Banner Advertiser

Friday, June 8, 2012

[mukto-mona] Fw: [Pro-Muslim] AN ARTICLE TO READ !!!!!!!




----- Forwarded Message -----
From: Muhammad Ali <manik195709@yahoo.com>
To:
Sent: Friday, June 8, 2012 11:38 PM
Subject: [Pro-Muslim] AN ARTICLE TO READ !!!!!!!

 

গণহত্যার প্রত্যক্ষদর্শী থাকে না, পরিকল্পনাই মূল অপরাধ-ন্যুরেমবার্গ ট্রায়ালে প্রধান প্রসিকিউটর জাস্টিস জ্যাকশন

মে ২৭, ২০১২ যুদ্ধাপরাধ লিখেছেন MH RONY মন্তব্য টি
যুদ্ধাপরাধীদের বিচার
গণহত্যার প্রত্যক্ষদর্শী থাকে না, পরিকল্পনাই মূল অপরাধ
[[গণহত্যার কোন চাৰুস প্রমাণ নেই বলে আত্মরৰার চেষ্টা করেছিল নাৎসি বাহিনী। কিন্তু আইনজীবীদের যুক্তিতর্কে উঠে আসে আত্মরৰার চিনত্মায় গণহত্যা পরিদর্শনে কেউ প্রত্যৰদর্শী সাৰী হিসাবে দাঁড়িয়ে থাকতে পারে না। তাই এই বিচারে গণহত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনাকেই মূল অপরাধ হিসাবে বিবেচনা করা হয়। এতে চাৰুস সাৰ্য প্রমাণের চেয়ে সংবাদ, আলোকচিত্র, দালিলিক তথ্যচিত্র, ছবি, ডকুমেন্টারি এবং চলচ্চিত্রকেই মুখ্য প্রমাণপত্র হিসাবে গুরম্নত্ব দেয়া হয়েছে। জার্মানির যে ভবনে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে বিচার করা হয় সেই ভবনের নাম রাখা হয় 'প্যালেস অব জাস্টিস']]
আইন শাস্ত্রের ইতিহাসে ন্যুরেমবার্গ ট্রায়ালের মতো এত ব্যাপক আয়োজনে পৃথিবীর কোথাও গণহত্যার বিচার হয়নি। ন্যুরেমবার্গ ট্রায়ালের রায়ে ১৭ হাজার পৃষ্ঠার ধারাবিবরণী ছাপা হয়েছিল। যা পরবর্তীকে ৪২ খণ্ডে প্রকাশিত হয়। জার্মানির নাৎসি বর্বরদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয় ৬৫ পৃষ্ঠার। ১০ মাস ১০ দিন ধরে চলা এই আদালতে শুনানির অধিবেশন বসেছিল ৪শ' ৩টি। ১শ' ২৫ জন সাৰ্য দিয়েছে ২শ' ১৬ দিন ধরে। ১শ' ৪৩টি লিখিত জবানবন্দী আদালতে জমা দেয়া হয়। চার হাজার দালিলিক প্রমাণ এবং ৩৮ হাজার এফিডেভিট আদালতে জমা দেয়া হয়। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসিকিউটর প্যানেল এবং তাদের সহযোগীদের সংখ্যা ছিল ৬শ' ৪০। এদের মধ্যে ১শ' ৫০ জন ছিল আইনজীবী। নু্যরেমবার্গ আদালতে বিচারক, প্রসিকিউটর এবং নাৎসি খুনীদের নিরাপত্তা শত শত সেনাসদস্য নিয়োগ করা হয়, সর্বক্ষণিক পাঁচটি ট্যাঙ্ক ভ্রাম্যমাণ দায়িত্ব পালন করে এবং রায়ের দিন অতিরিক্ত এক হাজার পুলিশ মোতায়েন করা হয়। নু্যরেমবার্গ ট্রায়াল ছিল গত শতাব্দীর সবচেয়ে বড় আদালত, আইনী লড়াই এবং জনবহুল ও নিরাপত্তাপ্রাপ্ত বিচার ব্যবস্থা। নাৎসি বাহিনীর গণহত্যা পৃথিবীর সবচেয়ে বেশি আলোচিত হত্যাযজ্ঞ। নাৎসিরা ১৩টি ক্যাম্প থেকে গেস্টাপো বাহিনীর মতো সাতটি বাহিনী তৈরি করে গণহত্যা চালিয়েছে। অচউইজ কনসেন্ট্রেশন ক্যাম্পে লেফটেন্যান্ট কর্নেল রম্নডলফ এস এ্যান্ড ট্রান্স ফার্ডিনাল্ড ওয়েস কমপৰে সাড়ে তিন লাখ লোক হত্যা করে। যদিও আদালতে প্রথমে তারা গণহত্যার বিষয় অস্বীকার করে। শেষ পর্যায়ে তারা আড়াই লাখ লোক হত্যা করেছিল বলে স্বীকার করে। নু্যরেমবার্গ আদালতে এক পর্যায়ে তারা সাৰ্য হিসাবে কাজ করলেও ১৯৪৬ সালে নু্যরেমবার্গ ট্রায়ালের পরবর্তী এক অধিবেশনের বিচারকার্যে তাদের ফাঁসি হয়। জার্মানির নু্যরেমবার্গ ট্রায়াল যেখানে হয় সেই 'প্যালেস অব জাস্টিসে' কৰসংখ্যা ছিল পাঁচ শতাধিক।
নু্যরেমবার্গ ট্রায়ালে রায় ঘোষণার দিন প্রধান প্রসিকিউটর জাস্টিস জ্যাকশন নাৎসি বর্বরদের উদ্ধৃতি দিয়ে বলেছেন, 'নাৎসি পরিকল্পিত হত্যা নির্যাতন ও ষড়যন্ত্র কিছুই করেনি।' তাহলে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়নি। তখন জ্যাকসন শেঙ্পিয়রের এক গল্প অবলম্বনে বলেন, 'খুনীরা আদালতে রানীকে বলছেন যে তাঁরা রাজাকে হত্যা করেননি। রানী খুনীদের বলছেন, তোমরা রাজাকে খুন না করলে তাঁকে জীবিত ফিরিয়ে দাও-রানীর এই বক্তব্যের পর খুনীরা নিশ্চুপ হয়ে যায়।' এই বক্তব্য তুলে ধরে জ্যাকসন বলেন, নাৎসিদের বক্তব্য সত্য বলে মানতে হলে স্বীকার করতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলে কিছুই হয়নি।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পাকবাহিনীর এদেশীয় দোসর ঘাতকরা রাজাকার আলবদর আলশাসমসহ বিভিন্ন নামে গণহত্যা নাৎসীরা ৭টি বাহিনী গঠন করে হত্যা নির্যাতন ও নিধনযজ্ঞ চালিয়েছিল। বাংলাদেশে স্বাধীনতার প্রায় চার দশক পর '৭১-এর খুনীরা অচিনত্ম্যনীয়ভাবে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছে। কিন্তু এখানে বিচার ব্যবস্থার সার্বিক আয়োজন নু্যরেমবার্গ ট্রায়ালের সঙ্গে তুলনা করলে বালু কণা সমান হবে। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সরকারের আনত্মরিকতার বিষয়ে কারোই প্রশ্ন নেই। তবে দৰতা, গুরম্নত্ব, সাপোর্ট এসব বিষয়ে তাদের নূ্যনতম ধারণার অনুপস্থিতি আজ একেবারে স্পষ্ট। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রশাসন দ্বিতীয় মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর যুদ্ধাপরাধীদের বিচারে বিশেষ ট্রাইবু্যনাল গঠন এবং যুদ্ধাপরাধীদের গ্রেফতার প্রক্রিয়া শুরম্ন হয়। ঠিক জার্মান নাৎসিদের মতই বাংলাদেশে '৭১-এর যুদ্ধাপরাধী এবং মানবতাবিরোধী অপরাধীদের সহযোগীরা বিশেষ আদালতের বৈধতা চ্যালেঞ্জ করে। কিন্তু তাদের চ্যালেঞ্জ ধোপে টেকেনি। এমনকি একাত্তরের ঘাতকচক্র অগি্নসংযোগ, ধর্ষণ, লুটপাট এবং গণহত্যার বিষয়টিও অস্বীকার করছে। জার্মানির নাৎসি বাহিনীর ঘাতকদের মতো বাংলাদেশে একাত্তরের ঘাতক-পাকবাহিনীর এদেশীয় দোসরদের বিচার এখন সময়ের ব্যাপার মাত্র।
নু্যরেমবার্গ ট্রায়ালে আট মাস ধরে চলে এই বিচারের তথ্য সংগ্রহ ও কোর্টে শুনানি এবং অপরাধীদের আত্মপৰ সমর্থনের কাজ। এরপর সেপ্টেম্বর মাসে (১৯৪৫) অভিযোগ, অভিযুক্তের বক্তব্য, তথ্য, চিত্র, অভিযোগকারীদের বক্তব্যসহ সবকিছু দু'জন সহকারীসহ বিচারকদের এক মাস সময় দেয়া হয় সামগ্রিক বিষয় বিবেচনা করে রায় প্রস্তুত করার জন্য। প্রথম আদালত ১৯৪৫ সালের ২০ নবেম্বর অভিযুক্ত ২৪ জনের মধ্যে ২২ জনকে দ-াদেশ দেয়। নু্যরেমবার্গ ট্রায়ালে প্রথম বসা আদালতে ২২ জনকে দ-াদেশ দিতে পৃথিবীর চার শক্তিধর রাষ্ট্রের ৫৬ জন প্রসিকিউটর ছিলেন। প্রত্যেক প্রসিকিউটরের দু'জন করে সহযোগী ছিলেন। প্রত্যেক সহযোগীর আলাদা-আলাদা কৰ ও তথ্য সংগ্রহ, তথ্য-উপাত্ত বিশেস্নষণের জন্য প্রয়োজনীয় আয়োজন ছিল। শুরম্ন থেকে শেষ পর্যনত্ম বিচারকার্য শেষ করতে এক বছর সময় লেগেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যাকারী নাৎসিদের বিচার এখনও চলছে।
সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে নু্যরেমবার্গ ট্রায়ালে নাৎসি বর্বরদের বিচার হয়েছিল। নু্যরেমবার্গ ট্রায়ালে দুই পরাশক্তিসহ চার দেশেরই বিচারক এবং প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়। গ্রেট ব্রিটেনের ষাটোর্ধ বিচারপতি গাফারি লরেন্স আদালতের প্রধান বিচারক হিসাবে কাজ করেন। মার্কিন প্রেসিডেন্ট প্রেরিত জাস্টিস জ্যাকসন নু্যরেমবার্গ ট্রায়ালের চীফ প্রসিকিউটর হিসাবে কাজ করেন। এতে আমেরিকান এ্যাটর্নি বিড্্ল, ফ্রান্সের বিচারক জার্মান ভাষায় পারদর্শী হেনরি ডোনিডিউই ডি ভাবরেস এবং ইংরেজী ভাষায় পারদশর্ী রবার্ট ফ্যালকোকে বিচারক হিসাবে এবং সোভিয়েত ইউনিয়নের নিকিচেনকো প্রথমে প্রসিকিউটর এবং পরে বিচারক ও নিকিচেনকো বিচারক হওয়ার পর আলেকজান্ডার ভলকোভকে প্রসিকিউটর হিসাবে নিয়োগ দেয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধ উত্তর বিভিন্ন মৈত্রী ও সামরিক চুক্তি অনুযায়ী বিশ্বের দু'পরাশক্তিসহ চার শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাৎসি বাহিনীর হাতে আক্রানত্মদের মিত্র হিসাবে কাজ করে। এই চার শক্তি আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন এবং ফ্রান্স নু্যরেমবার্গ ট্রায়ালের জন্য একটি নীতি নির্ধারণ করে। যেখানে প্রথমবারের মতো গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরম্নদ্ধে অপরাধ, শানত্মির বিরম্নদ্ধে অপরাধ সজ্ঞায়িত হয়। অথচ এরপূর্বে এই ধরনের অপরাধের কোন সংজ্ঞা-ধারণা ও স্বীকৃতিই ছিল না। এই ঘটনার পরই বিশ্ববিবেক ও মানবতা উচ্চকিত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৪৮ সালে জাতিসংঘ সর্বজনীন মানবাধিকার ঘোষণা দেয়। নু্যরেমবার্গ ট্রায়ালের পরই বিশ্বে প্রথম যুদ্ধাপরাধের বিরম্নদ্ধে আনত্মর্জাতিক আদালত (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট) গঠন করা হয়।
গণহত্যার কোন চাৰুস প্রমাণ নেই বলে আত্মরৰার চেষ্টা করেছিল নাৎসি বাহিনী। কিন্তু আইনজীবীদের যুক্তিতর্কে উঠে আসে আত্মরৰার চিনত্মায় গণহত্যা পরিদর্শনে কেউ প্রত্যৰদর্শী সাৰী হিসাবে দাঁড়িয়ে থাকতে পারে না। তাই এই বিচারে গণহত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনাকেই মূল অপরাধ হিসাবে বিবেচনা করা হয়। এতে চাৰুস সাৰ্য প্রমাণের চেয়ে সংবাদ, আলোকচিত্র, দালিলিক তথ্যচিত্র, ছবি, ডকুমেন্টারি এবং চলচ্চিত্রকেই মুখ্য প্রমাণপত্র হিসাবে গুরম্নত্ব দেয়া হয়েছে। জার্মানির যে ভবনে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে বিচার করা হয় সেই ভবনের নাম রাখা হয় 'প্যালেস অব জাস্টিস'। সেখানে বিচারক, প্রসিকিউটর ও তাদের সহযোগীদের কাজের জন্য পাঁচ শতাধিক কৰ ছিল। এটি এখন নু্যরেমবার্গ ট্রায়াল আর্কাইভ হিসাবে সংরৰিত আছে। হিটলারের নাৎসি বাহিনীর গণহত্যা সাধারণ ফৌজদারি অপরাধ ছিল না। তাই বিশেষ আইনে এই গণহত্যার বিচার হলেও এখানে অপরাধীদের আত্মপৰ সমর্থনের সুযোগ ছিল। দ-াদেশ পুনর্বিবেচনার জন্য আপীলের সুযোগ ছিল না। তবে নু্যরেমবার্গ ট্রায়ালই বিশ্বস্বীকৃত ও গ্রহণযোগ্য আনত্মর্জাতিক আদালত। এই বিচারে গণহত্যার ষড়যন্ত্র এবং পরিকল্পনাকেই সর্বাধিক গুরম্নত্বপূর্ণ অপরাধ হিসাবে বিবেচনা করা হয়। এই অপরাধের ভিত্তিতে হিটলারের মন্ত্রিসভার শীর্ষ মন্ত্রী সামরিক বাহিনী প্রধানসহ সরকার পরিচালনায় গুরম্নত্বপূর্ণ পদাধিকারীদেরই বিচার হয়েছে। এখনও এই বিচার প্রক্রিয়া চলছে।
পৃথিবীর কোথাও যুদ্ধাপরাধী কিংবা গণহত্যার সঙ্গে জড়িতরা তাদের বিচার হবে ভাবতে পারে না। আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে বিশ্বস্বীকৃত গণহত্যার বিষয়টিও তারা অস্বীকার করে। জার্মানির 'প্যালেস অব জাস্টিসে' দাঁড়িয়ে হিটলারের নাৎসি বাহিনী মিত্র শক্তি গঠিত 'নু্যরেমবার্গ ট্রায়ালের' আদালতকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। কিন্তু তাদের চ্যালেঞ্জ আদালতে টেকেনি। নাৎসি বাহিনী একই সঙ্গে অস্বীকার করেছিল গণহত্যার বিষয়টিও। স্বাধীনতার প্রায় চার দশক পর বাংলাদেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরম্ন হয়েছে তখন তারা বিশেষ ট্রাইবু্যনালকে চ্যালেঞ্জ করেছিল। কিন্তু ধোপে টিকেনি। একই সঙ্গে ঘাতকচক্র একাত্তরে নির্বিচারে অগি্নসংযোগ, ধর্ষণ, লুটপাট এবং গণহত্যার বিষয়টিও অস্বীকার করছে। বিশেষ করে '৭৫-এর ১৫ আগস্টের বিয়োগানত্মক ট্র্যাজেডিতে জাতি রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বাংলার মাটিতে রাজাকারদের দম্ভ বেড়ে গিয়েছিল। জেনারেল জিয়ার হাত ধরে দেশে কথিত 'বহুদলীয় গণতন্ত্রের শরাবের' নামে স্বাধীনতাবিরোধী ঘাতকচক্র ধর্মীয় রাজনীতির ফের অনুমতি পেয়ে '৭১-এর ঘাতক চক্র গাড়িতে মন্ত্রিত্বের পতাকা উড়িয়েছে। দম্ভ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তাদের যুদ্ধাপরাধও অস্বীকার করেছে। আজ তাদের আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। এটিই ইতিহাসের শক্তি।
আনত্মর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল ঢাকা সহায়ক মঞ্চের আহবায়ক সাংবাদিক-কলামিস্ট, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক শাহরিয়ার কবির বলেন, ২০০৯ সালে আমরা আইনমন্ত্রীকে শীর্ষ পর্যায়ের ১০/১২ যুদ্ধাপরাধীর বিচারে কি ধরনের সাহায্য সহযোগিতা দরকার তা লিখিত প্রসত্মাব আকারে দিয়েছিলাম। যুদ্ধাপরাধের বিচারের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রামাণ্য চিত্র সংগ্রহ করতে হবে। গড়ে তুলতে হবে লাইব্রেরি ও গবেষণাগার। কিন্তু এই বিশেষ আদালতে একটি মিডিয়া সেল পর্যনত্ম নেই। বিচারক ও প্রসিকিউটর ও সাৰীদের সর্বৰণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রসঙ্গত তিনি বলেন, গত বছর বরাদ্দ দেয়া ১০ কোটি টাকার অর্ধেক ব্যয় না হওয়ায় ফেরত গেছে। প্রয়োজনীয় জনবল এবং কার্যক্রম চললে এই অর্থ ফেরত যাওয়ার কোন সুযোগ নেই, বরং কাজেই লাগত। ঠিকমতো কাজ হলে হয়ত আরও অর্থের প্রয়োজন হতো। সেখানে বরাদ্দ দেয়া অর্থ ফেরত যাচ্ছে। এতে পরিস্থিতি খুব সহজেই বোঝা যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশ ও গবেষণাগার থেকে তথ্য-প্রমাণ সংগ্রহে আনত্মঃমন্ত্রণালয়ের কোন সমন্বয় আছে বলেও তিনি মনে করছেন না জানিয়ে বলেন, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সরকারের আনত্মরিকতার বিষয়ে কারোরই প্রশ্ন নেই। তবে দৰতা, গুরম্নত্ব, সাপোর্ট এসব বিষয়ে তাদের নূ্যনতম ধারণার অনুপস্থিতি আজ একেবারে স্পষ্ট। তিনি বলেন, আদালতে প্রসিকিউটর, তদনত্ম কর্মকর্তার সংখ্যা বাড়াতে হবে। আদালত ভবনে সরকারের অন্য অফিস সরিয়ে নিতে হবে। এ বিষয়ে সরকারকে আরও মনোযোগ দিতে হবে বলে তিনি দাবি করেন
  1. Tikka Khan বলেছেন:
    অবাক লাগে যখন কেউ বলে যে, যা হবার তা হয়েছে। অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করে লাভ নেই। তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে হয়, যার অতীত নাই, তার ভবিষ্যৎও নাই।

