে ! এই চার বছর জিয়া ভয় , ক্ষমতা আর টাকার লোভ দেখিয়ে বিভিন্ন দল ভেঙ্গে , "দল ছুটদের " নিয়ে সামরিক ছাওনিতে গঠন করে "বিএনপি" ! আর দলের প্রতিকটিও হাইজ্যাক করা হয় ভাসানী ন্যাপ থেকে ! ক্যান্টনমেনটে বন্দুকের নলে দল গঠন করে জিয়া তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের লেবাসে আসলে "এক দলীয় স্বৈরশাসন" প্রতিষ্ঠার স্বপ্নে মগ্ন ছিলেন ৷ তার অকাল জীবনাবসান না হলে মিসর-লিবিয়া-সিরিয়ার মত বাংলাদেশকেও এক দলীয় স্বৈরশাসকের যাতাকলে নিস্পেষিত হতে হতো! তাই বিএনপি ও তার মিত্রদের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার গলাবাজি একটা মিথ্যা প্রচারণা ছাড়া আর কিছু নয় !

চার. বিএনপির নেতৃত্বাধীন স্বাধিনতাবিরোধীরা দীর্ঘদিন ধরে অপপ্রচার করে আসছিলো যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ নাকি ভারতের করদ রাজ্যে পরিনত হয়ে যাবে আর দেশে নাকি ইসলাম ধর্ম থাকবে না , মসজিদে নাকি আযানের পরিবর্তে উলুধ্বনি হবে! এত সব অপপ্রচারের পরও আওয়ামী লীগ দুই দুইবার ক্ষমতায় এসেছে কিন্তু তার কিছুই হয়নি ! উল্টো বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই ভারতের তাবেদারি করেছে , এমনকি খালেদা জিয়া ভারত সফরের সময় পানির ন্যায্য হিস্যা নিয়ে আলোচনা করতে নাকি ভুলে গিয়েছিলেন! আসলে বিএনপি "ক্ষমতায় থাকলে ভারত তোষণ আর বিরোধী দলে থাকলে ভারত দোষন" এ বিশ্বাসী !

পাচ. ফারাক্কা বাঁধ নিয়েও কম অপপ্রচার হয়নি! আওয়ামী বিরোধীরা এতদিন বলে এসেছে যে ফারাক্কার জন্য নাকি বাংলাদেশ মরুভূমি হয়ে যাবে! কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে দেশের উত্তরাঞ্চলে মরুভূমির বদলে সবুজ বিপ্লব ঘটে গেছে! ফারাক্কা বাঁধের ফলে দেশের উত্তরাঞ্চলে আবাদী জমির সীমানা বেড়ে গেছে, প্রলয়ংকরী বন্যা নিয়ন্ত্রিত হয়েছে, বাম্পার ফলন হয়েছে আর মঙ্গাও দূর হয়ে গেছে!

ছয়. দুর্নীতি নিয়েও কম অপপ্রচার হচ্ছে না! খালেদা জিয়ার একান্ত সচিব হিসাবে মোসাদ্দেক আলী ফালু আর হারিস চৌধুরী যে ভাবে "আঙ্গুল ভুলে কলা গাছ" হয়েছেন, শেখ হাসিনার কোনো একান্ত সচিবের বেলায় তার কিছুই হয়নি ৷ তা ছাড়া বাংলাদেশের ধনী লোকদের তালিকা করলে দেখা যাবে যে তাদের ৭০% বিএনপির রাজনীতির সাথে জড়িত, যাদের বেশির ভাগ দুর্নীতি করে ধনী হয়েছে ! দুর্নীতিতে বিএনপি পর পর তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আর আওয়ামী লীগ সেই কালিমা থেকে বাংলাদেশকে মুক্তি দিয়ে দেশকে ৪০ নম্বরে নিয়ে এসেছিলো !
সাত. বর্তমান আওয়ামী লীগ সরকার নাকি বস্তাভর্তি টাকার বিনিময়ে, ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে! বিএনপি-জামাত গত নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর থেকেই এই মিথ্যাচার করে আসছে৷ মইন -ফখরুদ্দিন গং যদি বিএনপিকে ইচ্ছে করেই হারাতো, তা হলেতো খালেদা জিয়া পাচ পাঁচটি আসনে জিততে পারতেননা! জে : মইন এর ভাই সহ তখনকার তত্ত্বাবধায়ক সরকারের শুভাকাংখী ফেরদৌস কোরেশী, মান্নান ভুইয়া, বদরুদ্দোজারা সহজেই জিতে যেতেন যদি সত্যি কোনো ষড়যন্ত্র হয়ে থাকতো! নির্বাচনে "গো হারা" হয়ে "নাচতে না জানলে উঠান বাঁকা" র মতই যুক্তি দেখাচ্ছে বিএনপি !

