Banner Advertiser

Tuesday, February 3, 2015

[mukto-mona] ‘তারেকে বন্দি’ বিএনপি



জায়েদুল আহসান পিন্টু

'তারেকে বন্দি' বিএনপি

ফেব্রুয়ারী ৩, ২০১৫

Zayadul Ahsan Pintuবিএনপির রাজনীতিতে যখন তারেক রহমান নাম লিখিয়েছিলেন সেই ২০০১এর নির্বাচনের সময়, তখন দেশের তথাকথিত সুশীল সমাজের একটি অংশ খুব আশান্বিত হয়েছিল। বিশেষ করে তাদের কেউ কেউ রাজনীতিতে তরুণ নেতার আগমন স্বাগত জানিয়েছিল এই ভেবে যে, অন্তত দুর্নীতির অভিযোগমুক্ত একজন তরুণ ক্ষমতাসীন দলের হাল ধরতে যাচ্ছেন। আর যারা দুই নেত্রীর কর্মকাণ্ডে বিরক্ত তারাও তারেক রহমানকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন। অনেকেই প্রচ্ছন্ন সমর্থন দিয়েছিলেন। 'প্রথম আলো' আর 'ডেইলি স্টার' পত্রিকা তারেকের সঙ্গে একজন করে রিপোর্টারও ট্যাগ করে দিয়েছিল তার কর্মকাণ্ড প্রচারের জন্য। তাদের মোহ ভাঙতে বেশিদিন সময় লাগেনি।

২০০১এর নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পরপরই তারেক রহমানের নেতৃত্বে 'হাওয়া ভবন' হয়ে ওঠে ক্ষমতার কেন্দ্রবিন্দু। দুর্নীতির আখড়া হিসেবেও দেশ-বিদেশে ব্যাপক পরিচিত লাভ করে ভবনটি। ২০০৯ সালের ২৭ অক্টোবর প্রকাশিত 'ডেইলি স্টার'এর অনুসন্ধানী প্রতিবেদনে দেখা যায়, ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড, ২১ আগস্টের গ্রেনেড হামলার পরিকল্পনার ছক আঁকা হয় এই ভবনে। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, হরকাতুল জেহাদ নেতা এবং বঙ্গবন্ধুর খুনিদের কয়েক জন সেখানে একসঙ্গে বসে ঠিক করেছিল, 'দেশ ও ইসলামের' শত্রু শেখ হাসিনাকে হত্যা করতে হবে। সে অনুযায়ী খুনিদের গ্রেনেড সরবরাহ এবং তাদের জন্য পাসপোর্ট তৈরি করিয়ে বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল হাওয়া ভবনে বসেই।

যারা দুই নেত্রীর কর্মকাণ্ডে বিরক্ত তারাও তারেক রহমানকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন

যারা দুই নেত্রীর কর্মকাণ্ডে বিরক্ত তারাও তারেক রহমানকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন

এই তারেক রহমানকেই দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দিতে ঢাকা দূতাবাস ওয়াশিংটনে গোপন বার্তা পাঠিয়েছিল। আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস করা ওই বার্তা ২০০৮ সালের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে দেশটির পররাষ্ট্র দপ্তরে পাঠানো হয়েছিল। এতে বলা হয়, 'রাজনৈতিকভাবে সংঘটিত' ব্যাপক মাত্রার দুর্নীতির জন্য তারেক দায়ী বলে দূতাবাস মনে করে। আরও বলা হয়: ''তারেক রহমান সরকারি ক্রয়-সংক্রান্ত বিষয় এবং রাজনৈতিক পদ দেওয়ার ক্ষেত্রে প্রকাশ্যে যত্রতত্র ঘুষ চাওয়ার জন্য কুখ্যাত। দুর্নীতিপ্রবণ সরকার এবং বাংলাদেশের সহিংস রাজনীতির এক দৃষ্টান্ত তিনি।"

মার্কিন যুক্তরাষ্ট্র যাকে বাংলাদেশের সহিংস রাজনীতির দৃষ্টান্ত বলে মনে করছে সেই তারেক রহমান এখন বিএনপির রাজনৈতিক কলাকৌশল পুরোটাই ঠিক করে দিচ্ছেন। লন্ডনে বসে তিনি যেরূপ আদেশ-নির্দেশ দিচ্ছেন, বিএনপি সেটাই বাস্তবায়ন করে চলেছে। তিনিই যে এখন বিএনপির একক চালিকা শক্তি তা বুঝতে আর বাকি নেই। তিনি নির্দেশ দিয়েছেন, শেখ হাসিনা বিদায় না হওয়ার আগে আন্দোলন বন্ধ করা যাবে না। সরকারের মন্ত্রীদের বক্তৃতা-বিবৃতিতে মনে হচ্ছে তারাও সহজে ছাড় দিচ্ছেন না। খালেদা জিয়ার বাসভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে পরিস্থিতি আরও জটিলই করে ফেলা হয়েছে। অর্থাৎ হরতাল, অবরোধ আর আগুনে পুড়ে মরার হাত থেকে শিগগিরই জাতির মুক্তি মিলছে না।

গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক যে নির্বাচন আয়োজনে সংলাপে বসতে সরকারকে বাধ্য করতে এখন সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে ওই রকম একটি সংলাপ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে হয়েছিল। জাতিসংঘের দূতিয়ালিতে সংস্থাটির মহাসচিবের বিশেষ দূত তারানোকের মধ্যস্থতায় আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল আর বিএনপি-জামাতের নেতৃত্বে ১৮ দলের প্রতিনিধিদের আলোচনা হয়। আমরা যতদূর জানতে পেরেছি, সেই আলোচনা এক পর্যায়ে ইতিবাচক পরিণতির দিকে এগিয়েছিল। কিন্তু তারেক রহমানের আপত্তির কারণে তা শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে। এরপর আওয়ামী লীগ একতরফা নির্বাচন করে ক্ষমতায় ফিরে এসেছে।