মন্তব্য করুন জবাব বাতিল





__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] AN ARTICLE TO READ !!!!!!!



গণহত্যার প্রত্যক্ষদর্শী থাকে না, পরিকল্পনাই মূল অপরাধ-ন্যুরেমবার্গ ট্রায়ালে প্রধান প্রসিকিউটর জাস্টিস জ্যাকশন

যুদ্ধাপরাধীদের বিচার
গণহত্যার প্রত্যক্ষদর্শী থাকে না, পরিকল্পনাই মূল অপরাধ
[[গণহত্যার কোন চাৰুস প্রমাণ নেই বলে আত্মরৰার চেষ্টা করেছিল নাৎসি বাহিনী। কিন্তু আইনজীবীদের যুক্তিতর্কে উঠে আসে আত্মরৰার চিনত্মায় গণহত্যা পরিদর্শনে কেউ প্রত্যৰদর্শী সাৰী হিসাবে দাঁড়িয়ে থাকতে পারে না। তাই এই বিচারে গণহত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনাকেই মূল অপরাধ হিসাবে বিবেচনা করা হয়। এতে চাৰুস সাৰ্য প্রমাণের চেয়ে সংবাদ, আলোকচিত্র, দালিলিক তথ্যচিত্র, ছবি, ডকুমেন্টারি এবং চলচ্চিত্রকেই মুখ্য প্রমাণপত্র হিসাবে গুরম্নত্ব দেয়া হয়েছে। জার্মানির যে ভবনে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে বিচার করা হয় সেই ভবনের নাম রাখা হয় 'প্যালেস অব জাস্টিস']]
আইন শাস্ত্রের ইতিহাসে ন্যুরেমবার্গ ট্রায়ালের মতো এত ব্যাপক আয়োজনে পৃথিবীর কোথাও গণহত্যার বিচার হয়নি। ন্যুরেমবার্গ ট্রায়ালের রায়ে ১৭ হাজার পৃষ্ঠার ধারাবিবরণী ছাপা হয়েছিল। যা পরবর্তীকে ৪২ খণ্ডে প্রকাশিত হয়। জার্মানির নাৎসি বর্বরদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয় ৬৫ পৃষ্ঠার। ১০ মাস ১০ দিন ধরে চলা এই আদালতে শুনানির অধিবেশন বসেছিল ৪শ' ৩টি। ১শ' ২৫ জন সাৰ্য দিয়েছে ২শ' ১৬ দিন ধরে। ১শ' ৪৩টি লিখিত জবানবন্দী আদালতে জমা দেয়া হয়। চার হাজার দালিলিক প্রমাণ এবং ৩৮ হাজার এফিডেভিট আদালতে জমা দেয়া হয়। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসিকিউটর প্যানেল এবং তাদের সহযোগীদের সংখ্যা ছিল ৬শ' ৪০। এদের মধ্যে ১শ' ৫০ জন ছিল আইনজীবী। নু্যরেমবার্গ আদালতে বিচারক, প্রসিকিউটর এবং নাৎসি খুনীদের নিরাপত্তা শত শত সেনাসদস্য নিয়োগ করা হয়, সর্বক্ষণিক পাঁচটি ট্যাঙ্ক ভ্রাম্যমাণ দায়িত্ব পালন করে এবং রায়ের দিন অতিরিক্ত এক হাজার পুলিশ মোতায়েন করা হয়। নু্যরেমবার্গ ট্রায়াল ছিল গত শতাব্দীর সবচেয়ে বড় আদালত, আইনী লড়াই এবং জনবহুল ও নিরাপত্তাপ্রাপ্ত বিচার ব্যবস্থা। নাৎসি বাহিনীর গণহত্যা পৃথিবীর সবচেয়ে বেশি আলোচিত হত্যাযজ্ঞ। নাৎসিরা ১৩টি ক্যাম্প থেকে গেস্টাপো বাহিনীর মতো সাতটি বাহিনী তৈরি করে গণহত্যা চালিয়েছে। অচউইজ কনসেন্ট্রেশন ক্যাম্পে লেফটেন্যান্ট কর্নেল রম্নডলফ এস এ্যান্ড ট্রান্স ফার্ডিনাল্ড ওয়েস কমপৰে সাড়ে তিন লাখ লোক হত্যা করে। যদিও আদালতে প্রথমে তারা গণহত্যার বিষয় অস্বীকার করে। শেষ পর্যায়ে তারা আড়াই লাখ লোক হত্যা করেছিল বলে স্বীকার করে। নু্যরেমবার্গ আদালতে এক পর্যায়ে তারা সাৰ্য হিসাবে কাজ করলেও ১৯৪৬ সালে নু্যরেমবার্গ ট্রায়ালের পরবর্তী এক অধিবেশনের বিচারকার্যে তাদের ফাঁসি হয়। জার্মানির নু্যরেমবার্গ ট্রায়াল যেখানে হয় সেই 'প্যালেস অব জাস্টিসে' কৰসংখ্যা ছিল পাঁচ শতাধিক।
নু্যরেমবার্গ ট্রায়ালে রায় ঘোষণার দিন প্রধান প্রসিকিউটর জাস্টিস জ্যাকশন নাৎসি বর্বরদের উদ্ধৃতি দিয়ে বলেছেন, 'নাৎসি পরিকল্পিত হত্যা নির্যাতন ও ষড়যন্ত্র কিছুই করেনি।' তাহলে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়নি। তখন জ্যাকসন শেঙ্পিয়রের এক গল্প অবলম্বনে বলেন, 'খুনীরা আদালতে রানীকে বলছেন যে তাঁরা রাজাকে হত্যা করেননি। রানী খুনীদের বলছেন, তোমরা রাজাকে খুন না করলে তাঁকে জীবিত ফিরিয়ে দাও-রানীর এই বক্তব্যের পর খুনীরা নিশ্চুপ হয়ে যায়।' এই বক্তব্য তুলে ধরে জ্যাকসন বলেন, নাৎসিদের বক্তব্য সত্য বলে মানতে হলে স্বীকার করতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলে কিছুই হয়নি।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পাকবাহিনীর এদেশীয় দোসর ঘাতকরা রাজাকার আলবদর আলশাসমসহ বিভিন্ন নামে গণহত্যা নাৎসীরা ৭টি বাহিনী গঠন করে হত্যা নির্যাতন ও নিধনযজ্ঞ চালিয়েছিল। বাংলাদেশে স্বাধীনতার প্রায় চার দশক পর '৭১-এর খুনীরা অচিনত্ম্যনীয়ভাবে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছে। কিন্তু এখানে বিচার ব্যবস্থার সার্বিক আয়োজন নু্যরেমবার্গ ট্রায়ালের সঙ্গে তুলনা করলে বালু কণা সমান হবে। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সরকারের আনত্মরিকতার বিষয়ে কারোই প্রশ্ন নেই। তবে দৰতা, গুরম্নত্ব, সাপোর্ট এসব বিষয়ে তাদের নূ্যনতম ধারণার অনুপস্থিতি আজ একেবারে স্পষ্ট। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রশাসন দ্বিতীয় মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর যুদ্ধাপরাধীদের বিচারে বিশেষ ট্রাইবু্যনাল গঠন এবং যুদ্ধাপরাধীদের গ্রেফতার প্রক্রিয়া শুরম্ন হয়। ঠিক জার্মান নাৎসিদের মতই বাংলাদেশে '৭১-এর যুদ্ধাপরাধী এবং মানবতাবিরোধী অপরাধীদের সহযোগীরা বিশেষ আদালতের বৈধতা চ্যালেঞ্জ করে। কিন্তু তাদের চ্যালেঞ্জ ধোপে টেকেনি। এমনকি একাত্তরের ঘাতকচক্র অগি্নসংযোগ, ধর্ষণ, লুটপাট এবং গণহত্যার বিষয়টিও অস্বীকার করছে। জার্মানির নাৎসি বাহিনীর ঘাতকদের মতো বাংলাদেশে একাত্তরের ঘাতক-পাকবাহিনীর এদেশীয় দোসরদের বিচার এখন সময়ের ব্যাপার মাত্র।
নু্যরেমবার্গ ট্রায়ালে আট মাস ধরে চলে এই বিচারের তথ্য সংগ্রহ ও কোর্টে শুনানি এবং অপরাধীদের আত্মপৰ সমর্থনের কাজ। এরপর সেপ্টেম্বর মাসে (১৯৪৫) অভিযোগ, অভিযুক্তের বক্তব্য, তথ্য, চিত্র, অভিযোগকারীদের বক্তব্যসহ সবকিছু দু'জন সহকারীসহ বিচারকদের এক মাস সময় দেয়া হয় সামগ্রিক বিষয় বিবেচনা করে রায় প্রস্তুত করার জন্য। প্রথম আদালত ১৯৪৫ সালের ২০ নবেম্বর অভিযুক্ত ২৪ জনের মধ্যে ২২ জনকে দ-াদেশ দেয়। নু্যরেমবার্গ ট্রায়ালে প্রথম বসা আদালতে ২২ জনকে দ-াদেশ দিতে পৃথিবীর চার শক্তিধর রাষ্ট্রের ৫৬ জন প্রসিকিউটর ছিলেন। প্রত্যেক প্রসিকিউটরের দু'জন করে সহযোগী ছিলেন। প্রত্যেক সহযোগীর আলাদা-আলাদা কৰ ও তথ্য সংগ্রহ, তথ্য-উপাত্ত বিশেস্নষণের জন্য প্রয়োজনীয় আয়োজন ছিল। শুরম্ন থেকে শেষ পর্যনত্ম বিচারকার্য শেষ করতে এক বছর সময় লেগেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যাকারী নাৎসিদের বিচার এখনও চলছে।
সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে নু্যরেমবার্গ ট্রায়ালে নাৎসি বর্বরদের বিচার হয়েছিল। নু্যরেমবার্গ ট্রায়ালে দুই পরাশক্তিসহ চার দেশেরই বিচারক এবং প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়। গ্রেট ব্রিটেনের ষাটোর্ধ বিচারপতি গাফারি লরেন্স আদালতের প্রধান বিচারক হিসাবে কাজ করেন। মার্কিন প্রেসিডেন্ট প্রেরিত জাস্টিস জ্যাকসন নু্যরেমবার্গ ট্রায়ালের চীফ প্রসিকিউটর হিসাবে কাজ করেন। এতে আমেরিকান এ্যাটর্নি বিড্্ল, ফ্রান্সের বিচারক জার্মান ভাষায় পারদর্শী হেনরি ডোনিডিউই ডি ভাবরেস এবং ইংরেজী ভাষায় পারদশর্ী রবার্ট ফ্যালকোকে বিচারক হিসাবে এবং সোভিয়েত ইউনিয়নের নিকিচেনকো প্রথমে প্রসিকিউটর এবং পরে বিচারক ও নিকিচেনকো বিচারক হওয়ার পর আলেকজান্ডার ভলকোভকে প্রসিকিউটর হিসাবে নিয়োগ দেয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধ উত্তর বিভিন্ন মৈত্রী ও সামরিক চুক্তি অনুযায়ী বিশ্বের দু'পরাশক্তিসহ চার শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাৎসি বাহিনীর হাতে আক্রানত্মদের মিত্র হিসাবে কাজ করে। এই চার শক্তি আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন এবং ফ্রান্স নু্যরেমবার্গ ট্রায়ালের জন্য একটি নীতি নির্ধারণ করে। যেখানে প্রথমবারের মতো গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরম্নদ্ধে অপরাধ, শানত্মির বিরম্নদ্ধে অপরাধ সজ্ঞায়িত হয়। অথচ এরপূর্বে এই ধরনের অপরাধের কোন সংজ্ঞা-ধারণা ও স্বীকৃতিই ছিল না। এই ঘটনার পরই বিশ্ববিবেক ও মানবতা উচ্চকিত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৪৮ সালে জাতিসংঘ সর্বজনীন মানবাধিকার ঘোষণা দেয়। নু্যরেমবার্গ ট্রায়ালের পরই বিশ্বে প্রথম যুদ্ধাপরাধের বিরম্নদ্ধে আনত্মর্জাতিক আদালত (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট) গঠন করা হয়।
গণহত্যার কোন চাৰুস প্রমাণ নেই বলে আত্মরৰার চেষ্টা করেছিল নাৎসি বাহিনী। কিন্তু আইনজীবীদের যুক্তিতর্কে উঠে আসে আত্মরৰার চিনত্মায় গণহত্যা পরিদর্শনে কেউ প্রত্যৰদর্শী সাৰী হিসাবে দাঁড়িয়ে থাকতে পারে না। তাই এই বিচারে গণহত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনাকেই মূল অপরাধ হিসাবে বিবেচনা করা হয়। এতে চাৰুস সাৰ্য প্রমাণের চেয়ে সংবাদ, আলোকচিত্র, দালিলিক তথ্যচিত্র, ছবি, ডকুমেন্টারি এবং চলচ্চিত্রকেই মুখ্য প্রমাণপত্র হিসাবে গুরম্নত্ব দেয়া হয়েছে। জার্মানির যে ভবনে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে বিচার করা হয় সেই ভবনের নাম রাখা হয় 'প্যালেস অব জাস্টিস'। সেখানে বিচারক, প্রসিকিউটর ও তাদের সহযোগীদের কাজের জন্য পাঁচ শতাধিক কৰ ছিল। এটি এখন নু্যরেমবার্গ ট্রায়াল আর্কাইভ হিসাবে সংরৰিত আছে। হিটলারের নাৎসি বাহিনীর গণহত্যা সাধারণ ফৌজদারি অপরাধ ছিল না। তাই বিশেষ আইনে এই গণহত্যার বিচার হলেও এখানে অপরাধীদের আত্মপৰ সমর্থনের সুযোগ ছিল। দ-াদেশ পুনর্বিবেচনার জন্য আপীলের সুযোগ ছিল না। তবে নু্যরেমবার্গ ট্রায়ালই বিশ্বস্বীকৃত ও গ্রহণযোগ্য আনত্মর্জাতিক আদালত। এই বিচারে গণহত্যার ষড়যন্ত্র এবং পরিকল্পনাকেই সর্বাধিক গুরম্নত্বপূর্ণ অপরাধ হিসাবে বিবেচনা করা হয়। এই অপরাধের ভিত্তিতে হিটলারের মন্ত্রিসভার শীর্ষ মন্ত্রী সামরিক বাহিনী প্রধানসহ সরকার পরিচালনায় গুরম্নত্বপূর্ণ পদাধিকারীদেরই বিচার হয়েছে। এখনও এই বিচার প্রক্রিয়া চলছে।
পৃথিবীর কোথাও যুদ্ধাপরাধী কিংবা গণহত্যার সঙ্গে জড়িতরা তাদের বিচার হবে ভাবতে পারে না। আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে বিশ্বস্বীকৃত গণহত্যার বিষয়টিও তারা অস্বীকার করে। জার্মানির 'প্যালেস অব জাস্টিসে' দাঁড়িয়ে হিটলারের নাৎসি বাহিনী মিত্র শক্তি গঠিত 'নু্যরেমবার্গ ট্রায়ালের' আদালতকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। কিন্তু তাদের চ্যালেঞ্জ আদালতে টেকেনি। নাৎসি বাহিনী একই সঙ্গে অস্বীকার করেছিল গণহত্যার বিষয়টিও। স্বাধীনতার প্রায় চার দশক পর বাংলাদেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরম্ন হয়েছে তখন তারা বিশেষ ট্রাইবু্যনালকে চ্যালেঞ্জ করেছিল। কিন্তু ধোপে টিকেনি। একই সঙ্গে ঘাতকচক্র একাত্তরে নির্বিচারে অগি্নসংযোগ, ধর্ষণ, লুটপাট এবং গণহত্যার বিষয়টিও অস্বীকার করছে। বিশেষ করে '৭৫-এর ১৫ আগস্টের বিয়োগানত্মক ট্র্যাজেডিতে জাতি রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বাংলার মাটিতে রাজাকারদের দম্ভ বেড়ে গিয়েছিল। জেনারেল জিয়ার হাত ধরে দেশে কথিত 'বহুদলীয় গণতন্ত্রের শরাবের' নামে স্বাধীনতাবিরোধী ঘাতকচক্র ধর্মীয় রাজনীতির ফের অনুমতি পেয়ে '৭১-এর ঘাতক চক্র গাড়িতে মন্ত্রিত্বের পতাকা উড়িয়েছে। দম্ভ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তাদের যুদ্ধাপরাধও অস্বীকার করেছে। আজ তাদের আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। এটিই ইতিহাসের শক্তি।
আনত্মর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল ঢাকা সহায়ক মঞ্চের আহবায়ক সাংবাদিক-কলামিস্ট, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক শাহরিয়ার কবির বলেন, ২০০৯ সালে আমরা আইনমন্ত্রীকে শীর্ষ পর্যায়ের ১০/১২ যুদ্ধাপরাধীর বিচারে কি ধরনের সাহায্য সহযোগিতা দরকার তা লিখিত প্রসত্মাব আকারে দিয়েছিলাম। যুদ্ধাপরাধের বিচারের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রামাণ্য চিত্র সংগ্রহ করতে হবে। গড়ে তুলতে হবে লাইব্রেরি ও গবেষণাগার। কিন্তু এই বিশেষ আদালতে একটি মিডিয়া সেল পর্যনত্ম নেই। বিচারক ও প্রসিকিউটর ও সাৰীদের সর্বৰণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রসঙ্গত তিনি বলেন, গত বছর বরাদ্দ দেয়া ১০ কোটি টাকার অর্ধেক ব্যয় না হওয়ায় ফেরত গেছে। প্রয়োজনীয় জনবল এবং কার্যক্রম চললে এই অর্থ ফেরত যাওয়ার কোন সুযোগ নেই, বরং কাজেই লাগত। ঠিকমতো কাজ হলে হয়ত আরও অর্থের প্রয়োজন হতো। সেখানে বরাদ্দ দেয়া অর্থ ফেরত যাচ্ছে। এতে পরিস্থিতি খুব সহজেই বোঝা যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশ ও গবেষণাগার থেকে তথ্য-প্রমাণ সংগ্রহে আনত্মঃমন্ত্রণালয়ের কোন সমন্বয় আছে বলেও তিনি মনে করছেন না জানিয়ে বলেন, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সরকারের আনত্মরিকতার বিষয়ে কারোরই প্রশ্ন নেই। তবে দৰতা, গুরম্নত্ব, সাপোর্ট এসব বিষয়ে তাদের নূ্যনতম ধারণার অনুপস্থিতি আজ একেবারে স্পষ্ট। তিনি বলেন, আদালতে প্রসিকিউটর, তদনত্ম কর্মকর্তার সংখ্যা বাড়াতে হবে। আদালত ভবনে সরকারের অন্য অফিস সরিয়ে নিতে হবে। এ বিষয়ে সরকারকে আরও মনোযোগ দিতে হবে বলে তিনি দাবি করেন
  1. Tikka Khan বলেছেন:
    অবাক লাগে যখন কেউ বলে যে, যা হবার তা হয়েছে। অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করে লাভ নেই। তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে হয়, যার অতীত নাই, তার ভবিষ্যৎও নাই।

