Banner Advertiser

Sunday, August 10, 2014

Re: [mukto-mona] মৃত্যুদণ্ড : অরুন্ধতী রায়, বিবিসি ও হুমায়ূন আহমেদের রায়



1. Arundhati Roy has issues. One, did Afzal Guru get justice? Two, is death penalty a right thing? Guru has already been hanged. But unofficial investigation can still be pursued to see if Parliament attack and subsequent Afzal Guru prosecution was a conspiracy. Arundhati Roy being a human rights activist can think about such an unofficial investigation. If Afzal Guru was really involved in the terrorist attack, should he have been hanged? To the Independence seeking Kashmiris, Guru would have been a hero and he was a hero to Arundhati Roy also. But to India he was nothing but a terrorist and the judges had to act according to Indian constitution which like many countries including USA (UK is an exception) allows death penalty.
2. Beheading of the princess and her fiancée is not comparable here. It was barbaric. In civilized standard, they did not deserve any punishment at all.
3. The behavior of the character in Humayun Ahmad's story has more than one explanation. For example, there are supernatural things that are beyond the scope of science. I don't know at what stage of his life, Humayun Ahmad wrote the story. Was he getting mentally week as he was aging? We may also look for psychoanalytical explanation. The judge had been listening to the witnesses, defendants, and the plaintiffs, and had been reading the various documents during the prosecution. Somehow in his subconscious mind he got a clue that the real criminal could be the girl's father and that is what he dreamt. 
4. Very often we hear news that a person was wrongly convicted and has already spent long time in jail or even has already been given the death penalty. This only tells us how imperfect human judgment can be. This is true not only for death penalty, it is also true for any form of punishment. But death penalty is a period on one's life and this makes review of the case and correction of the convict make irrelevant.  


On Thursday, August 7, 2014 5:03 PM, "'Jamal G. Khan' M.JamalGhaus@gmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 


মৃত্যুদণ্ড : অরুন্ধতী রায়, বিবিসি ও হুমায়ূন আহমেদের রায়

মৃত্যুদণ্ড : অরুন্ধতী রায়, বিবিসি ও হুমায়ূন আহমেদের রায়

শফিক রেহমান
৭ আগস্ট ২০১৪, বৃহস্পতিবার, ৭:৩৬
অরুন্ধতী রায়ের জন্ম হয়েছিল ২৪ নভেম্বর ১৯৬১ তে, শিলং, মেঘালয়ে। ২৬ বছর বয়সে দি গড অফ স্মল থিংস (The God of Small Things) বইটি লেখার জন্য ১৯৯৮-এ তিনি ম্যান বুকার প্রাইজ পেয়ে বিশ্ব খ্যাতি পান। তারপর থেকে তিনি মানবাধিকার রক্ষায় সক্রিয় আছেন, বিশেষত কাশ্মিরিদের স্বাধিকার আন্দোলন সমর্থন এবং ইসরেলিদের দমন নীতির কড়া সমালোচনা করছেন। ইনডিয়াতে তিনি বিভিন্ন সাহসী ভূমিকা নিয়েছেন ও বক্তব্য রেখেছেন।
সাম্প্রতিক একটি রচনায় অরুন্ধতী রায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে লিখেছেন। এই লেখাটি তার সাহসের সর্বশেষ নিদর্শন।
নিচে লেখাটির ভাষান্তর প্রকাশিত হলো :
শিরোনাম : দি হ্যাংগিং অফ আফজাল গুরু ইজ এ স্টেইন অন ইনডিয়ান ডেমক্রেসি (The hanging of Afzal Guru is a stain on India's democracy, আফজাল গুরুর ফাসি ইনডিয়ার গণতন্ত্রের একটি কলঙ্ক)।
সাবহেডিং : আফজাল গুরুর বিরুদ্ধে মামলায় বিরাট সব ত্রুটি সত্ত্বেও ইনডিয়ার সব প্রতিষ্ঠান একজন কাশ্মিরি 'টেররিস্ট'-কে মৃত্যুর মুখে ঠেলে দিতে ভূমিকা রেখেছে।
শনিবারে দিল্লিতে বসন্ত তার আগমন বার্তা ঘোষণা করেছে। তখন সূর্যের আলোতে দিল্লি ভাসছিল। আর আইন তার নিজস্ব গতিতে এগিয়ে গেল। ব্রেকফাস্টের একটু আগে ইনডিয়ান সরকার গোপনে আফজাল গুরুকে ফাসি দিল। ডিসেম্বর ২০০১-এ ইনডিয়ার পার্লামেন্ট ভবনের বিরুদ্ধে যে সন্ত্রাসী হামলা হয়েছিল সে বিষয়ে প্রধান অভিযুক্ত ব্যক্তি ছিলেন আফজাল গুরু। ফাসির পর দিল্লির তিহার জেলখানায় আফজালের মরদেহ কবর দেয়া হয়। ওই জেলে ১২ বছর যাবত আফজাল সলিটারি কনফাইনমেন্টে ছিলেন, অর্থাৎ তাকে এক যুগ নির্জন কারাবাস করতে হয়েছিল। আফজালের স্ত্রী ও তার ছেলেকে এই ফাসির বিষয়ে খবর দেয়া হয়নি। মিডিয়াকে ইনডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্পিড পোস্ট ও রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আফজালের পরিবারকে কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে। জম্মু ও কাশ্মিরের ডিরেক্টর জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি যেন চেক করেন আফজালের পরিবার সেটা পেয়েছে কিনা। 
তার এই নির্দেশ এমন কোনো বিগ ডিল না। তার কাছে কাশ্মিরি টেররিস্টদের মধ্যে আফজালরা আরো একটি পরিবার মাত্র।

আইনের শাসন বা Rule of Law র এই বিজয় উদযাপনে ইনডিয়ান জাতির মধ্যে, বিশেষত প্রধান রাজনৈতিক দলগুলো যেমন, কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও কমিউনিস্ট পার্টি অফ ইনডিয়া (মার্কসবাদী) প্রভৃতির মধ্যে একতা দেখা গেছে যা সচরাচর দেখা যায় না। যদিও "বিলম্ব" (Delay) এবং 'ঠিক সময়' (Timing) বিষয়ে এদের মধ্যে কিছু মতানৈক্য ছিল। টিভি স্টুডিওগুলো থেকে সরাসরি সম্প্রচার বা লাইভ ব্রডকাস্টে "গণতন্ত্রের বিজয়" সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে। এসব সম্প্রচারে সাধারণত যে ধরনের মিকশ্চার থাকে তাই ছিল। অর্থাৎ, তীব্র আবেগের সঙ্গে মেশানো ছিল দুর্বল সব তথ্য। ফাসি হওয়ায় আনন্দ প্রকাশের জন্য দক্ষিণপন্থী হিন্দু জাতীয়তাবাদীরা মিষ্টি বিতরণ করে এবং দিল্লিতে যেসব কাশ্মিরি প্রতিবাদের জন্য সমবেত হয়, তাদের পেটায়। এই সময়ে সমবেত মেয়েদের প্রতি তাদের বিশেষ নজর ছিল। আফজালের মৃত্যু হলেও টিভি স্টুডিওতে ভাষ্যকাররা এবং রাস্তায় গুন্ডারা এমনভাবে ছিল যে মনে হচ্ছিল তারা কাপুরুষ যারা দলবদ্ধ হয়ে শিকার খুজে বেড়াচ্ছে এবং নিজেদের সাহস বজায় রাখার জন্য পারস্পরিক সাহায্য চাইছে।
কারণ হয়তো তারা হৃদয়ের গভীরে জানে একটা ভয়ংকর অন্যায়ের পথে তারা যোগসাজশে কাজ করেছে।
ফ্যাক্টস কি? কি হয়েছিল ১৩ ডিসেম্বর ২০০১-এ দিল্লিতে?
ওই দিন পাচ সশস্ত্র ব্যক্তি গাড়ি চালিয়ে গেইট পেরিয়ে ইনডিয়ান পার্লামেন্টের সামনে চলে গিয়েছিল। তাদের গাড়িতে বোমা ফিট করা ছিল। তাদের চ্যালেঞ্জ করা হলে তারা গাড়ি থেকে লাফ দিয়ে বেরিয়ে এসে গুলি ছুড়তে থাকে। ফলে নিরাপত্তা বাহিনীর আটজন এবং একজন মালি মারা যায়। এর পরে যে বন্দুকযুদ্ধ হয় তাতে ওই পাচজনই নিহত হয়।
পরবর্তী কালে আফজালকে যখন পুলিশ হাজতে নেয়া হয় তখন সে নিহতদের, মোহাম্মদ, রানা, রাজা, হামজা ও হায়দার রূপে শনাক্ত করে স্বীকারোক্তি দেয়। তবে বাধ্য হয়ে দেওয়া এই স্বীকারোক্তির বিভিন্ন বিবরণ বেরিয়েছে যার ফলে বলা মুশকিল কোন স্বীকরোক্তিটি সত্যি।

