Banner Advertiser

Friday, September 7, 2012

[mukto-mona] Canada closed ties with Iran, embassy closed in Ottawa!



It has more:

http://www.real-timenews.com/details.php?id=51802&p=1&s=7   

ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করল কানাডা

Sat 8 Sep 2012 8:14 AM BdST

rtnn নিউজ ডেস্ক, ৮ সেপ্টেম্বর (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- কানাডা ইরানে তার  দূতাবাস বন্ধ করে দিয়েছে। একই সাথে ইরানের সাথে কানাডা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।

কানাডা থেকে ইরানের রাষ্ট্রদূতদের বহিস্কার করা হয়েছে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ারড শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন।

এদিকে রাশিয়ায় সাংবাদিকদের কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ারড বলেন, ইরান মানবাধিকার লঙ্ঘনকারী দেশ এবং সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে এমন অভিযোগ করে তিনি বলেন, তবে ইরানে সামরিক অভিযান সম্পর্কে তার কিছু জানা নেই।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ায় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সামিটে অংশ নিয়েছেন।

ইরান থেকে কানাডার সকল কূটনীতিককে প্রত্যাহার করে নেয়া হয়েছে এবং আগামী পাঁচদিনের মধ্যে কানাডা থেকে ইরানের কূটনীতিকদের চলে যেতে বলা হয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহাহু ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করায় কানাডাকে অভিনন্দন জানিয়েছেন।

এক বিবৃতিতে নেতানিহাহু বলেন, কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের সাহসী নেতৃত্বের জন্যে এটা সম্ভব হয়েছে।

ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে কানাডার মনোভাবকে সাধুবাদ জানিয়ে নেতানিহাহু বলেন, ইরানের বোঝা উচিত পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য নিয়ে সে আর এগিয়ে যেতে পারবে না। কানাডার এ সিদ্ধান্তকে নেতানিহাহু বাস্তব বলেও মন্তব্য করেন।

নেতানিহাহু বলেন, কানাডার এ সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে নৈতিকতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে সাহায্য করবে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত বলেছেন, কানাডার এ সিদ্ধান্ত চটজলদি করে নেয়া এবং তা চরম ব্যবস্থা। খুব শীঘ্রই ইরান এর জবাব দেবে বলে জানান এই মুখপাত্র।

শুক্রবারও ইরানে কানাডার দূতাবাসে লোকজন পাসপোর্ট ও ভিসাসহ অন্যান্য প্রয়োজনে লাইন ধরে দাঁড়িয়ে ছিল এবং এক পর্যায়ে বলা হয় দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে।

এরপর অটোয়াতে ইরানের দূতাবাসের সকল কাজকর্ম বন্ধ হয়ে যায়। এরফলে দুটি দেশের নাগরিকদের মধ্যে দূতাবাস সেবা বন্ধ হয়ে গেল।

১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে কানাডার সাথে সম্পর্ক হোঁচট খেতে থাকে।

১৯৮০ সালে তেহরান থেকে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বের করে দেয়ার পর কানাডার দূতাবাস আট বছরের জন্যে বন্ধ ছিল।

১৯৯৬ সালে এ দুটি দেশ ফের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

২০০৩ সালে ইরানে জাহরা কাজেমি নামের এক ফ্রিল্যান্স ফটোগ্রাফারের মৃত্যুকে কেন্দ্র করে কানাডা তার কূটনীতিককে প্রত্যাহার করে নেয়া। জাহরা কাজেমি উভয় দেশের নাগরিক ছিলেন এবং ইরানে সরকারের হেফাজতে তার মৃত্যুকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে অভিহিত করে কানাডা।

২০১২ সালে অটোয়ায় দুদেশের কঠিন বাতচিতের পর কানাডা ফের ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করে। সিরিয়াকে ইরানের সমর্থন ও ইসরাইলকে সমালোচনা করায় কানাডা এ সিদ্ধান্ত নেয়।

কানাডার তরফ থেকে বলা হচ্ছে, ইরান কানাডার অবস্থান ভাল করেই অবহিত। ইরানের ভূমিকা বিশ্বশান্তির জন্যে হুমকি বলেও ওই বিবৃতিতে বলা হয়।

বিবৃতিতে বলা হয়, ইরান এখনো সিরিয়াকে সমর্থন দিয়ে যাচ্ছে, জাতিসংঘের প্রস্তাবনা মেনে নিতে ব্যর্থ হচ্ছে এবং ইসরাইলকে হুমকি দিচ্ছে।

ইরান ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে বলে কানাডা অভিযোগ এনেছে।

গত নবেম্বরে ইরানের ছাত্ররা তেহরানে বৃটিশ দূতাবাসের সামনে বিক্ষোভ করে এবং এক পর্যায়ে দূতাবাসের ভেতরে ঢুকে পড়ে তছনছ করে। লন্ডনে ইরানের রাষ্ট্রদূতকে তলব করে এ ঘটনার নিন্দা জানায় বৃটেন। বৃটেন বলে যথাযথ নিরাপত্তা নিতে পারেনি ইরান যার জন্যে তেহরানে ছাত্ররা দূতাবাসে ঢুকে পড়ে।

তবে ২০০৩ সালে ইরানে জাহরা কাজেমির মৃত্যুর পর কানাডায় দেশটির কোনো রাষ্ট্রদূত ছিল না।

কানাডার নাগরিকদের ইরানের সাথে কোনো প্রয়োজনের ব্যাপারে তুরস্কের আঙ্কারায় দেশটির দূতাবাসের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/সিবিসি/আরআই_ ০৮০৮ ঘ.
শেয়ার করুনঃ 




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___