মন্তব্য করুন



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] Fw: [Pro-Muslim] Fw: বঙ্গবন্ধুর জন্যই আমরা বাংলাদেশ পেয়েছি


----- Forwarded Message -----
From: Muhammad Ali <manik195709@yahoo.com>
To:
Sent: Friday, June 8, 2012 6:37 PM
Subject: [Pro-Muslim] Fw: বঙ্গবন্ধুর জন্যই আমরা বাংলাদেশ পেয়েছি


----- Forwarded Message -----
From: SyedAslam <syed.aslam3@gmail.com>
To: Khobor <khabor@yahoogroups.com>
Sent: Friday, June 8, 2012 4:37 PM
Subject: বঙ্গবন্ধুর জন্যই আমরা বাংলাদেশ পেয়েছি


বঙ্গবন্ধুর জন্যই আমরা বাংলাদেশ পেয়েছি

http://www.prothom-alo.com/detail/date/2012-06-08/news/264273



http://www.prothom-alo.com/detail/date/2012-06-08/news/264273










RE: [mukto-mona] আমেরিকান সাম্রাজ্যবাদ বাংলাদেশে তাদের সামরিক ঘাঁটি স্হাপন করতে যাচ্ছে।



                  The Balance of Power Game has shifted to Asia!  With Myanmar slipping away from the tight grips of China, Bangladesh and the Bay of Bengal have gained new importance in the current geopolitical map.  Even India is having to pay attention to how Bangladesh plays it between China and the USA -- both are courting Bangladesh. In my opinion Bangladesh should not take side between the 2 superpowers and should keep India guessing.  Any permanent presence of an American Warship in the Bay of Bengal needs the permission of India, Bangladesh and Myanmar.

                    Bangladesh should not get too close to the USA or do anything to alienate China.  In 1971 both were against the idea of an independent Bangladesh. We should all keep in mind what a frustrated Pakistani cyber-friend said a few years ago about America -- "na inki dosti acchi, na inki dushmani acchi! 

                    These shifting Power Games and the movements of jigsaw puzzle pieces on the geopolitical world map shows how useless the Munshi Clan's "India Doctrine" is which is based on one outdated fixed idea -- the Hindu-Muslim permanent enmity.

To: mukto-mona@yahoogroups.com
CC: subimal@yahoo.com
From: shahdeeldar@yahoo.com
Date: Wed, 6 Jun 2012 18:56:13 -0700
Subject: Re: [mukto-mona] আমেরিকান সাম্রাজ্যবাদ বাংলাদেশে তাদের সামরিক ঘাঁটি স্হাপন করতে যাচ্ছে।

 

No, I do not see any war scenario in Asia in the near future. My guess is that US presence in the Indian ocean is a must before China takes over the ocean. If China takes over, then there will be war. I am sure there will be many willing countries, who would love to provide the base facilities for the Americans.

I highly doubt whether US would ever be mentoring Jamatis to create another Taliban monster in the eastern front.

-SD
 
"All great truths begin as blasphemies." GBS

From: subimal chakrabarty <subimal@yahoo.com>
To: "mukto-mona@yahoogroups.com" <mukto-mona@yahoogroups.com>
Sent: Wednesday, June 6, 2012 1:36 PM
Subject: [mukto-mona] আমেরিকান সাম্রাজ্যবাদ বাংলাদেশে তাদের সামরিক ঘাঁটি স্হাপন করতে যাচ্ছে।

 
American military base in Bangladesh! There was a rumor that America was ready for an independent Bangladesh provided the new country would let America have a military on her soil. It was also a rumor that Mujib did not agree to the proposal. As a matter of fact America has been looking for a good one in SE Asian region for a long time. Now few questions arise on this issue. Would India like it? A reasonable answer is: India would rather control the region in her own way with full support from America. Probably she will prefer to get more armed than having American arms and soldiers in the region. The second question is: Is China now creating too much trouble for Bangladesh? Or is there a chance that it will try to create trouble for Bangladesh in future? If answer is yes, then one will ask why. I know China has in its possession huge Indian land and India may want to get them back by showing force, if not through negotiation. That means India may have interest in having an American military base in her land. But given the Indian politics, it seems to be a remote possibility. Let us think about a scenario: America wants to punish China and attacks China from its military base in Bangladesh. Is there not the possibility that the little Bangladesh would be crushed between the two superpowers? American base in Bangladesh would not mean American affluence in Bangladesh although no doubt there will be some positive effects due to the very American presence, but not much for sure given the population size of Bangladesh. What is the possibility that America will remain solely a neutral and silent observer of what would be going on in Bangladesh politics? Is the chance remote that in order to keep its status quo it will not side with an extremist party like Jamaat? As a matter of fact it may have to do it to keep pressure on India. 
Just a few thoughts. Political analysts will have more on it.    

