Banner Advertiser

Monday, June 7, 2010

[ALOCHONA] BREAKING NEWS>>> Mahmudur Rahman in 4 Days Remand



দুটি মামলায় মাহমুদুর রহমানের ৪ দিনের রিমান্ড

Mon 7 Jun 2010 6:20 PM BdST

rtnn ঢাকা, ০৭ জুন (আরটিএনএন ডটনেট)-- পৃথক দুটি মামলায় সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া দৈনিক 'আমার দেশ' পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

১ জুন গ্রেপ্তারের সময় পত্রিকাটির কর্মকর্তারা পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের মামলায় তিন দিন এবং ২ জুন আদালতে হাজিরের সময় আইনজীবীদের সঙ্গে পুলিশের ধাক্কা-ধাক্কির অভিযোগে কোতোয়ালি থানায় দায়ের মামলায় এক দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত।


আজ সোমবার দুপুর ২টার দিকে পুলিশের কাজে বাধা দেয়া মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই রেজাউল করিম মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে ২ জুন আদালতে হাজিরের সময় পুলিশের সঙ্গে ধাক্কা-ধাক্কির অভিযোগে দায়ের করা মামলায় মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানার এসআই মোখলেছুর রহমানের সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর রহমান ভূঁইয়া এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১ জুন সন্ধ্যায় আমার দেশ পত্রিকার প্রকাশক হাসমত আলী হাসু মাহমুদুর রহমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে তেজগাঁও থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে পত্রিকাটির অফিসে গ্রেপ্তার করতে যায়। এ সময় মাহমুদুর রহমানকে গ্রেপ্তারে পুলিশকে বাধা দেয়ার অভিযোগ এনে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ এর পরের দিন মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ মামলায় পত্রিকাটির সংবাদ কর্মীরাও আসামি হন।

এর আগে পত্রিকাটির প্রকাশনা বাতিল করা হয়। পত্রিকার প্রকাশক হাসমত আলী হাসুর প্রতারণা মামলায় ২ জুন মাহমুদুর রহমান জামিন পান।

আজ শুনানির সময় মাহমুদুর রহমানের পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার নওশাদ জমির, সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সরকার পক্ষে মহানগর পিপি আবদুল্লাহ  আবু, জেলা পিপি খন্দকার আবদুল  মান্নান, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোখলেছুর রহমানসহ অ্যাডিশনাল পিপি ও স্পেশাল পিপিরা উপস্থিত ছিলেন।

আরটিএনএন  ডটনেট/এমইউএ/এমআই_ ১৮২০ ঘ.



__._,_.___


[Disclaimer: ALOCHONA Management is not liable for information contained in this message. The author takes full responsibility.]
To unsubscribe/subscribe, send request to alochona-owner@egroups.com




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___