Banner Advertiser

Wednesday, June 19, 2013

[mukto-mona] Re: [KHABOR] AL lost all the 4 seats in city council election! We have to find our faults, weakness constructively & amicably! No blame game among us! [2 Attachments]

[Attachment(s) from Engr. Shafiq Bhuiyan included below]

Dear Molla A Latif vai,

 

Many thanks for your nice input.

I mostly agree with your observations and comments.

But I politely differ on this,

 

"আওয়ামীলীগের দোষের এখন আর সীমা পরিসীমা নেই। অন্যায়, অত্যাচার, লুটপাট, দুর্ণীতি, দু:শাসন ইত্যাদি যতরকম খারাপ আছে সবই সরকার করেছে "

 

Yes, this Govt has done some of those also and they were not angel too!

But are these more than previous Jamat-BNP Govt.

I have some statistics, which shows, current AL Govt has done much much (I have used 'much' twice) better in most of the good items and done much less in most of the bad items

 

I might be wrong!

Would you please give your some comparative statistics and data on those items of AL era and Jamat-BNP era!

 

But I made some hard work ns prepared some comparative statistics and data and facts, in support of my comment,. I have prepared this about 6 months ago (2001 to 2010)

I have attached as PDF file

Please read it carefully. I have given the references (mainly anti AL source)

I am giving also some other data,

 

সত্য সত্যই, এগুলো কি কম অর্জন!

 

ইদানিং এবং প্রায় সময়ই  বিভিন্ন সাধারণ জন, এমনকি অনেক 'নামকরা' সাংবাদিক-সম্পাদক, বুদ্ধিজীবী - নুন্যতম  পড়াশুনা না করে ঢালাও ভাবে এবং এমনকি কোন চিন্তা ভাবনা না করে, বিভিন্ন প্রচার মাধ্যমে নির্ধিধায়  নিসংকোচে বলেন যে

"বর্তমান আওয়ামীলীগ সরকারের দোষের এখন আর সীমা পরিসীমা নেই। দেশকে অর্থনৈতিক ভাবে ধ্বংস করা, লুটপাট-দুর্ণীতি (পদ্মাসেতু-ডেসটিনি-হলমার্ক), অন্যায়-অত্যাচার-দু:শাসন ইত্যাদি যতরকম খারাপ আছে সবই প্রচুর পরিমানে এই সরকার করেছে এবং আগের সব রেকর্ড ভেঙ্গে ফেলেছে "

 

এগুলি যে কত বড় নির্লজ্জ মিথ্যা, তা নিচের তুলনামুলুক তথ্য উপাত্ত থেকে দিবালোকের মত স্পস্ট প্রমানিত !

আমি এগুলি দেশের প্রথম শ্রেনীর সংবাদ মাধ্যম থেকে সংগ্রহ সম্পাদনা করেছি, প্রায় মাস যাবত! এতে হয়ত +/-% ভুল থাকে পারে!

দেশে বিদেশে বাঙ্গালীরা এবং বঙ্গবন্ধুর একনিষ্ঠ গুনুমুগ্ধ ভক্ত গন

সুখে থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন

 

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু

 

শুভেচ্ছান্তে

 

প্রকৌশলী সফিকুর রহমান অনু

অকল্যেন্ড, নিউজিল্যান্ড 

 

I have some statistics, which shows, current Awami League Govt has done much much (I have used 'much' twice) better in most of the 'good' items and done much less in most of the 'bad' items

 I made some hard work and prepared some comparative statistics - data - facts, in support of my comment. I have prepared this about 6 months ago!

References : The Daily Star, the Prothom Alo, the daily Ittefaq, The daily Janakantha and some other Govt and personal information available in web pages. There might be +/- 5% error. 