আমরা তাদের সম্পর্কে শুধু এটুকুই জানি। ওই নিহতদের পুরো নামগুলো আমরা জানি না। ওই সময়ে বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এল কে আদভানি। তিনি একটি বিবৃতিতে বলেন, ওদের চেহারা দেখে মনে হচ্ছিল ওরা পাকিস্তানি (Looked like Pakistanis)। তার অবশ্য জানা উচিত ছিল পাকিস্তানিরা দেখতে কেমন, কেননা তার নিজেরই জন্ম হয়েছিল সিন্ধু প্রদেশে, যেটা এখন পাকিস্তানে।

হাজতে আদায় করা আফজালের স্বীকারোক্তির ভিত্তিতে তদানীন্তন ইনডিয়ান সরকার পাকিস্তান থেকে তার রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনে এবং পাকিস্তানি সীমান্তে পঞ্চাশ লক্ষ সৈন্য মোতায়েন করে। দুই দেশের মধ্যে পারমানবিক যুদ্ধ বেধে যাবে এমন কথা ওঠে। ইনডিয়াতে অবস্থানরত বিদেশি এমবাসিগুলোকে তাদের স্টাফদের চলাচল বিষয়ে সতর্ক উপদেশ দেওয়া হয়। কিছু দূতাবাস তাদের কর্মচারিদের দিল্লি থেকে স্বদেশে পাঠিয়ে দেয়। পাকিস্তান ও ইনডিয়ার এই মুখোমুখি অবস্থান কয়েক মাস যাবৎ বজায় থাকে এবং এর ফলে ইনডিয়ার কোটি কোটি টাকা খরচ হয়। পরে ইনডিযার সুপৃম কোটৃ আফজাল গুরুর ওই স্বীকারোক্তি নাকচ করে দেয়। সুপৃম কোর্ট বলে ওই স্বীকারোক্তিতে "ত্রুটি" ছিল এবং "পদ্ধতিগত স্বাধীনতা লংঘিত হয়েছিল।

ওই ঘটনার ২৪ ঘন্টার মধ্যে দিল্লি পুলিশের স্পেশাল সেল (Special Cell) দাবি করে যে তারা রহস্য উদঘাটন করেছে। 
এই দিল্লি পুলিশ ভুয়া "এনকাউন্টার" হত্যাকান্ডের জন্য কুখ্যাত। টেররিস্ট রূপে যাদের সন্দেহ করা হয় তাদের "এনকাউন্টারে" মেরে ফেলা হয়। ১৫ ডিসেম্বরে দিল্লি পুলিশ দাবি করে তারা এই ঘটনার পেছনের "মাস্টারমাইন্ড", প্রফেসর এস.এ. আর গিলানিকে দিল্লিতে এবং শওকত গুরু ও তার জ্ঞাতিভাই আফজালকে শ্রীনগর, কাশ্মিরে গ্রেফতার করেছে। তারপর তারা শওকতের স্ত্রী আফসান গুরুকে গ্রেফতার করে। ইনডিয়ান মিডিয়া অতি উৎসাহ নিয়ে পুলিশের এই বিবৃতি বিভিন্ন রূপে প্রকাশ করে। যেমন কিছু হেডলাইন ছিল, "দিল্লি ইউনিভার্সিটি লেকচারার ছিলেন সন্ত্রাসী প্ল্যানের প্রধান ব্যক্তি", "ভার্সিটি ডন পরিচালিত করেছেন ফিদাইনদের", "ফৃ টাইমে ডন সন্ত্রাস বিষয়ে লেকচার দিতেন।" একটি জাতীয় নেটওয়ার্ক জিটিভি ডিসেম্বর ১৩ নামে একটি ডকুড্রামা সম্প্রচার করে। এতে দাবি করা হয় "পুলিশের চার্জ শিটের ভিত্তিতে যে সত্য" সেটা নির্ভর করে এই ডকুড্রামাটি করা হয়েছে।

প্রশ্ন হচ্ছে, পুলিশের চার্জ বা অভিযোগই যদি সত্য হয়, তাহলে আদালতের আর দরকার কি?
ওই সময়ের প্রধানমন্ত্রী অটল বিহার বাজপেয়ী বিজেপি নেতা আদভানি প্রকাশ্যে জিটিভি-র এই মুভির প্রশংসা করেন। মুভিটি দেখানোর বিরুদ্ধে আবেদন করা হলে সুপৃম কোর্ট এটি প্রদর্শনের পক্ষে রায় দেয়। সুপৃম কোর্ট বলে, বিচারকদের প্রভাবিত করতে পারবে না মিডিয়া।
কিন্তু এই মুভিটি প্রদর্শিত হবার মাত্র কয়েক দিন পরেই দ্রুতগতি সম্পন্ন আদালত, গিলানি, আফজাল ও শওকত গুরুকে মৃত্যুদণ্ড দেয়। পরবর্তী সময়ে হাই কোর্ট গিলানি ও আফসান গুরুকে মুক্তি দেয়। সুপৃম কোর্ট এই মুক্তির আদেশ বহাল রাখে। কিন্তু ৫ আগস্ট ২০০৫-এর রায়ে আফজালকে তিনটি যাবজ্জীবন কারাদণ্ড এবং দুটি মৃত্যুদণ্ড দেয়।
এই রায় বিনা বিলম্বে কার্যকরের জন্য বিজেপি ডাক দেয়। তাদের একটা শ্লোগান ছিল, "দেশ আভি শরমিন্দা হ্যায়, আফজাল আভিবি জিন্দা হ্যায়" (দেশ এখন লজ্জিত, আফজাল এখনো জীবিত)। 
যেসব গুঞ্জন উঠছিল সেগুলোকে ভোতা করার লক্ষ্যে একটি নতুন মিডিয়া ক্যামপেইন শুরু হয়। এখনকার বিজেপি এমপি চন্দন মিত্র তখন ছিলেন পাইওনিয়ার পত্রিকার সম্পাদক। তিনি লেখেন, "১৩ ডিসেম্বর ২০০১-এ পালার্মেন্ট ভবন হামলাকারী নিরাপত্তা বাহিনীর প্রতি তিনিই প্রথম গুলি করেন এবং ধারণা করা হয় নিহত ছয় জনের মধ্যে তিনজন মারা গিয়েছিল তার গুলিতে।"
মজার কথা এই যে, পুলিশের চার্জ শিটেও আফজালের বিরুদ্ধে এমন অভিযোগ ছিল না। সুপৃম কোর্টের রায়ও স্বীকার করে যে, সাক্ষ্য-প্রমাণ সব ছিল সারকমস্টানশিয়াল (Circumstancial) অর্থাৎ, পারিপার্শ্বিক বিবেচনায় জোরালো ইঙ্গিত বহন করলেও প্রত্যক্ষ প্রমাণ বহন করে না। সুপৃম কোর্ট রায় স্বীকার করে, "কৃমিনাল ষড়যন্ত্র যে হয়েছে, সেটার প্রমান অধিকাংশ ষড়যন্ত্রের ক্ষেত্রেই পাওয়া যায় না।"
কিন্তু এটা বলার পরেই, সম্পূর্ণ বিপরীত সুরে, সুপৃম কোর্ট বলে, "এই ঘটনায় বহু ব্যক্তি হতাহত হয়েছে এবং পুরো জাতি শোকাহত হয়েছে। সেক্ষেত্রে সমাজের যৌথ বিবেক (Collective cnscience of society) শুধু তখনই সন্তুষ্ট হবে যখন অপরাধীকে মৃত্যুদণ্ড দেয়া হবে।"
প্রশ্ন হলো, পার্লামেন্ট ভবন হামলা বিষয়ে কে আমাদের যৌথ বিবেক সৃষ্টি করেছে? পত্রপত্রিকায় যেসব সংবাদের ওপর আমরা চোখ বুলিয়েছি, সেই সব? নাকি, টিভিতে যেসব প্রোগ্রাম আমরা দেখেছি সেই সব? আইনের শাসনের বিজয় উদযাপনের আগে দেখা যাক আসলে কি হয়েছিল?
আইনের শাসনের এই বিজয়ে যারা উৎসব করছেন তারা যুক্তি দেন, ইন্ডিয়ান আদালত যে গিলানিকে মুক্তি দিয়েছে এবং আফজালকে দণ্ড দিয়েছে সেটাই প্রমাণ করে যে বিচার প্রক্রিয়া ছিল অবাধ ও ন্যায়সংগত। 
কিন্তু তাই কি?
দ্রুতগতি সম্পন্ন (ফাস্ট ট্রাক, Fast Track) আদালতে বিচারকাজ শুরু হয় মে ২০০২-এ। ১১ সেটেম্বর ২০০১ (নাইন-ইলেভেন)-এ নিউ ইয়র্কে টুইন টাওয়ার এবং ওয়াশিংটনে পেন্টাগন ভবনে যে হামলা হয়েছিল তার প্রতিক্রিয়ায় সারা বিশ্ব তখন ভুগছিল।
আমেরিকান সরকার আফগানিস্তানে তাদের "বিজয়" নিয়ে একটু আগেভাগেই নির্লজ্জ উল্লাস প্রকাশ করছিল। গুজরাট রাজ্যে হিন্দু গুণ্ডাবাহিনী যে মুসলিম হত্যাযজ্ঞ চালিয়েছিল তাতে সাহায্য করেছিল পুলিশ ও রাজ্য সরকার। এর সূচনা হয়েছিল ফেব্রুয়ারি ২০০২-এ এবং তখনো তা বিক্ষিপ্তভাবে চলছিল। সাম্প্রদায়িক ঘৃনার বিষবাষ্পে ভরে ছিল বাতাস। আর পার্লামেন্ট ভবন হামলার বিষয়ে আইন তার নিজস্ব গতিতে চলছিল। কৃমিনাল কেইস বা ফৌজদারি মামলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে, যখন সাক্ষ্য-প্রমান উপস্থাপিত হয়, সাক্ষীদের জেরা ও পাল্টা জেরা করা হয়, তখন যুক্তির ভিত্তি রচিত হয়। তারপর হাই কোর্ট ও সুপৃম কোর্টে শুধু আইন বিষয়ে তর্ক করা যায়- নতুন কোনো প্রমাণ উপস্থাপন করা যায় না। কিন্তু বিচারের গুরুত্বপূর্ণ পর্যায়ে আফজাল কোথায় ছিলেন? 
আফজাল তখন হাই সিকিউরিটি সলিটারি সেলে একা ছিলেন। তার কোনো উকিল ছিল না। আদালত দ্বারা তার পক্ষে নিযুক্ত একজন জুনিয়র উকিল একদিনও জেলখানায় যাননি।
আফজালের পক্ষে তিনি একজন সাক্ষীও ডাকেননি। সরকার পক্ষের কোনো সাক্ষীকে পাল্টা জেরা বা ক্রসএক্সামিন করেননি। এই পরিস্থিতি বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হলে বিচারক বলেন, তিনি অসমর্থ।
তা হলেও, বিচারের শুরু থেকেই মামলাটি কূপোকাৎ হয়ে যায়। অনেক উদাহরণই দেয়া যেতে পারে। এখানে মাত্র কয়েকটি উদাহরণ দেয়া হলো :
আফজালের বিরুদ্ধে সবচেয়ে বড় দুটি আলামত ছিল একটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ কমপিউটার। বলা হয়েছিল, তাকে গ্রেফতারের সময়ে এ দুটো তার কাছে ছিল এবং তখনই জন্দ করা হয়। কিন্তু আদালতে তা পেশ করার সময়ে সিল করা অবস্থায় থাকা উচিত ছিল। কিন্তু কোনোটাই সিল করা ছিল না।
শুনানির সময়ে জানা যায় যে আফজালের গ্রেফতারের পর ওই ল্যাপটপের হার্ড ডিস্কে অ্যাকসেস করা হয়েছিল। সেখানে ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢোকার ভুয়া কিছু পাস, ভুয়া কিছু আইডি কার্ড যেসব "সন্ত্রাসীরা" ব্যবহার করেছিল পার্লামেন্ট ভবনে ঢোকার জন্য এবং পার্লামেন্ট ভবনের একটি জিটিভি ভিডিও কিপ।
পুলিশের মতে তাহলে ওই ল্যাপটপে কি ছিল? আফজাল অন্য সব কিছু ডিলিট করে দিয়ে তার বিরুদ্ধে যেসব তথ্য ব্যবহৃত হতে পারে শুধু সেসবই রেখেছিল!
পুলিশের পক্ষে একজন সাক্ষী বলে, যে গুরুত্বপূর্ণ সিম কার্ড দ্বারা সব অভিযুক্তরা আফজালের সঙ্গে যোগাযোগ রেখেছিল, সেটা সে বিক্রি করেছিল ৪ ডিসেম্বর ২০০১-এ। কিন্তু সরকার পক্ষের পেশ করা কল রেকর্ডে দেখা যায় এই সিম ৬ নভেম্বর ২০০১ থেকে কার্যকর হয়েছিল।

