Banner Advertiser

Wednesday, March 30, 2016

[mukto-mona] Re: {NA Bangladeshi Community} রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের প্রক্রিয়া: যার সূত্রপাত ঘটেছিল একটি সিনেমা হল থেকে...






মার্শাল ল' এবং একটি মামুলি মামলা
 
রেটিং :
 
0.47%
 
গড় রেটিং:
সংবিধান
সোমবার |২৬ এপ্রিল ২০১০ |১৩ বৈশাখ ১৪১৭ |১০ জমাদিউল আউয়াল ১৪

 ফরিদা মজিদ

<<  মানুষের যেসব মৌলিক অধিকারের গ্যারান্টি দেওয়া ছিল বাহাত্তরের সংবিধানে, ১৯৭৭ থেকে নানা মার্শাল ল' প্রক্লেমেশন দ্বারা সেসবের অধিকাংশ খর্ব করা হয়েছিল। এই নৈরাজ্য থেকে সৃষ্ট অবস্থা মানুষকে কত রকমভাবে নাজেহাল করেছে তার সব তো জানি না, জানা সম্ভবও নয়। শুধু একটি জলজ্যান্ত উদাহরণ হলো মুন সিনেমা হলের মামলাটির আসল আরজি। দেশের আইন-আদালতগুলোর হালহকিকত বা কার্যর্ক্রমের নির্ভরযোগ্যতা নিয়ে গর্ব করার মতো কিছু নেই। অথচ তারই মধ্যে একটি মামুলি মামলা, প্রচলিত আইন প্রয়োগ দ্বারাই সুচিন্তিত পরিচালনাপূর্বক কী করে পঞ্চম সংশোধনীর মতো একটি মারাত্মক ক্যান্সার থেকে দেশ ও জাতিকে পরিত্রাণ দিতে পারল, বিচারিক সৎ সাহস ও দেশপ্রেমের তা এক প্রকৃষ্ট দৃষ্টান্ত । >>
 
বাংলাদেশের সংবিধানের পঞ্চম সংশোধনী বা ১৯৭৯ অ্যাক্ট বলে পরিচিত আইনের ওপর ২০০৫ সালের ২৯ আগস্ট হাইকোর্টের একটি রিট মামলার রায়কে বহাল রাখার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিচার বিভাগের এই পদক্ষেপের ফল জাতির সংবিধান ১৯৭৯ আইনের মতো নীতিবিবর্জিত ও রীতি উপেক্ষা করে আরোপিত এক সর্বনেশে করাল ছায়া থেকে মুক্তি পেল, এটা আনন্দের কথা। গণতান্ত্রিক সরকারের কর্তৃত্ব যে তিনটি স্তম্ভের ওপর স্থাপিত, তার একটি যে বিচার বিভাগ_ সেকথা মানুষ খানিকটা টের পেল নতুন করে। ক্ষমতার পৃথক্করণ গণপ্রজাতন্ত্রী সরকারের একটি অপরিহার্য শর্ত, যে শর্তের বলে সরকারের বিধানিক (পার্লামেন্ট), নির্বাহী ও বিচারিক ক্ষমতা আলাদা এবং স্বতন্ত্র বিভাগের ওপর ন্যস্ত থাকার কথা। পৃথক অথচ অভিন্ন, একমাত্র ধ্রুব লক্ষ্য হলো দেশ ও জাতির কল্যাণকর সেবা। সেই গুরুদায়িত্ব পালনে কোনো একটি বিভাগ অপারগ বা লক্ষ্যভ্রষ্ট হলে অপর দুই বিভাগের যেন শক্তি থাকে ভুল শোধরানোর। এই অমোঘ শর্তের নিদারুণ অবমাননার ফলশ্রুতিই তো পঞ্চম সংশোধনী।

প্রথমেই জেনে রাখা প্রয়োজন এই নিরেট আইনি তথ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মার্শাল ল' বলে কোনো আইন নেই। কখনও ছিল না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের এপ্রিল পর্যন্ত প্রণীত সব প্রক্লেমেশন, মার্শাল ল' অর্ডার এবং রেগুলেশনগুলো ছিল বেআইনি এবং বাতিলযোগ্য।

