Banner Advertiser

Sunday, August 23, 2015

[mukto-mona] এমপি দবিরুলের যত কাহিনী



প্রকাশ : ২৪ আগস্ট, ২০১৫ ০০:০০:০০আপডেট : ২৪ আগস্ট, ২০১৫ ০২:৪১:৪৬
অ-অ+
printer
এমপি দবিরুলের যত কাহিনী
আবদুল লতিফ লিটু, ঠাকুরগাঁও

একসময় তিনি ছিলেন কমিউনিস্ট পার্টির নেতা। আওয়ামী লীগে যোগ দিয়ে এমপি হয়েছেন ঠাকুরগাঁও-২ আসন থেকে। আর এমপি হয়েই ক্ষমতার দাপটে বেপরোয়া হয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলে নেমেছেন দবিরুল ইসলাম। হিন্দু ধর্মাবলম্বীদের প্রায় ১০০ একর জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে। উচ্ছেদ করেছেন অসহায় পরিবারগুলোকে। জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুলের ভয়ে এখন মুখ খুলতেও নারাজ অনেক ভুক্তভোগী। শুধু জমি অবৈধভাবে দখলই নয়, নীতিমালার তোয়াক্কা না করে এমপি দবিরুল অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদও দখলে নিয়েছেন। যদিও একজন এমপি আইনত সর্বোচ্চ চারটি প্রতিষ্ঠানে সভাপতি থাকতে পারেন।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ দবিরুল ইসলামের বিরুদ্ধে। জমি ফেরত চাওয়ায় সম্প্রতি এমপির লোকজনের হামলার শিকার হন কয়েকজন।সরেজমিনে উপজেলার বৈউরঝাড়ি এলাকায় গিয়ে জানা যায়, স্বাধীনতার আগে ওই এলাকায় ১০৭ একর জমি তারানাথ রায় চৌধুরী নামে এক ব্যক্তি ভোগদখল করে আসছিলেন। তিনি ১৯৬৮ সালে পরিবার নিয়ে ভারতে চলে যান। ফলে এ জমি অর্পিত সম্পত্তি হিসেবে গণ্য হয়। ভুক্তভোগীরা জানান, এরপর স্থানীয় টিপু চেয়ারম্যান ও শতাধিক হিন্দু পরিবার তা ভোগদখল করে আসছিল। টিপু চেয়ারম্যান ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের সভাপতি হাবিবুর রহমান বাবলুর কাছে কিছু জমি বায়নানামা করেন। হাবিবুর রহমান বিগত চারদলীয় জোট সরকারের আমলে প্রশাসনের মাধ্যমে ওই জমি দখল করতে গেলে স্থানীয়দের বাধায় ফেরত আসেন। তিনি এ ঘটনায় কয়েকটি হিন্দু পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেন। কয়েক বছর মামলা চলার পরও তিনি জমি দখল করতে পারেননি। মামলা থেকে খালাস পান অভিযুক্তরা। কিন্তু এ জমিতে এমপি দবিরুলের চোখ পড়ে। তার লোকজন ১০৭ একর জমির মধ্যে ৯৬ একর দখল করে হিন্দু পরিবারগুলোকে উচ্ছেদ করে। এমপির ভয়ে তারা মামলা করেননি বলে জানান। বৈউরঝাড়ি পালপাড়া এলাকার হৃদয় বলেন, 'তারানাথ চৌধুরী ভারতে যাওয়ার পর আমরা এ জমি আবাদ করে আসছিলাম। হঠাৎ এমপির লোকজন জমি দখলে নেয়। তারপর থেকে আমরা আর জমি আবাদ করতে পারি না।' মলিন চন্দ্র পাল বলেন, 'লিজ নিয়ে এ জমি ভোগ করে আসছিলাম। কিন্তু এমপির লোকজন ভয়ভীতি দেখিয়ে আমাদের