Banner Advertiser

Saturday, February 13, 2016

[mukto-mona] 2016 Abdur Rouf Choudhury 20th death anniversary



দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর ২০তম প্রয়াণ-দিবস ২৩শে ফেব্রুয়ারি। এই দিনে ১৯৯৬ খ্রিস্টাব্দে, সকাল ১১টা ৪০ মিনিটে, তিনি তাঁর প্রিয় সংগঠন 'হবিগঞ্জ সাহিত্য পরিষদ'-এর উদ্যোগে আয়োজিত হবিগঞ্জ মুক্ত স্কাউট ভবনে 'মহান একুশ স্মরণ' আলোচনা সভায় মঞ্চে বক্তৃতারত অবস্থায় হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুকে জীবনের শাশ্বত সত্য জেনে গ্রহণ করেন। জন্ম থেকে মৃত্যুতক সময়ের যেটুকু ব্যবধানটাই হচ্ছে মানুষের আয়ুষ্কাল, জীবনের বিচারে এটাই তার প্রকৃত পরিচয়। পৃথিবীর নিয়মে দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর জন্ম ১৯২৯ খ্রিস্টাব্দের ১লা মার্চ, আসাম (শ্রীহট্ট) অঞ্চলের শাখা-বরাক নদীর তীরবর্তী নবীগঞ্জ থানার মুকিমপুর গ্রামে। বাংলা একাডেমীর প্রাক্তন মহাপরিচালক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন (ইতিহাস গবেষক) বলেছেন, 'দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী ছিলেন পশ্চাৎপদ ধ্যান-ধারণার ঊর্ধ্বে মুক্তবুদ্ধি সম্পন্ন লেখক। খ্যাতির মোহে নয়, বরং জনমনে অগ্রসর চেতনা সৃষ্টি ও মুক্তিযোদ্ধের মূল্যবোধকে সমুন্নত রাখা ছিল তাঁর সাহিত্য সাধনার মূল প্রেরণা ও লক্ষ্য। যেহেতু তিনি সর্বক্ষণ একটি আলোকিত সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখতেন; ফলে তাঁর সৃষ্ট সমগ্র সাহিত্যকর্মেও এর প্রতিফলন ঘটেছে।' আর বর্তমান মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান (প্রাবন্ধিক, ফোকলোরবিদ) বলেছেন, 'একজন মনীষী, যিনি তাঁর মনন, মেধা এবং সামাজিক জীবনে সকল আবিলতার বিরুদ্ধে আজীবন সংগ্রাম চালিয়ে গেছেন, তাঁর শ্রেষ্ঠত্ব, তাঁর মাধুর্য এবং তাঁর গরিমাকে আনন্দের সঙ্গে স্বীকার করতেই হয়।' ২০১৬-এর অমর একুশে বইমেলায় দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর ২০তম প্রয়াণ-দিবস উপলক্ষে বিভিন্ন প্রকাশনী প্রকাশ করেছে গবেষণামূলক গ্রন্থ 'মুক্তিযুদ্ধ সমগ্র/ বাংলাদেশ ১৯৭১' (দেশ পাবলিকেশন্স), 'নজরুল: সৃজনের অন্দরমহল' (দেশ পাবলিকেশন্স), 'কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস' (অঙ্কুর প্রকাশনী) এবং প্রবাসী বাঙালির জীবনভিত্তিক উপন্যাস 'অনিকেতন' (প্রিয়মুখ প্রকাশনী)। তিনি কখনোই সাহিত্য-কর্ম বা লেখালেখিকে পেশা হিসেবে গ্রহণ করেননি, তাই তাঁর লেখকজীবন কলমপেশা লেখকের মতো ধারাবাহিক ছিল না। তাঁর প্রায় সকল রচনাই ছিল মনের আনন্দের বা ক্ষোভের ফসল। সামাজিক সংস্কার, অর্থনৈতিক দুরাবস্থা, প্রবাসী জীবনযাপন এবং বৈচিত্র্যময় কর্মজীবনের অভিজ্ঞতা তাঁকে লেখক হিসেবে আত্মপ্রকাশে তাড়িত করে। তাঁর কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে―'পরদেশে পরবাসী', 'নতুন দিগন্ত', 'গল্পসম্ভার', 'গল্পভুবন',  'স্বায়ত্তশাসন, স্বাধিকার ও স্বাধীনতা', '১৯৭১' (দুই খণ্ড), 'মহান একুশে', 'ফরাসী বিপ্লব', 'যুগে যুগে বাংলাদেশ', 'রবীন্দ্রনাথ : চির নূতনের দিল ডাক', 'রবীন্দ্রনাথের সঙ্গীত জগৎ' 'নজরুলের সঙ্গীত জগৎ' প্রভৃতি। দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী আগামী দিনেও বেঁচে থাকবেন তাঁর সৃজনকর্মের গৌরবে।


__._,_.___

Posted by: Mukid Choudhury <mukid2014@yahoo.co.uk>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___