Banner Advertiser

Monday, February 29, 2016

[mukto-mona] Please read





__._,_.___

Posted by: Sitangshu Guha <guhasb@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] গাফিলতির দায় কেউই এড়াতে পারব না: ইমরান



গাফিলতির দায় কেউই এড়াতে পারব না: ইমরান

  ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2016-03-01 00:41:49.0 BdST Updated: 2016-03-01 00:53:38.0 BdST

                                                                                    
ট্রাইব্যুনালের আইনজীবী ও তদন্তকারী সংস্থার গাফিলতির কারণে যদি জামায়াত নেতা মীর কাসেম আলী মৃত্যুদণ্ড থেকে রেহাই পেয়ে যায়, তার দায় সবাইকে নিতে হবে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।   

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতের 'প্রধান অর্থ জোগানদাতা' মীর কাসেমের আপিলের রায়ের আগে এই যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি বহাল রাখার আহ্বানে সোমবার শাহবাগে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

সম্প্রতি আপিলের শুনানিতে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মামলার পরিচালনার দুর্বলতা চিহ্নিত করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের কাজে অসন্তোষ প্রকাশ করেন বলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান।

এতে যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনকারীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে যে, দেলাওয়ার হোসাইন সাঈদীর মতো মীর কাসেমও আপিলের রায়ে মৃত্যুদণ্ড থেকে পার পেয়ে যাবেন; যদিও অ্যাটর্নি জেনারেল আশা করছেন, আদালতের ওই অসন্তোষের প্রভাব রায়ে পড়বে না।

মীর কাসেমকে 'রক্ষার ষড়যন্ত্রের' প্রতিবাদে শাহবাগে মশাল মিছিলের সমাবেশে ইমরান বলেন, "আজকে যদি কোনো পক্ষের গাফিলতির কারণে (সেটি হোক প্রসিকিউশন, তদন্তকারী সংস্থা কিংবা মহামান্য আদালত) কোনো যুদ্ধাপরাধী তার প্রাপ্য শাস্তি না পেয়ে লঘু দণ্ড পায়। তার দায়টা কিন্তু আমরা কেউই এড়াতে পারব না। এমনকি আমাদের মহামান্য আদালতও এড়াতে পারবেন না।"

নিজেদের শঙ্কার ভিত্তি তুলে ধরে বিচারক হিসেবে অবসর নিয়েই মীর কাসেমের পক্ষে কৌঁসুলি হিসেবে বিচারপতি নজরুল ইসলামের শুনানিতে যাওয়ার বিষয়টি তুলে ধরেন গণজাগরণের মুখপাত্র।  

"বিচারপতি নজরুল ইসলাম, কয়েকদিন আগেও এজলাসে বসে বিচার করেছেন, তিনি যখন আদালতের এজলাসে দাঁড়িয়ে তার সহকর্মীদের সামনেই যুদ্ধাপরাধীদের পক্ষে তথ্য দেন কিংবা যুক্তিতর্ক উপস্থাপন করেন, তখন কিন্তু আমাদের মধ্যে গভীর শঙ্কা তৈরি হয়।"

প্রধান বিচারপতির বক্তব্য ধরে যুদ্ধাপরাধীদের পক্ষের শক্তি 'জল ঘোলা' করার সুযোগ করে নিয়েছে বলেও মন্তব্য করেন ইমরান। অবসরের পর রাষ্ট্রীয় সুবিধা নিয়ে বিচারপতি নজরুল ইসলামের বিষয়ে রাষ্ট্র কিংবা আদালতের পদক্ষেপ আশা করেছেন তিনি।

তদন্ত সংস্থা বা প্রসিকিউশনের কোনো গাফিলতি থাকলে মীর কাসেম আলীর মামলায় তা কাটিয়ে ওঠার সুযোগ এখনও রয়েছে বলে মনে করেন ইমরান।

