Banner Advertiser

Monday, March 16, 2015

[mukto-mona] অভিজিত হত্যার বিচার হবেই : আইনমন্ত্রী



অভিজিত হত্যার বিচার হবেই : আইনমন্ত্রী

indexঢাকা, ১৬ মার্চ রেডটাইমস বিডি ডটকম:
অভিজিৎ হত্যাসহ সব সন্ত্রাসীদের বিচার একদিন বাংলাদেশে অবশ্যই হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডির একটি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
'অভিজিৎ হত্যা ও চলমান সন্ত্রাস: সরকার ও নাগরিক সমাজের করণীয়' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
আইনমন্ত্রী বলেন, কোনো অন্যায়কারী বিচার ছাড়া থাকবে না। বাংলাদেশের কেউ মনে করতে পারবে না সে আইনের ঊর্ধ্বে। সেই বাংলাদেশ আমরা গড়ে তুলবো। বঙ্গবন্ধু হত্যার পর যে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছিল ইতোমধ্যেই তা থেকে আমরা বের হয়ে এসেছি।
মন্ত্রী বলেন, আইনের শাসনের প্রক্রিয়ায় গেলে কিছুটা দেরি হবে, কিন্তু বিচার হবেই। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে আমাদের যুদ্ধ করতে হয়েছে।
এ সংস্কৃতি চালু রাখতে তরুণদের আহ্বান জানান তিনি।
অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় বলেন, আমরা বিচারালয়ের প্রতি আস্থা হারিয়ে না ফেলি। আমরা সাধারণ ও অসহায় মানুষ।
তিনি বলেন, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু তার জন্য খুন করতে হবে এটা ইসলামের কোথায় আছে? সন্ত্রাসের সংস্কৃতি নির্মাণ হতে দেখেছি। এ থেকে উত্তরণের জন্য আমাদের দরকার ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করা।
সূচনা বক্তব্যে ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, দু'টো দাবিতে আমরা সরকারের কাছে করতে চাই। হুমায়ুন আজাদ ও অভিজিৎ রায়কে প্রায় একই জায়গায় হত্যা করা হয়েছে। একই চত্বরটাকে আমরা টিএসসির মোড় না বলে হুমায়ুন আজদ-অভিজিৎ মোড় বলতে পারি। সরকারের কাছে আমাদের আবেদন এটি।
ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা সৈয়দ আমীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অভিজিৎ-বন্যাকে হাসপাতালে নেওয়ার জন্য সাংবাদিক জীবন আহমেদকে নগদ ৩০ হাজার টাকা, প্রশংসাপত্র, বই ও ফুল দিয়ে পুরস্কৃত করা হয়।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন ও সেক্টর কমান্ডার্স ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুণ হাবীব।


রেডটাইমস বিডি ডটকম/সু জ/এস ডি


__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___