পাকিস্তান নামক নতুন দেশটিতে বহু চেষ্টার পর ১৯৫৬ সালে যদিওবা একটি সংবিধান খাড়া করা হলো, সেই সংবিধান অনুযায়ী প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠান হলো না। গণতন্ত্রবান্ধব কোনো আইন প্রবর্তন করার শুরুতেই প্রচণ্ড বাধা নিয়ে এলো ১৯৫৮ সালে আইয়ুব খানের মতো সামরিক প্রতাপধারী একনায়কত্বের রাজত্ব। এখানে বিচার বিভাগের হস্তক্ষেপের ভীষণ প্রয়োজন ছিল। পাকিস্তানের তৎকালীন চিফ জাস্টিস মুনীরের উচিত হয়নি রাষ্ট্রীয় ক্ষমতার এই জবরদখলকে বৈধতা দেওয়া। প্রতিবাদ দূরের কথা, বরং সিভিল ক্ষমতার জবরদখলকে বিচারিক অজুহাত দিয়ে তিনি তার খেতাব দিলেন 'ডকট্রিন অব নেসেসিটি'। দেশের ওপর অবৈধ মার্শাল ল' চাপিয়ে দিয়ে বলা হয়, 'দেশ এখনও গণতন্ত্রের জন্য প্রস্তুত নয়।'১৯৭০ সালে যে সাধারণ নির্বাচন হলো গোটা পাকিস্তানে, যা যুক্ত-পাকিস্তানে প্রথম ও শেষ অবাধ, নিরপেক্ষ এবং নিয়মানুগ নির্বাচন, তাও ছিল পূর্ব পাকিস্তানের জনতার অবিশ্রান্ত গণআন্দোলনের ফসল। এই কষ্টলব্ধ নির্বাচনের ফলাফল অনুযায়ী গণতান্ত্রিক স্বাধিকার পাওয়ার কথা, শুধু বাংলারই নয়, গোটা পাকিস্তানের মানুষের। 

গণতন্ত্রের প্রতিশ্রুতির নগ্ন নির্লজ্জ বরখেলাপ ঘটল ১৯৭১ সালের ২৫ মার্চ নৃশংস সামরিক বাহিনীর অঘোষিত আক্রমণে। তার আগে ৭ মার্চের জনসমাবেশে নির্বাচন-বিজয়ী শেখ মুজিবকে যে বলতে হয়েছিল, 'এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম...' সেখানে আমাদের অনেকের কানে ওই 'এবারের' শব্দটিতে ছিল বেদনার্ত অতীতের স্মৃতিব্যাকুল দ্যোতনা। অনেকবার তো হলো, আর কত? ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা তাই এমনই স্বতঃস্ফূর্ত! কেবল পঁচিশ বছরের ব্যবধানে দু'দুটি কালজয়ী স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হওয়া এবং দু'বারই বিজয়ী হওয়া পৃথিবীর ইতিহাসে একটা অনন্যসুলভ দৃষ্টান্ত। তারপর ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর থেকে জারিকৃত 'স্বাধীনতার ঘোষণাপত্র' দিয়ে বিলোপ করা হলো পূর্ব পাকিস্তান নামধারী এক আজগুবি প্রেত। স্বাধীনতার এই ঘোষণাপত্রের মধ্যে ছিল অদূরবর্তী সংবিধানের দলিল প্রণয়নের ভিত্তিগুলোর প্রতিশ্রুতি। যারা এই সংবিধানকে তুচ্ছ করেছে, কৃতকর্মে বা মতামত পোষণ করে, তারা জ্ঞানত বা অজ্ঞানত সেই বিগত ঔপনিবেশিক শাসনব্যবস্থায় মোহাবিষ্ট।