আরো অনেক কিছু নিয়েই বর্তমান সরকারের বিরুদ্ধে বিএনপি-জামাত মিথ্যাচার করে আসছে, সরকার বিরোধী আন্দোলনে কোনো ইস্যু না পেয়ে গলাবাজি আর অপপ্রচারই তাদের একমাত্র অস্ত্র এখন! কিন্তু আগামী দিনের নেতা ডিজিটাল বাংলাদেশের অগ্রপথিক সজীব ওয়াজেদ জয়ের সময়োপযোগী হস্তক্ষেপে বিরোধীদলের লাগামহীন অপপ্রচারে ভাটা পরেছে! বিলবোর্ড , সামাজিক মিডিয়া আর টিভি টক-শোতে বর্তমান সরকারের অভূতপূর্ব সফলতার সচিত্র প্রতিবেদনে বিএনপি-জামাত এখন দিশেহারা ! 

বাংলাদেশ সময় ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৩
এমএমকে











__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] No room for terrorism in Islam: Grand Mufti in Hajj sermon (2013) :শান্তিময় অসাম্প্রদায়িক বিশ্ব প্রতিষ্ঠা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান !



No room for terrorism in Islam: Grand Mufti in Hajj sermon

Monday, 14 October 2013


গতকাল আরাফার ময়দানে বিশ্বের লাখ লাখ আল্লাহ প্রেমিকের এক মহাসম্মিলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মিলনে চলমান বিশ্বের প্রেক্ষাপট তুলে ধরে খুতবা প্রদান করেন সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলে শায়খ । খুতবায় তিনি সিরিয়াসহ আরববিশ্বের বিভিন্ন দেশের সহিংসতার বর্ণনা তুলে ধরেন। তিনি মুসলমানদের উদ্দেশ্যে বলেন, বিভক্তি, বিশৃঙ্খলা এবং সাম্প্রদায়িকতা ত্যাগ করতে হবে কুরআন হাদীসের মূলনীতির ভিত্তিতে বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি আহ্বান জানান। ধর্মের শিক্ষার অনুসরণ ছাড়া কোন শান্তি মিলবে না উল্লেখ করে তিনি পরস্পর ভেদাভেদ ভুলে গিয়ে শান্তিময় অসাম্প্রদায়িক বিশ্ব প্রতিষ্ঠা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ............
Makkah, October 14:

Delivering the Haj sermon from Masjid-e-Nimra, Grand Mufti Sheikh Abdul Aziz on Monday said Islam was a religion of peace and condemned terrorism in all its forms and manifestations.

"Hell is the final abode for those spilling the blood of innocent human beings. Islam doesn't allow terrorism at any cost. Islam condemns violence and terrorism plaguing the world today. Muslims should demonstrate love for peace and unity," the Grand Mufti said.

He said Muslims throughout the world were going through difficult times and stressed that the global economic crisis could be controlled if the Islamic economic system was adopted. "Muslims should support the community by investing in their businesses," he urged.

