Banner Advertiser

Wednesday, February 18, 2015

[mukto-mona] হোয়াইট হাউসের সামনে বিএনপির বিশাল জটলা: উপস্থিত ২৫ জন !



হোয়াইট হাউসের সামনে বিএনপির বিশাল জটলা উপস্থিত ২৫ জন !




2015-02-18 12:01 GMT-05:00 Mohiuddin Anwar <mohiuddin@netzero.net>:

হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ সমাবেশ 

 
Written by  Published in প্রবাসী বাংলাTuesday, 17 February 2015 11:42
 
হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ সমাবেশ
 
ঢাকার নিউজ-১৭ ফেব্রুয়ারী ২০১৫ঃ দেশে গুম, হত্যা, খুন সহ মানবাধিকার পরিস্থিতির সীমাহীন অবনতি ও অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে যুক্তরাষ্ট্রস্থ ওয়াশিংটন ডিসি হোয়াইট হাউসের সামনে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় দুপুর ৩ঘটিকায় নিউইয়র্ক, ওয়াশিংটন, ভার্জিনিয়া, ফ্লোরিডা এবং নিউজার্সি সহ দেশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের ঢল নেমে আসে। অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম.ওসমান ফারুক এবং দলের আরো নেতৃবৃন্দ শরাফত হোসেইন বাবু, গিয়াস আহমেদ, জসিম উদ্দিন ভূঁইয়া, কামাল পাশা বাবুল, মাওলানা আতিকুর রহমান আতিক, গোলাম ফারুক শাহীন, এম.এ খালেক আকন্দ, সেলিম রেজা, রুহুল আমিন নাসির, মোস্তফা কামালাসহ প্রমুখ দেশের সার্বিক পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, আওয়ামী এই অবৈধ ফ্যাসিস্ট সরকার ক্ষমতার লোভে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে এবং দেশকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করে সাধারণ মানুষের উপর পাশবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। দলীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে এই অবৈধ সরকার এবং তাঁরা এর তীব্র নিন্দা জানান। তাঁরা আরো বলেন, এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ের সামনে কখনো বালুর ট্রাক, সিমেন্টের ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রেখেছিলো আবার কখনো ইলেক্ট্রিসিটি, মোবাইল নেটওয়ার্কসহ সব ধরনের নেটওয়ার্ক বন্ধ করে রেখেছিলো এবং এখন আবার উনার কার্যালয়ে খাবার আসা বন্ধ করে অবৈধ সরকার তাঁর ব্যর্থতার পরিচয় দিচ্ছে। উপস্থিত নেতৃবৃন্দ জানান দলের বিভিন্ন নেতাকর্মীকে নানা রকম মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে এবং অনতিবিলম্বে মামালাগুলো তুলে নেয়ার দাবি জানান। তাঁরা আরো কঠোরভাবে দাবি জানিয়ে বলেন, দেশের জনগণের শান্তি ফিরিয়ে আনতে ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে এই অবৈধ সরকারকে হঠিয়ে অনতিবিলম্বে দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই এবং আমাদের দাবি তথা জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কঠোর কর্মসূচি চালিয়ে যাওয়ার আহবান জানান দেশবাসীকে। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনঃ হযরত আলী, শাহ আলম, হাফিজ খান সোহেল, ইমরান শাহ রুন, এম.এস.আই শাহীন, শাহাদাত হোসেইন রাজু, বাহার উদ্দিন, হাজী নুরুল ইসলাম, নীরা রাব্বানী, আব্দুল বাতেন, আতাউর রহমান আঁতা, সাদী মিন্টু, ফাতেমা পাশা, রুবি চৌধুরী, হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, কামাল উদ্দিন, রুবেল গাজী, মনিরুল ইসলাম মনির, শামীম আহমেদ, মোঃ বায়েজীদ হোসেন, হাজী লিয়াকত আলী খান, তোফায়েল আহমেদ, আজাদ চৌধুরী প্রমুখ।
 
 



__._,_.___

Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___