Banner Advertiser

Sunday, May 31, 2015

[mukto-mona] Fwd: documentary for Bangladesh Minority





__._,_.___

Posted by: Sitangshu Guha <guhasb@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] মডারেটর ফরিদ আহমেদের বক্তব্য প্রসঙ্গে// কমেন্ট যেহেতু মডারেট করা হলো, মুক্তমনা সদস্যদের মেইলে জানাতে চাই ...



অনেক কিছু বলার ছিল কিছুই বললাম না। ফরিদ আহমেদের মন্তব্য পড়ি আর মনের মণিকোঠায় অভিজিত আর অননতকে কলপনা করে চোখের জলে ভাসি। আপনাকে ধন্যবাদ জানাই, শত শত মুক্তমনা সদস্যদের মাঝে আপনিই একজন তার প্রতিবাদ করেছেন। অনন্ত যে আমার কত প্রীয় ছিল, আমার এলাকার আমার ঘরের মানুষ অনন্ত। এক যুগের দুঃখ বেদনা ভরা বুকের সবটুকু কথা দিয়ে অনন্তকে নিয়ে একটা লেখা সাজিয়েছিলাম, প্রকাশ করতে পারিনি। আমার 'যে সত্য বলা হয় নি' বইয়ের অর্ধেক অনন্তের লেখা বাকি অর্ধেক অভিজিত ও আমি লিখেছি। ফরিদ আহমেদ যা করছেন, যা বলছেন তা একজন শিক্ষিত মানুষের কাছ থেকে আশা করা যায় না।



On Wednesday, 27 May 2015, 0:50, "'nastikerdharmakatha .' nastikerdharmakatha@gmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 
@ফরিদ আহমেদ,
আপনার দুটো আলোচনা দেখে কষ্ট পেলাম …
আপনার কাছে এমনটা আশা করি নি …

১। "অভিজিৎ বা অনন্ত তাদের র‍্যাশনাল থিংকিং এর জন্য নৃশংসভাবে খুন হয় নি। খুন হয়েছে অন্যের র‍্যাডিক্যাল কর্মকাণ্ডের দায়ভার মাথায় নিয়ে। বাংলাদেশে যখন থেকে ফেসবুক জনপ্রিয় হয়েছে, তখন থেকেই এই সর্বনাশের সূত্রপাত। এক ধরনের উগ্র নাস্তিক এবং ছদ্ম নাস্তিক উগ্র আস্তিকদের সাথে কুতসিত লড়াইয়ে নেমে গিয়েছিলো ফেসবুকে। যার যতো ঘৃণা, সব তারা উগরে দিয়েছে ফেসবুকে, কিছু কিছু ব্লগেও। এই উগ্র নাস্তিক বা ছদ্মনাস্তিকেরা কেউই স্বনামে ওই সব কর্মকাণ্ড করে নি। উগ্র আস্তিকেরা এদের সব কাজের দায়ভার এনে চাপিয়েছে অভিজিৎ রায় বা অনন্ত বিজয়দের উপর। কারণ, এর দৃশ্যমান, আত্মঘোষিত নাস্তিক এবং অনলাইনে র‍্যাশনাল থিংকিং এর অগ্রপথিক। বেনামী সেইসব উগ্র নাস্তিকদের ওই সব কাজের প্রতিহিংসা মেটাচ্ছে এখন তারা এইসব সহজ টার্গেটদের উপরে।
 
প্রকৃত নাস্তিক যারা, তাদের আসলে বিপদ এখন সব দিক থেকেই। উগ্র আস্তিক, উগ্র নাস্তিক, ছদ্ম নাস্তিক সবাই-ই তাদের জন্য এখন ভয়ংকর বিপদ হয়ে এসেছে। একদল বদমাশ কল্লা ফেলার জন্য চাপাতি হাতে মাঠে নেমেছে, আরেকদল নিজেদের অজান্তেই আমাদেরকে এদের চাপাতির নিচে ঠেলে দেবার জন্য ওদেরকে উসকে চলেছে প্রতিনিয়ত।"
 