According to the Grand Mufti, Muslims were facing problems because they had forgotten the teachings of the Holy Prophet (PBUH). He said the life of the Holy Prophet (PBUH) carried a solution to every problem. He called upon the Muslims to remain united, as success lay in their unity.

The Grand Mufti said: "The Holy Quran is the ultimate guidance for the entire humanity which should be implemented and acted upon.""Oh Muslims be God-fearing, adopt taqwa (fear of Allah), shun earning money through un-Islamic means, hold fast to the rope of Allah and don't divide into diverse schools of thought, get united against injustice," the chief mufti urged hundreds of thousands of pilgrims.

Regarding the prevailing world economic crisis, he said Islam had given a comprehensive system of economy and urged the international community to strictly follow the Islamic economic system to resolve the crisis.

The Grand Mufti asked the leaders of the Muslim world to do their duties efficiently in line with Islamic teachings and spend all their resources on the welfare of their nations. He also urged the Muslim states to strengthen their military institutions. — INP

AFP adds: Some 1.5 million pilgrims thronged Mount Arafat in Saudi Arabia on Monday for the high point of the annual Haj, praying for an end to disputes and bloodshed.Helicopters hovered overhead and thousands of troops stood guard to organise roads flooded with men, women and children.

Chanting "Labbaik Allahuma Labaik" (I am responding to your call, God), many of them camped in small colourful tents and took shelter undertrees to escape temperatures of around 40 degrees Celsius (104 Fahrenheit). Special sprinklers were set up to help cool the pilgrims.

In his annual sermon, top Saudi cleric Sheikh Abdulaziz al-Sheikh urged Muslims to avoid divisions, chaos and sectarianism, without explicitly speaking of the turmoil unleashed by the Arab Spring.

"Your nation is a trust with you. You must safeguard its security, stability and resources," the cleric, who heads Saudi Arabia's highest religious body, said in an address to the Muslim world.

"You should know that you are targeted by your enemy... who wants to spread chaos among you ... It's time to confront this."Attendance is sharply down from last year, due to fears linked to the MERS virus and to multi-billion-dollar expansion work at the Grand Mosque to almost double its capacity to around 2.2 million worshippers.

Governor of Mecca province and head of the central Haj committee Prince Khaled al-Faisal said 1.38 million pilgrims had arrived from outside of the kingdom while only 117,000 permits were issued for domestic pilgrims.

This puts the total number of pilgrims this year at almost 1.5 million, less than half of last year's 3.2 million, after Riyadh slashed Haj quotas.

Prince Khaled told the official SPA news agency late Sunday that authorities had ousted 70,000 nationals and expatriates for not carrying legal permits and had arrested 38,000 others for performing Haj without a permit.

Authorities have also seized as many as 138,000 vehicles for violating the Haj rules, and owners will be penalised, the prince said.Saudi health authorities have stressed that no cases of the Middle East Respiratory Syndrome (MERS) virus have been detected so far this pilgrimage.

The disease has killed 60 people worldwide, 51 of them in Saudi Arabia.The pilgrims arrived at Arafat from nearby Mina where most of them spent the night following the traditions of the Prophet Mohammed, who performed the rituals 14 centuries ago.

They had moved to Mina on Sunday from the holy city of Mecca, home to the Grand Mosque, Islam's holiest place of worship, which houses the cube-shaped Kaaba towards which all Muslims pray five times daily.

On reaching Arafat, they crowded onto the hill and the vast plain surrounding it to pray until sunset, when they are due to set off for Muzdalifah for a ritual on Monday symbolising the stoning of the devil.

'End to disputes and bloodshed'"I will pray the whole day for God to improve the situation for Muslims worldwide and an end to disputes and bloodshed in Arab countries," 61-year-old Algerian pensioner Saeed Dherari said.

"I hope that God will grace all Muslims with security and stability," said 75-year-old Ahmad Khader, who hails from the southern Syrian province of Daraa.

"The regime is tyrannical and I pray for God to help the oppressed people," he said, referring to Syrian President Bashar al-Assad's embattled government.

