Banner Advertiser

Wednesday, December 23, 2015

[mukto-mona] Press Release, Please publish, Thanks.








রকিবুল হাসানকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছে বহির্বিশ্বের বাংলাদেশের হিন্দুরা 

 

বিশ্বের বিভিন্ন স্থানের বাংলাদেশী হিন্দু বা সংখ্যালঘুরা এক বিবৃতিতে ক্রিকেটার রকিবুল হাসান-এর সাম্প্রতিক হিন্দু বিরোধী মন্তব্য অত্যন্ত দু:খজনক এবং অনিভেপ্রত বলে মন্তব্য করেছেন। তারা বলেন, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে আরো বলা হয়, জনাব রকিবুল হাসান-এর মত একজন খেলোয়াড় সমাজের উচ্চমহলের মানুষের মুখে এমত মন্তব্য অশোভন এবং এতে তার ভেতরের কদর্য সাম্প্রদায়িক চেহারাটা বেরিয়ে পড়েছে। বাংলাদেশ যখন অসম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাবার কথা তখন এমত মন্তব্যে আমরা শঙ্কিত যে দেশ স্বাধীন হলেও পাকিস্তানি হিন্দু বিরোধী ধ্যান-ধারণা এখনো অনেকের মাঝেই সুদৃঢ়ভাবে প্রথিত আছে। জনাব রকিবুল হাসান আবারো সেকথাই প্রমান করলেন। আমরা জনাব রকিবুল হাসান-কে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানাচ্ছি।

 

নেতৃবৃন্দ একই সাথে আওয়ামী ওলামা লীগের সাম্প্রদায়িক উস্কানিমুলুক বক্তব্যের তীব্র প্রতিবাদ  নিন্দা জানায়। তারা জামাতের সাথে সাথে ওলামা লীগকেও  নিষিদ্ধ ঘোষণার জন্যে সরকারের কাছে দাবী জানায়। বিবৃতিতে বলা হয়, ওলামা লীগ জামাতের চেয়েও উগ্রবাদী এবং নব্য রাজাকার। ওলামা লীগের দাবীগুলো আইসিসের দাবীর সাথে সামন্জস্যপূর্ণ এবং এদের সাথে বাইরের সন্ত্রাসী সংগঠনের যোগাযোগ আছে কিনা তাও খুঁজে দেখার আহবান জানানো হয় এতে বলা হয়, দেশকে সন্ত্রাস মুক্ত রাখতে হলে এদের মূলোত্পাটন করা ছাড়া গত্যন্তর নাই।


উল্লেক্ষ্য যে, টেলিফোন, ই-মেইল; ফেইসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে এসব স্বাক্ষর সংগ্রহ করা হয়। স্বাক্ষরকারীর সংখ্যাধিক্যের কারণে কিছু নাম বাদ রাখতে বাধ্য হয়েছি। এতে বেশ কিছু অসাম্প্রদায়িক মুসলিম বন্ধুরা স্বাক্ষর করতে চেয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই, আমরা তাদের নাম বাদ রেখেছি কারণ এটাকে শুধুই সংখ্যালঘুর প্রতিবাদ হিসাবে প্রকাশ করতে চেয়েছি।

 

স্বাক্ষরকারী:

শিতাংশু গুহ, নিউইয়র্ক, কলামিস্ট মানবাধিকার কর্মী। 

তরুণ চৌধুরী, সভাপতি, ইউরোপ ঐক্য পরিষদ, সুইডেন।

অরুণ বরুয়া, সভাপতি, জেনেভা, বাংলাদেশ মাইনরিটি কাউন্সিল।

পুস্পিতা গুপ্ত, লন্ডন, সেকুলার বাংলাদেশ ফোরাম।

চিত্রা পাল, সুইডেন, ইউরোপ হিন্দু ফোরাম।

উদয়ন বড়ুয়া, সভাপতি, ইউরোপ ঐক্য পরিষদ, প্যারিস।

দিলীপ কর্মকার, মন্ট্রিল, কানাডা ঐক্য পরিষদ।

নয়ন বড়ুয়া, সভাপতি, যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদ, নিউইয়র্ক।

