Banner Advertiser

Thursday, June 27, 2013

[mukto-mona] এবার যেন আমরা আর ভুল না করি! বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই! তাহলে আমরাও এগিয়ে যাব! জয় হোক বাঙালীর, জয় হোক বাংলাদেশের!



 

এবার যেন আমরা আর ভুল না করি! বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই! তাহলে আমরাও এগিয়ে যাব!

 

যাদের বিরুদ্ধে (২০০২ থেকে ২০০৮ পর্যন্ত) দেশী - বিদেশী পত্র-পত্রিকায় অন্যান্য গণ মাধমে  অপকর্ম -দুর্নীতির খবর বেশী  ছাপা হয়েছিল - তারাই  এখন দলীয় ভাবে -সামাজিক ভাবে  বেশী সম্মানিত পুরস্কৃত হয়েছে!

 

জামাত-BNP আমলে (২০০২-২০০৬) এবং  জামাত-BNP মদদ পুস্ট উদ্দিনের (২০০৭-২০০৮) আমলেও  তো খালেদা -সাইফুর-তারেক-বাবর-ফালু-খোকা-SAKA-নাজমুল হুদা- মইন খান-মামুন-টুকু-কোকো-হারিস-নিজামী-মুজাহিদ -গম লালু-পিন্টু-লাল্টু    (কার বিরুদ্ধে না)  সহ জামাত-BNP এর প্রায় সব মন্ত্রী-MPদের বিরুদ্ধে ১টি নয়, টি নয় ডজন ডজন অপকর্ম -দুর্নীতির খবর পত্রিকায় অন্যান্য গণ মাধমে ছাপা হয়েচ্ছিল।

 

এমনকি তাদের অনেক অপকর্ম -দুর্নীতির অভিযোগ গুলি তাদেরই  দলের মন্ত্রী-MP-নেতারাই  বেশী করেছে!

যেমন ডাক্তার বদ চৌধুরী, সাইফুর রহমান, কর্নেল অলি,  মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবির তালুকদার, লে. জেনারেল মাহবুবুর রহমান (অব.), আব্দুল মান্নান ভুইয়া, আলমগীর কবীর, হুইপ আশরাফ   থেকে শুরু করে BNP এর অনেকে MP-নেতারাই  গুরুতর অভিযোগ এনেছিলেন! 

এমনকি সরকারী সচিব (খালেদার ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত একান্ত সচিব, নুরুল ইসলামের  বিশাল অভিযোগ নামা - যা দেশের সবচেয়ে বহুল প্রচারিত প্রথম শ্রেনীর বাংলা ইংরেজি দৈনিকে প্রকাশিত হয়েছিল )  সহ উচ্চ পর্যায়ের  অনেক সরকারী কর্মকর্তারাও বিশাল গুরুতর অভিযোগ করেছিল  এবং তা TV সহ সব পত্র -পত্রিকায় প্রকাশিতও হয়েছিল !

 

কিন্তু, চরম খালেদা – BNP বিদ্দ্যেসী আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা কি - খালেদা-তারেক-ফালু  কে ওই সমস্থ (আধা প্রমাণিত) পত্র -পত্রিকায় প্রকাশিত অপকর্ম -দুর্নীতির খবরের উপর ভিত্তি করে - এক দিনের জন্যও কি তাদের কে জেলে পুরতে পেরে ছিল!

না পারেনি এবং পার্বেও না!

এত কম সময়ে পার্বেও না - আমাদের ঘুনেধরা বিচার প্রশাসনিক সিস্টেমের কারণে!

 

তাদের বিরুদ্ধে তাদের  অপকর্ম -দুর্নীতির খবর TV, পত্র পত্রিকায় অন্যান্য গণ মাধমে যে পরিমানে   ছাপা হয়েচ্ছিল - তার শতকরা ১০ ভাগ যদি সত্য হয়, তাহলেও তো ওদের প্রায় সবারই মৃত্যুদন্ড বা নিদেন পক্ষে যাবজীবন করাদন্ড জরিমানা  হওয়ার কথা!

 

কিন্তু হয়েছে কি!

হয়েছে  উল্টোটা!

 

যাদের বিরুদ্ধে (২০০২ থেকে ২০০৮ পর্যন্ত) দেশী - বিদেশী পত্র-পত্রিকায় অন্যান্য গণ মাধমে  অপকর্ম -দুর্নীতির খবর বেশী  ছাপা হয়েছিল - তারাই  এখন দলীয় ভাবে -সামাজিক ভাবে  বেশী সম্মানিত পুরস্কৃত হয়েছে!

