Banner Advertiser

Thursday, March 19, 2015

[mukto-mona] পড়ুন ও প্রকাশ করুন, ধন্যবাদ-




http://www.bhorerkagoj.net/print-edition/2015/03/20/24293.php


'স্বদেশের যন্ত্রনাদায়ক রাজনীতির বিকল্প কবে বের হবে সেইদিনের অপেক্ষায় আছি।'    

'ঠেলাঠেলির ঘর খোদায় রক্ষা কর'- এ প্রবাদ বাক্যটি অনেক পুরানো কিন্তু এ সময়ে বাংলাদেশের জন্যে একশভাগ প্রযোজ্য। বড় দুই দলের ঠেলাঠেলিতে বা দুই নেত্রীর রেষারেষিতে দেশ এখন এমন এক পর্যায়ে এসে দাড়িয়েছে যে, 'খোদায় রক্ষা কর'-ই একমাত্র ভরসা। বিচারপতি সাত্তারের স্বল্পকালীন শাসনামলে ঢাকায় একটি গল্প চালু ছিলো, সেটি হলো: এক বিদেশী নাস্তিক বাংলাদেশে আসেন গবেষণা করতে যে রাষ্ট্রটি চালায় কে! কিছুদিন পর বিরক্ত হয়ে তিনি ফিরে যান। এয়ারপোর্টে সাংবাদিকরা তার গবেষনার ফলাফল জানতে চাইলে ভদ্রলোক হেসে বলেন, 'এসেছিলাম নাস্তিক, ফিরে যাচ্ছি আস্তিক হয়ে।' সাংবাদিকরা ব্যাখ্যা চাইলে তিনি বলেন, 'কিভাবে এই দেশটি চলছে তা আল্লাহ মালুম, কোন মানুষ এই দেশ চালাচ্ছে বলে মনে হয়না। তাই মনে হয় খোদা আছেন এবং তিনিই এই দেশটি চালাচ্ছেন।' স্মর্তব্য যে, ক'দিন পর এরশাদ ক্ষমতা দখল করেছিলেন।

কিন্তু খোদার দোহাই দিয়ে দেশ আর কতকাল চলবে? কথায় বলে, 'আল্লাহও চাই, হিল্লাও চাই', আমরা তো হিল্লা দেখছি না। আমাদের দেশ এ যাবত প্রায় সবসময় 'যখন যেমন তখন তেমন' নীতিতে চলেছে। এখনকার রাজনীতির অবস্থাও তাই। দেশও চলেছ, সরকারও চলছে, হরতাল-অবরোধ সবই চলছে। মনে হয়, সরকার বা বিরোধী দল কারোই কোন দাযিত্ব নেই। দেশ যেন অনেকটা, 'নদী আপন বেগে---' র মতই চলছে! এর শেষ কোথায়? এ প্রশ্নের উত্তর সম্ভবত: কারোই জানা নেই। সরকার আশা করছে, এই আন্দোলন চালিয়ে নেবার ক্ষমতা বিরোধীদের নেই। বিরোধীদের আশা, কেউ না কেউ এগিয়ে আসবেন। এ এক কঠিন অবস্থা। ফুটবল খেলা দেখে কৌতুক অভিনেতা ভানু বলেছিলেন, 'একটা বল নিয়ে এত দৌড়াদৌড়ি, ঝাপাঝাপির দরকার কি, সবাইকে একটা করে বল দিয়ে দিলেই তো ল্যাটা চুকে যায়।' একই সুরে এক রসিকজন বললেন, 'দেশটাকে দুইভাগ করে একভাগ খালেদাকে দিয়ে দিলেই তো সমস্যা থাকেনা!