১৯৭২-এ সংবিধান প্রণয়নকারীদের নিষ্ঠার পেছনে ছিল দুই শ' বছরের রণক্লেদাক্ত এক জনগোষ্ঠীর সমষ্টিগত স্মৃতি ও পুঞ্জিত অভিজ্ঞতা। তাদের কাছে ছিল মৌলিক মানবাধিকারগুলো সংরক্ষণার্থে জাতিসংঘ সনদের নির্দেশিকা, বিভিন্ন দেশের সংবিধান পর্যালোচনা, আর দেশি-বিদেশি সংবিধান বিষয়ক (Constitutional Jurisprudence) বিশেষজ্ঞদের সহৃদয় উপদেশ ও পরামর্শ। বাংলাদেশের গণপরিষদের কাছে খসড়া সংবিধান অনুমোদন উপলক্ষে ৪ নভেম্বর ভাষণ প্রদান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবেগাপল্গুত হয়ে বলেছিলেন, 'আজ আবার স্মরণ করি আমার জীবনের বিপদসমূহের কথা, যেসব থেকে আমি উদ্ধার পেয়েছি; কিন্তু তা সত্ত্বেও আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। সে আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারব না।'সব দেশের সংবিধানই জনগণের আদরের ধন। মার্কিন যুক্তরাষ্ট্রে তো সংবিধানের মহিমা প্রতিটি নাগরিকের আত্মগৌরবের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত। বাংলাদেশের মানুষের মনে বাহাত্তরের সংবিধানের অমন অবস্থানে থাকার কথা, বিশেষ করে এটি যখন এত কষ্টে অর্জিত এক অমূল্য রতন। 

সেই কষ্টের পটভূমি সামান্য বর্ণনা করার চেষ্টা করলাম এতক্ষণ ধরে। উপরন্তু মনে রাখতে হবে, গণতান্ত্রিক সংবিধান এমনই এক রতন যার মূল্য দিন দিন বৃদ্ধি পায়, দীপ্তি বিচ্ছুরিত হয় তার নিত্যব্যবহারে। সিন্দুকে ভরে বন্ধ রাখলে তার কানাকড়ির মূল্য নেই। সংবিধানকে ব্যবহৃত হতে না দেওয়া একটি গণতন্ত্রের শ্বাসনালি দু'হাতে চেপে ধরার শামিল। ১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধানের কী হাল হলো, তার কথা বলেছি। অনুরূপ হিংস্র অঘটনচক্রে নিপতিত হলো বাংলাদেশের বাহাত্তরের সংবিধান। মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো আনীত হলো কিছু ধ্বংসাত্মক সংশোধনী, যেগুলোর অধিকাংশই ছিল গণতন্ত্রবিরোধী এবং ব্যক্তিগত স্বার্থসিদ্ধির লক্ষ্যে। এখানে আমি কেবল পঞ্চম সংশোধনীর দিকে দৃষ্টি নিবদ্ধ রাখতে চাই। আমার মনে হয়, এই একটির ন্যায়বিবর্জিত অসাংবিধানিক প্রস্তুত প্রণালির ব্যাখ্যা অন্যগুলোর বৈধতা যাচাই করতে সাহায্য করবে। সাংবিধানিক সংশোধনী একটি সংবিধানের বিশেষ কোনো অংশ বা ক্ষেত্রের অপূর্ণতাকে পূর্ণ করে গোটা সংবিধানকে আরও ব্যাপক ব্যবহারযোগ্য শক্তি জোগায়। সংশোধনী আনার যেসব প্রথা বা প্রক্রিয়া পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রে প্রচলিত আছে, সেসবের প্রতি দৃকপাতটুকু দেওয়া হয়নি বাংলাদেশের সংবিধানের পঞ্চম সংশোধনীর বেলায়।

