Banner Advertiser

Wednesday, October 25, 2017

[mukto-mona] মাদ্রাসায় ছাত্রকে যৌন নিপীড়ন, অধ্যক্ষ গ্রেপ্তার




মাদ্রাসায় ছাত্রকে যৌন নিপীড়ন, অধ্যক্ষ গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

২৫ অক্টোবর ২০১৭, ২১:২৮ | আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ২১:৪৩ | অনলাইন সংস্করণ

রাজশাহীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে বোয়ালিয়া থানা পুলিশ ওই মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আজ বুধবার দুপুরে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ। গ্রেপ্তারকৃত মাদ্রাসার অধ্যক্ষের নাম আব্দুল জব্বার মাহমুদ ওরফে জিহাদী (৫৫)। তিনি নগরীর বোয়ালিয়া থানার ছোটবনগ্রাম এলাকার জামিয়া রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ। আব্দুল জব্বার পরিবার নিয়ে ওই মাদ্রাসার ভেতরে বসবাস করেন। তিনি
হেফাজতে ইসলামের রাজশাহী শাখার অর্থ সম্পাদক। এছাড়াও কাওমি মাদ্রাসার স্বীকৃতি বাস্তবায়ন কমিটির সদস্য। ওসি জানান, মঙ্গলবার রাতে ওই মাদ্রাসার হেফজ বিভাগের ১৪ বছরের এক ছাত্র থানায় এসে তাকে বলাৎকারের অভিযোগ করে। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার তালন্দা উত্তরপাড়া গ্রামে। সে ওই মাদ্রাসার আবাসিক ছাত্র। তার অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে ওই মাদ্রাসা থেকে আব্দুজ জব্বারকে গ্রেপ্তার করা হয়। এসময় আব্দুল জব্বার অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। তবে তার শারীরিক কোনো সমস্যা না থাকায় বুধবার সকালে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। এরপর তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ওই ছাত্রের বাবা। গত শুক্রবার দুপুরে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জব্বার তার নিজের চেম্বারের বাথরুমে ওই ছাত্রকে বলাৎকার করা হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি আমান উল্লাহ। বলাৎকারের শিকার ওই ছাত্র জানায়, সে মাদ্রাসার আবাসিক হোস্টেলে থাকত। গত শুক্রবার দুপুরে তাকে ডেকে নিয়ে গিয়ে মাদ্রাসার অধ্যক্ষ তার বাথরুমে কাপড় ধৌত করতে দেয়। এসময় ওই অধ্যক্ষ বাথরুমে গোসল করতে ঢুকেন। গোসল করার এক পর্যায়ে তাকে ধরে বলাৎকার করে। এসময় বিষয়টি কাউকে বললে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকি দেয় অধ্যক্ষ। সূত্র জানায়, গত শুক্রবার এ ঘটনার পর ওই ছাত্র অসুস্থ অবস্থায় বাড়ি চলে যায়। পরে একটু সুস্থ হলে তার বাবা মঙ্গলবার তাকে মাদ্রাসায় যেতে বলেন। কিন্তু তিনি ভয়ে মাদ্রাসায় যেতে চাচ্ছিলো না। এসময় বাবার নিকট তাকে বলাৎকারের বিষয়টি খুলে বলেন। এরপর ছেলেকে নিয়ে বাবা রাজশাহীতে চলে আসেন। এসে তিনি বিষয়টি ছাত্রের এক শিক্ষককে প্রথমে জানান। এরপর রাতে তারা থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানায়। নাম প্রকাশ না করার শর্তে ওই মাদ্রাসার একজন শিক্ষক বলেন, অনেক ছাত্রের সঙ্গে মাদ্রাসার অধ্যক্ষ এ ধরনের আচরণ করেছেন। তারা লজ্জায় বিষয়টি প্রকাশ করেন নি। সম্প্রতি বিষয়টি তার স্ত্রী জানার পর প্রতিবাদ করলে স্ত্রীকেও নির্যাতন করে জখম করে। পরে তারা অধ্যক্ষের স্ত্রীকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছিলেন বলেও জানান ওই শিক্ষক।


বৃহস্পতিবার, ঢাকা ।। ২৬ অক্টোবর ২০১৭ ।। ১১ কার্তিক ১৪২৪ ।। ৫ সফর ১৪৩৯




 





__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___