আফজালের কাছে কিভাবে পুলিশ পৌছেছিল? তারা বলে গিলানি তাদের নিয়ে গিয়েছিল। কিন্তু আদালতের রেকর্ডে দেখা যায়, গিলানিকে ধরার আগে আফজালকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছিল। হাইকোর্ট বলে এটা গুরুত্বপূর্ণ বৈপরীত্য (material contradiction)  কিন্তু এর বেশি আর কিছু করে না।
অ্যারেস্ট মেমো সই করেছিলেন দিল্লিতে গিলানির ভাই বিসমিল্লা। সিজার (Seizure) মেমো সই করেছিলেন জম্মু ও কাশ্মির পুলিশের দুই সদস্য। এদের মধ্যে একজন রাজনৈতিক মতভিন্নতার কারণে আফজালকে আগেই হয়রানি করতেন।

মিথ্যা ও বানোয়াট সাক্ষ্য প্রমাণের পাহাড় এভাবেই গড়ে তোলা হয়। আদালত এসব লক্ষ্য করেছে কিন্তু পুলিশকে শুধু মৃদু তিরস্কার করেছে। আর কিছু নয়।
পার্লামেন্ট ভবন হামলার রহস্য উদঘাটনে যদি কেউ সত্যই উৎসাহী হতো তাহলে তারা সব সাক্ষ্য প্রমাণ তন্ন তন্ন করে বিচার বিবেচনা করতো। কেউ সেটা করেনি। আর তার ফলে এই ষড়যন্ত্রের প্রকৃত অপরাধীরা শনাক্ত হবে না এবং তাদের বিষয়ে তদন্তও হবে না।

আফজালের সত্য কাহিনী ও ট্র্যাজেডি অনেক বিশাল। সেটা আদালতের রুমে সীমিত রাখা সম্ভব নয়। সত্য কাহিনীটা আমাদের নিয়ে যাবে কাশ্মির উপত্যকায় যেখানে যে কোনো মুহূর্তে একটা পারমানবিক যুদ্ধ বেধে যেতে পারে, যে এলাকায় এখন বিশ্বে সবচেয়ে বেশি সৈন্য রেডি হয়ে আছে, যেখানে পঞ্চাশ লক্ষ ইনডিয়ান সৈন্য আছে (অর্থাৎ, প্রতি চার বেসামরিক ব্যক্তির জন্য এক সামরিক ব্যক্তি), শত শত আর্মি ক্যাম্প এবং এমন সব টর্চার চেম্বার যা ইরাকের আবু গ্রাইবকেও লজ্জায় ফেলে দেবে। এ সবই করা হয়েছে কাশ্মিরি জনগণেও কাছে ধর্ম নিরপেক্ষতা ও গণতন্ত্র পৌছে দেয়ার জন্য। ১৯৯০ থেকে কাশ্মিরে স্বায়ত্বশাসনের দাবিতে আন্দোলন উগ্র রূপ নিয়েছে। ফলে ৬৮,০০০ নিহত হয়েছে, ১০,০০০ গুম হয়েছে এবং অম্ভতপক্ষে ১০০,০০০ ব্যক্তি নির্যাতিত হয়েছে।

তবে যে হাজার হাজার মানুষ জেলে মারা গিয়েছে তাদের তুলনায় আফজাল হত্যাটি ভিন্ন। আফজালের জীবন-মৃত্যুর নাটকটি মঞ্চস্থ হয়েছে চোখ ধাধানো দিনের আলোতে যেখানে ইনডিয়ান গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানই তাকে মৃত্যুর পথে ঠেলে দিতে অংশ নিয়েছে।
এখন তো আফজালের ফাসি হয়েছে। আশা করি আমাদের যৌথ বিবেক তুষ্ট হয়েছে। নাকি আমাদের পেয়ালার মাত্র অর্ধেক ভর্তি হয়েছে রক্তে?
বিবিসিতে ডেথ অফ এ পৃন্সেস
কাহিনী সারাংশ

বিবিসি-র একটি টেলিভিশন প্রোগ্রাম, ডেথ অফ এ পৃন্সেস আশির দশকে আন্তর্জাতিক ঝড় তুলেছিল। অনুষ্ঠানটি সৌদি আরবের এক পৃন্সেসের মর্মান্তিক পরিণতির ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। তাই দর্শকের কৌতূহল যেমন ছিল যথেষ্ট সৌদি কর্তৃপক্ষের আপত্তি তেমনি ছিল অনেক। বৃটিশ সরকারকে এ নিয়ে ভোগান্তি পোহাতে হয়েছিল।
১৯৭৭-এ একটি খোলা মাঠে পৃন্সেস মিশাল এবং তার প্রেমিকের প্রাণ বধ করা হয়। লোহিত সাগরের তীরে জেদ্দাতে কিং ফয়সল স্টৃটের পাশে এই খোলা মাঠ সাধারণত গাড়ি পার্ক করার জন্য ব্যবহৃত হয়। মাঠে প্রাণ দণ্ডাদেশ কার্যকর করা হয় না। আর এই কারণেই ধারণা করা হয় ঊনিশ বছর বয়স্কা পৃন্সেসের প্রাণ বধের আদেশ দিয়েছিলেন ব্যক্তিগতভাবে তারই পিতামহ পৃন্স মোহাম্মদ অর্থাৎ বাদশাহ খালেদ ওই আদেশটি দেননি।

