Banner Advertiser

Thursday, August 8, 2013

[mukto-mona] BBC Reporting



যুদ্ধকালীন অপরাধে ৯১-বছর বয়স্ক রুশের বিচার

সর্বশেষ আপডেট বৃহষ্পতিবার, 8 অগাষ্ট, 2013 18:26 GMT 00:26 বাংলাদেশ সময়

সার্গে মাসলভ

রাশিয়ায় ৯১-বছর বয়স্ক একজন প্রাক্তন সৈনিককে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনীর সাথে সহযোগিতার অভিযোগে দ্বিতীয় দফায় শাস্তি পেতে হয়েছে।

মস্কোর কাছে পুশকিন নামের এক শহরের আদালত সার্গে মাসলভ নামের এই প্রাক্তন সেনা সদস্যর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্জিত মর্যাদা এবং আর্থিক অনুদান প্রত্যাহার করে নিয়েছে।

মামনতোভকা নামের যে গ্রামে মি: মাসলভ বসবাস করতেন, সেখানকার বাসিন্দারা তাকে বিশ্বযুদ্ধের একজন বীর হিসেবেই জানতেন।

কিন্তু ২০০৩ সালে আরেকজন প্রাক্তন সৈনিক, সার্গে বুটুরলিন, মি: মাসলভের কাহিনি নিয়ে সন্দিহান হয়ে পুরনো কাগজ-পত্র ঘাঁটতে শুরু করেন।

সেই কাগজ-পত্র যখন মি: বুটুরলিন স্থানীয় সাংবাদিকদের হাতে তুলে দেন, তখন গ্রামবাসীরা স্থানীয় বিচারকের দফতরে অভিযোগ করেন। এবার শুরু হয় সরকারি তদন্ত, যার সমাপ্তি ঘটে মামলা, বিচার এবং মি: মাসলভকে দোষী সাব্যস্ত করে।

মামনতোভকা গ্রামাবাসীদের প্রচেষ্টায় বিচার

কিন্তু মি: মাসলভ বলেন যে তিনি তার ভুলের মাশুল ইতোমধ্যেই দিয়েছেন এবং অপরাধের জন্য এক দফা সাজা খেটেছেন।

অপরাধের মূল্য

সোভিয়েত রেড আর্মির অশ্বারোহী রেজিমেন্টে নিয়োজিত মি: মাসলভ ১৯৪২ সালে জার্মান বাহিনীর হাতে বন্দি হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের দিকে ১৯৪৪ সালে মার্কিন বাহিনী তাকে এক বন্দী শিবির থেকে মুক্ত করে আমেরিকায় নিয়ে যায়।

যুদ্ধ শেষে তাকে রাশিয়ায় ফেরত পাঠানো হলে সোভিয়েত কর্তৃপক্ষ তাকে জার্মানদের সাথে সহযোগিতার জন্য দেশদ্রোহিতার অভিযোগে কাঠগড়ায় দাঁড় করায়। দোষী সাব্যস্ত হয়ে তিনি আট বছর সাইবেরিয়ায় কারাভোগ করেন।

সোভিয়েত নেতা জোসেফ স্টালিনের মৃত্যুর পর ১৯৫৩ সালে এক সাধারণ ক্ষমার আওতায় তিনি মুক্তি পান, দু'বছর পর বিচারের রায় বাতিল ঘোষণা করা হয় এবং ১৯৬৬ সালে তিনি সেনাবাহিনীতে তার র‍্যাংকও ফেরত পান।

মি: মাসলভের আইনজীবীরা বলছেন, তিনি একজন বীর যোদ্ধা হিসেবে সনদ পেয়েছেন, যার ফলে তার প্রাপ্য মেডাল, বিনা মূল্যে নিজস্ব ফ্ল্যাট, গাড়ি এবং সরকার থেকে অন্যান্য আর্থিক অনুদান পেয়েছেন।

তার আইনজীবীরা বলছেন, মি: মাসলভ বন্দি হবার আগে নিজের দেশের জন্যই যুদ্ধ করেছিলেন।

কিন্তু বাদীপক্ষের আইনজীবীরা বলছেন, মি: মাসলভ বন্দি হবার পর জার্মানদের সাথে সহযোগিতা করেন, অন্য সোভিয়েত অফিসারদের ধরিয়ে দেন, এমনকি ফ্রান্সে জার্মান দালালদের একটি ব্যাটালিয়নের নেতৃত্বও দেন।

দ্বিতীয় দফা বিচার এবং তার ফলাফল দেখে মনে হচ্ছে, একবার সাজায় খেটে জীবন নিয়ে বেঁচে গেলেও, তার যুদ্ধকালীন অপরাধের জন্য অবশেষে সার্গে মাসলভকে এই বৃদ্ধ বয়সেও মূল্য দিতে হচ্ছে।




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___