Banner Advertiser

Friday, September 29, 2017

[mukto-mona] বনানী পূজামণ্ডপে রাষ্ট্রপতি : বিশ্বকে ধর্মভিত্তিক রাষ্ট্রধারণা থেকে বের হতে হবে




বনানী পূজামণ্ডপে রাষ্ট্রপতিবিশ্বকে ধর্মভিত্তিক রাষ্ট্রধারণা থেকে বের হতে হবে

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, বিশ্বকে অবশ্যই...



বিশ্বকে ধর্মভিত্তিক রাষ্ট্রধারণা থেকে বের হতে হবে

অনলাইন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫৯

আবদুল হামিদরাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, বিশ্বকে অবশ্যই ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। ধর্মের অপব্যাখ্যা সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে।
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বনানী পূজামণ্ডপে আজ শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, 'অশুভ শক্তি এখনো ধর্মভিত্তিক জাতি অথবা রাষ্ট্র গঠনের চেষ্টায় লিপ্ত, যা আমরা লক্ষ করি। কিন্তু বিশ্ববাসীকে ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।'
রাষ্ট্রপতি বলেন, অতীতে ধর্মভিত্তিকে রাষ্ট্রকে কেন্দ্র করে জাতিতে জাতিতে বহু সংঘাত হয়েছে, যুদ্ধ হয়েছে। ধর্মের নামে মনুষ্যত্ব, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ভূলুণ্ঠিত হয়েছে। তিনি বলেন, 'আমরা এখনো প্রত্যক্ষ করছি, একটি অশুভ মহল ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।' তিনি বলেন, কোনো ধর্ম নয়, বরং ধর্মনিরপেক্ষতা হবে একটি জাতি ও দেশ গঠনের ভিত্তি।
রাষ্ট্রপতি বলেন, কোনো একক ধর্ম নয়, বরং সব ধর্মের অনুসারীদের নিয়ে গড়ে তুলতে হবে ধর্মীয় ও মানবিক মূল্যবোধসম্পন্ন সৌহার্দ্যময় সমাজ ও রাষ্ট্র। যেখানে সব ধর্মের লোক পারস্পরিক শ্রদ্ধাবোধ, পরমতসহিষ্ণুতা, উদার দৃষ্টিভঙ্গি নিয়ে নিজ নিজ ধর্ম পালন করবে। রাষ্ট্রপতি বলেন, ধর্মীয় উৎসব উদ্‌যাপনে ভিন্নতা থাকবে; তবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের অনুসারীদের চেতনা ও মূল সুর একই। বাংলাদেশে দীর্ঘদিন ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সব ধর্মের লোক নিজ নিজ ধর্ম পালন করে আসছে।

রাষ্ট্রপতি এর আগে গুলশান-বনানী সর্বজনীন পূজা পরিষদ আয়োজিত সেখানকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সুভাস চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক সুধাংশু কুমার দাস প্রমুখ রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন। খবর বাসস।


অনলাইন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫৯
                              

মন্তব্য  : 

  • মহামান্য রাষ্ট্রপতি, আপনাক‌ে সশ্রদ্ধ সালাম। ধর্ম এখন বহু মানুষ‌ের কাছ‌ে ব্যাবসার হাত‌িয়ার ।

  • ধর্ম মানুষকে সৃষ্টি করে নাই, মানুষেই ধর্মকে সৃষ্টি করেছে।

  • মহামান্য রাষ্ট্রপতি মহোদয় আমি আপনার কথায় একমত। কারণ ধর্মের উপর ভিত্তি করে যে রাষ্ট্র গড়ে ওঠে সেই রাষ্ট্রে সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতিত হয়, অত্যাচারিত হয়। অসাম্প্রদায়িক কখনো চিন্তাই করা যায় না ফলে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যায় আর একারণেই দেশে দেশে ধর্মভিত্তিক সংঘাত বৃদ্ধি পাচ্ছে। আমরা জাতিতে জাতিতে ধর্মে ধর্মে কোন সংঘাত চাই না, আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে চাই।


Read more comments at the site.


__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___