তাৎক্ষণিকভাবে সিভিল ক্ষমতা জবরদখলের পাকিস্তানি মডেল ছিল একপ্রস্থ বেআইনি কাণ্ড। সেই প্রস্থের ওপর স্তরে স্তরে চাপানো হলো অবৈধ মার্শাল ল' প্রণীত আরও কিছু কালো ফরমান জারি। জোড়াতালি ও গোঁজামিল দিয়ে বাংলাদেশের আদি সংবিধানের আদর্শাবলির বাঁধ ভেঙে একটি নির্বাচন অনুষ্ঠিত হলো ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে। লোকের চোখে ধুলো দেওয়া এই মেকি সংসদ থেকে পাস করা হলো কিম্ভূতকিমাকার এই পঞ্চম সংশোধনী যা আমাদের দেশের গৌরবময় মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের সংকল্পে উদ্ভাসিত সংবিধানকে কেটেকুটে ছিন্নভিন্ন করে দিল। সেসব কাটাকাটি যে কতটা অনিষ্টকারী ও দুরভিসন্ধিমূলক, তা নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। বাস্তবিক অর্থে এটি কোনো 'সংশোধনী' নয়, এটি সংবিধান ধ্বংসকারী এক জলল্গাদি কুড়াল। মানুষের যেসব মৌলিক অধিকারের গ্যারান্টি দেওয়া ছিল বাহাত্তরের সংবিধানে, ১৯৭৭ থেকে নানা মার্শাল ল' প্রক্লেমেশন দ্বারা সেসবের অধিকাংশ খর্ব করা হয়েছিল। এই নৈরাজ্য থেকে সৃষ্ট অবস্থা মানুষকে কত রকমভাবে নাজেহাল করেছে তার সব তো জানি না, জানা সম্ভবও নয়। শুধু একটি জলজ্যান্ত উদাহরণ হলো মুন সিনেমা হলের মামলাটির আসল আরজি। দেশের আইন-আদালতগুলোর হালহকিকত বা কার্যর্ক্রমের নির্ভরযোগ্যতা নিয়ে গর্ব করার মতো কিছু নেই। অথচ তারই মধ্যে একটি মামুলি মামলা, প্রচলিত আইন প্রয়োগ দ্বারাই সুচিন্তিত পরিচালনাপূর্বক কী করে পঞ্চম সংশোধনীর মতো একটি মারাত্মক ক্যান্সার থেকে দেশ ও জাতিকে পরিত্রাণ দিতে পারল, বিচারিক সৎ সাহস ও দেশপ্রেমের তা এক প্রকৃষ্ট দৃষ্টান্ত। 

মুন সিনেমা হলের মালিক, বাংলাদেশ ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের অধিকার ছিল তাদের সম্পত্তি সংরক্ষণে। সেই মৌলিক অধিকার হরণ হলো কীভাবে? ১৯৭৭ সালের সামরিক জান্তার ঘোষণা মোতাবেক মুন সিনেমা হল নাকি 'পরিত্যক্ত সম্পত্তি' হিসেবে গণ্য, আর ওই আইনের বলে তা বেহাত হয়ে 'মুক্তিযোদ্ধা সংসদ' নামক এক সরকারি প্রতিষ্ঠানের দখলে চলে যায়।  প্রাথমিক ধাপের মামলায় মুন সিনেমা হলের মালিকের পক্ষে প্রদত্ত রায়কে অকার্যকর করে দেয় একটি সরকার থেকে আনীত রিট, যেখানে দাবি করা হয় যে পঞ্চম সংশোধনীর মাধ্যমে ১৯৭৭-এর মার্শাল ল' ফরমান জারি বৈধতা লাভ করেছে, অতএব মুন সিনেমা হল সরকারি দখলপ্রাপ্ত।হৃত সম্পত্তি ফিরে পাওয়ার জন্য মুন সিনেমার মালিক কোম্পানি তখন অন্যান্য প্রতিকার চাওয়ার পাশাপাশি পঞ্চম সংশোধনীর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে নতুন আরেকটি রিট দায়ের করেন। ২০০০ সালে দায়ের করা ওই রিট পিটিশনের শুনানি শেষে সরকার কর্তৃক মুন সিনেমা হলের ব্যবস্থাপনা মুক্তিযোদ্ধা সংসদের কাছে হস্তান্তর এবং পঞ্চম সংশোধনীর মাধ্যমে তার বৈধকরণসহ পঞ্চম সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না, সেই মর্মে বিচারপতি মোঃ গোলাম রাব্বানী এবং বিচারপতি নাজমুন আরা সুলতানার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সরকার ও অন্যান্য বিবাদীর প্রতি একটি রুলনিশি জারি করেন। 

