Banner Advertiser

Saturday, February 7, 2015

[mukto-mona] উভয়ের দ্বারাই জনগণ চরমভাবে শোষিত ও নির্যাতিত



 উভয়ের দ্বারাই জনগণ চরমভাবে শোষিত  নির্যাতিত

প্রচলিত গণতন্ত্রে বিরোধী দলও শাসন ক্ষমতারই অংশ বিরোধীদলীয় নেতাও প্রটোকল পেয়ে থাকে কমপক্ষে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেয়ে থাকে ইংল্যান্ডে বিরোধী দল ছায়াসরকারও গঠন করে ছায়া সরকারের বিভিন্ন মন্ত্রী গঠিত হয় তারা সরকারের মন্ত্রীর সমান্তরালে বিভিন্ন দিক নির্দেশনা বা সমালোচনাও করে থাকে বিএনপি বর্তমানসাংবিধানিকভাবে বিরোধী দলের মর্যাদা লাভ করতে না পারলেও কার্যত তারাই দেশের প্রধান বিরোধীদলের ভূমিকা পালন করে যাচ্ছে এবং প্রকৃত অর্থে তারাই প্রধান বিরোধীদলের ক্ষমতা রাখে সুতরাং কার্যতঃ গণতন্ত্রে বিরোধী দল যে শাসনক্ষমতার সমান্তরাল অংশীদার বা নিয়ন্তা হয় বিএনপি' ক্ষেত্রে বর্তমানে তাই প্রযোজ্য হয় এবং  কারণেইবিএনপি নির্বিচারে এত হরতাল-অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মসূচি দিতে পারছে এবং সরকারও তাকে বেআইনী বলছে না বা গণতন্ত্রের নিয়মানুযায়ী বলতে পারছে না(নাঊযুবিল্লাহ!) অর্থাৎ দেশ চালনা বা শাসনকার্য পরিচালনায় বেগম খালেদা জিয়ার ভূমিকা  দায়ভার গুরুত্ববহ

উল্লেখ্যগত  ফেব্রুয়ারি-২০১৫ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধের এক মাস পূর্ণ হয়েছে এই সময়ের মধ্যে চোরাগোপ্তা পেট্রোলবোমা হামলাসহিংসতা-নাশকতার শিকার হয়ে প্রাণ হারিয়েছে যারাতাদের বেশির ভাগই সাধারণ নিরীহ মানুষ জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়ে সুস্থভাবে আবার ঘরে ফেরা নিয়ে চরম আতঙ্কেথাকতে হচ্ছে নিরীহ জনসাধারণদের কেননা পেট্রোলবোমায় প্রায় প্রতিদিনই ঝলসে যাচ্ছে নিরপরাধ কারো না কারো শরীর দিনের পর দিন আয়-রোজগার না থাকায় ওষ্ঠাগততাদের প্রাণ অবরোধে দেশের অর্থনীতিপরিবহনব্যবসাপর্যটনশিক্ষাচিকিৎসাসহ সব কিছুরই ক্ষতি হচ্ছে সীমাহীন

অবরোধ শুরুর পর থেকে প্রতিদিনই কোথাও না কোথাও গাড়ি পোড়ানো বা পেট্রোলবোমা হামলা বা হাতবোমা হামলার ঘটনা ঘটছে গত ৩০ দিনের মধ্যে ২৩ দিনই মৃত্যুবরণকরেছে কেউ না কেউ এই সময়ের মধ্যে প্রাণ গেছে ৫৫ জনের এর মধ্যে অন্তত ৪৪ জনই সাধারণ নিরীহ মানুষযার মধ্যে নারী  শিশুও রয়েছেএরা কেউ কোনোরাজনৈতিক দলের কর্মী ছিল না একই সময়ে পেটের দায়ে রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ১৭ জন পরিবহন শ্রমিককে আগুনে পুড়ে মরতে হয়েছেতারাও রাজনীতির ধারেকাছে ছিলনা সাধারণ যাত্রীদেরও মরতে হচ্ছে বাসে চলাচল করতে গিয়ে গত  ফেব্রুয়ারি-২০১৫ সোমবার গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রামেএর আগে রংপুরের মিঠাপুকুরেএমনকিরাজধানীর যাত্রাবাড়ীতেও যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় প্রাণ দিতে হয়েছে নিরীহ যাত্রীদের এই তিন স্থানে আগুনে পুড়ে মরতে হয়েছে ১৫ জন নিরীহ যাত্রীকে জরুরীপ্রয়োজনে রাস্তায় বেরিয়ে প্রাণ দিতে হয়েছে তাদের দগ্ধ অনেকেই যন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালের বার্ন ইউনিটে