"অ্যাটর্নি জেনারেলের অফিসের, সর্বোচ্চ আইন কর্মকর্তাদের কিন্তু যুক্তিতর্ক উপস্থাপণের যথেষ্ট সুযোগ রয়েছে। কোনোভাবে কারও উপর দায় চাপিয়ে দিয়ে কোনো যুদ্ধাপরাধীকে রক্ষার চেষ্টা করবার সুযোগ আছে বলে মনে করি না।"

"যদি সেই চেষ্টা করা হয়, আমরা ধরেই নেব, এই মীর কাসেম আলীর অর্থবিত্তের কাছে পরাজিত হয়ে অন্যায্য সিদ্ধান্ত গ্রহণের অপচেষ্টা চলেছে," বলেই ইমরান হুঁশিয়ার করেন, "যদি সে চেষ্টা করা হয়, তার দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত।"

ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম রাবেতা আল ইসলামী নামে একটি এনজিওর বাংলাদেশের সমন্বয়কের দায়িত্বে ছিলেন। ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান তিনি।

মীর কাসেম আলী

মীর কাসেম আলী

দৈনিক নয়া দিগন্ত এবং দিগন্ত টেলিভিশনের মালিকানা প্রতিষ্ঠান দিগন্ত মিডিয়ার সাবেক চেয়ারম্যন মীর কাসেম ইবনে সিনা ট্রাস্টেরও অন্যতম সদস্য। 

মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামের কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদসহ আটজনকে হত্যার দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তখনকার আলবদর কমান্ডার মীর কাসেম আলীকে ২০১৪ সালের ২ নভেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল।

মীর কাসেমের নেতৃত্বে চট্টগ্রামে যে ভবনটিতে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের লোকদের ধরে নিয়ে নির্যাতন চালানো হতো, সেই ডালিম হোটেলকে রায়ের পর্যবেক্ষণে বলা হয় 'ডেথ ফ্যাক্টরি'

বিচারক ওই রায়ে বলেন, "আলবদর সদস্য ও পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাদের ধরে ডালিম হোটেলে নিয়ে আসতো আমৃত্যু নির্যাতন করার উদ্দেশ্যেই। এটাও প্রমাণিত যে, ডালিম হোটেলে আলবদর সদস্যদের পরিচালনা ও নির্দেশনা দিতেন মীর কাসেম আলী নিজে। ডালিম হোটেল সত্যিকার অর্থেই ছিল একটি 'মৃত্যুর কারখানা'।"

ডালিম হোটেল ছাড়াও নগরীর চাক্তাই চামড়ার গুদামের দোস্ত মোহাম্মদ বিল্ডিং, দেওয়ানহাটের দেওয়ান হোটেল ও পাঁচলাইশ এলাকার সালমা মঞ্জিলে বদর বাহিনীর আলাদা ক্যাম্প ও নির্যাতন কেন্দ্র ছিল।






মীর কাসেমের চূড়ান্ত রায় ৮ মার্চ - bdnews24.com

 একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের রায় জানা যাবে ৮ মার্চ। ... আটজনকে হত্যার দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তখনকার আলবদর কমান্ডার মীর কাসেম আলীকে ২০১৪ সালের ২ নভেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। ... এটাও প্রমাণিত যে, ডালিম হোটেলে আলবদর সদস্যদের পরিচালনা ও নির্দেশনা দিতেন মীর কাসেম আলী নিজে। ... ২০১৪ সালের ২ নভেম্বর ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিলে ৩০ নভেম্বর আপিল করেন মীর কাসেম

বেকসুর খালাস পাবেন মীর কাসেম :... - সেরা খবর - Google

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলী বেকসুর খালাস পাবেন বলে আশা করেছেন তার প্রধান আইনজীবী এ্যাাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। ... মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর মামলার শেষ দিনের শুনানিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অ্যাটর্নি ...

