Banner Advertiser

Thursday, December 27, 2012

[mukto-mona] Fw: খালেদার গাড়ির চারপাশে স্লোগান ছিল ‘ট্রাইব্যুনাল ঘেরাও হবে’

With her instruction they did so !!
She is acting Ameer of Jamat !!

----- Forwarded Message -----
From: SyedAslam <syed.aslam3@gmail.com>
To: Khobor <khabor@yahoogroups.com>; notun Bangladesh <notun_bangladesh@yahoogroups.com>; chottala@yahoogroups.com
Sent: Thursday, December 27, 2012 12:39 AM
Subject: খালেদার গাড়ির চারপাশে স্লোগান ছিল 'ট্রাইব্যুনাল ঘেরাও হবে'


বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১২, ১৩ পৌষ ১৪১৯
খালেদার গাড়ির চারপাশে স্লোগান ছিল 'ট্রাইব্যুনাল ঘেরাও হবে'
স্টাফ রিপোর্টার ॥ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে জনসংযোগ কর্মসূচীর বিষয় উল্লেখ করা হলেও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বুধবারের গণসংযোগে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের দাবি গুরুত্ব পেয়েছে। যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে স্লোগানে চাপা পড়ে ছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিষয়টি। খালেদা জিয়ার এ কর্মসূচীতে যুদ্ধাপরাধীদের মুক্তিই যেন প্রধান দাবি হয়ে উঠেছিল। জোট নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতিটি পথসভায় জামায়াতের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। গণসংযোগকালে পথিমধ্যেও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের যুদ্ধাপরাধীদের মুক্তির দাবি সংবলিত নানা স্লোগানে সরব দেখা গেছে। একই দাবিতে শত শত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে এ কর্মসূচীতে অংশ নেয় জামায়াত নেতাকর্মীরা। 
গণসংযোগের প্রথম পথসভা অনুষ্ঠিত হয় গাবতলীতে। খালেদা জিয়া সভাস্থলে পৌঁছার আগে থেকেই সেখানে যুদ্ধাপরাধীদের দাবিতে মিছিল করতে থাকে শিবির কর্মীরা। মানবতাবিরোধী অপরাধে কারাগারে আটক নেতাদের মুক্তির দাবিতে গাবতলী এলাকায় শত শত ব্যানার নিয়ে অবস্থান নেয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। গাবতলীর এসএ খালেক বাস কাউন্টার মাঠ, মিরপুর বাঙলা কলেজ, টেকনিক্যাল মোড়, গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়েছিল তারা। পথসভা শেষে খালেদা জিয়া গাবতলী থেকে কারওয়ান বাজারের উদ্দেশে রওয়ানা হলে তার গাড়ির চারপাশে শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়ে 'সাঈদীর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে' 'ঘেরাও ঘেরাও ঘেরাও হবে ট্রাইব্যুানাল ঘেরাও হবে' স্লোগানে ওই এলাকা উত্তপ্ত করে তোলে। এভাবে শুধু সাঈদী নয়, যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াতের সব নেতার মুক্তির দাবিতে সেøাগান তোলে তারা। খালেদা জিয়ার গাড়ি ধীরগতিতে টেকনিক্যাল মোড়ের দিকে এগোতে থাকলে মিছিলকারীরাও গাড়ির পেছনে এগোতে থাকে। মিছিলকারীদের হাতে থাকে প্ল্যাকার্ডে আটক জামায়াত নেতাদের ছবিও ছিল।
একই চিত্র দেখা গেছে কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, খিলগাঁও বালুর মাঠ, ভাটারা এলাকায়। কারওয়ান বাজারে খালেদা জিয়ার মঞ্চের সামনেই যুদ্ধাপরাধীদের মুক্তি দাবি সংবলিত ব্যানার দেখা যায়। প্রগতি টাওয়ারের সামনে অনুষ্ঠিত এ সভার সামনের দিক ছিল জামায়াত ও শিবিরের দখলে। এখানে অনুষ্ঠিত পথসভায় জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ১৯৭৫ সালে বাকশাল কায়েম করে আওয়ামী লীগকে চরম মূল্য দিতে হয়েছিল। এবারও তথাকথিত ও ষড়যন্ত্রমূলক ট্রাইব্যুনালের নামে জাতীয় নেতৃবৃন্দের বিচার করলে চরম মূল্য দিতে হবে। কাজেই এখনও সময় আছে ট্রাইব্যুনাল বাতিল করুন।
