Banner Advertiser

Wednesday, September 26, 2012

[mukto-mona] Joy Bangla



President Michael Chilufya Sata of Zambia adresses in 67th
UN general assembly with 'Joy Bangla'
 NURUL HAQ-BACHCHU bachchuhaq@yahoo.com
জাতিসংঘে জাম্বিয়ার প্রেসিডেন্টের মুখে 'জয় বাংলা'
এনা, নিউইয়র্ক থেকে ॥ কৈশোরে একাত্তরে বাঙালীর মুক্তিযুদ্ধের কথা শুনে 'জয় বাংলা সেøাগান' রপ্ত করেছিলেন জাম্বিয়ার বর্ণাঢ্য এক রাজনৈতিক পরিবারের সন্তান মাইকেল চিলুসিয়া শাটা। সময়ের পরিক্রমায় সেই যুবকটি এখন জাম্বিয়ার প্রেসিডেন্ট হয়েছেন এবং জাতিসংঘের চলতি সাধারণ অধিবেশনে তিনি ঐ দেশের প্রতিনিধি দলের নেতা হিসেবে নিউইয়র্কে এসেছেন। ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে 'পিস বিল্ডিং এ ওয়ে ফরোয়ার্ড টুয়ার্ডস সাসটেইনেবল পিস এ্যান্ড সিকিউরিটি' শীর্ষক এক শীর্ষ বৈঠকে জয় বাংলা সেøাগান দিয়ে উপস্থিত ২৫ দেশের শীর্ষ নেতৃবৃন্দকে অবাক করে দেন। এর মাজেজা কেউ না বুঝেই অশুদ্ধভাবে তার সঙ্গে কণ্ঠ মেলান। পুরো অডিটরিয়ামে হাসির রোল পড়ে যায়। এ বৈঠকে সভাপতিত্ব করছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিও অবাক বিস্ময়ে জাম্বিয়ার প্রেসিডেন্টের আচরণ মুগ্ধ নয়নে অবলোকন করেন। এভাবেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানাচ্ছেন বিভিন্ন দেশের নেতারা। উচ্চ পর্যায়ের এ বৈঠকে সমাপনী বক্তব্য দেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এর আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং জাম্বিয়ার প্রেসিডেন্ট মঞ্চে আসন গ্রহন করেন। শেখ হাসিনা তার বক্তব্যে 'টেকসই শান্তি ও মজবুত নিরাপত্তা ব্যবস্থা'র আলোকে বক্তব্য পেশ করেন। ক. স্থায়ী শান্তি নিশ্চিতে কি কি করা উচিত তার অগ্রাধিকার তালিকা, খ. আঞ্চলিক সম্পর্ক জোরদার করা এবং গ. পরস্পরের সহায়তায় সকল কর্মকা-কে এগিয়ে নেয়া। এ ব্যাপারে সর্বসম্মত একটি সিদ্ধান্তও গৃহীত হয়েছে। এ সময় অনেকে উল্লেখ করেন যে, দাঙ্গা-হাঙ্গামা রোধে বাংলাদেশ শুধু শান্তি মিশনে সৈন্য সরবরাহই করছে না, তারা দাঙ্গার অবসান ঘটালে ঐসব দেশে স্থায়ী শান্তির জন্যও কাজ করছে। শেখ হাসিনা এ সময় বলেছেন যে, বেকারত্ব ঘোচাতে হবে শান্তিপূর্ণ সমাজ কাঠামো বিনির্মাণে। খাদ্য নিরাপত্তার জন্যে উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই। ঐ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও সেখানে ছিলেন।
শেখ হাসিনার সঙ্গে ২৫ সেপ্টেম্বর এক বৈঠকে মিলিত হয়ে মিসরের প্রেসিডেন্ট মোহাম্মেদ মরসী আইসা আল আয়াত বলেছেন, আমরাও গণতন্ত্র কায়েম করেছি। মিসরও বাংলাদেশের মতোই। বাংলাদেশ এবং মিসর ভাই ভাই, তাই আসুন আমরা দু'দেশের মধ্যে ব্যবসা-বিনিয়োগ এবং যাতায়াত ব্যবস্থা সুদৃঢ় করি এবং পাসপোর্ট-ভিসার প্রথা উঠিয়ে দেই। বাংলাদেশের প্রতি মিসরের এ আন্তরিকতার কারণ হচ্ছে, বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি। তা মিসরীয়দের আকৃষ্ট করছে। আন্তর্জাতিক পরিম-লে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইমেজ এভাবেই বিল্ড হয়েছে সামগ্রিক উন্নয়ন পরিক্রমা সুবিন্যস্ত হওয়ায়-দাবি করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড, এ কে এ মোমেন।






__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___