তখন থেকেই তারেক রহমান ইতিহাস বিকৃতির প্রকল্প হাতে নিলেন। আওয়ামী লীগকে গালমন্দ করতে করতে করতে একসময় তিনি প্রয়াত বঙ্গবন্ধুরও সমালোচনা শুরু করেন। আসলে তিনি ভালোভাবেই জানেন যে, ঠিক কোথায় আঘাত করতে হবে। তাই একের পর এক বয়ান দিয়ে গেলেন তিনি– বঙ্গবন্ধু নাকি একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা চাননি; তিনি ছিলেন 'পাকবন্ধু'; ছিলেন 'রাজাকার'। বিএনপি তার এইসব বক্তব্য কার্যত অনুমোদন করেছে। দলের নেতারা ইনিয়ে বিনিয়ে তারেকের বক্তব্য প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। দলের একজন নেতাও পাওয়া যায়নি যিনি তারেকের এই মিথ্যা তত্ত্বের প্রতিবাদ করেছেন; অথবা, বলা যায়, মেরুদণ্ড আছে এমন কোনো নেতা বিএনপিতে নেই।

শেষ পর্যন্ত খালেদা জিয়াও তারেককে সমর্থন দিয়েছেন। বর্তমান রাজনৈতিক অচলাবস্থার সূত্রপাতও মূলত জিয়াপুত্রের বক্তব্য কেন্দ্র করেই। সরকার খালেদা জিয়াকে সমাবেশ না করতে দেওয়ার যে অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে, সেটিরও উছিলা পেয়েছে তারেক রহমানের মন্তব্যের কারণে। সরকার যেদিন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা শুরু করে সেদিন তিনি লন্ডনে এক অনুষ্ঠানে ঘোষণা দেন, ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। তার ভাষায়, ''প্রয়োজনে এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে। অবৈধ আওয়ামী লীগের সরকারকে একেবারে এক ঘরে করে ফেলতে হবে। যে কোনো মূল্যে চলমান গণতান্ত্রিক আন্দোলন সফল করে তুলতে হবে। আওয়ামী লীগের সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য যা যা করা দরকার, তাই করতে হবে। শেখ হাসিনার বিদায় না হওয়ার আগে আন্দোলন বন্ধ করা যাবে না। রাজপথ ছাড়া যাবে না।''

ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড, ২১ আগস্টের গ্রেনেড হামলার পরিকল্পনার ছক আঁকা হয় হাওয়া ভবনে

ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড, ২১ আগস্টের গ্রেনেড হামলার পরিকল্পনার ছক আঁকা হয় হাওয়া ভবনে

বিএনপির কর্মসূচি দেখে এটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে, তারেকের ঘোষণা অনুযায়ীই বিএনপি এগুচ্ছে।

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্বাভাবিক মৃত্যুতে একটি সুযোগ এসেছিল চলমান রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠে আলোচনা শুরু করার। যদিও আমি মনে করি না বাংলাদেশের এই রাজনৈতিক সংকট চটজলদি কেটে যাবে। তারপরও সাধারণের মনে আশা জেগেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন খালেদা জিয়ার কাছে ছুটে গেলেন, তখন। খালেদা জিয়া দরজা খুলে আলোচনার দরজা উন্মুক্ত করতেই পারতেন। বিএনপির সিনিয়র নেতারাও ওই রকম প্রস্তুতি নিয়েছিলেন। তারা খালেদা জিয়ার কার্যালয়ে বসেই সিদ্ধান্ত নিয়েছিলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

শেষ পর্যন্ত সেটি হল না ওই তারেকেরই নির্দেশে। ওইদিন বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত ছিলেন এমন নেতারা প্রকাশ্যে বলতে সাহস না দেখালেও আমাদেরকে জানিয়েছেন, সবকিছু ঠিকঠাকভাবেই এগুচ্ছিল। শেখ হাসিনাকে গেটে কে রিসিভ করবেন, তাঁকে কোথায় বসতে দেওয়া হবে, কী কী বিষয়ে কথা বলা হবে, এইসব খুঁটিনাটি আলোচনা যখন চূড়ান্তে তখনই শিমুল বিশ্বাসের ফোন বেজে উঠে। ফোনে তাকে অপর প্রান্ত থেকে কে কী বলল তা বোঝা না গেল না, কিন্তু তিনি সবাইকে জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো যাবে না। এটা বলেই তিনি দৌড়ে গিয়ে গেট বন্ধ করার ব্যবস্থা করেন। উপস্থিত নেতারা হতবাক হয়ে গেলেও কেউ প্রতিবাদ করলেন না। কারণ ততক্ষণে তারা জেনে গেছেন, 'লন্ডন থেকে ওহি নাযিল হয়েছে'।

'ওহি নাযিল' হওয়ায় বিএনপি এবার কোনো কিছুই মানছে না। যে বিএনপি ধর্মপ্রাণ মুসলমান জনগোষ্ঠীর বড় একটা অংশের সমর্থন পেয়ে আসছে, তারা ইজতেমায় ছাড় দেয়নি। সারাদেশে যখন একযোগ এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে– বিএনপি নেতারা বলছেন, কীসের পরীক্ষা? অর্থনৈতিক ক্ষতির হিসাব তো রয়েছেই। কোনো কিছুতেই কিছু যায় আসে না, গোল্লায় যাক দেশ। এ সব কিছুই হচ্ছে লন্ডন থেকে প্রাপ্ত নির্দেশে। আর সরকারও মনে হয় পোড়া মানুষের মৃতদেহ দেখিয়ে বিএনপির বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলতে চাইছে। তারা সবাই অনড়। শুধু পুড়ছে সাধারণ মানুষ।