আদালতে বিচারকের দায়িত্ব নয় আইন তৈরি করার। তার মুখ্য দায় হলো প্রণীত আইন যথাযোগ্যভাবে প্রয়োগ হচ্ছে কি-না, তার দিকে নজর রাখা এবং আইনের সঠিক ব্যাখ্যা অনুসারে বিচারকর্ম চালানো। এর বাইরে আরও একটি দায়ভার অর্পিত থাকে বিচারকের ঘাড়ে। ঠিক ওই বিশেষ দায়িত্ব পালনের ক্ষেত্রটিতেই চলে আসে বিচার বিভাগের স্বতন্ত্র ও স্বাধীন কর্তৃত্বের ইস্যু। একটি প্রণীত আইন, সে যেমনই হোক, ভালো না মন্দ আইন, সে প্রশ্নও বিচারকের কাছে অবান্তর। তবে আইনটি প্রণয়ন হলো কার দ্বারা? আইন জারি করা ব্যক্তি বা সংগঠনটির কি অথরিটি ছিল এবং তা ছিল কতখানি বৈধ বা সংবিধানসঙ্গত, কোন বিধানিক কলকাঠি বা পদ্ধতি অবলম্বনে আইন প্রণীত হলো তার বৈধতা, এসব যাচাই-বাছাই করার ভার স্বাভাবিকভাবেই বিচার বিভাগের ওপর ন্যস্ত থাকে। 

গণতন্ত্র প্রতিহতকারী অপশক্তির সঙ্গে সেই যে পাকিস্তানের চিফ জাস্টিস মুনীর বিচার বিভাগের যোগসাজশকারী ভূমিকার নেতিবাচক নিদর্শন দেখিয়েছেন ১৯৫৮ সালে, তার প্রভাবাচ্ছন্নে বাংলাদেশের বিচার বিভাগ বাধাগ্রস্ত হয়েছে বারবার গণতন্ত্রের পক্ষ নিয়ে নিজের স্বাধীন ক্ষমতা প্রতিষ্ঠা করতে। নির্বাচিত সরকারের আমলেও নির্বাহী বিভাগের হস্তক্ষেপের কারণে সংবিধানের বিধিমালা ও ন্যায়াদর্শ কার্যকর রাখার মহান কর্তব্য পালন করতে পারেনি বিচার বিভাগ। এই মুন সিনেমা হলের মামলা, যেখানে পঞ্চম সংশোধনী একেবারে সরাসরি একজন সাধারণ নাগরিকের মৌলিক অধিকারের বিরুদ্ধে মুখোমুখি দাঁড়াল, সেখানেও বিচারকর্মকে চালাতে হয়েছে অত্যন্ত সতর্কতার সঙ্গে। মুন সিনেমা হলের মামলা পরিচালনায় যে সাহস, আইনি মেধা ও স্থৈর্যের পরিচয় দিয়েছেন মাননীয় বিচারপতিগণসহ বাদীপক্ষের উকিলবৃন্দ, তার জন্য তারা দেশ ও জাতির ধন্যবাদার্হ। সিনিয়র অ্যাডভোকেট এমআই ফারুকী ও তার সহযোগী রুহুল কুদ্দুস বাবু প্রাথমিক পর্যায়ে এ মামলা পরিচালনার দায়িত্বে ছিলেন এবং পরে আজমামুল হোসেন চূড়ান্ত শুনানি পর্যায়ে মামলা পরিচালনা করেন। ২০০৫ সালে শুনানি শেষে বিচারপতি এবিএম খায়রুল হক ও এটিএম ফজলে কবীর সমন্বিত হাইকোর্টের আরেকটি দ্বৈত বেঞ্চ পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে মুন সিনেমা হলটি তার মালিক বরাবর ফেরত দেওয়ার যুগান্তকারী রায়টি ঘোষণা করেন।

