Banner Advertiser

Monday, October 1, 2012

[mukto-mona] বিশ্বব্যাংকের প্রতিনিধিরা এ মাসেই আসছেন!!!!!



পদ্মা সেতু প্রকল্প

বিশ্বব্যাংকের প্রতিনিধিরা এ মাসেই আসছেন

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০২-১০-২০১২
পদ্মা সেতু নিয়ে আলোচনার জন্য চলতি মাসেই বাংলাদেশে আসছেন বিশ্বব্যাংকের প্রতিনিধিরা। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ মূল্যায়ন ও প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন দাতা সংস্থার প্রতিনিধিরা। এরপরই অর্থায়নের চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বিশ্বব্যাংক।
গতকাল সোমবার বাংলাদেশে বিশ্বব্যাংকের পরিচালক অ্যালেইন গোল্ডস্টেইনের দেওয়া এক বিবৃতিতে এ মাসে দুটি প্রতিনিধিদলের আসার তথ্য জানানো হয়। এর আগে গতকাল ১ অক্টোবর বিশ্বব্যাংকের প্রতিনিধিদের ঢাকায় আসার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই সফর পিছিয়ে গেলে নানা সন্দেহ দেখা দেয়। তবে বিশ্বব্যাংক গতকাল বিবৃতিতে সন্দেহ আপাতত নিরসন করেছে। অবশ্য প্রতিনিধিদল কবে আসবে তার কোনো তারিখ জানায়নি দাতা সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়েছে, 'বিশ্বব্যাংক সম্প্রতি পদ্মা বহুমুখী সেতুতে নতুন করে সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে বিশ্বব্যাংকের দুটি প্রতিনিধিদল শিগগিরই ঢাকায় আসবে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি সম্পর্কে বাংলাদেশের তদন্তের অবাধ ও পূর্ণাঙ্গতা মূল্যায়নের জন্য আসবে আন্তর্জাতিকভাবে বিশিষ্ট দুর্নীতি দমন বিশেষজ্ঞদের একটি বহিরাগত প্যানেল। এই মূল্যায়নের সঙ্গে সঙ্গে দ্বিতীয় প্রতিনিধিদলটি সহযোগী দাতাদের সমন্বয়ে প্রকল্প বাস্তবায়নব্যবস্থা পুনর্নির্ধারণ করবে, যার ফলে দাতাদের ক্রয় প্রক্রিয়া আরও নিবিড় পর্যবেক্ষণ সম্ভব হবে। বিশ্বব্যাংক এখন প্রতিনিধিদলের সদস্যদের কর্মসূচি সমন্বয় করছে এবং এ মাসের মধ্যেই বাংলাদেশ তাদের স্বাগত জানাবে বলে আমরা আশা করি।'
নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে দলটি আলোচনা করবে, সে দলে থাকবেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক জ্যাক স্ট্রেইন, সংস্থার এদেশীয় পরিচালক অ্যালেন গোল্ডস্টেইন ও পদ্মা সেতু প্রকল্পে ঋণ কার্যক্রমে বিশ্বব্যাংকের দলনেতা মাসুদ আহমেদ। দুর্নীতি দমন কমিশনের সঙ্গে আলোচনা করবে বিশ্বব্যাংকের নিয়োগ করা আইন ও তদন্ত বিশেষজ্ঞদের একটি দল। এদিকে পদ্মা সেতু প্রকল্পের সহ-ঋণদাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ এশীয় ট্রান্সপোর্ট-বিষয়ক পরিচালক শ্রীউইডো ওয়াটির নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত রোববার ঢাকায় এসে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। এডিবির এই প্রতিনিধিদলটির সদস্যরা গতকাল সেতু বিভাগের সচিব ও পদ্মা সেতু প্রকল্পের পরিচালক সফিকুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ঢাকায় আসবে কি আসবে না, সে বিষয়টি এডিবিও জানতে পারেনি।
বিশ্বব্যাংক গত ২০ সেপ্টেম্বর পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। এর আগে সংস্থাটি এ প্রকল্পে দুর্নীতি বিষয়ে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগে গত ২৯ জুন ঋণ চুক্তি বাতিল করে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___