এই পোড়া কপালের বাঙালিদের গণতন্ত্রের জন্য যতবারই আন্দোলন করতে হয়েছে ততবারই সাধারণ মানুষকে মরতে হয়েছে। কিন্তু প্রতিবারই দেখা গেছে সরকারের কোনো না কোনো বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময়, নয়তো সরকার ও বিরোধী দলের কর্মীদের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ঘটেছে। তথাকথিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর ক্ষমতায় যাওয়ার লড়াই বা ক্ষমতায় টিকে থাকার রাজনৈতিক লড়াইয়েও সংঘর্ষে প্রাণহানি ঘটেছে। কিন্তু গত ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে এবং নির্বাচন-পরবর্তী আন্দোলন থেকে শুরু হয়েছে নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা।

এবার আরেকটি নির্বাচনের দাবিতে আন্দোলনেও বিএনপি-জামাত ওই কৌশল নিয়েছে। অপহরণকারীরা যেমন কাউকে তুলে নিয়ে গিয়ে বলে যে, মুক্তিপণ না দিলে তাকে হত্যা করা হবে– তেমনি বিএনপি-জামাতের আন্দোলনের মুক্তিপণ হচ্ছে সাধারণ মানুষ, সরকার যত দিন দাবি না মানবে তত দিন পেট্রোল দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা হবে।

আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস করা একটি বার্তা ২০০৮ সালের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে দেশটির পররাষ্ট্র দপ্তরে পাঠানো হয়েছিল

আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস করা একটি বার্তা ২০০৮ সালের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে দেশটির পররাষ্ট্র দপ্তরে পাঠানো হয়েছিল

১১ জানুয়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের 'মতামত-বিশ্লেষণ' কলামে আমার লেখার শেষ কথা ছিল: ''যত দিন আমাদের রাজনৈতিক নেতাদের মনোজগতে বৈপ্লবিক কোনো পরিবর্তন না আসবে তত দিন অন্তত এই মানুষ-মারার রাজনীতি বন্ধ হবে না।… তত দিন ধরে পেট্রোলের আগুনে আমরা পুড়তেই থাকব।''

এই নেতিবাচক বক্তব্য বা মন্তব্যে হতাশ হয়ে কেউ কেউ আমাকে ইমেইল করেছেন। বলেছেন, আমরা কেন আশার আলোর কথা বলতে পারি না। পারি না এই কারণে, যেদিন আমি ওই কলাম লিখেছি সেদিন পর্যন্ত রাজনৈতিক সহিসংসতায় নিহতের সংখ্যা ছিল ১০। আর ৩১ জানুয়ারিতে এসে দেখা যাচ্ছে, হরতাল অবরোধে হত্যা করা হয়েছে ৪৩ জনকে। এর মধ্যে পেট্রোল বোমায় বা আগুনে পুড়িয়ে হত্যা করা হয় ২২ জনকে। এখন এ কথা নিশ্চিত করে বলা যায়, আমরা সহিংস রাজনীতির আগুনে আরও পুড়ব। রাজনৈতিক দাবি আদায়ের মুক্তিপণ হিসেবে সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা আমাদের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে যাবে; রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে যাবে। ইতোমধ্যে অনেকটা হয়ে গেছেও বলা যায়।

আবারও বলি, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হলে রাজনৈতিক নেতৃত্বের মনোজগতের পরিবর্তন দরকার। সেই পরিবর্তন কবে আসবে তা বলা যাচ্ছে না। বাঙালি জাতির ভাগ্যে অমন একজন মহান নেতা কবে আসবেন আর আঙুল উঁচিয়ে বলবেন, 'বন্ধ কর এই মানুষ মারার রাজনীতি'– তারপর শুরু হবে অহিংস রাজনীতি– সেই দিনের অপেক্ষায় থাকতে হবে।

তেমন কোনো নেতার পদধ্বনিও তো মিলছে না।

২ ফেব্রুয়ারি, ২০১৫


জায়েদুল আহসান পিণ্টু:
 প্রধান বার্তা সম্পাদক, দেশ টিভি।

http://opinion.bdnews24.com/bangla/archives/24806

Memory Lane:





Aug 21 Attack on Hasina, AL Rally

It was Hawa Bhaban plot

The Daily Star investigation reveals some characters behind the chilling conspiracy to kill Hasina; Babar 'supplied' grenades; Huji used as mercenary group







__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: {PFC-Friends} Third Power getting ready ?তৃতীয় শ ক্তি উত্থান ;ের সম্ভাবনù 4; দেখ



"Ironically, the Malaun-haters and India-despisers of this Group would love to imitate that aspect of Indian Constitution," -F Majid

Not sure, I would agree with such statement. These Malaun/Jew/ Budhists/Christian haters would never adopt any Indian constitution. That is rather a fantasy. We simply do not know what these people really want. Do we know what Pakistanis want when Shias and Ahmedians are being slaughtered routinely in a pure country like Pakistan?

Look, Muslims have huge self confidence problem. While others have chosen a secular education and moved forward, Muslims still stuck to the glory of 7th century. I simply do not see a new Ata-turk emerging in the Muslim world to save the day for Muslims. Muslims have become their own pain in their own backyard and when they flee to infidel lands for livelihood and safety, they bring the same garbage that they fled from. An enigmatic phenomenon indeed!