Egyptian Ahmad Ali, who is performing Haj for the first time, prayed for peace after hundreds were killed in recent months in fighting between the security forces and the supporters of ousted president Mohamed Morsi.

"I pray for Egypt to enjoy security and stability and for the people to reach understanding and reconciliation," Ali told AFP.The Haj, which officially ends on Friday, is one of the five pillars of Islam that every capable Muslim must perform at least once.

http://www.siasat.com/english/news/no-room-terrorism-islam-grand-mufti-hajj-sermon

http://www.thenews.com.pk/Todays-News-13-26093-No-room-for-terrorism-in-Islam-says-Grand-Mufti





__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [mukto-mona] কুরবানির অর্থনীতি





Everything is fine, but, do we need to see such details of the sacrificed animal's body parts on international TV channels? They have been showing piles of intestines, stools, bones, skins, etc. over and over. Could this be due to public interest? Could this be a part of the celebration? I doubt; I can't imagine - why would anybody like to see such details of those gory images of animal body parts on TV? I stopped watching Bangla news.

Jiten Roy


On Wednesday, October 16, 2013 6:04 PM, SyedAslam <Syed.Aslam3@gmail.com> wrote:
 

হাসান মামুন

কুরবানির অর্থনীতি

অক্টোবর ১৬, ২০১৩
011ঈদের আগের রাতে রাজধানীর ফাঁকা রাস্তা দিয়ে রিকশায় ফিরতে ফিরতে দেখা গেল, লোকজন সদ্য কেনা গরুর সঙ্গে হাঁটতে হাঁটতে, কেউ কেউ প্রায় দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। সস্তায় গরু কিনেছেন তাদের অনেকে। দাম শুনে রাস্তার লোক বলাবলি করছে, 'গতকালের (অর্থাৎ সোমবারের) চেয়ে দাম অনেক কম'।
কোরবানির পশুর দাম বা ওজন নিয়ে নাকি কথা বলতে নেই। তবু লোকে বলে। কেউ তো আর ইচ্ছা করে ঠকতে চায় না। দক্ষ ক্রেতার ওপর তাই ভার দেওয়া হয় গরু-ছাগল কেনার। তারা দিনক্ষণ বুঝে হাটে যান। এ হাট থেকে সে হাটে ঘোরেন। 'হাসিল' এড়াতে এদের কেউ কেউ পথের পাশ থেকেও কিনে ফেলেন কাঙ্ক্ষিত পশুটি।
সোমবার ছিল ঈদের আনুষ্ঠানিক ছুটির শুরু, যদিও সেটি আসলে ছিল বিজয়া দশমীর ছুটি। চাকরিজীবীরা এদিন বাজারে গেছেন দল বেঁধে। অর্থশাস্ত্রে এটাকে বলে 'ডিমান্ড সাইড' শক্তিশালী হওয়া। এর প্রায় অনিবার্য পরিণতিতে পণ্যের দাম বেড়ে যায়। কোরবানির পশুর হাটেও এটি ঘটেছে এবার।