খিলগাঁও বালুর মাঠ এলাকাও রীতিমতো শিবিরের দখলে ছিল। এ মাঠের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অবস্থান নেয়। ভাটারার পথসভায় যুদ্ধাপরাধের অভিযোগ দায়েরকৃত মামলা প্রত্যাহার, আটককৃতদের মুক্তির দাবি, ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে নেতাকর্মীরা ছিল সোচ্চার। ব্যানার, ফেস্টুন, পোস্টার, মঞ্চের বক্তব্যে ছিল একই দাবি। দিনব্যাপী রাজধানীজুড়ে খালেদার গণসংযোগকালে শিবিরের নেতাকর্মীরা তাদের দাবির বিষয়টি এ কর্মসূচীর প্রধান দাবি হিসেবে তুলে ধরে। শিবিরের একদল নেতাকর্মী গণসংযোগকালে পুরো সময়ই খালেদা জিয়ার গাড়িবহরের চারপাশে তাদের দাবির স্লোগান দেয়। খিলগাঁও বালুর মাঠের মঞ্চে বক্তব্য দেয়ার সময় ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদ অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ না করলে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘেরাও করার হুমকি দেন। এ সময় তিনি ট্রাইব্যুালকে 'অবৈধ' বলেও দাবি করেন। এর আগে গাবতলীতে পথসভায় ১৮ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের দালাল আখ্যায়িত করে শেখ হাসিনাকে জেলে পাঠিয়ে জামায়াত নেতা নিজামী, সাঈদীকে মুক্ত করে আনার ঘোষণা দেন। 
গণসংযোগ কর্মসূচী চলাকালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে। এই লিফলেটে যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর খোলা চিঠি রয়েছে। সেই চিঠিতে সাঈদী বলেছেন, গণতন্ত্রের লেবাসধারী এই সরকার রাজনৈতিক প্রতিহিংসাবশত যুদ্ধাপরাধের দায় চাপানোর মিশন নিয়ে হেলাল উদ্দিনকে (সাঈদীর মামলার তদন্ত কর্মকর্তা) আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। মিথ্যাচার প্রতিষ্ঠায় স্বনামখ্যাত হেলাল উদ্দিন আমার বিরুদ্ধে ২০টি জঘন্য মিথ্যা অভিযোগ এনে, সরকারী ও দলীয় আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য আমার নাম বিকৃত করেছে। আমার পারিবারিক পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, ছাত্রজীবন থেকে শুরু করে লুটেরা, খুনী, ধর্ষক, নারী সরবরাহকারী, অগ্নিসংযোগকারী, পাক বাহিনীর দোসর, দুর্ধর্ষ রাজাকার, এক কথায় এই তদন্ত কর্মকর্তা মনের মাধুরী মিশিয়ে চার হাজার পৃষ্ঠার নাটক রচনা করেছেন আমার বিরুদ্ধে। খোলা চিঠিতে সাঈদী বলেন, কোন মুসলমানের কলিজায় সর্বশক্তিমান আল্লাহর ওপর বিন্দুমাত্র বিশ্বাস থাকলে, মৃত্যুর ভয় থাকলে, পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় থাকলে, জাহান্নামের কঠিন শাস্তির ভয় থাকলে অন্য কোন মুসলমানের বিরুদ্ধে শুধু আদর্শিক ও রাজনৈতিক শত্রুতার কারণে এত জঘন্য মিথ্যাচার করা সম্ভব হতো না। স্বয়ং খালেদা জিয়াও যুদ্ধাপরাধের বিচারের সমালোচনা করেছেন পথসভাগুলোতে। খালেদা দাবি করেছেন, সরকার সত্যিকার অর্থে যুদ্ধাপরাধীদের বিচার করতে পারছে না। এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ কেন নেয়নি সে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপার্সন। তিনি সরকারের উদ্দেশে বলেছেন, আপনারা যুদ্ধাপরাধের সুবিচার ও স্বচ্ছ বিচার করুন। প্রধানমন্ত্রীর আত্মীয়-স্বজন ও ক্ষমতাসীন দলের ভেতরে যাঁরা আছেন তাঁদেরও বিচারের আওতায় নিয়ে আসুন। তাহলে মানুষ বুঝবে যুদ্ধাপরাধের স্বচ্ছ বিচার হচ্ছে।
http://www.dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2012-12-27&ni=120213

বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১২, ১৩ পৌষ ১৪১৯




26 Dec 2012   02:17:43 PM   Wednesday BdST



লিফলেট: 'দেল্ল্যা রাজাকার' আমি নই


জাহাঙ্গীর সুমন, মফিজুল সাদিক ও ইমরান আলী
বাংলানিউজটোয়েন্টিফোর.কম


জামায়াতের শোডাউন
 
                
জামায়াত নেতাদের মুক্তির দাবিতে কারওয়ান বাজারে পোস্টার হাতে কর্মীরা সমকাল
সমকাল প্রতিবেদক

সমকাল :: জামায়াতের শোডাউন ::

সমকাল প্রতিবেদক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে গণসংযোগ কর্মসূচি পালিত হলেও যুদ্ধাপরাধের বিচার বন্ধের দাবিতেই বেশি সরব ছিল ১৮ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে বুধবার রাজধানীতে দিনব্যাপী গণসংযোগ করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। গণসংযোগে জামায়াত-শিবিরের ...

বিএনপির গণসংযোগে জামায়াতের শোডাউন

ঢাকা, ডিসেম্বর ২৬: ১৮ দলীয় জোটনেতা খালেদা জিয়ার গণসংযোগে ব্যাপক শোডাউন দিচ্ছে জামায়াত। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ আরো কিছু দাবিতে ঘোষিত এ গণসংযোগে যুদ্ধাপরাধীদের মুক্তির দাবি জানানো হচ্ছে।জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কারাগারে থাকা তাদের নেতাদের মুক্তির দাবিতে শতশত...
  1. বিডিটুডে.নেট: জামায়াতের শোডাউন

    জামায়াতের শোডাউন. 27 Dec, 2012. নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে গণসংযোগ কর্মসূচি পালিত হলেও যুদ্ধাপরাধের বিচার বন্ধের দাবিতেই বেশি সরব ছিল ১৮ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে বুধবার রাজধানীতে দিনব্যাপী গণসংযোগ করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। গণসংযোগে ...
  2. গণসংযোগে জামায়াতের শোডাউন. নিজস্ব প্রতিবেদক ১৮ দলীয় জোট প্রধান ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গণসংযোগ কর্মসূচিতে ব্যাপক শোডাউন করেছে জামায়াত-শিবির। প্রতিটি পথসভার অনেকাংশই ছিল তাদের দখলে। পুলিশ বাধা না দেয়ায় দলটির মহানগরীর আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীরা এসব পথসভায় অংশ নেন।



মুক্তিযুদ্ধবিরোধী পক্ষের প্রতীক ছিলেন গোলাম আযম
যুদ্ধাপরাধী বিচার
সুলতানা কামালের জবানবন্দী
আলবদর ১৯৭১ - ১৬ (শেষাংশ)
মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১২, ২৭ ভাদ্র ১৪১৯
আলবদর ১৯৭১ - ১৫ 


সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১২, ২৬ ভাদ্র ১৪১৯
 
আলবদর ১৯৭১ -১৪



রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১২, ২৫ ভাদ্র ১৪১৯

 আলবদর ১৯৭১ -১৩ : আলবদর ১৯৭১ ॥ বুদ্ধিজীবী হত্যা ... ..
শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১২, ২৪ ভাদ্র ১৪১৯

বুদ্ধিজীবী হত্যা; ২৫ মার্চ থেকে ১৪ ডিসেম্বর, ১৯৭১ - ঢাকা বিশ্ববিদ্যালয়

http://www.somewhereinblog.net/blog/onujibblog/28882040


আলবদর ১৯৭১ -১২
শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১২, ২৩ ভাদ্র ১৪১৯
আলবদর ১৯৭১ - ১১

বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১২, ২১ ভাদ্র ১৪১৯

 আলবদর ১৯৭১ - ১০

মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১২, ২০ ভাদ্র ১৪১৯


আলবদর ১৯৭১ - ৯

সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১২, ১৯ ভাদ্র ১৪১৯
  আলবদর ১৯৭১ 

http://www.dailyjanakantha.com/news_view.php?nc=16&dd=2012-09-02&ni=107855 
রবিবার, ২ সেপ্টেম্বর ২০১২, ১৮ ভাদ্র ১৪১৯
 আলবদর ১৯৭১  - 
শনিবার, ১ সেপ্টেম্বর ২০১২, ১৭ ভাদ্র ১৪১৯

