Banner Advertiser

Tuesday, March 31, 2015

[mukto-mona] কালিমাটি অনলাইন / ২৩



কালিমাটি অনলাইন / ২৩

 

প্রকাশিত হলো 'কালিমাটি অনলাইন' ব্লগজিনের ২৩ তম সংখ্যা। এই সংখ্যায় একটি নতুন বিভাগ শুরু করা হলো – ধারাবাহিক উপন্যাস। উপন্যাসটি লিখছেন শুদ্ধসত্ত্ব ঘোষ। এছাড়া আগের মতোই 'কালিমাটি ঝুরোগল্প' বিভাগে আছে ১৪টি ঝুরোগল্প। লিখেছেন অনুপম মুখোপাধ্যায়, অপরাহ্ণ সুসমিতো, মেঘ অদিতি, উল্কা, অর্ক চট্টোপাধ্যায়, অভীক দত্ত, লিপিকা ঘোষ, তুষ্টি ভট্টাচার্য, অশোক তাঁতী, তাপসকিরণ রায়, দেবযানী বসু, মধুছন্দা মিত্র ঘোষ, ইন্দ্রনীর এবং সুমন ধারা শর্মা। 'কথনবিশ্ব' বিভাগে ৫টি বিভিন্ন বিষয় বৈচিত্র্যের গদ্য। লিখেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, সুবীর সরকার, অনির্বাণ চট্টোপাধ্যায় ও তুষ্টি ভট্টাচার্য। 'চারানা আটানা' বিভাগে এবার অমিতাভ প্রামাণকের একটি অনবদ্য রসরচনা – 'ভ্যালেন্টাইন্স ডে'। 'প্রতিবেশী সাহিত্য' বিভাগে পাবলো নেরুদার কবিতা। অনুবাদ করেছেন জয়া চৌধুরী। এছাড়া 'কবিতার কালিমাটি' বিভাগে ৩০টি সাম্প্রতিক কবিতা লিখেছেন বারীন ঘোষাল, ফেরদৌস নাহার, কচি রেজা, মুক্তা রহমান, অমর্ত্য মুখোপাধ্যায়, ইন্দ্রনীল চক্রবর্তী, কাজী জহিরুল ইসলাম, খায়রুজ্জামান সাদেক, মোনালিসা চট্টোপাধ্যায়, পৃথা রায়চৌধুরী, সোনালি বেগম, শর্মিষ্ঠা ঘোষ, অনুপম মুখোপাধ্যায়, রঙ্গীত মিত্র, স্বর্নেন্দু মুখোপাধ্যায়, সৈকত ঘোষ, দেবলীনা চৌধুরী, তানজিন তামান্না, ফারাহ সাঈদ, সানাউল্লাহ সাগর, সুমন মল্লিক, সুমন্ত চট্টোপাধ্যায়, শঙ্কর বসু, প্রবাল মুখোপাধ্যায়, প্রতীক কাঞ্জিলাল, সায়নী মুখোপাধ্যায়, রাজিয়া সুলতানা এবং রত্নদীপা দে ঘোষ। আর 'ছবিঘর' বিভাগে ১২টি দৃষ্টিনন্দন আলোকচিত্র। আলোকচিত্রশিল্পীরা যথাক্রমে ভূদেব ভকত, অভিষেক নন্দী, প্রণব দে, রবীন ব্যানার্জী, সায়ন্তনী বসু, শমতা ব্যানার্জী, রোশনি ইসলাম, রানা পাল, প্রদীপ মজুমদার, শমীক রায়, দীপঙ্কর বসু এবং কাজল সেন।


লগ অন করুন : www.kalimationline.blogspot.com

 

 

 



__._,_.___

Posted by: Kajal Sen <kajalsen1952@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___