এর আগের দিন পর্যন্ত বেপারিরা নাকি অনেক ক্ষেত্রে কেনা দাম বা এমনকি লোকসানে গরু বেচে দিয়েছেন। ক্রেতারা 'ফেসটিভ মুডে' একযোগে হামলে পড়ার দিন সোমবারে এর কিছুটা উসুল নিতে সচেষ্ট হবেন তারা, এটাই স্বাভাবিক। অনেকে বলছেন, ওইদিন 'সিন্ডিকেটবাজি' হয়েছে গরুর বাজারে।
সিন্ডিকেটবাজির কথা আমরা অনেক ক্ষেত্রেই তুলছি, কিন্তু প্রমাণ দিতে পারছি না। বহু বিক্রেতা যে বাজারে একসঙ্গে পণ্য নিয়ে আসেন, সেখানে মোবাইল ফোনের এ যুগেও সিন্ডিকেটবাজি কিন্তু কঠিন। মার্কেট ফোর্স বা বাজারশক্তি বলে একটা ব্যাপার তো রয়েছে।
মহাসড়কে যানজটও সত্য। এসব অস্বীকার করা যায় না। যায় না বলে ঠিক এর পরদিনই, মঙ্গলবারে রাজধানী ও এদিককার হাটে ছিল গরুর ব্যাপক সরবরাহ। গরু যারা কিনে এনেছেন, তাদের তো শেষদিনের বাজারটা ধরতে হবে। দামও কমে এসেছে এতে।
যারা ঈদের আগের দিন দুপুরের পর হাটে গেছেন, তারা মোটামুটি জিতেছেন। তবে শর্ত আছে– তাদের হতে হবে দক্ষ ক্রেতা। দক্ষ ক্রেতা হয়েও সোমবার অনেকে 'বেশি দামে' গরু কিনতে বাধ্য হয়েছেন। তারা কিন্তু ভালো দাম দিয়েছেন নানা স্থান থেকে গরু নিয়ে আসা বেপারিদের।
এক ব্যাচ জুনিয়র ঢাবির অর্থনীতির এক ছাত্রকে জানি। সোমবার বেশি দামে গরু কেনার দলে রয়েছেন তিনি। বললেন, 'আয়ের পুনর্বণ্টনের যে ধারণা রয়েছে, তার কিছুটা প্রয়োগ ঘটিয়েছি আমি'! তিনি মনে করেন, গত কোরবানি ঈদে অনেকে লোকসান দেওয়ার পর এবার বেপারিরা মুনাফা করতে পারলেই ভালো হত। 'মধ্যস্বত্বভোগী' বলে তিনি এদের গাল দেওয়ার বিরুদ্ধে।
সত্যিই তো, কৃষক বা খামারিদের কাছ থেকে শহরে-বন্দরে গরু নিয়ে আসা এ বেপারিরা না থাকলে কী হত? এত গরু-ছাগল কোরবানি দিতাম কীভাবে? কীভাবেই বা বছরের পর বছর সংগৃহীত হত এত পশুর চামড়া? সারা বছরের চামড়া সংগ্রহের একটা বড় অংশই আমরা পাই কোরবানি ঈদের সময়টায়।
চামড়া প্রক্রিয়াকরণ ও চামড়াজাত পণ্য উৎপাদন, বিপণন ও রফতানিতে আমরা কিন্তু ভালো করছি। যে পরিমাণ চামড়া সংগৃহীত হচ্ছে, তার উল্লেখযোগ্য অংশ ব্যবহারও করতে পারছি না। সেগুলো হচ্ছে রফতানি। রফতানি না করে তা দিয়ে আরও বেশি চামড়াজাত পণ্য বানাতে পারলে সেটি বড় ঘটনা হয়ে উঠবে অর্থনীতিতে। কর্মসংস্থান ও আয় বাড়বে এ খাতে।
কে না জানে, প্রতিবেশি দেশ বিশেষত ভারত থেকে কোরবানির হাটে উল্লেখযোগ্য সংখ্যক গরু ওঠে। অনেকে ভুল করে বলি, এগুলো আমদানি হয়! প্রকৃতপক্ষে ভারতে রফতানি নিষিদ্ধ এ পণ্যটি চোরাপথে আসে এখানে। সীমান্তের এপারে একটি অদ্ভুত প্রক্রিয়ায় বৈধ করে এগুলো পাঠানো হয় দেশের ভেতরে।
