Banner Advertiser

Monday, October 7, 2013

[mukto-mona] > তিন বিকল্পের পথে দেশ



> তিন বিকল্পের পথে দেশ
>
> সরকার তিনটি বিকল্প সামনে রেখে এগোচ্ছে। এর একটি হচ্ছে দলীয় সরকারের
> অধীনে নির্বাচন। দ্বিতীয়টি হলো স্পিকারকে অন্তর্বর্তী সরকারপ্রধান করে
> নির্বাচনকালীন সরকার সাজানো। এই সরকারের অধীনে আয়োজিত নির্বাচনে
> সেনাবাহিনী মোতায়েন করা হবে। বিরোধী দল যে প্রস্তাবে সম্মত হবে সেদিকেই
> এগোবে সরকার। এগুলোর পরিবর্তে দেশে 'নৈরাজ্য' সৃষ্টির আশঙ্কা দেখা দিলে
> সরকার 'বিকল্প নিরাপত্তা' নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
>
> তৃতীয় বিকল্প প্রস্তাবের দিকে যাতে হাঁটতে না হয় সেজন্য জাতিসংঘ
> মহাসচিবের প্রতিনিধি, মার্কিন রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি,
> উন্নয়ন সহযোগী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা পর্যায়ে উদ্যোগ
> নেয়া হয়েছে। বিরোধী দলগুলোকে নির্বাচনমুখী করার জন্য নেয়া হয়েছে নানা
> পদক্ষেপ। কিন্তু দৃশ্যত কোনো পদক্ষেপই সফল হয়নি। সর্বশেষ চলতি মাসেই
> জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি দল ঢাকায় আসবে। তারা একটি সংলাপের চেষ্টা
> চালাবে। যার মাধ্যমে নির্বাচনকালীন সরকারের রূপরেখা চূড়ান্ত হওয়ার জোর
> সম্ভাবনা আছে। এ উদ্যোগ ব্যর্থ হলে তৃতীয় বিকল্পের দিকে হাঁটবে সরকার।
>
> মহাজোটের একাধিক প্রভাবশালী নেতা এবং সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের
> সূত্রগুলো জানিয়েছে, তৃতীয় বিকল্পে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে দেশের
> আর্থিক শৃঙ্খলা বজায় রাখা, প্রশাসনিক কাজে ধারাবাহিকতা রক্ষা করা এবং
> জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। পদক্ষেপগুলো নিশ্চিত করার জন্য
> আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিত পদক্ষেপ গ্রহণ করবে। সেক্ষেত্রে
> ইতিপূর্বে পরিচালিত বিভিন্ন 'অপারেশন'-এর আদলে বিশেষ অভিযান পরিচালিত
> হবে। চলতি মাসের শেষ দিকে শুরু হতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
> সমন্বিত কার্যক্রম। এরপর প্রয়োজনে যে কোনো দিন থেকে বিশেষ অভিযান শুরু
> হতে পারে। অভিযানে যাওয়ার আগে সংশ্লিষ্টরা এর একটি নাম চূড়ান্ত করে নেবেন
> বলে জানা গেছে। অভিযানের সময় সংশ্লিষ্ট থানার সহায়তা নেয়া হবে। ২৪
> অক্টোবরের পর বিরোধী দলগুলো যদি নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের নামে
> 'নৈরাজ্য' সৃষ্টি করে তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা
> রক্ষাকারী বাহিনী সমন্বিত পদক্ষেপ গ্রহণ করবে। ওই পরিস্থিতিতেই আগামী ২৪
> জানুয়ারির আগে কোনো একদিন দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার
> সম্ভাবনা রয়েছে। আন্দোলন বেশি বেগবান হলে পরিস্থিতি অন্যদিকেও মোড় নিতে
> পারে বলে সূত্রগুলো আশঙ্কা প্রকাশ করেছে।
>
> রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় দুটি রাজনৈতিক দলের বিপরীত মেরুতে
> অবস্থানের কারণেই অধিকাংশ জাতীয় ইস্যুতে কোনো সমঝোতা হয় না।
> নির্বাচনকালীন সরকার কেমন হবে তার সমাধান না হওয়ার পিছনে এই বিরোধই দায়ী।
> সুযোগ পেলেই দুই দলের শীর্ষ নেতারা একে অপরের বিরুদ্ধাচরণ করে বক্তব্য
> দেন। পরশু কুষ্টিয়ার সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী শেখ
> হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় এলেই শুরু হয় সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাট।
> অন্যদিকে সিলেটে বিএনপির সমাবেশে বিরোধী দলের নেতা খালেদা জিয়া বলেন,
> 'সাপকে বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে নয়'। এগুলো হচ্ছে দল দুটির
> বাস্তবতা। এ অবস্থার মাঝে জনগণ জিম্মি হয়ে আছে বলে মনে করেন রাজনৈতিক
> বোদ্ধারা। তাদের মতে দুই নেতা একসঙ্গে বসে যে সিদ্ধান্ত গ্রহণ করবে উভয়
> দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ তা মেনে নেবেন। কিন্তু '৯০-এর
> গণঅভ্যুত্থানের সময় ছাড়া তারা একমত হয়ে এক পথে হাঁটেননি।
>
> সরকারের এক নীতিনির্ধারক বলেন, দ্বিতীয় বিকল্প অনুযায়ী জাতীয় সংসদের
> স্পিকারকে অন্তর্বর্তী সরকারের প্রধান করে নির্বাচনকালীন সরকার সাজানো
> হবে। এতে সব দল থেকে নির্বাচিত প্রতিনিধি নিয়ে ছোট আকারে সরকার গঠন করা
> হবে। এই সরকারে আওয়ামী লীগের প্রতিনিধি বেশি থাকবে। রাজনৈতিক দলগুলোর
> প্রস্তাবের ভিত্তিতে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করা হবে। এই সরকারের
> অধীন অনুষ্ঠিত হবে দশম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের সময়
> সেনাবাহিনী মাঠে থাকবে। সেনাবাহিনী অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
> সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। চলতি মাসে জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি
> ঢাকায় পৌঁছার পর সংলাপের যে উদ্যোগ নেয়া হবে তার আগে বিরোধী দলগুলোর
> সঙ্গে ঘরোয়া বৈঠকে দ্বিতীয় বিকল্প প্রস্তাবটি চূড়ান্ত করার প্রচেষ্টা
> চালানো হবে। এরপর আনুষ্ঠানিক সংলাপের আয়োজন হবে। কিন্তু ঘরোয়া উদ্যোগ বা
> সংলাপের মাধ্যমে সমঝোতার প্রচেষ্টা ব্যর্থ হলে মহাজোট সংবিধান অনুযায়ী
> দলীয় সরকারের অধীনেই নির্বাচন করবে। এতে বাধা দেয়ার নামে বিরোধী দল
> 'নৈরাজ্য' সৃষ্টি করলে তৃতীয় বিকল্প বাস্তবায়িত হবে বলে জানা গেছে।
>
> এ প্রসঙ্গে আওয়ামী লীগের শীর্ষ নেতার বক্তব্য কোট করে এই নীতিনির্ধারক
> বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর ২০০১ সালের শেষ দিকে সংখ্যালঘু সম্প্রদায়ের
> ওপর নির্যাতন চালানো হয়েছে। নির্যাতনে অতিষ্ঠ হয়ে অনেক পরিবার দেশ ত্যাগ
> করেছে। এবার তার চেয়েও বড় অঘটনের আশঙ্কা রয়েছে। ওই নেতার বক্তব্য ছিল
> এবার মুসলমানদেরও দেশ ছাড়তে হতে পারে। কাজেই জনগণের জানমাল রক্ষা এবং
> দেশের অর্থনৈতিক খাতসহ সব কাজ স্বাভাবিক রাখা সরকারের দায়িত্বের মধ্যেই
> পড়ে। এ ধরনের মানসিকতা থেকেই তৃতীয় বিকল্প প্রস্তাব বাস্তবায়িত হতে পারে।
>
> সূত্র জানায়, রাজধানীসহ গুরুত্বপূর্ণ শহরগুলোর প্রত্যেকটি এলাকা সম্পর্কে
> হালনাগাদ তথ্য সংগ্রহ করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী
> প্রয়োজনে তাত্ক্ষণিকভাবে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে পারবে। নিরাপত্তা
> পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা অনুযায়ী সম্ভব সব পদক্ষেপের কথাই
> বিবেচনা করা হচ্ছে। প্রয়োজনে সব ধরনের সমন্বয়ের মাধ্যমে 'স্থিতিশীলতা'
> নিশ্চিত করার নির্দেশনা রয়েছে। নিরাপত্তা বাহিনীর জন্য দেশের স্থানীয়
> পর্যায়ের প্রশাসনিক ইউনিটে বিশেষ সমন্বয় করারও চিন্তা-ভাবনা সরকারের
> রয়েছে। 'নাশকতা' বা যে কোনো ধরনের উসকানি ঠেকাতে কোথাও সমন্বিতভাবে বিশেষ
> অভিযান পরিচালনার পরিকল্পনাও নেয়া হতে পারে। নির্বাচনকে সুষ্ঠু ও
> স্বাভাবিক এবং গ্রহণযোগ্য করতেই সরকারের বিশেষ এ ব্যবস্থা। বিরোধী দল
> দেশি ও বিদেশি সব উদ্যোগকে ব্যর্থ করে দিলে সরকার বাধ্য হয়ে যে কোনোভাবে
> নির্বাচন করার চেষ্টা করবে। কারণ সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী
> ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন করতেই হবে।
> সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের পর
> বিএনপি ও এর শরিকরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে।
> তারা বলছে, দাবি পূরণ না হলে তারা নির্বাচনে যাবে না। বিরোধীদলীয় নেতা
> খালেদা জিয়া অবশ্য এরই মধ্যে তার কর্মীদের রাজপথে নামতে প্রস্তুত থাকারও
> আহ্বান জানিয়েছেন।
>
> http://dailybartoman.com/index.php?page=daily_details&page_id=1&news_id=8237#sthash.wDKd3RAo.I1egktWo.dpuf


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___