এমনি করে অনতিকালে ধ্বংসকারী সংশোধনীগুলোর ফাঁক থেকে বাংলাদেশের আদি সংবিধানকে উদ্ধার করে গণতন্ত্রের গতিময়তা ও পঙ্কোদ্ধার হোক_ এই কামনা করি। 
                    
হ ফরিদা মজিদ : প্রাবন্ধিক, ইংরেজি ও বাংলাভাষার অধ্যাপক (অব.), যুক্তরাষ্ট্র 
                
From: nabdc@googlegroups.com <nabdc@googlegroups.com> on behalf of Mohamed Nazir <nazir0101@gmail.com>
Sent: Sunday, March 27, 2016 11:18 PM
To: nabdc@googlegroups.com; pfc-friends@googlegroups.com; RANU CHOWDHURY; Mohammad Gani; Abid Bahar; NewEngland Awami League; Hussain Suhrawardy; Zoglul Husain; zainul abedin
Subject: {NA Bangladeshi Community} রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের প্রক্রিয়া: যার সূত্রপাত ঘটেছিল একটি সিনেমা হল থেকে...
 
রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের প্রক্রিয়া: যার সূত্রপাত ঘটেছিল একটি সিনেমা হল থেকে...

'মুন সিনেমা হল মামলা' সম্পর্কে সাধারণ মানুষদের কয়জন জানেন? কেউই হয়তো কিছু জানেন না, কারণ সাধারণ মানুষ ব্যস্ত রয়েছে ক্রিকেট খেলা ও অন্যান্য বিষয় নিয়ে। অথচ এই 'মুন সিনেমা হল' মামলাকেই ঘুরিয়ে-পেঁচিয়ে এমন এক রায় দেয়া হয়েছে, যাতে বাতিল হয়ে গিয়েছে সংবিধানের 'আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস', ফিরে এসেছে হিন্দু ও নাস্তিকদের বহুল আকাঙ্খিত 'ধর্মনিরপেক্ষতা'। ভাবছেন এটা কী করে সম্ভব? তো আসুন বিষয়টি আলোচনা করি। একাত্তরে যুদ্ধের পর এদেশের বহু পাকিস্তানী তাদের প্রচুর সম্পত্তি ফেলে চলে যায়। সেসব সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে নেয় 'অর্পিত সম্পত্তি' হিসেবে। সেরকম একটি সম্পত্তি ছিলো পুরান ঢাকার ওয়াইজঘাটের 'মুন সিনেমা হল', যার মালিক ছিলো পাকিস্তানের 'ইটালিয়ান মার্বেল ওয়ার্কস'। এই সম্পত্তি বঙ্গবন্ধু সরকার বাজেয়াপ্ত করে প্রদান করেছিলো মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে। কিন্তু স্বাধীনতার পর ১৯৭২ সালে কোম্পানীর নাম বদলে 'বাংলাদেশ ইটালিয়ান মার্বেলস ওয়ার্কস লিমিটেড' রাখা হয় । তারা মুন সিনেমা হল ফিরে পেতে নানা জায়গায় লবিং করতে থাকে। এর মধ্যেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এর পর শিল্প মন্ত্রণালয় ২৭ জুন ১৯৭৫ সালে ওই সম্পত্তি 'পরিত্যাক্ত সম্পত্তি" বলে প্রাক্তন মালিককে চিঠি দিয়ে জানিয়ে সব আবেদন নাকচ করে দেয়। স্বাভাবিকভাবেই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। ইটালিয়ান মার্বেল ওয়ার্কস থেকে ১৯৭৬ সালে সম্পত্তি ফেরত