Banner Advertiser

Sunday, January 11, 2015

[mukto-mona] একটি ফোনালাপ ও রাজনৈতিক দেউলিয়াপনার উদাহরণ



এইচ এম মহসীন

একটি ফোনালাপ ও রাজনৈতিক দেউলিয়াপনার উদাহরণ

জানুয়ারী ১২, ২০১৫

h m mohsinদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি যে জনমানুষের জীবনে চরম অশান্তি ও শঙ্কার সৃষ্টি করেছে সেটি দেশের রাজনীতিকরা অনুধাবন করেন বলে বিশ্বাস করার মতো লক্ষণ নেই। আমাদের রাজনৈতিক নেতারা বরং দেউলিয়াত্বের নানা উদাহরণ দেখিয়ে চলেছেন। এর মধ্যে সর্বসাম্প্রতিক হল ভারতের ক্ষমতাসীন বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কথিত টেলিকথনের খবর এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের ভুয়া বিবৃতি সংক্রান্ত সংবাদ মিডিয়াতে প্রকাশ।

৮ জানুয়ারি লন্ডন-ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, 'ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস'এর দেখাদেখি, দেশের বেশ কয়েকটি পত্রিকাও খবর প্রকাশ করে যে, মিডিয়া ও বিরোধী দলীয় রাজনীতিবিদদের ওপর দমন-পীড়নে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন যুক্তরাষ্ট্রের 'ইউএস হাউস কমিটি অন ফরেন অ্যাফেয়ারস' ('হাউস ফরেন অ্যাফেয়ারস কমিটি' নামেও পরিচিত, এটি আসলে যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্ন কক্ষ, 'হাউস অব রিপ্রেজেনেটেটিভ'এর একটি স্ট্যান্ডিং কমিটি)এর চেয়ারম্যান এডওয়ার্ড রয়েসসহ পাঁচ কংগ্রেসম্যান।

বর্তমানে দেশে বিরোধী রাজনীতিকদের ওপর দমন-নিপীড়ন যে চলছে সেটি নিয়ে সন্দেহ প্রকাশ করার কিছু দেখছি না। তাই যুক্তরাষ্ট্রের মতো 'অভিভাবক' দেশের কংগ্রেসের কতিপয় সদস্য তাদের নিজ দেশের জনগণের অর্পিত 'দেশসেবা'র দায়িত্ব পালনের পাশাপাশি, বাংলাদেশের মতো উদীয়মান দেশের অভ্যন্তরীন বিষয়ে নাক গলাবেন, সেটি নিতান্তই স্বাভাবিক। এমন একটি বিবৃতি নিয়ে দেশের জনগণের খুব উল্লসিত বা চিন্তিত হবার কারণ নেই।

ঝামেলা বাঁধিয়েছে এডওয়ার্ড রয়েসের পাল্টা বিবৃতি, যেখানে তিনি পরিস্কার করে ওই বিবৃতি 'জাল' বলে আখ্যায়িত করেছেন। পরবর্তীতে 'ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস' তাদের মূল প্রতিবেদনটি প্রত্যাহার করে এবং ওই ভুয়া বিবৃতিটি তারেক রহমানের জ্যেষ্ঠ সহকারী, হুমায়ুন কবির পত্রিকাটিকে সরবরাহ করেন বলে জানায়।

ঝামেলা বাঁধিয়েছে এডওয়ার্ড রয়েসের পাল্টা বিবৃতি, যেখানে তিনি পরিস্কার করে ওই বিবৃতি 'জাল' বলে আখ্যায়িত করেছেন

ঝামেলা বাঁধিয়েছে এডওয়ার্ড রয়েসের পাল্টা বিবৃতি, যেখানে তিনি পরিস্কার করে ওই বিবৃতি 'জাল' বলে আখ্যায়িত করেছেন

প্রায় একই সময়ে, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সংবাদ সম্মেলনে প্রকাশ করেন যে, ৭ জানুয়ারি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ খালেদা জিয়াকে ফোন করেছেন; পিপার স্প্রের প্রভাবে খালেদার শারীরিক সমস্যা হবার বিষয়টি জেনে তাঁর আশু সুস্থতা কামনা করেছেন।

প্রতিবেশি দেশের সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর অমিত শাহ নিতেই পারেন। তবে ঘটা করে সংবাদ সম্মেলন করে এমন একটি খবর জানানোর প্রয়োজন আছে কিনা সেটি প্রশ্নাতীত নয়। সে যাই হোক, এই ফোনালাপের ঘটনাও যে বানোয়াট, সেটিও ইতোমধ্যেই মিডিয়ার কল্যাণে প্রমাণিত হয়ে গেছে।

ঘটনা দুটি যে অত্যন্ত ন্যাক্কারজনক সেটি বলার অপেক্ষা রাখে না। এখানে দুটি বিষয় খুবই আপত্তিকর। প্রথমত, মুখে 'জনগণই সকল ক্ষমতার উৎস' বললেও জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদেশিদের প্রভু হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা; দ্বিতীয়ত জালিয়াতির আশ্রয় নিয়ে জনগণের ওপরে সেটি চাপিয়ে দেওয়ার প্রবণতা।

বিদেশিদের সমর্থন আদায়ের মাধ্যমে আন্দোলন বেগবান করা, অথবা ক্ষমতা গ্রহণের চেষ্টার নজির বাংলাদেশের প্রধান দুটি দলেরই রয়েছে। যখনই যে দল ক্ষমতার বাইরে থাকে, বিদেশি প্রভুদের নেক নজর আদায়ের চেষ্টা করে; তাদের বিরুদ্ধে সরকারের দমন-নিপীড়নের অভিযোগ করে এবং প্রভাবশালী দেশের কূটনীতিকদের হস্তক্ষেপের মাধ্যমে সমাধানের পথ খোঁজে।

শুধু রাজনীতিকরাই নন, দেশের মিডিয়াও এ ক্ষেত্রে কম যায় না। বিভিন্ন সময়ে বিদেশ থেকে আগত কূটনীতিক বা রাষ্ট্রদূত, এমনকি প্রখ্যাত কোনো ব্যবসায়ী বা শিক্ষাবিদ এলেই সাংবাদিকরা তাদের কাছে ছুটে গিয়ে, বাংলাদেশের ভবিষ্যত কী বা সরকারের করণীয় কী ইত্যাদি ধরনের নানা প্রশ্ন করতে থাকেন। স্বাধীন, সার্বভৌম একটি দেশের সকল সমস্যা বা ইস্যুতেই বিদেশিদের হস্তক্ষেপ অথবা মতামত কামনা করার এই প্রবণতা কিন্তু আত্নবিশ্বাসের ঘাটতির বিষয়টি প্রমাণ করে।

মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস বাংলাদেশ সম্বন্ধে বিবৃতি প্রদান করে থাকলেও, সেটি ঘটা করে প্রকাশ করার পেছনের মনস্তত্ব আসলে কী? সুস্পষ্টভাবেই এটি রাজনৈতিক দেউলিয়াপনার উদাহরণ। জনগণের স্বার্থের কথা বলে, 'দেশ বাঁচাও, মানুষ বাঁচাও' বলে রাজনীতি করে দলগুলো যখন দেশের জনগণের চেয়ে বিদেশি প্রভুদের প্রতি বেশি নির্ভরশীল হতে চায়, সেটি দলগুলোর নিজ নিজ রাজনৈতিক ক্ষমতা ও আদর্শের ওপর নিজেদেরই আস্থাহীনতা প্রকাশ করে দিচ্ছে।

এবার আসি জালিয়াতি প্রসঙ্গে। উল্লিখিত জালিয়াতির ঘটনা দুটি কিন্তু হালকা করে দেখার অবকাশ নেই। দুটি ঘটনার সঙ্গে বিএনপির দুই শীর্ষ নেতার ঘনিষ্ঠজনের সংশ্লিষ্টতা রয়েছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের বিবৃতি জালিয়াতির বিষয়টি তো সংশ্লিষ্ট পত্রিকা পরিস্কার করেছে। প্রশ্ন হচ্ছে, তারেক রহমান কি তার জ্যেষ্ঠ সহকারী হুমায়ুন কবিরের এই জালিয়াতির বিষয়ে অবগত ছিলেন না? যদি তিনি এই জালিয়াতির সঙ্গে জড়িত থেকে না থাকেন, তাহলে কি তিনি তার সহকারীর বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন? যদি হুমায়ুন কবির নিজে নিজে এই ঘটনা ঘটিয়ে থাকেন তাহলে তিনি বিএনপির অপূরণীয় ক্ষতি করেছেন এবং এর শাস্তি তার অবশ্যই প্রাপ্য। যদি তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে দেখা না যায়, তাহলে এটা কি বলা অনুচিত হবে যে, তারেক রহমান নিজেই এর পরিকল্পনায় সম্পৃক্ত ছিলেন? সে ক্ষেত্রে তিনি একটি দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন কিনা সে বিষয়টি নিয়ে দেশের মানুষকে ভাবতে হবে।

বিএনপি চেয়ারপারসনকে অমিত শাহের ফোনের প্রসঙ্গটিও প্রায় একই রকম। চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খানের পাশাপাশি, দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীও টেলিফোনে আলোচনার ঘটনা 'নির্ভেজাল' সত্য বলে দাবি করেছেন। তবে 'বাসস', 'বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম' ও 'প্রথম আলো'সহ বিভিন্ন সংবাদ সংস্থা তদন্ত করে জানিয়েছে যে, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বিজেপির প্রধানের ফোনালাপের সংবাদটি ছিল ভুয়া। দুটি টেলিভিশন সংস্থা রীতিমতো অমিত শাহের সঙ্গে ফোনালাপের অডিও রেকর্ড দর্শকদের শুনিয়েছে।

দুটি টেলিভিশন সংস্থা রীতিমতো অমিত শাহের সঙ্গে ফোনালাপের অডিও রেকর্ড দর্শকদের শুনিয়েছে

দুটি টেলিভিশন সংস্থা রীতিমতো অমিত শাহের সঙ্গে ফোনালাপের অডিও রেকর্ড দর্শকদের শুনিয়েছে

স্বীকার করতে দ্বিধা নেই যে, মার্কিন কংগ্রেসম্যানরা নিজেরাই বিবৃতি জালিয়াতির বিষয়টি প্রকাশ করেছেন বলে এটির জালিয়াতির বিষয়ে আর প্রমাণের দরকার নেই। কিন্তু অমিত শাহের সঙ্গে খালেদা জিয়ার ফোনালাপের দাবিটি যে মিথ্যা সেই প্রমাণ 'অতটা অকাট্য' নয় বলে অনেকে দাবি করছেন।। তবে এতগুলো সংবাদ মাধ্যম অমিত শাহের ফোনালাপ অস্বীকার করার রেফারেন্স প্রকাশ করার পরে, একেও পরিকল্পিত মিথ্যাচার বলে বিশ্বাস করা বাড়াবাড়ি হবে না।

দেশের অন্যতম প্রধান একটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে নেতাদের কাছ থেকে এমন মিথ্যাচার অনাকাঙ্ক্ষিত; এভাবে জনসমর্থন ও সহানুভূতি আদায়ের চেষ্টাও নিন্দনীয়।

২০১৪ সালের ৫ জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন সু্ষ্ঠু হয়েছিল কিনা, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিষয়, ওই নির্বাচনের মাধ্যমে দেশের অধিকাংশ মানুষের মতামতের প্রতিফলন ঘটেছিল কিনা। সে সব নিয়ে কঠোর আওয়ামী লীগ সমর্থক ছাড়া সাধারণ মানুষের মধ্যে বিতর্ক নেই। অধিকন্তু, গণতান্ত্রিক দেশে একজন সাবেক প্রধানমন্ত্রীর অফিসের সামনে বালুর বস্তা ভরা ট্রাক দিয়ে কার্যত তাঁকে 'অফিসবন্দি' করে, তাঁকে সমাবেশ করার অধিকার থেকে বঞ্চিত করে সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা যখন তাঁকে 'নিরাপত্তা' দেওয়া হচ্ছে বলে বিবৃতি দেন– সেটিও জনগণের সঙ্গে প্রহসন।

এ অবস্থায় জনগণের সহানুভূতি পুঁজি করে তাদের দাবি ও আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করতে পারতেন বিএনপির নেতৃবৃন্দ– সেটাই কাঙ্ক্ষিত ছিল। তা না করে জালিয়াতির মাধ্যমে জনসমর্থন আদায়ের প্রচেষ্টা অত্যন্ত ন্যাক্কারজনক।

আমাদের দেশের রাজনীতিকরা বরাবরই সাধারণ মানুষকে 'বেকুব' ভাবেন– ব্যাপারটি অপমানজনক। তারা মনে করেন, জনগণ তাদের সকল 'ওহী' বিশ্বাস করতে বাধ্য। এই যেমন, বর্তমান সরকারের একজন মন্ত্রী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভবন সংস্কারের জন্য ইট ও বালুর ট্রাক নিয়ে গেছেন তাঁর দলের অফিসে। এ রকম রাজনৈতিক ভাঁড়ামিও 'গিলতে' হয়েছে আমজনতাকে!