2015-02-03 13:17 GMT-05:00 Farida Majid <farida_majid@hotmail.com>:
You are dead right, Shaheen, about the nuisance of religion-based political parties, which is why the Framers of 1972 Constitution of Bangladesh decided to prevent the formation of political parties based on religion, caste, or creed.  In this choice they consciously avoided the model of the Indian Constitution, which, though secular, did not prevent religion-based political parties.
     Ironically, the Malaun-haters and India-despisers of this Group would love to imitate that aspect of Indian Constitution, that very aspect in which Bangladesh has advanced over India.
       About separation of Church and State, you should keep in mind that it was peculiarly a Western European problem where Church as an institution was overriding the interest of the State before 18th century.   State Religion is therefore an European notion.
        We, especially in Indian subcontinent, never had anything remotely resembling "State" religion in the European style.  In the entire Millennium of Muslim rule of India Islam was never declared a "State Religion".  Fabulously prosperous Muslim regimes in Bengal never declared Islam to be a State religion.  Those Muslim Kings and Sultans were not stupid, and they couldn't have the excellent rulers that they were had they been 'communal'.

             About 'democracy' being Western style -- I had written this in response to Field Marshall  Ayub Khan's statement that East Pakistan was "not ready for democracy" when he illegally usurped civil power in 1958 ---

cÖvK-Jcwb‡ewkK evsjv, AviI mwVK K‡i ej‡j ej‡Z nq 1765 Lªxóv‡ä Bó BwÛqv †Kv¤úvbx‡K evsjvi †`Iqvbx cÖ`v‡bi AvM ch©šÍ †`‡ki †h Av_©-mvgvwRK I kvmbe¨e¯'vi wbwg‡Ë GB evsjv mf¨ RM‡Zi Ab¨Zg m¤ú`kvjx ivR¨ e‡j cwiMwbZ n‡Zv, †mB kvmbe¨e¯'vi gv‡S wbwnZ wQj m¤ú`-Drcbœ I mylg A_©e›Ub cÖwµqv, mvg¨, e¨w³MZ wbivcËv, bvix-cyiæl, RvwZag© wbwe©‡k‡l mK‡ji mywbwðZ gvbweK gh©¨v`v, mgevqx gvwjKvbv, BZ¨vw`| GB mg¯Í ¸bv¸‡bi mswgkªb‡KB cieZ©xKv‡j mgvRZš¿, MbZš¿, Gme bv‡g AwfwnZ Kiv nq| Avi ZvB hw` nq Z‡e ev½vjx RvwZi gZ MYZ‡š¿i m‡½ Ggb K…wóMZ wbweo cwiwPwZ c„w_exi Avi KviI †bB|

             Farida Majid



From: mohiuddin@netzero.net
Date: Mon, 2 Feb 2015 21:41:15 +0000
To: mohiuddin@netzero.net
CC: liaquat707@me.com; khabor24@gmail.com; poplu@hotmail.com; chowdhury.harun@yahoo.com; chowdhury_nasreen@msn.com; faithcomilla@gmail.com; manik195709@yahoo.com; guhasb@gmail.com; sheikhhasina@hotmail.com; liaquat707@me.com; notun_bangladesh@yahoogroups.com; anis.ahmed@netzero.net; ovimot@yahoogroups.com; pfc-friends@googlegroups.com; farida_majid@hotmail.com; pfc-friends@googlegroups.com; shah.deeelder@gmail.com; liaquat707@me.com; sheikhhasina@hotmail.com; farida_majid@hotmail.com; farahmina@gmail.com; abid.bahar@gmail.com; abman1971@gmail.com; azadcop@yahoo.com; asifuli@gmail.com; shahdeeldar@gmail.com; aqmahbub@yahoo.com; azadkk@gmail.com; abhuiya@comcast.net; farukhchowdhury@gmail.com; srbanunz@gmail.com; anis.ahmed@netzero.net; abid.baha@gmail.com; captchowdhury@yahoo.ca; manik195709@yahoo.com; baainews@yahoogroups.com; mahmudur@hotmail.com; syedaslam3@gmail.com; guhasb@gmail.com; poplu@hotmail.com; khondkar.saleque@gmail.com; m.a.rashid@massey.ac.nz; nybangla@gmail.com; editor@thedailystar.net; shamimmhuq@yahoo.com; subain1@yahoo.com; rfarzana28@gmail.com; mohamed.hossain@nycha.nyc.gov; ranu51@hotmail.com; rakib_2007@yahoo.com; mollaltf@gmail.com; manik061624@yahoo.com; nurannabi@gmail.com; mannanazad@yahoo.com; shahadathussaini@hotmail.com; rezaulkarim617@gmail.com; farida_majid@hotmail.com; duafinc@yahoo.com; bdmailer@gmail.com; khabor24@gmail.com; mgani69@gmail.com; tanvirnowaz@yahoo.com; tareque7@gmail.com; projonmochottar@gmail.com; abdul_momen@hotmail.com; americamyland@gmail.com; Mohammed.Hossain@nycha.nyc.gov; news@amadershomoy.com; news@akhonshomoi.com; charbak_bd@yahoo.com; dchowdhu@sbcglobal.net; nazrulic@gmail.com; farukbd5@yahoo.com; farhadmazhar@hotmail.com; faruquealamgir@gmail.com; zoglul@hotmail.co.uk; udarakash08@yahoo.com; empannah@hotmail.com; ezajur.rahman@q8.com; mostofadrgholam@gmail.com; em.pannah@americatech.us; apuashab@gmail.com; aarahman@msn.com; habibma@yahoo.com; ranakohi@gmail.com; alemakarim@gmail.com; anis.ahmed@netzero.com; aleem53@yahoo.com; sinha102@verizon.net; akmshaque@hotmail.co.uk; ahkhan_12000@yahoo.com; badiuz1952@yahoo.com; bazlul@yahoo.com; khandokerb@yahoo.com; alamnazdak@comcast.net; syedbalam1968@hotmail.com; golardho@yahoo.com; eradkhan@yahoo.com; firozur@gmail.com; khanboston@gmail.com; kbelal@sbcglobal.net; mkashab@yahoo.com; kullah@camsys.com; quazinuru@yahoo.com; kazihanif@yahoo.com; md.uddin@comcast.net; mk_haque@yahoo.com; jalamb.desh@gmail.com; sohrabkhan16@yahoo.com; shahinkhan58@hotmail.com; zarfzahra@yahoo.com; rashedanam1971@gmail.com; munir1062@yahoo.com; munirr54@yahoo.com; mirahmadf@hotmail.com; muzi_husainy@dell.com; munirboston@gmail.com; apurba01@gmail.com; maenayetullah@gmail.com; kazi4986@yahoo.com; nnasrin11@gmail.com; nazdakalam@gmail.com; nuruzzaman.syed@gmail.com; pothik2302@yahoo.com; omtajul@yahoo.com; drkazijalal@hotmail.com; akhtergolam@gmail.com; mohiuddinmansur@gmail.com; bipulnahar@yahoo.com; veirsmill@yahoo.com; nabdc@googlegroups.com; news4bangla@gmail.com; wthikana@aol.com; aauniruddho@gmail.com; shahadathossaini@yahoo.com; faisal.anwr@gmail.com; man1k195709@yahoo.com; shahdeeldar@yahoo.com; shakil@protishabda.com; mrahman2@statestreet.com; quamrul.hassan01@gmail.com; editor@prothom-alo.com; amalendu.chatterjee@eximsoft.com; syed.aslam3@gmail.com; adnansyed01@gmail.com; adbayazidakkas@gmail.com; khondkar_karim@uml.edu
Subject: {PFC-Friends} Third Power getting ready ?&#2468;&#2499;&#2468;&#2496;&#2527; &#2486; &#2453;&#2509;&#2468;&#2495; &#2441;&#2468;&#2509;&#2469;&#2494;&#2472 ;&#2503;&#2480; &#2488;&#2478;&#2509;&#2477;&#2494;&#2476;&#2472;&#249 4; &#2470;&#2503;&#2454;&#2459;&#2495;