অনুসন্ধানে জানা গেছেগত এক মাসে দেশের বিভিন্ন স্থানে আগুন দেয়া হয়েছে ৯০০ গাড়িতে ভাঙচুরের শিকার হয়েছে ,৩০০ গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে ৯০টি গাড়িআগুনের শিকার যানবাহনের বেশির ভাগই বাস-ট্রাক এসব সম্পদও সাধারণ মানুষেররাজনৈতিক নেতাদের নয় একই সময়ে রেলের পূর্ব  পশ্চিমাঞ্চলে ৭০টি নাশকতারঘটনা ঘটেছে নৌপথে হামলা হয়েছে চার দফা এসব নাশকতায় ক্ষতি হয়েছে নিরীহ যাত্রীদের

লেখাবাহুল্যবিএনপি-জামাত অস্বীকার করলেও এসব বর্বর ঘটনা মূলত বিএনপি-জামাতের হরতাল-অবরোধেরই কুফল অর্থাৎ শাসন ক্ষমতায় বিএনপি-জামাতেরঅংশীদারিত্বের ব্যর্থতাঅজ্ঞতাএকগুয়েমীজেদাজেদিক্ষমতার মোহে অন্ধ থাকার প্রক্রিয়াজনগণকে ক্ষমতার ঘুটি হিসেবে প্রয়োগ করাইত্যাদি সব সীমাহীন অপতৎপরতাসর্বপোরি গণতান্ত্রিক কুশাসনেরই কুতৎপরতা

অপরদিকে অপশাসনঅদূরদর্শিতাঅজ্ঞতাঅপরিণামদর্শিতার ক্ষেত্রে ক্ষমতাসীন সরকারও গভীর আপত্তিকর পারঙ্গমতা প্রদর্শন করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের১৪১ক (ধারা অনুযায়ী অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বাংলাদেশ বা উহার যে কোনো সংঘের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন হলেই জরুরী অবস্থা জারিরকথা বলা হয়েছে

কিন্তু বর্ণিত প্রাণহানীনিরাপত্তাহীনতাঅর্থনৈতিক ধসের পরও ক্ষমতাসীন প্রধানমন্ত্রী গত  ফেব্রুয়ারি-২০১৫ ইয়াওমুল আরবিয়া (বুধবারজাতীয় সংসদে বলেছেজরুরীঅবস্থা জারির মতো অবস্থা এখনও তৈরি হয়নি

অথচ দেশবাসী সবাই মর্মে মর্মে উপলব্ধি করছে এক মাসেরও বেশি সময় ধরে লাগাতার অবরোধ এবং সে সাথে হরতালযা¬ দেশে এর আগে হয়নি এভাবে প্রাণহানি,অর্থনৈতিক ক্ষতিও হয়নি তাহলে প্রধানমন্ত্রীর দর্শন অনুযায়ী পরিস্থিতি আরো কত খারাপ হলে জরুরী অবস্থার মতো পরিবেশ তৈরি হবেমূলতপ্রধানমন্ত্রীর  বক্তব্য হচ্ছেজনস্বার্থ চরমভাবে উপেক্ষা করার শামিল জনজীবন দলিত-মথিত করার শামিল