২/ "আজকে আকাশ মালিক বা সুষুপ্ত পাঠকেরা নিজেদের অদৃশ্যতার সুযোগ নিয়ে যে সব ভয়াবহ মন্তব্য মুক্তমনায় প্রকাশ করছে, সেগুলোর ফল কিন্তু তারা ভোগ করবে না, করবে দেশে আটকে পড়া মুক্তমনা লোকেরা। ওই সব মন্তব্যের স্ক্রিনশট প্রকাশিত হলে, খুনিরা না, সাধারণ মানুষই তাদের পিটিয়ে মেরে ফেলবে। আকাশ মালিক বা সুষুপ্ত পাঠকেরা নিজেদের পরিচয় প্রকাশ করে ওগুলো লিখুক, একটা মন্তব্যও আমরা মুক্তমনা থেকে মুছবো না, কথা দিচ্ছি। ... মৌলানা ফরিদ আহম্মেদ যখন কোরান হাতে নেবার বদলে মুক্তমনা হাতে নিয়ে পথ হাটঁছে সবার সামনে, তখন এতো বুঝবান ফুলবানুরা কোন ভয়ে ফুলের আড়ালে লুকিয়ে আছে?"
 
==>>>
১/ কষ্ট শুধু না, অবাকও হয়েছি ... আমাদের মুক্তমনার, অভিজিৎ দা'র হাতেগড়া মুক্তমনার এই হাল কল্পনা করতে পারি না ... আমি জানি না- এখন এডমিন প্যানেলে আর কে কে আছে, কিন্তু ফরিদ আহমেদের এই সমস্ত কথাকে একান্ত তার ব্যক্তিগত অবস্থান হিসাবে দেখতে ভালো লাগতো ... আগেও দেখেছি- বিভিন্ন বিষয়ে ফরিদ আহমেদ আর অভিজিৎ দা'র দ্বিমত হতো- সেসবকে মুক্তমনার কমন অবস্থান হিসাবে দেখতাম না- ব্যক্তিগত অবস্থান হিসাবেই নিতাম ... আজো কি এডমিন প্যানেলের আর কেউ নেই- যে এসে ফরিদ আহমেদের এইসব কথার সাথে দ্বিমত করে জানাবে- এগুলো ফরিদ আহমেদের একান্ত ব্যক্তিগত অবস্থান?
 
২/ আমি স্বীকার করি যে, হ্যাঁ- এখন আমরা একটা বিশেষ ক্রান্তিকাল অতিক্রম করছি! দেশে থাকা মুক্তমনারা বিপদে আছেন। তাদের নিরাপত্তার কথা চিন্তা করে- মুক্তমনা ব্লগ কিছু সাবধানী পদক্ষেপ নিতেই পারে। ক্ষতিকর বক্তব্য মুছে দিতেই পারে। এর প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। আমরা নিজেরাও অনেকেই নানা রকম সাবধানী পথ নিয়েছি, নিচ্ছি ... কিন্তু, সেটা যদি হয় ফরিদ আহমেদের উল্লিখিত কারণে- তার চাইতে দুঃখজনক আর কিছু হয় না ... এখনো বিশ্বাস করতে চাই- এটা মুক্তমনার অবস্থান নয়, আমি নিজেকে সবসময়ই মুক্তমনার একজন ভেবে এসেছি, এখনো ভাবি- একে যেভাবে চিনি, জানি - মেলাতে পারছি না ...
 
৩/ ফরিদ আহমেদের বক্তব্যের মধ্যে মূলত দুটা ব্যাপার পাই- ক/ অভিজিৎ দা/ অনন্ত'রা খুন হয়েছে- উগ্র নাস্তিক/ ছদ্ম নাস্তিকদের কারণে। এবং এই উগ্র নাস্তিকদের কারণেই নাকি আজকের মুক্তমনাদের জীবন সংশয়ের মুখে! খ/ এই উগ্র নাস্তিকরা নাম পরিচয় গোপন করে- উগ্রতা ছড়াচ্ছে- কাপুরুষের মত, সাহস থাকলে ফরিদ আহমেদের মত যেন তারা  স্বনামে মুক্তমনাকে হাতে নিয়ে পথ হাঁটে ...
 