উচ্ছেদ করেছে।' জানা যায়, কয়েক বছর আগে পাড়িয়া ইউনিয়নের সীমান্ত এলাকায় ভারত সীমান্ত লাগোয়া স্থানে 'রনবাগ ইসলামী টি এস্টেট  কোম্পানি' নামে একটি চা-বাগান গড়ে তোলেন দবিরুল ইসলাম। প্রায় ২৬৫ বিঘা আয়তনের বাগানের ভিতর ও আশপাশে কয়েকটি হিন্দু পরিবারের জমি। এর মধ্যে অকুল চন্দ্র সিং পরিবারের ২১ বিঘা, ভাকারাম সিং ও চন্দ্র সিংয়ের ২৭ বিঘা, থোনারাম সিংয়ের ২৪ বিঘা, ক্ষুদনলালের ২৪ বিঘা চা বাগান ও আবাদি জমি। মূলত অকুল চন্দ্র সিংয়ের এক বিঘা জমি নিয়েই বিরোধ, যেটির অবস্থান এমপির জমির সঙ্গেই। স্থানীয়রা জানান, অকুল চন্দ্রের এই জমি করিডোরের মতো ব্যবহার করে অন্য জমিগুলোতে যাওয়া যায়। এটি দখল হয়ে গেলে অন্য জমিগুলো দখল করা সহজ হয়। ওই এলাকা ঘুরে দেখা গেছে, নাগর নদীর তীরবর্তী বিরোধপূর্ণ অংশটির তিন দিকেই ভারতের সীমান্ত। বাগানে ঢোকার মুখে এমপির বাংলোবাড়ি। সম্প্রতি জমি ফেরত চাইলে এমপির লোকজনের নির্যাতনের শিকার হন অকুল চন্দ্র। এমপির ছেলে মাজহারুল ইসলাম সুজন ও তার সহযোগীদের হামলায় আহত হয়ে সেই দফায় ভারতে পালিয়ে গিয়ে তিনি প্রাণে বাঁচেন। বেশ কিছুদিন পর তিনি ফিরে আসেন। অকুল চন্দ্র অভিযোগ করেন, 'এমপি সাহেবের জমির সঙ্গে আমার এক বিঘা জমি রয়েছে। সবমিলিয়ে আমার পাঁচ বিঘা জমি তার দখলে। আমরা জমি চাইলে তার লোকজন হামলা করে। আমার জমিতে গত ১০ জুন চা চারা রোপণ করলে এমপি সাহেবের লোকজন বিকালেই তা নষ্ট করে দেয়। তার ছেলে সুজন ১৭ জুন আমাদের শাসিয়ে যান। এর দুই দিন পর তার নেতৃত্বে টি এস্টেটের লোকেরা আমাদের ওপর হামলা চালায়।' অকুল চন্দ্র বলেন, 'যেখানে মারধর হয়, সেখানে একটু তো ভয় থাকেই। সেদিন রাতে পরিবার নিয়ে ভারতে পালিয়েছিলাম। পরে ফিরে আসি।' হামলায় আহত থোনারাম সিং বলেন, 'সুজনের হামলায় আমার ছেলেও আহত হয়েছে। ছেলেটার পা ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। আমার দুই বিঘা জমি এখনো তার দখলে। জমি ফেরত চাইলে আমাদের বলে, দুই বছর তারা খাবে তারপর  ফেরত দেবে।' নির্যাতনের শিকার ভাকারাম সিং জানান, এমপির সমর্থকেরা তাকে মারধর করলে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। ঘটনার পর ঠাকুরগাঁও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা এলাকাটি পরিদর্শন করলেও প্রকাশ্যে কেউ অভিযোগ করেননি। পরিষদের জেলা সভাপতি বলরাম গুহ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'জমি দখলের জন্য হামলা হওয়ার ঘটনায় পরিষদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারগুলোকে প্রশাসনের কাছে অভিযোগ করতে বলা হয়েছে, কিন্তু ভয়ে তারা যাচ্ছে না।'