চট্টগ্রামের বদর কমান্ডার মীর কাসেমের প্রাণদণ্ড

  সুলাইমান নিলয়, কাজী শাহরিন হক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2014-11-02 11:39:32.0 BdST Updated: 2014-11-30 19:16:01.0 BdST

একাত্তরে যার নেতৃত্বে চট্টগ্রামে নৃশংসতা চালিয়ে ত্রাস সৃষ্টি করেছিল আলবদর রাজাকার ও আলশামস বাহিনী, স্বাধীন বাংলাদেশে যার যোগানো অর্থে জামায়াতে ইসলামী পেয়েছে শক্ত ভিত্তি, সেই মীর কাসেম আলীকে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।   

Read more at: http://bangla.bdnews24.com/bangladesh/article875237.bdnews








                                                                                                


__._,_.___

Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] 40,000 Years of London's History




http://mentalfloss.com/uk/history/38217/watch-40000-years-of-londons-history-in-under-3-minutes

mentalfloss.com
London is in the midst of a building boom. Towering new apartment buildings and office blocks are regularly springing up, while the massive Crossrail project is ...



__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] Fw: PRESS RELEASE: Bangladesh Hindu Buddhist Christian Unity Council (USA)



Yes, #5 is a poorly thought demand. Not sure what good would another religious university bring to Bangladesh when it needs more good scholars than illiterate religious experts. No need to follow the Islamist' way of darkness. God has never been the solution of any problem.


On Sunday, February 28, 2016 6:09 PM, "Sukhamaya Bain subain1@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 
Let me make some comments on the demands by HBCUC from their NYC news conference.

Religion-based universities is a backward and regressive idea. Some of the best universities in the world were started by the Christian clergies. But the overwhelming majority of them have already dropped their religious identities. Too many Muslims are too crazy about Islam does not mean Hindus, Buddhists and Christians should be as crazy about their religions. Thus, demand #5 should be dropped. When most Muslims develop to be mostly humans, there will naturally be no Islamic university.

As fair merit-based competition is not the practice in Bangladesh, the religious minorities should demand their proportional quota in all government and semi-government jobs at all levels. This should include all civilian, military and paramilitary services.

SuBain

============================
On Sunday, February 28, 2016 11:13 AM, "Sitangshu Guha guhasb@gmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:

 
Thank you Dr. Roy and I do appreciate it. I know your stand and values, and it's good that the protest come from within. This morning I had got so many calls from Bangladesh and NY that I had to make another statement, I am posting it again for your kind attention. 
"বাংলাদেশে গরু জবাই বন্ধের দাবী যুক্তরাষ্ট্র হিন্দু-বৌদ্ধ-ক্রিস্টান ঐক্য পরিষদের"-শীর্ষক একটি সংবাদ আমরা মিডিয়ায় দেখেছি। বাংলাদেশ ও প্রবাস থেকে আমরা যথেষ্ট ফোনকল পাচ্ছি। সামাজিক মিডিয়ায় বিরূপ প্রতিক্রিয়া দেখছি। আমি ব্যক্তিগতভাবে অনুমোদিত ঐক্য পরিষদ কমিটির প্রেস-কনফারেন্সে উপস্থিত ছিলাম। এ ধরনের বক্তব্য ঐক্য পরিষদ দেয়নি। এটা যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের বক্তব্য নয়। এটা প্রবাসী হিন্দুদেরও কথা নয়। আমরা মনে করি বাংলাদেশের হিন্দুদের বক্তব্ও ওটা নয়। বাংলাদেশের কোন দায়িত্বশীল ব্যক্তি বা সংগঠন এমন কথা বলতে পারেন না। ইতিমধ্যে আমার সাথে ঐক্য পরিষদের সভাপতি নবেন্দু দত্ত; নয়ন বড়ুয়া এবং সাধারণ সম্পাদক স্বপন দাস-সহ গভর্নিং বডির চেয়ারম্যান এটর্নী অশোক কর্মকার; সদস্য সচিব চন্দন সেনগুপ্ত, যুগ্ন-সম্পাদক প্রিয়তোষ দে, 
​ও অন্যান্য নেতাদের কথা হয়েছে, সবাই একবাক্যে আমার সাথে একমত হয়েছেন। ঐক্য পরিষদ এ ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য ও কর্মসূচি দিচ্ছে। 

