Banner Advertiser

Wednesday, January 21, 2015

[mukto-mona] তালিকায় অর্ধশত বোমাবাজ রাজধানীতে শিবিরের মেস থেকে গ্রেফতার ৫



প্রকাশ : ২২ জানুয়ারি, ২০১৫ ০০:০০:০০আপডেট : ২১ জানুয়ারি, ২০১৫ ২৩:০৯:০৮
তালিকায় অর্ধশত বোমাবাজ
রাজধানীতে শিবিরের মেস থেকে গ্রেফতার ৫
সাজ্জাদ মাহমুদ খান
বনানীর মেস থেকে বুধবার ককটেলসহ গ্রেফতার শিবিরের পাঁচ নেতাকর্মী - আলোকিত বাংলাদেশ

চলমান রাজনৈতিক অস্থিরতায় রাজধানীতে অর্ধশত বোমাবাজের তালিকা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা রাজধানীতে কয়েকটি অঞ্চলে ভাগ হয়ে বোমাবাজি করছে। নিজেরা তো করছেই, পাশাপাশি টাকা দিয়ে টোকাইদেরও বোমাবাজিতে ব্যবহার করছে। ছাত্রদল, যুবদল ও ছাত্রশিবিরের মধ্য সারির নেতা ছাড়াও রাজধানীর কয়েকজন সাবেক ওয়ার্ড কমিশনার রয়েছে গোয়েন্দা তালিকায়। পুলিশের স্থানীয় সোর্স, মোবাইল ট্র্যাকিং ও হাতেনাতে গ্রেফতার হওয়া বোমাবাজদের জিজ্ঞাসাবাদ করে ডিবি এ তালিকা তৈরি করেছে। তালিকা ধরে তাদের গ্রেফতার অভিযান জোরদার করা হয়েছে। বোমাবাজদের গ্রেফতারে বিশেষ টিমও গঠন করা হয়েছে। এদিকে বুধবার রাজধানীর বনানীর ছাত্রশিবিরের একটি মেস থেকে ১৩০টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বোমাবাজদের আপডেট তালিকা ধরে গ্রেফতার অভিযান চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ডিবি পুলিশের উপকমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম আলোকিত বাংলাদেশকে জানান, অর্ধশতাধিক বোমাবাজ রাজধানীতে বোমাবাজি করছে। তারা নিজেরা বোমাবাজির পাশাপাশি টাকা দিয়ে বোমাবাজি করাচ্ছে। বিভিন্ন সময় গ্রেফতার হওয়া বোমাবাজ জিজ্ঞাসাবাদ এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে ডিবি এসব বোমাবাজ শনাক্ত করেছে। বোমাবাজদের গ্রেফতারের ব্যাপারে তিনি জানান, স্থানীয় সোর্স, থানা পুলিশ ও প্রযুক্তির সমন্বয় করে ডিবি বোমাবাজদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এরই মধ্যে কয়েকজন গ্রেফতার হয়েছে। বুধবার সন্ধ্যায় তিনি দাবি করেন, পুলিশের নানামুখী তৎপরতায় ২৪ ঘণ্টায় রাজধানীতে বোমাবাজির সংখ্যা কমে এসেছে। তবে গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তা জানান, অপরাধী ও তাদের অবস্থান শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রযুক্তিনির্ভরতা বাড়ানো হয়েছে। আত্মগোপনে যাওয়া বোমাবাজরা মোবাইল ফোনসহ প্রযুক্তি ব্যবহারে বেশ সতর্ক।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, বোমাবাজদের ধরতে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রায় অর্ধশত পুলিশ সদস্যের সমন্বয়ে গড়া ওই বিশেষ টিম রাজধানীর গুরুত্বপূর্ণ ২৫টির বেশি স্পট চিহ্নিত করেছে, যেসব এলাকায় প্রায় প্রতি হরতাল-অবরোধেই নাশকতা হয়। টিমের সদস্যরা সাত থেকে আটটি ভাগে ভাগ হয়ে ভ্রাম্যমাণ টিমের মতো নগরীর বিভিন্ন স্থানে নজরদারি করছে।