অকুল চন্দ্র সিং আরও বলেন, 'ক্যাডার বাহিনী দিয়ে আমাদের জমি দখল করেছেন এমপি। তারা নারী-পুরুষ নির্বিশেষে মারছে। নির্যাতনের ভয়ে কয়েকটি পরিবার ঘর ছেড়ে চলে গেছে। আমি বেশ কয়েকবার এমপির কাছে গিয়েছিলাম। তিনি দেখা করেননি। এখন আমরা অনেক ভয়ের মধ্যে দিন পার করছি।' জেলা পুলিশ সুপার আবদুর রহিম শাহ্ চৌধুরী এ বিষয়ে বলেন, 'ঘটনাটি জানার পর জেলা প্রশাসনের উদ্যোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। একটি প্রতিনিধি দল ওই এলাকা পরিদর্শন করেছে।' পুলিশ সুপার বলেন, 'মূলত চা বাগান নিয়ে দবিরুল সাহেব এবং স্থানীয় কয়েকটি হিন্দু পরিবারের মধ্যে বিরোধ চলছে। কিছু সমস্যা তো আসলে আছেই। তবে আমাদের কাছে আনুষ্ঠানিক কেউ অভিযোগ জানায়নি। ঘটনাস্থল পরিদর্শনের সময় স্থানীয়রা বলেছেন, তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা তাদের আশ্বস্ত করেছি কোনো ভয় নেই, তাদের সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।' তবে সব অভিযোগই অস্বীকার করেছেন এমপি দবিরুল ইসলাম। তার দাবি- সম্প্রতি জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রতিপক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্রের মাধ্যমে সুনাম নষ্টের চেষ্টা করছে। জানতে চাইলে দবিরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'আমি চার বছর ধরে ওই এলাকায় চা চাষ করছি। যে জমিটি নিয়ে বিরোধ, সেটিতে আমার একটি ঘর তোলা রয়েছে। সেখানে শ্রমিকরা বিশ্রাম নেয়, চা গাছ রাখা হয়। তার মানে এটি চার বছর ধরেই আমার দখলে। অকুল (অকুল চন্দ্র সিং) কিছুদিন আগে বলা নেই, কওয়া নেই সেই জমিতে চা গাছ লাগিয়ে যায়। এটি নিয়ে আমার বাগানের কর্মচারীদের সঙ্গে তার কিছুটা বাকবিতণ্ডা হয়। ঘটনা এটুকুই। কিন্তু স্থানীয় কিছু ব্যক্তি ও আওয়ামী লীগের একটি অংশ রাজনৈতিক উদ্দেশ্যে তাদের ব্যবহার করে আমার সুনাম নষ্টের চেষ্টা করছে।' এমপি দবিরুল আরও বলেন, 'আমি এক সময় বাম রাজনীতি করেছি। এখন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি। এতে ঈর্ষান্বিত হয়েই একটি বিশেষ মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের ভয়, আমার পরে যদি আমার ছেলে এমপি নির্বাচন করে। এ জন্য তারা তাকেও এ রাজনীতির সঙ্গে জড়িয়েছে।' হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কোনো বিরোধ নেই জানিয়ে দবিরুল বলেন, 'আমার ড্রাইভার, গানম্যান দুজনই হিন্দু। আমি হিন্দু বিদ্বেষী নই। আমি ৪৫ বছর ধরে জনপ্রতিনিধি, এর আগে এরকম কোনো অভিযোগ আমার উপরে আসেনি।' - See more at: http://www.bd-pratidin.com/lead-news/2015/08/24/101812#sthash.OLQ6zs3r.dpuf