এই দুই ব্যাপারে কিছু বলার আগ্রহবোধ করছি বিধায়, নিজেকে আর আটকে রাখতে পারলাম না ...
 
ক/ প্রথমত, ফরিদ আহমেদ যদি দেখতেন মোল্লা সাইটগুলোতে/ নিউজ পোর্টালগুলোতে অভিজিৎ দা বা অনন্তের খুনের পরপরেই "অভিজিৎ রায় কি লিখতেন", "অনন্ত বিজয় কি লিখতেন" ধরণের পোস্টে- তাদের কোন বিষয়গুলো তুলে ধরে মোল্লারা প্রপাগান্ডা চালাচ্ছে- তাহলে বুঝতেন, অভিজিৎ দা, অনন্ত উভয়েই ফরিদ আহমেদের কথিত উগ্র নাস্তিকতা বা "হেট স্পিচ" প্রচার করেছেন! মোল্লারা অভিজিৎ দা'র নবীর বিয়ে, স্ত্রী, সাফিয়া, যুদ্ধবন্দী- এসব নিয়ে লেখা কোট করেছে এবং অনন্তের একটা স্যাটায়ার কোট করেছে ...
 
অভিজিৎ দা বা অনন্ত জানতেন- তারা কি করছেন, তার কনসিকুয়েন্স কি হতে পারে .... ধর্মান্ধ মোল্লারা কি করতে পারে ..... বিশ্বাসের ভাইরাসে অভিজিৎ দা সে কথাই বারবার বলে গেছেন ... ফলে, আপনাকে একটু ভেবে দেখতে বলবো- অভিজিৎ দা বা অনন্ত নিজেরাও এরকম চিন্তা করতেন কি না! তা যদি না করে থাকে, তাহলে অনুরোধ করবো- তাদের নাম করে এইসব খুনের দায় উগ্র নাস্তিকদের ঘাড়ে দিয়ে তাদের অপমান করবেন না প্লিজ ...
 
দ্বিতীয়ত, উগ্র নাস্তিক আপনি যাদের বলছেন- যাদের এত ঘৃণার চোখে দেখছেন ও দেখানোতে সায় দিচ্ছেন- তারা যে দিব্যি সুখে শান্তিতে নিরাপদে বাস করছে- এ ধারণা পেলেন কি করে? তসলিমা নাসরিনকে দেশ ত্যাগ করতে হয়েছে, হুমায়ুন আজাদ আমাদের ছেড়ে চলেই গেছেন ... হুমায়ুন আজাদ খুনের পরে তারা ছড়িয়েছিল- পাক সার জমিন সাদ বাদ, শুভব্রত তার সম্পর্কিত সুসমাচার- এসব ... সেগুলো তাদের চোখে চরম উগ্রই ছিল (হয়তো আপনার চোখেও) ... আসিফ মহিউদ্দিনকে খুনের চেষ্টা করা হয় (অল্পের জন্যে বেঁচে যায়) ... সবাই উগ্র ছিল ... এবং থাবা বাবা- রাজিব! উগ্র ছিল! এদের ব্যাপারেও কি বলবেন? যেহেতু উগ্র ছিল- সেহেতু এদের মারা ঠিকই আছে? আপনার চিন্তা কেবল, ওদের কারণে- মুক্তমনার সাথে থাকায় আপনার জীবন আজ সংশয়ে! এইতো! ??
 
