Banner Advertiser

Monday, October 28, 2013

[mukto-mona] Re: Ex Awami Chief Justice Khairul Hoq should be arreested and prosecuted for irresponsible poliitical judgment: His Passport should be cancel ed immediately.



প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বহুল আলোচিত কথোপকথন উদ্বৃত করে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা বলেছেন, খালেদা জিয়া দণ্ডিত যুদ্ধাপরাধীদের মুক্তি দাবি করে মুক্তিযোদ্ধাদের গণহত্যাকারী হিসেবে অভিহিত করেছেন।উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, খালেদা জিয়া ফোনালাপে বলেছেন, 'মুক্তিবাহিনীর লোকেরাই গণহত্যা চালিয়েছিল'। রোববার গভীর রাতে একটি বেসরকারি টেলিভিশন স্টেশনের একটি অনুষ্ঠানে উপদেষ্টা ইমাম এ কথা বলেন। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী যখন তার সরকারি বাসভবনে বসে বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে কথা বলেন সেখানে উপদেষ্টা ইমাম অন্যান্য শীর্ষ আওয়ামী লীগ নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর সামনে উপস্থিত ছিলেন।
07252013_026_KHALEDA_ZIA
দুই নেত্রীর ফোনালাপের বিভিন্ন বক্তব্য তুলে ধরে তিনি বলেন, বিরোধী দলীয় নেত্রী উচ্চৈস্বরে কথা বলছিলেন, প্রায় সব কথা শোনা যাচ্ছিল।দুই নেত্রীর আলোচনার বিষয়বস্তু তুলে ধরার পাশাপাশি ফোনালাপের সময় দু'জনের কন্ঠস্বর ও মানসিক অবস্থা কেমন ছিল তা বর্ণনা করেন তিনি। তার ভাষ্যমতে, আলোচনার ৩৭ মিনিট জুড়ে প্রধানমন্ত্রী হাসিমুখে শান্তভাবে আলাপ করেছেন। উত্তেজিত হননি। অপরপ্রান্তের সেলফোনধারী বিরোধী নেত্রীর কণ্ঠস্বর স্বাভাবিক ছিল না। তার অনুমান, তিনি রাগান্বিত থাকতে পারেন বা সেধরনের মানসিক অবস্থায় ছিলেন খালেদা।
আলোচনার এক পর্যায়ে শেখ হাসিনা ২১ অগাস্টে গ্রেনেড হামলা চালিয়ে তাকে হত্যাচেষ্টার বিষয়টি তোলেন খালেদার কাছে।জবাবে খালেদা, ইমামের বর্ণনামতে বলেন,"সমাবেশে আপনারাই গ্রেনেড নিয়ে গিয়েছিলেন। হাসিনাকে উদ্বৃত করে তার উপদেষ্টা বলেন, আমরা তাহলে গ্রেনেড নিয়ে সুইসাইড করতে গিয়েছিলাম বলে বলতে চান আপনি। লাল টেলিফোন 'বিকল' থাকার বিষয়টি আলোচনায় ছিল জানিয়ে উপদেষ্টা ইমাম বলেন, প্রধানমন্ত্রীকে বিরোধীদলীয় নেত্রী জানান, তার ফোনটি অনেক বছর ধরে বিকল।
তিনি আরো বলেন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে টেলিফোন সারাতে টেকনিশিয়ান পাঠানো হলে খালেদা জিয়ার বাসভবনে তাকে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। ফোনালাপে শেখ হাসিনা খালেদা জিয়াকে ১৫ অগাস্ট জন্মদিন পালনের বিষয়টি মনে করিয়ে দেন বলে জানান উপদেষ্টা ইমাম।প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, আপনি তো আমাদের বাসায় অনেকবার এসেছেন, ছোট রাসেলকে তো আপনি দেখেছেন। তার মৃত্যুদিনে আপনি কিভাবে পারেন কেক কটাতে? জবাবে খালেদার বক্তব্য শোনার দাবিকারী উপদেষ্টা বলেন, তিনি বলেন, 'আমার জন্মদিনে আমি কেক কাটবো। তখন হাসিনা বলেন, "সেদিন আপনার জন্মদিন নয়, জন্মদিন হলেও……..
হরতাল দেয়ার আগে সংলাপ শুরুর বেঁধে দেয়ার কথা টেলিফোনে খালেদা অস্বীকার করেন বলেন দাবি করেন এইচ টি ইমাম। খালেদাকে উদ্বৃত করে তিনি বলেন, হরতাল শেষ হলে সংলাপের কথা বলেছি আমি। সংলাপের প্রসঙ্গে আলাপ এলে বিরোধী দলীয় নেত্রী সকল রাজবন্দীদের মুক্তির দাবি করলে প্রধানমন্ত্রী বলেন, আপনি সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের মুক্তিও চাইছেন? জবাবে মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক প্রয়াত জেনারেল জিয়াউর রহমানের স্ত্রী খালেদাকে উদ্বৃত করে যুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব ইমাম বলেন, আপনাদের মুক্তিবাহিনীরাই গণহত্যা করেছে। যাদেরকে বিচার করছেন তারা যুদ্ধাপরাধী নয়।
Print Friendly