সমস্যা আছে এবং তা হলো, উভয়পক্ষ 'বিনা যুদ্ভে নাহি দেব সুচাগ্র মেদিনী' মনোভাব নিয়ে বসে আছেন। এ মনোভাব কখনো সখনো ভালো, কিন্তু 'রাজায় রাজায় যুদ্ভ করে উলুখাগড়া---'! জনগণ আর কত সইবে? 'কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই--'; আমাদের গণতন্ত্রও সংবিধানে আছে, রাষ্ট্রে নেই। গণতন্ত্র না থাকলে একটি দেশে যা হয়, বাংলাদেশেও তাই হচ্ছে। পরমতসহিষ্ণুতা  শুধু ধর্মের কথা নয়, গণতন্ত্রেরও কথা। আমেরিকায় স্কুলে বাচ্চাদের শেখানো হয়, 'শেয়ারিং ইজ কেয়ারিং'; গণতন্ত্র মানেই শেয়ারিং। ওটা আমরা স্কুলে শিখি নাই, বড় হয়েও শিখিনি। ওরকম স্কুলেই আমরা পড়িনা। তাই আমাদের সরকারপক্ষ ও বিরোধীপক্ষকে মনে হয়, দুই দেশের বাসিন্দা, একে অপরের শত্রু! অনেকেই অবশ্য এজন্যে দুই নেত্রীকে দোষারূপ করে নিজেদের হাত মুছে ফেলতে চান, কিন্তু দুই নেত্রীর পরবর্তী অবস্থাটা মনে হয় আরো ভয়াবহ। দেশ কোন নেতা সৃষ্টি করতে পারেনি, জন্মেছে কিছু সুবিধাবাদী আগাছা!

এরই মাঝে এলো খালেদা জিয়ার সাংবাদিক সন্মেলন।তিনি হুঙ্কার ছাড়লেন, 'মন্ত্রের সাধন কিংবা শরীর পতন', অর্থাৎ নির্বাচন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। শুরু হয়েছে আবার তিনদিনের হরতাল। ওনার গদি চাই। কিন্তু, গদি কি ছেলের হাতের মোয়া যে চাইলেই পাওয়া যায়? ঢাকা থেকে আগত এক ছাত্র ইউনিয়নের নিন্ম মাঝারি গোছের সাবেক নেতা কাল রাতে বললেন, "আরে, এসব তো আপোষের খেলা। ৫ই জানুয়ারী নির্বাচনের পরপরই শেখ হাসিনা বলেছিলেন, এটা নিয়ম রক্ষার নির্বাচন; একবছরের মাথায় তিনি বলছেন, ৫বছরের আগে নির্বাচন নয়। নির্বাচন দিতে হলে সংলাপ চাই; সংলাপ হবেনা, তাই পেট্রল বোমা ফুটছে।' এই সময়ে নিউইয়র্কে দু'জন মন্ত্রী, আরো কিছু নেতা-নেত্রী এসেছিলেন, তারা সভা-সমিতিও করেছেন। গদবাঁধা বক্তৃতা-বিবৃতিও দিয়েছেন। আজকাল এসব আর ভালো লাগেনা, কারণ আসল কথা কেউ বলেননা, বা জানেনও না! তাই ছাত্র ইউনিয়নের ওই নেতাকে একজন জিজ্ঞাসা করলেন, এই আপোষ কে কার সাথে করছে? তিনি বললেন, সরকার চাইছে বলেই অবরোধ চলছে! বাদবাকি ব্যাখ্যা একমাত্র 'আশরাফ ভাই' দিতে পারবেন! একবারে ঘরোয়া পরিবেশে অল্প ক'জনার মধ্যেকার এ কথাবার্তা খুব একটা এগোয়নি; বা কেউ তার এ বক্তব্য মেনেও নেয়নি, কিন্তু দেশে অন্তত: কিছু লোক বা বামরা এমনটা কি ভাবছেন, এ প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়।  এরমধ্যে একজন অভিজিত হত্যার পর মুজাহিদুল ইসলাম সেলিমের 'যুক্তরাস্ট জড়িত থাকার' অভিনব বক্তব্য স্মরণ করিয়ে দিলেন।

