Banner Advertiser

Wednesday, December 17, 2014

[mukto-mona] Fw: VICTORY DAY MEANS "BANGABANDHU" !!!!





On Wednesday, December 17, 2014 12:18 PM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:




On Wednesday, December 17, 2014 12:17 PM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:




On Wednesday, December 17, 2014 12:16 PM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:


আজ মহান বিজয় দিবস। বাঙালিদের নিকট মাথা নিচু করে পাকিস্তানিদের আত্মসমর্পণের দিন। মাত্র নয়মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে পরাক্রমশালী দখলদার পাকবাহিনীকে পরাজিত করে লাল-সবুজ পতাকা হাতে নিয়ে মাথা উচু করে দাড়াবার দিবস এই ১৬ ডিসেম্বর। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে মুক্তিকামী জনতা বুকে জড়িয়ে ধরছিল মুক্তিযোদ্ধাদের এই দিনে । সবার দৃষ্টি ছিল রেসকোর্সের ময়দানে যেখানে পরাজিত নিয়াজি মাথা নিচু করে স্বাক্ষর করছিল আত্মসমর্পণের দলিলে। এত আনন্দ এত উত্সবের মাঝেও একটা শুন্যতা ছিল যেন কোথায়। কিছু দিনের মধ্যে প্রবাসী সরকারের প্রধান তাজউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা ফিরে এসেছে , জিয়াউর রহমানসহ সেক্টর কমান্ডার রা সবাই ফিরে এসেছে ঢাকায়। তার পরেও সেই শুন্যতা কাটেনি। শুন্যতা কাটবে কেমন করে ? কেননা মুক্তিযুদ্ধের মূল কারিগর , জাতিরজনক বঙ্গবন্ধু তখনও পাকিস্তানের জেলে বন্দী। এত আনন্দের মাঝেও সবার মাঝে উত্কন্ঠা , বঙ্গবন্ধু বেচে আছেন তো ? বেচে থাকলেও কবে ফিরে আসবেন তার স্বপ্নের স্বাধীন সোনার বাংলায় ? সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে নিজেদের মাঝে ফিরে পাবার আশায় মসজিদ-মন্দির-গির্জায় চলছিলো অবিরাম প্রার্থনা। অনেকে উপবাসও করেছেন যেন জাতির জনক সুস্থ শরীরে স্বাধীন দেশে ফিরে আসেন। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্বাধীন বাংলার মুকুটহীন সম্রাট মাথা উচু করে বীর দর্পে ফিরে আসলেন তার সদেশভুমিতে। টেকনাফ থেকে তেতুলিয়ায় মুক্তিকামী জনতার আনন্দ উত্সবে পূর্ণতা পেলো বিজয়ের অভিধান।
তাই বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ , বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। তাজউদ্দিন আহমেদ সহ জাতীয় চার নেতা ছিলেন বঙ্গবন্ধুর সহযোদ্ধা। কোনভাবেই বঙ্গবন্ধুর সমপর্যায়ে পরেন না তারা। তেমনি জিয়াউর রহমান ছিলেন একজন সাধারণ সেক্টর কমান্ডার। বঙ্গবন্ধুর ধার কাছেও সে আসতে পারে না। তাই অর্বাচিনের মত তাদের সন্তানেরা যত কথাই বলুক না কেন , যত রেফারেন্সেই দেওয়া হোক না কেন , বঙ্গবন্ধুর সমপর্যায়ে তারা কোনদিন আসবেনা।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু।
আজ মহান বিজয় দিবস। বাঙালিদের নিকট মাথা নিচু করে পাকিস্তানিদের আত্মসমর্পণের দিন। মাত্র নয়মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে পরাক্রমশালী দখলদার পাকবাহিনীকে পরাজিত করে লাল-সবুজ পতাকা হাতে নিয়ে মাথা উচু করে দাড়াবার দিবস এই ১৬ ডিসেম্বর। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে মুক্তিকামী জনতা বুকে জড়িয়ে ধরছিল মুক্তিযোদ্ধাদের এই দিনে । সবার দৃষ্টি ছিল রেসকোর্সের ময়দানে যেখানে পরাজিত নিয়াজি মাথা নিচু করে স্বাক্ষর করছিল আত্মসমর্পণের দলিলে। এত আনন্দ এত উত্সবের মাঝেও একটা শুন্যতা ছিল যেন কোথায়। কিছু দিনের মধ্যে প্রবাসী সরকারের প্রধান তাজউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা ফিরে এসেছে , জিয়াউর রহমানসহ সেক্টর কমান্ডার রা সবাই ফিরে এসেছে ঢাকায়। তার পরেও সেই শুন্যতা কাটেনি। শুন্যতা কাটবে কেমন করে ? কেননা  মুক্তিযুদ্ধের মূল কারিগর , জাতিরজনক বঙ্গবন্ধু তখনও পাকিস্তানের জেলে বন্দী। এত আনন্দের মাঝেও সবার মাঝে উত্কন্ঠা , বঙ্গবন্ধু বেচে আছেন তো ? বেচে থাকলেও কবে ফিরে আসবেন তার স্বপ্নের স্বাধীন সোনার বাংলায় ? সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে নিজেদের মাঝে ফিরে পাবার আশায় মসজিদ-মন্দির-গির্জায় চলছিলো অবিরাম প্রার্থনা। অনেকে উপবাসও করেছেন যেন জাতির জনক সুস্থ শরীরে স্বাধীন দেশে ফিরে আসেন। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্বাধীন বাংলার মুকুটহীন সম্রাট মাথা উচু করে বীর দর্পে ফিরে আসলেন তার সদেশভুমিতে। টেকনাফ থেকে তেতুলিয়ায় মুক্তিকামী জনতার আনন্দ উত্সবে পূর্ণতা পেলো বিজয়ের অভিধান। তাই বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ , বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। তাজউদ্দিন আহমেদ সহ জাতীয় চার নেতা ছিলেন বঙ্গবন্ধুর সহযোদ্ধা। কোনভাবেই বঙ্গবন্ধুর সমপর্যায়ে  পরেন না তারা। তেমনি  জিয়াউর রহমান ছিলেন  একজন সাধারণ সেক্টর কমান্ডার। বঙ্গবন্ধুর ধার কাছেও সে আসতে পারে না। তাই অর্বাচিনের মত তাদের সন্তানেরা যত কথাই বলুক না কেন , যত রেফারেন্সেই দেওয়া হোক না কেন , বঙ্গবন্ধুর সমপর্যায়ে তারা কোনদিন আসবেনা। জয় বাংলা , জয় বঙ্গবন্ধু।










__._,_.___

Posted by: Muhammad Ali <man1k195709@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___