পাবার আদেশ কামনা করে হাইকোর্টে রিট করেন। রিট দায়েরের প্রায় এক বছর পর ১৯৭৭ এর ১৫ জুনে হাইকোর্ট তার রায়ে মন্ত্রণালয় ও কল্যাণ ট্রাস্টকে সম্পত্তি ফেরত দিয়ে দেবার নির্দেশ জানিয়ে রিট নিষ্পত্তি করেন। কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালের সংবিধানের ৫ম সংশোধনীতে আর্টিকেল ৭ এ একটি ধারা যুক্ত করেন যে, মুক্তিযুদ্ধের যাবতীয় শত্রুসম্পত্তি মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থা পাবে। আইনটি ছিলো মুক্তিযোদ্ধাদের জন্য খুবই উপকারী। কিন্তু এর ফলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় মুন সিনেমা হল মামলা। এখানেই শুরু হয় আসল নাটক। এরপর সামরিক শাসন বাতিল হলে ১৯৯৪ সালে সিনেমা হলের মালিক ফের মামলা করেন। তখন মামলাটি গিয়ে দাঁড়ায় এই তর্কবিতর্কে যে, জিয়াউর রহমানের ঐ আইন করার এখতিয়ার ছিলো কি না ,শুনে অবাক হবেন, এই মামলার রায় দেয়া হয় ২০০৫ সালে বিএনপি-জামাত ক্ষমতায় থাকা অবস্থায়। রায়ে বলা হয়, জিয়াউর রহমানের ক্ষমতা দখল অবৈধ, তার পুরো শাসনকাল অবৈধ, তার শাসনকালের সময়ে করা পঞ্চম সংশোধনী অবৈধ। এই রায় দিয়ে হাইকোর্ট সিদ্ধান্ত দেয়, মুন সিনেমা হলের জমি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কাছ থেকে নিয়ে ইটালিয়ান মার্বেল ওয়ার্কসের মালিক মাকসুদুল আলমকে বুঝিয়ে দিতে হবে। তখন বিএনপি সরকার তড়িঘড়ি করে মামলাটি কোনভাবে স্থগিত করিয়ে রাখে। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই এই মামলাকে সচল করা হয়। ২০১০ সালে এই 'মুন সিনেমা হল' মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয় এবং জিয়াউর রহমান আমলের সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করা হয়। জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীতে 'গণভোট' রেখেছিলেন, যেই 'গণভোট' নিয়েই সংবিধানে 'আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস' যোগ করা হয়েছিলো। ২০১০ সালের রায়ে এই 'গণভোট' বাতিল করে দেয়া হয়, যার ফলে 'আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস' সংবিধান থেকে বাতিল হয়ে যায়। কিন্তু মজার বিষয় হলো, যেই 'মুন সিনেমা হল'কে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে কেড়ে নিয়ে মাকসুদুল আলমকে বুঝিয়ে দিতে বলা হলো, সেই মাকসুদুল আলম যুদ্ধের সময়েই পাকিস্তান চলে যায়। সে ফেরত আসেনি, এই ছুতোয় 'মুন সিনেমা হল' এর সম্পত্তি এখনও ফেরত দেয়া হয়নি। জমি জমির জায়গাতেই আছে, ওদিকে বাদ দিয়ে দেয়া হয়েছে 'আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস'।