বাস্তবতা হচ্ছে, বালু ও ইটের ট্রাকের প্রচলন, কিংবা 'সরকারি অবরোধ'এর বিষয়টিও দেশের মানুষ ভালোভাবেই জানেন। যেমন তারা জানেন, হরতালের উপহাস করে ক্রিকেট খেলার প্রচলন শুরুর কথা; অথবা গায়েবি ভবন থেকে ক্ষমতা নিয়ন্ত্রণের ইতিহাস; মিডিয়ার সামনে 'উই আর লুকিং ফর শত্রুজ' বলে পেছনে জঙ্গিদের মদদদানের গল্প।

পরিতাপের বিষয় হচ্ছে, মিথ্যাচার, ভণ্ডামি আর জালিয়াতি করেও অতীতে অনেক রাজনীতিক পার পেয়ে গিয়েছেন, জনগণের ভোগান্তি শেষ হয়নি। আশার কথা হচ্ছে, প্রযুক্তির এই যুগে মিথ্যাচার করে পার পাওয়া খুব কঠিন। নাগরিকরা এখন সচেতন বলে মিডিয়াও আড়ালের সব সত্য বের করে আনতে তৎপর।

নতুন বছরের শুরুতে আলোচিত এসব আন্তর্জাতিক কেলেঙ্কারি থেকে অন্যরা শিক্ষা নেবেন সেটাই সকলের প্রত্যাশা।

এইচ এম মহসীন: স্ট্র্যাটেজি প্রফেশনাল।

http://opinion.bdnews24.com/bangla/archives/24111




__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: [True-Muslims] Fw: BNP-Jamaat should be banned !!!!!




 Dear Moderator,
                           You may please consider banning this guy named Dr. Manik. He is promoting extreme hatred and violence. On the other hand, your group is promoting love, tolerance, justice what is true Islam. Mr. Manik, is the Army yours or awamileague properly that Army will go against BNP. BNP has some faults we know but so does awamileague. awamileague is running by angelic force?! If you try to eliminate BNP eventually you will be annihilated. Is that good?! What will you achieve then in your life?!
Stop promoting extreme hatred and violence. Try to love your fellow human beings, yes, all human beings. Both BNP and awamileague have many faults we have observed in the past. We are hoping that they should correct their mistakes taking lesson from the past and try to make Bangladesh a better country for its every citizen.
Mr. Manik,  hope you will calm down and understand your grievous attitude. We have good sympathy for awalileage being a secular and progressive party but few extremists like you are tarnishing the image of awamileague very badly. Your extreme hate will generate more hate in BNP which in turn will make more destruction and violence. So only solution is forgiveness, tolerance and humbleness.

To learn the True Islam, our cordial invitation

www.progressive-muslim.org (English in general)
www.QuranResearchBD.org (Bangla in general)
------------------------------------------------------

"Our inherited beliefs are entrenched in our psyche and emotions like idols.  The shaking or breaking of these idols is no less a calamity in whatever form they exist [Dr. A. N. Whitehead]."


On Monday, 12 January 2015, 11:35, "Muhammad Ali manik195709@yahoo.com [progressive-muslim]" <progressive-muslim@yahoogroups.com> wrote:


 


On Sunday, January 11, 2015 5:24 PM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:




On Sunday, January 11, 2015 5:23 PM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:


Dear All ,

BNP and Jamat should be banned from Bangladesh immediately . Because they are involved in Anti-state activities to turn Bangladesh into another Pakistan . With the instructions of their ISI masters they have been engaged in killing innocent peoples , destroying properties like '71 . So , we have to face them like '71. Our arms of '71 should be in action again. There should be no mercy this time . These heinous should be wiped off from the soil of Bangladesh permanently . BNP-Jamat didn't participate in January 5 election intentionally , because they were afraid to lost the election to popular AL . They have been asking to change the election commision . But ironically they have participated in the local govt. election under the same election commision which took place just after the national election . With their participation under the same election commision have reflected their acceptance of the national election . Now they have to wait for the next election which will be held in due time . 

Regards ,
Dr. Manik.









__._,_.___

Posted by: Koutuhol <conf12000@yahoo.co.uk>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Fw: খালেদা জিয়ার স্বপ্নের পোলাও ও ভারতপ্রেম





On Sunday, January 11, 2015 6:52 PM, SyedAslam <syed.aslam3@gmail.com> wrote:


খালেদা জিয়ার স্বপ্নের পোলাও ও ভারতপ্রেম
তারিখ: ১২/০১/২০১৫
  • শাহরিয়ার কবির
বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াত জোটের প্রধান বেগম খালেদা জিয়া গত ৪ জানুয়ারি থেকে গুলশানের দলীয় কার্যালয়ে অবরোধের ভেতর দিনযাপন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদিও বলেছেন তিনি অবরুদ্ধ নন, ইচ্ছে করলে বাড়ি যেতে পারেন, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী গত ৪ জানুয়ারি থেকে তাঁর অবাধ চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে, তাঁকে নয়াপল্টনের কার্যালয়ে বা প্রেসক্লাবে যেতে দেয়া হয়নি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, খালেদা জিয়ার নিরাপত্তার স্বার্থেই তাঁর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
বাংলাদেশে বিএনপি-জামায়াতের সমর্থক বুদ্ধিজীবীরা এ ঘটনাকে 'সরকারবিরোধী গণতান্ত্রিক আন্দোলন দমনের নজিরবিহীন দৃষ্টান্ত', 'মানবাধিকারের গুরুতর লঙ্ঘন,' স্বৈরাচারের চূড়ান্ত বহিঃপ্রকাশ' ইত্যাদি বলে টেলিভিশনে টক শো-এর আসর গরম করছেন। জামায়াতপ্রেমী কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও এর সমালোচনা ও নিন্দা করেছে। বাইরের এসব নিন্দা বা সমালোচনার ভেতর কতটুকু খাঁটি আর কতটুকু ভেজাল এ নিয়েও গণমাধ্যমে প্রশ্ন উত্থাপিত হয়েছে। বিশেষভাবে ভারতের ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহ এবং আমেরিকার ছয়জন কংগ্রেসম্যানের বিবৃতি সম্পর্কে গণমাধ্যমে যা বলা হয়েছে তাতে আমজনতার আক্কেল গুড়ুম হয়েছে।
বিএনপির দফতর থেকে প্রতি ঘণ্টায় খালেদা জিয়ার স্বাস্থ্য এবং অন্যান্য বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করা হচ্ছে। অবরোধের নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাসের শিকার হাসপাতালে অগ্নিদগ্ধ অসহায় মানুষের আহাজারির চেয়ে গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে পুলিশের পিপার শ্প্রের কারণে কখন খালেদা জিয়ার নাক জ্বালা করেছে সেই সংবাদ। খালেদা জিয়ার প্রেস সচিব সাংবাদিকদের গত ৮ জানুয়ারি জানিয়েছিলেন, বিএনপি নেত্রীর অবরোধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাঁর কুশল জানতে ভারতের বিজেপিপ্রধান অমিত শাহ তাঁকে ফোন করেছিলেন। একই দিনে জামায়াত-বিএনপির গণমাধ্যম প্রচার করেছে আমেরিকার ছয়জন কংগ্রেস সদস্যও নাকি এ ঘটনার নিন্দা করেছেন। এর পরদিনই গণমাধ্যমের কল্যাণে আমরা জানলাম এই দুটি ঘটনাই নির্জলা মিথ্যা, বিএনপি নেত্রীর প্রতি মানুষের সহানুভূতি আদায়ের জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে। অমিত শাহ বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমকে বলেছেন, ঢাকায় ভারতীয় দূতাবাস সূত্রেও জানানো হয়েছে- বিজেপিপ্রধান ও বিএনপিপ্রধানের টেলিফোনের বিষয়টি সম্পূর্ণ বানোয়াট। একইভাবে আমেরিকার কথিত ছয়জন কংগ্রেস সদস্যের তথাকথিত বিবৃতি সম্পর্কে অন্যতম 'বিবৃতিদাতা' ইউএস হাউস ফরেন এফেয়ার্স কমিটির চেয়ারম্যান এড রয়েস বলেছেন, কংগ্রেসম্যানদের নামে যা প্রচার করা হয়েছে তা অসত্য, খালেদা জিয়ার অবরোধ সম্পর্কে তারা কোন বিবৃতি দেননি।
বিএনপি-জামায়াতের অবরোধের নামে সন্ত্রাস ও নাশকতার বিভিন্ন ঘটনায় আমজনতা যখন বিস্তর পেরেশানিতে আছেন তখন খালেদা জিয়ার ভারতপ্রেম যথেষ্ট কৌতুকের সঞ্চার করেছে। যে খালেদা জিয়া ও বিএনপির রাজনীতির মূল ভিত্তি হচ্ছে পাকিস্তানপ্রেম ও ভারতবিদ্বেষ সেই বিএনপির জন্য ভারতের হিন্দুত্ববাদী নেতা বিজেপিপ্রধানের সহানুভূতি অর্জন কেন জরুরী হয়ে উঠল আমজনতার বোধগম্য হচ্ছে না। কালজয়ী কথাশিল্পী সৈয়দ মুজতবা আলীর কল্যাণে আমরা অনেক বিদেশী বাগধারার সঙ্গে পরিচিত হয়েছি। তাঁর লেখায় একটি পশতুন প্রবাদের উল্লেখ রয়েছে- 'স্বপ্নেই যদি পোলাউ খাবে ঘি দিতে কার্পণ্য করছ কেন?' খালেদা জিয়া স্বপ্নই যদি দেখবেন বিজেপিপ্রধানকে না দেখে ভারতের রাষ্ট্রপতিকে দেখতে পারতেন! আমেরিকার ছয়জন কংগ্রেসম্যানের বদলে প্রেসিডেন্ট বারাক ওবামা হলে অবরোধ ডেকে গ্রেফতারের ভয়ে ঘরে বসে থাকা বিএনপির নেতাকর্মীদের মনোবল বেশি চাঙ্গা হতো। ২০১৩-এর ৬ এপ্রিল বা ৫ মের মতো লাখো মানুষ ঢাকায় জড়ো হয়ে আরও বড় তা-ব করতে পারত। বিএনপির জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হচ্ছে জয় নিশ্চিত ভেবে রাজনীতির জুয়া খেলায় একের পর এক ট্রাম কার্ড খেলছে বটে সঙ্গে সঙ্গে সরকারপক্ষ ওভার ট্রাম মেরে বিএনপি নেত্রীকে কৌতুকের পাত্রে পরিণত করছে।
বেগম খালেদা জিয়ার অবরোধ কতটা স্বেচ্ছাপ্রণোদিত এবং কতটা সরকারপ্রণোদিত এ নিয়েও প্রশ্ন উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই বলছেন, তথাকথিত এই অবরোধ খালেদা জিয়ার প্রতি আমজনতার সহানুভূতি সৃষ্টির পক্ষে সহায়ক হবে। যে কারণে প্রধানমন্ত্রী তাঁকে বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে বললেও তিনি 'অবরুদ্ধ' থাকা পছন্দ করছেন। নইলে বিএনপিতে বাঘা বাঘা আইনজীবীর তো আকাল পড়েনি। তারা এ নিয়ে হাইকোর্টে রিট করলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অভিযোগে এভাবে অবরোধ করে রাখা নিঃসন্দেহে বেআইনী ও সংবিধানবিরোধী হিসেবে গণ্য হবে। আগাম জামিনসহ অনেক তুচ্ছ বিষয়েও বিএনপির আইনজীবীরা কথায় কথায় হাইকোর্টে দৌড়ান। সুপ্রীমকোর্ট বারও তাদের দখলে। প্রধান বিচারপতির দরজায় লাথি মারা থেকে শুরু করে হাইকোর্টে অগ্নিসংযোগের বহু রেকর্ড আছে বিএনপির আইনজীবীদের। তাদের প্রতি আমার বিনীত প্রশ্নÑ খালেদা জিয়ার এই অবরোধ যদি স্বেচ্ছাপ্রণোদিত বা কোনও পাতানো খেলার বিষয় না হয় কেন তারা এহেন বেআইনী কাজের জন্য সরকারের বিরুদ্ধে রিট করছেন না?
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াত জোটের প্রধান বেগম খালেদা জিয়া দেশব্যাপী অবরোধ ডেকেছেন। ভেবেছিলেন তিনি ডাকবেন সঙ্গে সঙ্গে সকল যানবাহন থেমে যাবে, কলকারখানা অফিস আদালত বন্ধ হয়ে যাবে, সারাদেশ অচল হয়ে যাবে। অবরোধের ৫ম দিনেও দেখছি সব কিছু স্বাভাবিক রয়েছে। বাস-ট্রাক-লঞ্চ-স্টিমার-বিমান সব চলছে, তবে সংখ্যায় কিছু কম। কারণ অবরোধের নামে ৫ জানুয়ারির পর থেকে ৯ জানুয়ারি (২০১৫) পর্যন্ত প্রথম চার দিনে ৭০টি গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে জ্বালিয়ে দেয়া হয়েছে, পরিবহন শ্রমিক ও যাত্রীসহ ২৫ জন নিরীহ মানুষ অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন, যাদের বাকি জীবন পঙ্গুত্বের অভিশাপ বইতে হবে।