চরম ভারতবিরোধী লোকজনও এর বিরোধিতা করে না। তারা ভালো করে জানে, কোরবানির হাটে ভারতীয় গরু ঠিকমতো না উঠলে এর দাম যাবে বেড়ে। দেশে উৎপাদিত ছাগলের দামেও পড়বে এর প্রভাব। তারা জানে, প্রতিদিন মাংসের চাহিদাও অনেকখানি পূরণ হচ্ছে সীমান্তপথে আসা গরুর কারণে।
গোমাংসের দাম মোটামুটি স্থিতিশীলও রয়েছে এজন্য। দেশে চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন পরিস্থিতিও ঠিকঠাক রয়েছে প্রতিবেশি দেশের গরু আসছে বলে। হুণ্ডিতে বা স্বর্ণে যেভাবেই পরিশোধ করা হোক, এজন্য আমরা ভালো দাম দিচ্ছি তাদের। এ ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রাখছে মধ্যস্বত্বভোগীরা। সীমান্তে তারাই মূলত গুলি খেয়ে মরছে বিএসএফের। এ বড় নিষ্ঠুর সত্য।
দেশের ভেতরও কোরবানির হাটে তোলার জন্য গরু তৈরি করাটা বেড়েছে। কসাইকে সরবরাহের জন্যও গরু মোটাতাজাকরণ চলছে দেশে। এ কাজে নিয়োজিতদের বিরুদ্ধে সময়ে সময়ে ওঠে নানা অভিযোগ। এর সত্যাসত্য নির্ণীত হয় না অনেক সময়।
খাদ্যপণ্য তৈরি ও সরবরাহে গোলমাল করতে আমরা যেন অভ্যস্ত হয়ে না পড়ি, সেটি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। ব্যবসায়ী, বিশেষত তাদের সমিতিরও দায়িত্ব রয়েছে। সেটি মূলত নৈতিক। সরকারের দায়িত্বটা আইনি। তারা ব্যবসা করবেন না, ব্যবসা ঠিকমতো পরিচালিত হওয়াটা নিশ্চিত করবেন।
যেসব কারণে আমরা তাদের ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় বসাই, এটি হল তার একটি। সরকারের কাজ বিভিন্ন রকম মাংসের দাম বেঁধে দেওয়া নয়, এর দাম যেন সহনীয় থাকে, সেটি নিশ্চিত করা। এ ক্ষেত্রে সরকার নিশ্চয়ই পারে ভারতীয় গরুর ওপর নির্ভরতা কমিয়ে দেশেই গরু-মহিষ উৎপাদন বাড়ানোর ব্যবস্থা করতে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলে আমাদের একটি দফতর রয়েছে। এটিকে লোকে আজকাল আর ছোট করে দেখে না। এক সময় দেখত, গুরুত্ব বুঝে উঠতে পারত না বলে। একটি বিজনেস ডেইলি মাঝে খবর দিয়েছিল, চাষের মাছ উৎপাদনে আমরা নাকি নাম করেছি বিশ্বে। তারপরও সত্য যে, ভারত ও মিয়ানমার থেকে বিপুল পরিমাণ মাছ আনি আমরা। বিধিবদ্ধ উপায়েই তা আমদানি হয়ে থাকে।
এভাবে গরু আমদানি করা গেলে এর দাম বেশি না কম পড়ত, সেটি সংশ্লিষ্টরাই ভালো বলতে পারবেন। মিডিয়ায়ও এ নিয়ে কথা হয় কম। কিন্তু সত্যটা স্বীকার করে নিয়ে আমাদের কি উচিত নয় গরু-মহিষের উৎপাদন বাড়ানো?