SitangshuGuha 646-696-5569
​Again, thanks for your prompt response, together we will overcome this. ​


SitangshuGuha 646-696-5569

2016-02-28 10:10 GMT-05:00 Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com>:
 
Mr. Guha,
You are right – I was not in the press conference. The moment I heard about it - I protested about this absurd comment by someone. I can convey to you that - Oikya Parishad officials are truly sorry for such meaningless comment by someone in the press conference, which has poisoned the atmosphere, and spoiled the entire effort. That comment was totally out of context of the organizational view-points, as you can see from demands below.
Oikya Parishad is a human rights organization, and this organization only deals with human rights pertaining to religious minorities, and that particular demand has nothing to do with human rights. So, I can assure you that – it was not the demand of the Oikya Parishad. However, it was a comment in someone's speech, which is now grabbing the headlines, and all legitimate demands of the organization, as quoted below, are getting lost. It is like a drop of poison spoiling the bucket of water in the desert. Very unfortunate situation! 
I hope, media will be considerate in handling that absurd meaningless comment, considering its gravity to inflame communal tension, and stop misreporting someone's meaningless loose comment as the demand of the Oikya Parishad.

ঐক্য পরিষদ নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনে নিম্নলিখিত দাবী দাওয়া পেশ করেন-
১। সাম্প্রদায়িক সহিংসতার ব্যাপারে আইনি পদক্ষেপ নিতে মাইনরিটি ও হেইট ক্রাইম ট্রাইব্যুনাল গঠন
২। সংখ্যালঘুদের সার্বিক উন্নয়ন ও অধিকার সংরক্ষণের লক্ষ্যে মাইনরিটি মন্ত্রনালয় গঠন।
৩। সরকার, ব্যক্তি ও প্রতিষ্ঠানের অধীনে থাকা সারা দেশের সকল দেবোত্তর সম্পত্তি ও রাজা ও জমিদার বাড়িগুলো ফাউন্ডেশন গঠন করে এসব রক্ষনাবেক্ষনের দায়িত্ব ইহার অধীনে ন্যস্ত করা। 
৪। সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামের ইতিহাসের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খৃষ্টানদের ইতিহাস ও সভ্যতা পাঠ্যসুচীর অন্তর্ভুক্তকরন।
৫। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ন্যায় সরকারী খরচে স্বতন্ত্র হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান বিশ্ববিদ্যালয় স্থাপন।
৬। পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন, আদিবাসী এলাকা থেকে বাঙ্গালীদের প্রত্যাহার করে আদিবাসীদের কাছে তাদের ন্যায্য ভুমি ফিরয়ে দেয়া
৭। স্বাধীনতা উত্তর সকল সাম্প্রাদায়িক অপরাধের বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান।
৮। অবিলম্বে সকল সাম্প্রদায়িক হামলা ও জবর দখল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহন ও সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদান।
The problem we face is - everybody wants to draw attention to themselves, and, one way to do it is - by saying something stupid, and that's exactly what occurred here. Very unfortunate, indeed!
Thank you.
Jiten Roy


From: "Sitangshu Guha guhasb@gmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Sunday, February 28, 2016 8:50 AM
Subject: Re: [mukto-mona] Fw: PRESS RELEASE: Bangladesh Hindu Buddhist Christian Unity Council (USA)

 
     

Please see these two news, which has already creating trouble in Bangladesh. This demand was made by a fraction of OP, which Dr. Roy is the Chairman. I did not see Dr. Roy in the picture, and guess he was not there. But I wonder if a responsible person like Dr. Roy supports this irresponsible statement made by one of his directors. Well, America is a country of 'Freedom of Speech', but as leaders of the minority community should not we be careful about what we are saying and it's repercussion in Bangladesh? We may have differences, but our actions should not hunt the future of the poor Hindus in Bangladesh. 