প্রাণ বধের কয়েক মাস পরে ঘটনাটি দেশের সাধারণ জনগণ জানতে পারে। বিদেশীরা এ বিষয়টি জেনেছিলেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস থেকে। অনেকে এতে প্রচণ্ড শক পেয়েছিলেন এবং খবরটা বিশ্বাস করতে চান নি। তবে সঠিক যে কি ঘটেছিল সেটা আবিষ্কার করা দুষ্কর ছিল। সবাই কিছু কিছু জানতেন  কিন্তু পুরো ঘটনাটা কেউ জানতেন না। এর ফলে প্রায় বিশ ত্রিশটা ভিন্ন বিবরণ চালু হয়েছিল।
যেসব বিবরণ বিষয়ে সবাই একমত ছিলেন তা হলো পৃন্সেস তরুণী ছিলেন। তিনি এক তরুণ সৌদির প্রেমে পড়েছিলেন এবং সমুদ্র তীরে নিজের পোশাক ফেলে গিয়ে, ডুবে মরার ভান করেছিলেন। তরপর তিনি এবং তার প্রেমিক জেদ্দায় প্রায় ত্রিশ মাইল উত্তরে ওভোর নামে একটি সমুদ্র তীরবর্তী শহরে কয়েক দিনের জন্য বসবাস করেন।
এরপর পৃন্সেস পুরুষের বেশে জেদ্দা বিমানবন্দর থেকে প্লেনে পালানোর চেষ্টা করেন। কিন্তু সেখানে তিনি এবং তার প্রেমিক ধরা পড়ে যান।

বাদশাহ খালেদ পৃন্সেসের প্রাণ বধে রাজি হননি। কিন্তু পৃন্সেসের পিতামহ বাদশাহর ইচ্ছাকে উপেক্ষা করেই প্রাণ বধের আদেশ দেন। পিতামহ পৃন্স মোহাম্মদ যার আদেশে তার দৌহিত্রীর প্রান হরণ করা হয়, তিনি বাদশাহ খালেদের বড় ভাই। গরম মেজাজের জন্য পৃন্স মোহাম্মদের নাম আছে। জেদ্দাতে বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে এটাই স্পষ্ট হয়ে উঠছে যে পৃন্স মোহাম্মদ একাই এই প্রাণ দণ্ডের আদেশ দেন। সৌদি আরবের রেডিও-টেলিভিশনে প্রাণ বধের সংবাদটি দেওয়া হয়নি। জেদ্দা থেকে যে দুটি মাত্র ইংরেজি ভাষায় পত্রিকা প্রকাশিত হয় তাতেও খবরটি ছিল না।

এই ঘটনার ওপর ভিত্তি করে যে বিতর্কিত টেলিভিশন অনুষ্ঠানটি বৃটেনে প্রচারিত হয়। তার স্কৃপ্ট কনসালটেন্ট ছিলেন উপন্যাস লেখিকা পেনেলোপ মার্টিমার।
পাঠক কল্পনা করতে পারেন সেই তরুণী রাজকুমারীর কথা? তার অন্তিম মুহূর্তগুলো? কিভাবে তাকে বধ্য ক্ষেত্রে নিয়ে যাওয়া হয়েছিল? তার পরণে কি পোশাক ছিল? হয়তো তার হাত বাধা ছিল না। হয়তো তার প্রেমিকের হাত বাধা ছিল। ওদের দুজনকে কি একই স্থানে বধ করা হয়েছিল? যদি তাই হয়ে থাকে তাহলে কার শিরচ্ছেদ আগে করা হয়েছিল? যদি প্রেমিক যুবকটির শির আগে কর্তন করা হয় তাহলে সেই দৃশ্যটি রাজকুমারী দেখেছিলেন কি না? নাকি তার চোখ বাধা ছিল? আর ঘাতকের তলোয়ার ঘাড়ে এসে পড়ার ঠিক আগের মুহূর্তগুলোতে তিনি কি ভেবেছিলেন?
হুমায়ূন আহমেদের গল্প
বাংলাদেশের প্রয়াত লেখক হুমায়ূন আহমেদও (১৩.১১.১৯৪৮ - ১৯.১২.২০১২) মৃত্যুদণ্ডের বিরুদ্ধে লিখেছিলেন। তার একটি বই এই আমি-তে লাল চুল রচনাটির শেষাংশ নিচে প্রকাশিত হলো :
ভদ্রলোক নামাজ পড়ার জন্য সময় নিলেন না। কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বসলেন। হাসিমুখে বললেন, 'সরি, আপনাকে বসিয়ে রাখলাম। তাহলে আবার ডিসকাশন শুরু করা যাক'  তিনি আবারো কথা বলা শুরু করলেন। কথার মূল বিষয় হচ্ছে  ধর্ম মানুষের তৈরি, আল্লাহ মানুষ তৈরি করেননি। মানুষই আল্লাহ তৈরি করেছে।
আমি বললাম, 'আপনি ঘোর নাস্তিক। কিন্তু একটু আগে নামাজ পড়তে দেখলাম। নামাজ পড়েন?'
'হ্যা পড়ি। গত পচিশ বছর যাবত পড়ছি। খুব কমই নামাজ কাজা হয়েছে।'
'রোজাও রাখেন?'
'অবশ্যই।'
'পচিশ বছর ধরে রাখছেন?'
'হবে, তবে দু'বার রাখতে পারিনি। একবার গল ব্লাডারের জন্যে অপারেশন হলো তখন, আরেকবার  হার্নিয়া অপারেশনের সময়। দুটোই পড়ে গেল রমজান মাসে।'
'ঘোর নাস্তিক একজন মানুষ নামাজ-রোজা পড়ছেন এটা আপনি ব্যাখ্যা করবেন কিভাবে? আপনি তো মন থেকে কিছু বিশ্বাস করছেন না। অভ্যাসের মতো করে যাচ্ছেন। তাই না-কি!'
ভদ্রলোক জবাব দিলেন না। আমি বললাম, 'না-কি আপনার মনে সামান্যতম হলেও সংশয় আছে?'
'না, আমার মনে কোনো সংশয় নেই। আমার নামাজ-রোজার পেছনে একটি গল্প আছে। শুনতে চাইলে বলতে পারি।'
'বলুন।'
আমি জজিয়তি করতাম। তখন আমি বরিশালের সেশন ও দায়রা জজ। আমি কঠিন প্রকৃতির মানুষ। খানিকটা বোধহয় নির্দয়। অপরাধ প্রমাণিত হলে কম শাস্তি দেয়ার মানসিকতা আমার ছিল না। অপরাধ করেছে, শাস্তি ভোগ করবে। এই আমার নীতি। দয়া যদি কেউ দেখতে চায় তাহলে আল্লাহ বলে যদি কেউ থাকে সে দেখাবে। আল্লাহ দয়ালু। আমি দয়ালু না।
এই সময় আমার কোর্টে একটি মামলা এল। খুনের মামলা। সাত বছরের একটা বাচ্চা মেয়ে খুন হয়েছে। পাশের বাড়ির ভদ্রমহিলা মেয়েটিকে ডেকে নিয়ে গিয়েছিল, তারপর সে আর তার স্বামী মিলে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছিল। জমিজমা নিয়ে শত্রুতার জের। সাক্ষ্য-প্রমাণ সবই আছে। আমার মনটা খারাপ হলো। শত্রুতা থাকতে পারে। তার জন্যে বাচ্চা একটা মেয়ে কেন প্রাণ হারাবে? মেয়েটার বাবা সাক্ষ্য দিতে এসে কাদতে কাদতে কাঠগড়াতেই অজ্ঞান হয়ে গেল।
মামলা বেশি দিন চলল না। আমি মামলার রায় দেয়ার দিন ঠিক করলাম। যেদিন রায় হবে তার আগের রাতে রায় লিখলাম। সময় লাগল। হত্যা মামলার রায় খুব সাবধানে লিখতে হয়। এমনভাবে লিখতে হয় যেন আপিল হলে রায় না পাল্টায়। আমি মৃত্যুদণ্ড দেব, আপিলে তা খারিজ হয়ে যাবে, তা হয় না।
আমি স্বামীটিকে মৃত্যুদণ্ড দিলাম। তার স্ত্রীকেও মৃত্যুদণ্ড দেয়ার ইচ্ছা ছিল। এই মহিলাই বাচ্চা মেয়েটিকে ডেকে নিয়ে এসেছিল। প্রধান অপরাধী সে। আইনের হাত সবার জন্যেই সমান হলেও মেয়েদের ব্যাপারে কিছু নমনীয় থাকে। আমি মহিলাকে দিলাম যাবজ্জীবন কারাদণ্ড।
রায় লেখা শেষ হলো রাত তিনটার দিকে। আমি হাত-মুখ ধুয়ে নিজেই লেবুর শরবত বানিয়ে খেলাম। খুব কান্ত ছিলাম। বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়লাম। গভীর ঘুম। এমন গাঢ় নিদ্রা আমার এর আগে কখনো হয়নি।
আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নের অংশটি মন দিয়ে শুনুন। স্বপ্নে দেখলাম, সাত-আট বছরের একটা বাচ্চা মেয়ে। কোকড়ানো চুল। মেয়েটি আমার কাছে এসে দাড়িয়েছে। সে তার নাম-টাম কিছুই বলল না। কিন্তু মেয়েটিকে দেখেই বুঝলাম  এ হলো সেই মেয়ে, যার হত্যার জন্যে আমি রায় লিখছি। একজনের ফাসি এবং অন্যজনের যাবজ্জীবন। আমি বললাম, 'কি খুকি, ভালো আছ?'
মেয়েটি বলল, 'হু।'
'কিছু বলবে খুকি?'
'হু।'
'বলো।'
মেয়েটি খুব স্পষ্ট করে বলল, 'আপনি ভুল বিচার করছেন। এরা আমাকে মারেনি। মেরেছে আমার বাবা। বাবা দা দিয়ে কুপিয়ে আমাকে মেরে দা'টা ওদের খড়ের গাদায় লুকিয়ে রেখেছে। যাতে ওদেরকে মামলায় জড়ানো যায়। ওদের শাস্তি দেয়া যায়। আমাকে মেরে বাবা ওদের শাস্তি দিতে চায়।'
'তুমি এসব কি বলছ? অন্যকে শাস্তি দেয়ার জন্য কেউ নিজের মেয়েকে মারবে?'
মেয়েটি জবাব দিল না। সে তার ফ্রকের কোনা দিয়ে চোখ মুছতে লাগল।
আমার স্বপ্ন ভেঙে গেল। দেখলাম ভোর প্রায় হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ফজরের আজান হলো। আমি রান্নাঘরে ঢুকে নিজেই এক কাপ চা বানিয়ে খেলাম। স্বপ্নের ব্যাপারটিকে তেমন গুরুত্ব দিলাম না। স্বপ্ন গুরুত্ব দেয়ার মতো কোনো বিষয় না। দুশ্চিন্তা, উদ্বেগ এসবই স্বপ্ন হয়ে দেখা দেয়। আমি মামলাটা নিয়ে অনেক চিন্তা-ভাবনা করেছি। স্বপ্ন হচ্ছে সেই চিন্তারই ফসল। আর কিছু না।
স্বপ্নের উপর নির্ভর করে বিচার চলে না।
রায় নিয়ে কোর্টে গেলাম। কোর্ট ভর্তি মানুষ। সবাই এই চাঞ্চল্যকর মামলার রায় শুনতে চায়।
রায় প্রায় পড়তেই যাচ্ছিলাম। হঠাৎ কি মনে হলো  বলে বসলাম, এই মামলার তদন্তে আমি সন্তুষ্ট নই। আবার তদন্তের নির্দেশ দিচ্ছি। 
কোর্টে বিরাট হৈচৈ হলো। আমি কোর্ট এডজর্নড করে বাসায় চলে এলাম। আমার কিছু বদনামও হলো। কেউ কেউ বলতে লাগল, আমি টাকা খেয়েছি। আমি নিজে আমার দুর্বলতার জন্যে মানসিকভাবে খানিকটা বিপর্যস্তও হলাম। আমার মতো মানুষ স্বপ্নের মতো অতি তুচ্ছ একটা ব্যাপার দ্বারা পরিচালিত হবে, তা হতে পারে না। আমার উচিত জজিয়তি ছেড়ে দিয়ে আলুর ব্যবসা করা।
যাই হোক, সেই মামলার পুনঃতদন্ত হলো। 
আশ্চর্যের ব্যাপার, মেয়েটির বাবা নিজেই হত্যাপরাধ স্বীকার করল। এবং আদালতের কাছে শাস্তি প্রার্থনা করল। আমি তার ফাসির হুকুম দিলাম। বরিশাল সেন্ট্রাল জেলে ফাসি কার্যকর হলো। ঘটনার পর আমার মধ্যে সংশয় ঢুকে গেল। তাহলে কি পরকাল বলে কিছু আছে? মৃত্যুর পর আরেকটি জগৎ আছে? ঘোর অবিশ্বাস নিয়ে ধর্মগ্রন্থ পাঠ করা শুরু করলাম। নামাজ-রোজা আরম্ভ হলো।
আশা ছিল, এতে আমার সংশয় দূর হবে। যতই পড়ি ততই আমার সংশয় বাড়ে। ততই মনে হয় God is created by man (ঈশ্বরকে সৃষ্টি করেছে মানুষ)। তারপর নামাজ পড়ি এবং প্রার্থনা করি। বলি, হে মহাশক্তি, তুমি আমার সংশয় দূর করো। কিন্তু এই সংশয় দূর হবার নয়।
'নয় কেন?'
কারণ আমাদের পবিত্র গ্রন্থেই  সুরা বাকারার সপ্তম অধ্যায়ে বলা আছে,
"Allah hath set a seal
On their hearts and on their hearing
And on their eyes is a veil."