- See more at: http://www.bd-pratidin.com/lead-news/2015/08/24/101812#sthash.OLQ6zs3r.dpuf

Notes:
1) A seminal work was written by Professor Abul Barkat of Dhaka University,
 'Inquiry into Causes and Consequences of Deprivation of Hindu Minorities in Bangladesh through the Vested Property Act'. 
This demonstrated that 925,050 Hindu households (40% of Hindu families in Bangladesh) have been affected by the EnemyProperty Act. This included 748,850 families dispossessed of agricultural land. The total amount of land lost by Hindu households as a result of this discriminatory act was estimated at 1.64 million acres, which is equivalent to 53 per cent of the total land owned by the Hindu community and 5.3 per cent of the total land area of Bangladesh.
Professor Abul Barkat dismisses the 'Hindu versus Muslim' polarization in theproblem and 
claims that it is an issue created by communal elements and vested interestgroups. 
'Criminals do not bother whether a piece of land owned by a Hindu, a Muslim or a shantal, they resort to easy means to loot property.' he adds ... :


"Divide people based on their religious affiliation and rule them using some legal instruments" is one of the oft-used methods by the uncivilized rulers to oppress people. This was precisely the motive intended to achieve through promulgation of the Enemy Property Act in 1965 and its unexpected continuation till today by the name of the Vested Property Act. The consequence, simply, is gross denial of freedom and liberty, and institutionalization of systematic social and economic deprivation of the Hindu community in Bangladesh. The national disaster is so huge that one million households or five million population belonging to the Hindu community are severely affected by the Enemy/Vested Property Act, and have lost two million of acres of land property.
Product Details

Deprivation of Hindu Minority in Bangladesh: Living with ...

www.amazon.com/Deprivation-Hindu-Minority-Bangl...
Amazon.com, Inc.
Deprivation of Hindu Minority in BangladeshLiving with Vested Property [Abul Barkat, Shafique uz Zaman, Md. Shahnewaz Khan, Avijit Poddar, Saiful Hoque, ...


__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] হিন্দু বাড়িতে মুসলিম খেতে পারে কি?





__._,_.___

Posted by: Sitangshu Guha <guhasb@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] প্রকাশের জন্যে-



একজন Tusher Roy লিখেছেন:
মিয়ানমারে মসজিদ ধ্বংস করেছে #‎বৌদ্ধরা
আমেরিকায় কুরান পুড়িয়েছে #‎খৃষ্টানরা

ফিলিস্তিনে বোমা মেরেছে #‎ইহুদীরা

বাবরী মসজিদে হামলা করেছে #‎হিন্দুরা...

আর

বাংলাদেশে মন্দির ভাঙ্গছে দুস্কৃতিকারীরা!
কিন্তু বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর, মন্দির, বৌদ্ধ মন্দির, সংখ্যালঘুর জমি দখল, লুটপাট, ধর্ষন, হত্যা ইত্যাদি করছে #‎দুর্বৃত্তরা


SitangshuGuha 646-696-5569



__._,_.___

Posted by: Sitangshu Guha <guhasb@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] please publish





__._,_.___

Posted by: Sitangshu Guha <guhasb@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] মানব পাচার অভিযোগে ১০৪ হজ এজেন্সির বিরুদ্ধে তদন্ত কমিটি স্টাফ রিপোর্টার | ২৪ আগস্ট ২০১৫, সোমবার