তৃতীয় শক্তি উত্থানের সম্ভাবনা দেখছি
 
অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ
অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি হতাশ হওয়ার মতো। গণতন্ত্রের কোনো সুবাতাস নেই। সরকার ও বিরোধীদল পরস্পর মুখোমুখি। সহনশীলতা নেই কারও মধ্যে। অবরোধ হচ্ছে, আবার কোথাও কোথাও জ্বালাওপোড়াও, সহিংসতার রাজনীতি। এই পরিস্থিতি মোকাবেলায় ক্ষমতার চিন্তা বন্ধ করে গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে পারস্পারিক শ্রদ্ধা সামনে রেখে উভয় পক্ষ একসঙ্গে মিলিত হওয়া জরুরি। প্রধানমন্ত্রীর মাধ্যমে যদি এই সংলাপ সম্ভব না হয়, তাহলে জাতীর অভিভাবক, মহামান্য রাষ্ট্রপতিকে এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে। এই মুহূর্তে যা চলছে বাংলাদেশে তাতে শুধু রাজনীতি বিনষ্ট হবে না, ক্ষতিগ্রস্থ হবে দেশের অর্থনীতি, অর্থনৈতিক অগ্রযাত্রা। এর সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, এমনকি উন্নয়ন যেটা বাংলাদেশের ভবিষৎ, এটাও পদে পদে বিঘিœত হবে। দেশের পরিস্থিতি গিয়ে এমন জায়গায় দাড়াতে পারে যা একদিন হেনরি কিসিঞ্জার বলেছিলেন, 'তলাবিহীন ঝুড়ি', আমরা সেদিকেই ফিরে যেতে পারি। সবদিক বিবেচনা করে, মানবিক বোধে উদ্বুদ্ধ হয়ে গঠনমূলক একটা সংলাপে বসতে হবে। উভয় পক্ষকে কিছু ছাড় দিতে হবে। কিছুটা ছাড় আওয়ামী লীগকে, কিছুটা ছাড় দিতে হবে বিএনপিকে। সুষ্ঠু একটা নির্বাচনের ব্যবস্থা করে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করাই এখন জরুরি।
আমরা জাতিগতভাবে গণতন্ত্র চাই। এদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে। তার বড় প্রমাণই হলোÑ একাত্তর। একাত্তরে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটা কিন্তু গণতন্ত্রের দাবিতেই। গণতন্ত্রের দাবি বলছি একারণেই যে, আমাদের জাতীয় নেতা শেখ মুজিবুর রহমান মেজরিটি পাওয়া সত্ত্বেও যখন ক্ষমতা থেকে বঞ্চিত হলেন, কিছু লোকের প্রতারণা ও ষড়যন্ত্রের কারণে। এর ফলেই যুদ্ধ শুরু হলো। যুদ্ধে শুধু সাধারণ মানুষই নয়, দেশের বিজ্ঞজনদের অনেকেই প্রাণ দিয়েছিলেন গণতান্ত্রিক বাংলাদেশের দাবিতেই। তাদের ত্যাগের দিকে তাকিয়ে হলেও দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার জন্য নির্বাচন দরকার। যে নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে স্বতঃস্ফুর্তভাবে।
আমি তৃতীয়শক্তির উত্থাণের সম্ভাবনা দেখছি। ভয়ংকরভাবে দেখছি। কারণ অনেকে আছে, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাদের কেউ কেউ সুযোগ নিতে চাইতে পারে। এটা হবে যদি রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যর্থ হলে। অতীত অভিজ্ঞতায় আমার তাই মনে হয়। দেশে যখনই সামরিক শাসন এসেছে, অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক নেতৃবৃন্দই এই পরিস্থিতি তৈরি করেছিল। এমনকি ২০০৭ সালেও রাজনৈতিক নেতৃবৃন্দ একে অপরের বিচ্ছিন্ন হয়ে গেল, হাজার মাইল ব্যবধানে উভয়পক্ষ দাড়াল যখন, তখনই মঈন ইউ- ফখরুউদ্দিনের জন্ম হয়। অনেকে চাচ্ছেনও তৃতীয় কোনো শক্তি ক্ষমতায় আসুক। কারণ, যে গণতন্ত্র অর্থহীন, যে গণতন্ত্র সাধারণ মানুষকে সাহায্য না করে তাদের প্রাণ কেড়ে নেয়, এই গণতন্ত্রের বদলে সামরিকতন্ত্রই ভালো। এরকম মানুষ এই সমাজে অনেক রয়েছে।
বেগম জিয়ার গুলশান কার্যালয়ে গিয়েছিলাম। কুশল জানতে, সমবেদনা জানাতে গিয়ে দেখি, বাসার ভেতরে মোমবাতি জ্বলছে। এর আগে দেখেছি আলো ঝলমল করত, আমার মতো গরিব শিক্ষকের ঘরেও সন্ধার পর আলো ঝলমল করে, যতগুলো বাতি থাকে জ্বালিয়ে দিই। যোগাযোগের জন্য আজকাল কতকিছু লাগে, সেখানে ইন্টারনেট নেই, মোবাইল সংযোগ নেই, কোনো কিচ্ছু নেই। সরকার সব বিচ্ছিন্ন করে দিয়েছে। মনো হলো যে, বেগম জিয়া বন্দি। আমি খুব কষ্ট পেয়েছি। কারণ তিনি তো একজন সম্মানিত ব্যক্তি। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। বাংলাদেশে এত ভোট পেয়ে নির্বাচিত হননি এখনো কেউ। এই জনপ্রিয় নেত্রী একা কার্যালয়ে মুষড়ে বসে আছেন, এটা খুব কষ্টদায়ক। এটা একটা ষড়যন্ত্র। তাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র। কদিন আগে তাকে পিপার স্প্রে মারা হয়েছিল, তার নাকের ক্ষতি হয়েছিল। এখনও তার খারাপ অবস্থা। এরকম প্রাপ্য তার ছিল না।
ঝগড়া-ঝাটি হতে পারে, ভিন্নমত হতে পারে, ভিন্নমতের জন্য ভিন্ন কার্যক্রমও হতে পারে, কিন্তু মন্ত্রী শাহাজান খান বলার পর থেকেই একের পর এক নেতিবাচক কর্মকাণ্ড ঘটছে। গণতান্ত্রিক সমাজ যদি হতো তাহলে সঙ্গে সঙ্গে এসব মন্ত্রীকে প্রধানমন্ত্রী বিদায় করে দিতেন। মাত্র কদিন আগে কোকো মারা গেলেন, শোকাহত মাকে সমবেদনা জানাতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। দেখা হয়নি বলে তিনি অপমানিত বোধ করেছেন। পাঁচ কিংবা ছয়দিনের মাথায় তার বাড়ি থেকে বিদুৎ, মোবাইল ফোন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন করে দেওয়া হলো, এসব গণতন্ত্রের সঙ্গে যায় না।