আলবদর ১৯৭১ -    
শুক্রবার, ৩১ আগষ্ট ২০১২, ১৬ ভাদ্র ১৪১৯

আলবদর ১৯৭১ - ৫ 
বৃহস্পতিবার, ৩০ আগষ্ট ২০১২, ১৫ ভাদ্র ১৪১৯
আলবদর ১৯৭১ - ৪
বুধবার, ২৯ আগষ্ট ২০১২, ১৪ ভাদ্র ১৪১৯
আলবদর ১৯৭১ - 
মঙ্গলবার, ২৮ আগষ্ট ২০১২, ১৩ ভাদ্র ১৪১৯
আলবদর ১৯৭১ - 
সোমবার, ২৭ আগষ্ট ২০১২, ১২ ভাদ্র ১৪১৯
আলবদর ১৯৭১  - ১ 
রবিবার, ২৬ আগষ্ট ২০১২, ১১ ভাদ্র ১৪১৯ 

৭১-এর যুদ্ধাপরাধ ও জামায়াতে ইসলামী

২৮ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:৪৬

৭১ জামায়াতে ইসলামীর বর্বরতার আরেকটি নৃশংস উদ্যোগ হচ্ছে হিটলারের গেস্টাপো বাহিনীর কায়দায় আলবদর, আলশামস বাহিনী গঠন, বুদ্ধিজীবী হত্যার নীল নকশা প্রণয়ন এবং জামায়াতের ঘাতকদের দ্বারা সুপরিকল্পিতভাবে বিশিষ্ট বুদ্ধিজীবী ও পেশাজীবীদের হত্যা
যুদ্ধাপরাধীদের বিচারএকাত্তরে তাঁরা কে কোন দলে ছিলেন, কী করেছেন প্রতীক ইজাজ ও উম্মুল ওয়ারা সুইটিhttp://www.kalerkantho.com/?view=details&type=single&pub_no=124&cat_id=1&menu_id=13&news_type_id=1&index=4&archiev=yes&arch_date=03-04-2010

একাত্তরে গোলাম আযমের বিবৃতি:

প্রথম আলো অনলাইন ডেস্ক | তারিখ: ১১-০১-২০১২
থেমে থাকেনি গোলাম আযমের চক্রান্ত:

শুধু মুক্তিযুদ্ধের নয় মাস নয়, এরপর সাত বছর ধরে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করেন গোলাম আযম। এ সময় তিনি বাংলাদেশকে পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ 'পূর্ব পাকিস্তান' হিসেবেই দাবি করেন। বাংলাদেশ রাষ্ট্র উচ্ছেদ করে আবারও পাকিস্তানের সঙ্গে একীভূত করতে গঠন করেন 'পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি'। .....
 মানবতাবিরোধী অপরাধের বিচার
রাজাকার-আলবদর বাহিনী গড়ার হোতা গোলাম আযম:...১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে জামায়াত নেতা-কর্মীরা গোলাম আযমের নেতৃত্বে মুক্তিযুদ্ধের বিরোধিতা শুরু করেন। রাজাকার, আলশামস ও আলবদর বাহিনী গঠন করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন এই জামায়াত নেতা। .......http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Bank&pub_no=794&cat_id=1&menu_id=14&news_type_id=1&index=0&archiev=yes&arch_date=16-02-2012থেমে থাকেনি গোলাম আযম:
দেশ স্বাধীনের পরও পূর্ব-পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে স্বাধীনতা বিপন্নের ষড়যন্ত্র করেছিল ঘাতক গুরু গো'আযম :
ছাত্র সংঘ' নাম পাল্টিয়ে 'বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির' নামে যাত্রা শুরু করে।: 
.... ছাত্রশিবিরের নেতারা নিজেদের সংগঠনের জন্মের প্রকৃত ইতিহাসকে অস্বীকার করে মিডিয়াকে মিথ্যা তথ্য দিয়ে বলেছে, 'ছাত্রসংঘ থেকে ছাত্রশিবিরের জন্ম হয়নি। ১৯৭৭ সালে শিবির সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন নেতৃত্ব নিয়ে বাংলাদেশের ছাত্র সমাজের মাঝে যাত্রা শুরু করেছে।' ছাত্রসংঘের সঙ্গে ন্যূনতম কোনো সম্পর্ক থাকার কথাও তারা অস্বীকার করে যাচ্ছে নিলর্জ্জভাবে।