দেখেন, হুমায়ুন আজাদের পরিণতি দেখেও যারা সেই সাহস করে গেছেন- তারা জীবনের ঝুকি নিয়েই সেটা করেছে ... মুক্তমনা এদেশের নাস্তিকদের আস্তানা- এইটা কারো অজানা না ... মুক্তমনা সেই রিস্ক নিয়ে মুক্তমনাদের আশ্রয়স্থল হয়ে দাড়িয়েছিল, পাশে দাঁড়িয়েছে, নতুন নতুন মুক্তমনা তৈরি করেছে, এবং তাদের কেউ কেউ উগ্র নাস্তিকও হয়েছে- যেটাকে মুক্তমনা কন্টেইনও করেছে ... আজ ক্রান্তিকালের কথা বলে- তাদের কাছ থেকে কি মুক্তমনা মুখ ফিরিয়ে নিতে পারে? অভিজিৎ দা'র অসংখ্য লেখা দেখাতে পারবো, এই মুক্তমনায় স্থান দেয়া আবুল কাশেম, আলী সিনা, আকাশ মালিকদের লেখা দেখাতে পারবো- যেখানে আপনার সেই কথিত "হেট স্পিচ" আছে ... আপনি কি বলতে পারবেন, নতুন যে ছেলেটা এসব পড়ে বড় হয়ে উগ্র নাস্তিক হলো- তার দায় মুক্তমনা অস্বীকার করতে পারবে? জেনে রাখুন, অভিজিৎ দা সবসময়ই উৎসাহিত করে গেছেন ... ফলে দোহাই লাগে- উগ্রদের এভাবে রাস্তায় ফেলে দিয়েন না- তাদের পাশে দাঁড়ানোটা আজ সবচেয়ে বড় দরকার ...
 
তৃতীয়ত, আমি মনে করি- এই উগ্রদের প্রতি আপনাদের কৃতজ্ঞ থাকা উচিৎ! কেননা, তাদের কারণেই আপনারা তালিকার বাইরে থেকে যাচ্ছেন। এর আগেও এই উগ্র আর ঠান্ডা/ ভদ্র নাস্তিক বিষয়ে বলেছিলাম ... আমাদের দেশে মোল্লারা নজরুল থেকে শুরু করে, আহমদ শরীফ, আলী আসগর, কুদরতে খুদা, এমনকি আস্তিক হুমায়ুন আহমেদরেও নাস্তিক ঘোষণা করে- মাথার দাম ঘোষণা করছে ... ফলে বুঝতেই পারছেন- উগ্রতা কারো কারো ক্ষেত্রে পজিটিভ হইছে ... হুমায়ুন আজাদ উগ্রতা পরিহার করলে হুমায়ুন আহমেদের কল্লাই নিশ্চিত টার্গেটেড হইতো ... কেননা তাদের অনুভূতিতে আঘাত লাগার জন্যে শ্রাবণ মেঘের দিন উপন্যাসের চরিত্রের মুখ দিয়ে বলা "আল্লাহর অংক জ্ঞান কাঁচা" বা "ম্যান ক্রিয়েটেড অড"-ই যথেষ্ট বা কম উগ্র নয় ... আজ যাদের প্রতি এত বিষোদগার করছেন- নিশ্চিত জেনে থাকেন, তারা না থাকলে আপনার আয়ান হারসির হেরেটিক বইটির উপরে আলোচনা- কিংবা কেবল শিরোনামের ইসলাম ধর্মের সংস্কারের প্রস্তাবকেই উগ্র মনে করে- আপনাকে তালিকায় ঢুকাতো বা তালিকার "উগ্রদের" শেষ করে দেয়ার পরে- আর অধিক কোন "উগ্র" না পেলে আপনাকেই ঢুকাবে ... ফলে কেন কৃতজ্ঞ থাকবেন না?
 
খ/ এখানে স্বনামে ফিরতে আপনার আহবান কিংবা উস্কানি দেখে বিস্মিতই কেবল হয়েছি ...  যে উগ্র কথার জন্যে সাধারণ মানুষই পিটিয়ে মারবে বলছেন- সেটা নিজ নামে দিলে এই মুক্তমনা প্রকাশ করবে বলছেন!!!! কি ভয়ানক!
 
আপনি স্বনামে লেখেন বলে আপনার গর্বে পা মাটিতে পড়ছে না- কিন্তু একটু চিন্তা করে দেখেন তো- বেনামে যারা লেখছে, কতখানি স্বেচ্ছায় বা খুশিমনে তারা বেনামে লেখছে! আজ যে পরিস্থিতি- সেখানে নাস্তিক পরিচয় হাইড করতে বাধ্য হতে হয়, ফলে অনেকেই সাবধানতার জায়গা থেকে পরিচয় আড়াল করে লিখছেন! তাদের ক্রিটিসাইজ করার চাইতে- আপনার কাছে এমন একটা পরিবেশের কথা কি দাবী করা আশা করতে পারি না যে, যেখানে স্বনামে- স্বপরিচয়ে যেকোন কথাই নিরাপদে বলা সম্ভব হবে!
 