লেখক : অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ। সাবেক ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
 
রেটিং দিন :
 
 

--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



__._,_.___

Posted by: Shah DeEldar <shahdeeldar@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] China's Communist Party Bans Believers, Doubles Down on Atheism



Crusades were the calls made by the popes to liberate Jerusalem from 'infidel' Muslims although, interestingly enough, Muslims never stopped Christian pilgrimages to this holy place. 

Sent from my iPhone

On Feb 3, 2015, at 5:46 PM, Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:

 

Crusade was acceptable to West thousands of years ago in response to Islamic onslaught on Christians. That's not the same thing as banning religion from politics.
 

From: "Sukhamaya Bain subain1@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Tuesday, February 3, 2015 9:37 AM
Subject: Re: [mukto-mona] China's Communist Party Bans Believers, Doubles Down on Atheism

 
The West is still in a delusion. How can they ban Jihad while find Crusade acceptable? If they could forgo the Christian religious belief, they could be morally tough on the believers and criminals of Islam. The West is certainly better than many other parts of the world, but they do have the burdens of their religious faiths.
 
SuBain
 
=============================


On Tuesday, February 3, 2015 9:44 AM, "Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 
All countries should ban religious people from joining political party. They are addicts, and cannot make unbiased judgments.  

Jiten Roy

_________________________________________________________________________ 

China's Communist Party Bans Believers, Doubles Down on Atheism

Posted: 02/02/2015 6:44 pm EST Updated: 10 minutes ago
Karl Marx long ago disparaged religion as "the opiate of the people," and now the Chinese Communist Party (CCP) wants to ban all addicts. The Communist leadership of coastal Zhejiang province has declared it will double down on a long-standing but little-enforced rule that bars religious believers from joining the Party.
That move comes amid a widely reported tightening of the ideological screws in Chinese universities and across the media landscape. Professors across the country have reportedly been fired for speaking against the Communist Party, and the country's education minister declared last week that China should "never let textbooks promoting Western values appear in our classes."
December also saw scattered protests by Chinese students demanding an end to Christmas celebrations on Chinese campuses, a move supported by authorities in one Zhejiang city. One professor at a Party-affiliated university speculated that the recent moves to bar believers from joining the Party are meant to guard against "penetration of Western hostile forces," according to a Global Times report.
china church
Young Chinese worshippers attend the Christmas Eve mass at a Catholic church in Beijing, Dec. 24, 2014.
Last week's declaration from Zhejiang province's party committee called for CCP groups to organize activities where members disavow religious belief. It also stated that all applicants to the Party must first be screened for evidence of religious faith or participation, and rejected if any such evidence is found. Party ideology is rooted in Marxist-Leninist thought, which decries religion as a delusion that distracts the oppressed masses from demanding their fair share.
Religious believers have long been technically barred from joining the CCP, but the prohibition was only loosely enforced. The CCP has more than 84 million members, many of whom entered the Party during school and have little if any political involvement. Entrance is competitive, and membership often serves more as a bullet point on a resume than a declaration of political or religious fealty.
If actually carried out, the restrictions would exclude participants in an ongoing religious revival from joining the country's ruling party. Christianity has seen tremendous growth in China in recent years, and some reports point to a growing official acceptance and even encouragement of religious belief.
wenzhou church
A villager stands next to a demolished Christian church outside the city of Wenzhou in Zhejiang province.
But Party propaganda has also taken a hard line against the influence of ideas and values perceived as being foreign to China. So-called "Western values" like freedom of speech and multiparty democracy have been denigrated by leaders and state-controlled media, and religions such as Christianity have also been caught in the crosshairs. The Zhejiang city of Wenzhou is home to a large number of Christian churches, more than 200 of which have been targeted for demolition in the past year after being classified as "illegal structures." Wenzhou also made headlines by reportedly banning Christmas celebrations in schools this year.
China recognizes five "official" religions -- Buddhism, Taoism, Islam, Protestantism and Catholicism -- but many believers who worship outside of state-sanctioned institutions are subject to periodic crackdowns. Buddhism and Taoism have received far greater official support due to their deep roots in Chinese culture, but during the Cultural Revolution of the 1960s and '70s, even these religions saw their temples ransacked and desecrated as relics of "superstitious" and "feudal" thinking.






__._,_.___

Posted by: Subimal Chakrabarty <subimal@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] China's Communist Party Bans Believers, Doubles Down on Atheism



It is unimaginable that countries like India, Bangladesh, and even America will be run by atheists with a multi-party democratic system. If believers were banned to do politics, Mujib and Modi would not have been in power. Both the countries had to be ruled by atheist communists. 