My statement published in my Facebook: 
"বাংলাদেশে গরু জবাই বন্ধের দাবী যুক্তরাষ্ট্র হিন্দু-বৌদ্ধ-ক্রিস্টান ঐক্য পরিষদের"-শীর্ষক একটি সংবাদ আমার নজরে এসেছে। এটা যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের বক্তব্য নহেএটা প্রবাসী হিন্দুদেরও কথা নহেবা আমরা মনে করি এটা বাংলাদেশের হিন্দুদেরও 
বক্তব্য নহে। বাংলাদেশের কোন দায়িত্বশীল ব্যক্তি বা সংগঠন এমন কথা বলতে পারেন না। তাই এনিয়ে দেশে বা বিদেশে জল ঘোলা করার কোন সুযোগ নেই। 
শিতাংশু গুহনিউইয়র্ক।
SitangshuGuha 646-696-5569

2016-02-27 21:25 GMT-05:00 Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com>:
 
[Attachment(s) from Jiten Roy included below]


 
Subject: PRESS RELEASE: Bangladesh Hindu Buddhist Christian Unity Council (USA)

Press Release attached. I earnestly request you to please publish in your newspaper. Please send us the link from your publications, if you can.
(We will also publicly released the news-clips later on).
--
Warmest regards,
Pradip Das
General Secretary
Bangladesh Hindu Buddhist Christian Unity Council (USA)


​সাংবাদিক সম্মেলন

​সাংবাদিক সম্মেলনে বক্তারা
সাংবাদিক সম্মেলনে বক্তারা

​উপস্থিত সাংবাদিকদের একাংশ


নিউ ইয়র্কে ঐক্য পরিষদের সাংবাদিক সম্মেলনে বক্তারা
'সংখ্যালঘু সমস্যা সমাধানে সরকার আন্তরিক নয়, অবস্থা বিএনপি-জামাত আমলের চেয়েও বেশী ভয়াবহ। ​
 