গৃহায়ণ ও শিল্পায়নের চাপে গোচারণভূমি কমে এসেছে আমাদের। কৃষিজমিই তো কমে আসছে দ্রুত। এ অবস্থায় অগত্যা খামারে গরু-মহিষ উৎপাদনে মনোনিবেশ করতে হবে। উন্নত জাত চাই এবং হ্যাঁ, মহিষের উৎপাদন বৃদ্ধিও প্রয়োজন। কোরবানির পশুর হাটে না থাকলেও কসাইয়ের কাছে এর কদর রয়েছে। কসাইকে আমরা দোষ দিতাম না, যদি তারা গরু-মহিষ আলাদা করে বেচতেন। এ ক্ষেত্রেও সরকার, বিশেষত স্থানীয় প্রশাসনের ভূমিকা দেখতে চাইব।
গরু-মহিষের মাংস আলাদা বিক্রির ব্যবস্থা করা গেলে মহিষও মর্যাদা পাবে। মহিষের জাত উন্নয়নে প্রচেষ্টা গ্রহণের একটি খবর মাঝে দেখতে পেয়েছিলাম। ভালো জাতের ছাগল উৎপাদন বৃদ্ধিতেও মনোযোগ চাই। মহিষ ও ছাগলের দুধ আলাদাভাবে বিক্রির উদ্যোগও নিতে হবে। এগুলোর মাংস ও দুধ কি পুষ্টিহীন, নাকি খাওয়ার অযোগ্য? এ লক্ষ্যে প্রচারণাও কিন্তু পরিলক্ষিত হয় না। তাতে কে কীসের মাংস আর দুধ খাচ্ছেন, ঠিকমতো জানতে পারছেন না সেটা।
কাবাব নাকি ভালো হয় মহিষের মাংস দিয়ে। দামে কিছুটা সস্তা বলেও কাবাবে বা রেস্তোরাঁয় এর ব্যবহার বেশি। এত যে মিষ্টি উৎপাদন বেড়েছে দেশে আর তাতে বেড়েছে ছানার ব্যবহার, সে ক্ষেত্রে মহিষের দুধ কি ব্যবহৃত হচ্ছে না? এতে দোষের কিছু নেই। দোষ রয়েছে স্বচ্ছতা না থাকাটায়।
স্বচ্ছভাবে আমরা একটা নীতি গ্রহণ করতে পারি যে, আগামী চার-পাঁচ বছরে অন্তত কোরবানির হাটের সিংহভাগ গরু যেন দেশেই উৎপাদন করতে পারি। প্রতিবেশি দেশ থেকে ছোট গরু আসার পর এখানে ব্যাপকভাবে মোটাতাজাকরণ হলেও কর্মসংস্থানের দিক থেকে সেটি অর্থবহ হবে।
আমাদের নীতিনির্ধারকরা প্রায়ই বলেন, গ্রামের লোক যেন শহরে এসে ভিড় না করে, তা নিশ্চিত করতে গ্রামেই এদের সুখ-সুবিধার ব্যবস্থা করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগ ও নেত্রী হিসেবে শেখ হাসিনা এ কথাটা বেশি করে বলেন। বিএনপিও মনে হয় না এ বিষয়ে আপত্তি করবে।
কৃষিতে স্বনির্ভরতা অর্জনে আওয়ামী লীগ সরকার যে পথ দেখিয়েছিল, পরবর্তী মেয়াদে বিএনপি কিন্তু তা অনুসরণ করেছে। প্রাণিসম্পদ উন্নয়নেও একে অপরকে অনুসরণ করতে পারে। এ ক্ষেত্রে সরকার বদল হলেও আমরা দেখতে চাইতে পারি 'নীতির ধারাবাহিকতা'।
কোরবানির হাটে তোলার জন্য গরুর লালন-পালন বাড়ুক দেশে। নীতিগত সহায়তা জুগিয়ে এ ক্ষেত্রে ব্যয় কমানোর ব্যবস্থা করা হোক। নইলে প্রতিবেশি দেশ থেকে গোসম্পদ 'আমদানি'র প্রবণতা ঝুঁকিপূর্ণ হলেও সেটি কমবে না। ওই কাজে বিনিয়োগ বরং বাড়বে।
মানুষ ও আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশে পশু কোরবানি কী হারে বাড়ছে, সেটি তো খালি চোখেই দেখা যায়। এ সময়ে শহর-বন্দরে গরু-ছাগল প্রসেস করার লোকের চাহিদাও বেড়ে উঠছে দ্রুত। নিজের হাতে এসব কাজ সেরে ফেলার প্রবণতা কমছে বৈকি।