এখানে আমরা যা দেখতে পেলাম-

১) 'বাহাত্তরের সংবিধান' পন্থীরা প্রায়ই বলে থাকে, তারা সংবিধান চেঞ্জ করেছে নাকি 'মুক্তিযুদ্ধের চেতনা' ফিরিয়ে আনার জন্য। কিন্তু 'মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট' থেকে সম্পত্তি কেড়ে নিয়ে তা পাকিস্তান পলাতক মাকসুদুলকে বুঝিয়ে দেয়ার মধ্যে কোন 'মুক্তিযুদ্ধের চেতনা' কাজ করছে, তা সত্যিই আমার বুঝে আসে না। সাথে সাথে পাঠকদের এটাও জানা দরকার যে, সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস সংযুক্ত হয়েছিলো 'গণভোট' এর মাধ্যমে। হাইকোর্টের রায়ে এই গণভোট বাতিল করার ফলেই 'ধর্মনিরপেক্ষতা' প্রতিষ্ঠিত হয়েছিলো। অর্থাৎ গণতন্ত্রের নাম করে 'গণভোট' বাতিল করা হলো, আর 'মুক্তিযুদ্ধের চেতনা'র নামে মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের বিরুদ্ধে রায় দেয়া হলো।

২) আওয়ামী লীগ সরকার খুব চালাক। সংবিধানের মূলনীতি পরিবর্তনের এখতিয়ার একমাত্র পার্লামেন্টের, কিন্তু আওয়ামী সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে 'আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস' উঠিয়ে দিয়েছে। কাজটি সম্পূর্ণই বেআইনি, কিন্তু আওয়ামী সরকার তা করেছিলো নিজের ঘাড়ে দায় না নেয়ার জন্য।ঠিক সেভাবেই বর্তমানে যে সংবিধান থেকে 'রাষ্ট্রধর্ম ইসলাম' উঠিয়ে দেয়ার কাজ চলছে, তা করা হচ্ছে আদালতের মাধ্যমে। অথচ আদালতের এই বিষয়ে কিছু করার এখতিয়ার নেই। কিন্তু পার্লামেন্টে করলে আওয়ামী লীগের ঘাড়ে সরাসরি নাস্তিকতার দায় চাপবে, তাই তারা এখানেও আদালতের ঘাড়ে বন্দুক রেখে গুলি করছে।

৩) এখানে ইসলামবিরোধীদের মূল অস্ত্র হয়েছে একটি পরিত্যাক্ত সিনেমা হল। একটি সিনেমা হলের মামলার রায় দিতে গিয়ে সংবিধান থেকে 'আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস' উঠিয়ে দেয়া হয়েছে এবং 'ধর্মনিরপেক্ষতা' ফিরিয়ে আনা হয়েছে। অর্থাৎ হারাম থেকে হারামই উৎপন্ন হয়। বর্তমানে হয়তো সিনেমা হল নেই, কিন্তু ক্রিকেট খেলা তো রয়েছে। ভারত থেকে নর্তকী এনে কনসার্ট করা তো রয়েছে। এর সুদূরপ্রসারী ফলাফল আমাদেরকে চিন্তা করতে হবে। ক্রিকেট খেলায় জাতিকে ডুবিয়ে রেখে কতো ক্ষতি করা হচ্ছে, তা হয়তো কেউ চিন্তাও করতে পারবে না। কলকাতা থেকে বিভিন্ন অভিনেতা এনে সাক্ষাৎকারে বলানো হচ্ছে, বাংলাদেশে এই সম্পত্তি তার, ঐ সম্পত্তি তার। এসব ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে হয়তো এমন আইন পাশ করা হবে, যেখানে লেখা থাকবে কলকাতা থেকে হিন্দুরা সম্পত্তি ফেরত চাইলে তা মুসলমানরা ফেরত দিতে বাধ্য থাকবে। একটি সিনেমা হলের জমির মামলাকে কেন্দ্র করে যদি সংবিধান বাতিল করে দেয়া যায়, তাহলে এমনটি হলে তাতে আশ্চর্যের কিছু থাকবে না।

অর্থাৎ মুসলমানদের এখন সমস্ত হারাম কাজ ত্যাগ করে মুসলমান হওয়াটাই সবচেয়ে বেশি জরুরী। একটি হারাম থেকেই উৎপত্তি ঘটতে পারে বিরাট দুর্যোগের, যাতে ধ্বংস হয়ে যেতে পারে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। আজকের ক্রিকেটের উল্লাস আগামী দিনের পরাধীনতার হাহাকার, আজকের ভারতীয় শিল্পীর গিটার আগামী দিনের বিএসএফের হিংস্র বেয়নেট।

 

--
You received this message because you had subscribed to the Google Groups "North America Bangladeshi Community forum". Any posting to this group is solely the opinion of the author of the messages to nabdc@googlegroups.com who is responsible for the accuracy of his/her information and the conformance of his/her material with applicable copyright and other laws where applicable. The act of posting to the group indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator(s). To post to this group, send email to nabdc@googlegroups.com.
---
You received this message because you are subscribed to the Google Groups "North America Bangladeshi Community" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nabdc+unsubscribe@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/nabdc.
For more options, visit https://groups.google.com/d/optout.


__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___