Banner Advertiser

Thursday, April 23, 2015

FW: [mukto-mona] RE: {PFC-Friends} “আরে ভাই রবীন্দ্রনাথের নামে বিশ্ববিদ্যালয় হলে সমস্যাটা কি ?”




 

From: mushrafi@hotmail.com
To: mukto-mona@yahoogroups.com
Subject: RE: [mukto-mona] RE: {PFC-Friends} "আরে ভাই রবীন্দ্রনাথের নামে বিশ্ববিদ্যালয় হলে সমস্যাটা কি ?"
Date: Wed, 22 Apr 2015 13:38:40 +0000


রবীন্দ্রনাথ অনেক গুনী, অনেক উঁচু তার সৃষ্টিশীলতাতিনি বিশ্ব নন্দিত অনেক গুণীজনের একজনবাঙালী হিসেবে বাংলাদেশের মাটিতে তার জীবন যাপন হিসেবে তিনি আমাদের কাছের মানুষআমরা তাঁকে অনেক সম্মান করিমাথায় তুলে রাখিআমরা তার বাংলা সাহিত্য, সঙ্গীত উপভোগ করিরবীন্দ্রনাথ জালিয়নাবাদ নিষ্ঠুরতার প্রতিবাদে ব্রিটিশ প্রদত্ত উপাধী ফেরত দিয়েছিলেন  


কিন্তু তিনি আজকের বাংলাদেশের মানুষদের কতটুকু নিজের মনে করতেন? তিনি আমাদের কতটুকু জানতেন? তা কিন্তু ভাবার বিষয়জানি কথা অনেকেই পছন্দ করবেন নাকিন্তু পরিক্ষা করে  দেখতে দোষ কি বলুন


কথা সবাই জানেন ইতিহাসে আছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সক্রিয় বিরোধিতা করেছিলেম জন্য মিছিল গিয়েছিলেন


চিরকালীন সাম্প্রদায়িক সম্প্রতির যুক্ত বাংলাদেশে উপমহাদেশের বাঙ্গালী ভাষাভাষীদের সংখ্যাগরিষ্ঠ মানুষ  তাদের পরিচয় দিতেন "জাতিতে মুসলমান" । ব্রিটিশ ভারতে দলিল দস্তাবেজে রকমই পাওয়া যাবেসে কালে এটি কোন সাম্প্রদায়িক পরিচয় ছিল নাএটি ছিল সামাজিক পরিচয়সে সমসাময়িক কালে প্রধান সাহিত্যিকগনের মত রবিন্দ্রনাথের সাহিত্য চিত্রে এই জাতিটির জীবন চিত্র বিস্ময়কর ভাবে অনুপস্থিত থেকে গেছেরবিন্দ্রনাথের মত একজন সুবিশাল মানুষের দৃষ্টিতে এই জাতির অস্তিত্ব অলক্ষনীয় থেকে যাবে একথা ভাবাই যায় না


কাজী নজরুলও সমসাময়িক কবি, সাহিত্যিক সঙ্গিতিকার ছিলেনতার সাহিত্তের  বিষয় ছিল প্রধানত এদেশের সকল মানুষ , বাংলাভাষী কৃষক, কু্লি মজুর জাত, পাত,ধর্ম পেশা নির্বিশেষে দেশবাসী তার রচনায় এসেছে সাম্যবাদ, আধ্যাত্মবাদ, প্রেম, বিদ্রোহ, রাজনীতি সবিইশ্যামা সঙ্গিত, ইসলামী গান সমান ভাবে স্থান পেয়েছেধর্মের ভণ্ডামির বিরুদ্ধে সমান উচ্চকিত ছিলেন তিনিনজরুল একজন খাঁটি ধর্মপ্রান অথচ ধর্ম ভেদহীন মানুষ ছিলেনতার ভেতরে ধর্মের সৌন্দর্য সতত সচল ছিলতার  পারিবারিক জীবনও ছিল তাইসে কারনেই তাকে সম্মান করে বিমান ঘাটির নাম রাখা তার আদর্শগুলি তুলে ধরার বিচক্ষণতা কোন বদান্যতা নয়  


নজরুল রাজনীতির কারনে কারারুদ্ধ ছিলেনপ্রতিবাদী বিদ্রোহী ছিলেনঅন্যদিকে রবিন্দ্রনাথ রাজবন্দনা করে কবিতা লিখেছিলেনযিনি ব্রিটিশ রাজ কে "জন গন মন অধিনায়ক ভারত ভাগ্য বিধাতা" ভেবে বন্দনা করেছিলেনস্বাধিনতাকামী ভারত বিস্ময়কর ভাবে এই কবিতাটিকেই জাতিয় সঙ্গিতের মর্যাদা দিয়েছেনহয়তো তার সুউচ্চ গুনের প্রতি সম্মান করেই তা দিয়েছেন   


আজকের শান্তিনিকেতনের শুরু হিন্দু আশ্রম থেকে ব্রান্ম-বিশ্ববিদ্যালয় হয়ে বিশ্বভারতীতেআমাদের সামাজিক জীবনে ভিনদেশ থেকেও এই প্রতিষ্ঠানটি যে প্রভাব ফেলছে তা লক্ষণীয়এই পটভূমি থেকে রবিন্দ্র বিশ্ববিদ্দ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে সবার মাঝে মুক্ত আলোচনা হবে গনতান্ত্রিক মনোবৃত্তির প্রকাশ চর্চা  


আমাদের জাতীয় সঙ্গিতও রবিন্দ্রনাথের একটি কবিতাবাংলাদেশের মানুষ শিক্ষায় অনগ্রসর হলেও গুনীর সম্মান দিতে আমরা অনেক বড় হৃদয়ের অধিকারী তাঁকে খাটো করার ক্ষমতা কারো নেই


       


 

From: mukto-mona@yahoogroups.com
To: mukto-mona@yahoogroups.com
Date: Tue, 21 Apr 2015 02:42:57 -0400
Subject: [mukto-mona] RE: {PFC-Friends} "আরে ভাই রবীন্দ্রনাথের নামে বিশ্ববিদ্যালয় হলে সমস্যাটা কি ?"