শিবাজী রায় (ফ্রান্স), প্রবীর মিত্র (অস্ট্রেলিয়া), বাংলাদেশ হিউম্যান রাইটস কাউন্সিল, ওয়ার্ল্ড চ্যাপ্টার।

বিপ্লব কান্তি সুশীল, সত্সঙ্গ মন্দির, গোসাইলডাঙ্গা, আগ্রাবাদ, চটগ্রাম।

প্রদীপ সাহা,  ডটনেট, নিউইয়র্ক।

ডা: সুভাষ দাশ, এমডি, পিএচডি, নিউইয়র্ক।

রঞ্জন চন্দ্র দাস , যুগ্ন সমন্বয়ক , সিলেট মহানগর কমিটি, শারদাঞ্জলী ফোরাম , বাংলাদেশ।

শুভাশীষ রায় শুভ,, রিটন রায়; সুকান্ত মন্ডল; দেবাশীষ বিশ্বাস; সুব্রত বনিক; নিউইয়র্ক।

স্বদেশ বড়ুয়া, সভাপতি, ফ্রান্স ঐক্য পরিষদ। ফ্রান্স।

মানস রায়. স্যাক্রামেন্টো, ক্যালিফোর্নিয়া।

ভবানী কাশ্যপ, সাধন দাশ, বিএইচআরসি, বাংলাদেশ।

প্রণব কে মজুমদার, অর্থকাগজ, ঢাকা।

দেবাশীষ পাল ,সিলেট ,বাংলাদেশ।

সত্যজিৎ মুখাজ্জী সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ , ফরিদপুর জেলা শাখা।

দূর্গা ভট্টাচার্য্য ও জহর রায়, টেক্সাস।

প্রেমানন্দ দেবনাথ; বিজন সাহা, ডিএসসি; মস্কো, রাশিয়া।

চন্দন সরকার। রিপন দে অভি গুপ্ত। তাপস কে চৌধুরী। সৌমেন সরকার। ইন্দ্রজিত সাহা। দেবব্রত সাহা। অজয় কুমার কুন্ডু। অভিজিত গুহ। অমল কুমার বিশ্বাস। অঞ্জন কান্তি চক্রবর্তী।

অভিজিত প্রতাপ রায়, সিলেট।  

তুষার কান্তি বসাক, লেখক, ফেনী, বাংলাদেশ।

শুভ উপাধ্যায়। গৌরাঙ্গ দেব। তাপস বড়ুয়া। কেশব চক্রবর্তী।

সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ,বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ সংস্হা নিউজার্সী।

উপানান্দ ব্রম্মচারী, এডিটর, হিন্দু একজিস্টান্স।  কোলকাতা।

অশোক তেওয়ারী, কানাডা।

মানস বৈদ্য, টরন্টো।

দিলীপ কে নাথ, কানেকটিকাট।

সুদীপ সোম, জালালাবাদ এসোসিয়েশন, টরেন্টো।

প্রিয়তোষ দে। দোলন পাল। বিশ্বজিত দে বাবলু। কেশব চক্রবর্তী। শ্রী মজুমদার। বিপুল রানা ধর। অপূর্ব কুমার মন্ডল। হৃষিকেশ বৈদ্য।

​Dr. Mohit K. Roy, CAAMB. Kolkata. ​



note: স্বাক্ষরকারী অধিকাংশ পরিচিত হলেও সবাই নয়। প্রায় সবাই প্রবাসী বাংলাদেশী। এতে দু'একজন আছেন যারা বাংলাদেশের বংশোদ্ভূত।


Concerned news:

Raquibal: https://youtu.be/DGYzkwAaAMs

Olema League: http://www.sheershanewsbd.com/2015/12/19/108631







,





















__._,_.___

Posted by: Sitangshu Guha <guhasb@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___