From: Shah Deeldar <shahdeeldar@yahoo.com>
To: "mukto-mona@yahoogroups.com" <mukto-mona@yahoogroups.com>; ju_students <ju_students@yahoogroups.com>; Notun desh <notundesh@rogers.com>; notundesh <editor.notundesh@gmail.com>; shopnilf <shopnilf@hotmail.com>; ::তাহের ম. শায়েখ ::Taher M. Shaeikh <taher.sheikh@gmail.com>; Mesbah-us- Saleheen <saleheenju@gmail.com>; Dara Shamsuddin <shamsuddin.dara@gmail.com>; KHALEDUR RAHMAN SHAKIL <khaledurrahmanshakil@gmail.com>; kaikobadh <kaikobadh@gmail.com>; Dr. Nazmul Hassan <drnazmulh@gmail.com>
Sent: Monday, June 4, 2012 7:30 AM
Subject: Re: [mukto-mona] আমেরিকান সাম্রাজ্যবাদ বাংলাদেশে তাদের সামরিক ঘাঁটি স্হাপন করতে যাচ্ছে।

 
Look, it would be great to have some power balance in the Asia. Since China is not a democratic power, I would rather see some counter balance from the US and other powers. Otherwise, we will be forced to dance with Mao's same monotonic tune. I do not want my life to be dictated from Beijing's politburo meetings. Japan, Vietnam and Philipine are already feeling the Chinese music on their shores. I would rather go with the devil that I know than the one I do not know. With US, we discuss, demand and negotiate! With China, we will be only marching with tails between our hind legs. 
This time, we should play the game right!
-SD
 
"All great truths begin as blasphemies." GBS
From: sefat ullah <sefat.ullah@gmail.com>
To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>; ju_students <ju_students@yahoogroups.com>; Notun desh <notundesh@rogers.com>; notundesh <editor.notundesh@gmail.com>; shopnilf <shopnilf@hotmail.com>; ::তাহের ম. শায়েখ ::Taher M. Shaeikh <taher.sheikh@gmail.com>; Mesbah-us- Saleheen <saleheenju@gmail.com>; Dara Shamsuddin <shamsuddin.dara@gmail.com>; KHALEDUR RAHMAN SHAKIL <khaledurrahmanshakil@gmail.com>; kaikobadh <kaikobadh@gmail.com>; Dr. Nazmul Hassan <drnazmulh@gmail.com>
Sent: Saturday, June 2, 2012 4:54 AM
Subject: [mukto-mona] আমেরিকান সাম্রাজ্যবাদ বাংলাদেশে তাদের সামরিক ঘাঁটি স্হাপন করতে যাচ্ছে।

 
আমেরিকান সাম্রাজ্যবাদ বাংলাদেশে তাদের সামরিক ঘাঁটি স্হাপন করতে যাচ্ছে।
তারি ধারাবাহিকতায় তারা বঙ্গপসাগরে তথা বাংলাদেশের সমুদ্র সীমায়
সেন্টমার্টিন দ্বীপের উপকূলে তাদের সপ্তম নৌবহর এনে তাদের স্হায়ী ঘাঁটি
স্হাপন করছে।
মূলতঃ চীনকে আমেরিকান সাম্রাজ্যবাদ ভীষণ ভয় পাচ্ছে, বর্তমান বিশ্বে চীনই
তাদের একমাত্র প্রতিদ্দন্দী।
বাংলাদেশকে কোন ভাবেই আমেরিকান সাম্রাজ্যবাদের ঘাঁটি করতে দেয়া যাবে না।
এখন থেকেই আমাদেরক আমেরিকান সাম্রাজ্যবাদের বিরোদ্ধ ঐক্যবদ্ধ ভাবে
দুর্বার গণআন্দলন গড়ে তোলার জন্য ঘুমন্ত জাতিকে আহবান জানাচ্ছি।

সেফাত উল্লাহ্









__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [mukto-mona] ‘ঢাকার সায় ছাড়া টিপাইমুখে বাঁধ হবে না’ !!!!!



Mr. (fair-and-balanced) Q. Rahman is impressed with Chinese government's generosity even though Chinese rifles killed most of our Mukti-jodhas, while Chinese government enjoyed a long slumber during the liberation war. Now, Chinese government needs allies in this region against India. That's why their generosity is pouring over in Bangladesh as well as in Pakistan. Khaleda Zia is also in favor of establishing friendship with China and Bhutan


>>>>>>>>>> During 1971 people of this country had GREAT positive feelings towards India. Many of us still do that. HOWEVER if India chose to choke our lifelines (Our rivers) and expect love in return, I am sorry that does not even happen in fairy tales!!

You really need to get real about how we are abused by Indian policies. Do note, I did not say Indians but the state itself became a arrogant loser rather than a good friend. Why Nepalese, Sri Lankans have bad opinions of India? Because India love to poke their nose into everyone's kitchen. Unless someone is brain damaged, people do not like that.

Yes, not only China, USA also opposed us during our liberation "Jihad". Why so many of us migrated to the USA? China and many others made mistakes during that time but China have been a steadfast trusted ally of us since they recognized us during 70's. We are not Saudi Arabia with loads of money, we simple cannot effort to live on "Love letters", we need money and stuff to run this tiny country. So we improved relationship with Saudi Arabia, USA, China and many other nations. At the end of the day, we benefited for those prudent steps.

We cannot live on "Crap" India gives us every opportunity it gets!!

As I said many times, it is interest of BOTH nations to have GREAT trusting relationship BUT like an idiot India started acting like a super power much sooner. When so many millions of Indians are going hungry, when so many infant girls are being murdered every day, when a great majority of Indian population do not even want to stay within the union, India want to "Poke" us for no good reason.

We have only ONE major issue with India that is water and it cannot to stuffed under the rug for many decades to come. We need water to survive and it is a FUNDAMENTAL human rights issue. Sooner or later India will have to come to terms with us. Despite many obstacles, Bangladesh is marching forward. It is likely to keep moving forward with or without Indian support. So it is an opportunity for India to get on the boat or watch USA or China becoming our new best friend. ;-)

We'll be forever tied with India for cultural, economic and historical connections but wouldn't it be nice if we become very good partners?

Yes, it is no secret that, China is helping Pakistan for Geo-political reasons. I hope they also continue to help us building new roads, bridges, telecom projects, factories etc. WHY to heck not???

We are NOT saying Indians are not welcome, we are saying we want to be friends with all of our neighbors (Sri Lanka, Nepal, Bhutan and yes Pakistan as well).

Chinese rifles killed our Mukti-joddas. Now these same rifles help us defend our nation. Few years ago Nixon papers revealed that, Indians did not want to leave Bangladesh after 1971. It was great leadership of Sheikh Mujibur Rahman who worked with Nixon (Who opposed us during 1971) to move Indian troops out of our soil. I said it many times that, Bangabandhu was a human and he made some mistakes after 1971 but we loved this country. No one should ever doubt that.


May be we should just forget the history and current affairs. Instead, keep wondering - why India is breaking all those past promises. 


>>>>>>> because it is still run by (Bureaucrats) arrogant idiots who have issues with having good ties with a Muslim majority country. Albeit political leadership recently realized that, Indians are missing the boat with Bangladesh but the "Establishment" have their issues as well. They were passionate about breaking Pakistan but building Bangladesh was NEVER a priority to Indian establishment. History since 1971 tells us this very sad reality.

The positive part is many Indian businesses realized our potentials, so they are trying to speak to power to improve relations with us. Having permanent enmity with Pakistan never benefited either countries.

I mean if you look at the "Lack of logic" from Indians when we ask they why don't they allow our TV channels in that country, they cannot even give us an honest answer!! 


A family friend migrated to India around 71 and never returned. Last year they came back with few other friends to Bangladesh. They have visited many temples and historic places in Bangladesh. They could not believe the hospitality my family members shown them and kept calling my cousins from Delhi. I told them come to our country during "Pohela Boishak" and you will witness the biggest "Festival" of Bengalis.

