Banner Advertiser

Sunday, May 22, 2016

[mukto-mona] Fwd: Please read



নিউজ: 


ঘোষণা 

নিউইয়র্কে সমাবেশের ঘোষণানারায়নগঞ্জে ওসমান পরিবারের  ত্রাসের রাজত্বের অবসান দাবী 

২১শে মে ২০১৬

 

নারায়নগঞ্জে শিক্ষককে কান ধরে উঠবস করানোরাজশাহী ভার্সিটির  শিক্ষক হত্যাদুই শিক্ষকের জেলবৌদ্ধভিক্ষু-ইমাম-পুরোহিত হত্যাব্লগার ও ভিন্ন মতাবলম্বীদের হত্যাদেশব্যাপী সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে   লেখকবুদ্ধিজীবীসাংস্কৃতিক কর্মীসাংবাদিক সহ সকল শ্রেনীর মানুষের আজকের এই সমাবেশ উদাত্ত কন্ঠে বাংলাদেশের সকল শিক্ষকের প্রতি সন্মান দেখিয়ে ঘোষণা করছে, "উই আর সরি স্যার"।



আজকের এই সমাবেশ নারায়নগঞ্জে শিক্ষক অবমাননার দায়ে সাংসদ সেলিম ওসমানের বিচার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছে। 

সমাবেশ  ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দ্রুত হস্তক্ষেপ কামনা করে। 

আজকের এই সমাবেশ অবিলম্বে নারায়নগঞ্জে  'ওসমান পরবারের' ত্রাসের রাজত্বের অবসান ঘটানোর দাবী জানায়। 

সমাবেশ নারায়নগঞ্জে শিক্ষক অবমাননার তীব্র নিন্দা প্রতিবাদ জানায়।

একই সাথে ধামরাইয়ে বাথরুম থেকে টেনে এনে শিক্ষিকাকে মারধরের তীব্র নিন্দা, প্রতিবাদ জানায় এবং অপরাধীর শাস্তি দাবি করে। 

সমাবেশ সেলিম ওসমান অডিও টেপে সাংবাদিকদের যে ভাষায় গালিগালাজ করেছেন এর নিন্দা জানায় এবং এই অসভ্য সাংসদকে বর্জন করার জন্যে সাংবাদিকদের প্রতি আহবান জানায়। 

আজকের এই সমাবেশ সদ্য কুষ্টিয়ায় সমাজকর্মী হোমিও চিকিত্সকে গলা কেটে হত্যায় ক্ষোভ প্রকাশ করছে এবং আহত তার সাথী অধ্যাপকের দ্রুত আরোগ্য কামনা করছে।

আজকের এই সমাবেশ দেশের মন্ত্রী পরিষদের সদস্য, বুদ্ধিজীবী, শিক্ষক, রাজনীতিক, বিভিন্ন সংগঠন এবং সাধরণ মানুষ যারা অপমানিত শিক্ষকদের পক্ষে আওয়াজ তুলেছেন এবং দেশে একের পর এক হত্যাকান্ডের নিন্দা করছেন বা মৌলবাদের বিপক্ষে অবস্থান নিচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ জানায় এবং ঘোষণা করছে যে,'আমরা আছি আপনাদের পাশে'

সমাবেশ দেশে যাতে আর একজন ব্লগার হত্যা নাহয়, কোন মুক্তমনা যাতে খুন না হয়, ভিক্ষু-পুরোহিত বা ইমামের যাতে জীবনহানি না ঘটে সেদিকে নজর দেয়ার জন্যে সরকারের প্রতি আহবান জানায়। 

আজকের এই সমাবেশ দেশে 'রোয়ানুর তান্ডবে' নিহতদের জন্যে গভীর শোক প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।

সভা ঘোষণা করছে যে, বাংলাদেশে মৌলবাদের কোন ঠাই নাই, বাংলাদেশ হবে একটি ধর্মনিরপেক্ষ- গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে সকল মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। 

 



----------------------------------------------------------------------------------------------------------------

সমাবেশের পক্ষে সংগঠন:  

বাংলাদেশ মাইনরিটি রাইটস ম্যুভ্মেন্টঘাতক দালাল নির্মূল কমিটিগণজাগরণ মঞ্চসন্মিলিত সাংস্কৃতিকজোটসম্প্রীতি মঞ্চ, উদীচী শিল্পী গোষ্ঠী অন্যান্য সংগঠন এবং উপস্থিত সন্মানিত ব্যক্তিবর্গ। 


সভাপতি: সৈয়দ মোহন্মদ উল্লাহ; 

বক্তব্য রাখেন: শিতাংশু গুহ, সুব্রত বিশ্বাস, শুভ রায়; মিনহাজ শাম্মু; মিথুন আহমদ; গোপাল স্যানাল; স্বীকৃতি বড়ুয়া; নবেন্দু দত্ত; শিবলী সাদিক; হোসনেআরা বেগম; সমরণ বড়ুয়া; টমাস দুলু রায়; রণবীর বড়ুয়া; দিলীপ বড়ুয়া প্রমুখ। 




__._,_.___

Posted by: Sitangshu Guha <guhasb@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___