Banner Advertiser

Saturday, May 18, 2013

[mukto-mona] হেফাজত নিজেও ‘কয়েক হাজার কর্মী’ নিহতের তথ্য বিশ্বাস করে না !!!!



HIFAJOTIDER  KHABOR  NAI ,

BNP-JAMAATER  GHUM  NAI !!

হেফাজত নিজেও 'কয়েক হাজার কর্মী' নিহতের তথ্য বিশ্বাস করে না
এমন প্রচারের বিষয়টি খতিয়ে দেখতে তারা নিজেরাও তদন্ত কমিটি করেছে
গাফ্ফার খান চৌধুরী ॥ গত ৫ মে মতিঝিল শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েক হাজার নেতাকর্মী মারা যাওয়ার তথ্য হেফাজতে ইসলাম নিজেও বিশ্বাস করে না। হেফাজতের অমন প্রচারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য দলের তরফ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এখন পর্যন্ত তদন্তে কয়েক হাজার নেতাকর্মী মারা যাওয়ার বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে নিখোঁজ নেতাকর্মীদের বিষয়েও তদন্ত চলছে। প্রতিটি জেলায় জেলায় তদন্ত কমিটির সদস্যরা অনুসন্ধান করে যাচ্ছেন। তবে হেফাজতে ইসলাম ১৩ দফা ইমানী দাবি আদায়ে আবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। এ জন্য সারাদেশেই হেফাজতে ইসলাম অন্যান্য ইসলামী দলগুলোর সহায়তায় সাংগঠনিক ও দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
হেফাজতে ইসলামের এক শীর্ষ পর্যায়ের নেতা নাম প্রকাশ না করার শর্তে জনকণ্ঠকে জানান, ২০১০ সালে নারীনীতি ও ফতোয়া সম্পর্কিত উচ্চ আদালতের রায় বাতিল দাবির প্রেক্ষিতেই হেফাজতে ইসলামের জন্ম হয়। চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ ও কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা আহমদ শফী সম্পূর্ণ অনানুষ্ঠানিকভাবে একটি ইসলামী মহাসম্মেলনের ডাক দেন। সেই সম্মেলনে যোগ দেয় দেশের সব ইসলামী সংগঠন ও কওমী মাদ্রাসার প্রধানরা। ওই সময় গঠিত হয় হেফাজতে ইসলাম। সংগঠনটিকে সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। এরপর বিভিন্ন ইসলামী সম্মেলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল হেফাজতের কার্যক্রম।
পরে ব্লগারদের সাম্প্রতিক কর্মকা-ের প্রেক্ষিতে তারা প্রকাশ্যে আসে। সংগঠনের প্রকাশ্যে আসার পেছনে অন্য কোন রাজনৈতিক দলের প্রভাবও থাকতে পারে। কারণ প্রকাশ্যে আসার আগ পর্যন্ত হেফাজতে ইসলামের মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মসূচী অন্যান্য ইসলামী দলের মাধ্যমে করা হতো। অন্যান্য ইসলামী দল হেফাজতের সভা সমাবেশ করার পেছনে শুরু থেকেই সহায়তা করছে। তখন থেকেই হেফাজতে ইসলামের জেলা পর্যায়ের কমিটি গঠন চলছিল। চলতি বছরের ৯ মার্চের পর হেফাজতের কর্মকা- আরও জোরালো হয়। দ্রুতগতিতে কমিটি গঠনও শুরু হয়। বর্তমানে হেফাজতে ইসলামের জেলা পর্যায়ের কমিটি গঠন প্রায় শেষ পর্যায়ে। মাঠ পর্যায়ে কাজ শুরু হবে। বিগত একম শ' বছরের ইতিহাসে এত দ্রুত কোন সংগঠনের ব্যাপক বিস্তার লাভ করার বিষয়টি হেফাজতে ইসলামেরই প্রথম।
এর ফলেই গত ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচী পালন করে হেফাজতে ইসলাম। কর্মসূচীতে ২ লাখের বেশি মানুষ জমায়েত হয়। কর্মসূচীর আড়ালে অন্যান্য ইসলামী দলের নেতাকর্মীরাও যোগ দিতে পারেন। হেফাজতে ইসলাম নিজ অর্থায়নে মতিঝিলের মঞ্চ তৈরি করেছিল। এছাড়া তাদের আর কোন টাকা লাগেনি। মতিঝিলে হেফাজতের অবস্থান নিয়ে নানা বির্তক আছে।