মাথাপিছু জাতীয় আয় বেড়েছে

মাথাপিছু জাতীয় আয় ২০০৮-০৯ অর্থবছরের ৬৭৬ মার্কিন ডলার থেকে ২০১২ -১৩ অর্থবছরের ৯৫০ ডলারে উন্নীত

 

খাদ্য উৎপাদন বেড়েছে

স্বাধীনতার পর বাংলাদেশের জনসংখ্যা দ্বিগুণ হলেও খাদ্য উৎপাদন বেড়েছে তিনগুণ। 'তলাবিহীন ঝুড়ি' থেকে এখন বাংলাদেশ খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে।

জিডিপি বেড়েছে

২০০৯-১০ অর্থবছরের প্রবৃদ্ধি ছিল দশমিক শূন্য শতাংশ এবং পরের ২০১০-১১ অর্থবছরে দশমিক শতাংশ ২০১১-১২১ অর্থবছরে দশমিক শতাংশ প্রবৃদ্ধি কখনও ছয় শতাংশের নিচে নামেনি

বর্তমানে ভারতে দশমিক চীনে প্রবৃদ্ধির হার দশমিক ৫। অন্যদিকে, নেপাল পাকিস্তানের প্রবৃদ্ধি দশমিক , সে বিবেচনায় বাংলাদেশ অনেক এগিয়েছে

ডলারের হিসেবে জিডিপি বেড়েছে ১৮ গুণের চেয়েও বেশি। সত্তর আশির দশকে যেখানে জিডিপির গড় প্রবৃদ্ধি ছিল যথাক্রমে . . শতাংশ, সেখানে বাংলাদেশ গত এক দশক ধরে ছয় শতাংশের ওপর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে চলেছে 

রিজার্ভ বেড়েছে

দেশের রিজার্ভ বিএনপির সময়ের বিলিয়ন ডলার থেকে

বর্তমান সরকার ১৫. বিলিয়ন ডলারে উন্নতি (155%) বৃদ্ধি করন

 

দারিদ্র্যের হার নামিয়ে এনেছে।

দারিদ্র্যের হার Jamat-BNP আমলে ছিল ৪০ শতাংশ।

গত ২০১২ -১৩ অর্থবছরের বাংলাদেশ সেই দারিদ্র্যের হার ৩০ শতাংশে নামিয়ে এনেছে।

 

অর্থনৈতিক উন্নয়ন বেড়েছে

·        অর্থনৈতিক উন্নয়নে ১০টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।

·        মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ ১৮টি দেশের একটি।

·        বিশ্বে ৫৬তম অর্থনৈতিক শক্তির নাম বাংলাদেশ

 

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, ২০০% বৃদ্ধি পেয়েছে

বিএনপির শাসনামলে ২০০১-০৬ সাল পর্যন্ত পাঁচ বছরে ১৭.৫৮ বিলিয়ন (১৭৫.৮০ কোটি) ডলার রেমিট্যান্স অর্জন হয়।

বৈশ্বিক অর্থনীতি মন্দা সত্ত্বেও সফল অর্থনৈতিক কূটনৈতিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিগত চার বছরে মোট ৪২ বিলিয়ন (৪২০ কোটি) ডলার রেমিট্যান্স অর্জন করা সম্ভব হয়েছে

 

বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়েছে, প্রায় ১০০% বৃদ্ধি পেয়েছে

পিডিবি সূত্র জানায়, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে হাজার ৫৪৫ মেগাওয়াট।

সর্বোচ্চ উৎপাদন হয়েছে হাজার ৪১৫ মেগাওয়াট

২০০৯ সালের ,২৬৮ মেগাওয়াটের স্থলে বর্তমানে উৎপাদন হাজার ৫৪৫ মেগাওয়াট

 

গ্রাহককে বিদ্যুৎ সংযোগের সংখ্যা বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেয়েছে

সরকার নতুন কোটি ৩০ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে।

দেশে ইতোমধ্যে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু বিদ্যুৎ সরবরাহের পরিমাণ ২২০ কিলোওয়াট আওয়ার থেকে বৃদ্ধি পেয়ে ২৬৫ কিলোওয়াট আওয়ারে উপনীত হয়েছে।