নিউ ইয়র্কঃ শুক্রবার (২৬ শে ফেব্রুয়ারী) সন্ধ্যায়, নিউইয়র্কের জ্যকসন হাইট্স এ অবস্থিত পালকি পার্টি সেন্টারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ আয়োজিত এক ​জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের অস্তিত্ব সঙ্কটাপন্ন বলে দাবী করেন। সংখ্যালঘুদের উপর অব্যাহত নিপীড়ন নির্যাতন এবং ইহা প্রশমনের ব্যাপারে সরকারের আন্তরিকতা ও দৃশ্যমান প্রচেষ্টার অভাব রয়েছে বলে অভিযোগ করা হয়। বক্তারা  দেশব্যাপী মৌলবাদী অপশক্তি কর্তৃক সংখ্যালঘুদের বিরুদ্ধে নৃশংস হত্যাকাণ্ড, উপাসনালয় আক্রমন, সহায় সম্পত্তির জবরদখল, অপহরন, জোরপূর্বক ধর্মান্তরীকরন ও দেশত্যাগে বাধ্য করার মত জঘন্য আক্রমন রোধে কার্যকর কোন ব্যবস্থা না করার জন্য সরকারের তীব্র সমালোচনা করেন।
সাংবাদিক সম্মেলনের শুরুতে সবাইকে আমন্ত্রন জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি ডাঃ টমাস দুলু রায়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রদীপ দাস এর সঞ্চালনায় প্রেস কনফারেন্সে উপস্থিত সকলকে পরিচয় করিয়ে দেন সদস্য সচিব প্রদীপ মালাকার সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রেসিডেন্ট বিদ্যুৎ দাস। প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডঃ দ্বিজেন ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী, গৌরাঙ্গ কুণ্ডু, রূপ কুমার ভৌমিক, প্রবীর রায়, রনবীর বড়ুয়া, প্রনবেন্দু চক্রবর্তী, অমিত চৌধুরি, প্রদিপ মালাকার, বিদ্যুৎ দাস, ডাঃ টমাস দুলু রায় ও প্রদীপ দাস।
সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, বর্তমানে সংখ্যালঘুদের উপর আক্রমনের বীভৎসতা ও ভয়াবহতা ২০০১ সালের বিএনপি-জামাত দুষ্ট চক্রকেও ছাড়িয়ে গেছে। বক্তারা অভিযোগ করেন, তখনকার সময় সংঘটিত ঘটনাগুলো অন্ততঃ পত্রপত্রিকা ও সংবাদ মাধ্যমের কল্যানে জনগণের তথা বিশ্ববাসীর কাছে পৌঁছে যেতো। কিন্তু বর্তমানে তথাকথিত প্রগতিশীল ও ভুয়া সাম্প্রদায়িক সম্প্রীতির ঝাণ্ডা উড়ানো আওয়ামী লীগ সরকারের রক্তচক্ষুর ভয়ে সম্পাদক ও সংবাদ কর্মীরা স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারছে না, যার ফলে দেশের সর্বত্র সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সন্ত্রাস ও অপকর্মগুলো ঢাকা পড়ে যাচ্ছে। নেতৃবৃন্দ অভিযোগ করেন যে, বাংলাদেশে এখন ইসলামিক স্টেট এবং বাহারি নামের ইসলামিক জঙ্গীরা আস্তানা গেড়েছে। সম্প্রতি দিনাজপুরে সপ্তদশ শতাব্দীর কান্তাজিউর মন্দিরে লাখ লাখ ভক্তের উপস্থিতিতে বোমা হামলা, পঞ্চগড়ে গৌড়ীয় মঠে হামলা ও মধ্যযুগীয় কায়দায় পুরোহিত হত্যা, ঢাকাসহ বিভিন্ন জেলায় দুই বিদেশি নাগরিক হত্যা, এক ডজন খৃষ্টান যাজককে হত্যার চেষ্টা এবং আহমদিয়া শিয়া সম্প্রদায়ের মসজিদে বোমা হামলাসহ অনেকগুলো ঘটনায় আইএস দায় স্বীকার করে দেশী বিদেশী মিডিয়ায় বিবৃতি দিয়েছে অথচ সরকার আটঘাট বেঁধে জঙ্গিদের মোকাবেলায় কার্যকর কোন পদক্ষেপ না নিয়ে বরং দেশে ইহার অস্তিত্ব নেই বলে ঢাকঢোল বাজাছে। অন্ধ হলে যেমন প্রলয় বন্ধ হয় না, তেমনি সরকার তুড়ি মেরে আইএস- এর অস্তিত্বকে  উড়িয়ে দিতে চাইলেও তা সম্ভব নয়। সরকারের ইমেজ রক্ষা করার এই হীন প্রচেষ্টা সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে ইহার উদাসীনতার কথাই প্রমান করে বলে বক্তারা ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেন।
