Banner Advertiser

Tuesday, December 6, 2016

[mukto-mona] সাম্প্রদায়িকতার বীজ বপনকারীদের প্রতিহতের আহবান প্রধান বিচারপতির



সাম্প্রদায়িকতার বীজ বপনকারীদের প্রতিহতের আহবান প্রধান বিচারপতির

সিনিয়র করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-১২-০৬ ৮:১২:৪৭ পিএম

সাম্প্রদায়িকতার বীজ বপনকারীদের প্রতিহতের আহবান প্রধান বিচারপতির
ছবি: সুমন শেখ, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সংখ্যালঘু নির্যাতনের সময় ধর্মের কথা বলা হলেও গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বিষয়টি তো ধর্মের নয়। তাহলে তাদের কেন উচ্ছেদ করা হলো?- এ প্রশ্ন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার।

মঙ্গলবার  (০৬ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 'বিজয়া সম্মিলন' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ প্রশ্ন করেন তিনি।

সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে 'বিজয়া পুনর্মিলনী পরিষদ-২০১৬'।

প্রধান বিচারপতি বলেন, 'দেশে একটি উগ্রতার ভাব দেখা যাচ্ছে। এটি কিভাবে অতিক্রম করা করা যায়, সে চিন্তা করতে হবে'।

তবে শুধু এ দেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে উগ্রতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'এটি কিন্তু শুধু বাংলাদেশে না। আমরা আজকে দেখি পাকিস্তানেও। সেখানে কিন্তু ধর্মান্ধতা, উগ্রবাদ আমাদের চেয়ে বেশি'।

'আফগানিস্তানের যেসব এলাকা তালেবানদের দখলে আছে, সেখানে তারা সমাজ-সংস্কৃতি ধংস করে। ইরাকে, ইসরাইলে, সিরিয়াতেও একই অবস্থা পাচ্ছি। এটি আমার মনে হয়, প্রায় সারা পৃথিবীব্যাপী। এ উগ্রতা পৃথিবীর একপ্রান্তে হলে ক্রমে অন্য অঞ্চলে সংক্রমিত হয়। তাই আমাদের এটি প্রতিহত করার জন্য সজাগ থাকতে হবে'।

বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, 'সংবিধানে মৌলিক অনুচ্ছেদে সকলেরই অধিকার সংরক্ষণ করা আছে। বিশেষ করে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের, যারা অনুন্নত, কম শিক্ষিত তাদেরও স্বার্থ রক্ষিত। কিন্তু দেখা যাচ্ছে যে, যতোই দিন যাচ্ছে, আমরা আমাদের স্বাধীনতার চিন্তা-চেতনা থেকে সরে আসছি'।

সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে প্রধান বিচারপতি বলেন, 'আমি শুধু ব্রাহ্মণবাড়িয়ার কথা বলবো না। এটিতো (ব্রাহ্মণবাড়িয়া) ধর্মের বিষয়। কিন্তু এ কয়েকটি সাঁওতাল পরিবার, সেটিতো কোনো ধর্মের বিষয় ছিল না। কেন আজকে তাদের ঘর-বাড়ি থেকে উচ্ছেদ করা হলো?'

প্রধান বিচারপতি আরও বলেন, 'আজকে যে অশান্তির বীজ বপন করছি, তা এখই যদি দূর না করি, তাহলে এটি মাথাচাড়া দিয়ে উঠবে। প্রকট আকার ধারণ করবে'।

আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আমরা আশা করবো, আইনজীবীরা আপনারা অগ্রসর হয়ে আসবেন, যারা সাম্প্রদায়িকতার বীজ বপন করছে তাদের প্রতিহত করবেন, বোঝাবেন'।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ স্বামী ধ্রুবেষানন্দ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিসহ আইনজীবীরা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
ইএস/এএসআর


http://www.banglanews24.com/national/news/538691/সাম্প্রদায়িকতার-বীজ-বপনকারীদের-প্রতিহতের-আহবান-প্রধান-বিচারপতির


সাম্প্রদায়িকতার বীজ বপনকারীদের প্রতিহতের আহবান প্রধান বিচারপতির


9 hours ago - 
সাম্প্রদায়িকতার বীজ বপনকারীদের প্রতিহতের আহবান প্রধান বিচারপতির. সংখ্যালঘু নির্যাতনের সময় ধর্মের কথা বলা হলেও গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বিষয়টি তো ধর্মের নয়। তাহলে তাদের কেন উচ্ছেদ করা হলো?- এ প্রশ্ন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার। 

'সাম্প্রদায়িকতার বীজ বপনকারীদের প্রতিহত করতে হবে' - Shafaqna


9 hours ago - 
'সাম্প্রদায়িকতার বীজ বপনকারীদের প্রতিহত করতে হবে' ... নিজস্ব প্রতিবেদক : দেশে যারা সাম্প্রদায়িকতার বীজ বপন করছে, তাদের প্রতিহত করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।  .... সাম্প্রদায়িকতার বীজ বপনকারীদের প্রতিহতের আহবান প্রধান বিচারপতির.

bbc24news.com - দেশে সাম্প্রদায়িকতার উগ্রতার ভাড়ছে-প্রতিহতের ...

প্রথম পাতা » আইন-আদালত » দেশে সাম্প্রদায়িকতার উগ্রতার ভাড়ছে-প্রতিহতের আহবান প্রধান বিচারপতির. মঙ্গলবার ○ ৬ ডিসেম্বর ২০১৬, ২২ অগ্রহায়ন ১৪২৩ ... আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আমরা আশা করবো, আইনজীবীরা আপনারা অগ্রসর হয়ে আসবেন, যারা সাম্প্রদায়িকতার বীজ বপন করছে তাদের প্রতিহত করবেন, বোঝাবেন'। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ...


__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___