 

গ্যাস উৎপাদনের পরিমাণ বেড়েছে

সংসদে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,

বর্তমানে দৈনিক প্রাকৃতিক গ্যাস উৎপাদনের পরিমাণ হাজার ২৯৭ মিলিয়ন ঘনফুট

তিনি বলেন, ২০০৯ সালে বর্তমান সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন দেশে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের পরিমাণ ছিল গড়ে দৈনিক হাজার ৭৪৪ থেকে হাজার ৭৫০ মিলিয়ন ঘনফুট।

বর্তমান সরকার বিগত বছরে গ্যাস সেক্টরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় বর্তমানে গড়ে দৈনিক ৭৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৪২ %

 

টা নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার, গ্যাস উত্তোলন শুরু

 

রফতানি আয় বেড়েছে

চলতি অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) আগের অর্থবছরের এই সময়ের তুলনায়

রফতানি আয় বেড়েছে ২৩৫ কোটি ডলার।

প্রবৃদব্দি দাঁড়িয়েছে প্রায় ১১ শতাংশ

 

 

বাংলাদেশের আন্তর্জাতিক ঋণ মান স্থিতিশীল রয়েছে- তারিখ: ০৩-০৬-২০১৩

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ঋণ মান প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর (এসঅ্যান্ডপি) বাংলাদেশের অর্থনৈতিক ধারাবাহিক পরিস্থিতিকে স্থিতিশীল বলে প্রত্যয়ন করেছে। তাদের প্রত্যয়ন অনুসারে বাংলাদেশের বার্ষিক ঋণ মান হচ্ছে BB (-)

ভারত ঋণ মানের দিক থেকে বাংলাদেশ থেকে একধাপ এগিয়ে আছে। ভারতের ঋণ মান BBB (-)

বাংলাদেশ থেকে পিছিয়ে আছে যথাক্রমে শ্রীলঙ্কা, ঋণ মান B (+) এবং পাকিস্তানের ঋণ মান B (-)

বাংলাদেশের সমমানের অর্থাত্ ঋণ মানের দিক থেকে BB (-) একই পর্যায়ে আছে ভিয়েতনাম, মঙ্গোলিয়া নাইজেরিয়া

 

এক লাখ ১১ হাজার ৬৭৩টি ভূমিহীন পরিবারের মধ্যে ৫১ হাজার ৮৭১ একর কৃষি খাসজমি বন্দোবস্ত প্রদান গুচ্ছ গ্রাম প্রক্লপের মাধ্যমে হাজার ১৭২ টি ভূমিহীন পরিবারকে পুর্নবাসন

অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, ভাতাভোগীর সংখ্যা এক লাখ থেকে দেড় লাখে উন্নীত,

মুক্তিযোদ্ধা সরকারি চাকুরিজীবীদের অবসরের সয়সসীমা ৬০ বছরে উন্নীত

 

নির্বাচনি ইশতেহার অনুযায়ী শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা- অর্জনে সাফল্য, উপবৃত্তির আওতাভুক্ত ছাত্রছাত্রীর সংখ্যা ৪৮ লাখ থেকে ৭৮ লাখে উন্নীত,

 

প্রতিবছর বছরের প্রথম দিনে প্রাথমিক মাধ্যমিক স্তরের সকল ছাত্রছাত্রীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান,

 

২০১৩ সালের জানুয়ারি সম্পূর্ণ নতুন কারিকুলামের ২৭ কোটি বই বিতরণ চার বছরে মোট ৯২ কোটি বই বিতরণ

 

অষ্টম পঞ্চম শ্রেণির সমাপনী হিসেবে জেএসসি/জেডিসি পিএসসি পরীক্ষা চালু

 

