Banner Advertiser

Thursday, November 29, 2012

[mukto-mona] যে মুহূর্তে জামায়াতের উত্থান ঘটেছে




শুক্রবার, ৩০ নভেম্বর ২০১২, ১৬ অগ্রহায়ন ১৪১৯
যে মুহূর্তে জামায়াতের উত্থান ঘটেছে
মাহমুদুল বাসার
বিএনপির প্রকাশ্য শেল্টার পেয়ে জামায়াতের চরম উত্থান ঘটেছে যে মুহূর্তে, সে সময়ে একজন আওয়ামী লীগ বিদ্বেষী তাত্ত্বিক আওয়ামী লীগের চরিত্র হননে তৎপর হয়েছেন। একটি জাতীয় দৈনিকের কলামে বলেছেন আওয়ামী লীগ নাকি 'ধর্মবিযুক্ত' দল নয়।
ঐ তাত্ত্বিক অবশ্য প্রায় অর্ধশতাব্দীর বেশি সময় ধরে লাগাতার আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা শেখ হাসিনার সমালোচনা নয় শুধু, অন্ধ আক্রোশে বিরোধিতা করে যাচ্ছেন। মনে হয় শেখ হাসিনা যখন এই পৃথিবীতে থাকবেন না তখন তার ছেলেমেয়েকেও আক্রমণ থেকে রেহাই দেবেন না। এই সব তাত্ত্বিকই মার্কসবাদকে ফ্যাসিবাদে রূপ দিয়েছেন। এরাও লাদেন, মোল্লা ওমর, গুলবুদ্দিন হেকমতিয়ার, মওলানা মওদুদী ও দোলোয়ার হোসেন সাঈদীদের মতো কট্টর জঙ্গীপন্থী। যে তাত্ত্বিকবাদের মগজে মানবতা উদারতার বালাই নেই, তারা ফ্যাসিবাদী না হয়ে পারে না।
আওয়ামী লীগ 'ধর্মবিযুক্ত' দল নয় বলে ফতোয়া দিয়েছেন যে তাত্ত্বিক, তিনি বাঙালী জাতীয়তাবাদ এবং বাংলাদেশী জাতীয়তাবাদের মধ্যে কোন পার্থক্য দেখেন না। তিনি ভাষা আন্দোলনের ওপর যে বইটি লিখে খ্যাতি অর্জন করেছেন, সে বইতে ভাষা আন্দোলনের সমস্ত কৃতিত্ব দিয়েছেন অলি আহাদ ও তোয়াহা সাহেবকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি ভাষা আন্দোলনের শত্রু হিসেবে দাঁড় করাবার চেষ্টা করেছেন। বঙ্গবন্ধু নাকি ১৯৪৮ সালের ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জোর করে চেয়ার কেড়ে নিয়ে সভাপতির পদ দখল করেছিলেন। তিনি নাকি বক্তৃতা দিতে জানতেন না, কেরিবেরি অর্থহীন বক্তৃতা দিতেন।
বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে বলেছেন, "১৬ তারিখ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র সভায় আমরা সকলেই যোগদান করলাম। হঠাৎ কে যেন আমার নাম প্রস্তাব করে বসল সভাপতির আসন গ্রহণ করার জন্য। সকলেই সমর্থন করল। বিখ্যাত আমতলা এই আমার প্রথম সভাপতিত্ব করতে হলো।" অসমাপ্ত আত্মজীবনী পৃ : ৯৬।
জোর করে সভাপতিত্ব করা যায় নাকি? প্রস্তাবকে সমর্থন ছাড়া কেউ চেয়ার কেড়ে নিয়ে সভাপতিত্ব করতে পারেন এমন ন্যক্কারজনক মিথ্যা কথা ঐ সব প্যাথডিক্যাল বিদ্বেষী তাত্ত্বিকদের মুখেই মানায়। এই তাত্ত্বিকের বঙ্গবন্ধু বিদ্বেষের বিরুদ্ধে প্রয়াত পণ্ডিত ড. মযহারুল ইসলাম একজীবন লিখে গেছেন, একজীবন লিখেছেন জনপ্রিয় কলাম লেখক আবদুল গাফফার চৌধুরী।
