Banner Advertiser

Wednesday, July 30, 2014

RE: [mukto-mona] জিয়ার মাজারে বিএনপির দুই নেত্রীর চুলোচুলি হাতাহাতি



This Beyadob Nelofar Akhther Moni should have been beaten by Keya's shoe. Way to go Keya!!!
 

From: mukto-mona@yahoogroups.com
To: mukto-mona@yahoogroups.com
Date: Thu, 24 Jul 2014 22:23:59 -0400
Subject: [mukto-mona] জিয়ার মাজারে বিএনপির দুই নেত্রীর চুলোচুলি হাতাহাতি

 
শুক্রবার, ২৫ জুলাই ২০১৪, ১০ শ্রাবণ ১৪২১
জিয়ার মাজারে বিএনপির দুই নেত্রীর চুলোচুলি হাতাহাতি
স্টাফ রিপোর্টার ॥ ঈদের পর খালেদা জিয়ার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে যে আন্দোলন শুরু হবে বিজয় না হওয়া পর্যন্ত সে আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদের আগে কিংবা পরের কোন কথা নয়, আমরা পাঁচ বছর ধরেই জনগণের অধিকার রক্ষায় আন্দোলন করে যাচ্ছি। আন্দোলনে সাফল্যও পেয়েছি। আমাদের আন্দোলনের কারণেই ৫ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দেয়নি।
জিয়ার মাজারে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিলোফার চৌধুরী মনির সঙ্গে ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক নাসিমা আখতার কেয়ার প্রথমে ধাক্কাধাক্কি, কথাকাটাকাটি ও গালাগালি এবং পরে চুলোচুলি ও হাতাহাতি হয়। তাঁরা একে অপরকে কিল-ঘুষি মারেন। একই সময়ে মহিলা দলের সভানেত্রী নূরী আরা সাফাকে অন্য এক নারীনেত্রী ঠেলা দিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা চালান। এছাড়া নেতাকর্মীদের ধাক্কায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পেছনে ছিটকে পড়ে গেলে তিনি রাগ করে জিয়ার মাজার থেকে চলে যেতে চান। ক্ষুব্ধ কণ্ঠে হাবিব-উন-নবী খান সোহেলকে ধমকও দেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে এগিয়ে গিয়ে গয়েশ্বর রায়কে তাঁর কাছে নিয়ে এসে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 
ফখরুল বলেন, মির্জা আব্বাসের নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপি ঐক্যবদ্ধ আছে। নতুন কমিটির কাজ শুরু করা হয়েছে। এখন মূল কাজ সংগঠনকে পুনর্গঠনের মাধ্যমে আন্দোলনের উপযোগী করা। নতুন কমিটির নেতৃত্বে আগামী দিনে দল শক্তিশালী হওয়ার পাশাপাশি আন্দোলন-সংগ্রাম বেগবান হবে। এবারের আন্দোলন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে অবাধ-সুষ্ঠু নির্বাচনের দাবিতে। আমাদের বিশ্বাস আন্দোলনের ফলে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে।
সরকার অনৈতিকভাবে ক্ষমতা দখল করে আছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা অবৈধ সরকারের বিরুদ্ধে শপথ নিয়েছেন। জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করা হবে। বিএনপির আন্দোলন চলছে, চলবে।
ফখরুল বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জন নির্বাচিত হয়েছেন। দেশ ও বিশ্বের মানুষ ওই নির্বাচন গ্রহণ করেননি। তাই এ নির্বাচনের পর গঠিত সরকার বৈধ নয়। সরকার অনৈতিকভাবে ক্ষমতা দখল করে আছে। গণতন্ত্রের স্বার্থে যত দ্রুত সম্ভব নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
জিয়ার মাজারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ঢাকা মহানগর বিএনপির আগামী দিনে আন্দোলনের পরিকল্পনা হলো জনগণকে সম্পৃক্ত করে দলকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা। আর সবাইকে ঐক্যবদ্ধ করে আন্দোলন বেগবান করা। আমাদের বিশ্বাস এবারের আন্দোলনের ফলে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। তিনি বলেন, প্রাথমিকভাবে সভা করে নতুন কমিটির কাজ শুরু করা হয়েছে। এখন মূল কাজ সংগঠনকে পুনর্গঠনের মাধ্যমে আন্দোলনের উপযোগী করা।
জিয়ার মাজারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, ঢাকা মহানগর বিএনপির যুগ্মআহ্বায়ক আব্দুল আউয়াল মিন্টু, সালাহউদ্দিন আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, রুহুল কবির রিজভী আহমেদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এসএ খালেক, আবদুল মজিদ, শামসুল হুদা, সাজ্জাদ জহির, ইউনুস মৃধা, আনোয়ারুজ্জামান আনোয়ার, আলী আজগর মাতবর, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মহিলা দলের সভাপতি নূরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির নির্বাহী কমিটির সহদফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য নিলোফার চৌধুরী মনি, হেলেন জেরিন খান প্রমুখ। এ ছাড়া ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ডের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বেলা ১১টায় ঢাকা মহানগর বিএনপির এই কর্মসূচীতে অংশ নিতে মিরপুর, পল্লবী, কাফরুল, শাহজাহানপুর ও বাসাবোসহ বিভিন্ন থানা-ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিয়ার মাজার প্রাঙ্গণে গিয়ে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। বেলা পৌনে ১২টায় দলের স্থায়ী কমিটির সদস্য ও নতুন আহ্বায়ক কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও নতুন কমিটির আহ্বায়ক মির্জা আব্বাসসহ অন্য নেতারা জিয়ার মাজার প্রাঙ্গণে হাজির হন। দুপুর ১২টায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল সেখানে যাওয়ার পর জিয়ার সমাধিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এ সময় দলের নেতাকর্মীরা টিভি ক্যামেরায় নিজেদের চেহারা দেখাতে সামনে থাকার জন্য ধাক্কাধাক্কি শুরু করে দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই ২০১৪, ১০ শ্রাবণ ১৪২১

জিয়ার মাজারে দুই নেত্রীর চুলোচুলি

ইত্তেফাক রিপোর্ট
20130804-adda1_0
নিলোফার চৌধুরী মনি 

ছাত্রদল নেত্রীকে সাবেক এমপির চড়

Moni ছাত্রদল নেত্রীকে সাবেক এমপির চড়






__._,_.___

Posted by: GT International <gti82@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___