Banner Advertiser

Sunday, January 18, 2015

[mukto-mona] বিএনপির অবরোধ:: ঢাকায় নয় বাসে আগুন, জগন্নাথের ছাত্রী দগ্ধ



ঢাকায় নয় বাসে আগুন, জগন্নাথের ছাত্রী দগ্ধ

নিজস্ব প্রতিবেদক
বিএনপির লাগাতার অবরোধের মধ্যে রাজধানীতে নয়টি বাসে আগুন দেয়া হয়েছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও পাঁচ পুলিশ সদস্যসহ কয়েকজন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত এসব বাসে আগুন দেয়া হয়। যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় গতকাল সকাল পৌনে ৯টার দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসটির যাত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুলতানা ইসলাম দীবা আহত হন। 
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা প্রাইম প্লাস পরিবহন বাসটি রায়েরবাগে পুনম সিনেমা হলের সামনে পৌঁছালে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। পরে তারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মাদ বলেন, দীবার আঘাত তেমন গুরুতর নয়। বাসটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় দীবা জানালা দিয়ে লাফ দেয়ায় তার পায়ে আঘাত পান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়ার পর তাকে প্রক্টরিয়াল বডির সহায়তায় বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর-১৩ নম্বর সেকশনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। অবশ্য পুলিশ দাবি করেছে, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন ধরে যায়। পরে বাসের যাত্রীরা আগুন নিভিয়ে ফেলে। বিকেল ৫টার দিকে টেকনিক্যাল মোড় এলাকায় আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 
এদিকে মিরপুর টেকনিক্যাল মোড়ে গতকাল বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টার দিকে দুটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। 
দারুস সালাম থানার ওসি রফিকুল ইসলাম জানান, বাসে আগুন দেয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আটককৃত আঙ্গুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গতকাল সন্ধ্যা ৭টার দিকে ধানমণ্ডির সিটি কলেজের সামনে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা। অপরদিকে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে পলাশী মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।  
- See more at: http://www.manobkantha.com/2015/01/18/208020.html#sthash.541OeBma.dpuf

রোববার ঢাকা ১৮ জানুয়ারি ২০১৫
প্রকাশ : ১৮ জানুয়ারি, ২০১৫ ১৬:৩৯:১২আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৫ ১৬:৩৭:১৭
সংসদ এলাকায় বাসে পেট্রল বোমা, ইডেন ছাত্রী দগ্ধ
নিজস্ব প্রতিবেদক
বিএনপির অবরোধের মধ্যে জাতীয় সংসদ ভবনের পাশে মনিপুরীপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তের ছোড়া পেট্রল বোমায় গুরুতর দগ্ধ হয়েছে ইডেন কলেজের দুই ছাত্রী। এ ছাড়া আহত হয়েছেন দুজন।
সূত্র জানায়, এ ঘটনায় দ্বগ্ধ হয়েছেন সাথি আক্তার (১৯) ও যূথী আক্তার (১৯)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 
আর বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে মাইমুনা (১৯) ও মুক্তি (১৯) নামের আরও দুই ছাত্রী আহত হন। তাঁরা সবাই ইডেন মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। ক্লাস শেষে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা দেড়টার দিকে সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম দিকে খেঁজুর বাগান এলাকায় আজিমপুর থেকে মিরপুরগামী বিকল্প পরিবহনের ওই বাসে আগুন দেওয়া হয়। 
তেজগাঁও পুলিশের অতিরিক্ত উপকমিশনার হাবিবুন্নবী বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা দেখব।
মুক্তি ঢাকা মেডিকেলে সাংবাদিকদের জানান, কলেজের প্রথম বর্ষের ফরম পূরণ শেষে তারা চারজন দারুস সালামে বাসায় ফিরছিলেন। এরইমধ্যে হঠাৎ বাসে আগুন জ্বলে উঠলে সবাই নামার জন্য হুড়োহুড়ি শুরু করে দেয়। 
এ সময় সাথীর দুই পা ও যুথির এক পা আগুনে পুড়ে যায়। আর মাইমুনা ও মুক্তি পায়ে আঘাত পান।
- See more at: http://www.alokitobangladesh.com/latest-news/2015/01/18/118630#sthash.prwRk4SN.dpuf

Alokito Bangladesh Logo


পেট্রলবোমা হামলা বাড়ছেমানবকণ্ঠ ডেস্ক
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের ১২তম দিনে গতকাল শনিবারও দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি ও অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। লাগাতার অবরোধের ফলে পণ্যপরিবহন থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে ...
http://www.manobkantha.com/2015/01/18/207971.html

অবরোধের আগুনে প্রাণ গেল আরেকজনের

বরিশাল প্রতিনিধি,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2015-01-18 10:34:19.0 BdST Updated: 2015-01-18 12:40:29.0 BdST

http://bangla.bdnews24.com/bangladesh/article911935.bdnews

  

সংসদ এলাকায় বাসে আগুন, ইডেন ছাত্রী দগ্ধ

নিজস্ব প্রতিবেদক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2015-01-18 15:29:31.0 BdST Updated: 2015-01-18 18:56:56.0 BdST

বিএনপির অবরোধের মধ্যে এবার জাতীয় সংসদ ভবন এলাকায় দিনে-দুপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়া হয়েছে, যাতে আহত হয়েছেন ইডেন কলেজের চার শিক্ষার্থী।

http://bangla.bdnews24.com/bangladesh/article912009.bdnews

http://www.alokitobangladesh.com/first-page/2015/01/19/118720
প্রকাশ : ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০:০০আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৫ ২৩:৪৭:৫১
বরিশালে হেলপার নিহত ঢাকায় দুই ছাত্রী দগ্ধ
পেট্রলবোমার আগুন সংসদ ভবন এলাকায়ও

- See more at: http://www.alokitobangladesh.com/first-page/2015/01/19/118722#sthash.q9cEGlVB.dpuf
http://www.alokitobangladesh.com/first-page/2015/01/19/118722





__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___