বক্তারা বলেন, আওয়ামী লীগ জোর গলায় নিজেদেরকের সংখ্যালঘুদের সমস্যার প্রতি সহানুভুতিশীল দাবী করে নিজেদেরকে সংখ্যালঘুদের ভোটের ওয়ারিশ হিসাবে মনে করেচলমান সহিংসতার প্রেক্ষাপটে শুধু সস্তা বুলি নয় বাস্তবিক পদক্ষেপ নিয়ে সংখ্যালঘুদের সমস্যার ব্যাপারে সরকারের আনরিকতা প্রমান করার দাবী জানানো হয়।  নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ একটি স্বাধীন মানবাধিকার প্রতিষ্ঠান। ইহা কোন দল ও গোষ্ঠীর পকেট সংগঠন নয়। সরকার ও ব্যক্তির তোষণ না করে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্য পরিষদ আপোষহীন বলে মন্তব্য করেনতারা বলেন, জামাত বিএনপিতে যেমন মৌলবাদীরা আছে, আওয়ামী লীগেও মৌলবাদীরা আছে। আওয়ামী লীগের হাতেই সংখ্যালঘুদের তিন চতুর্থাংশ জমি-জমা, ঘর-বাড়ি বেদখল হয়ে আছে।
ঐক্য পরিষদ নেতৃবৃন্দ বলেন, পার্বত্য শান্তি চুক্তির অধিকাংশই বাস্তবায়িত হছে বলে সরকার প্রধান দাবী করেন যাহা আদৌ সত্য নয়। আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি পার্বত্য শান্তি চুক্তির সময়সীমা ও কি কি  শর্ত ছিল এবং কি কি বাস্তবায়িত হয়েছে তা দেশের জনগন ও বিশ্ববাসীর কাছে তুলে ধরা হোক।
প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ, বিএনপি সকল সরকারের আমলেই সংখ্যালঘুরা কেন অনবরত দেশত্যাগ করছে বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিভিশন কর্ণধার আবু তাহের এর প্রশ্নের জবাবে প্রদীপ মালাকার বলেন, স্বাধীনতা উত্তর সকল সরকার সংখ্যালঘুদের সাথে বৈষম্যমূলক আচরন করেছে। শত্রু ও অর্পিত সম্পত্তি আইন, রাষ্ট্রধর্ম, ইত্যাদির মতো কালাকানুনের সুযোগে সংখ্যালঘুদের সাথে বিমাতাসুলভ আচরন করেছে। শ্যামল চক্রবর্তী বলেন, ৭২ সালে রমনা কালী মন্দিরের দখলের মাধম্যে সরকার জানিয়ে দেয় দেশে সংখ্যালঘুরা স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত। শেখ মুজিবুর রহমান আদিবাসিদেরকে বাঙালী হয়ে যাবার আহবান জানিয়ে তাদের স্বতন্ত্র জাতিস্বত্বাকে অবমাননা করেছে, আর জিয়াউর রহমান বাঙ্গালীদের দিয়ে জবরদখলের মাধ্যমে আদিবাসীদের নিজস্ব ভুমি থেকে উচ্ছেদ করে। বাংলাদেশে সংখ্যালঘুদের পাশাপাশি মুসলমান সম্প্রদায় ও আক্রমনের শিকার হচ্ছে, ইত্তেফাক সাংবাদিকের অন্য এক প্রশ্নের জবাবে ডঃ দ্বিজেন ভট্টাচার্য বলেন, আমরা ব্লগার হত্যা, শিয়া ও কাদিয়ানী মসজিদে হামলার ঘটনা সহ সকল নাশকতার নিন্দা জানাই ও অবসান চাই। প্রদীপ দাস বলেন, মুসলমানরা সাম্প্রদায়িক আক্রমনের স্বীকার নয়। মুসলমানদের মতই হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান সকলেই বিচ্ছিন্ন অপরাধের শিকার কিন্তু ধর্মীয় ও জাতিগত কারনে আক্রান্ত একমাত্র সংখ্যালঘুরাই। প্রনবেন্দু চক্রবর্তী বলেন, বাংলাদেশে যখন সংখ্যালঘুরা থাকবে না, তখন দেশ পাকিস্তানের মতো হয়ে যাবে যখন মুসলমানরাও আক্রমন থেকে রেহাই পাবে না। হিন্দু মেয়েরা জোর পূর্বক  ধর্মান্তরিত হচ্ছে এই অভিযোগের প্রমান কি সাংবাদিক শহীদের প্রশ্নের জবাবে প্রবীর রায় বলেন, একজন ১২ বা ১৫ বছরের নাবালিকা স্বেচ্ছায় বিয়ে ও ধর্ম ত্যাগের আইন কোন দেশে নেই। বিদ্যুৎ দাস