'গণতন্ত্র পুনরুদ্ধারে'র নামে জামায়াত-বিএনপি জোটের হরতাল ও অবরোধ কিভাবে জ্যান্ত মানুষ পুড়িয়ে মারে, কিভাবে সরকার ও জনগণের সম্পদ-সঞ্চয় ধ্বংস করে, কিভাবে শত শত পরিবারের স্বপ্ন ও আশা রাজনীতির প্রতিহিংসার আগুনে ছাই হয়ে যায় এর ভয়ঙ্কর মহড়া ২০১৩ সালের প্রায় বছরজুড়ে আমরা দেখেছি। শত শত নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও রাস্তায় পিটিয়ে কিংবা গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের ওপর নৃশংস নির্যাতন হয়েছে বিভিন্ন অজুহাতে। কখনও ইসলাম অবমাননার অজুহাতে, কখনও অভিযুক্ত করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতার বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার জন্য, কখনও বিএনপি-জামায়াতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোট দেয়ার জন্য। এসবের উদ্দেশ্য একটাই- '৭১-এর পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করতে হলে বাংলাদেশকে একটি ব্যর্থ মনোলিথিক মুসলিম রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে। 
২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচন বয়কট ও প্রতিহত করতে গিয়ে বিএনপি-জামায়াত জোট যে ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকা- সংঘটিত করেছে, তার আগে হেফাজতে ইসলামীকে ঢাল হিসেবে ব্যবহার করে যে মহাতাণ্ডব করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ও এর নিন্দা করেছে। ২০১৪ সালের ১৬ জানুয়ারি ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনকেন্দ্রিক সংখ্যালঘু নির্যাতনের জন্য প্রধানত জামায়াতে ইসলামীর জঙ্গীদের দায়ী করে কঠোর ভাষায় এর নিন্দা করেছে এবং বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত ও হেফাজতের সংশ্রব পরিহারের জন্য। একইভাবে সরকারের প্রতি ইউরোপীয় পার্লামেন্ট আহ্বান জানিয়েছে বাংলাদেশে সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধ করার জন্য। ইউরোপীয় পার্লামেন্টের এই প্রস্তাবে বাংলাদেশের শান্তিকামী মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটলেও বিএনপি-জামায়াত ও সন্ত্রাস পরিহার করেনি, সরকারও জামায়াত নিষিদ্ধ করেনি।
এটা ঠিক যে দেশে বিদেশে প্রচণ্ড সমালোচনার কারণে গত বছর বিএনপি হরতাল-অবরোধের নামে ২০১৩ সালের পুনরাবৃত্তি করেনি। বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিএনপি-জামায়াতের আন্দোলনের নামে সন্ত্রাস ও নাশকতার শিকার। সরকারের বিরুদ্ধে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে হরতাল বা অবরোধের মতো কঠোর কর্মসূচী দেয়া যেতে পারে যদি তার প্রতি সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন থাকে। বিএনপি-জামায়াত যখন জোটের নামে কিংবা বিএনপি যখন এককভাবে হরতাল বা অবরোধের ডাক দেয় তখন দলের নেতাকর্মীরা ঘরে বসে থাকেন, জামায়াতের পোষা খুনীরা চোরাগোপ্তা হামলা চালায়, জ্যান্ত মানুষ পুড়িয়ে মারে, দেশের সম্পদ ধ্বংস করে। এসব সন্ত্রাসী যখন পেট্রোল বোমা ছুড়ে যাত্রীসহ বাস পুড়িয়ে কয়লা বানায় তখন একবারও ভাবে না এ সব বাসে জামায়াত-বিএনপির সমর্থকও থাকতে পারে, শুধু আওয়ামী লীগের লোকেরাই বাসে চড়ে না, সাধারণ মানুষও চড়ে। ১০ জানুয়ারি খালেদা জিয়ার একজন উপদেষ্টার গাড়িতেও হামলা করেছিল এসব ভাড়াটে সন্ত্রাসীরা। ২০১৩ সালের ১০ নবেম্বর একাত্তর টেলিভিশনে ফারজানা রূপার একটি প্রতিবেদন ছিলÑ রাজধানী ঢাকায় বিএনপি-জামায়াত জোট চার শ'র বেশি ছোট ছোট বোমা বানাবার কারখানা বানিয়েছে। একজন বোমা কারিগর বলেছে তারা পাঁচ শ থেকে দেড় হাজার টাকা নেয় বোমা বানাবার জন্য, সমপরিমাণ টাকা নেয় ছুড়ে মারার জন্য। বোমায় কারা মরল তাদের দেখার দরকার নেই। রেললাইন উপড়ে ফেলে যখন যাত্রীদের হত্যা করা হয় কখন কী তাদের গায়ে লেখা থাকে- এরা আওয়ামী লীগের সমর্থক? গত তিন বছরে যে কয়েক শ' বাস পোড়ানো হয়েছে সেগুলো কি আওয়ামী লীগের কারও পৈত্রিক সম্পত্তি না বাংলাদেশের মানুষের সম্পদ? হরতাল অবরোধের সময় যখন গণমাধ্যমে আমরা জ্বলন্ত বাস ও গণপরিবহনের ছবি দেখি, যখন হাসপাতারেল বার্ন ইউনিটে শিশু বৃদ্ধসহ সব বয়সী মানুষ মৃত্যু যন্ত্রণায় জর্জরিত হতে দেখি, নিহতদের স্বজনদের আহাজারিতে যখন আকাশ কেঁপে ওঠে তখন বেগম খালেদা জিয়া কি একবারও ভাবেন না, তিনিও এ দেশের একজন নাগরিক, এদেশের প্রতি, দেশের সাধারণ মানুষের প্রতি তার সামান্যতম দায়িত্ব রয়েছে? তার কর্মসূচীর কারণে যেসব শিক্ষার্থীর শিক্ষাজীবন ধ্বংস হয়ে যাচ্ছে তাদের ভেতর কি বিএনপির লোকজনের সন্তানরা নেই? ২০১৩ সালে তাদেরই ডাকা হরতাল অবরোধের কারণে যারা নিহত হয়েছে, যে সব পরিবার সর্বস্বান্ত হয়েছে খালেদা জিয়া কি একবারও জানতে চেয়েছেন তারা কারা, কী অবস্থায় আছে? নিজেকে ইসলামের বরকন্দাজ দাবি করে খালেদা জিয়া অবরোধের নামে এবার টঙ্গীর বিশ্ব এজতেমায় আসা হাজার মুসল্লিকে যে সমূহ বিপদে ফেলেছেন এর জবাব কে দেবে? এর পরও কি তিনি আশা করেন এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা বিএনপি-জামায়াতের অবরোধ সমর্থন করবে? তিনি কেন ধরে নিচ্ছেন আওয়ামী লীগ ও বাংলাদেশ সমার্থক শব্দ, আওয়ামী লীগকে ধ্বংস করতে হলে বাংলাদেশকে ধ্বংস করতে হবে? আমরা জানি খালেদা জিয়া এবং বিএনপি নেতাদের প্রতি সরকারের অনেক আচরণ সমর্থনযোগ্য নয়। রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে সরকারের সংলাপ ও সমঝোতা গণতন্ত্রের অন্যতম অভিব্যক্তি। জামায়াত ও সন্ত্রাস পরিহার করলে বিএনপির সঙ্গে সংলাপে আওয়ামী লীগ বা সরকারের কখনও আপত্তি থাকা উচিত নয়, একইভাবে গণতন্ত্রের নামে নরহত্যা ও সন্ত্রাস কখনও অনুমোদনযোগ্য নয়।
জামায়াত স্বপ্ন দেখছেÑ খালেদা জিয়াকে তাদের জঙ্গীরা হত্যা করবে, তারেক জিয়া দেশে ফিরে প্রধানমন্ত্রী হবেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ হয়ে যাবে, জামায়াত আইএসআই-এর পরিকল্পনা অনুযায়ী মোল্লা উমরের আফগানিস্তানের মতো জঙ্গী তালেবানী রাষ্ট্র হবে বাংলাদেশ। গণমাধ্যমে বেরিয়েছে মৌলবাদী জঙ্গীদের হিটলিস্টে শেখ হাসিনার নামের সঙ্গে খালেদা জিয়ার নামও রয়েছে। কারণ জামায়াত ও আইএসআই জানে একমাত্র খালেদা জিয়া নিহত হলেই মানুষের সহানুভূতি পুঁজি করে তারেক জিয়া দেশে ফিরতে পারবেন। তারেককে তারা সেভাবেই তৈরি করছে। দশ বছর আগেই তারেক বলেছিলেন, ছাত্রদল-ছাত্রশিবির তথা বিএনপি-জামায়াত এক মায়ের গর্ভের দুই সন্তান। পাকিস্তানে বসে মা আইএসআই কিভাবে বাংলাদেশে তার সন্তানদের লালন করে এ খবর সেখানকার কাগজেও বেরিয়েছে।
আইএসআই-এর জামায়াত-বিএনপি কানেকশন আড়াল করার জন্য বিএনপির নেতারা কেবলা পরিবর্তন করে ঘন ঘন দিল্লী যাচ্ছেন, সরকারের নীতি-নির্ধারকদের মান ভাঙাতে চাইছেন। তাঁরা জানেন ২০০১ সালের মতো বিজেপি সরকারের সমর্থন না পেলে বিএনপি কখনও ক্ষমতায় যেতে পারবে না। এখন ভারত বুঝবে আইএসআই-এর পোষ্যপুত্রদের তারা কতটুকু প্রশ্রয় দেবে।