মানব পাচার অভিযোগে ১০৪ হজ এজেন্সির বিরুদ্ধে তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার | ২৪ আগস্ট ২০১৫, সোমবার
 মানব পাচারের অভিযোগে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি ও মহাসচিবের এজেন্সিসহ ১০৪ হজ-ওমরাহ এজেন্সির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। গতকাল ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুজ্জামানকে সভাপতি করে ৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী নাজির  হোসেন, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের পিএস ড. মো. আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব নায়েব আলী মণ্ডল। কমিটির সদস্য সচিব করা হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব (হজ) নাসির উদ্দিন আহমেদকে। এর আগে গত ২২শে মার্চ থেকে বাংলাদেশীদের ওমরাভিসাও বন্ধ করে দেয় সৌদি কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ওমরাহ ভিসা বন্ধ রয়েছে। এরপর সৌদি আরব ১০৪ এজেন্সির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার অনুরোধ করে বাংলাদেশকে। এদিকে মানব পাচারের দায়ে অভিযুক্ত এজেন্সির মধ্যে হাব সভাপতি মোহাম্মদ ইব্রাহীম বাহারের এজেন্সি মেগাটপ ট্রাভেলসের ৬৭ জন, মহাসচিব শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সনজরি ট্রাভেলসের ৬৫ জন, যুগ্ম মহাসচিব মোজাম্মেল হোসেন কামালের হাসিম এয়ার ইন্টারন্যাশনালের ৯৪ জন, সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিনের মুনা ট্রাভেলস অ্যান্ড ট্যুরের ২১৮ জন, সহসভাপতি ফরিদ আহমদ মজুমদারের গোল্ডেন বেঙ্গল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ৪৫১ জন, যুগ্ম মহাসচিব মোজাম্মেল হোসেন কামালের হাসিম ওভারসিসের ৯৪ জন, নির্বাহী কমিটির সদস্য খাদেম দুলালের খাদেমস সার্ভিসের ৯৪ জন, আফতাব আহমেদের আফতাব ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ২৪৩ জন, আবদুল মতিন মারুফের মারুফ ট্রাভেলসের ৫০৮ জন, হাব নির্বাচন কমিশনের সদস্য পিয়ার মোহাম্মদের রয়েল এয়ার সার্ভিসের ৭৮ জন, হাব নেতা ফরিদ আহমেদের ইউনাইটেড এয়ার ট্রাভেলসের ২৪৫ জন, হাব চট্টগ্রাম জোনাল কমিটির সভাপতি আবুল কাসেমের রয়েল এয়ার সার্ভিসের ২০৫ জন, চট্টগ্রামের হাব নেতা আবদুল খালেকের থ্রি-স্টার ট্রাভেলসের ২৪০ জন ওমরাহ করতে গিয়ে ফেরত আসেননি। এ ছাড়া আরও ফেরত আসেননি আবু বাক্কার সিদ্দিকীর আল নূর ট্রাভেলসের ২৩৭ জন, চট্টগ্রামের আবু তাহেরের  ইস্টার্ন ট্রাভেলসের ২১৯ জন, আমানুল্লাহর ফ্লাই হোস ট্রাভেলসের ২১৫ জন, হাব সিলেটের জোনাল সম্পাদক আবদুল হকের সিটি ওভারসিজের ১১৮ জন, চট্টগ্রামের নেতা  মো. ইলিয়াসের গোল্ডেন বেঙ্গল ট্যুরসের ১০৬ হাব, হাবের সাবেক নেতা এয়ার ট্রিপস আবুল খায়েরের জামাতা মাহবুব মান্নানের টাইমস এভিয়েশনসের ৭৬ হাব, জাকারিয়ার এজেন্সির ৭৫ জন, ফজলুর রহমানের মদিনা এয়ার ট্রাভেলসের ৬৩ জন, খালেদ ইকবালের মেরিডিয়ান এয়ারসের ৫৭ জন।

পকেট কাটতে হজযাত্রা!

গোলাম মুজতবা ধ্রুব,    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2015-08-20 19:22:46.0 BdST Updated: 2015-08-20 22:01:58.0 BdST



__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Muslims praised for tremendous contribution to better people's lives - The New Age - Monday 17 August 2015 [1 Attachment]

[Attachment(s) from 'Dr. Ahmad Totonji' atotonji@darmanar.org [mukto-mona] included below]

 



__._,_.___

Attachment(s) from 'Dr. Ahmad Totonji' atotonji@darmanar.org [mukto-mona] | View attachments on the web

1 of 1 File(s)


Posted by: "Dr. Ahmad Totonji" <atotonji@darmanar.org>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] The true courage!



Never underestimate your smaller opponent!


__._,_.___

Posted by: Shah DeEldar <shahdeeldar@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] পকেট কাটতে হজযাত্রা - হাজিদের ‘পকেট মারাই’ তাদের উদ্দেশ্য !