- ,৬২৪টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তি

 

সারাদেশে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক চালুর মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ

 

 নতুন আটটি হাসপাতাল, চারটি মেডিকেল কলেজ, সাতটি নার্সিং কলেজ ১২টি নার্সিং ইনস্টিটিউটের কার্যক্রম শুরু

 

সকল জেলায় জেলা তথ্য বাতায়ন এবং জেলা ওয়ান-স্টপ সেবাকেন্দ্র প্রতিষ্ঠা, কেন্দ্র থেকে কোনো ধরনের কালক্ষেপণ হয়রানি ছাড়া ভূমি সংক্রান্ত সেবা প্রদান

 

- মোবাইল ফোনের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস ফোন বিল প্রদান এবং রেলের টিকেট ক্রয়ের সুযোগ সৃষ্টি

 

দেশের অর্ধেক জনগোষ্ঠীর হাতে মোবাইল ফোন, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় তিন কোটি

 

ডিজিটাল কর ব্যবস্থা প্রবর্তিত

 

স্বল্প মধ্যম আয়ের লোকদের জন্যে ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহর, বিভিন্ন জেলা-উপজেলায় ৪১,৫৮১টি প্লট উন্নয়ন ৩১,৫৩৩টি ফ্ল্যাট নির্মাণের জন্য ৪৯টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন

 

গার্মেন্টস সেক্টরে ন্যূনতম ৩০০০ টাকা বেতনসহ ৩৫টি বেসরকারি শিল্প সেক্টরে ন্যূনতম মজুরি পুনঃনির্ধারণ, শ্রমিকদের অবসর গ্রহণের সময়সীমা ৬০ বছরে উন্নীতকরণ

 

সরকারি কর্মচারীদের জন্য যুগোপযোগী পে-স্কেল প্রদান

 

সরকারি নারী চাকুরিজীবী নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে ছয় মাসে উন্নীত

 

গত চার বছরে ২০ লাখ ৪৩ হাজারের বেশি বাংলাদেশি কর্মীর বিদেশে কর্মসংস্থান লাভ, বিদেশ থেকে রেমিটেন্স প্রাপ্তি ৪৪ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলার

 

মানবতার বিরুদ্ধে অপরাধ যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত দুটি ট্রাইব্যুনালে নয়টি মামলা বিচারাধীন

 

সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ঐতিহাসিক জয়,

 

ভারতের সাথে সীমানা চিহ্নিতকরণ, ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রাপ্তি এবং তিনবিঘা করিডোর উন্মুক্তকরণের মাধ্যমে ছিটমহলের সাথে মূল ভূখন্ডেরর সংযোগ স্থাপন

 

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রায় ছয় হাজার নির্বাচন অনুষ্ঠান নিরপেক্ষ সুষ্ঠুভাবে সম্পন্ন

 

নন-ইউরিয়া সারের মূল্য তিনবারে ৭০% থেকে ৭৮% পর্যন্ত হ্রাস, ইউনিয়ন পর্যায়ে আট হাজার ৬৮ জন ডিলার গ্রাম পর্যায়ে ২৮ হাজার খুচরা বিক্রেতা নিয়োজিত

 

মৎস্য উৎপাদন ২৫.৬৩ লাখ মেট্রিক টন থেকে বৃদ্ধি পেয়ে ৩২.৬২ লাখ মেট্রিক টনে উন্নীত

 

সামাজিক নিরাপত্তা বলয়কে সুসংহত রাখতে বয়স্কভাতা, বিধবা অসহায় নারী, অসচ্চল প্রসূতি মা, অসচ্চল পঙ্গু মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারসহ বিভিন্ন ভাতা-উপবৃত্তির সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভাতার পরিমাণ বৃদ্ধি;

 

৮৪টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আট কোটি ৮৪ লাখ মানুষের প্রত্যক্ষ উপকার ভোগ; ওএমএস, ভিজিডি, ভিজিএফ, টিআর, কাবিখা-সহ খাদ্য নিরাপত্তা খাতেই বছরে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়