১১ জানুয়ারি, ২০১৪








__._,_.___

Posted by: Muhammad Ali <man1k195709@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] [মুক্তমনা বাংলা ব্লগ] 'ঈশ্বর বিহীন পৃথিবী: যুক্তি ও বিজ্ঞান বনাম ধর্মীয় বিশ্বাস'

মুক্তমনা বাংলা ব্লগ has posted a new item,
'ঈশ্বর বিহীন পৃথিবী: যুক্তি ও
বিজ্ঞান বনাম ধর্মীয় বিশ্বাস'


বর্তমানের আধুনিক মানবগোষ্ঠী
যে ইতিহাসের দীর্ঘ পথ
পরিক্রমায় আদিম মানবগোষ্ঠিরই
বিবর্তিত উন্নত রূপ তা আর নতুন
করে বলার অপেক্ষা রাখে না | এই
কালের বুদ্ধিমান মানুষ
নিরন্তর বৈজ্ঞানিক গবেষণার
ফলে প্রতিনিয়ত আবিষ্কার করে
চলছে অভুতপূর্ব সব নতুন
প্রযুক্তি আর উন্নত কলা-কৌশল !
এখন মানুষের জীবনযাত্রা বিবিধ
প্রকারে প্রত্যক্ষ বা
পরোক্ষভাবে প্রযুক্তি-নির্ভর !
তবে একদিকে যেমন [...]


You may view the latest post at
http://mukto-mona.com/bangla_blog/?p=44159


You received this e-mail because you asked to be notified when new updates are
posted.


Best regards,
মুক্তমনা বাংলা ব্লগ ।




------------------------------------

------------------------------------

****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration:
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
-Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190
------------------------------------

Yahoo Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/

<*> Your email settings:
Individual Email | Traditional

<*> To change settings online go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/join
(Yahoo! ID required)

<*> To change settings via email:
mukto-mona-digest@yahoogroups.com
mukto-mona-fullfeatured@yahoogroups.com

<*> To unsubscribe from this group, send an email to:
mukto-mona-unsubscribe@yahoogroups.com

<*> Your use of Yahoo Groups is subject to:
https://info.yahoo.com/legal/us/yahoo/utos/terms/

Re: [mukto-mona] [মুক্তমনা বাংলা ব্লগ] 'মডারেট, মহম্মদ এবং মার্ক জুকারবার্গ '



I am sure you are keeping in track who the suicide bombers are. Invariably in all cases their backgrounds are that I have mentioned. Thanks for your interest. I will do some research for you to get concrete data. 

Sent from my iPhone

On Jan 11, 2015, at 7:15 PM, Shah Deeldar shahdeeldar@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:

 

Please provide us the stat and its methodologies if you care.
-SD


On Sunday, January 11, 2015 5:16 PM, "Subimal Chakrabarty subimal@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 
By using the adjective "deranged" you are trying to impart force to your belief. Statistics say a different story. You may not agree, but it is true that it easier to indoctrinate the uninitiated--- many of whom are third class prisoners and many of whom are illiterate, poor, and have criminal backgrounds. They may also come from dysfunctional families. Make no mistake that I am talking about recruities. If appropriate persons cannot be recruited from the people of such backgrounds, the leaders search for them at higher levels. 9/11 perpetrators came from such backgrounds as the job needed greater skills. Suicide bombers usually come from poor and illiterate sections in which case promise of money and heaven plays major role. 

Sent from my iPhone

On Jan 11, 2015, at 2:11 PM, Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:

 
Very well said, Deeldar!

I agree fully that - only deranged liberals will bring economic issues as one of the causes of terrorism. They do not understand that - unknowingly, they are blaming victims of terrorism for the acts of terrorism on them.  