These pickpockets are not as bad as it seems. In fact, they are definitely not as stupid as those who spend their lifelong savings or even borrow money to go to Hajj to buy tickets to Heaven! These pickpockets just relieve those morons of the trouble of going to Makkah by clearing their purse and thereby cleansing the faith virus.

- AR



On Saturday, 22 August 2015, 0:00, "Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 
This is an incredible story! It's hard to believe that - so much money to be maid in this business during the Hajj-season. I am surprised that none of them came back home leaving hands behind in Saudi Arabia.   
 

From: "'Jamal G. Khan' M.JamalGhaus@gmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Friday, August 21, 2015 6:29 AM
Subject: [mukto-mona] পকেট কাটতে হজযাত্রা - হাজিদের 'পকেট মারাই' তাদের উদ্দেশ্য !

 
 পকেট কাটতে হজযাত্রা!

পকেট কাটতে হজযাত্রা!

গোলাম মুজতবা ধ্রুব,    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2015-08-20 19:22:46.0 BdST Updated: 2015-08-20 22:01:58.0 BdST
  • alt
হজের ভিসায় সৌদি আরবে গিয়ে হাজিদের 'পকেট কাটার পরিকল্পনা' করছিলেন এমন দুই ব্যক্তিসহ প্রতারকদের দুটি চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন গোয়েন্দারা।
গোয়েন্দা পুলিশ বলছে, দুটি চক্রের মধ্যে একটির সদস্যরা ঢাকা ও আশপাশের জেলায় বাসযাত্রীদের চেতনানাশক মেশানো আচার বা খাবার খাইয়ে সর্বস্ব লুটে নেয়।
আর অন্য চক্রের কয়েকজন সদস্য প্রতিবছর হজের সময় সৌদি আরবে লোক পাঠায় পকেট মারার জন্য।
পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এই চক্রের সদস্যরা এবারও কয়েকজনকে সৌদি আরবে পাঠাতে ১২ লাখ টাকা 'ইনভেস্ট' করেছে; তাদের লক্ষ্য ছিল হজ মৌসুমে এক কোটি টাকা তুলে আনা।
ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে এ ধরনের প্রতারক চক্রের তৎপরতা বেড়ে যায়। সাধারণ মানুষের ভাষায় এরা 'অজ্ঞান পার্টি' হিসাবে পরিচিত।
এদের খপ্পরে পড়ে চেতনানাশক ওষুধের প্রতিক্রিয়ায় অনেকেরই মৃত্যু হয়েছে। অনেকে আবার সর্বস্ব হারিয়ে দীর্ঘ মেয়াদী শারীরিক সমস্যায় ভুগেছেন।
বৃহস্পতিবার সকালে ঢাকার শাহবাগ এলাকা থেকে এমনই এক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান।
এরা হলেন- নুরুল আানোয়ার, সুজন খান, আবুল বশার, আবুল হাসান, আক্তার হোসেন ও আবুল কালাম।
তাদের কাছ থেকে চেতনানাশক মেশানো আচারও উদ্ধার করা হয়েছে বলে জানান মনিরুল।
বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার নুরুল আনোয়ার এই প্রতারক চক্রের নেতা। আর সুজন খান তার 'সেকেন্ড ইন কমান্ড'।
পুলিশের ভাষ্য, নুরুল আনোয়ার চেতনানাশক ওষুধ মিশিয়ে আচার বানাতেন। বাসে ঘুরে ঘুরে ওই আচারের গুণাগুণ নিয়ে 'লেকচার' দিতেন আবুল বশার।
নির্ধারিত 'শিকার' ওষুধ মেশানো আচার খেয়ে সংজ্ঞা হারালে দলের অন্যরা তার সর্বস্ব হাতিয়ে নিত বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