'আল্লাহ তাদের হৃদয় এবং শ্রবণেন্দ্রিয়কে ঢেকে দিয়েছেন,
এবং টেনে দিয়েছেন চোখের উপর একটি পর্দা।"
আমি তাদেরই একজন। আমার মুক্তি নেই।
ভদ্রলোক চুপ করলেন। আমি বিদায় নেয়ার জন্যে উঠলাম। তিনি আমাকে বাড়ির গেইট পর্যন্ত এগিয়ে দিলেন। 
আমি বললাম, 'আপনি আসছেন কেন? আপনি আসবেন না।' 
তিনি মুখ কুচকে বললেন, 'আমাদের নবীজীর একটা হাদিস আছে। নবীজী বলেছেন, কোনো অতিথি এলে তাকে বিদায়ের সময় বাড়ির গেইট পর্যন্ত এগিয়ে দিও।'
এই বলেই তিনি বিড়বিড় করে নবী সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কিছু কথা বলে বাড়ির দিকে রওনা হলেন। সম্ভবত এশার নামাজের সময় হয়ে গেছে।
০৭ আগস্ট ২০১৪






__._,_.___

Posted by: subimal chakrabarty <subimal@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: {PFC-Friends} Terrorism



Prof. Dewan makes really some great points. The charity should start right at home. Big powers and other countries have their own national interests and agenda. So, plainly thinking, all Muslims are brothers and sisters and they are committing lesser terror acts than western countries would not cut or please anybody except some gullible hearts. If Muslim dominated states fail to adopt true pluralistic democracies in their own turfs, they won't get fair treatments from their western democratic peers, period! Brother hood, Hamas, ISIL and Jamatis are inherently poor creatures and they would not solve the Muslim problem, let alone the world problem. Thank you.
-SD 
 
"I speak for the trees, for the trees have no tongues."
-Seuss



On Sunday, August 10, 2014 12:04 PM, adewan <adewan@emich.edu> wrote:


 When you deny and deprive people of their democratic rights they have to resort to use the alternatives. Hamaas was voted under Western supervised  democratic election to represent the people of Gaza. Morsi  in Egypt was elected president but the West brought him down. In Bangladesh, more than half the MPs were elected without elections.
Muslims have a very limited history of transfer of power through democratic means.The rulers of the Muslim countries are mong the most ruthless and human and women's rights violators. POLITICIANS  in Muslims countries are also the most corrupt, thuggish and outright liers. They are Muslims by identity but not by the forces of practice and true belief. I do not try to find scapegoat for our own deficiencies and debased character. And that is one prime reason Myslims play in the hands of thrir enemies to kill each other(Shia vs. Sunni, for example). Britain is never jealous of America's success but Saudi thugs are jealous of Iran's rise in strength and power.
So, why blame the west alone. If united, Muslims can stand against all odds (NATO), but divided, they  simply self-destruct.

 Abdullah A. Dewan

Sent from my Samsung Galaxy Note® I I

-------- Original message --------
From: 'Abul Azad' via PFC-Friends
Date:08/10/2014 10:26 AM (GMT-05:00)
To: pfc-friends@googlegroups.com
Subject: Re: {PFC-Friends} Terrorism

In politics, it's not a matter of definitions; it's always a matter of power and ability to dominate. Muslim world has to do a lot of work to achieve the status of powerful. They have to develop their own structures in every field possible, including industrial, technological, military hardware, and even the nuclear bombs. Only then others will care. Thanks.
Azad


On Friday, August 8, 2014 2:20 PM, "mahbubkhan@ieee.org" <mahbubkhan35@hotmail.com> wrote:


From: asyed83@hotmail.com
Subject: FW: A GERMAN MUSLIM SCHOLAR DEFINES TERRORISM
Date: Thu, 7 Aug 2014 11:52:31 -0700

As-Salaamu 'Alaykum, 
 
German Muslim scholar replies on TERRORISM...  I liked the answer of this German Muslim scholar when he was asked about terrorism and Islam. 
He said........ Who started the first world war? Not Muslims!!!!! 
Who started the second world war ? Not Muslims!!!!!  
Who killed about 20 millions of Aborigines in Australia ? Not Muslims!!!!! 
Who sent the nuclear bombs of Hiroshima and Nagasaki ?Not Muslims!!!!! 
Who killed more than 100 millions of Indians in North America ? Not Muslims!!!!! 
Who killed more than 50 million of Indians in south America? Not Muslims!!!!! 
Who took about 180 millions of African people as slaves and 88% of them died and were thrown in Atlantic ocean ? Not Muslims!!!!!              
No,NOT Muslims!!!  
First of all, You have to define terrorism properly.If a non-Muslim does something bad.It is crime. But if a Muslim commits the same.He is a Terrorist... So first remove this double standard...
Then come to the point....I am proud to be a MUSLIM !!! ARE YOU???
--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.