Jiten Roy


From: "Shah Deeldar shahdeeldar@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Sunday, January 11, 2015 11:45 AM
Subject: Re: [mukto-mona] [মুক্তমনা বাংলা ব্লগ] 'মডারেট, মহম্মদ এবং মার্ক জুকারবার্গ '

 
"We have to remember that religious fundamentalism, fanaticism and militancy thrive on poverty and illiteracy. Data indicate how easy it is to recruit suicide bombers, for example, from among the socially and economically distressed people." -Chakrabarty

I do not believe in this theory and 9/11 is a prime example of that cruel fact. According to that theory, many poorest countries of Asia including China and India would have been the main hub of terror factory during the last six decades?? How many terrorists did Bangladesh create so far? How many Cambodians or Africans do you find as terrorists given the facts that they are/were very poor with low literacy. This is a bogus argument for justifying terror acts from some very deranged minds. Saudis, Yemenis and Britons of Pakistani origin are not really poor or destitute by any measure and, yet, these people have been creating the terror havoc in the world in the name of a religion and its prophet.

"Dr. Hossainur Rahman (I might have misspelled the name), an author from Poschimbongo, has criticized all the secular ruling parties for using the Muslims in the state as vote bank and caring the least about their socio-economic upliftment."- Chakrabarty

That might be true. However, I think that is a poor excuse for Muslims not helping themselves to get out of damn darkness. If community is reluctant to enlighten itself, how can a state do it for them? What can a government do when Muslims do not want to be vaccinated against Polio viruses? What can a state do when a community want to be purer Muslim than great citizens of a country? It is high time for people to take some responsibilities for their own ego and stupidity.  

Do you think Awami League people do the same to minorities in Bangladesh? Are Hindus in Bangladesh keeping themselves in the dark? I hope not. Do Hindus face lesser discrimination in Bangladesh and Pakistan? Probably not?

I simply can't buy these arguments anymore even though, they are being recycled in many forums by many great foolish liberals. 
-SD
 



On Saturday, January 10, 2015 10:44 AM, "Subimal Chakrabarty subimal@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 
I have read Dr. Pal's article with particular interest. An atheist by strong conviction, Dr. Pal never hesitates to criticize religion based politics-- be it Hindutabad or fanatic and fundamentalist Islamism. 

As he is from Poschimbongo, he knows more about Hindu-Muslim relation in that state than those who are not from India. I will say his observation on the subject is near perfect. I, however, disagree on one point. 

Dr. Hossainur Rahman (I might have misspelled the name), an author from Poschimbongo, has criticized all the secular ruling parties for using the Muslims in the state as vote bank and caring the least about their socio-economic upliftment. The ruling parties' attitude is as follows: Stay in the same dark as you are in now. We will not bother you. But vote for us. Mamata has been following the same policy. If BJP comes to power, it will do the same thing. (Modi distributed borkha to Muslim women before election. That is symbolic). Sachar Commussion report is a shame for secular India. 

I am sure some will argue: Don't the Muslims have any role? I am sure they have. But the rulers have to be proactive by organizing progressive programs and activities and allocating sufficient funds so that they can implemented. Once the rulers become proactive, there will be no dearth of volunteers to support the same. 

We have to remember that religious fundamentalism, fanaticism and militancy thrive on poverty and illiteracy. Data indicate how easy it is to recruit suicide bombers, for example, from among the socially and economically distressed people. And when you are in bad shape socially and economically, you do not feel like belonging to the mainstream and thus you suffer from identity crisis in a secular democratic country. And that feeling makes you tempted to resign or strike. 

Dr. Pal has opined that a new Muhammed in the new age is needed to bring about the reforms in Islam. Sisi has appealed to the Ulema to bring about a new Islamic revolution. What else could he do? Reject the Koran and Islam and get assassinated by one of his soldiers? Before we challenge him, we should remember that he ousted a legitimate government which was inclined heavily to Islamic fundamentalism. If you read unbiased authors like Karen Armstrong, you should agree that Muhammed was progressive with respect to his time and was also dynamic in thinking. But the fundamentalists and fanatics have hijacked the religion and extrapolation has been made almost impossible. 

Literally the proposition of welcoming a new Muhammed is a mission impossible; but what does not seem impossible is highlighting the good teachings in Islamic teachings and reinterpreting many teachings and keeping quiet about the rest and sending them to cold storage for blissful solitude. 


Sent from my iPhone

On Jan 9, 2015, at 4:05 AM, WordPress মুক্তমন@vps5925.inmotionhosting.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:

 
মুক্তমনা বাংলা ব্লগ has posted a new item,
'মডারেট, মহম্মদ এবং মার্ক
জুকারবার্গ '

আর ইসলামের বিরুদ্ধে এই লড়াইএর
অনুপ্রেরনা যদি কেও হতে
পারেন-তিনি হজরত মহম্মদ নিজে (
যদিও তার জীবনীর প্রায় সবটাই
কাল্পনিক) । ওই সময় মক্কাতে
যারা শাসক দল ছিল, তারা ধর্মকে
কাজে লাগিয়ে মক্কা-সিরিয়া
ব্যবসার ওপর সম্পূর্ন কব্জা
রেখেছিল। ছোট ছোট ব্যবসায়ীদের
ওপর কর এবং সুদের হার বাড়িয়ে
যাচ্ছিল। যার প্রতিবাদে এক
আর্থসামাজিক আন্দোলন হিসাবে
ইসলামের জন্ম হয়। হজরত মহম্মদ
নিজে প্রানের ভয়কে উপেক্ষা করে
মক্কার স্বার্থান্বেশী গোষ্ঠি
এবং তাদের ধর্মের ভ্রান্তির
বিরুদ্ধে বলেছিলেন। শেষে
লড়েছিলেন। সমসায়মিক ধর্ম যে
মিথ্যা, তা যে শাসক গোষ্টির
লুন্ঠন এবং লাম্পট্যের সহায়
যেটা বলতে কি তিনি ভয়
পেয়েছিলেন?

You may view the latest post at
http://mukto-mona.com/bangla_blog/?p=44141

You received this e-mail because you asked to be notified when new updates are
posted.

Best regards,
মুক্তমনা বাংলা ব্লগ ।









__._,_.___

Posted by: Subimal Chakrabarty <subimal@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] [মুক্তমনা বাংলা ব্লগ] 'মডারেট, মহম্মদ এবং মার্ক জুকারবার্গ '



I am sure some of your students are in muktomona. Why do you make yourself laughable to them by making dirty comments? You are shame to the teaching community. Yes, as we age, we should be more civilized. But you are not keeping up with your age. Rather you are in a reverse direction. I will be 63 in a week. I think I am good compared to my age. 
Sent from my iPhone

On Jan 11, 2015, at 6:33 PM, Kamal Das kamalctgu@gmail.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:

 

I have not made a big deal of your mistake. Had you been cultured enough, you would have noticed that little in the world goes without phallic symbol. By the way, today I became sixty five. You are not much younger, though apparently much more deranged.