প্রায় দুই লাখ ৬৮ হাজার বাংলাদেশি নাগরিকের মালয়েশিয়ায় অবস্থান বৈধ করার প্রক্রিয়া সম্পন্ন, আরো অধিক সংখ্যক কর্মী মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি

 

হজযাত্রী রেকর্ড সংখ্যায় বৃদ্ধি, ২০০৯ সালের ৫৮ হাজার ২৬৯ এর 'লে ২০১২ সালে এক লাখ নয় হাজার ৬১১ জনে বৃদ্ধি

 

একুশটি বৃহৎ সেতু নির্মাণ

 

৪৫টি নতুন ট্রেন চালু, ২০টি ট্রেন সার্ভিস বর্ধিত

 

চলচ্চিত্র সংক্রান্ত কর্মকাণ্ডকে শিল্প হিসেবে ঘোষণা

 

১৬টি বেসরকারি টেলিভিশন চ্যানেল, ১৪টি কমিউনিটি রেডিও সাতটি এফএম রেডিও' অনুমোদন

জাতিসংঘ মিশনে বিশ্বের বৃহত্তম শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি লাভ, বর্তমানে সশস্ত্র বাহিনীর প্রায় ১২ হাজার জনবল বিশ্বের ১০টি দেশে কর্মরত

 

রূপকল্প ২০২১ এর প্রেক্ষাপটে 'ফোর্সেস গোল ২০৩০' নির্ধারণ

 

হাতির ঝিল প্রকল্প (সমাপ্ত)

 

বনানী - মিরপুর ফ্লাই ওভার (সমাপ্ত)

 

কুরিল ফ্লাই ওভার (প্রায় 85 % সমাপ্ত)

গুলিস্থান ফ্লাই ওভার (প্রায় সমাপ্ত, to be open in next July)

 

এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজ শুরু

 

ডুয়াল ইঞ্জিন ট্রেন চালু চাটগা - ঢাকা

 

I can give many more statistics!

 

এগুলো কি কম অর্জন! অনেক ক্ষেত্রে অভাবনীয়

 তাই শুধু  মাত্র সরকারের সমালোচনার জন্য সমালোচনা না করে, আসুন  এই তথ্য গুলি দেখি একটু চিন্তা করি!

এত উন্নতি এই প্রবৃদ্ধি কি এমনিতেই হয়ে গেছে, তাহলে আগে হলো না কেন!

১৬ কোটি মানুষের একটা দেশে এতগুলি উন্নয়ন কাজ করা কিন্তু কম না

 

যেখানে, সারা পৃথিবী লড়ে যাচ্ছে অর্থনৈতিক মন্দা থেকে, সেখানে বর্তমান সরকারের উপরের সফলতা গুলি কিন্তু কম নয়!

এই গুলি দেখি না, অনেকে আবার উল্টাও দেখেন!

 

শুধু আমরা 'ঘরে তালা মারা' দেখি আর দেখি 'দালান নড়াচড়া করানো'

সত্য যেমন লুকানো যায় না, তেমনি সূর্যের আলো মেঘ দিয়ে ঢেকে, দিনকেও রাত বানানো যায় না

শাক দিয়ে যেমন মাছ ঢেখে রাখা  যায় না, তেমনি মিথ্যা বা চাপাবাজী করে, সত্যকে  চাপা দেওয়া যায় না

অসত্য মিথ্যার পরাজয় হচ্ছে এবং হবেই!

সত্য সত্যই, এবং সত্য প্রকাশিত হবেই!