 

২১ শে আগস্টের গ্রেনেড হামলা ছিল:

প্রধানত শেখ হাসিনা সহ সব বড়  বড় আওয়ামী লীগ নেতা কে হত্যা করা। এতে আল্লাহর খাস রহমতে ভাগ্যক্রমে বড়  বড় আওয়ামী লীগ নেতাদের (হানিফ ভাই) তার ব্যাক্তিগত নিরাপত্তা কর্মী (প্রাক্তন সৈনিক মাহবুব) দের  জীবনের  বিনিময়ে   আওয়ামী লীগ নেতা-কর্মী দের  মানব প্রাচীরের  জন্য শেখ হাসিনা আহত হয়েও প্রাণে  বেচে গিয়েছিলেন!

এতে প্রাণ দিয়েছিলেন আমাদের সর্বজন শ্রদ্ধেয়  প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রিয়তমা স্ত্রী, আওয়ামী লীগের বড়  নেতা আইভী রহমান  সহ  আওয়ামী লীগের ২৫ জন  জনপ্রিয়  নেতা-কর্মী!

গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হয়ে পরবর্তিতে ধীরে ধীরে  মারা গেছেন হানিফ ভাই, রাজ্জাক ভাই সহ অনেকে চিরস্থায়ী আহত পঙ্গু হয়েছেন কাদের ভাই, সুরঞ্জিত দা, মায়া ভাই সহ অনেক আওয়ামী লীগের  শত শত নেতা-কর্মী!

সেই  হামলার হত্যার  মূল  টার্গেট, শেখ হাসিনা   পরবর্তীতে দেশের প্রধান মন্ত্রী হয়েও, সেই   জিল্লুর রহমান,  রাষ্ট্রপতি হয়েও এবং তারা  প্রায় বছর  প্রধান মন্ত্রী রাষ্ট্রপতি  হিসাবে থাকার পরও কি -- ২০১৩ সালেও ২০০৪ সালের আগস্টের গ্রেনেড হামলার বিচার শুরু করতে পেরেছে?

 

তাহলে কি --

শেখ হাসিনা  তার হত্যাকারীর বিচার চান না ?

প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমানও  তার প্রিয়তমা স্ত্রীর হত্যাকারীর বিচার চান না ?

না, তারাও  বোধ হয় আপোস বা ষড়যন্ত্র করেছেন (আমাদের বামদের পছন্দের শব্দ ) - তাদের হত্যাকারীর সাথে!

 

তাই,

·        আমারা যা ভাবি, যা দেখি -

·        জনগণ যা ভাবে   যে ভাবে ভোট দেয়,

·        পত্র -পত্রিকাতে যা ছাপা হয়,

·        TV টক শোতে যারা এবং যা বলেন

 

তাদের মধ্যে -  অনেক অনেক ভেজাল আছে!

তার মধ্যে সব  সত্যও  নয়!

 

তাও আমরা জানি, তবুও,

আমরা ভুল করি,  জ্ঞাত ভাবে বা অজ্ঞাত ভাবে--

ভুল দলকে খারাপ দলের প্রার্থী কে ভোট দেই (বা 'তুলনামূলক' ভাবে ভালো  দলকে ভোট দেই না)

আমরা  আমাদের সেই "ইগো"কে  প্রাধান্য দিয়ে বার বার ভুল করি,  বার বার  পিছিয়ে পড়ি!

 

আমরা জ্ঞাত ভাবে বা অজ্ঞাত ভাবে ঘোড়া গাধা  "এক" মনে করি!

আর তাই,  আমরা বার বার প্রতারিত হই, বার বার ক্ষতিগ্রস্থ হই, বার বার পিছিয়ে পড়ি !

 

তাই আসুন, এবার যেন আমরা আর সেই ভুল না করি!

দেশের সব দল, সব নেতা - সব্বাই যেমন ১০০ % ভালো না, তেমনি সব্বাই আবার সমানও না!

তাই তাদের নিকট অতীত বর্তমানকে  স্মরণ করে, বিচার করে --

 
সব ভালো-খারাপের মধ্যে -  যে দল বা দলের নেতারা  - পরীক্ষিত ভাবে  এবং 'তুলনামূলক' ভাবে ভালো

 

সেই  দলকেই যেন  ভোট দেই, সেই দলের প্রার্থীকেই যেন  ভোট দেই!

বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই!

তাহলে আমরাও এগিয়ে যাব!
 

জয় হোক বাঙালীর, জয় হোক বাংলাদেশের!

 

 

দেশে বিদেশে বাঙ্গালীরা এবং বঙ্গবন্ধুর একনিষ্ঠ গুনুমুগ্ধ ভক্ত গন

সুখে থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন

 

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু

 

শুভেচ্ছান্তে


Engr. Shafiqur  Rahman Anu
Auckland,
New Zealand
N.B.: If any one is offended by content of this e-mail, please ignore & delete this e-mail. I also request you to inform me by an e- mail - to delete your name from my contact list.


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___