ঢাকা মেট্রোপলিটান (ডিএমপি) লালবাগ অঞ্চলে দায়িত্বরত পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আলোকিত বাংলাদেশকে বলেন, চলমান রাজনৈতিক অস্থিরতায় পুরান ঢাকায় ছয়জন বোমাবাজ সক্রিয় রয়েছে। ছয় বোমারুর প্রত্যেকের বর্তমান ঠিকানা বংশাল এলাকায়। তারা হলো হাবিবুল বাশার ওরফে জহির, পারভেজ, পাভেল, আরমান, রকিবুল হাসান রকি ও সোহেল ওরফে চাচা সোহেল। এরা ভাড়ায় সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। টাকার বিনিময়ে তারা ভিআইপিদের বাসাবাড়িতে ককটেল-বোমা নিক্ষেপ করছে। গাড়িতে পেট্রলবোমা ছুড়ছে।

র‌্যাবের দেয়া তথ্য মতে, বাড্ডার কাইয়ুম, মিরপুরের হাসান, রাজাবাজারের আনোয়ার, শেখেরটেকের মনির, শেওড়াপাড়ার হেলাল, মগবাজারের মজিদ, হাতিরপুলের সিরাজুল ইসলাম, ধানমন্ডির বাবলু, ওয়ারীর আবুল বাশার, লালবাগের কালা খোকন, কোতোয়ালির মোহন, ডেমরার নবীউল্লাহ নাশকতাকারীদের আশ্রয়-প্রশয় দিচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, সাম্প্রতিক নাশকতার শুরুতে ভাড়াটে ১৮ বোমারুর তালিকা হাতে নিয়ে মাঠে নামা হয়। এরই মধ্যে ১২জন গ্রেফতার হয়েছে। তালিকার বাইরে আরও অন্তত ১০ বোমাবাজকে গ্রেফতার করা হয়। তালিকায় থাকা বাকি ছয়জনকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। বর্তমান তালিকায় আরও বেশকিছু বোমারুর নাম যুক্ত হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, বোমারুরা দুই-তিনজনের দলে ভাগ হয়ে ছোট ছোট পেট্রলের বোতল নিয়ে ঘুরে বেড়ায়। পেট্রলবোমা নিক্ষেপকারীরা বেশিরভাগই মোটরসাইকেল ব্যবহার করে। পেট্রলভর্তি বোতলের মুখের সলতেতে আগুন লাগিয়ে গাড়িতে ছুড়ে মেরে তারা ফাঁকা রাস্তায় দ্রুত পালিয়ে যায়। ৫০০ থেকে ১ হাজার টাকায় টোকাইদের মাধ্যমে অলিগলিতে নিক্ষেপ করা হয় এসব বোমা। গাড়িতে আগুন দেয়ার জন্য দেয়া হয় ৩ থেকে ৫ হাজার টাকা।

গ্রেফতার হওয়া বোমারু : শাহবাগের ইকবাল হোসেন ওরফে রানা, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের মমিনুল ইসলাম মনির, খিলগাঁও পূর্ব গোড়ানের আলাউদ্দিন চৌধুরী ওরফে বাবু, কামরাঙ্গীরচরের কায়সার আহম্মেদ সোহেল, নরসিংদী বেলানগরের রফিকুল ইসলাম রিপন, ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের রুবেল, বংশাল চুরিওয়ালা গলির আবদুর রহমান, মোহাম্মদপুর শাহজাহান রোডের হারুনর রশিদ, চকবাজারের ফারহান রহমান, বংশালের উজ্জ্বল হোসেন রয়েছে।

এদিকে রাজধানীর বনানীতে শিবিরের একটি মেস থেকে বুধবার ভোরে ১৩০টি ককটেল, ২ লিটার পেট্রল ও ককটেল তৈরির সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন শিবিরের বনানী থানার সভাপতি মোস্তাফিজুর রহমান, শিবির কর্মী জয়নাল আবেদিন, আরিফুজ্জামান আরিফ, আতিয়ার রহমান ও খালিদ সাইফুল্লাহ। ভোর ৪টার দিকে বনানী চ-বস্নকের ১৩৩/১ নম্বর বাড়ির তৃতীয় তলায় শিবিরের একটি মেসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া শিবির নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

- See more at: http://www.alokitobangladesh.com/first-page/2015/01/22/119243#sthash.b2DHqabu.dpuf
http://www.alokitobangladesh.com/first-page/2015/01/22/119243