 

 

 

 

তারপরেও যারা বলে

Awami লীগ-শেখ হাসিনার আমল  এবং BNP-জামাত-খালেদার আমল এর  মধ্যে তেমন কোনো পার্থক্য নাই -

দুই দলই মোটা-মোটি এক দুই জনই 'প্রায়' সমান -

 

তারপরেও যারা বলে

শেখ হাসিনা খালেদার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই -

দুজনই 'প্রায়' সমান -

 

তাদের

বেড়ে উঠায়, তাদের বিকাশে, তাদের জ্ঞানে, তাদের চিন্তা-চেতনায় -চরিত্রে, তাদের সততায় - নৈতিকতায়, তাদের রুচিতে - সর্বোপরি তাদের মাথায়- ব্যাপক সমস্যা আছে, ভেজাল আছে - এটা নিঃসন্দেহে বলা যায়

প্রকৌশলী সফিকুর রহমান অনু

অকল্যেন্ড, নিউজিল্যান্ড

২০শে জুন ,২০১৩


2013/6/19 Molla A.LATIF <mollaltf@gmail.com>
 

যদিও এ নির্বাচন নিয়ে বাজারে অনেকানেক রসালো গল্প আবিষ্কৃত হচ্ছে তবু এটা অস্বীকার করা যাবে না, আওয়ামীলীগ হেরে গেছে গরু হারা।অনেকে বলছেন ভরাডুবি হয়েছে এবং জাতীয় নির্বাচনে বি এন পি র কোন পরাজয় নেই।অনেকে আবার এর সাথে ছোট্ট একটি শর্ত জুড়ে দিচ্ছেন যদি তত্ত্বাবধায়কের অধীনে সে নির্বাচন হয়। আমাদের মত যারা কট্টর স্বাধীনতার পক্ষের মানুষ এবং যে কোন মূল্যেই হোক স্বাধীনতা বিরোধী জামাত এবং এর দোসর বি এন পি দের কট্টর বিরোধী তাদেরও এ নির্বাচন ঈমানকে নড়বড়ে করে দিয়েছে। অনেকে আবার অতি দুর্বল শান্তনা খুঁজছেন, শেখের বেটি দেখিয়ে দিয়েছে কীভাবে প্রভাবমুক্ত নির্বাচন করতে হয়। অনেকে আবার আরো একটু এগিয়ে বলছেন, জাতীয় নির্বাচনেও তিনি যদি এমন নির্বাচন করে দেখিয়ে দেন তাহলে কী ঘটবে? তাঁর দল আওয়ামীলীগ যদি জিতে যায় তাহলে তাঁর এ দেখিয়ে দেয়া তলিয়ে যাবে আর যদি হেরে যায় তাহলে সে হার তাকে মেনে নিতে হবে বিণা বাক্য ব্যায়ে। আর জাতীয় নির্বাচনের আগে যদি বি এন পি র দাবী তত্ত্বাবধায়ক সরকার মেনে নেন তাহলে ব্যাপার অনেক ঘুলাটে হতে পারে। যেমন ১১জন উপদেষ্টা নিয়ে মতৈক্যে না গেলে অনেক বড় সমস্যা দেখা দেবে। মতৈক্য হওয়াটা এখন দুরুহ কারণ এমনিতেই ১১জন নির্দলীয়, নিরপেক্ষ এবং অরাজনৈতিক যোগ্য ব্যক্তি পাওয়া আজকের বাংলাদেশে সম্ভব নয়।গেলেও সমস্যা সৃষ্টির উদ্যেশ্যেও মতৈক্যে না গেলে কিছুই করার থাকবে না। বল তখন বি এন পির কোর্টে ঠেলে দেয়া যাবে। নির্বাচন করতে হলে তখন বি এন পিকেই সমঝোতায় আসতে হবে। ধরা যাক তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হলো এবং আওয়ামীগ হেরে গেল।তখন সে ফলাফল মেনে নেয়া আওয়ামীলীগের জন্য বাধ্যগত হবে না এবং দেশের কপালে অনেক দু:খ আসবে। আর বি এন পি হেরে গেলে সে ফলাফল মেনে নিতে বি এন পি বাধ্য থাকবে স্বাভাবিক ভাবেই। এখন প্রশ্ন হলো কোন সরকারের ভধীনে নির্বাচন হবে এবং কে হারবে বা জিতবে। বর্তমান সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রেক্ষিতে এটা সবারই ধারণা আওয়ামীলীগের ভরাডুবি হবে যদি শেখ হাসিনা এমনই প্রভাবমুক্ত নির্বাচন উপহার দেন অথবা তত্ত্বাবধায়কারের অধীনে নির্বাচন হয়। আওয়ামীলীগের দোষের এখন আর সীমা পরিসীমা নেই। অন্যায়, অত্যাচার, লুটপাট, দুর্ণীতি, দু:শাসন ইত্যাদি যতরকম খারাপ আছে সবই এ সরকার করেছে এবং এর পরিণতি আওয়ামীলীগের ধ্বংস সাধন করেই হতে পারে। দেশের মানুষ এখন আর আওয়ামীলীগেকে বেঁচে থাকতে দেখতে চায় না। আমরাও বলি ধ্বংস হয়ে যাক আওয়ামীলীগ, কারণ জাতির জনক কবিগুরুর - সপ্তকোটি বাঙ্গালিরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙ্গালি করে মানুষ করনি - একথাকে মিথ্যে প্রমাণ করেছিলেন। বলেছিলেন, বাঙ্গালি আজ মানুষ হয়েছে। কিন্তু তাঁর সাথেই সে মানুষ বাঙ্গালির দাফনও হয়ে গেছে। এখন এ জাতি আর মানুষ নাই।জাতির জনকের আওয়ামীলীগ এ জাতির জন্য প্রযোজ্য নয়। এ জাতিকে শাসন করবে স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, রাজাকার, হেফাজতিরা এটাই সঠিক এবং যুগোপযোগি। তবে, বাঙ্গালি যদি মানুষ থেকে থাকে তাহলে এবং ১৫০০ বছর পূর্বের অন্ধার যুগে যেতে না চায় তাহলে আওয়ামীলীগের কোন বিকল্প তাদের কাছে আর নেই। বাঙ্গালীকে ঠিক করতে হবে জাতির জনকের মানুষ হিসেবে বেঁচে থাকবে না কবিগুরুর বাঙ্গালি হিসেবে বেঁচে থাকবে । আগামী জাতীয় নির্বাচন জাতির জন্য এক দুরুহ পরীক্ষা।