সেটি এক দিক থেকে ভালোই। কসাইসহ একশ্রেণির লোক মাংস কাটাকাটিতে নিয়োজিত হয়ে কিছু অর্থ উপার্জন করছে। অবস্থা এমন দাঁড়াচ্ছে যে, ঈদের পরদিনও তাদের অনেকের ডাক পড়ে। দক্ষতার উন্নয়ন প্রয়োজন এদেরও। তাহলে আমরা আরও বেশি হারে ত্রুটিমুক্তভাবে খসানো চামড়া পাব।
এ অঞ্চলের গরুর চামড়ার মান ভালো। গোসম্পদ উন্নয়নে এদিকেও দৃষ্টি রাখতে হবে। পর্যাপ্ত মাংস ও মানসম্মত চামড়া দুটোই চাই আমরা। যেসব দেশ ভালো মানের চামড়াজাত পণ্য তৈরি করে, তারাও চামড়া নিচ্ছে আমাদের দেশ থেকে।
গরুর মাংস পেলেও চামড়া অবশ্য অনেক ক্ষেত্রে ধরে রাখতে পারি না আমরা, বিশেষত কোরবানির সময়ে। এ ক্ষেত্রেও ভালো ব্যবস্থাপনা থাকা চাই সরকারের। সীমান্তবর্তী প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সতর্কতাও এ সময়ে জরুরি। গরুর দাম কমে গেলে, বেশি কোরবানি হলে চামড়ার দাম অনেক সময় কিন্তু পড়ে যায়।
ট্যানারিগুলো চাইবেই কম দামে গরু-ছাগলের চামড়া পেতে। স্থানীয় পর্যায়ে চামড়া সংগ্রহকারী ও পরবর্তী ক্রেতাদেরও মুনাফা হওয়া চাই। নইলে গরুর বেপারির মতোই ব্যবসায় তারা উৎসাহ হারাবেন।
গেল বার কম দামে গরু বেচতে বাধ্য হয়েও এবার রাজধানীসহ বড় বড় শহরে কম পশু তোলেননি তারা। ঈদের দিনও তাদের একাংশ গরু-ছাগল বিক্রি করবেন। কতটা ভালো দাম পাবেন তারা, সেটি নির্ভর করছে চাহিদার ওপর। এজন্য কত টাকা খাটিয়েছেন, তার ওপর নয়।
গরুর বেপারিরা কি ভেবেছিলেন সামনেই জাতীয় নির্বাচন বলে বেশি বেশি বেচাবিক্রি হবে এবার? নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতা ও উত্তেজনার খবর তাদের অজানা থাকার কথা নয়। তাহলে কি উৎসাহিত হয়েছিলেন বেশি রেমিট্যান্স আসার খবরে?
দেশেও আয় বেড়েছে মানুষের। একসময় ভাগে কোরবানি দিতেন, এমন অনেকে এখন আস্ত গরু দিচ্ছেন। গরিবের মাঝে মাংস বিলিবণ্টনও বেড়েছে। এর একাংশ কম দামে চলে যাবে রেস্তোরাঁয়।
এ সব কিছু মিলিয়ে কোরবানি ঈদে আয়ের পুনর্বণ্টন কতটা হল, সেদিকেই দৃষ্টি রাখতে হবে। চামড়ার দামের দিকেও দৃষ্টি রাখা দরকার এজন্য যে, এ থেকে অর্জিত টাকাটা পেয়ে আসছে সমাজের বঞ্চিতরা। এদের সংখ্যা কমাতে অবশ্য কার্যকর কর্মসংস্থানের ব্যবস্থাই করতে হবে।
পরিবর্তিত পরিস্থিতিতে গার্মেন্টসের মতো রফতানিমুখী চামড়াজাত পণ্য (যেমন, পাদুকা) উৎপাদন বাড়ানোর নাকি বিরাট সুযোগ রয়েছে আমাদের। গরু-মহিষ পালন বাড়িয়ে তোলার পাশাপাশি এদিকেও যেন থাকে সজাগ দৃষ্টি।





__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___