প্রথম দলটিকে ধরার ঘণ্টাখানেকের মাথায় দ্বিতীয় দলের ছয়জনকে মালিবাগ রেলগেইট থেকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
এই ছয়জন হলেন- 'আলহাজ' মো. টুটুল বিশ্বাস ওরফে সুমন, কাজী সারোয়ার জামাল ওরফে নেতাজি, 'আলহাজ' মো. ইব্রাহিম, মনির হোসেন, সাইফুল ইসলাম ওরফে বাচ্চু এবং মো. আব্দুল গফুর।
সংবাদ সম্মেলনে বলা হয়, আচার খাইয়ে বাসযাত্রীদের সর্বস্ব কেড়ে নেওয়ার পাশাপাশি এই চক্রের কয়েকজন প্রতি বছর হজের সময় সৌদি আরবে যান। সেখানে হাজিদের 'পকেট মারাই' তাদের উদ্দেশ্য।
গফুর, টুটুল ও মো. রওশন নামের আরেকজনের হজের ভিসাসহ পাসপোর্ট পুলিশ জব্দ করতে পারলেও রওশনকে ধরা যায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই গ্রুপের গফুরসহ তিনজন এবার হজের সময় সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এজন্য গফুর ১২ লাখ টাকা ইনভেস্টও করেছিলেন। তাদের টার্গেট ছিল হজের মৌসুমে সেখানে থেকে এক কোটি টাকা আয় করা। এর মধ্যে গফুর ৫০ লাখ টাকা নেবেন বলে দলে চুক্তিও হয়েছিল।"
হজের সময়ের মধ্যে ওই 'টার্গেট' পূরণ না হলে আরও কিছুদিন তাদের সৌদি আরবে থেকে যাওয়ার 'পরিকল্পনা ছিল' বলে জানান ছানোয়ার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গফুর পুলিশকে বলেছেন, হজের মৌসুমে তাদের মতো অনেক পকেটমার বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে যায়। তাদের মধ্যে নাইজেরিয়ার পকেটমারের সংখ্যাই বেশি।
আর ইন্দোনেশিয়ার নাগরিকদের 'সাদাসিধে' মনে করা হয় বলে তাদের দিকে পকেটমারদের 'নজর' বেশি থাকে।
ছানোয়ার হোসেন বলেন, "গ্রেপ্তার করায় ক্ষোভ প্রকাশ করে গফুর আমাদের বলেছে, "পারলে নাইজেরিয়ান পকেটমারদের ধরেন। আমাদের ধরেন ক্যান স্যার? আমরা তো পকেট মারার টাকা দেশে আনি। এতে দেশেরই লাভ'।"
সৌদি আরবে পকেট মারতে গিয়ে ধরা পড়ে এই চক্রের কয়েকজন সেখানে জেলে আছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
যুগ্ম কমিশনার মনিরুল বলেন, "পুলিশ জনস্বার্থে অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঈদ সামনে রেখে কেউ যেন প্রতারণার শিকার না হন- সেজন্য পুলিশ চেষ্টা করছে।"
  1. Also read:
  2. পকেট কাটতে হজযাত্রা! : প্রতারক দলের ১২ সদস্য আটক
  3. পকেট কাটতে হজযাত্রা! : প্রতারক দলের ১২ সদস্য আটক
  4. http://www.manobkantha.com/2015/08/21/59386.php
  5. Story image for pickpocket during hajj from DhakaTribune
    DhakaTribune

    Pickpocket gang busted

    The Daily Star-15 hours ago
    "The gang was preparing to send at least four pickpockets during this year's hajj spending Tk 12 lakh with a target to cashin Tk 1 crore," said ...

100 pickpockets held at Hajj - Newspaper - DAWN.COM

dawn.com/news/281086/100-pickpockets-held-at-hajj


সৌদিতে কি যৌনদাসী সাপ্লাইয়ের টেন্ডার পেয়েছে বাংলাদেশ ?


মাঈনুল ইসলাম নাসিম | আপডেট: ২১:১৮, ফেব্রুয়ারী ১২, ২০১৫, প্রকাশক- সাতকাহন
  1. crore," said ...






__._,_.___

Posted by: ANISUR RAHMAN <anisur.rahman1@btinternet.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Newer Posts Older Posts Home