On Sun, Jun 16, 2013 at 6:45 PM, Engr. Shafiq Bhuiyan <srbanunz@gmail.com> wrote:
 

We lost all the 4 seats in last city council eWe lost all the 4 seats in last city council election!
It is a great and good advance warning before final game - to Awami League led government and to us too!
It is not Awami League's duty alone, it is our too.

Yes, we have to find our faults and weakness constructively and amicably!
No blame game among us!

See how Jamat-BNP workers-supporters-activists work, behave!
Our opponents (including many media & its people) were united and firm and we were not active and united, Govt has also not took it seriously!

We could not face or protested and resisted the continuous propaganda of our opponent!

One example, even 95% of Awami League minded people have starting believe that "corruption" had happened in Padma Bridge project!
Though it is not correct at all! Even World Bank also never told that corruption has 'occurred'! Though Khaleda and all Jamat-BNP leader openly blamed that corruption has already done (money as 'bribe' has been taken by AL minister & other few people!

WB, told, "Conspiracy" for corruption had been planned (not yet happened) and also that conspiracy was not planned by our people! Other (Canada's one company) people have panned to do some evil thing with 'help' or 'assistance' of some of our people! Still it is not proved or confirmed. A case, lodged by Canadian Police as per request of WB, is going on in Canada's court!
Our stupid media and opponent have made this corruption propaganda so cunningly and effectively that most us (even 95%+ of AL supporters) believed that!