বিস্ফোরণে আহত ছাত্রদল নেতার মৃত্যু 
 

লালবাগে ভগ্নিপতির বাসায় বোমা বানানোর সময় বিস্ফোরণে তিনি আহত হয়েছিলেন বলে পুলিশ বলছে। 
http://bangla.bdnews24.com/bangladesh/article913705.bdnews

2015-01-21 16:49 GMT-05:00 SyedAslam <syed.aslam3@gmail.com>:
প্রকাশ : ২২ জানুয়ারি, ২০১৫ ০০:০০:০০আপডেট : ২২ জানুয়ারি, ২০১৫ ০০:৩৮:১২
লালবাগে বিস্ফোরণ ছাত্রদল নেতাসহ আহত ৩
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিকেলে লালবাগে বোমা বিস্ফোরণে আহতরা - বাংলার চোখ
বোমা বিস্ফোরণে মাহবুবুর রহমান বাপ্পি নামে এক যুবকের কব্জি উড়ে গেছে। এ ঘটনায় হাত ও মুখ ঝলসে গেছে তার ভাগ্নি শিশু হ্যাপী এবং প্রতিবেশী শিশু রিপনের। বুধবার দুপুর আড়াইটার দিকে লালবাগের ৩১/২ নম্বর ঢাকেশ্বরীর দ্বিতীয় তলায় এ ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাপ্পি নিউমার্কেট থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক।













 
- See more at: http://www.alokitobangladesh.com/first-page/2015/01/22/119239#sthash.ry8n7Q6Y.dpuf

 'নিজের বোমায়' শিবিরকর্মী আহত

'নিজের বোমায়' শিবিরকর্মী আহত

ঢাকার মহাখালীতে শিবিরের মেস থেকে উদ্ধার বোমার সরঞ্জাম, অবরোধে ব্যবহারের জন্য বোমা তৈরি হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে

'এক বছরে বাসে আগুন-বোমায় নিহত ২৯৫'

নিজস্ব প্রতিবেদক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2015-01-21 22:21:55.0 BdST Updated: 2015-01-21 22:30:57.0 BdST

অবরোধ-হরতালে সাধারণ মানুষের দুর্ভোগ, দুর্দশা এবং হতাহতের চিত্র তুলে ধরে রাজনৈতিক কর্মসূচির ধরন পাল্টানোর আহ্বান জানিয়েছে একটি সামাজিক সংগঠন।

†cUªj‡evgvq cÖvY nviv‡"Q mvaviY gvbyl

Avgv‡`i mgq.Kg : 22/01/2015

4_224142013 Rvbyqvwi †_‡K 2014 Rvbyqvwi ch©š— †cUªj‡evgvi Av¸‡b 222 hvÎx I 73 Rb PvjK wbnZ l 2015-i 5 †_‡K 20 Rvbyqvwi 18 hvÎx 11 cwienb PvjK wbnZ l 572wU hvbevn‡b AwMœms‡hvM 65wU m¤ú~Y© cy‡o QvB.......









'জিয়া পরিবারের লোভের লেলিহান শিখায় পুড়ছে বাংলাদেশ'
চট্টগ্রাম: অবরোধের নামে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে খালেদা জিয়া নিজের রাজনীতির স্বরূপ উন্মোচন করেছেন। গুলশান কার্যালয়ে থেকে সংবাদ সম্মেলন করে প্রমাণ করেছেন তিনি অবরুদ্ধ থাকার নাটক সাজিয়েছেন। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/359888.html#sthash.9XnqPbps.dpuf
  • 2 days ago - অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া। তিনি বলেন, 'সরকারই অবরোধ কর্মসূচি দিতে বাধ্য করেছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছে, অবরোধ কর্মসূচি চলবে।' সোমবার…

  • পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অবরোধ চলবে: খালেদা জিয়া

    পুণ্যভূমি ডট কম : জানুয়ারি ১৯, ২০১৫ | সংবাদটি 15 বার পঠিত





  • __._,_.___

    Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


    ****************************************************
    Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
    Call For Articles:

    http://mukto-mona.com/wordpress/?p=68

    http://mukto-mona.com/banga_blog/?p=585

    ****************************************************

    VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

    ****************************************************

    "I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
                   -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





    __,_._,___