আরেকটা কথা বলে রাখি, আপনি যতই বেনামে লেখকদের নিয়ে হা হুতাশ করুন না কেন- আপনাকে আশ্বস্ত করছি যে, এরাও কেউ অপরিচিত নেই ... থাবা বাবাকে যেমনে ঠিক ঠিক আইডেন্টিফাই করেছে- অনেক বেনামী লেখকই আইডেন্টিফাইড! ফলে, উস্কানি দিয়ে স্বনামে আনানোর চেষ্টা করার বেশি দরকার নেই .... অলরেডি দে আর আন্ডার ডেঞ্জার .. (উস্কানির কথাটা এমন করে বললাম- কারণ দুপুরে আপনার কথাগুলো পড়ে মনে হয়েছে- এইসব হাইড এন্ড সিক করে লাভ নাই- নিজদের লোক যখন সেই মোল্লাদের ভাষায় পরিচয় নিয়ে এত কথা বলে- কাপুরুষ প্রমাণ করতে মরিয়া হয়- তাহলে দেই প্রকাশ করে ... নিজেকে অনেক কষ্টে সামলেছি ... আমি জানি, অনেকেরই এমন অনুভূতিই হবে) ...
 
কোন ভয়ে ফুলবানুরা ফুলের আড়ালে লুকানোর চেষ্টা করছে সেটা কি জানেন না? এই লুকানো কেবল উটের মত কোনরকমে মাথাটা বালিতে গুজার মত সেটাও কি জানেন না? আর এই ফুলবানুরা দেশের ভেতরে থেকে কেবল ফুলের ভেতরে মুখ লুকিয়ে একের পর এক বিরুদ্ধ শ্রোতে এরকম "উগ্র নাস্তিকতা" প্রচার করছে, যেটাতে কেবল মোল্লারা চাপাতি দিয়ে না সাধারণ মানুষেরাই (আপনার মত সাধারণ মানুষ কি?) পিটিয়েই মারবে- তাকে এতটুকু দুসাহসী মনে হয় না?
 
চাপাতি ঘাড়ে রেখে ভয়ের হিসাব কেন নিচ্ছেন?




__._,_.___

Posted by: abdul malik <akashamlk@yahoo.co.uk>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Fw: উন্নয়নের জোয়ারে ভাসিয়ে মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ !!!!





On Sunday, May 31, 2015 7:16 AM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:


এক সময় মালয়েশিয়া থেকে ছাত্ররা আসতো বাংলাদেশে ডাক্তারী পড়তে। আজ সময়ের পরিবর্তনে সেই মালয়েশিয়ায় আমাদের ছেলে-মেয়েরা যাচ্ছে ডাক্তারী সহ উচ্চতর শিক্ষা নিতে ! পশ্চিমা পরাশক্তির সাহায্য ছাড়াই আজ মালয়েশিয়া সব দিক থেকে উন্নতির শিখরে চলে গেছে। আধুনিক মালয়েশিয়ার রূপকার ডা : মাহাথির মোহামেদের বলিষ্ঠ নেতৃত্ব এবং ১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত এক নাগারে ২২ বছর ক্ষমতায় থাকার ফলে তা সম্ভব হয়েছে। 
আজ বাংলাদেশও দেশরত্ন শেখ হাসিনার যুগান্তকারী নেতৃত্বে মালয়েশিয়ার মত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মাহথির মোহামেদের মত ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকলে বর্তমান সরকার বাংলাদেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ।
তাই "শেখ হাসিনার সরকার , বার বার দরকার" !!
ডা : মুহাম্মদ আলী মানিক ,
সহ-সভাপতি , যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

Muhammad Ali Manik's photo.





__._,_.___

Posted by: Muhammad Ali <man1k195709@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___