__._,_.___

Posted by: Shah Deeldar <shahdeeldar@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] [মুক্তমনা বাংলা ব্লগ] 'ভয়'

মুক্তমনা বাংলা ব্লগ has posted a new item,
'ভয়'


কেই কেউ বলেন মা বাবারাই শিশু
নির্যাতন করে। অবিশ্বাস্য!
শিশুর খুব কাছের মানুষ যারা
তারাই করে এই অন্যায়। জন্ম
থেকে যারা সব'চে আপন তারাই
শিশুর মাথায় ঢোকায় ভয়। ভুত,
পেত্নী জ্বীন, রাক্ষসের ভয়।
ঈশ্বর, আল্লা, গড, দেবতা
ইত্যাদির ভয়। পরকালে আত্মাকে
শাস্তি দেবার ভয়। দোজখের ভয়।
নিঃসঙ্কোচে এবং দ্বিদ্ধাহীন
চিত্তে এসব করে [...]


You may view the latest post at
http://mukto-mona.com/bangla_blog/?p=42221


You received this e-mail because you asked to be notified when new updates are
posted.


Best regards,
মুক্তমনা বাংলা ব্লগ ।




------------------------------------

------------------------------------

****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration:
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
-Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190
------------------------------------

Yahoo Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/

<*> Your email settings:
Individual Email | Traditional

<*> To change settings online go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/join
(Yahoo! ID required)

<*> To change settings via email:
mukto-mona-digest@yahoogroups.com
mukto-mona-fullfeatured@yahoogroups.com

<*> To unsubscribe from this group, send an email to:
mukto-mona-unsubscribe@yahoogroups.com

<*> Your use of Yahoo Groups is subject to:
https://info.yahoo.com/legal/us/yahoo/utos/terms/

[mukto-mona] Rakshabandhan Saved The Like of Alexander [the untold facts]



Rakshabandhan Saved The Like Of Alexander [Power of a mere thread]

Rakshabandhan   Saved The Like Of Alexander
Even though the Greek emperor Alexander had made many conquests, still when he approached the kingdom of the valiant king Puru (Purushottama), he was greatly worried. He had heard about the high morale of the opposition army and the well-disciplined administration of the kingdom.

One of his spies confided, 'Your Majesty! Even though the state of king Puru is small, taking them on is a formidable task, tantamount to stepping into the jaws of death.'

The Greek emperor used to study his enemy from all angles before launching the attack. One of the better-informed spies said, 'Your Majesty! Hindus have a festival wherein a woman ties a Rakhi on the wrist of a man thus making him her brother. This binds the brother to protect her husband.' Alexander's wife overheard this conversation.

King Puru had made an announcement that on the day of Raksha-Bandhan, any woman or girl would be allowed to enter the royal palace and tie a Rakhi to the king and in turn receive the gifts of good wishes by the grace of God.' Observe Puru's magnanimity, for he doesn't say, 'they will receive a gift' nor does he say, 'I shall give the gifts.' How great Indian Sanskriti is! Puru considers God to be the real doer and not the ego.

Until now the ordinary girls and women were not allowed into the royal palace. But this time permission had been granted to all women. On the auspicious day of Raksha Bandhan, a foreign lady also joined the crowd of women proceeding to the royal palace. The soldiers were startled to notice her but could do nothing in view of the king's orders.

The foreign lady reached the king and tied a thread on the right wrist of the supremely righteous Puru. The wise king recognized her and said, 'I know you. You are Alexander's wife. Tell me, what do you wish for?'

She said, 'You and my husband will soon go to war. The result is uncertain. You too have a formidable army. I have come to you with a Rakhi. According to Indian Sanskriti, when a woman ties a Rakhi on a man's wrist, treating him like a brother, the brother fulfils her wish. And my wish is that you protect my husband.'

Alexander's wife had just tied a thread on Puru's wrist and how enormous is her demand in return! And look at the unequalled magnanimity of valiant Puru!

He says, 'I don't know who will win the battle. But if I win, your husband's security is assured.'

And what actually happened? Puru's brave warriors were fearlessly thrusting forward. Puru too moved ahead riding on an elephant, which gave a powerful blow to the chariot of Alexander, breaking it into pieces, causing Alexander to fall down on the ground.

Puru quickly got down from his elephant and drew his sword from the scabbard. Alexander's death was just one blow away but... India's Raksha-Bandhan festival came in the way! Puru stood there static with the sword in his hand. Alexander noticed that Puru could have killed him but was standing still. In the meanwhile, Alexander's soldiers came there and captured Puru!

Puru was brought as a captive before Alexander in the latter's camp at the battlefield. Alexander asked in his royal style, 'How should I treat you?'

Pat came the answer, 'As a king honourably treats another king.'

How high was Puru's morale! Although taken a prisoner, he had not been captured helplessly. Alexander had a change of heart. He stood up and said, 'Welcome O King!' He seated Puru beside him as an equal. Puru had guarded the Supreme tenets of Dharma and there Dharma stood guard for him.

'Dharma Protects its Protector.'

Alexander asked Puru in a low tone, 'I had fallen from the chariot and you had a sword ready in your hand. It was a moment's job to chop off my head, and you had so much time at your disposal. But you stood thinking about something and were taken captive. What were you thinking? What confused you?'

Puru replied with confidence, 'I was not confused.'

Alexander's wife could no longer hold herself back. She said, 'I had tied a Rakhi on his wrist. He has made such a big sacrifice to honour the inherent pledge of that Rakhi and to protect my husband.'

How marvellous Indian Sanskriti is! A mere thread saved Alexander's life!



Thanks & Regards,


Sudhir Srinivasan
B.Arch, MSc.CPM, Dip.ID, Dip.CAD, Dip.PM, Dip.LD
| Architect |


__._,_.___

Posted by: Sudhir-Architect <ar_sudhirkumar@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] 'Khobish' সমাজকল্যাণমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী



সমাজকল্যাণমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী



__._,_.___

Posted by: Shahadat Hussaini <shahadathussaini@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিদ্যালয় সভাপতির জোর করে বিয়ে!



পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিদ্যালয় সভাপতির জোর করে বিয়ে!

লালমনিরহাট প্রতিনিধি | আপডেট: 
'আমি রহিমের সংসার করতে চাই না, স্কুলে পড়তে চাই। রহিমের ঘরে বউ আছে। দুইটা বাচ্চা আছে। আমি ওর সাথে ঘর করব না, আপনারা আমারে বাঁচান'—এভাবেই আকুতি জানাচ্ছিল লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের খারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী রাশেদা খাতুন (১৩)।

গত ২৬ জুন ওই প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুর রহিম (৩১) তাকে জোর করে বিয়ে করেন বলে অভিযোগ করেছে রাশেদা। এফিডেভিট করে রাশেদার বয়স দেখানো হয়েছে ১৮ বছর। কিন্তু মোগলহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) জন্মনিবন্ধন বই অনুযায়ী তার বয়স ১৩ বছর।

রাশেদার দাবি, ২৬ জুন আবদুর রহিম তাকে লালমনিরহাট শহরে নিয়ে যান। সেখানে তাকে বিয়ে করবেন বলে রহিম জানান। তখন রাশেদা অনেক আপত্তি ও কান্নাকাটি করে। কিন্তু রহিম ভয় দেখালে সে এফিডেভিটের কাগজে স্বাক্ষর করতে বাধ্য হয়।
রাশেদার পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাশেদাকে বিয়ে করে আবদুর রহিম নিজের বাড়িতে এনে প্রায় এক মাস আটকে রাখেন। কিন্তু এলাকার অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে তাঁর প্রভাব থাকায় কেউ তাঁকে বাধা দিতে পারেননি। গত শুক্রবার রাশেদাকে তার বাবার বাড়িতে যেতে দেন রহিম।
এ ব্যাপারে আবদুর রহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, রাশেদাকে দেখে পছন্দ হওয়ায় তিনি তাকে বিয়ে করতে চান। বয়সজনিত আইনি বাধা দূর করার জন্য লালমনিরহাট নোটারি পাবলিক কার্যালয়ে গিয়ে এফিডেভিট করে তিনি রাশেদার বয়স বাড়ান। পরে কলমা পড়েন এবং কাজির মাধ্যমে রেজিস্ট্রি করে বিয়ে করেন।
রহিমের ভাষ্যমতে, গ্রাম অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়। দ্বিতীয় বিবাহ বা বাল্যবিবাহ করাকে তিনি দোষের কাজ বলে মনে করেন না।
রাশেদার বড় ভাই মোগলহাট ইউনিয়নের ইটাপোতা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র মো. মিজানুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেছে, 'আমরা গরিব মানুষ। দুর্বল বলে গ্রামের বড়লোক আবদুর রহিম আমার ছোট বোন রাশেদাকে মিথ্যা কথা বলে বিদ্যালয় থেকে লালমনিরহাট শহরে নিয়ে এফিডেভিট করে বিয়ে করেছে। আমরা কী করব তা বুঝে উঠতে পারছি না।'
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে বলেন, 'আলোচিত এ বাল্যবিবাহের বিষয়টি আমি অবহিত আছি। এ বিষয়ে মোগলহাট ইউপি চেয়ারম্যানকে আমি বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৯ সালের ৯ ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছি।'
এ ব্যাপারে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জানান, ঘটনাটি তিনি জানেন। বাল্যবিবাহকারী আবদুর রহিমসহ তাঁকে সহায়তাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি এখন প্রক্রিয়াধীন আছে।
এদিকে খারুয়া সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও লালমনিরহাট সদর উপজেলা শিক্ষা অফিসে লিখিতভাবে গত ২০ জুলাই অবহিত করেছেন।
এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে জেলা প্রাথমিক অফিসার (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন জানান, ঘটনাটি জানার পর লালমনিরহাট সদর উপজেলা শিক্ষা অফিসারকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। এত দিন বিদ্যালয় বন্ধ থাকায় তদন্ত হয়নি। গত বৃহস্পতিবার বিদ্যালয় খুলেছে, এখন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

http://www.prothom-alo.com/bangladesh/article/287584/

Prothom Alo



__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Bleeding Palestine



The write-up in the opinion column of bdnews24 entitled 'Bleeding Palestine' has appeared today. The URL is given below.

