Banner Advertiser

Friday, November 1, 2013

[mukto-mona] ‘শফীর কথা শুনলে দাসী হয়ে থাকতে হবে’



'শফীর কথা শুনলে দাসী হয়ে থাকতে হবে'

নিজস্ব প্রতিবেদক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2013-11-01 20:25:31.0 BdST Updated: 2013-11-01 22:43:26.0 BdST


হেফাজতে ইসলামের আমির আহমদ শাহ শফীর সমালোচনা করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, তার কথা মেনে চললে মেয়েদের ক্রীতদাস হয়েই থাকতে হবে।

শুক্রবার এক জনসভায় মন্ত্রী বলেন, "চার ক্লাসের বেশি না পড়লে মেয়েরা বান্দিত্ব ছাড়া আর কোনো কিছু পাবে না। শফি মেয়েদের সেই বান্দি করার কথাই বলছেন।"

চট্টগ্রামে এক মাহফিলে শফীর দেয়া বক্তব্য ইউটিউবসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

ওই ভিডিওচিত্রে দেখা যায় শফী বলছেন, "আপনারা মেয়েদের স্কুল, কলেজ, ভার্সিটিতে লেখাপড়া করাইতেছ্নে। কেন করাইতেছেন? তাদের ক্লাস ফোর-ফাইভ পর্যন্ত পড়াইবেন যাতে বিবাহ-শাদী দিলে স্বামীর টাকা পয়সার হিসাব রাখতে পারে।"

জন্মনিয়ন্ত্রণের সমালোচনা করে শফি বলেন, "জন্মনিয়ন্ত্রণ কেন করেন?... বার্থ কন্ট্রোল করলেও ডেথ তো কন্ট্রোল করতে পারবা না। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। খাওয়াইবো তো উনি। তুমি কেন বার্থ কন্ট্রোল করবা? বড় গুনাহের কাজ এইটা। পারলে চাইরটা পর্যন্ত বিবাহ করবা..."

হেফাজত আমিরের এই বক্তব্যের সমালোচনা করে মতিয়া অভিভাবকদের উদ্দেশ্যে প্রশ্ন ছোড়েন, "আপনারা কি সতীনদের ঘরে মেয়েদের বিয়ে দিতে চান?"

জনসভায় উপস্থিত বিভিন্ন বয়সী কয়েক হাজার মানুষের মধ্য থেকে অনেকেই এর জবাবে সমস্বরে বলেন, 'না'।

এ সময় জনসভায় অংশ নেয়া তরুণদের উদ্দেশ্যে মতিয়া বলেন, "শোনো তোমাদেরও একটি কথা বলি- এক বউ পালতে গিয়েই মাথার ঘাম পায়ে ফেলতে হয়। স্বামী-স্ত্রী দুইজন চাকরি না করলে সংসার চালাতে কষ্ট হয়। আর চার বউ পালতে গেলে মাথার চুল থাকবে না।"

বিয়ে সংক্রান্ত বিষয়ে উপদেশ দিয়েই হেসে ওঠেন মতিয়া। দর্শকদের সারিতেও হাসির রোল পড়ে।

সমকামীতার পক্ষে কথা বলার পরও নোবেলজয়ী মুহম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিবাদ না করায় হেফাজত আমিরের সমালোচনা করেন মতিয়া।

তিনি বলেন, "শফী ইসলামের কথা বললেও ইউনূস নিয়ে চুপ করে আছেন।"

বিরোধী দলের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে পল্লবী সিনেমা হলের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মতিয়া।

স্থানীয় সাংসদ ইলিয়াছ উদ্দিন মোল্লাহর সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মল্লিক, জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান প্রমুখও এই জনসভায় বক্তব্য রাখেন।

http://bangla.bdnews24.com/politics/article693433.bdnews


'Hifazat sees women as slaves'

Staff Correspondent,  bdnews24.com

Published: 2013-11-02 01:31:20.0 BdST Updated: 2013-11-02 01:31:20.0 BdST

Women will have to live as slaves if they do what Shah Ahmad Shafi tells them, Matia Chowdhury has said, criticising the Hifazat-e Islam chief.

WARNING:

Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.


http://bdnews24.com/politics/2013/11/02/hifazat-sees-women-as-slaves





__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___