I felt, they were brain washed the same way Pakistanis were brain-washed about India.

That is why I am a big cheer leader for people to people contact. I strongly feel we are much better people (As Bangladeshis) than how we are "Presented" to Indians and Pakistanis. Despite our flaws, we are friendly people and easy going people.

In fact, I do not want to see any permanent enmity with ANY nations. A strong and stable sub-continent can easily achieved if Indian and Pakistani leadership work a little harder at it.

I do realize you may not see my ideas as "Fair and Balanced" but this is my view. If you have a better idea, feel free to share.


Shalom!



-----Original Message-----
From: Jiten Roy <jnrsr53@yahoo.com>
To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>
Sent: Fri, Jun 8, 2012 5:37 am
Subject: Re: [mukto-mona] 'ঢাকার সায় ছাড়া টিপাইমুখে বাঁধ হবে না' !!!!!

 
Mr. Q. Rahman raised the following issues with India: 
Border dispute
Water sharing dispute
Commerce inequality
Visa difficulty
 
All these accusations tell me that - India does not consider Bangladesh as a friendly country. How did that happen? That's the question I am asking, and you have not addressed that point at all.
 
As you know, even a pro-Indian government cannot improve relationship with India without peoples' mandate, and that is, unfortunately, not there for India. BNP/Jamat is taking political advantage of it against Awami league (AL). People are afraid of India. How did that happen? India did not create this perception. It did not occur because of those broken promises from India. Is it? It happened due to sustained brain-washing for ages. We need to address that issue before anything else. Don't you think so?
 
Previous experiences show that - India gains more from an anti-Indian government in power. They give away much more to please India.
 
The fact is - AL is pro-Indian only superficially. You conduct a poll in the country; you will find that most AL supporters are just as paranoid about India as any other anti-India political party supporters. Privately, most people think India is out to punish Bangladesh.
 
Mr. (fair-and-balanced) Q. Rahman is impressed with Chinese government's generosity even though Chinese rifles killed most of our Mukti-jodhas, while Chinese government enjoyed a long slumber during the liberation war. Now, Chinese government needs allies in this region against India. That's why their generosity is pouring over in Bangladesh as well as in Pakistan. Khaleda Zia is also in favor of establishing friendship with China and Bhutan.
 
May be we should just forget the history and current affairs. Instead, keep wondering - why India is breaking all those past promises. 
 
Jiten Roy 

--- On Thu, 6/7/12, qar <qrahman@netscape.net> wrote:

From: qar <qrahman@netscape.net>
Subject: Re: [mukto-mona] 'ঢাকার সায় ছাড়া টিপাইমুখে বাঁধ হবে না' !!!!!
To: mukto-mona@yahoogroups.com
Date: Thursday, June 7, 2012, 11:50 AM

 
Member Roy made some good points here.

At the same time there should be some standards for state level dealings. For example during Sheikh Mujibur Rahman, it was surely a friendly country to India BUT India did not returned/settled the land locked area (Chitmahals) with Bangladesh. Bangladesh handed over those right away after our independence. After FORTY long years, we have NOTHING in return.

Another example is our water sharing condition. Regardless of relationship status, we were NEVER an enemy country to India and international water source cannot be blocked by any one country costing another to desertification. Now India is actively protesting against China for what it has been doing to us since Farakka. This is the "Mother of all problems" with India and mother India is taking forever to address this BIG concern in a fair manner.

I have spoken about killing of unarmed civilians over petty crimes. You do not kill people for stealing a loaf of bread!! India can lock people up if they cross border without VISA (Indians do that frequently as well) but killing in a peaceful border is unwanted.

Another example is broken promises by India leadership. They have worked actively to block BD products in their country. Leading companies repeatedly complained how Indian customs harass our very small export industry in India. This cannot happen without government sponsorship.

The best way to improve relationship is to have people to people contact. Getting Indian visa now a days became a irritating exercise for most people.

Similarly we buy plenty of Indian products and watch India TV but our TV waves have been blocked by Indian authority. For over a decade friendly people (Who has business ties and strong friendship with Indians) repeatedly requested to allow us in Indian market but we have been blocked without any explanation. Do note that, India is not north Korea. It does allow hundreds of TV channels from all over the globe to it's audience but none from Bangladesh. If common Indians are fed hateful information about very peaceful country like Bangladesh, how the heck we sow the seeds of friendship?

Like you I used to blame our own country for such conditions. Later on I have asked around our other neighbors (I excluded Pakistan for obvious reasons and could not get anyone from Bhutan) about their perception of our neighbor India. Without failure the Sri Lankan, Nepalese, Chinese people spoke negatively about Indian policies and practices.

Awami League was in power two other times BEFORE current administration (Which is openly friendly to India) but even after meeting all most all Indian demands, we end up with next to nothing. Our primary concern is our life line WATER and India keeps putting it off.

Our people are NOT treated with dignity by Indians and any nation with any self-respect (Except new Indian-Rajakars!) cannot be pleased with such treatment. In fact, we had this issues with the the then west Pakistan and we broke out of that union!!

At personal level I get along fine with most Indians. But at state level I watch their practices with frustration. Keep Asking WHY? I strongly feel it is in best interest of India to have a GREAT trusting relationship with Bangladesh. The kind of money Indian bureaucracy spends of defense could have been saved (Because BD never posed as a threat to India) to use to help poor Indians. India plays a zero sum game with us while having a win-win attitude could have yielded optimum results for both nations.

Today we have a very India friendly administration who bent over back wards to solve all major concerns of India. Still India does not deliver!!

In 21st century when European countries are coming together and helping each other, we see India doing it's best to bad mouth us. I strongly feel Bengalis are peaceful people by nature and never posed any real threat to anyone unless provoked repeatedly (Only natural). When BAL came to power, I was hopeful for improving our relationship with India but after three years, have not seen any fundamental change (Except a trade concession with garment products). Now if you contrast that with China and how many grants (NOT loans but gifts) it gave to improve infrastructure projects for this country, you can see the HUGE difference in approach. At the end of the day, all nations should look out for each other and eventually Bangladesh will sort out it's alliances. I sincerely hope, India will be among the best partners of BD. Because it will help both the countries.

Shalom!  


-----Original Message-----
From: Jiten Roy <jnrsr53@yahoo.com>
To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>
Sent: Thu, Jun 7, 2012 5:41 am
Subject: Re: [mukto-mona] 'ঢাকার সায় ছাড়া টিপাইমুখে বাঁধ হবে না' !!!!!

 
When it comes to Bangladesh-India relationship, people refer to broken promises without analyzing the underlying causes for those broken promises. They forget that within the last 40 years' lifespan of Bangladesh, it has been mostly run by political parties that are unfriendly to India. Remnant of anti-Indian sentiment of the Pakistani-era is still fresh in the hearts and minds of vast majority people in Bangladesh. No government has taken any step to repair it. In fact, that sentiment is still a winning political strategy in Bangladesh. Every time election comes, BNP/Jamat ignites anti-Indian sentiment, and fills peoples' psyche with renewed resentment towards India. As a result, very few people actually trust India, even when it is a simple goodwill gesture, like cultural exchanges. 
 
As you know – selfless help only comes from friends, not from enemies. When Bangladeshi people cannot trust the lone country that fought alongside them for the independence of their motherland, who do you blame? If we blame anybody, it should be us, not India. You should not forget, there would be no Bangladesh without Indian help. Please don't tell me now - India did it for their own interest; I know that. That's how it works. Otherwise, why would they risk their lives and resources? I am talking about trust-deficit here.
 
Bangladesh is nowhere near to establish a friendly relationship with India because of trust deficit. Therefore, let's stop those emotional talks about big-brotherly love and broken promises, and analyze the situation critically. We need psychiatric help to repair our collective psyche, before we take any step towards normalizing relationship with India.
 
India is trying to build Tipaimukh barrage for their own interest and need. Should there be a concern for Bangladesh? The answer is YES or NO, depending on whether India considers Bangladesh as a friendly country or not. That's a conundrum even Bangladesh doesn't know how to solve, let alone India.
 