Sent from my iPhone

On Feb 3, 2015, at 6:03 PM, Mohammad Mushrafi mushrafi@hotmail.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:

 

A flow of free thinking has advantage which gives the opportunity to express the innovative and daring thinkers those which can enlighten the world. A freedom of thinking also expose the eccentrics, biaseds and idiots.  Often the so called democracy allows a part of the population behave recklessly.
In case of china the state control produced lot of material growth and political power balance at the expense of a "right" to do free thinking. On the other hand Bangladesh are clearly losing its control being a so called free thinking democracy.  No absolute in the world. These all variable, debatable.  
We can debate endlessly whether capitalism or socialism is the solution of the worlds problem. But it is proven that both socialist empire and the capitalist empire both failed not because of its correctness or incorrectness rather because of corruption and ill-motives of the greedy few in the top rank in both scenario.
Utopia is excellent. But real world is far away from utopia. Lets debate on it...

From: mukto-mona@yahoogroups.com
To: mukto-mona@yahoogroups.com
Date: Tue, 3 Feb 2015 15:37:42 +0000
Subject: Re: [mukto-mona] China's Communist Party Bans Believers, Doubles Down on Atheism

 
The West is still in a delusion. How can they ban Jihad while find Crusade acceptable? If they could forgo the Christian religious belief, they could be morally tough on the believers and criminals of Islam. The West is certainly better than many other parts of the world, but they do have the burdens of their religious faiths.
 
SuBain
 
=============================


On Tuesday, February 3, 2015 9:44 AM, "Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 
All countries should ban religious people from joining political party. They are addicts, and cannot make unbiased judgments.  

Jiten Roy

_________________________________________________________________________ 

China's Communist Party Bans Believers, Doubles Down on Atheism

Posted: 02/02/2015 6:44 pm EST Updated: 10 minutes ago
Karl Marx long ago disparaged religion as "the opiate of the people," and now the Chinese Communist Party (CCP) wants to ban all addicts. The Communist leadership of coastal Zhejiang province has declared it will double down on a long-standing but little-enforced rule that bars religious believers from joining the Party.
That move comes amid a widely reported tightening of the ideological screws in Chinese universities and across the media landscape. Professors across the country have reportedly been fired for speaking against the Communist Party, and the country's education minister declared last week that China should "never let textbooks promoting Western values appear in our classes."
December also saw scattered protests by Chinese students demanding an end to Christmas celebrations on Chinese campuses, a move supported by authorities in one Zhejiang city. One professor at a Party-affiliated university speculated that the recent moves to bar believers from joining the Party are meant to guard against "penetration of Western hostile forces," according to a Global Times report.
china church
Young Chinese worshippers attend the Christmas Eve mass at a Catholic church in Beijing, Dec. 24, 2014.
Last week's declaration from Zhejiang province's party committee called for CCP groups to organize activities where members disavow religious belief. It also stated that all applicants to the Party must first be screened for evidence of religious faith or participation, and rejected if any such evidence is found. Party ideology is rooted in Marxist-Leninist thought, which decries religion as a delusion that distracts the oppressed masses from demanding their fair share.
Religious believers have long been technically barred from joining the CCP, but the prohibition was only loosely enforced. The CCP has more than 84 million members, many of whom entered the Party during school and have little if any political involvement. Entrance is competitive, and membership often serves more as a bullet point on a resume than a declaration of political or religious fealty.
If actually carried out, the restrictions would exclude participants in an ongoing religious revival from joining the country's ruling party. Christianity has seen tremendous growth in China in recent years, and some reports point to a growing official acceptance and even encouragement of religious belief.
wenzhou church
A villager stands next to a demolished Christian church outside the city of Wenzhou in Zhejiang province.
But Party propaganda has also taken a hard line against the influence of ideas and values perceived as being foreign to China. So-called "Western values" like freedom of speech and multiparty democracy have been denigrated by leaders and state-controlled media, and religions such as Christianity have also been caught in the crosshairs. The Zhejiang city of Wenzhou is home to a large number of Christian churches, more than 200 of which have been targeted for demolition in the past year after being classified as "illegal structures." Wenzhou also made headlines by reportedly banning Christmas celebrations in schools this year.
China recognizes five "official" religions -- Buddhism, Taoism, Islam, Protestantism and Catholicism -- but many believers who worship outside of state-sanctioned institutions are subject to periodic crackdowns. Buddhism and Taoism have received far greater official support due to their deep roots in Chinese culture, but during the Cultural Revolution of the 1960s and '70s, even these religions saw their temples ransacked and desecrated as relics of "superstitious" and "feudal" thinking.