 
Check out this intensely COMMUNAL scoundrel with a phony name

spreading this type of "Hate-India" element in the news ~ ~

Why does he not mention the brand new airport in West Bengal named after Kazi Nazrul Islam?



From: shahadathussaini@hotmail.com
To: nabdc@googlegroups.com; bangladesh-progressives@googlegroups.com; pfc-friends@googlegroups.com; chottala@yahoogroups.com; farida_majid@hotmail.com
Subject: {PFC-Friends} "আরে ভাই রবীন্দ্রনাথের নামে বিশ্ববিদ্যালয় হলে সমস্যাটা কি ?"
Date: Mon, 20 Apr 2015 23:55:55 -0400


গতকালকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে একটা পোস্ট (http://goo.gl/ItFm0a) দেওয়ার পর বুঝতে পেরেছি, বাংলাদেশীরা হচ্ছে পিউর বেকুব, এতে কোন ভেজাল নেই।
কারণ অনেকেই কমেন্টে বলেছেন, "আরে ভাই রবীন্দ্রনাথের নামে বিশ্ববিদ্যালয় হলে সমস্যাটা কি ?"
কিন্তু মাথামোটা বাংলাদেশীরা এ সামান্য ব্যাপারটা বুঝে নি, 'রবীন্দ্রনাথের নামে বিশ্ববিদ্যালয়' আর 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়' দুটো এক জিনিস নয়।
কারণ এই একটি মাত্র বিশ্ববিদ্যালয় তৈরী করার জন্য
১) ভারত সরকার বহুদিন ধরে বাংলাদেশ সরকারকে চাপ দিয়ে আসছে,
২) এ বিশ্ববিদ্যালয় বানাতে ভারত সরকার নিজেও টাকা দিচ্ছে।
(তথ্যসূত্র: দৈনিক সমকাল ৫ জানুয়ারি ২০১৩, দৈনিক ডেসটিনি ১৭ জানুয়ারি ২০১৩, বাংলামেইল ৮ই এপ্রিল, ২০১৪)

এবার বলুন তো, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় করার জন্য ভারত সরকার এত আগ্রহী কেন ??
চিন্তা করুন, খোরাক মিলবে। তবে আপনার চিন্তাধারা সহজ করে দেওয়ার জন্য আমি বলে দিচ্ছি, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা হবে ভারতের শান্তিনিকেতন ও বিশ্বভারতীর আদলে (http://goo.gl/8AgJhB)।
এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন, শান্তিনিকেতন ও বিশ্বভারতীর আদলে হলে সমস্যাটা কি ??
এতক্ষণে লাইনে আসছেন। এজন্য আপনাকে আগে জানতে হবে, শান্তি নিকেতন ও বিশ্বভারতী আসলে কি ?? 
শান্তিনিকেতন হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে একটি আশ্রম ও শিক্ষাকেন্দ্র,যা ১৮৬৩ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের পিতা ধর্মচর্চার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করে। ১৯০১ সালে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মবিদ্যালয় প্রতিষ্ঠা করে, যা কালক্রমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রূপ নেয় (bn.wikipedia.org/wiki/শান্তিনিকেতন)।
এখন আপনি বলতে পারেন, শান্তি নিকেতনে আসলে কি হয় ??
শান্তি নিকেতন হচ্ছে এমন একটা সিস্টেম, যেখানে নানান ধরণের অসাম্প্রদায়িক (`ধর্ম যার যার, পূজা সবার' টাইপ : http://goo.gl/Tyw293) অনুষ্ঠান সারাদিন হতে থাকে এবং ট্রেনিং দেওয়া হয়ে থাকে। ঐখান থেকে ছিটেফোটা ট্রেনিং নিয়ে এসে বাংলাদেশের রেজওয়ানা চৌধুরী বন্যরা চারুকলা আর ছায়ানটে এসব শিক্ষা দেওয়া শুরু করে। যার কারণে ইতিমধ্যে হোলি উৎসব, দুর্গা উৎসব, চৈত্র সংক্রান্তি, চড়ক উৎসব, সরস্বতী উৎসবের মত বিভিন্ন অনুষ্ঠানগুলো বাংলাদেশেও জাতীয় উৎসব হিসেবে মর্যাদা পেতে শুরু করেছে।
তাই বলছিলুম, দুই-একটা রেজওয়ানা বন্যা শান্তিনিকেতন-বিশ্বভারতী থেকে ট্রেনিং নিয়ে আসলে যদি বাংলাদেশের এ অবস্থা হয়, তবে শান্তিনিকেতন-বিশ্বভারতী 'র শাখা যদি খোদ বাংলাদেশে খোলা হয়, তবে বাংলাদেশের কি অবস্থা হবে ? আপনি বলুন ???
(গুগল ইমেজ সার্চে shantiniketan ও festivals এ শব্দদুটি লিখে একসঙ্গে সার্চ দেন, বুজতে পারবেন, লিঙ্ক: http://goo.gl/ZdhDaP)
আগামী ৮ই মে সিরাজগঞ্জে বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সবার আমন্ত্রণ রইলো।

--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



__._,_.___

Posted by: Mohammad Mushrafi <mushrafi@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___