Banner Advertiser

Monday, October 24, 2011

[ALOCHONA] FW: Hasina Germany safar---demonstations against her [1 Attachment]

[Attachment(s) from S A Hannan included below]

 

 


From: Kazi Mustak Rahman [mailto:mustakmba@yahoo.com]

http://www.dailynayadiganta.com/details/7038

Top of Form

সার্চ

Bottom of Form

শেখ হাসিনার জার্মানি সফরে প্রবাসীদের বিক্ষোভ

শেখ হাসিনার জার্মানি সফরে প্রবাসীদের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফরকে সামনে রেখে বাংলাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা-নির্যাতনের প্রতিবাদে জার্মান প্রবাসী বাংলাদেশীরা বার্লিন গেটের (ব্রান্ডেনবার্গার টুর) সামনে গতকাল এক বিশাল প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। জার্মান-বিএনপি জার্মান প্রবাসী বাংলাদেশী কমিউনিটির যৌথ আয়োজনে এই প্রতিবাদ সমাবেশে বিপুলসংখ্যক বাংলাদেশী অংশগ্রহণ করেন। তাদের হাতে বাংলাদেশে হত্যা, নির্যাতন, মিডিয়া দলনের ছবি সংবলিত বাংলা, ইংরেজি জার্মান ভাষায় লিখিত বিভিন্ন পোস্টার, ব্যানার, ফেস্টুন শোভা পায়।
সমাবেশে অন্যদের মধ্যে জার্মান-বিএনপির সভাপতি দেওয়ান শফিকুল ইসলাম, সেক্রেটারি মাসুদ রেজা, ফিনল্যান্ড সভাপতি কামরুল হাসান জনি, ডেনমার্ক সভাপতি গাজী মনির আহমেদ, অস্ট্রিয়া আহ্বায়ক মাজেদুর রহমান সুমন, জার্মান প্রবাসী বাংলাদেশী কমিউনিটির পক্ষে বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল আজিজ, ইঞ্জিনিয়ার আদনান আব্দুল হাই, শহিদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে দেওয়ান শফিকুল বলেন, আমরা আজ এমন এক সময় এখানে সমবেত হয়েছি, যখন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশের বিরোধী দল, বিরোধী মতের ওপর নির্যাতনের স্টিমরোলার চালু করেছে। বিচারের নামে প্রহসন করে বিরোধী নেতাকর্মীদের জেলে পুড়ছে। হত্যা, গুম, সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
প্রধানমন্ত্রী বিশাল লোকবহর নিয়ে গরিব জনগণের টাকায় জার্মানির সবচেয়ে বিলাশবহুল হোটেল আডলনে অবস'ান করছেন।
ফিনল্যান্ড সভাপতি কামরুল হাসান জনি বলেন, বিরোধী মতের সাংবাদিক, সম্পাদকদের গ্রেফতার করে রিমান্ডে নেয়া এখন সরকারের পেটোয়া বাহিনীর রুটিন কাজ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরো বলেন, বর্তমান বাকশালী সরকার, সাহসী সাংবাদিক দৈনিক আমার দেশ মাহমুদুর রহমানকে গ্রেফতার করে মাসের পর মাস রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন করেছে। ৭৫ বয়স্ক প্রবীণ সাংবাদিক দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে। জনপ্রিয় অনলাইন মিডিয়া শীর্ষ নিউজকে বন্ধ করে দিয়েছে তার সম্পাদক একরামুল হককে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে রেখেছে।
ডেনমার্ক সভাপতি গাজী মনির আহমেদ বলেন, এই সরকার বিরোধী দলকে মিছিল-সমাবেশ করতে দিচ্ছে না। নিজেরাই জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে ক্ষমতায় এসে রোডমার্চের মতো বিরোধী দলের শানি-পূর্ণ কর্মসূচিও বন্ধ করার হুমকি দিচ্ছে। অপর দিকে সরকারি দলের ক্যাডারেরা প্রকাশ্যে পুলিশের সামনেই অস্ত্র হাতে মিছিল করে বেড়াচ্ছে।
জার্মান প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল আজিজ বলেন, বিগত আড়াই বছরে ১৫ হাজারের বেশি বিরোধী মতের নেতাকর্মীদের হত্যা গুম করা হয়েছে। চৌধুরী আলমের মতো জনপ্রিয় কমিশনার আজো নিখোঁজ। বাংলাদেশের মানুষ আজ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়।
ইঞ্জিনিয়ার আদনান আব্দুল হাই বলেন, আমরা সভ্য সমাজে বসবাস করছি অথচ হাসিনা আওয়ামী লীগ সরকার হত্যা, গুম, সংখ্যালুঘু নির্যাতন, নারীর শ্লীলতাহানি, মিডিয়া দলনের মাধ্যমে বাংলাদেশকে এক নরকে পরিণত করেছে। আমরা কি আবার '৭৫ সালের আগের আওয়ামী জাহেলিয়াতের দিকে ফিরে যাচ্ছি?
বক্তারা দলমত নির্বিশেষে গণতন্ত্রের লেবাছে আওয়ামী ফ্যাসিবাদের প্রতিবাদ করে এর অবসান ঘটিয়ে সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ায় আহ্বান জানান। আজ সোমবার ধরনের সমাবেশের আয়োজন করা হবে বলে বক্তারা জানান। বিজ্ঞপ্তি

 

 


Attachment(s) from S A Hannan

1 of 1 File(s)


__._,_.___


[Disclaimer: ALOCHONA Management is not liable for information contained in this message. The author takes full responsibility.]
To unsubscribe/subscribe, send request to alochona-owner@egroups.com




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___