বলেন, এই জাতীয় ঘটনাবলী প্রায় প্রতদিনই সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এসময় দাউদকান্দি পৌরসভার সাবেক কমিশনার তাপস কান্তি সরকার নিজের পরিবারেই এমন ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন। বাংলা টাইমস পত্রিকার সম্পাদক সঞ্জীবন সরকার জানতে চান দেশে সাম্প্রদায়িক হামলার শিকার ব্যক্তি ও পরিবারের জন্য ঐক্য পরিষদ কিছু করছে কিনা বা মামলা মোকদ্দমার খোঁজ খবর নেয় কিনা তার উত্তরে গৌরাঙ্গ কুণ্ডু বলেন, ঐক্য পরিষদ সর্বদাই ক্ষতিগ্রস্তদের আইনি ও আর্থিক সহযোগিতা করতে যথাসাধ্য চেষ্টা করছে। মানব জমিন প্রতিনিধি সাহাবুদ্দিন সাগর প্রশ্ন রাখেন ভারত সহ সারা বিশ্বেই তো সংখ্যালঘুরা কোন না কোন ভাবে আক্রান্ত, তাহলে বাংলাদেশে তার ব্যতিক্রম হবে কেন। এর জবাবে ডঃ দ্বিজেন ভট্টাচার্য বলেন, ভারতে কিছু হলে বাংলাদেশের সংখ্যালঘুরা এর মাশুল দিবে এটা তো স্বাধীনতার চেতনা ছিল না। তাছাড়া, ভারতে সংখ্যালঘুরা যেভাবে সরকারের স্বীকৃতি ও পৃষ্টপোষকতা পায় তা তো বাংলাদেশের মাইনোরিটিরা পায় না।   
ঐক্য পরিষদ নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনে নিম্নলিখিত দাবী দাওয়া পেশ করেন-
১। সাম্প্রদায়িক সহিংসতার ব্যাপারে আইনি পদক্ষেপ নিতে মাইনরিটি ও হেইট ক্রাইম ট্রাইব্যুনাল গঠন
২। সংখ্যালঘুদের সার্বিক উন্নয়ন ও অধিকার সংরক্ষণের লক্ষ্যে মাইনরিটি মন্ত্রনালয় গঠন।
৩। সরকার, ব্যক্তি ও প্রতিষ্ঠানের অধীনে থাকা সারা দেশের সকল দেবোত্তর সম্পত্তি ও রাজা ও জমিদার বাড়িগুলো ফাউন্ডেশন গঠন করে এসব রক্ষনাবেক্ষনের দায়িত্ব ইহার অধীনে ন্যস্ত করা। 
৪। সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামের ইতিহাসের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খৃষ্টানদের ইতিহাস ও সভ্যতা পাঠ্যসুচীর অন্তর্ভুক্তকরন।
৫। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ন্যায় সরকারী খরচে স্বতন্ত্র হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান বিশ্ববিদ্যালয় স্থাপন।
৬। পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন, আদিবাসী এলাকা থেকে বাঙ্গালীদের প্রত্যাহার করে আদিবাসীদের কাছে তাদের ন্যায্য ভুমি ফিরয়ে দেয়া
৭। স্বাধীনতা উত্তর সকল সাম্প্রাদায়িক অপরাধের বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান।
৮। অবিলম্বে সকল সাম্প্রদায়িক হামলা ও জবর দখল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহন ও সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদান।
 
নেতৃবৃন্দ এই সব দাবী দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত দেশে ও বিদেশে ঐক্য পরিষদের আন্দোলন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে দেশের সংখ্যালঘুদের স্বীয় অধিকার আদায়ে সোচ্চার হতে ও সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। উল্লেখ্য, সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত ও প্রচারিত ত্রিশটির বেশী পত্রিকা ও টেলিভিশন সাংবাদিক উপস্থিত ছিলেন।
 
(প্রেস বিজ্ঞপ্তি)
 
 
বার্তা প্রেরকঃ প্রদীপ দাস












__._,_.___

Posted by: Shah Deeldar <shahdeeldar@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___