প্রসঙ্গত, গত ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতীরা। এদিকে ওদিন সকাল থেকেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ আশপাশের পুরো এলাকা দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে বায়তুল মোকাররমের সামনের অন্তত হাজারখানেক দোকানপাট, ৬ শতাধিক পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে। ২ শতাধিক যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। সাংবাদিক, পুলিশ, পথচারীসহ ২ শতাধিক আহত হন। শতাধিক ভবন ভাংচুর হয়। ওইদিনই বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নেতা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হেফাজতে ইসলামকে আনুষ্ঠানিক সমর্থন ও সহযোগিতা করার ঘোষণা দেন। এমন ঘোষণায় হেফাজতে ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে টানা অবস্থান নেয়। তারা ১৩ দফা ইমানী দাবি আদায় না হওয়া পর্যন্ত মতিঝিল ছাড়বে না বলে ঘোষণা দেয়।
রাত আড়াইটার দিকে বিজিবি, পুলিশ ও র‌্যাব সম্মিলিত অভিযান চালিয়ে হেফাজতে ইসলামকে সরিয়ে দেয়। পরদিন সকালে বিএনপির শীর্ষ নেতা এমকে আনোয়ার অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে ওই রাতে অন্তত কয়েক হাজার হেফাজত নেতাকর্মী নিহত হয়েছে। তাদের লাশ গুম করা হয়েছে।
এমন অভিযোগের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) একেএম শহীদুল হক একাধিকবার মিডিয়ার সামনে দাবি করেন, ঘটনার রাতে অভিযানে কোন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। প্রচুর সাউন্ড গ্রেনেড, রবার বুলেট ও টিয়ারশেল ব্যবহার করা হয়েছে। তারা কয়েকজনের লাশ পেয়েছেন। তবে হেফাজতের হাজার হাজার নেতাকর্মী মারা যাওয়ার অভিযোগ পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। মূলত রাজনৈতিক ফায়দা লুটতে এবং সাধারণ মানুষের মনে নেতিবাচক ধারণার জন্ম দিতেই পরিকল্পিতভাবে এমন প্রপাগান্ডা চালানো হচ্ছে। যার সঙ্গে বাস্তবের কোন মিল নেই।
এসব বিষয়ে হেফাজতে ইসলামের ওই শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনার রাতে তিনি মতিঝিলে উপস্থিত ছিলেন। সন্ধ্যার পর পরই তিনি মতিঝিল থেকে বাসায় চলে যান। পুলিশ ওই রাতে কয়েক শ' হেফাজত নেতাকর্মীকে গ্রেফতার করেছে বলে বিভিন্ন মাধ্যমে দাবি করা হলেও তা সঠিক নয়। দলের মহাসচিব জুনায়েদ বাবুনগরী ও খুলনার মামুনুল হক ব্যতীত হেফাজতের শীর্ষ পর্যায়ের আর কোন নেতাই গ্রেফতার হননি। সবমিলিয়ে হেফাজতের এ পর্যন্ত সর্বোচ্চ ৪০ থেকে ৫০ নেতাকর্মী গ্রেফতারের তথ্য রয়েছে তাদের কাছে। হাজার হাজার নেতাকর্মী নিহত হওয়ার বিষয়টিও বিশ্বাসযোগ্য নয়। তিনি ব্যক্তিগতভাবে এ তথ্যের সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পাচ্ছেন না।
তারপরও বিষয়টি খতিয়ে দেখতে দলের তরফ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। কয়েকজন শীর্ষ নেতার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বিভিন্ন জেলার নেতারা সহায়তা করছেন। কমিটিকে নিখোঁজদেরও একটি তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। তবে পুলিশের তরফ থেকে হেফাজতে ইসলামের সচিবালয় আক্রমণ এবং বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক লুটের পরিকল্পনা থাকার যে কথা বলা হয়েছে তা সঠিক নয়।
বায়তুল মোকাররমসহ মতিঝিল এলাকায় নাশকতার বিষয়ে তিনি বলেছেন, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতেই হয়ত বিশেষ কোন গোষ্ঠী বা রাজনৈতিক দল তাদের আড়ালে পবিত্র জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তবে তিনি সেই গোষ্ঠী সম্পর্কে আর কোন মন্তব্য করতে রাজি হননি। হেফাজতে ইসলাম তাদের ১৩ দফা দাবি আদায়ে পিছপা হবে না। সারাদেশে হেফাজতে ইসলাম সংগঠিত হচ্ছে। তারা আবার মাঠে নামবে। থানা পর্যায়ে তাদের সংগঠন নেই। তাই থানা পর্যায়ের অন্যান্য ইসলামী সংগঠনের মাধ্যমে তাদের কর্মকা- পরিচালিত হচ্ছে। অন্যান্য ইসলামী সংগঠনও তাদের দাবিদাওয়া আদায়ে বিভিন্ন ভাবে সহায়তা করছে।


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___