__._,_.___

Posted by: Subimal Chakrabarty <subimal@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

RE: [mukto-mona] China's Communist Party Bans Believers, Doubles Down on Atheism



A flow of free thinking has advantage which gives the opportunity to express the innovative and daring thinkers those which can enlighten the world. A freedom of thinking also expose the eccentrics, biaseds and idiots.  Often the so called democracy allows a part of the population behave recklessly.
In case of china the state control produced lot of material growth and political power balance at the expense of a "right" to do free thinking. On the other hand Bangladesh are clearly losing its control being a so called free thinking democracy.  No absolute in the world. These all variable, debatable.  
We can debate endlessly whether capitalism or socialism is the solution of the worlds problem. But it is proven that both socialist empire and the capitalist empire both failed not because of its correctness or incorrectness rather because of corruption and ill-motives of the greedy few in the top rank in both scenario.
Utopia is excellent. But real world is far away from utopia. Lets debate on it...

From: mukto-mona@yahoogroups.com
To: mukto-mona@yahoogroups.com
Date: Tue, 3 Feb 2015 15:37:42 +0000
Subject: Re: [mukto-mona] China's Communist Party Bans Believers, Doubles Down on Atheism

 
The West is still in a delusion. How can they ban Jihad while find Crusade acceptable? If they could forgo the Christian religious belief, they could be morally tough on the believers and criminals of Islam. The West is certainly better than many other parts of the world, but they do have the burdens of their religious faiths.
 
SuBain
 
=============================


On Tuesday, February 3, 2015 9:44 AM, "Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 
All countries should ban religious people from joining political party. They are addicts, and cannot make unbiased judgments.  

Jiten Roy

_________________________________________________________________________ 

China's Communist Party Bans Believers, Doubles Down on Atheism

Posted: 02/02/2015 6:44 pm EST Updated: 10 minutes ago
Karl Marx long ago disparaged religion as "the opiate of the people," and now the Chinese Communist Party (CCP) wants to ban all addicts. The Communist leadership of coastal Zhejiang province has declared it will double down on a long-standing but little-enforced rule that bars religious believers from joining the Party.
That move comes amid a widely reported tightening of the ideological screws in Chinese universities and across the media landscape. Professors across the country have reportedly been fired for speaking against the Communist Party, and the country's education minister declared last week that China should "never let textbooks promoting Western values appear in our classes."
December also saw scattered protests by Chinese students demanding an end to Christmas celebrations on Chinese campuses, a move supported by authorities in one Zhejiang city. One professor at a Party-affiliated university speculated that the recent moves to bar believers from joining the Party are meant to guard against "penetration of Western hostile forces," according to a Global Times report.
china church
Young Chinese worshippers attend the Christmas Eve mass at a Catholic church in Beijing, Dec. 24, 2014.
Last week's declaration from Zhejiang province's party committee called for CCP groups to organize activities where members disavow religious belief. It also stated that all applicants to the Party must first be screened for evidence of religious faith or participation, and rejected if any such evidence is found. Party ideology is rooted in Marxist-Leninist thought, which decries religion as a delusion that distracts the oppressed masses from demanding their fair share.
Religious believers have long been technically barred from joining the CCP, but the prohibition was only loosely enforced. The CCP has more than 84 million members, many of whom entered the Party during school and have little if any political involvement. Entrance is competitive, and membership often serves more as a bullet point on a resume than a declaration of political or religious fealty.
If actually carried out, the restrictions would exclude participants in an ongoing religious revival from joining the country's ruling party. Christianity has seen tremendous growth in China in recent years, and some reports point to a growing official acceptance and even encouragement of religious belief.
wenzhou church
A villager stands next to a demolished Christian church outside the city of Wenzhou in Zhejiang province.
But Party propaganda has also taken a hard line against the influence of ideas and values perceived as being foreign to China. So-called "Western values" like freedom of speech and multiparty democracy have been denigrated by leaders and state-controlled media, and religions such as Christianity have also been caught in the crosshairs. The Zhejiang city of Wenzhou is home to a large number of Christian churches, more than 200 of which have been targeted for demolition in the past year after being classified as "illegal structures." Wenzhou also made headlines by reportedly banning Christmas celebrations in schools this year.
China recognizes five "official" religions -- Buddhism, Taoism, Islam, Protestantism and Catholicism -- but many believers who worship outside of state-sanctioned institutions are subject to periodic crackdowns. Buddhism and Taoism have received far greater official support due to their deep roots in Chinese culture, but during the Cultural Revolution of the 1960s and '70s, even these religions saw their temples ransacked and desecrated as relics of "superstitious" and "feudal" thinking.





__._,_.___

Posted by: Mohammad Mushrafi <mushrafi@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___