Sent from my iPad

On Jan 11, 2015, at 10:47 PM, "Subimal Chakrabarty subimal@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:

 

Why do you have to make a big deal out of a careless mistake? Just correct me. How can you be so dirty minded Prof. Das? Also I know you are in your sixties (probably upper or mid).  Looks like you are out of mind. Any way I will learn to ignore you. 

Sent from my iPhone

On Jan 10, 2015, at 10:15 PM, Kamal Das kamalctgu@gmail.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:

 

As you have called Salman Khan a film actress, he would probably undress and show his dick to you, if he knows what you have done to him. Dementia might have caught on to you. Proper medical advice may be needed. I have a few icons, from Marx to Shiva, at my residence. I don't adore any of them. Farhad Mazhar might have kept Saraswati to display it and nothing more.

Sent from my iPad

On Jan 11, 2015, at 2:27 AM, "Subimal Chakrabarty subimal@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:

 

I still believe the government is not sincere or courageous enough to oblige the Muslims to embrace modern education. It is government's duty to reform madrassa system. It needs to stop appeasing the vested interest groups which include the mollahs many of them even vote for the communists. 

The claim that participation in cultural activities by Muslims is nonexistent is not well founded. I can mention many names to refute the claim. 

Being a religious minority and living in ghetto area may not have same effect. Many Muslims in india are very open minded and sometimes their openness surpasses that of Hindus. Film actress Salman Khan, I have heard, arranges Ganesh puja in his resident. Shahrukh Khan's Hindu wife enjoys full freedom at her home when it comes to celebrating religious festivals. This reminds us what emperor Akbar used to practice.!Even many intellectuals in Bangladesh keep Hindu deities in their house. I have seen in Facebook Farhad Mazhar with the deity of goddess Saraswati in his drawing room. 

I forgot to comment on Dr. Biplob Pal's guesstimates: 99% of Hindus are ready to embrace reforms in their religion while the percentage for Muslims is only 50%. I am not challenging his numbers but referring to above paragraph for my take on it. 

Sent from my iPhone

On Jan 10, 2015, at 12:32 PM, Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:

 

Whether Prophet Muhammad was a moderate or not is not important, since Islam is not run by Prophet now. Islam is now run by millions of leaders, who do not agree with one another. Even an illiterate village Mullah can assume power to announce edicts of Islam. Although, the situation is same with Hindus, but the difference is Hindus are not as crazy about the religion, as Muslims are for theirs.

"…But the rulers have to be proactive by organizing progressive programs and activities and allocating sufficient funds so that they can implemented. Once the rulers become proactive, there will be no dearth of volunteers to support the same. "

There are no dearth of progressive cultural initiatives in West Bengal, but participation from the Muslim community is non-existent. This is because they are being brainwashed constantly by the religious leaders from the Mosque and Madrassas that Islam is under attack by Hindutave. So, they are constantly being advised to reject any other cultures, except to some Arabian cultures to keep their religious faith intact. All governments in West Bengal (WB) have given only what Muslims leaders asked for, which are more funding for Mosque, Madrassas, Hajj, Islamic cultures, etc. 

This has been the case with Muslims in countries, where they are religious minority, including USA. Primary attention is to perpetuate the presence of Islam in those countries; everything else comes next. 
 
On the contrary, most Muslims in Bangladesh never feel the threat of losing Islam to another religion/culture, so they can ignore warnings from the Mosques and Madrassas, and can adhere to the Bengali cultures without hesitation. Bengali culture is the glue that can bring Hindu and Muslims closer in WB, and, that can come only when Muslims there will have enough confidence in their own religiosity, and do not feel threatened by Bengali cultures.
In the end, Government's goal is to appease people, meaning government will try to give (if they can) what people want. So, no government programs can lift Muslims up in the progressive spectrum, if they do not embrace them.
Jiten Roy
 

From: "Subimal Chakrabarty subimal@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Saturday, January 10, 2015 9:36 AM
Subject: Re: [mukto-mona] [মুক্তমনা বাংলা ব্লগ] 'মডারেট, মহম্মদ এবং মার্ক জুকারবার্গ '

 
I have read Dr. Pal's article with particular interest. An atheist by strong conviction, Dr. Pal never hesitates to criticize religion based politics-- be it Hindutabad or fanatic and fundamentalist Islamism. 

As he is from Poschimbongo, he knows more about Hindu-Muslim relation in that state than those who are not from India. I will say his observation on the subject is near perfect. I, however, disagree on one point. 

Dr. Hossainur Rahman (I might have misspelled the name), an author from Poschimbongo, has criticized all the secular ruling parties for using the Muslims in the state as vote bank and caring the least about their socio-economic upliftment. The ruling parties' attitude is as follows: Stay in the same dark as you are in now. We will not bother you. But vote for us. Mamata has been following the same policy. If BJP comes to power, it will do the same thing. (Modi distributed borkha to Muslim women before election. That is symbolic). Sachar Commussion report is a shame for secular India. 

I am sure some will argue: Don't the Muslims have any role? I am sure they have. But the rulers have to be proactive by organizing progressive programs and activities and allocating sufficient funds so that they can implemented. Once the rulers become proactive, there will be no dearth of volunteers to support the same. 

We have to remember that religious fundamentalism, fanaticism and militancy thrive on poverty and illiteracy. Data indicate how easy it is to recruit suicide bombers, for example, from among the socially and economically distressed people. And when you are in bad shape socially and economically, you do not feel like belonging to the mainstream and thus you suffer from identity crisis in a secular democratic country. And that feeling makes you tempted to resign or strike. 

Dr. Pal has opined that a new Muhammed in the new age is needed to bring about the reforms in Islam. Sisi has appealed to the Ulema to bring about a new Islamic revolution. What else could he do? Reject the Koran and Islam and get assassinated by one of his soldiers? Before we challenge him, we should remember that he ousted a legitimate government which was inclined heavily to Islamic fundamentalism. If you read unbiased authors like Karen Armstrong, you should agree that Muhammed was progressive with respect to his time and was also dynamic in thinking. But the fundamentalists and fanatics have hijacked the religion and extrapolation has been made almost impossible. 

Literally the proposition of welcoming a new Muhammed is a mission impossible; but what does not seem impossible is highlighting the good teachings in Islamic teachings and reinterpreting many teachings and keeping quiet about the rest and sending them to cold storage for blissful solitude. 


Sent from my iPhone

On Jan 9, 2015, at 4:05 AM, WordPress মুক্তমন@



__._,_.___

Posted by: Subimal Chakrabarty <subimal@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___