http://opinion.bdnews24.com/2014/08/10/bleeding-palestine/

- AR


__._,_.___

Posted by: ANISUR RAHMAN <anisur.rahman1@btinternet.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: 15th Aug, 1975: Mind set propaganda



The problem with these people is that they are full of contradictions. I could careless who are these people and what they have been cooking in their own homes. If they push their criminal 71 like agenda on other people, they need to responded with equal force. I am not going to let lies becoming truths and historical facts being distorted by these pathetic individuals. A petty dictator, who came from no where with blood in hands, needs to be questioned for mass murder and put into his right hole. My loyalty would be always with the 7th March speech by Mujib. That is when our time started! Nobody should dare to compare the great Mujib with a khaki Pakistani mole.
-SD

Could anybody repeat this feat? Could he be more explicit about a free Bangladesh? Can anybody find that khaki mole in the crowd? He must have dining and wining with his Pak superiors.

https://www.youtube.com/watch?v=J9vUulq4tZI



2014-08-10 0:35 GMT-04:00 Bipulnahar <bipulnahar@yahoo.com>:
These Karim Bhai and others are so sad and depressed because their dream Pakistan is out of their hand, after killing Bangabandhu and 1975 to 1995 they rule Bangladesh under the Pakistan philosophy, and they were happy and now global economics and geo politics has been changed but they are still practicing 29 years old propaganda prescription even American is not in their side.

Karim Bhai wants Golum Azam to be freed, and now he is practicing propaganda against Shekh KAMAL . So Karim Bhai does not believe in birth of Bangladesh.

Dear readers do not listen to Karim bhai's propaganda.

Best

Bipul KAMAL 

Sent from my iPhone

On Aug 10, 2014, at 9:40 AM, Shah DeEldar <shahdeeldar@gmail.com> wrote:

Lets see, a person narrates an incident without any corroboration or tangible evidence and that becomes a truth? Bravo! The person is not even alive and a verdict is given to him because the criminals have killed this person with his whole family? This is how BNP/Jamat would prosecute a person and send him/her to the gallows? You people really prove your own shallowness in rule of law and jurisprudence.


2014-08-09 22:08 GMT-04:00 Rezaul Karim <rezaulkarim617@gmail.com>:
Those who want to believe that Sk.Kamal was innocent, please read these excerpts;
Thanks.

 আওয়ামীলীগ নেতা গাজি গোলাম মোস্তফার ছেলে ছিল শেখ কামালের বন্ধু। এদের প্রায় ৩০ জনের একটা দল ছিল। বিভিন্ন জায়গায় এরা আড্ডা মারত। আবার সেনাবাহিনীর অফিসারদের কোন পার্টি হলে সেখানেও এই দলটি উপস্থিত হত। দলের মধ্যে একজন তৎকালীন প্রেসিডেন্টের ছেলে হওয়ায় দলটির ক্ষমতাই ছিল অন্যরকম। কাউকে তোয়াক্কা করত না তারা। একটি বিয়ের পার্টিতে মেজর ডালিমের বউকে দেখে আওয়ামীলীগ নেতা গাজী গোলাম মোস্তফার ছেলে তার উদ্দেশ্যে অশালীন মন্তব্য করে। এবং এক পর্যায়ে মেজর ডালিমের স্ত্রীর হাত ধরে টানাটানি করে।এ অবস্থায় ডালিম বাধা দিতে এগিযে গেলে তার সাথে গোলাম মোস্তফার ছেলের ঝগড়া হয়। শেখ কামাল সেখানে উপস্থিত ছিলো। সে সরাসরি তার বন্ধুর পক্ষ নেয় এবং মেজর ডালিমের বউকে বিয়ের অনুষ্ঠান থেকেই তুলে নিয়ে যায়। ( তিনটি অভ্যুত্থান ও কিছু না বলা কথা---লে, কর্নেল (অব) এম এ হামিদ পি এস সি)

সময়কাল ১৯৭৩ সালের ১৬ ই ডিসেম্বর, দিবাগত রাত। শেখ কামাল ও তার সহযোগীরা অস্ত্র হাতে ঢাকার রাস্তায় কুখ্যাত সাদা রঙ এর মাইক্রোবাস নিয়ে নেমেছে। উদ্দেশ্য ব্যাংক ডাকাতি। অন্যদিকে শহরজুড়ে সিরাজ শিকদারের আগমন ধ্বনিতে কম্পমান মুজিব ও তার চ্যালা চামুন্ডারা। পুলিশ বাহিনী চরম স্নায়ুচাপে ভুগছে। ব্যাংক ডাকাতির চেষ্টাকালে শেখ কামালের দলবলকে সিরাজ শিকদারের দল মনে করে গুলি চালায় সার্জেন্ট কিবরিয়া। আহত হয় শেখ কামাল। পরদিনের গণকণ্ঠ পত্রিকায় বিস্তারিত ছাপা হয় মুজিব পুত্রের ব্যাংক ডাকাতির কাহিনী। (মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী (অব) বীরবিক্রম)


সময়কাল ১৯৭৫, সদ্য বিবাহিত এক নবদম্পতি গাড়িতে বেরিয়েছেন। প্রকাশ্যেই তার স্বামী এবং গাড়ির ড্রাইভারকে হত্যা করে মেয়েটাকে তুলে নিয়ে যায় মুজিবের স্নেহধন্য, শেখ কামালের সহযোগী বলে পরিচিত কুখ্যাত সন্ত্রাসী মোজাম্মেল। ধর্ষিতা মেয়েটির রক্তাক্ত মৃতদেহ তিনদিন পর পাওয়া যায় টঙ্গী ব্রিজের নিচে। মেজর নাসের গ্রেপ্তার করেন মোজাম্মেলকে। মোজাম্মেল হাসতে হাসতে বলে, আমাকে ছেড়ে দেন। নাহলে আপনিই বিপদে পড়বেন। মেজর নাসের ছাড়লেন না মোজাম্মেলকে। পর দিনই শেখ মুজিবের নির্দেশে ছাড়া পায় মোজাম্মেল। শাস্তির মুখোমুখি হন মেজর নাসের। (দেয়াল-হুমায়ুন আহমেদ, Bangladesh Legacy of Blood- Anthony Mascarenhass)

সদ্য স্বাধীন দেশে লাম্পট্য, সন্ত্রাস আর পৈশাচিকতার নজির গড়ে তুলেছিলেন তিনি। রাজনৈতিক নেতার পুত্র মানেই সন্ত্রাসী, লম্পট, ধর্ষক, পিশাচ- সাধারণের মনে এই ধারণার প্রবর্তক তিনি। বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায় '৭২-'৭৫ এর এক কুৎসিত চরিত্র তিনি। হ্যা, তিনি হচ্ছেন শেখ কামাল। কুখ্যাত শেখ কামাল। আজ তার জন্মদিন। আজ বড় দুঃখের দিন সেই ধর্ষিত, নিহত মেয়েগুলোর। আজ বড় দুঃখের দিন '৭৪ এর দুর্ভিক্ষ পীড়িত সেই কঙ্কালদের। আজ বড় দুঃখের দিন বীর সন্তান মেজর নাসেরের। শেখ কামাল নামের এক কুলাঙ্গারের জন্ম এই দেশে হওয়াতেই '৭২-'৭৫ এর কালো সময় হয়েছিলো আরো কালো। আরো বিভিষীকাময়। আমরা অবশ্যই বলব, এরকম অশুভ জন্ম যাতে আর কখনো এই দেশে না হয়।

- আমি অরণ্য



On Sat, Aug 9, 2014 at 8:25 PM, Mohiuddin Anwar <mohiuddin@netzero.net> wrote:
Fascist Hasina's fate may not be  be better than Gaddafi, Saddam and other dictators.