প্রতিভাত হচ্ছেজনস্বার্থ চরমভাবে উপেক্ষা এবং ব্যক্তি স্বার্থ তথা ক্ষমতায় নির্মমভাবে আরোহন বা ক্ষমতায় বেসামালভাবে টিকে থাকার ক্ষেত্রে সরকারি বা বিরোধী দল বাবেসরকারি দল উভয়ের মনোবৃত্তিঅবস্থান এবং কর্মসূচি হুবহু এক মুদ্রার এপিঠ আর ওপিঠ অর্থাৎ উভয়ের দ্বারাই জনগণ চরমভাবে শোষিত  নির্যাতিত উভয়েরবিরুদ্ধেই অভিযোগের তীর বিশেষভাবে নিবদ্ধ হয় কিন্তু জনগণও কী অভিযোগের বাইরে?

পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, "মহান আল্লাহ পাক তিনি ওই জাতির জন্য পরিবর্তন করেন নাযতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজেরাই নিজেদের অবস্থারপরিবর্তন না করে" (পবিত্র সূরা আনফাল শরীফ : পবিত্র আয়াত শরীফ ৫৩)

আর পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, "যে জাতি যেমন আমল করেমহান আল্লাহ পাক তিনি ওই জাতির উপর ওই রকম শাসক চাপিয়ে দেন"

কাজেই 'আমরা রাজনীতি করি নাআমরা আগুনে পুড়বো কেনআমরা মড়বো কেনআমরা না খেয়ে থাকবো কেন?'- এসব প্রশ্ন করার অধিকার মূলত সাধারণ মানুষেরওনেই কারণ রাজনীতি না করলেওদল না করলেও ভোট দেয় নাএরকম সাধারণ মানুষ নেই বললেই চলে অথচ গণতন্ত্র সমর্থন করাভোট দেয়ানির্বাচন করাপদপ্রার্থীহওয়া ইত্যাদি পবিত্র দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে হারাম পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে স্পষ্টভাবে ইরশাদ মুবারক হয়েছে, "যে ক্ষমতা চায় তার প্রতি লা'নত" (বুখারী শরীফ)

লেখাবাহুল্য 'ভোট চাওয়া এবং ভোট দেয়াসে ক্ষমতা চাওয়া বা লা'নতী প্রক্রিয়ারই কর্মসূচি নাউযুবিল্লাহ!

কাজেই আজকে দেশে যে দুরবস্থা চলছে তা শুধু বিএনপি' হরতাল-অবরোধই নয়ক্ষমতাসীনের অপশাসনই নয়জনগণেরও ধারাবাহিক লা'নতী কর্মকা-েরই পরিণতি

পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, "যমীনে এবং পানিতে যত ফিতনা-ফাসাদ সব মানুষের হাতের কামাই" (পবিত্র সূরা রূম শরীফ : পবিত্র আয়াতশরীফ ৪১)

কাজেই বর্তমান ফিতনা  দুরবস্থা দূর করতে হলে ক্ষমতাসীন দলবিরোধী দল২০দলীয় জোট  খোদ জনগণ সবাইকে একযোগে খালিছ তওবা করতে হবে ক্ষমতাররাজনীতিভোটের রাজনীতিগণতান্ত্রিক রাজনীতি পরিত্যাগ করে খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ উনার দিকে ঝুঁকতে হবে

শুধু ক্ষমতাসীন দলই নয়গণতন্ত্র অনুযায়ী বিরোধী দলসহ সব প্রভাবশালী দলও কার্যত শাসন ক্ষমতারই অংশীদারজনগণ তাদের নিজেদের আমলের কারণেই জনবান্ধবহীনক্ষমতাসীন দল  বিরোধীদল পায়সমস্ত ফিতনা থেকে উত্তরণের জন্য তওবা করতে হবে সবাইকে

 



__._,_.___

Posted by: Monsur Haider <haidermonsur1382@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___