Jiten Roy

--- On Tue, 6/5/12, Shah Deeldar <shahdeeldar@yahoo.com> wrote:

From: Shah Deeldar <shahdeeldar@yahoo.com>
Subject: Re: [mukto-mona] 'ঢাকার সায় ছাড়া টিপাইমুখে বাঁধ হবে না' !!!!!
To: "mukto-mona@yahoogroups.com" <mukto-mona@yahoogroups.com>
Cc: "qrahman@netscape.net" <qrahman@netscape.net>
Date: Tuesday, June 5, 2012, 10:26 PM

 
Brother, I would not be naive to expect anything free from India or any other countries. And also, I would not wait for full delivery of all Indian promises. That is a mere stupidity and I would not hold my breath for such thing ever to occur. Let me announce loud and clear! It will be a "give and take" between the countries. If BNP and Jamat come to the power and start the same tantrum like last time, nothing will be delivered. If BNP/Jamat wants to play hard ball with Indians, they will play harder. So, please do not get excited yet. It will be their national interests vs ours. With Myanmar getting closer to Indo/US sphere, India will play the Myanmar card very effectively. It is harder to fight a larger country. But, I think, we should be able to get a fair deal from the Indians if they consider us a fair partner.
-SD 
 
"All great truths begin as blasphemies." GBS

From: qar <qrahman@netscape.net>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Tuesday, June 5, 2012 6:35 AM
Subject: Re: [mukto-mona] 'ঢাকার সায় ছাড়া টিপাইমুখে বাঁধ হবে না' !!!!!

 
বাংলাদেশের সম্মতি ছাড়া বরাক নদীর টিপাইমুখে বাঁধ নির্মাণ হবে না বলে আবার আশ্বস্ত করেছে ভারত।


>>>>>>>>> India gave many such assurances to Bangladesh in last 40+ years and it's track record of keeping promises to Bangladeshis is not good. Therefore such assurances lack credibility in common people. Other reports said the whole project is not "Business viable" and parts of Indian leadership are seeking BD investment in this project. Some of the "Seven sister states" are also opposed to the whole idea.


Because of many such empty promises by Indians, India is not trusted by common folks in Bangladesh. Those who do advocate for Indians are totally detached from reality.

Having said that, I feel IF India even become sincere about Bangladesh (Specifically about water sharing and more trade), it will be a true win-win partnership for both nations. Because of very bad track record, India has to work VERY hard to earn trust back from us.

Recently our leadership gave away most of Indian demands about transit but gotten a big zero in return. Late Sheikh Mujibur Rahman gave away "Chitmahals" right after we gotten our independence but India is yet to give our "Chitmahals" to us.

There are many similar issues which prohibits us from getting excited about this good announcement. One has to stay in the country to understand feelings of common people.

I'll wait till India delivers in her promises.

Shalom!


-----Original Message-----
From: Muhammad Ali <man1k195709@yahoo.com>
To: undisclosed recipients: ;
Sent: Tue, Jun 5, 2012 5:30 am
Subject: [mukto-mona] 'ঢাকার সায় ছাড়া টিপাইমুখে বাঁধ হবে না' !!!!!

 

Mon, Jun 4th, 2012 8:46 pm BdST
 
শেখ শাহরিয়ার জামান
নয়া দিল্লি থেকে

নয়া দিল্লি, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সম্মতি ছাড়া বরাক নদীর টিপাইমুখে বাঁধ নির্মাণ হবে না বলে আবার আশ্বস্ত করেছে ভারত।

ভারতের পানিসম্পদ সচিব ধ্রুব বিজয় সিং সোমবার নয়া দিল্লিতে বাংলাদেশি সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ আমাদের সঙ্গে না এলে আমরা নির্মাণের দিকে (টিপাইমুখ প্রকল্প) এগোবো না।"

ভারতের মনিপুর রাজ্যের টিপাইমুখ বহুমুখী প্রকল্প এলাকা পরিদর্শনের জন্য বাংলাদেশের প্রতিনিধি দল বর্তমানে ভারত সফর করছেন।

সিলেট সীমান্তের কাছে টিপাইমুখে বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে ভারতের। ওই বাঁধ হলে তার বিরূপ প্রভাব বাংলাদেশে পড়বে বলে পরিবেশ বিশেষজ্ঞদের আশঙ্কা। এনিয়ে বাংলাদেশে প্রতিবাদ চলছে।

বিজয় সিং বলেন, টিপাইমুখ প্রকল্পের কী কী প্রভাব বাংলাদেশের ওপর পড়তে পারে, তার সব দিক খতিয়ে দেখার জন্য সমীক্ষা শুরু করতে উভয় দেশের যৌথ নদী কমিশনের উপ-কমিটি এ মাসের শেষ দিকে বৈঠকে বসতে যাচ্ছে।

২০০ কোটি ডলারের এই প্রকল্পে অংশীদারিত্বের ভিত্তিতে বিনিয়োগের জন্য বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে ভারত এবং যৌথ নদী কমিশনের উপ-কমিটি অংশীদারিত্বের ভিত্তিতে বিনিয়োগের বিষয়টিও পর্যালোচনা করবে।

ভারতের সচিব বলেন, এই প্রকল্প সমস্যা সৃষ্টি করতে পারে বলে ভারতের কাছে মনে হলে অন্য কোথাও বাঁধ নির্মাণ করা হবে।

টিপাইমুখে কোনো নির্মাণ কাজ এখনো শুরু হয়নি বলেও জানান তিনি।

'টিপাইমুখ প্রকল্পের প্রস্তাব ১৯৭৪ সালে'

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ভারতের পানিসম্পদমন্ত্রী পবন কুমার বানসাল জানান, বাংলাদেশের পক্ষ থেকে ১৯৭৪ সালে টিপাইমুখ প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছিল।

এ সংক্রান্ত তথ্য দেখতে চাইলে তার দপ্তর থেকে ১৯৭৩ সালের নভেম্বরে যৌথ নদী কমিশনের বৈঠকের সম্মতিপত্র তুলে ধরা হয়।

তাতে লেখা হয়, "ভারত ও বাংলাদেশে বন্যার পরিপ্রেক্ষিতে বরাক বাঁধ প্রকল্প নিয়ে সমীক্ষার বিষয় বিবেচনা করছে কমিশন এবং সুপারিশ করা হচ্ছে যে, বন্যা নিয়ন্ত্রণ এবং সিলেট, কাছাড় ও এর আশপাশের এলাকার সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের বিশেষজ্ঞরা এই প্রকল্প পর্যালোচনা করবেন।"

ভারতে বাংলাদেশের হাইকমিশনার তারেক এ করিম সাংবাদিকদের বলেন, ১৯৭২ থেকে ১৯৮২ সাল পর্যন্ত বিষয়টি এমনই ছিল। কিন্তু ১৯৮২ সালে যখন দেখা যায়, এই প্রকল্প বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হতে পারে, তখন দৃশ্যপট পাল্টে যায়।

১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত যৌথ নদী কমিশনের ১৩টি বৈঠক হয়। এরপর ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত (বিএনপি আমলে) আটটি বৈঠক, ১৯৮২ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত ১১টি বৈঠক হয়। তবে ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রতিবেশী দুই দেশের যৌথ নদী কমিশনের কোনো বৈঠক হয়নি।

১৯৯৬ থেকে ২০০১ সালে তিনবার, ২০০২ থেকে ২০০৬ সাল মেয়াদে দুইবার এবং বর্তমান সরকারের মেয়াদে একবার বৈঠকে বসেছে যৌথ নদী কমিশন।

বিদ্যুৎ

টিপাইমুখ বাঁধ প্রকল্পে ২২ হাজার হেক্টরের একটি জলাধার নির্মাণের পরিকল্পনা করা হয়েছে এবং বন্যার সময় এটা পূর্ণ করা হবে।

প্রস্তাবিত এই জলাধারে ৯০০ কোটি ঘনমিটার পানি ধারণ ক্ষমতা থাকবে, যা কাপ্তাই লেকের চেয়ে ছয় গুণ বড়।

জলশক্তি ব্যবহার করে এই প্রকল্পে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ভারতের উচ্চ পর্যায়ের এক কূটনৈতিক সূত্রের বক্তব্য, এই প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন খুব বেশি লাভজনক হবে না।

পানি সেচ প্রকল্প

ভারতের পানিসম্পদ সচিব বলেন, সেচের কোনো পরিকল্পনা না থাকায় টিপাইমুখ প্রকল্পে পানি প্রত্যাহার করা হবে না।

ফুলের তলে ব্যারেজ নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো প্রকল্পও তাদের নেই।

টিপাইমুখ থেকে একশ' কিলোমিটার ভাটিতে ফুলের তলাতে ব্যারেজ নির্মিত হবে বলে কথা উঠেছে।

তিস্তা চুক্তি

ভারতের পানিসম্পদমন্ত্রী বলেন, তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে উভয় দেশের সরকারের মধ্যে রাজনৈতিক সদিচ্ছা রয়েছে এবং যত দ্রুত সম্ভব এ চুক্তি সইয়ের জন্য তারা চেষ্টা করছেন।

গত বছরের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি সই হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তা আটকে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এমআই/২১৩৪ ঘ.






__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___