---------- Original Message ----------
From: "Dr.Gholam Mostofa" <mostofadrgholam@gmail.com>
To: rashed Anam <rashedanam1971@gmail.com>
Cc: Shah DeEldar <shahdeeldar@gmail.com>, Farida Majid <farida_majid@hotmail.com>, bangladesh-progressives googlegroups <bangladesh-progressives@googlegroups.com>, Nazrul Chowdhury <nazrulic@gmail.com>, Mohiuddin Anwar <mohiuddin@netzero.com>, "man1k195709@yahoo.com" <man1k195709@yahoo.com>, "unitycouncilusa@gmail.com" <unitycouncilusa@gmail.com>, "guhasb@gmail.com" <guhasb@gmail.com>, "subirbarua09@yahoo.com" <subirbarua09@yahoo.com>, "subir.chowdhury@motorola.com" <subir.chowdhury@motorola.com>, Rezaul Karim <rezaulkarim617@gmail.com>, bipul kamal <bipulnahar@yahoo.com>, "farukhchowdhury@gmail.com" <farukhchowdhury@gmail.com>, "khabor24@gmail.com" <khabor24@gmail.com>, "alapon@yahoogroups.com" <alapon@yahoogroups.com>, "tanvirnowaz@yahoo.com" <tanvirnowaz@yahoo.com>, "drmasud@hotmail.com" <drmasud@hotmail.com>, "Ali Mohsin Dr.Mohsin" <drmohsinali@yahoo.com>, "farahmina@gmail.com" <farahmina@gmail.com>, Dipu Moni <dr.dipumoni@gmail.com>, "ershad.hm@gmail.com" <ershad.hm@gmail.com>, asif nazrul <asifnazrul@gmail.com>, "sheikhhasina@hotmail.com" <sheikhhasina@hotmail.com>, "anis.ahmed@netzero.net" <anis.ahmed@netzero.net>, golam akhter <akhtergolam@gmail.com>, "mohiuddinmansur@gmail.com" <mohiuddinmansur@gmail.com>, "captchowdhury@yahoo.ca" <captchowdhury@yahoo.ca>, abdul mannan <abman1971@gmail.com>, Abdul Momen <abdul_momen@hotmail.com>, Abid Reza <nybangla@gmail.com>, "Chowdhury, Shamim" <veirsmill@yahoo.com>, Shafi Delwar <news4bangla@gmail.com>, "wthikana@aol.com" <wthikana@aol.com>, Auniruddho Ahmed <aauniruddho@gmail.com>, "empannah@hotmail.com" <empannah@hotmail.com>, mahmud rahman <mahmudur@hotmail.com>, "shahadathossaini@yahoo.com" <shahadathossaini@yahoo.com>, Mohammad Gani <mgani69@gmail.com>, mokto mona <mukto-mona@yahoogroups.com>, F Anwar <faisal.anwr@gmail.com>, Hussain Suhrawardy <shahadathussaini@hotmail.com>, "Dr. Jamir Chowdhury" <americamyland@gmail.com>, Abid Bahar <abid.bahar@gmail.com>, "duafinc@yahoo.com" <duafinc@yahoo.com>, Isha Khan <bdmailer@gmail.com>, Tareque Ahmed <tareque7@gmail.com>, "syedaslam3@gmail.com" <syedaslam3@gmail.com>, Gonojagoron Moncho <projonmochottar@gmail.com>, Jamal Hasan <poplu@hotmail.com>, "Molla A.LATIF" <mollaltf@gmail.com>, Mohammad Rashid <m.a.rashid@massey.ac.nz>, Shamim Huq <shamimmhuq@yahoo.com>, "subain1@yahoo.com" <subain1@yahoo.com>, "rfarzana28@gmail.com" <rfarzana28@gmail.com>, "manik061624@yahoo.com" <manik061624@yahoo.com>, "news@amadershomoy.com" <news@amadershomoy.com>, "news@akhonshomoi.com" <news@akhonshomoi.com>, "janakanthanews@gmail.com" <janakanthanews@gmail.com>, letter Daily Star <editor@thedailystar.net>, "news@banglanews24.com.bd" <news@banglanews24.com.bd>, Avijit Roy <charbak_bd@yahoo.com>, Dhiman Chowdhury <dchowdhu@sbcglobal.net>, Faruk Ahmed <farukbd5@yahoo.com>, farhad mazhar <farhadmazhar@hotmail.com>, Faruque Alamgir <faruquealamgir@gmail.com>, Zoglul Husain <zoglul@hotmail.co.uk>, "ranu51@hotmail.com" <ranu51@hotmail.com>, "udarakash08@yahoo.com" <udarakash08@yahoo.com>, "info@dailynayadiganta.com" <info@dailynayadiganta.com>, Daily Dinkal <dinkalnews@gmail.com>, "info@amardeshonline.com" <info@amardeshonline.com>, "mannanazad@yahoo.com" <mannanazad@yahoo.com>, "syed.aslam3@gmail.com" <syed.aslam3@gmail.com>, Adnan Syed <adnansyed01@gmail.com>, Bay azid Akkas <adbayazidakkas@gmail.com>, Shamim o Robin <futureofbangladesh@yahoogroups.com>, "nurannabi@gmail.com" <nurannabi@gmail.com>, Khondkar Saleque <khondkar.saleque@gmail.com>, "srbanunz@gmail.com" <srbanunz@gmail.com>
Subject: Re: 15th Aug, 1975: Mind set propaganda
Date: Sat, 9 Aug 2014 19:59:17 +0600

শালা পাঞ্জাবিদের ঔরসজাত রাজাকারের পোলা মহিউদ্দিন আনওয়ার, আবিদ বাহার, শাহাদাত হুসাইনি, ফারুক চৌ, ফারুক আলমগীর, রেজাউল করিম, রাশেদ আনম  ও অন্যান্যদের বাংলাদেশে পেলে মতিঝিল শাপলা চত্বরে বেঁধে রাখতাম যেন ষোলো কোটি মানুষ ওদের গায়ে পেশাব করতে ও থুঁথু দিতে পারে! 


Sent from my iPhone:
GM

On Aug 8, 2014, at 6:55 PM, rashed Anam <rashedanam1971@gmail.com> wrote:

 
The Fascist dictator Hayena does not need to be killed...She will be hanged by the people...for killing so may people in last 6 years. All the Mokha, Inu, Arshraf, murderer in RAB, murderer in Police...all will be hanged. That's what this Hayena is afraid of and that's why she does not want to give power back to people. 


On Fri, Aug 8, 2014 at 8:50 AM, Shah DeEldar <shahdeeldar@gmail.com> wrote:
Look, if anybody wants to repeat the 1975 again, he/she should know that there will be no place to hide or take refuge. Make no mistake that he revenge will be swift and furious! People should participate in democratic elections and take their turn. We simply can't go back to the days of murderous 1975. There are no ISI, Khaddafis or CIA would be waiting with garlands for these yet to be murderers.
-SD 


On Fri, Aug 8, 2014 at 8:16 AM, Farida Majid <farida_majid@hotmail.com> wrote:
https://www.facebook.com/photo.php?v=180337288828625&set=vb.317336754966566&type=2&theater

Bangladesh-Zindabadwallahs want to see a repeat performance of this. They really have this firm belief that, with a little help from 'friends', they can revisit this scene of Aug 15, 1975 again . . . and again . . . and again . . .


Date: Fri, 8 Aug 2014 07:59:11 -0400
Subject: Re: Mind set propaganda
From: shahdeeldar@gmail.com
To: nazrulic@gmail.com
CC: farida_majid@hotmail.com; bangladesh-progressives@googlegroups.com; rashedanam1971@gmail.com; mohiuddin@netzero.com; man1k195709@yahoo.com; unitycouncilusa@gmail.com; guhasb@gmail.com; subirbarua09@yahoo.com; subir.chowdhury@motorola.com; mostofadrgholam@gmail.com; rezaulkarim617@gmail.com; bipulnahar@yahoo.com; farukhchowdhury@gmail.com; khabor24@gmail.com; alapon@yahoogroups.com; tanvirnowaz@yahoo.com; drmasud@hotmail.com; drmohsinali@yahoo.com; farahmina@gmail.com; dr.dipumoni@gmail.com; ershad.hm@gmail.com; asifnazrul@gmail.com; sheikhhasina@hotmail.com; anis.ahmed@netzero.net; akhtergolam@gmail.com; mohiuddinmansur@gmail.com; captchowdhury@yahoo.ca; abman1971@gmail.com; abdul_momen@hotmail.com; nybangla@gmail.com; veirsmill@yahoo.com; news4bangla@gmail.com; wthikana@aol.com; aauniruddho@gmail.com; empannah@hotmail.com; mahmudur@hotmail.com; shahadathossaini@yahoo.com; mgani69@gmail.com; mukto-mona@yahoogroups.com; faisal.anwr@gmail.com; shahadathussaini@hotmail.com; shahdeeldar@yahoo.com; americamyland@gmail.com; abid.bahar@gmail.com; duafinc@yahoo.com; bdmailer@gmail.com; tareque7@gmail.com; syedaslam3@gmail.com; projonmochottar@gmail.com; poplu@hotmail.com; mollaltf@gmail.com; m.a.rashid@massey.ac.nz; shamimmhuq@yahoo.com; subain1@yahoo.com; rf



__._,_.___

Posted by: Shah DeEldar <shahdeeldar@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Newer Posts Older Posts Home