0 Comments

- See more at: http://www.khabor.com/?p=11415#sthash.ZkKyBQxk.dpuf


On Monday, October 28, 2013 5:15 PM, Mohiuddin Anwar <mohiuddin@netzero.net> wrote:

মাহফুজ আনামের বিশ্লেষণ : তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিচারপতি খায়রুল হকের রায় 'রাজনৈতিক দায়িত্বজ্ঞানহীন'

স্টাফ রিপোর্টার
« আগের সংবাদ
 
পরের সংবাদ»
তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় দিয়ে বিতর্কিত সাবেক বিচারপতি এবিএম খায়রুল হক 'আমাদের সাগরের মধ্যে ফেলে দিয়েছেন' বলে মন্তব্য করেছেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম। তার ওই রায়কে 'রাজনৈতিক দায়িত্বজ্ঞানহীন' বলেও মন্তব্য করেছেন তিনি।
গতরাতে চ্যানেল টোয়েন্টিফোরের এক টকশোতে তিনি এ মন্তব্য করেন।
মাহফুজ আনাম বলেন, 'খায়রুল হক বুঝলেন না আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতা। তিনি একটি একটি রাজনৈতিক দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন। তিনি আমাদের সাগরের মধ্যে ফেলে দিয়েছেন।'
উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বিষয়ে আপিল শুনানি শেষে ২০১১ সালের ১০ মে মৌখিকভাবে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন খায়রুল হক। তার মৌখিক রায়ের ওপর ভিত্তি করেই সরকার একই বছরের অক্টোবর মাসে সংবিধানের পঞ্চদশ সংশোধনী সম্পন্ন করে। এ সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুরোপুরি বাদ দেয়া হয়।
সংক্ষিপ্ত রায়ে খায়রুল হক রাষ্ট্রের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক ধারাবাহিতকা রক্ষার স্বার্থে পরবর্তী দুই মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখার পক্ষে মত দিয়েছিলেন। রায় দেয়ার ৭ দিনের মাথায় তিনি অবসরে যান।
তার সেই রায়ের দোহাই দিয়ে সরকার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলে করে দেয়। এর ১১ মাস পর ২০১২ সালের সেপ্টেম্বর মাসে খায়রুল হক অবসরকালীন অবস্থায় নিজের বাসায় থেকে পূর্ণাঙ্গ রায় লিখে তাতে স্বাক্ষর করেন। কিন্তু সেখানে দুই মেয়াদের বিষয়টি এড়িয়ে যান তিনি। পূর্ণাঙ্গ রায়ে খায়রুল হক সরকারের সংশোধিত সংবিধানের প্রতিফলন ঘটান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবারই বলছেন, তিনি এক বছর সময় নিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছেন।
মাহফুজ আনাম তার বক্তব্যের প্রতিবাদ করে বলেন, সংবিধান সংশোধনের জন্য যে কমিটি করা হয়েছিল তারা তো খসড়া প্রস্তাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল রাখার সুপারিশ করেছিল। কিন্তু সেটি তো গ্রহণ করা হয়নি। শেখ হাসিনার সিদ্ধান্তকে 'খামখেয়ালি' বলেও মন্তব্য করেন তিনি।
খায়রুল হকের সমালোচনা করে মাহফুজ আনাম বলেন, পরবর্তী দুটি টার্মের জন্য তিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাধ্যতামূলক (মাস্ট) করে দিলে আজকের এই সঙ্কট হতো না।

 


____________________________________________________________
Do THIS before eating carbs (every time)
1 EASY tip to increase fat-burning, lower blood sugar & decrease fat storage
info.fixyourbloodsugar.com




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___