ম্যাডাম জিয়া বা বিএনপি বারবারই বলছেন, 'সরকার বোমাবাজী করে তাদের ওপর দোষ চাপাচ্ছেন!' আমাদের বামদের বক্তব্য বা ম্যাডামের বক্তব্যের কি চমত্কার মিল! অথচ বামরা সরকারের অংশ! এবং জননেত্রী শেখ হাসিনা গত ৬ বছর তাদের দ্বারাই পরিবেষ্টিত। ২০০৮-এ বিশাল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতাসীন একটি সরকার, এত ভাল ভাল কাজ করার পরও কেন 'পিছিয়ে বা ডিফেনসিভ' এর কারণ খুজতে গেলে আমার কেন জানি বামদের প্রতি সন্ধিহান হতে ইচ্ছে করে! তাই ছাত্র ইউনিয়নের ওই নেতাকে জিজ্ঞাসা করতে ইচ্ছে হয়েছিলো, আপনার কথা যদি সত্যি হয় তাহলে খালেদা জিয়া তো প্রেস কনফারেন্সে অবরোধ উঠিয়ে নিলেই পারতেন! পরে আমাদের এক সম্পাদক বন্ধু বললেন, আসলে খালেদা জিয়া তো চাইছেন গ্রেফতার হতে। তাহলে অবরোধ ভেস্তে যেতো এবং বছর খানেক পর জেল থেকে বেরিয়ে তিনি আবার নুতন করে আন্দোলন শুরু করতে পারতেন। ভাল যুক্তি। একই বন্ধু আবার বিষোদগার করলেন, প্রেস কনফারেন্স ডেকে খালেদা জিয়া কোন প্রশ্নের উত্তর না দিয়ে প্রেস ব্রিফিং দিয়ে চলে গেলেন, এবং তারমতে এটা 'হিপোক্রেসী'! তিনি আরো বললেন, নেতারা যদি হিপোক্রেট হয়, তবে জনগণ কি করবে?

আমাদের অন্য আর এক বন্ধু ঢাকার বরাত দিয়ে এর উত্তর দিয়েছেন, এবং তার বক্তব্য সত্যিই চমত্কার(!) তথ্য ভরপুর। তারমতে প্রেস কনফারেন্স না ডাকলে সরকার সেটা বানচাল করে দিতো, এবং এরকম খবরই নাকি তারকাছে ছিলো। খালেদা জিয়া তাই প্রেস কনফারেন্স ডেকে শেষ পর্যন্ত ব্রিফিং দিয়ে চলে গেছেন। কারণ প্রশ্নবানে তিনি জর্জরিত হতে চাননি এবং তিনি একঢিলে দুই পাখি মেরেছেন, সরকারকেও ফাঁকি দিতে পেরেছেন। আসলে আমাদের ব্রেনের প্রশংসা না করে উপায় নাই, শুধুমাত্র ওটাকে আমরা সঠিক পথে প্রয়োগ করিনা এই যা! তবে ছাত্র ইউনিয়নের ওই নেতা একটি মূল্যবান কথা বলেছেন, তা হলো, 'দেশে এখন আওয়ামী লীগ বা বাম কোন দল নাই; আছে একপক্ষে সরকার, আর অন্যপক্ষে সরকার বিরোধী দলগুলো। এ কথাটি না মেনে উপায় নেই, কারণ, দল নাই তাই বিএনপি-জামাত এখনো ইতস্তত: বিক্ষিপ্ত অবরোধ-হরতাল বা বোমাবাজি করতে পারছে! আর এটা তো অনেক পুরাতন কথা, 'আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দল থাকেনা; আগেও ছিলোনা, এখনো নেই।'  তবে দেশের এই ক্রান্তিলগ্নে সরকার ও বিরোধী দলের কাছে জাতি নিশিত্ভাবে দায়িত্বশীল আচরণ আশা করতে পারে। জাতি এ মুহুর্তে তাই আশা করছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় এক সঙ্গীতানুষ্ঠানে যন্ত্রের অত্যাচারের প্রায় অনুপস্তিতিতে এক বোদ্দা শ্রোতা খুশি হয়ে ফেইসবুকে লিখেছেন, 'সঙ্গীতের যন্ত্রণার বিকল্প বেরিয়ে গেছে, কিন্তু স্বদেশের যন্ত্রনাদায়ক রাজনীতির বিকল্প কবে বের হবে সেইদিনের অপেক্ষায় আছি।'    

শিতাংশু গুহ, কলাম লেখক।
নিউইয়র্ক, ১৫ মার্চ ২০১৫।










__._,_.___

Posted by: Sitangshu Guha <guhasb@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___