Though directly concerned people (not from AL Govt or Party), like Prof Dr. Jamilur Reza Choudhury, Head of Expert committee of 5 overseas and 5 Bangalee experts, including one expert selected by WB and concerned Secretary categorically, openly and logically denied such allegation and rather they blamed WB for unethical pressure and demand!
Concerned Ministers have also repeatedly denied this false allegation repeatedly!  But we did not listen and believed to them!
But, most of us listened & believed our opponents comment!

Our opponent made and still making negative and false propaganda against us!
Rather protesting those "negative and false propaganda", some of us have believed (partly or fully) those "negative and false propaganda" and either
• Blamed our people or
• We mentally and psychologically became weak

We believe our undisclosed also open opponent's 'fine' propagandas and react wrongly - which Jamat-BNP supporters-workers never do!

Have you seen any criticism by Jamat-BNP leader-worker-supporter of any bad-wrong activity-statement-comment of their leader or Party?

No. They never do it rather they defend it very seriously; even though, they know it is not correct!
That is why being improper and minority, they win!
lection!
It is a great and good advance warning before final game - to Awami League led government and to us too!
It is not Awami League's duty alone, it is our too.

Yes, we have to find our faults and weakness constructively and amicably!
No blame game among us!

See how Jamat-BNP workers-supporters-activists work, behave!
Our opponents (including many media & its people) were united and firm and we were not active and united, Govt has also not took it seriously!

We could not face or protested and resisted the continuous propaganda of our opponent!

One example, even 95% of Awami League minded people have starting believe that "corruption" had happened in Padma Bridge project!
Though it is not correct at all! Even World Bank also never told that corruption has 'occurred'! Though Khaleda and all Jamat-BNP leader openly blamed that corruption has already done (money as 'bribe' has been taken by AL minister & other few people!

WB, told, "Conspiracy" for corruption had been planned (not yet happened) and also that conspiracy was not planned by our people! Other (Canada's one company) people have panned to do some evil thing with 'help' or 'assistance' of some of our people! Still it is not proved or confirmed. A case, lodged by Canadian Police as per request of WB, is going on in Canada's court!
Our stupid media and opponent have made this corruption propaganda so cunningly and effectively that most us (even 95%+ of AL supporters) believed that!

Though directly concerned people (not from AL Govt or Party), like Prof Dr. Jamilur Reza Choudhury, Head of Expert committee of 5 overseas and 5 Bangalee experts, including one expert selected by WB and concerned Secretary categorically, openly and logically denied such allegation and rather they blamed WB for unethical pressure and demand!
Concerned Ministers have also repeatedly denied this false allegation repeatedly!  But we did not listen and believed to them!
But, most of us listened & believed our opponents comment!

Our opponent made and still making negative and false propaganda against us!
Rather protesting those "negative and false propaganda", some of us have believed (partly or fully) those "negative and false propaganda" and either
• Blamed our people or
• We mentally and psychologically became weak

We believe our undisclosed also open opponent's 'fine' propagandas and react wrongly - which Jamat-BNP supporters-workers never do!

Have you seen any criticism by Jamat-BNP leader-worker-supporter of any bad-wrong activity-statement-comment of their leader or Party?

No. They never do it rather they defend it very seriously; even though, they know it is not correct!
That is why being improper and minority, they win!


--

দেশে বিদেশে বাঙ্গালীরা এবং বঙ্গবন্ধুর একনিষ্ঠ গুনুমুগ্ধ ভক্ত গন

সুখে থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন

 

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু

 

শুভেচ্ছান্তে


Engr. Shafiqur  Rahman Anu
Auckland,
New Zealand
N.B.: If any one is offended by content of this e-mail, please ignore & delete this e-mail. I also request you to inform me by an e- mail - to delete your name from my contact list.



Attachment(s) from Engr. Shafiq Bhuiyan

2 of 2 File(s)


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___