ঐ পণ্ডিত ফতোয়া দিয়েছিলেন যে, শেখ মুজিবের কাজ না দেশ স্বাধীন করা। তারপর যখন দেশ স্বাধীন হয়েই গেল, তখন বলতে শুরু করলেন বাংলাদেশ স্বাধীন হয়নি। ভারতীয় সম্প্রসারণবাদ ও রুশ সংশোধনবাদ বাংলাদেশ দখল করেছে। দেশ স্বাধীন হওয়ার পর যে সব আন্ডারগ্রাউন্ডার উগ্রবাদের 'পূর্ববাংলা সর্বহারা পার্টি' বলে নিজেদের পরিচয় তুলে ধরতেন, তিনি তাদেরই সমর্থক ছিলেন।
১৯৭১ সালে চীন যে আমাদের বিরোধিতা করেছিল, মুক্তিযোদ্ধাদের নির্যাতন করার জন্য পাকিস্তানকে আমেরিকার সঙ্গে জোট বেঁধেছিল, তার মধ্যেও ওই তাত্ত্বিক তত্ত্বের আতর-গোলাপ ছিটিয়েছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকা-কেও তিনি সমর্থন করেছেন। বলেছেন যে, ১৫ আগস্ট নাকি আমাদের যথার্থ স্বাধীনতা দিবস।
আর যে মুহূর্তে স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী, বুদ্ধিজীবী নিধনকারী জামায়াতের উত্থান ঘটেছে, যুদ্ধাপরাধের বিচারে বাধার জন্য সারাদেশে নৈরাজ্যের তা-বলীলায় মেতে উঠেছে, শত শত পুলিশ জখম করেছে, আইনমন্ত্রীর গাড়ি বহরে আক্রমণ করেছে কেরোসিন ঢেলে পুলিশের গায়ে আগুন দিয়েছে, পুলিশের অস্ত্র কেড়ে নেয়ার মতো ধৃষ্টতা দেখিয়েছে, পুরো রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জামায়াত সেই মুহূর্তে ওই তাত্ত্বিক তত্ত্ব খাড়া করে বলছেন আওয়ামী লীগ 'ধর্ম বিযুক্ত' দল নয়?। না, আওয়ামী লীগ ধর্মবিরোধী দল হবে কেন? আওয়ামী লীগ একটি ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক দল। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই ব্যক্তিগত জীবনে নিষ্ঠাবান ধার্মিক, কিন্তু আওয়ামী লীগ বিএনপি জামায়াতের মতো ধর্মকে হাতিয়ার করে, ধর্ম বিক্রি করে ক্ষমতায় যেতে চায় না। ধর্মের উস্কানিমূলক বিভাজন সৃষ্টি করা, রাজনীতির সঙ্গে ধর্মকে মিশ্রিত করার কাজ বিএনপি-জামায়াতের আওয়ামী লীগের নয়। 'মসজিদে উলুধ্বনি বাজাবে, মা- দুর্গায় বেশি আস্থা রাখে, ভারতের মাসিমা, এমন সব সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য তো বিএনপি-জামায়াতের আওয়ামী লীগের নয়।
বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে বিএনপি ঘোষণা দিয়েছে, তারা কখনও জামায়াতকে ছাড়বে না আর জামায়াতের সঙ্গে সংঘাত লেগেছে আওয়ামী লীগের। এই সংঘাত সাম্প্রদায়িকতা ও অসাম্প্রদায়িক শক্তির সংঘর্ষ, তা যেন তাত্ত্বিক মহোদয় মনে রাখেন।
শুক্রবার, ৩০ নভেম্বর ২০১২, ১৬ অগ্রহায়ন ১৪১







__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___